অনেক অনেক ধন্যবাদ আপু, আমি এতো সুন্দর করে বুঝাতে কাউকে দেখিনি অনেক উপকার হল। আমি শখ করে ৯ টা বাচ্চা মুরগি পালছি দোয়া করবেন। পারলে আমাকে আপনার নাম্বার টা দিবেন।
এগুলো ফলো করলে অনেক ভালো হবে, কিন্তু এতো ঝামেলা এবং এতো কষ্ট করতে চাইবে বর্তমানের মা-বোনোরা। তবে আমার খুব পছন্দ হয়েছে এই ফর্মূলা। মুরগির স্বাদ মনে হয় অক্ষুন্ন থাকবে।
এগুলো ফলো করলে অনেক ভালো হবে, কিন্তু এতো ঝামেলা এবং এতো কষ্ট করতে চাইবে না বর্তমানের মা-বোনোরা। তবে আমার খুব পছন্দ হয়েছে এই ফর্মূলা। মুরগির স্বাদ মনে হয় অক্ষুন্ন থাকবে।
আসসালামু আলাইকুম আপু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমি আপনার প্রতিটি ভিডিও ফলো করি এবং শেখার চেষ্টা করি। আগামী দুই এক দিনের মধ্যে আমার একটি মুরগির বাচ্চা পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। সাত দিনের মিশ্রণ আমি নোট করে রেখেছি এবং সবকিছু রেডি করে রেখেছি । কিন্তু সাত দিনের পর আমি কি ফর্মুল ব্যবহার করব? না আগের ফর্মুলা গুলোই ৩০ দিন পর্যন্ত? যদি একটু বলতেন তাহলে অনেক উপকৃত হব। জাযাকাল্লাহ।
আসসালামুয়ালাইকুম আপু। ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওর অপেক্ষায় থাকবো। জীবনের এই ফাস্ট টাইম দশটি ডিম দিয়ে একটি মুরগিকে কুঁচে বসিয়েছিলাম। আজকে ৮টি সুন্দর ফুটফুটে বাচ্চা ফুটেছে। আলহামদুলিল্লাহ। আপনার সাজেশন অনুযায়ী প্রাকৃতিক পদ্ধতিতে বাচ্চা গুলো পালন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। দোয়া করবেন আপু এবং ভালো থাকবেন। জাযাকাল্লাহ।
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.Alhamdullila....easy way to reach the dreamest top following your feed making process for the chicks.May Almighty ALLAH bless you and your family members with the best happiness and the dreamest prosperity in the world.Plz pray for me and my family members and all.
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। ভাই খাট যেভাবে ঘরে সেট করা হয়, ঠিক সেভাবেই প্রথমে এংগেল এর একটা ফ্রেম করা হয়েছে। পায়া গুলো অবশ্যই মোটা ফ্রেমের হবে এবং সেই খাটের মতো ফ্রেমের উপর খাচার রড ঝালাই করা হয়েছে আলহামদুলিল্লাহ
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন ছাদের উপর রেলিং করেছিলাম তখনই রেলিংয়ের ভেতর লোহার অ্যাঙ্গেলগুলো সেট করা হয়েছিল। যাদের এই সেটআপ নাই, তারা ছাদের রেলিং এর গায়ে লোহার এঙ্গেলগুলি ড্রিল করে সেট করবেন
