Ami Tomar nam Loiya Kandi | Sagor Baul | আমি তোমার নাম লইয়া কান্দি | New Song |NTV Music |Folk Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 288

  • @berthopremik.ihetlove2353
    @berthopremik.ihetlove2353 2 года назад +109

    তোমাকে পেয়ে গেলে হইতো এতো সুন্দর গান টা শুনা হইতো না প্রিয়!💔🙂
    স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখনি এই গান টা শুনতে আসবে যদি একটা লাইক দেয় নোটিফিকেশন আসলে আমি আবার তোমার কথা ভেবে গান টা শুনবো প্রিয় ! 💔 হারিজা🥀সোহেল💔

  • @MDNazmulHaque-r3o
    @MDNazmulHaque-r3o 10 месяцев назад +24

    বিচ্ছেদ যন্ত্রনা যে কত আঘাত না পেলে কেউ অনুভব করতে পারবে না

  • @EMONYT-nk8rm
    @EMONYT-nk8rm Год назад +35

    প্রিয়...
    তোমার সাথে বিচ্ছেদ না হলে এই কলিজা পুড়া গান গুলা শুনা হইতো না, তোমার কথা মনে পরলেই চলে আসি গান টা শুনতে! তাই আজ কমেন্ট করে গেলাম, হৃদয় ভাংগা মানুষ গুলো যখন গান টা শুনতে এসে আমার কমেন্ট দেখে একটা রিয়েক্ট দিবে তখন আবার গান টা শুনতে আসবো আর তোমায় ভেবে খুব কষ্ট পুড়াবো_🥀💔

    • @sajalroy6734
      @sajalroy6734 Год назад

      🙂🏵️

    • @shunnojibon8070
      @shunnojibon8070 Месяц назад

      ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যা কাউকে দেখানো যায় না🥺🙏

    • @nazmulsabbir
      @nazmulsabbir 23 дня назад

      😢😢😢

  • @SagorBaul
    @SagorBaul 2 года назад +42

    অসংখ্য ধন্যবাদ NTV কে🙏❤️
    আমি তোমার নাম লইয়া কান্দি 🙂
    সাধারণত আমরা এই গানটা অনেক ভাবেই শুনে থাকি, গানটি লেখক এবং সুরকার হেমাঙ্গ বিশ্বাস,
    আমি আসলে কখনই এই গানটিকে এতটা আবেগ দিয়ে গেতে পারতাম না, যদি এত সুন্দর ভাবে স্নেহ দিয়ে Jahangir Chowdury আঙ্কেল এই গানের ডিরেকশন না দিতেন, বিশেষ করে আমাকে 🙏🙏।
    আমি কৃতজ্ঞ তার মতন একজন উচ্চ চিন্তার সঙ্গীত মনা মানুষের প্রতি 🙏🙏🙏🙏🙏।

    • @riponhosain944
      @riponhosain944 2 года назад +1

      ভিতরে ছুয়ে গেল ❤️🖤

    • @ratonkhan2664
      @ratonkhan2664 2 года назад

      ভালোবাসা অবিরাম ভায়া

    • @eng.gm.nuruzzaman2017
      @eng.gm.nuruzzaman2017 Год назад

      খুব ভালো গেয়েছেন ভাই।🎉

    • @mdariyankhan8328
      @mdariyankhan8328 Год назад

      মনে আছে ভাই রায়পুরা মেরাতুলিতে এই গানটা গেয়েছিলেন ❤❤❤ভালোবাসা আপনার প্রতি ❤❤❤
      আপনার সাথে ছবি তুলতে গেছিলাম ভাই বাট পারলাম না 😢😢😢 দুঃখ রইলো😢😢

    • @MdRipon-fy5vg
      @MdRipon-fy5vg Год назад

      এক কথায় অসাধারণ.... ❤

  • @faisalkhan-li4dt
    @faisalkhan-li4dt Год назад +32

    যদি কখনো তোমার সামনে আমার এই কমেন্ট চলে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও এক পলক দৃষ্টি ভোলাবে। মনের অজান্তেই হয়তো দু ফোঁটা অশ্রু ঝরে পরবে তোমার। সে দিন হয়তো আমি আর এই নিষ্ঠুর পৃথিবীর বাসিন্দা থাকব না। তোমার দেয়া এক বুক ব্যাথা নিয়ে গভীর রজনীতে অসংখ্য বার গানটি শুনেছিলাম.......... তোমার জন্য আমার এই কমেন্ট রেখে গেলাম........

