অষ্টমীর সকাল..শ্বশুরবাড়ীর পাড়ার দোকান থেকে নেওয়া ভীষণ পছন্দের শাড়িটি পড়ে পুষ্পাঞ্জলী দিতে গেলাম

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 877

  • @smitachakraborty7447
    @smitachakraborty7447 Год назад +75

    তোমার কথাগুলোর মধ্যে ভীষণ আন্তরিকতার ছোঁয়া আছে যেটা এই অনুভূতি দেয় যেন তুমি আর তোমার পরিবার বড় আমার কাছের, অপিরিচিত না, মঙ্গলময় ঈশ্বর তোমার পরিবারের সদস্যদের আশীর্বাদ করুন আর তুমি এমন সুন্দর ভিডিও উপহার দিও, বিজয়া দশমীর শুভেচ্ছা রইলো সবার জন্য।❤❤

  • @BharatiDutta-p1b
    @BharatiDutta-p1b 10 месяцев назад +2

    Apnar blog gulo asadharon,apnakei dekhle bojha jay sansar sundar hoy রমণীর গুনে। দাদাও ভীষণ সংসারী,আপনারা এভাবেই ভালো থাকবেন।ভগবান আপনাদের মঙ্গল করুক

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 Год назад +3

    তোমাদের ওখানে দেখলাম সবাই ঘুরে ঘুরে মন্ত্র বলছেন বেশ ভাল লাগল দেখে, আবার তোমার সাথে ঘুরে বেশ আনন্দ পেলাম।
    তোমাদের সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ছোটদের ভালবাসা ।

  • @subhramahanayak2589
    @subhramahanayak2589 Год назад +3

    শুভ বিজয়া র প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাকে ও তোমার সমস্ত পরিবারকে। তুমি আমাদের প্রবাসী দুর্গা।মেহা আর রামার জন্য অনেক আদর। তুমি আমার কন্যআসম তোমার ব্যাপতি দিগন্ত প্রসারি হোক এই আশির্বাদ করি। ভালো থেকো সবাইকে নিয়ে।❤❤❤

  • @subhayanroychowdhury199
    @subhayanroychowdhury199 Год назад +1

    খুব সুন্দর ❤.
    তোমার বন্ধুরা তোমার মতই আন্তরিক, কেমন আপন করে বললো, ' তুমি নিয়ে পড়ো ' -- এমন দুহাত বাড়ানো সহৃদয় বন্ধুত্ব বড়ো একটা চোখে পড়ে না...
    খুব ভালো থাকো তোমরা ❤❤❤

  • @biswajeetvlog
    @biswajeetvlog Год назад +27

    দশমীর এই বিকেল বেলা,
    সাঙ্গ হল সিঁদুর খেলা,
    মায়ের ঘরে ফেরার পালা,
    চোখের জলে বিদায় বলা,
    মায়ের হল সময় যাওয়ার,
    আসছে বছর আসবে আবার!
    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।

  • @sumanmanna6739
    @sumanmanna6739 Год назад +3

    মহুয়া,শুভ বিজয়া
    খিচুড়িতে দুই কাপ ডাল দিলে ,এক কাপ মুগডাল,হাফকাপ মুসুরডাল,হাফকাপ ছোলা বা মটরডাল দেবে । খিচুড়ি অসাধারণ খেতে হবে

  • @piyalisaha87
    @piyalisaha87 Год назад +1

    শুভ বিজয়া দিদি,আপনার উপস্থাপনা এত সুন্দর,এত আন্তরিক যে কি বলবো।আপনিও ভালো থাকবেন,সুস্থ থাকবেন,আর আরো সুন্দর ভাবে আমাদের বিদেশ ভ্রমণ করাবেন,এটাই প্রার্থনা করি।

  • @yuditagiri81
    @yuditagiri81 Год назад +3

    শুভ বিজয়া দিদি...😊
    প্রথম কমেন্ট করলাম দিদিভাই, তোমার vlog যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না !! বেশিদিন হয়নি তোমার vlog দেখা শুরু করেছি মাত্র 2 মাস হয়েছে কিন্তু তোমার চ্যানেল এর প্রতিটা vlog আমার মুখস্ত পুরো ... এত আপন হয়ে গেছো তুমি এই কদিনে বলে বোঝাতে পারবো না !