আসসালামু আলাইকুম আপু। আমার জন্ম টঙ্গীতে কিন্তু বর্তমানে শ্রীমঙ্গলে থাকি। আমি শ্রীমঙ্গল এবং গবাদি পশুর খাবারের দোকানে মাইলো এবং রাগী খুঁজেছিলাম। কিন্তু তারা কোন কবুতরের খাবার চিনে না। আমাকে কি একটু বুঝিয়ে বলবেন যে এটি দেখতে কেমন ও কি রংয়ের? ইন্টারনেটে সার্চ করেও পাইনি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
স্যার আমি আপনার প্রথম সাত দিনের পর্ব 143 ও 145 দুইটাই মনোযোগ দিয়ে দেখেছি এবং কিভাবে কি করতে হবে আমি নোট করে রেখেছি কিন্তু আমরা যে পাঁচ দিনের মাথায় বিসিআরডিভি ভ্যাকসিন দিব ভিডিওতে সেটা তো নাই কিছু মনে করবেন না আমার তিনটা মুরগি একসাথে কুচে বসানো হয়েছে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন তাহলে আমি এদের বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করবো ভ্যাকসিন দেওয়ার আগের তিন দিন এবং পরের তিন দিন, ভ্যাকসিন দেওয়ার দিন, কি কি মেডিসিন ব্যবহার করবো একটু যদি কমেন্টে উল্লেখ করতেন তাহলে উপকৃত হব
ভ্যাকসিন যে সময় দেবার কথা, ঠিক সে সময় সেই ভ্যাকসিনটাই দেবেন। খাবার ব্যবস্থাপনা বা অন্যান্য ওষুধ ব্যবস্থাপনা যাই থাক না কেন, ভ্যাকসিন সময় মত দিতে হবে। শুধু খেয়াল করবেন ভ্যাকসিন যেদিন দেবেন তার অন্তত দুই দিন আগে এন্টিবায়োটিক বন্ধ করে দেবেন। এবং ভ্যাকসিন দেবার পরে ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পানিতে ভিটামিন সি অথবা ই সেলেনিয়াম মিশিয়ে দিতে পারেন একবেলা।
আসসালামু আলাইকুম আপু ভালো আছো। আমি ছোট একজন খামারি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আমি মাস্টার্স করতেছি এখন আমার চাকরি করার কোনো ইচ্ছে নেই যদি তোমার থেকে এই বিষয়ে পরামর্শ পেতাম
ভাই, ভিডিও টা শুধু মাত্র মুরগির খাবার নিয়ে। তাই ভ্যাক্সিন এর ব্যাপার এ আমি কিছু বলি নাই। ভ্যাক্সিন নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও দেয়া আছে আলহামদুলিল্লাহ। দেখে নিতে পারেন❤️
আমার একটি মুরগির ছটফট করে মারা গেছে মারা যাওয়ার পরে মুরগির রক্ত কালো হইয়া গিয়াছে এটা কি রোগের লক্ষণ এবং আরো অনেক কিছু মুরগি আছে প্রায় 20 পিছের মতন এটা তাদেরকে কি মেডিসিন দেওয়া যায়
ভাই, বার্ড ফ্লু 'র সংক্রমণ হলেও কিন্তু এই লক্ষ্মণ দেখা যায়। অন্য সব মুরগি কে আলাদা করে রাখেন। ঔ শেডে খুব ভালো করে জীবাণু নাশক স্প্রে করেন। ভাই, আমার তো এতো অভিজ্ঞতা নেই--- তাই বলছি, আমার ভুলও হতে পারে। আমার ভুল হোক, এটাই আল্লাহর কাছে চাই। ডাক্তার বলবেন অন্য মুরগি কে এখন কি মেডিসিন দেবেন। আল্লাহ পাক আপনার সহায় হোন
আপু আমার একটি ডিম পাড়ার মুরগি ঠান্ডা লেগেছে পাঁচ দিন নভোফ্লোর মুরগিটা একটু সুস্থ হয়েছে কিন্তু তার বাম চোখটা কানা সেটা কোনমতে এসে খুলতে পারছে না হ্যামার এখন কি করা যায় অথবা কোন মেডিসিন খাওয়ানো যায় একটু বলে দিলে উপকারিতা পেতাম