    • @islamandlifebd
      @islamandlifebd 9 месяцев назад +2

      আসলে এই সারথের দুনিয়ায় কেউ করো না,আপনি যার জন্য এত পাগল,যার জন্য এত ভালো বাসা,যার জন্য এত দুখি, আর সে অন্যের সাথে ঠিকই শুখি,তবে কেন আপনি তার মায়ায় পরে থাকবেন,নিজেকে মনকে সক্ত করুন,নতুন করে জিবন সাজান, আর নামাজে আল্লাহর কাছে চান, দেখবেন সব ঠিক হয়ে যাবে।

    • @ArMehedi-s3s
      @ArMehedi-s3s 8 месяцев назад +1

      Valobasar R ek nam biroho!!!

    • @AujoyKumar-pk2pj
      @AujoyKumar-pk2pj 7 месяцев назад +1

      বিচ্ছেদের উপকূলে যখন পৌছে যাই, তখন এই গানটা সামনে চলে আছে। এখন এই গানটা আমার প্রতি রজনী সঙ্গী। স্বার্থ ছাড়া দুনিয়া হয়না। তবুও তুমি বিলাসী জীবন ত্যাগ করে আমার কাছে আসতে পারতে।

    • @moidul5754
      @moidul5754 2 месяца назад

      😢

  • @akterhossainmd1914
    @akterhossainmd1914 Год назад +13

    এই গানটা শুনতেই চোখের জ্বলে অশ্রু ভেজে
    জানি অনেক সুখে আছো তারপরও দোয়া করি যাতে এর থেকেও বেশি সুখে থাকো তুমি।
    তবে তোমার একটা কথায় খুব বেশি কাঁদায় আমাকে সেটা হলো।
    আমাকে ছেড়ে যেনো না তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচবো না বাট দেখ আজকে আমি ঠিকই আছি তুমি আমাকে ছেড়ে চলে গেলে প্রিয়।

  • @monpakhirahman459
    @monpakhirahman459 2 года назад +164

    জীবন থেকে ভালোবাসা গুলো যখন একে একে দুরে চলে যায়, তখন শিল্পীর হৃদয় ভাঙ্গার সাথে সাথে শ্রোতাগনের মন ভাঙ্গা ,হৃদয় ভাঙ্গা এবং ব্যর্থ বিরহী মনের মর্মস্পর্শি শব্দ শোনা যায়।

  • @harunnipuofficial5486
    @harunnipuofficial5486 24 дня назад +2

    রেখে গেলাম কমেন্ট ২১ শতক ছেলেমেয়ে জন্য "" না পাওয়া ভালো বাসা জন্য😢😢

  • @NazmulHasan-iy4qx
    @NazmulHasan-iy4qx Год назад +21

    এই গান নয় রে ভাই এইটা আবেগ , এইটা‌তো ভালবাসা, এইতো প্রিয় মানুষ‌কে খু‌জে পাওয়ার আতনার্ত ,,

  • @ashikmahmud4537
    @ashikmahmud4537 Год назад +17

    গান টা গভীর রাতে নিরবে শুনলে এত স্মৃতি মনে পরে,,,,যা গানটার শেষে কান্নার মাধ্যমে প্রকাশিত হয়💔💔

  • @jarakhan9320
    @jarakhan9320 Месяц назад +2

    আমার জীবনের যে ভালোবাসার মানুষটি।। আমার আম্মু। আমি আজ তাকে ছেড়ে শশুর বাড়ি। আমি তার জন্য কিছুই করতে পারিনি। কিন্তু সে আমার জন্য তার সর্বোচ্চ সেক্রিফাইছ করেছে। আহারে মা তোমার জন্য আমি কিছু পারলাম না মা।।। এই কস্ট আমাকে সারাজীবন পোড়াবে মা।

  • @firuzaakter1722
    @firuzaakter1722 Год назад +4

    বলার ভাষা হারিয়ে ফেলেছি এক কথায় অসাধারণ কন্ঠ চমৎকার গানের কথা ও সুর মনটা জুড়িয়ে গেল বেঁচে থাকেন হাজার ও মানুষের মন জুড়িয়ে শুভ কামনা রইল অনেক অনেক 👌👌

