ভাই মাঝ খানে ফাকা, কিন্তু চতুর পাশে গাছ আছে, মানে সারাদিন হয়তো রৌদ্র লাগবে না। বিকেলের দিকে ছায়া পরে যাবে। এমন জায়গায় কি কলা গাছ লাগানো যাবে ভাই ??
দাদা আপনি যেরকম জমির অবস্থা বলছেন সেখানে কলাগাছ না লাগানোই ভালো কারণ ভালো কলাগাছ তৈরি করতে হলে আপনার সূর্যের আলো প্রয়োজন যদি সেটি গাছের আওতায় বা গাছের ছাওয়া পড়ে তাহলে গাছ লম্বা হয়ে যায় গাছ সরু হয় কলার কাঁদি বড় হয় না পুষ্ঠ হয় না । কলা চাষের জন্য উন্মুক্ত জায়গা প্রয়োজন।
কলা চাষে কটা সেচ লাগবে এটা বলা খুবই কষ্ট। কারণ সবটাই আপনার আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। তবে একটা কথা মনে রাখবেন কলার জমির মাটি কিন্তু সবসময় ভিজিয়ে রাখলে ভালো হয়। অতএব সেচ বেশি প্রয়োজন। কিন্তু যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তখন আর সেচের প্রয়োজন পড়বে না। এটাই হল ব্যাপার।
কলাগাছ কাটার পরে কলা গাছের গোড়া বা মোথা তুলে ফেলাটাই ভালো। কিন্তু আপনি বলছেন সেটা পারছেন না বা অনেকেই সেটা পারেনা সেই কারণে জেটি করা যেতে পারে বা আমি অনেক সময় যে কাজটি করি আমার কলাবাগানে সেটি হল মাটি সমান করে কলা গাছটি কেটে ফেলি তারপরে বড় রোটাবেটার দিয়ে অর্থাৎ বড় ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়
চাষ দেওয়ার সময় আস্তে আস্তে মাটিটি গভীর এ যেতে হবে এরকমভাবে তিন-চারটে চাষ দিলেই দেখবেন আপনার সব কলা গাছের মাথা গুলো কুঁচিয়ে গেছে। তারপরে শেষ চাষের সময় মাটিতে চুন এবং কার্বন ফোরান 3g ছিটিয়ে দিয়ে চার্জ দিয়ে দেবেন। এটি আপনি করতে পারেন
কলা গাছে নিচের দিকে যে পাতাটি ঝুলে পড়বে সেই পাতাটি কাটতে হবে এছাড়া বাকি সব পাতায় রেখে দেওয়া প্রয়োজন. এবং অনেক সময় নিচের দিকের পাতা লাল হয়ে যায় সেই পাতাগুলো কেটে ফেলা দরকার. কলাগাছে সাধারণত মাঝের পাতা ছাড়া ছয় থেকে সাতটা পাতা অবশ্যই প্রয়োজন.
না ভাই বালির উপরে কলাগাছ হবে না। প্রথমে আপনি গাছটি লাগালেও সেটি সেটি হতে পারে কিন্তু ও ঠিকঠাক মতো বড় হবে না এবং পরবর্তীতে গাছে বিভিন্ন ধরনের রোগ লাগার সম্ভাবনা থেকে যাবে। এবং গাছ মারা যায় অনেক বেশি।
দাদা, আপনার যেটা সমস্যা হয়েছে তা হল আপনার জমিতে পানামা রোগ লেগেছে এই পানামা রোগ কলা গাছের একটা মহামারী রোগ কলা গাছে এই রোগ লাগলে তাকে আর বাঁচানো সম্ভব নয়। এখন আপনাকে যেটা করতে হবে সবার প্রথমে যে কলা গাছগুলোতে এই রোগ লেগেছে সেই সকল কলাগাছগুলো শিকর সমেত তুলে ফেলতে হবে তারপরে গাছগুলো বাগান থেকে দূরে মাটিতে গর্ত করে পুতে দিতে হবে যে জায়গায় বাগানে কলা গাছটি ছিল সেই জায়গায় চুন গুলে দিয়ে ভালো করে ছিটিয়ে দিতে হবে গর্তগুলো যাতে ভালো মতন রোদ্দুর পায় সেদিকে দেখতে হবে এবার বলি আপনার বাগানে যে সকল গাছগুলো ভালো আছে সেই সকল গাছের গোড়ায় carboffarn 3g ছিটিয়ে দিবেন কার্বন-ডাইজম ৫০% পার লিটার দু গ্রামে হিসাবে জলে গূলে গাছের গোড়ায় মাটিতে এবং গাছে ভালো করে স্প্রে করে দেবেন এর ফলে নতুন করে গাছে রোগ লাগার সম্ভাবনা অনেক কমে যাবে। এই কলা গাছের পানামা রোগের বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো তাই আপনি আমার চ্যানেলটি ফলো রাখবেন।
