সালাম সরকার এর বিচ্ছেদ গান। আমি তোমার ভালোবাসা পাইলে এত নস্ট হইতাম না। সনিয়া সরকার এর নতুন বাউল গান।
HTML-код
- Опубликовано: 23 дек 2024
- সালাম সরকার এর বিচ্ছেদ গান। আমি তোমার ভালোবাসা পাইলে এত নস্ট হইতাম না। সনিয়া সরকার এর নতুন বাউল গান।
Song: Ami Ato Kosto Paitam Na Re
Cover Singer: Sonia Sorkar
Original Singer : Salam Sarkar
Videography: Emon
এত কষ্ট পাইতাম নারে এত কষ্ট পাইতাম না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না (২) - (ঐ)
,
আমি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলিরে কই গেলি (২)
কি মায়া তুই লাগাইলি রে বন্ধু (২)
ভুলতে চাইলেও পারি না ( ঐ)
তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না ( ঐ)
,
থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনাই করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি (২)
তুমি আমি আমি তুমি রে বন্ধু (২)
দুইজনে হই একজনা ( ঐ)
তোমার ভালোবাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না ( ঐ)
,
মনটা নিলা প্রাণটাও নিলা করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাইরে বন্ধুর এক রতি (২)
কয় সালামে সুখে থেকো রে বন্ধু (২)
করি সুখের কামনা ( ঐ)
তোমার ভালোবাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না ( ঐ
#বাউল
#বাউল_গান
#folkmusic
#folkbaul
#folksong
#সালাম_সরকার
#সালামের_বিচ্ছেদ_গান
** welcome from Adi Folk Studio channel.Our Adi Folk Studio channel will try to highlight the muted tunes of remote areas of Bengal. We invite you to stay with us. We hope you will encourage us by subscribing, liking and sharing the channel. **
আসসালামু আলাইকুম।
Adi Folk Studio চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম।
** বাউল গান একটি বিশেষ ধরনের গান যা সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। মূলত বাউল সংগীত একধরনের বাংলা সুফিবাদ সংগীত ছিল। বাউল গান পঞ্চদশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁই এর গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে। আমাদের Adi Folk Studio চ্যানেলে বাংলার প্রত্যন্ত অঞ্চল এর নিভৃত সুরগুলি তুলে ধরার চেস্টা করা হবে। আমাদের পাশে থাকার আহবান রইলো। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার এর মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন এই আশাবাদ ব্যাক্ত করছি। **