  • @MdrajonIslam-g2c
    @MdrajonIslam-g2c Год назад +4

    গুরুত্ব ছিলো না বলে 'আমি' ব্যাক্তিগত ইচ্ছা প্রকাশ করি নি...!
    অপেক্ষার মৃত্যু নেই, মায়াবতী...!
    যখন ইচ্ছে-হবে এসো, এমনি থাকবো, ভালোবাসি,-ভালোবাসবো...! ❤️

  • @bpkhirul1822
    @bpkhirul1822 Год назад +4

    পূন্যতা পেলে হয়তো এই গানটা শোনা হতো না
    কমেন্ট করে গেলাম হয়তো আমাদের পরের প্রজন্ম দেখবে যে আমাদের কেমন রুচি ছিল

  • @mdsuhel333
    @mdsuhel333 2 года назад +14

    আমার খুব পছন্দের একটা গান কিন্তু যত শুনেছি এমন আবেগ মাখা দরদী কন্ঠে কখনো শুনিনি
    অনেক অনেক অনেক ধন্যবাদ
    এন টিভি চ্যানেল কে এবং সাগর ভাই কে
    এমন ভাবে গানটি উপস্থাপন করার জন্য

  • @RaihanAlvi
    @RaihanAlvi 8 месяцев назад +5

    গুরুত্ব ছিলো না বলে 'আমি' ব্যাক্তিগত ইচ্ছা প্রকাশ করি নি...!
    অপেক্ষার মৃত্যু নেই, মায়াবতী...!
    যখন ইচ্ছে-হবে এসো, এমনি থাকবো, ভালোবাসি,-ভালোবাসবো...!

  • @obydullhaqbadol546
    @obydullhaqbadol546 Год назад +9

    যদি এক কথায় বলি অসাধারণ। ভুল হবে। অতি অসাধারণ। দরদ আর আবেগ পরিপূর্ণ কন্ঠ। অবিশ্বাস্য সুন্দর। মনের গহীনে কঠিন ভাবে গেথে গেল।

  • @rajibsarker363
    @rajibsarker363 Год назад +2

    তুমি থাকলে হইত এত সুন্দর গান শুনা হইত না💔

  • @erfanroni8022
    @erfanroni8022 3 месяца назад +2

    সে বলেছিলো কুনোদিন জে তার সামনে না জাই তাই চলে এসেছি দুর প্রবাসে তবুও তাকে ভুলতে পারিনা প্রতি রাতরে তার কথা ভেবে কান্না করি😭😭😭😭😭

  • @mixcollection-roy6183
    @mixcollection-roy6183 2 года назад +19

    এই গান টা আরো কয়েকজন শিল্পী র কন্ঠে শুনেছি কিন্তু এই গানটা সাগর ভাইয়ের কন্ঠে শুনে আর কারো কন্ঠে শুনতে ইচ্ছে করে না।এক কথায় অসাধারণ সুন্দর গাইছে। সেই সাথে মিউজিসিয়ান দের অসাধারণ পারফরম্যান্স। 💙

    • @gmopi71
      @gmopi71 Год назад

      দিনাজপুরের এমপি শিবলী সাদিকের খালি গলায় এই গানটা একমাত্র পূর্ণতা পায়🙂

  • @mdjakariachowdhury3186
    @mdjakariachowdhury3186 2 года назад +7

    এতো ভালোকরে এতো দরদ দিয়ে ক্লাসিকাল কন্ঠে এই গানটা গেয়েছেন আহ হৃদয় ছুয়ে গেলো, অসংখ্য ধন্যবাদ এন টিভি কে, ভালবাসা অবিরাম প্রিয় সাগর বাবাজী।