কলাগার জলে নষ্ট হওয়ার সম্ভাবনা কিছুটা কম। অর্থাৎ কলার জমিতে যদি মোটামুটি ছয় থেকে সাত দিন জল থাকে তাহলে কলা গাছটি সহ্য করতে পারে তবে অবশ্যই জল সরে যাওয়ার পর আপনাকে একটি ভালো ছত্রাকনাশক গাছের পাতায় কাণ্ডে এবং গোড়ায় ভালো করে স্প্রে করে দিতে হবে এবং তার সাথে সাথে গোড়ায় অবশ্যই কারবোফোন থ্রিজি ছিটিয়ে দিতে হবে। কিন্তু ও দেখা গেছে মোটামুটি ১০-১২ দিন জল দাঁড়িয়ে থাকলে তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
কলা চাষের পাশাপাশি পাকা বাকি অংশগুলোতে অন্য কোন সবজি চাষ করলে কি কলা ওরে বা খোলা গাছের উপরে কোন ব্যাঘাত করবে খারাপ কোন প্রভাব আসবে জানা থাকলে একটু বলবেন
🙏 কলা গাছের বয়স তিন মাস থেকে আপনার সাড়ে তিন মাস পর্যন্ত আপনি এর মধ্যে যে কোন সবজি চাষ করতে পারেন তবে সে ক্ষেত্রে আপনাকে প্রথমেই পর্যাপ্ত পরিমাণে সার ব্যবস্থা ঠিক রাখতে হবে এবং সহজে উঠে গেলে তারপরে পর্যাপ্ত পরিমাণে গাছে যাতে ঠিকঠাক ভাবে খাবার পায় সে দিকটা নজর রাখতে হবে। এছাড়া গাছের অন্যরকম কোন ক্ষতি হয় না স্বাভাবিক ভাবে সবজির মধ্যে যেমন ভিন্ন ধরনের শাক করা যায়। ফুলকপি বাঁধাকপির চাষ করা যায়।
দাদা আমি ভালো জাতের কাঁঠালি কলার গাছ চাই। যদি সঠিক যোগাযোগের ব্যবস্থা করে দেন ভালো হয়
ভিডিও টি খুব ভালো লাগলো
আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম
mashlla
🙏
কৃষক ভাইদের জন্যসুখবর লিচু নামানোর সময় প্রতিটিসাখার আগা একফট পর্যন্ত ভেংগে দিয়ে ডায়থেন এম৪৫ স্পে করে ধিলে আগামিতে ভাল ফণন পাওয়ায়াবে।
🙏
কলা নতুন চাষ করব কলার পাশাপাশি অন্য কোন সবজি চাষ কলাগাছের উপর বা কলার উপরে খারাপ কোনো প্রভাব পড়বে একটু বলবেন
Dada bital pokar ki osudh
কারবারিল, 2.5 গ্রাম করে প্রতি লিটার জলে স্প্রে করতে হবে
Carbon ta thik bujhte parlam na
দাদা কলা বাগানে জলসেচ লাগে কি জানাবেন
🙏 হ্যাঁ জল সেচ অবশ্যই দিতে হবে।
Dada kola Mota korar jonne kon bis use korbo
টেস্কো ফাইভ আর এন্টাকল এক সাথে কলাতে স্প্রে করে দেবেন
ভাই কলার কচিপাতা ছিদ্র হয়ে যাচ্ছে কি করতে পারি। আমি নিয়মিত কার্বন্ডিজম/নাটিভো স্প্রে করে থাকি, আমার জি নাইন কলা চারার বয়স দুমাস হলো
এখানে আপনি প্রফ্যাক্স সুপার ব্যবহার করুন ১৫ লিটারে ২৫ এমেল করে তাহলে আপনার এই পোকা দমন হবে।
Tik
এই সময় কি কলা গাছে সার প্রয়োগ করা যাবে
গাছের বয়স হিসেবে সার প্রয়োগ করতে হয়।
❤
🙏🙏🙏
দাদা পেয়ারা চাষের কিছু ভিডিও দেন।
ঠিক আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।
আমার কলা গাছ মাঝে মাঝে পচে যাচ্ছে কি দিবো
🙏 গাছের বয়স কত দিন। গাছটি প্রচার আগে তার লক্ষণ গুলো কি কি সেগুলো সম্পূর্ণ বিস্তারিত লিখুন।
শুধু বালিতে কলা গাছ চাষ করা যায় নাকি?