  • @nurislamsardar1957
    @nurislamsardar1957 Год назад +4

    আজ আমি প্রথম কমেন্ট করছি।আপনার ভিডিও আমি ২০২১ সাল থেকে দেখি।
    যখন আপনার ভিডিও দেখি, মনেহয় ব্যস্ত পৃথিবীটা যেন শান্ত হয়ে গিয়েছে।অনেক শান্ত।আর সেই সঙ্গে আমি নিজেও অনেক শান্তি আর স্বস্তি অনুভব করি।আপনার অসাধারন বাচনভঙ্গি আর অনেক অনেক সুন্দর লেভেলের চিন্তাভাবনা আমার খুব খুব ভালো লাগে।

  • @melodiouswings1566
    @melodiouswings1566 Год назад

    Eto vlo lge na jkn dekhi tumi sudur probase Bose amdr Bangla k banglar cultur k represent korcho gorbe buk vore jae just khub valo feel kri....I m too proud of you that you r the special representative of your country I think ..suvo bijoya Janae sbik...tmdr

  • @rajatchakraborty1152
    @rajatchakraborty1152 Год назад +58

    শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মহুয়াদি,মানিকদাকে।মেহা ও রামার জন্য অনেক অনেক আদর রইল।তোমাদের আগামীদিনগুলো আরও সুন্দর কাটুক এই কামনা করি।❤😊

  • @ramamukherjee-jm9vx
    @ramamukherjee-jm9vx Год назад +1

    খুব ভালো লাগলো ক্যালিফোর্নিয়ার অষ্টমীর দুর্গা পূজার অজলী দেখতে ৷ তোমার শাড়ীটাও খুব সুন্দর ৷ সকলের প্রতি শুভেচ্ছা রইল।

  • @starsky777
    @starsky777 Год назад +125

    আপনার মতো নিরহংকার বাংলা ইউটিউবার কেউ কোনোদিন হতে পারবে না দিদি।।প্রতিটি কথাতেই এতো মাধুর্য!!! শুধু শুন্তে ইচ্ছে করে কথাগুলো........

    • @tanusreeganguly9958
      @tanusreeganguly9958 Год назад +2

      Ami obosdo mohuya di r riyanka di k deklm jader kono ohonkar nei ❤❤❤❤❤

    • @sutapasarkerriki7907
      @sutapasarkerriki7907 2 месяца назад

      একদম সত‌্যি কথা বল‌েছেন দ‌িদি, এজন‌্যই ত‌ো ভাল‌ো লাগ‌ে দ‌িভাই ভ‌িডিও দ‌েখত‌ে, আমার বাচ্চাটাও দ‌িভাই ভ‌িডিও দ‌েখে আর বল‌ে মাম‌ির ভ‌িডিওটা দ‌েও দ‌েখি।

  • @sbanerjee792
    @sbanerjee792 Год назад +2

    শুভ বিজয়া ❤️❤️🙏🏻🙏🏻। ওখানের weather খুব ভালো, এখানে কলকাতায় ও আজকে একটু একটু ঠান্ডা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। মহুয়া তোমার শাড়ীটা খুব সুন্দর দেখতে, ভালো লাগছে। Rama, Meha, Dada র drees ও ভালো হয়েছে। সন্ধ্যা বেলার তোমাদের পুজো পরিক্রমা দেখার অপেক্ষায় থাকলাম। ❤️❤️

  • @mayapursumanavlog
    @mayapursumanavlog Год назад

    আপনার ভিডিও ফুটেজ যেমন best of all vlog তেমন সুন্দর সরল ভাষ্য ❤

  • @snehadutta7833
    @snehadutta7833 Год назад +81

    শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বড়দের জন্য প্রণাম এবং ছোটদের জন্য রইলো ভালোবাসা । মায়ের আশীর্বাদে সকলের জীবনে আগামী দিনে সুখ , সাফল্য এবং সমৃদ্ধি বর্ষিত হোক এই প্রার্থনা করি।💗