  • @marlboro.hassan
    @marlboro.hassan 10 месяцев назад +2

    Khub jotno kore bhaiya gan ta gaicen thanks.... ❤❤

  • @shantomusicmedia8429
    @shantomusicmedia8429 Год назад +10

    গান টা শুনতে শুনতে কখন যে চোখের কোনে জল এসে গেল বুঝতেই পারলাম না।।

  • @RaihanAlvi
    @RaihanAlvi 8 месяцев назад +5

    উইড়া যায় রে ছকুয়ার পঙ্খী
    পইড়া রইলো... কায়া
    সেই পরাণে বিদেশ হইলা
    ভুলি দ্যেশের মায়া রে বন্ধু
    আমি তোমার নাম লইয়া কান্দি।
    উইড়া যায় রে ছকুয়ার পঙ্খী
    পইড়া রইলো... কায়া
    সেই পরাণে বিদেশ হইলা
    ভুলি দ্যেশের মায়া রে বন্ধু
    আমি তোমার নাম লইয়া কান্দি।

  • @md.moshiarrahman7536
    @md.moshiarrahman7536 Год назад +24

    আমিও একজনের নাম মনে হইলে চোখের পানি আটকাতে পারি না, খুব বেশি ভালোবাসতাম তাকে,এখনো অনেক মিস করি সারাক্ষণ তাকে নিয়ে ভাবি,তার কথা গুলো এখনো হৃদয়ের গহিনে সজ্জিত করে রেখেছি🤔🤔🤔❤️❤️❤️

  • @md.mahfuzalom2884
    @md.mahfuzalom2884 11 месяцев назад +2

    13/12/2009❤❤❤❤

  • @MdToushertraveling
    @MdToushertraveling 5 месяцев назад +2

    সে চলে যাওয়ার পর থেকেই গানটি প্রিয় হয়েছিল। এখন একা এবং মনকে সান্তনা দেওয়ার জন্য দেশ-বিদেশ ঘুরি।

  • @saymuntania7841
    @saymuntania7841 Месяц назад

    ভালোবাসার মানুষকেও পেলাম। তবুও হৃদয় নাড়া দেওয়ার মত যে গানগুলো শুনি। প্রথম যখন প্রেম করেছিলাম তখন বেশি ভালো লাগ তো।কিন্তু এখন তার চেয়ে বেশি ভালো লাগে। কারণ আমি গান পাগল

  • @EngrShakilAhmed
    @EngrShakilAhmed 6 дней назад

    গানটা শুনে বাবার কথা মনে পড়ে৷ গেল, বাবা মারা গেছে কয়েক মাস হলো চাইলেও তারে একটু জরাইয়া দরতে পারি 😭😭😭

  • @LRLimonofficial
    @LRLimonofficial Год назад +5

    তুমি আমাকে প্রথম বলেছিলে,
    যেন তোমাকে কখনো ছেড়ে না যাই,
    অথচ আজ দেখো,,আমি ঠিকই তোমার আছি,, কিন্তু সেই তুমিটা আর আমার নাই।😅
    যেখানেই থাকো,সব সময় ভালো থেকো।
    তবে তোমাকে কখনো ক্ষমা করতে পারব না😊

    • @alalhossain8735
      @alalhossain8735 Год назад +1

      Valobasar manus-k shukhe rakha ba thakar nam-e valobasa

    • @maniruzzamanupsachib593
      @maniruzzamanupsachib593 Год назад +1

      একেবারেই আমার মনের কথা বলেছেন ভাই।

    • @LRLimonofficial
      @LRLimonofficial Год назад

      @@alalhossain8735 🙃🙃

    • @LRLimonofficial
      @LRLimonofficial Год назад

      @@maniruzzamanupsachib593 🙂

    • @dhrajuraj3573
      @dhrajuraj3573 Год назад

      4375😢 নজরে পড়বে হয়তো,
      যে থাকার সে সব কিছু মানিয়ে থাকবে.
      যে থাকার নয় সে হাজার অজুহাত দেখিয়ে ছেড়ে যাবে.
      কোনো অভিযোগ নেই, তার প্রতি কখনো থাকবেও না,
      আছে কিছু অভিমান,
      যা আর কখনো বলা হবে না!

