খুশি হলাম। আমাদের বাংলা সিনেমার অনেক উন্নতি সাধন হয়েছে। নস্টালজি আর মানহীন গল্পের থেকে বেরিয়ে এখন সামাজিক ও ভিন্নধর্মী সিনেমা তৈরি হচ্ছে! পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের ধন্যবাদ এমন সুন্দর সাবলীল ছবি উপহার দেওয়ার জন্য।
আজ দেখে আসলাম , এক কথায় অসাধারণ একটি মুভি, কোনো এ্যাকশেন সিন নাই, অশ্লিল সিন নাই, তার পরে এতোটা মনোমুগ্ধকর যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের বসিয়ে রাখছে, সকলের অভিনয়, ছবির গল্প, আর প্রতিটি গান যা মন ছুয়ে যাওয়ার মতো, এক কথায় মাস্টার পিচ! পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি। মনপুরা এর পরে গিয়াস উদ্দিন সেলিম এর আরেক অদম্য সৃষ্টি। আফসোস এর বিষয় হলো মানুষ এগুলো না দেখে - তারা দেখে যতসব বস্তাপচা সিনেমা যার মধ্যে কাহিনির বিন্দু মাত্র রেশ নাই।
মৈমনসিংহ-গীতিকার পালা কাজলরেখা। আমার নানির কাছে এই গল্প শুনে শুনে বড় হইছি। আমরা উত্তরবঙ্গের। এই গল্প ছিল আমার মায়ের ক্লাস ফাইভের বাংলা বইতে। ছোট থেকে এটা শুনে শুনে বড় হইছি। "ধর্মমতি শুকপাখি", "কঙ্কনে কিনিয়াছি, নাম কঙ্কনদাসী", কী যে পরিচিত আমার এই লাইনগুলো!
দীর্ঘ ৮ মাস অপেক্ষার পর এইটা bongo তে আসলো, আর দেখে ফেললাম। আজকে দেখা শেষ করলাম। রাত ৮ টায় দেখতে বসছি, শেষ করলাম রাত ১ টায়। এক কথায় অসাধারণ একটা মুভি। বাংলাদেশের প্রকৃতি, সাংস্কৃতির কিছু দিক অসাধারণ ভাবে তুলে ধরেছেন মুভি টায়। বাংলাদেশের অন অফ দ্যা বেস্ট মুভি বলা যায়। এই মুভির অভিনেতা, অভিনেত্রী রা খুবই ভালো অভিনয় করেছে। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ভাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশের এমন একটা মাস্টার পিস মুভি নির্মাণের জন্য। এরকম আরও অসাধারণ মুভি নির্মাণ চাই আমরা। যারা এখনও মুভিটা দেখেন নাই তাদের জন্য মাস্ট ওয়্যাচ।
দারুন ট্রেইলার। মনে হয় মনপুরার মতই আরে একটি ইমোশনাল মুভি। শাকিবের মুভি রাজকুমার কে আমি খারাপ বলতে চাই না। তবে কাজল রেখার মতোই আমাদের দেশীয় চলচ্চিত্র আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে। তাই দর্শকদের কাছে অনুরোধ, রাজকুমারের পাশাপাশি এমন ছবিকে উড়িয়ে দেবেন না। সিনেমা হলে এসে দেখুন। আমার মনে হয় প্রশংসিত হবে প্রচুর। ধন্যবাদ, কাজল রেখার সমস্ত টিমকে।
ঠিক বলেছেন অথচ ভারতে এইসব সিনেমা জনপ্রিয়তার শীর্ষে। আর বাংলাদেশে তৈরি করলেই অনেকের কাছে নাটকের মতো লাগে। তাদের কাছে সিনেমা মানে এক শাকিবের ওভার এক্টিং।।