সম্ভবত কোরাইজা হয়েছে। সিপ্রো- এ নামে একটা চোখের ড্রপ আছে (মানুষের) , সেটা দুই চোখে ১ ফোটা করে দিনে ২ বার দেন। ৫ দিনের বেশি দেবেন না। এই অসুখ টা সারতে সময় নেয়। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে
আসসালামু ওয়ালাইকুম। আপা আপনি খাবার বানাতে যে প্রকৃয়ায় যেসকল উপাদান ব্যবহার করছেন তা কিছুটা ঝামেলার।এতে প্রোটিন,ফাইবার,মিনারেল ও অন্যান্য উপাদান সঠিক মাত্রায় থাকে না।১থেকে ১৫ দিন পর্যন্ত রেডি ফিডই বাচ্চাদের জন্য সবচেয়ে উপযোগী।আমাদের দেশের ওয়েদারের কারনে ব্রুডিং এ এন্টিবায়োটিক ব্যবহার করা উচিত।আপনি খাবারে যে প্রাকৃতিক এন্টিবায়োটিক দিচ্ছেন এগুলো সালমোলিনা,ইকলাই এদের বিরুদ্ধে কোন কাজ করে না।আর ব্রুডিং এদুটোর সমস্যাই বেশি হয়।আপনার খাবারে ব্যবহৃত এন্টিবায়োটিক ঠান্ডার বিরুদ্ধে প্রাথমিক ভাবে কিছুটা কাজ করে।এজন্য ব্রুডিং এন্টিবায়োটিক দেয়া উচিত। আর আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এন্টিবায়োটিকের পরিবর্তে প্রোবায়োটিক ব্যবহার করা যেতে পারে।সেক্ষেত্রে প্রাকৃতিক এন্টিবায়োটিকগুলো পানিতে দিলে ভালো হয়।
ওয়ালাইকুম আসসালাম। প্রথম থেকে যদি প্রাকৃতিক এন্টিবায়োটিক দেয়া হয়, সেক্ষেত্রে কাজ করে। আর এই ফিডের মধ্যে ব্যবহার করা পাকা মরিচ একটা প্রোবায়োটিক। আমার ভাই কিন্তু এই ফিড দিয়েই ব্রুডিং করেন এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো। তবে এই প্রসেসটা একটু ঝামেলার। যে চাইবে না সে স্টাটার ফিড খাওয়াবেন। এখানে তো কোন দ্বন্দ্ব নাই। অনেক ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপু, আমি এতো সুন্দর করে বুঝাতে কাউকে দেখিনি অনেক উপকার হল। আমি শখ করে ৯ টা বাচ্চা মুরগি পালছি দোয়া করবেন। পারলে আমাকে আপনার নাম্বার টা দিবেন।
আমার ২১০ নম্বর ভিডিওটা দেখেন, ফোন নাম্বার দেয়া আছে সেখানে।
অনেক দোয়া ও ধন্যবাদ
অনেক সুন্দর উপস্থাপনা ধন্যবাদ আপু❤
অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা ❤️❤️❤️
Jajakalllalh
Jazakallah
আপু, চমৎকার হয়েছে।
Alhamdulillah
অসাধারণ।
আলহামদুলিল্লাহ।
অনেক ধন্যবাদ ভাই
Afa
ভাই....
এগুলো ফলো করলে অনেক ভালো হবে, কিন্তু এতো ঝামেলা এবং এতো কষ্ট করতে চাইবে বর্তমানের মা-বোনোরা। তবে আমার খুব পছন্দ হয়েছে এই ফর্মূলা। মুরগির স্বাদ মনে হয় অক্ষুন্ন থাকবে।
এগুলো ফলো করলে অনেক ভালো হবে, কিন্তু এতো ঝামেলা এবং এতো কষ্ট করতে চাইবে না বর্তমানের মা-বোনোরা। তবে আমার খুব পছন্দ হয়েছে এই ফর্মূলা। মুরগির স্বাদ মনে হয় অক্ষুন্ন থাকবে।
Apu avabe ki tiger faumi deshi sob murgir baccai bruding kora jabe?