  • @shaifulislam5721
    @shaifulislam5721 Год назад +3

    Amen jesus.yes yes Good morning god bless all

  • @dibyenduroy999
    @dibyenduroy999 3 месяца назад +1

    কোচবিহার থেকে অসাধারণ।। আহা কি দারুন।। কিন্তু কাট মোল্লা দের জন্য হয়তো অদূর ভবিষ্যৎ এ আর এই চর্চা হইব না। ফিরে যাবেন মধ্য যুগে

  • @md.tawhid2442
    @md.tawhid2442 Год назад +4

    দীর্ঘ আট বছর আগে এই গানটা প্রচুর শুনেছি প্রচুর কেঁদেছি

  • @DSmotivational25
    @DSmotivational25 Год назад +3

    হারানোর ব্যাথা সেই বুজে যে হারাই😢😢

  • @P01316P
    @P01316P 7 месяцев назад +1

    তোমাকে পেয়ে গেলে হয়তো বিচ্ছেদ কী বুঝতে পারতেম না।😢😢

  • @dipjolroy2551
    @dipjolroy2551 Год назад +4

    কিছুই বলবার নেই একদম অসাধারণ 🥰

  • @jahidjahidhasan9655
    @jahidjahidhasan9655 2 месяца назад

    অপেক্ষার মৃত্যু নেই,মায়াবতী...!
    যখন ইচ্ছে -হবে এসো,এমনি থাকবো,
    ভালোবাসি,-ভালোবাসবো....!❤️

  • @MdJamilur-fx9jz
    @MdJamilur-fx9jz Год назад +2

    গানটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না মনের অজান্তেই দু চোখ দিয়ে পানি চলে আসছে 😭😭

  • @abirmahmudmiraj
    @abirmahmudmiraj Месяц назад

    জান্নাত,তোমার জন্ন্য কমেন্ট করে গেলাম
    তোমাকে হারিয়েছি বলেই এমন সুন্দর গানটি শুনতে পেরেছি

  • @mdjoynalabdien-yr5ge
    @mdjoynalabdien-yr5ge Год назад +1

    এই গানটা শুনে আমার সেই মানুষ টার কথা মনে পড়ে যায় যদি মোবাইল না করতাম তাহলে অনেক রাগ করতো আজ সেই রাগ করার
    মানুষটা নাই মোবাইল হাতে নিয়ে বসে থাকি কল আর আসে না ফারজানা তুমি এথ নিষ্ঠুর হইলা 😢😢😢

  • @syedmaya242
    @syedmaya242 11 месяцев назад +1

    Ahhh ki ssundar poribeshona...bhishan bhalo geyechhen ...ganti amar bhishan pochonder...tobe kothao jano aktu onno rokom bhalo laga laglo...tai arekbar sroddha janalm...r ha bari siddiki sir er gawa gan gulo jodi al gaan ami apluto hobo..o ha apnar risht band ta pathalenna kintu

  • @mamun2450
    @mamun2450 2 года назад +4

    জীবন থেকে মধুর ভালোবাসা যখন চলে যায়,তখন একটা মনের কি অবস্থা হতে পারে সেটা সেই মানুষটি ছাড়া আর কেউ বুঝতে পারবে না,একবার চোখ বন্দ করে একটি বারের জন্য ভেবে দেখুন ভালোবাসার মানুষ কে হারানো কতো কষ্ট,কতো রকম মানুষ আছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু যারা ভালোবাসার আঘাতে শেষ হয়ে যাচ্ছে তাদের খবর কেউ রাখে না,তারা তাদের মনের কথা কাউকে বলতে না পাড়ায় নিরবে শেষ হয়ে যাচ্ছে,প্রতিটি ভালোবাসা মধুর হয়ে থাক এই কামনা সব সময় থাকবে💖
    #রাজ_আহমেদ✍️✍️✍️

  • @MdAlam-ep8jm
    @MdAlam-ep8jm Год назад +4

    অসম্ভব সুন্দর গান। মনটা ভরে গেল

  • @biplopsarkar2350
    @biplopsarkar2350 Год назад +1

    - কতোটা ভালোবাসি জানিনা😔
    - তবে মন খারাপ হলে সবার আগে তোমাকেই খুজি

  • @HabiburRahman-gm9nh
    @HabiburRahman-gm9nh Год назад +1

    আমি তোমার লইয়া কান্দি,,,
    অনেকবার শুনেছি অনেকের কন্ঠে,,
    এটাই অতুলনীয়,,
    শুভকামনা ভাই।