২০২৪ এর সব মুভি গুলোই ভালো হবে মনে হচ্ছে,,, রাজকুমার,, দেয়ালের দেশ,, মায়া,, সোনার চর,, ওমর,, কাজল রেখা ❤️❤️এতগুলো ভালো মুভি একসাথে রিলিজ না দেয়াই উচিত ছিল,, কারণ রাজকুমার সাকিব ই নেবে ১০০ হল
খুশি হলাম। আমাদের বাংলা সিনেমার অনেক উন্নতি সাধন হয়েছে। নস্টালজি আর মানহীন গল্পের থেকে বেরিয়ে এখন সামাজিক ও ভিন্নধর্মী সিনেমা তৈরি হচ্ছে! পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের ধন্যবাদ এমন সুন্দর সাবলীল ছবি উপহার দেওয়ার জন্য।
আজ দেখে আসলাম
, এক কথায় অসাধারণ একটি মুভি, কোনো এ্যাকশেন সিন নাই, অশ্লিল সিন নাই, তার পরে এতোটা মনোমুগ্ধকর যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের বসিয়ে রাখছে, সকলের অভিনয়, ছবির গল্প, আর প্রতিটি গান যা মন ছুয়ে যাওয়ার মতো, এক কথায় মাস্টার পিচ! পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি। মনপুরা এর পরে গিয়াস উদ্দিন সেলিম এর আরেক অদম্য সৃষ্টি।
আফসোস এর বিষয় হলো মানুষ এগুলো না দেখে - তারা দেখে যতসব বস্তাপচা সিনেমা যার মধ্যে কাহিনির বিন্দু মাত্র রেশ নাই।
আপনাদের ভালোলাগাই আমাদের প্রেরণা। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
নারায়ণগঞ্জ সিনোস্কোপে গিয়ে দেখা প্রথম মুভি। অসাধারণ একটা মুভি। ইতিহাস হয়ে থাকবে
২০২৪ সালের যতগুলো মুভির টেইলার দেখলাম তার মধ্যে এটা সবচাইতে ভালো মনে হয়েছে।
বহুদিন পর মনে হচ্ছে সিনেমা হলে ভালো মানের ছবি দেখতে পাবো..!
মৈমনসিংহ-গীতিকার পালা কাজলরেখা। আমার নানির কাছে এই গল্প শুনে শুনে বড় হইছি। আমরা উত্তরবঙ্গের। এই গল্প ছিল আমার মায়ের ক্লাস ফাইভের বাংলা বইতে। ছোট থেকে এটা শুনে শুনে বড় হইছি। "ধর্মমতি শুকপাখি", "কঙ্কনে কিনিয়াছি, নাম কঙ্কনদাসী", কী যে পরিচিত আমার এই লাইনগুলো!
খুব কম হলেও দশবার দেখলাম! অসাধারণ একটা মুভি হতে চলেছে। শুভকামনা রইলো "কাজলরেখা'র" জন্য! ❤
Bhai kothay dekhlen?bongo te to paoa jacche nah
লিংক দেন মুভির
দীর্ঘ ৮ মাস অপেক্ষার পর এইটা bongo তে আসলো, আর দেখে ফেললাম।
আজকে দেখা শেষ করলাম। রাত ৮ টায় দেখতে বসছি, শেষ করলাম রাত ১ টায়।
এক কথায় অসাধারণ একটা মুভি। বাংলাদেশের প্রকৃতি, সাংস্কৃতির কিছু দিক অসাধারণ ভাবে তুলে ধরেছেন মুভি টায়। বাংলাদেশের অন অফ দ্যা বেস্ট মুভি বলা যায়।
এই মুভির অভিনেতা, অভিনেত্রী রা খুবই ভালো অভিনয় করেছে।
পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ভাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশের এমন একটা মাস্টার পিস মুভি নির্মাণের জন্য। এরকম আরও অসাধারণ মুভি নির্মাণ চাই আমরা।
যারা এখনও মুভিটা দেখেন নাই তাদের জন্য মাস্ট ওয়্যাচ।
Kivabe dakbo?