এটা মূলত দেশি মুরগির জন্য। হাইব্রিড মুরগির ফিডে উচ্চ মাত্রার প্রোটিন দরকার হয়।
❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আসসালামু আলাইকুম আপু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমি আপনার প্রতিটি ভিডিও ফলো করি এবং শেখার চেষ্টা করি। আগামী দুই এক দিনের মধ্যে আমার একটি মুরগির বাচ্চা পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। সাত দিনের মিশ্রণ আমি নোট করে রেখেছি এবং সবকিছু রেডি করে রেখেছি । কিন্তু সাত দিনের পর আমি কি ফর্মুল ব্যবহার করব? না আগের ফর্মুলা গুলোই ৩০ দিন পর্যন্ত? যদি একটু বলতেন তাহলে অনেক উপকৃত হব। জাযাকাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
ভাইয়া, এই বিষয় নিয়ে ভিডিও দেবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ
আসসালামুয়ালাইকুম আপু। ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওর অপেক্ষায় থাকবো। জীবনের এই ফাস্ট টাইম দশটি ডিম দিয়ে একটি মুরগিকে কুঁচে বসিয়েছিলাম। আজকে ৮টি সুন্দর ফুটফুটে বাচ্চা ফুটেছে। আলহামদুলিল্লাহ। আপনার সাজেশন অনুযায়ী প্রাকৃতিক পদ্ধতিতে বাচ্চা গুলো পালন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। দোয়া করবেন আপু এবং ভালো থাকবেন। জাযাকাল্লাহ।
apu amar akta nuton murgir dim aktaia gase murgita duidin jabot dimta parce na akhon ki korbo jodi akto bolten
তাড়াতাড়ি আংগুল দিয়ে চেপে চেপে ডিম বের করে দেন, তা না হলে মুরগি টা মারা যাবে। এটা কে বলে Egg bind হওয়া
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.Alhamdullila....easy way to reach the dreamest top following your feed making process for the chicks.May Almighty ALLAH bless you and your family members with the best happiness and the dreamest prosperity in the world.Plz pray for me and my family members and all.
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ ওয়া বরকতুল্লাহ ওয়া মাগফিরাতউল জান্নাত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক আপনার উপর এবং আপনার খামার এর উপর।
Ameen
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।
আলহামদুলিল্লাহ.... সবকিছুর মালিক আল্লাহ।
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এবং এ বিষয়ে আপনিও আমাকে আলহামদুলিল্লাহ অনেক উপকার করেছেন। দোয়া করি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকেন হেফাজতে থাকেন
আস সালামু আলাইকুম আপা। মুরগির ওজন বাড়াতে কোন ঔষধ প্রয়োগ করবো জানানোর অনুরোধ রইলো।
ওয়ালাইকুম আসসালাম।
১/ লাইসোভিট
২/ এমাইনো এসিড
৩/ লিভার টনিক
৪/ ক্যালসিয়াম
৫/ মাল্টি ভিটামিন।
প্রতি ২ মাস পর পর কৃমির ঔষধ দেবেন।
আপু, আপনার ভাইয়া কি কোথায় প্রাতিষ্ঠান প্রশিক্ষণ নিয়েছেন?
ভাই আমি খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। তাই দয়া করে আপাতত দীর্ঘ কমেন্ট করা থেকে একটু বিরত থাকতে হবে। প্লিজ...
আশা করছি বুঝতে পারছেন
আপা রাত থেকে সকল পর্যন্ত কি একই পানি চলবে নাকি চেঞ্জ করতে হবে,
পানি পাল্টানোর দরকার নাই। সারারাত একই পানি চলবে
শ্রদ্ধেয় আপু, এই খাবার ৩০ দিন বয়স পর্যন্ত খাওয়ানো যাবে?
ভাই, এরপর এর খাবার নিয়ে ভিডিও দেবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি
আপু, ৭-দিন পর থেকে মুরগির বাচ্চাগুলো কী খাবে?
ব্রাহামা মুরগির নিয়ে ভিডিও করবেন অনুরোধ রইলো।
আমিতো ব্রাহামা মুরগি পালি না। আমার বোনের ছেলে পালে। যখন ওদের বাড়ি এক্সাবো তখন ইনশাআল্লাহ ভিডিও দেবো
@@jowarfarming ধন্যবাদ
আপা আসসালামু আলাইকুম। সব ভিডিও দেখা হয় সব সময় দেখি আমারও ছোট্ট একটা খামার আছে।
যোগাযোগ করতে চাই কি ভাবে করতে পারি?
ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার ফোন নাম্বার দেন, আমিই আপনাকে ফোন দেবো ইনশাআল্লাহ
আপু আসসালামু আলাইকুম আপনি ছাদের উপর মুরগির শেড তৈরি করতে খুটি গুলি কিভাবে সেট করেছেন অ্যাঙ্গেলের খুটিগুলি কিভাবে সেট করেছেন একটু জানাবেন প্লিজ
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। ভাই খাট যেভাবে ঘরে সেট করা হয়, ঠিক সেভাবেই প্রথমে এংগেল এর একটা ফ্রেম করা হয়েছে। পায়া গুলো অবশ্যই মোটা ফ্রেমের হবে এবং সেই খাটের মতো ফ্রেমের উপর খাচার রড ঝালাই করা হয়েছে আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খইরান
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন ছাদের উপর রেলিং করেছিলাম তখনই রেলিংয়ের ভেতর লোহার অ্যাঙ্গেলগুলো সেট করা হয়েছিল।
যাদের এই সেটআপ নাই, তারা ছাদের রেলিং এর গায়ে লোহার এঙ্গেলগুলি ড্রিল করে সেট করবেন
আপু কিডনি টনিক কি ৫০ mL হয়? কিডনি টনিক নিয়ে একটা ভিডিও দেন ৷
৫০ মিলি হয় কিনা আমি সেটা সঠিক জানি না। ভিডিও দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ
আপু আপনি আরো আগে কেনো আসেননায়।
আপার জন্য দোয়া করি ভালো থাকেন
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
অনেক অনেক দোয়া ও ধন্যবাদ
আপু আপনি একদিন সেরা ইউটিউবর হনোন
আমি আপনার খামারি হতে চাই
❤️
আপু, গমের পলিশ কি পশুখাদ্যের দোকানে পাওয়া যাবে?
জ্ব
7 din por theke ki ki formul kavar ektu bolben
ভাই আমি ভিডিও দেবো ইনশাআল্লাহ
Apu 7 day. Pory ki kabar ba aro neiom ki vabe please ekto bolben
আপু মুরগির রক্ত আমাশার জন্য এমপ্রোলিয়াম গ্রুপের ঔষধের সাথে নিওমাইসিন সালফেট একসাথে দেওয়া যাবে প্লিজ জানাবেন
ভাই, আমি এই ঔষধ এর বিষয়ে জানি না।অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম আপু। আমার জন্ম টঙ্গীতে কিন্তু বর্তমানে শ্রীমঙ্গলে থাকি। আমি শ্রীমঙ্গল এবং গবাদি পশুর খাবারের দোকানে মাইলো এবং রাগী খুঁজেছিলাম। কিন্তু তারা কোন কবুতরের খাবার চিনে না। আমাকে কি একটু বুঝিয়ে বলবেন যে এটি দেখতে কেমন ও কি রংয়ের? ইন্টারনেটে সার্চ করেও পাইনি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
ওয়ালাইকুম আসসালাম। আমার ১৬৩ নাম্বার ভিডিও তে কবুতরের মিক্সড ফিড এর ছবি দেয়া আছে আলহামদুলিল্লাহ
স্যার আমি আপনার প্রথম সাত দিনের পর্ব 143 ও 145 দুইটাই মনোযোগ দিয়ে দেখেছি এবং কিভাবে কি করতে হবে আমি নোট করে রেখেছি কিন্তু আমরা যে পাঁচ দিনের মাথায় বিসিআরডিভি ভ্যাকসিন দিব ভিডিওতে সেটা তো নাই কিছু মনে করবেন না আমার তিনটা মুরগি একসাথে কুচে বসানো হয়েছে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন তাহলে আমি এদের বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করবো ভ্যাকসিন দেওয়ার আগের তিন দিন এবং পরের তিন দিন, ভ্যাকসিন দেওয়ার দিন, কি কি মেডিসিন ব্যবহার করবো একটু যদি কমেন্টে উল্লেখ করতেন তাহলে উপকৃত হব
ভ্যাকসিন যে সময় দেবার কথা, ঠিক সে সময় সেই ভ্যাকসিনটাই দেবেন। খাবার ব্যবস্থাপনা বা অন্যান্য ওষুধ ব্যবস্থাপনা যাই থাক না কেন, ভ্যাকসিন সময় মত দিতে হবে। শুধু খেয়াল করবেন ভ্যাকসিন যেদিন দেবেন তার অন্তত দুই দিন আগে এন্টিবায়োটিক বন্ধ করে দেবেন। এবং ভ্যাকসিন দেবার পরে ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পানিতে ভিটামিন সি অথবা ই সেলেনিয়াম মিশিয়ে দিতে পারেন একবেলা।
আপু, ৭-দিন পর থেকে মুরগির বাচ্চাগুলো কী ভাবে?