  • @adnanabir7188
    @adnanabir7188 Год назад +3

    Ami akta miye k onek valobastam ,,kintoo pai nai ,na pawer jontona j ki ta j pai sei boje ,r ai song tar sonle boja jai onovoti ta ,,, 7:06

  • @marufhossain3405
    @marufhossain3405 Месяц назад

    আরে দরদ🙏🙏 চমৎকার😊

  • @mdsamiulislam352
    @mdsamiulislam352 Год назад

    তোমাকে পেয়ে গেলে হয়তো এই গানের স্বাদটা অন্য রকম লাগতো..... এতোটা ফিলিংস পাইতাম না কখনো..... সেজন্য ধন্যবাদ প্রিয়....মোরে ছ্যাকা দেওয়ার জন্য.......😢😢😢

  • @Singernazmul
    @Singernazmul 5 месяцев назад +1

    কবেই মন নষ্ট হয়ে গেছে,এখন শুধু জীবন যুদ্ধে ঠিকে আছি 🥲🥲🥲

  • @mdrazibmiah7505
    @mdrazibmiah7505 2 месяца назад

    কষ্টের মরুভূমির বুকে একাকিত্ব পথ চলায় এক টুকরো মেঘের আনাগোনার শুকনো হাসি মুখে অশ্রু শীক্ত প্রতি টি গানের বাক্য

  • @baharkhan4351
    @baharkhan4351 Год назад +2

    গান টা শুনে মনে পরে যায় মনের মানুশের কথা❤❤❤

  • @SujanaRupa
    @SujanaRupa 2 года назад +4

    অসম্ভব সুন্দর হয়েছে গানটা ,অসাধারণ

  • @MR_N9X
    @MR_N9X 7 месяцев назад

    Respect the writer of this great folk song, And love you Sagor Baul , you are the best💖💖

  • @arifhossain-ct8fk
    @arifhossain-ct8fk 8 месяцев назад

    অনেক ভালোবেসে ছিলাম তোমায় নিজের করে পেলাম না এলে হয়তো আজ এত সুন্দর গানটা শোনা হত না যেখানেই থাকো ভালো থাকো সবসময় দোয়া করি "'"খুকুমণি"'

  • @ShamimFokir-ik5gq
    @ShamimFokir-ik5gq 6 месяцев назад

    য়ার হারায় সেই বুজে হারানোর য়ন্তনা কত ❤

  • @MdOsman-vo8xv
    @MdOsman-vo8xv 4 месяца назад

    আমার খুব প্রিয় একটা গান, তোমাকে হারিয়েছি বলেই,আজ এই গান টা শোনা হলো তোমাকে পেয়ে গেলে হয় তো গান টা শোনা হতো না, আমাকে যতোটা কষ্ট দিয়েছো সেটা ভাষায় বলা যাবে না তুমি ও এক দিন বুঝতে পারবে কিন্তু আফসুস হয় তো সে দিন আমি এই পৃথিবীতে থাকবো না,তোমার জন্য সৃতি হিসেবে রেখে গেলাম, কোন এক দিন আমার এই কমেন্ট টা তোমার চোখে পরবে, সে দিন তুমি অঝোরে কাদবে, আর আমার কথা মনে পরবে,আমি তোমায় খুব মিস করি, ভালো থেকো সব সময় এই দোয়া করি, এখনো তোমায় অনেক ভালোবাসি,সরা জীবন এ ভাবে এই ভালোবেসে যাবো যদি কখনো আমার কথা মনে পরে, তা হলে এই গান টা শোনার জন্য অনুরোধ রইলো,আল্লাহ হাফিজ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤এটা দেয়ার মানে টা বুঝে নিয়ো

  • @shsgaming1054
    @shsgaming1054 2 года назад +6

    অসাধারণ সাগর বাউল ❤️🙏

  • @comillarpola
    @comillarpola Год назад +1

    23.03.2023 এই কমেন্ট রেখে গেলাম সৃতি হিসেবে কিছু বলার নাই প্রবাস থেকে অনেক মিস করি আমার প্রান প্রিয় 😢😢😢😢

  • @MdMosharof-m5n
    @MdMosharof-m5n Месяц назад

    বিচ্ছেদ না হইলে গানের ভাষাগুলো বুজা যাবেনা😂

  • @Sabviru
    @Sabviru Год назад +4

    আমি তোমাকে মিস করি প্রিয়তমা। অনেক অনেক মিস করি।

  • @SujanHossain-ve1op
    @SujanHossain-ve1op 9 месяцев назад +1

    তোমাকে কখনো ভুলেতে পারবো না

  • @JannatChowdhury-o1b
    @JannatChowdhury-o1b Месяц назад

    Vaiya joss hoyeche gan ta❤️❤️❤️

  • @moynalhoque-nr1vz
    @moynalhoque-nr1vz 10 месяцев назад +1

    onek din hoiya gelo but tar nam samne ashle onek kharap lag a.