না শুধু বালিতে কলা চাষ করা যায় না
ভাই মাঝ খানে ফাকা, কিন্তু চতুর পাশে গাছ আছে, মানে সারাদিন হয়তো রৌদ্র লাগবে না। বিকেলের দিকে ছায়া পরে যাবে। এমন জায়গায় কি কলা গাছ লাগানো যাবে ভাই ??
দাদা আপনি যেরকম জমির অবস্থা বলছেন সেখানে কলাগাছ না লাগানোই ভালো কারণ ভালো কলাগাছ তৈরি করতে হলে আপনার সূর্যের আলো প্রয়োজন যদি সেটি গাছের আওতায় বা গাছের ছাওয়া পড়ে তাহলে গাছ লম্বা হয়ে যায় গাছ সরু হয় কলার কাঁদি বড় হয় না পুষ্ঠ হয় না । কলা চাষের জন্য উন্মুক্ত জায়গা প্রয়োজন।
এক কুইন্টাল সরষের খোলের দাম কত? আর উৎপাদিত কলার দাম কত?
ভাই আপনি কি বাংলাদেশের নাকি কলকাতার
ভারতীয়
ভাই কলা চাষে কয়টা সেচ লাগে?
কলা চাষে কটা সেচ লাগবে এটা বলা খুবই কষ্ট। কারণ সবটাই আপনার আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। তবে একটা কথা মনে রাখবেন কলার জমির মাটি কিন্তু সবসময় ভিজিয়ে রাখলে ভালো হয়। অতএব সেচ বেশি প্রয়োজন। কিন্তু যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তখন আর সেচের প্রয়োজন পড়বে না। এটাই হল ব্যাপার।
কলা কাটার পর গাছের গোড়া সব গেড়ো টা তোলা হচ্ছে না বা পাড়ছি না।এমত অবস্তায় কি করনীয় একটু উপকার করুন।
কলাগাছ কাটার পরে কলা গাছের গোড়া বা মোথা তুলে ফেলাটাই ভালো। কিন্তু আপনি বলছেন সেটা পারছেন না বা অনেকেই সেটা পারেনা সেই কারণে জেটি করা যেতে পারে বা আমি অনেক সময় যে কাজটি করি আমার কলাবাগানে সেটি হল মাটি সমান করে কলা গাছটি কেটে ফেলি তারপরে বড় রোটাবেটার দিয়ে অর্থাৎ বড় ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়
চাষ দেওয়ার সময় আস্তে আস্তে মাটিটি গভীর এ যেতে হবে এরকমভাবে তিন-চারটে চাষ দিলেই দেখবেন আপনার সব কলা গাছের মাথা গুলো কুঁচিয়ে গেছে। তারপরে শেষ চাষের সময় মাটিতে চুন এবং কার্বন ফোরান 3g ছিটিয়ে দিয়ে চার্জ দিয়ে দেবেন। এটি আপনি করতে পারেন
কাঁচা গোবর দেওয়া যায় নাকি অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ আপনাকে
🙏 কাঁচা গোবর কখনো জমিতে ব্যবহার করবেন না। কাঁচা গোবর জমিতে গ্যাস তৈরি করে যেটা জমির ক্ষতি করে থাকে।
কলা গাছের কটা পাতা রাখা যায়।
কলা গাছে নিচের দিকে যে পাতাটি ঝুলে পড়বে সেই পাতাটি কাটতে হবে এছাড়া বাকি সব পাতায় রেখে দেওয়া প্রয়োজন. এবং অনেক সময় নিচের দিকের পাতা লাল হয়ে যায় সেই পাতাগুলো কেটে ফেলা দরকার. কলাগাছে সাধারণত মাঝের পাতা ছাড়া ছয় থেকে সাতটা পাতা অবশ্যই প্রয়োজন.
বালির উপর কি কলা গাছ হবে?