আপু দেশি মুরগির শরীরে গরতের মতো হয়ে শেখানে লাল পোকা হয়েছে কি করলে বা ঔষধ দিলে সারবে
ভাই, মুরগির শরীরে উকুন বা পরজীবির আক্রমণ হয়। ভারকিল ভেট লাগাতে পারেন। মুরগির গায়ে ছাই ঘষে দিলেও ভালো কাজ হয়। এছাড়া গায়ে গুল ঘষে দিলেও ভালো কাজ হবে ইনশাআল্লাহ। আর শরীরের গর্তে ভায়োডিন মলম বা হলুদ লাগান। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে
আপু, গমের পলিশ বলতে কি গমের ভুষিকে বোঝায়?
গমের উপরের খুব পাতলা লেয়ার কে গমের পলিশ বলে
আসসালামু আলাইকুম আপু,আপু দয়া করে জানাবেন দেশি মুরগীকে নরমালী কি কি খাবার দিবো সব সময়
ওয়ালাইকুম আসসালাম। জানাবো ইনশাআল্লাহ
বয়লার এর যন্ন্য কিছু বলেন।
ব্রয়লার মুরগি নিয়ে আমি তো কাজ করি না। দেখা যাক ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয় এ ভিডিও দিতে পারি কিনা
আপু, কারি পাতা চিনতে পারতেছিনা।
কোন নার্সারিতে গিয়ে খোঁজ নেন।
আসসালামু আলাইকুম আপু ভালো আছো। আমি ছোট একজন খামারি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আমি মাস্টার্স করতেছি এখন আমার চাকরি করার কোনো ইচ্ছে নেই যদি তোমার থেকে এই বিষয়ে পরামর্শ পেতাম
ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তুমিও ভাল আছো আলহামদুলিল্লাহ। তুমি তোমার ফোন নাম্বার টা দাও আমিই ফোন দেবো ইনশাআল্লাহ
আপু রানীখেত ভেকছিনের কথাতো কিছু বললেন না😮
ভাই, ভিডিও টা শুধু মাত্র মুরগির খাবার নিয়ে। তাই ভ্যাক্সিন এর ব্যাপার এ আমি কিছু বলি নাই। ভ্যাক্সিন নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও দেয়া আছে আলহামদুলিল্লাহ। দেখে নিতে পারেন❤️
আপু আমার একটা মুরগীর চাম্মু ডিম পারে কিকরা জায়
আসসালামু আলাইকুম। ভাই আমি আপনার কথা বুঝতে পারছি না। চাম্মু অর্থ কি?