  • @jrunkumar5402
    @jrunkumar5402 2 года назад +3

    সত্যি অসাধারণ একটি গান 🥰 মন ছুয়ে যাওয়া একটি গান 🥰🥰

  • @mohammedcoyon7508
    @mohammedcoyon7508 Год назад +2

    মন টা খুব খারাপ তার কথা খুব মনে পরছে
    1:59 am.6 February. 2023.Dubai abu heil.UAE. Al maha centre building

  • @ZihadSound
    @ZihadSound 2 месяца назад

    অসাধারণ গাওয়ার জন্য ধন্যবাদ ভাই

  • @MdkadirKhan-vc9xe
    @MdkadirKhan-vc9xe Год назад

    ভালোই হইছে তোমার লগে আর কথা হয় না,কথা হইলে তো আর, এত সুন্দর গান শুনতাম না।।।।😭😭😭

  • @mdmostofahswladar8719
    @mdmostofahswladar8719 Год назад +1

    gan sunte ase kandia kandia chok fulaelam 😢😢😢😢😢😢

  • @jamshedstroy2265
    @jamshedstroy2265 Год назад

    আমি কমেন্ট পড়তে এসে আবেগী হয়ে গেলাম😢😢😢

  • @jerintalukder6350
    @jerintalukder6350 10 месяцев назад +2

    😭😭😭

  • @nikhilproshad7453
    @nikhilproshad7453 7 месяцев назад

    অনেক দূরে চলে গেছে ভালোবাসা ।রিদয় নিংড়ানো ভালবাসা ফিকে হয়ে গেছে তবুও বুকের বাঁ বাপাশে ব্যাথা অনুভব করি ৩০ বছর ধরে

  • @RajuAhmed-ip7uk
    @RajuAhmed-ip7uk 6 месяцев назад

    আসাম থেকে ভালোবাসা

  • @dhrajuraj3573
    @dhrajuraj3573 Год назад +1

    4375😢 নজরে পড়বে হয়তো
    যে থাকার সে সব কিছু মানিয়ে থাকবে.
    যে থাকার নয় সে হাজার অজুহাত দেখিয়ে ছেড়ে যাবে.
    কোনো অভিযোগ নেই, তার প্রতি কখনো থাকবেও না,
    আছে কিছু অভিমান,
    যা আর কখনো বলা হবে না!
    গানটা শুনলে ভেতরটা হাহাকার করে ওঠে

  • @tahrimasultanasweety9098
    @tahrimasultanasweety9098 Год назад

    আজকাল অল্প কিছু গান ছাড়া কোন গান তেমন হৃদয়ে সাথে সংযোগ নাই।গানের মর্ম কথা গভীরতা কম।যা কিছু দিন শুনলে আর ভালো লাগে না।

  • @arimahasnat251
    @arimahasnat251 Год назад +3

    তার নামেই আমার কলিজা পুরে,,,

  • @alaminshimul5123
    @alaminshimul5123 2 года назад +1

    মনের গহীনের অজানা সরু নদীতে ঢেউ তুলেছে
    এ গান, কি বলবো এই মূহুর্তে আমি তোমার নাম লইয়া কান্দি।

  • @sadentertanment5000
    @sadentertanment5000 Год назад

    হয়তো তাকে না হারালে এত সুন্দর গানটা শুনতে আসতাম না

  • @MdRuhulAmim-qq9cj
    @MdRuhulAmim-qq9cj Год назад

    সাগর বাউল যখন খুবি ছোট ছিল তখন তার গান প্রতি বছরে শুনিতাম এবং খুবি ভালো লাগতো।আর সেটা ছিল কেরানীগঞ্জ, হজরতপুর ইউনিয়ন।