দারুন ট্রেইলার। মনে হয় মনপুরার মতই আরে একটি ইমোশনাল মুভি। শাকিবের মুভি রাজকুমার কে আমি খারাপ বলতে চাই না। তবে কাজল রেখার মতোই আমাদের দেশীয় চলচ্চিত্র আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে। তাই দর্শকদের কাছে অনুরোধ, রাজকুমারের পাশাপাশি এমন ছবিকে উড়িয়ে দেবেন না। সিনেমা হলে এসে দেখুন। আমার মনে হয় প্রশংসিত হবে প্রচুর। ধন্যবাদ, কাজল রেখার সমস্ত টিমকে।
খুব খুব ভালো হয়েছে এক কথায় অসাধারণ উফ মাইন্ডব্লোয়িং❤🎉
বাংলাদেশেও যে এ ধরনের সিনেমা করা সম্ভব কাজল রেখা মুভিটা দেখে তা বিশ্বাস হলো❤❤❤
আসলেই অসাধারণ 🥰🥰
ধন্যবাদ গিয়াস উদ্দিন সেলিম ভাই....আপনার অনবদ্য নির্মাণের জন্য..
ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবারের ঈদ
এতো কম বাজেটে এমন লেজেন্ডারি একটা গল্প কেমনে কি! এক পদ্মাসেতুর চেয়ে দামি এই গল্প। ডিজনিরে দিয়া বানাইলে ঠিকাছিল।
ঠিক বলেছেন পদ্মাসেতু তো খালি বাজেটেই দামী আর এটি বাঙ্গালীর অন্তর থেকেই দামী ❤❤❤❤❤
দারুন একটা কথা বলছেন
ক্যামেরার কাজ অসাধারণ। প্রতিটা সিন দেখতে অনেক ভালো লাগছে।
ভাল ছিলো।।কিন্তু দেশের রুচিহীন লোক শাকিবের মুভি দেখবে
দেখবে কারন শাকিব এর সিনেমা ভালোলাগে,,, আর টাকা দিয়ে টিকিট কেটে এই নাটক কে দেখবে।😅😅
আপনার কাছে তো এই মুভি ভালো লাগবেই। এখানে যে নাভি বের করা সিন আছে। সাথে আবার ব্লাউজও নেই 😂😂😂
@@mahfuzahmed5618সাকিবের নায়িকারা বোরকা পরে সিনেমা করে🤔😅😅😅
Moja moja😂😂😂
কোনো সুরুচিবান মানুষ হলে গিয়ে শাকিবের সিনেমা দেখে না।
বহুদিন পর মনের মতো গল্পে সিনেমা
এটার প্রাকৃতিক দৃশ্য আমাদের সুনামগঞ্জ ,,তাহিরপুরে। ❤❤❤❤খুব ভালো লাগলো
অসাধারণ লাগছে অপেক্ষায় রইলাম
মনে হচ্ছে বাংলাদেশের সেরা মুভি হবে
শরিফুল রাজ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব ❤
এই গল্প বলিউড কে দিলে ২০০-৩০০ কোটি খরচ করে এমন ভাবে বানাইতো যা ইতিহাস হয়ে থাকতো
তাতো অবশ্যই !
রাইট
দিতে হবে কেন?? পুরাতন গল্প, নিয়ে সিনেমা বানালেই হয়।
আমাদের দেশে ভালো কিছু হলে কি সমস্যা।
Right 👍
অসাধারণ সিনেমাটোগ্রাফি ❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
😢গিয়াস উদ্দীন সেলিম মানেই অনন্য ইতিহাস
এই ভালোবাসার মূল্যটা একমাত্র আমার সাদিয়া আয়মান পারে ❤❤❤❤❤
Really excited about it. I heard this story sooo many times from my Sweetheart Grandma in my childhood ❤️ i'm definitely going to watch this film ❤
Are you from Mymensingh?
@@mahfuzmuntasir6520 Yes, My home town is Mymensingh city.