আমার একটি মুরগির ছটফট করে মারা গেছে মারা যাওয়ার পরে মুরগির রক্ত কালো হইয়া গিয়াছে এটা কি রোগের লক্ষণ এবং আরো অনেক কিছু মুরগি আছে প্রায় 20 পিছের মতন এটা তাদেরকে কি মেডিসিন দেওয়া যায়
ভাই, বার্ড ফ্লু 'র সংক্রমণ হলেও কিন্তু এই লক্ষ্মণ দেখা যায়। অন্য সব মুরগি কে আলাদা করে রাখেন। ঔ শেডে খুব ভালো করে জীবাণু নাশক স্প্রে করেন। ভাই, আমার তো এতো অভিজ্ঞতা নেই--- তাই বলছি, আমার ভুলও হতে পারে। আমার ভুল হোক, এটাই আল্লাহর কাছে চাই। ডাক্তার বলবেন অন্য মুরগি কে এখন কি মেডিসিন দেবেন। আল্লাহ পাক আপনার সহায় হোন
আপু আমার একটি ডিম পাড়ার মুরগি ঠান্ডা লেগেছে পাঁচ দিন নভোফ্লোর মুরগিটা একটু সুস্থ হয়েছে কিন্তু তার বাম চোখটা কানা সেটা কোনমতে এসে খুলতে পারছে না হ্যামার এখন কি করা যায় অথবা কোন মেডিসিন খাওয়ানো যায় একটু বলে দিলে উপকারিতা পেতাম
সম্ভবত কোরাইজা হয়েছে। সিপ্রো- এ নামে একটা চোখের ড্রপ আছে (মানুষের) , সেটা দুই চোখে ১ ফোটা করে দিনে ২ বার দেন। ৫ দিনের বেশি দেবেন না। এই অসুখ টা সারতে সময় নেয়। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে
ব্রোংকভেট দেন এর সাথে
আপা আমার দেশি মুরগির বাচ্চার বয়স ১মাস পার হলে অসুস্থ হওয়া শুরু করে
আপা ব্রুডিং পিরিয়ডে ভিটামিন, মিনারেলস ঠিক ঠাক পাচ্ছে কি না সেটা দেখবেন।
আসসালামু ওয়ালাইকুম।
আপা আপনি খাবার বানাতে যে প্রকৃয়ায় যেসকল উপাদান ব্যবহার করছেন তা কিছুটা ঝামেলার।এতে প্রোটিন,ফাইবার,মিনারেল ও অন্যান্য উপাদান সঠিক মাত্রায় থাকে না।১থেকে ১৫ দিন পর্যন্ত রেডি ফিডই বাচ্চাদের জন্য সবচেয়ে উপযোগী।আমাদের দেশের ওয়েদারের কারনে ব্রুডিং এ এন্টিবায়োটিক ব্যবহার করা উচিত।আপনি খাবারে যে প্রাকৃতিক এন্টিবায়োটিক দিচ্ছেন এগুলো সালমোলিনা,ইকলাই এদের বিরুদ্ধে কোন কাজ করে না।আর ব্রুডিং এদুটোর সমস্যাই বেশি হয়।আপনার খাবারে ব্যবহৃত এন্টিবায়োটিক ঠান্ডার বিরুদ্ধে প্রাথমিক ভাবে কিছুটা কাজ করে।এজন্য ব্রুডিং এন্টিবায়োটিক দেয়া উচিত। আর আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এন্টিবায়োটিকের পরিবর্তে প্রোবায়োটিক ব্যবহার করা যেতে পারে।সেক্ষেত্রে প্রাকৃতিক এন্টিবায়োটিকগুলো পানিতে দিলে ভালো হয়।
ওয়ালাইকুম আসসালাম। প্রথম থেকে যদি প্রাকৃতিক এন্টিবায়োটিক দেয়া হয়, সেক্ষেত্রে কাজ করে। আর এই ফিডের মধ্যে ব্যবহার করা পাকা মরিচ একটা প্রোবায়োটিক। আমার ভাই কিন্তু এই ফিড দিয়েই ব্রুডিং করেন এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো।
তবে এই প্রসেসটা একটু ঝামেলার। যে চাইবে না সে স্টাটার ফিড খাওয়াবেন। এখানে তো কোন দ্বন্দ্ব নাই।
অনেক ধন্যবাদ