  • @tamimhasanjibon
    @tamimhasanjibon Год назад +1

    প্রচন্ড ভালোবাসার পরেও
    আপনি যাকে পেলেন না তার জন্য আপসোস করা বোকামি!"🙂💔

  • @AhmedKhan-op5yr
    @AhmedKhan-op5yr Год назад

    তুমি যেয়ে দেখ ওই লাশের পাশে
    সেখানে নিথর শরীরটা ঘুমন্ত পাবে!
    তুমি যেয়ে দেখ ওই গোরস্তানে
    সেখানে ভাঙাচুরা বিচ্ছেদের ঘ্রান পাবে।
    Ahmed Khan!!
    💔
    #brokenheart💔

  • @md.julhashthalukdar2362
    @md.julhashthalukdar2362 2 года назад +2

    অসাধারণ ভালোবাসা অবিরাম প্রিয়

  • @hrhridoyarmonydance6725
    @hrhridoyarmonydance6725 2 года назад +3

    অসাধারণ ভাই আমার 😭🙏🥀

  • @nehaislam1639
    @nehaislam1639 Месяц назад

    আর কত কদবো 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @JuwelIslamjibon
    @JuwelIslamjibon Год назад

    এই গানটা শুনলে বেইমান টার কথা খুব মনে পড়ে 😢

  • @MdNoyon-rx7lw
    @MdNoyon-rx7lw Год назад

    Prem namok jontrona ses deya..ajk theke. Ganer jogote doika porlam😅

  • @hoshneyara495
    @hoshneyara495 Год назад

    গানটি আমি মাঝে মাঝে শুনি, আজকের এই গানের সুর ভিন্ন রকম লেগেছে।

  • @mddidarulislamsaddam-ws4pf
    @mddidarulislamsaddam-ws4pf Год назад +1

    ar koto kanbo bondho 🤭🤭

  • @md.obaidulhaque2034
    @md.obaidulhaque2034 2 года назад +3

    চমৎকার গেয়েছেন

  • @nasheemaakhter1868
    @nasheemaakhter1868 Год назад +1

    Excellent

  • @mdsabuj6091
    @mdsabuj6091 10 дней назад

    আমি এখানে একটা জিনিস লখ্য করলাম শুধু ছেলেরাই৷ কষ্ট পায় এখানে একটা মেয়েও কমেন্ট৷ করে নাই তাহলে বুঝাগেল ছেলেরাই মন থেকে ভালবাসে

  • @singerrani6990
    @singerrani6990 Год назад

    আমি কি আপনাদের Ntv লাইভে অংশ গোহন করতে পারি আমার অনেক সপ্ন

  • @tusharabdullah2239
    @tusharabdullah2239 Год назад +1

    Camment korar vasa nai ,, kolija fete jay

  • @faysalmahmud2901
    @faysalmahmud2901 Год назад +1

    গানটার একদম বারোটা বাজাইয়া দিছে😢😢😢

  • @ANGRYBIRD-d1u
    @ANGRYBIRD-d1u Год назад

    আমার সেই কলিজার কথা মনে পড়ে।যাকে পাব না তারপরও সে আমার সব।

  • @vlog-fj4zp
    @vlog-fj4zp 2 года назад +3

    ব্যাখা দেওয়ার সময় নাই অসম্ভব সুন্দর

  • @mdhabibur8837
    @mdhabibur8837 Год назад +1

    এই গানটা আমার অনেক আগের থেকেই খুব পছন্দের , সুন্দর কন্ঠে আরো অসাধারন লাগছে, ধন্যবাদ

  • @thanzidfarhad4265
    @thanzidfarhad4265 Год назад

    অনেক ভালো গেয়েছেন শিল্পী অন্যদের থেকে বেস শুরেই গেয়েছেন।

  • @shaifulislam5721
    @shaifulislam5721 Год назад +1

    Amen J. YY mornings good God bless All

  • @MdJISAN-fl5rn
    @MdJISAN-fl5rn Месяц назад

    কিছু বলার ভাষা নাই 😂😂😂

  • @Golaphossain-d9y
    @Golaphossain-d9y 7 дней назад

    স্বরাজ বাজাছে ভাইয়ের নামটা একটু বলবেন প্লিজ