না ভাই বালির উপরে কলাগাছ হবে না। প্রথমে আপনি গাছটি লাগালেও সেটি সেটি হতে পারে কিন্তু ও ঠিকঠাক মতো বড় হবে না এবং পরবর্তীতে গাছে বিভিন্ন ধরনের রোগ লাগার সম্ভাবনা থেকে যাবে। এবং গাছ মারা যায় অনেক বেশি।
সরষের খৈল পানিতে ভিজিয়ে দিতে হবে, না গুরা করে দিতে হবে
t Martoman chara কোথায় pabo
আপনার নিকটবর্তী হর্টিকালচার অফিসে যোগাযোগ করে দেখতে পারেন
গোড়াফাটা গাছ হলুদ হয়ে মারা যায় কি করবো
দাদা, আপনার যেটা সমস্যা হয়েছে তা হল আপনার জমিতে পানামা রোগ লেগেছে এই পানামা রোগ কলা গাছের একটা মহামারী রোগ কলা গাছে এই রোগ লাগলে তাকে আর বাঁচানো সম্ভব নয়। এখন আপনাকে যেটা করতে হবে সবার প্রথমে যে কলা গাছগুলোতে এই রোগ লেগেছে সেই সকল কলাগাছগুলো শিকর সমেত তুলে ফেলতে হবে তারপরে গাছগুলো বাগান থেকে দূরে মাটিতে গর্ত করে পুতে দিতে হবে যে জায়গায় বাগানে কলা গাছটি ছিল সেই জায়গায় চুন গুলে দিয়ে ভালো করে ছিটিয়ে দিতে হবে গর্তগুলো যাতে ভালো মতন রোদ্দুর পায় সেদিকে দেখতে হবে এবার বলি আপনার বাগানে যে সকল গাছগুলো ভালো আছে সেই সকল গাছের গোড়ায় carboffarn 3g ছিটিয়ে দিবেন কার্বন-ডাইজম ৫০% পার লিটার দু গ্রামে হিসাবে জলে গূলে গাছের গোড়ায় মাটিতে এবং গাছে ভালো করে স্প্রে করে দেবেন এর ফলে নতুন করে গাছে রোগ লাগার সম্ভাবনা অনেক কমে যাবে। এই কলা গাছের পানামা রোগের বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো তাই আপনি আমার চ্যানেলটি ফলো রাখবেন।
পানিতে কলা গাছ নস্ট হওয়ার সম্ভাবনা কতোটুকু
কলাগার জলে নষ্ট হওয়ার সম্ভাবনা কিছুটা কম। অর্থাৎ কলার জমিতে যদি মোটামুটি ছয় থেকে সাত দিন জল থাকে তাহলে কলা গাছটি সহ্য করতে পারে তবে অবশ্যই জল সরে যাওয়ার পর আপনাকে একটি ভালো ছত্রাকনাশক গাছের পাতায় কাণ্ডে এবং গোড়ায় ভালো করে স্প্রে করে দিতে হবে এবং তার সাথে সাথে গোড়ায় অবশ্যই কারবোফোন থ্রিজি ছিটিয়ে দিতে হবে। কিন্তু ও দেখা গেছে মোটামুটি ১০-১২ দিন জল দাঁড়িয়ে থাকলে তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
Aare bhai apni ja ja bolchen tate sadharon lok er kola chas korte giye pichone kola dhuke jabe 😅
🙏
🙏
🙏🙏
ভাই কলার চারা সংগ্রহ করবো কোথায় হতে। সাগর কলা
বাংলাদেশে কোথায় তো বলতে পারব না কিন্তু ভারতবর্ষে হলে আপনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুরের দিকে পেয়ে যাবেন।
ভাই নাম্বার দিন যোগাযোগ করবো
ডেসক্রিপশনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন প্লিজ।
নোনা পানিতে কি কলা হয়?
স্যার কলা চাষ করতে এটেল মাটি দোয়াস মাটি এবং পলি মাটি সব থেকে ভালো
নোনা মাটি তে কলা গাছ ভালো হবে না
কলা চাষের পাশাপাশি পাকা বাকি অংশগুলোতে অন্য কোন সবজি চাষ করলে কি কলা ওরে বা খোলা গাছের উপরে কোন ব্যাঘাত করবে খারাপ কোন প্রভাব আসবে জানা থাকলে একটু বলবেন
🙏 কলা গাছের বয়স তিন মাস থেকে আপনার সাড়ে তিন মাস পর্যন্ত আপনি এর মধ্যে যে কোন সবজি চাষ করতে পারেন তবে সে ক্ষেত্রে আপনাকে প্রথমেই পর্যাপ্ত পরিমাণে সার ব্যবস্থা ঠিক রাখতে হবে এবং সহজে উঠে গেলে তারপরে পর্যাপ্ত পরিমাণে গাছে যাতে ঠিকঠাক ভাবে খাবার পায় সে দিকটা নজর রাখতে হবে। এছাড়া গাছের অন্যরকম কোন ক্ষতি হয় না স্বাভাবিক ভাবে সবজির মধ্যে যেমন ভিন্ন ধরনের শাক করা যায়। ফুলকপি বাঁধাকপির চাষ করা যায়।
Dada ph no ta deben
🙏 নাম্বার আমার চ্যানেলে সকল ভিডিও ডেসক্রিপশন এ দেওয়া আছে।