যারা মৌলিক গল্প আর সূক্ষ অভিনয় প্রেমী
তাদের জন্য এই সিনেমা ।
সাকিবিয়ানরা এই সিনেমার কিছুই বুঝবে না ।😢
ঠিক বলেছেন অথচ ভারতে এইসব সিনেমা জনপ্রিয়তার শীর্ষে। আর বাংলাদেশে তৈরি করলেই অনেকের কাছে নাটকের মতো লাগে। তাদের কাছে সিনেমা মানে এক শাকিবের ওভার এক্টিং।।
অসাধারণ হতে যাচ্ছে
বাংলার ইতিহাসে সেরা মুভি হবে
হবে অন্য রকম কিছু একটা,,
💥💥
আরও একটি মাস্টারপিচ। ঠিক মন পুরার মতো
মুগ্ধ হয়ে গেলাম
Sei
lyrics delicate all my listener's
💚❤️🖤🙏↩️🇧🇩🇧🇩🇧🇩
কালার ঔ পিরিতে সখি গো সখি ঘটল দশম দশা।
জাতি কূলে দাগ লাগাইলাম করে ভালোবাসা গো।। ধুয়া।
বিশ্বাসের ঘরে, তারে আমি গো সখি করিয়া ভরশা।
সার হল দুই চোখের জল বহে যমুনা শিব সাহা গো।। ধুয়া।
পাড়ার লোকে ঠাট্টা করে গো সখি কলঙ্কিনী বে দিশা।
পুরলা মোর মনস্কাম বাসনা পাঁচে সর্বনাশা গো।।ধুয়া।।
বুক ভরা শ্মশানের চিতা গো সখি বলে বাউল মুকিম শাহ্।
শ্যাম উদ্দেশ্যে রাইয়ার অঙ্গের বসন
কার শনে খেলব পাশা গো।। ধুয়া।
সখি ঘটল দশম দশা।
কালার ঔ পিরিতে সখি লো সখি ঘটল দশম দশা।
জাতি কূলে দাগ লাগাইলাম করে ভালোবাসা গো।। ধুয়া।
সখি ঘটল দশম দশা।।
কথা ও কণ্ঠস্বর,, আমাহতে,
সম্ভ্রান্ত,জমিদার আমজদ আলি ( বাড়ি)
দর্শন!
বাংলাদেশে বসত করি আব্দুল মুকিম তালুকদার হল নাম,
সিলেট জেলা ফেঞ্চুগঞ্জ থানা নিজ ঘিলাছড়া মাইজ ভাগ মোর পাড়া গ্রাম।
মহাজন সাধক পদাবলী সকল কে সালাম
আদাব নমস্কার প্রণাম প্রেম ও ভওি শুুভেচ্ছা সহ ভালো বাসা অভিন্দন জানাই
দোয়া আশীর্বাদ প্রত্যাশী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, কবি দুখু কাজী নজরুল ইসলামের কর্মস্থান, বয়সে সমাজ সংগঠন।
সকল বিদ্যার শেষ যেখানে সংগীত শুরু হয়েছে সেখানে।
❤❤Tanko Kajal Rekha Sadia ❤️❤️ Appy
Nice extraordinary movie
দারুণ ❤
দেখে ভালো লাগলো, ছোট বেলায় অনেক শুনসি কাহিনি টা
রুপকথা ❤❤
দারুণ হইছে মুভি টা
অসাধারন ট্রেলার
Val laglo asha kori valoi hobe
Dekhtei Hobe Ei Movie ta❤
মিউজিক bgm ভালো লাগলো ❤
BGM is by Emon Chowdhury.😊
❤ দেখতে হবে রে...
গতকালকে দেখলাম সনি স্কয়ার, দুর্দান্ত মুভি।
আপনাদের ভাললাগার মধ্যেই আমাদের পরিশ্রমের সার্থকতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Ai movita hit korbe
লোকেশন গুলো অনেক সুন্দর আমাদের সুসং দুর্গাপুর নেত্রকোনা
গান গুলো 🔥🔥
I love this type of movie
অসাধারণ
এই ঈদে সব চেয়ে স্পেশাল ট্রেলার এটি একটা সেই একটা হুমায়ুন আহমেদ এর ফিল পাইছি
সেই 👌
Osadaron
Onek sundor hobe... Hope so
Esob cinema ke matamati nai kno buji na.
সুন্দর হয়ছে
এই গল্পটা ছোট সময় শুনতাম দাদি বলতো
Wow❤❤❤❤❤
চমৎকার ❤
বাকি গানগুলো কবে আসবে ?
Wow
অন্যরকম 👌
এই শুটিং সরাসরি দেখছি আমাদের গ্রামে হয়ছে
Same to you
Tumi kothai thako?
অনেক সুন্দর পুরুষ্কার পাওয়ার মত মুভি
দেশের বাহিরে আছি, দেশে থাকলে বউকে নিয়ে দেখতাম❤
কবে মুক্তি পাবে? আমাদের এলাকায় ৫০% শুটিং হয়েছে। আমিও এতে স্বল্প সময়ের জন্য অভিনয় করেছি। দেখার অপেক্ষায়। 😊
@mishukrahman6015 নেত্রকোনা জেলার, দূর্গাপুর থানার, লক্ষ্মীপুর গ্রামের সীমান্ত এলাকায়।
আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন?
@@jabedmohsin নৈশ প্রহরী
Kon elaka?
Kon eleka
আরেকটু সময় নিয়ে বানানো উচিৎ ছিল।
আর গল্পটা অনেকেই জানে। অনেক জায়গাতেই পরিবর্তন করেছে যার প্রয়োজন ছিল না
অসাধারণ ❤❤❤❤
Very nice
#খাইরুলবাশার 🔥🔥🔥🔥
❤❤❤❤❤
অনেক সুন্দর
সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে তবে আরো ভালো হতো যদি বড় কাজল রেখার জায়গায় নূসরাত ইমরোজ তিশা আপুকে রাখতো।
Quality movie
২০২৪ এর সব মুভি গুলোই ভালো হবে মনে হচ্ছে,,, রাজকুমার,, দেয়ালের দেশ,, মায়া,, সোনার চর,, ওমর,, কাজল রেখা ❤️❤️এতগুলো ভালো মুভি একসাথে রিলিজ না দেয়াই উচিত ছিল,, কারণ রাজকুমার সাকিব ই নেবে ১০০ হল
❤❤❤❤
দেখার ইচ্ছে আছে
ফুল মুভি কই পামু
Prize pabe ei movie ta❤
Puro video ta din
Ki shundorrr
Aei galpo amra six er rapid book e porci 2001 e .
আমাদের এলাকায় করা শুটিং এটা
quality good
রিলিজ পেয়েছে?
yes
Natok er link ta den
প্রচারণা ভালো হলে হয়তো হাওয়া মুভিকেও ছাড়িয়ে যেতো
কাজল দিঘি !!!
Ai movie asbe k9be
কাজলরেখা সিনেমা হলে চলছে। ধন্যবাদ।
Sampurno chobi ti dekhte chai
এই সব সিনেমাই হলো সিনেমা। বাকী গুলো ফাও!
কোটি টাকা দিয়ে শুটিং করলেই কি সিনেমা হয় নাকি?
গিয়াস উদ্দিন মানেই অন্য কিছু
Musical film
❤
এটা মুক্তি পাবে কবে
এই ঈদে মুক্তি পাবে।
এটাও সিনেমা?
জীবনে কি কি সিনেমা দেখেছেন, ভাইজান? 😅😅😅
সবি ভালো লাগলো তবে রাজ কে পছন্দ হইলো না
Golpo- class 4 er KakonMala & KanchonMala 🙂
দুরু এখন কার সময় এসব ছবি আগাছার মত দুই হাজার সালের আগে হলে চলতো হুদাই টাকা লস সময় লস করে কে দেখবে। এরা এখন ও আগরে জামানায় পড়ে আছে
Boyra
Astagfirullah 😱😱😱😱😱😱
এত ভালো সব, কিন্তু বারবার রূপ বানান ভুল, বড় চোখে লাগছে ।