    • @mousuminaskar1896
      @mousuminaskar1896 Год назад

      Di❤

    • @kanailalchatterjee1298
      @kanailalchatterjee1298 Год назад +1

      তোমাদের হালিশহরের পিরামিডের ঠাকুর টা ভালো হয়েছে্ বারাকপুর

    • @riyaroy5904
      @riyaroy5904 Год назад +1

      ধন্যবাদ দিভাই❤🍨

    • @madanmohannath9012
      @madanmohannath9012 Год назад

      খুব সুন্দর লাগলো। আপনি ও ভালো থাকবেন। পরের blog এর অপেক্ষায় রইলাম।

    • @kingshuksamaddar2503
      @kingshuksamaddar2503 Год назад

      শুভ বিজয়া।❤❤

  • @rebabiswas6852
    @rebabiswas6852 Год назад

    আমাদের এখানে আজকে বিজয় দশমী,শুভো বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই,তোমরা পুজো খুব ভালো কাটাও দিদি,মায়ের মুখটা খুব সুন্দর লাগলো,মন্দির কত লোকজন ,মন টা ভরে যায়,তোমাদের সবাইকে খুব সুন্দর লাগলো,তোমরা সবাই সবাই খুব ভালো ও সুস্থ আনন্দে কাটাও

  • @Bongtanayazz
    @Bongtanayazz Год назад

    পুজোর পর এতদিনে তোমার vlogগুলো দেখার সময় পেলাম,প্রত্যেকটা vlog অসম্ভব সুন্দর হয়েছে।অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি পরবর্তী vlog র জন্য।যাইহোক , সবাই খুব ভালো থেকো

  • @mamatabanerjee1361
    @mamatabanerjee1361 Год назад +1

    তোমার ভ্লগ প্রতিবারের মতো আজও খুব সুন্দর।শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। অনেক টা দূর তাই চাইলেও মিষ্টি খাওয়াতে পারলাম না।তাই যেটা পাঠাতে পারলাম সেটা একরাশ মিষ্টি ভালোবাসা।

  • @babulnandy4426
    @babulnandy4426 Год назад

    ।।শুভ বিজয়া দশমী।।
    পরিবারের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, শুভকামনা ও আন্তরিক ভালোবাসা।। মা দশপ্রহরণধারিনী দশ হাত দিয়ে পরিবারের প্রত্যেককে সুস্থ ও সুন্দর রাখবে, এই কামনা করি।

  • @radhabanerjee504
    @radhabanerjee504 2 месяца назад

    খুব ভালো লাগল দুর্গাপূজার ভিডিও

  • @nabanitachakraborty1787
    @nabanitachakraborty1787 2 месяца назад

    অপূর্ব সুন্দর বাচনভঙ্গী। ভালো থেকো সবাই মিলে❤❤❤❤

  • @moloyadhikary7836
    @moloyadhikary7836 Год назад +1

    শুভ বিজয়া এর প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের কে। মেহা এবং রামা এর জন্য অনেক ভালোবাসা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @somaroy9941
    @somaroy9941 Год назад

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। অষ্টমীর সাজ দারুন হয়েছে। কানবালা টা খুব ভালো ছিলো।

  • @mithumondal3264
    @mithumondal3264 Год назад +3

    ভীষণ সুন্দর লাগছিল তোমাদেরকে দেখতে মহুয়া। শুভো বিজয়া। আগামী প্রতিটা দিন খুব ভালো কাটুক তোমাদের ❤️❤️❤️❤️

  • @sonalisantra9001
    @sonalisantra9001 Год назад +3

    খুব ভাল লাগল মহুয়া।তোমাদের পোশাক গুলোও খুব সুন্দর হয়েছে।সত্যি ওটা 1500 টাকার শাড়ি বলে মনে হচ্ছে না।ভাল থাকবে মহুয়া পরিবার নিয়ে।❤❤❤

  • @samiddhakundu5530
    @samiddhakundu5530 Год назад

    Subho Bijoya dashami r Priti o subhechaa janie didi and tomader poribar er sobie ke. Rama and Meha asirbad nieo. Khub bhalo theko didi.❤. Amader o pujo bhalo keteche r tomake saree ta pore darun lagche .

  • @rupkathaykolkata
    @rupkathaykolkata Год назад +1

    Subho bijoya didi tomak tomar poribar er sobai k pronam & choto der onek valobasa.. Opekha aro ekti bochorer.. Valo hok.. Aloo hok sokoler jibon 🙏

  • @yummyandhealthy8298
    @yummyandhealthy8298 Год назад

    সত্যি...... আপনার কথাতে জাদু আছে...... আর ওই রামা...ওকে দারুণ লাগে.....অনেক ভালোবাসা....অনেক আদর.....🥰❣️❣️🥰

  • @manasdutta5550
    @manasdutta5550 Год назад +1

    বিজয়ার নমস্কার দিভাই। মিহু আর রামা যখন দিদাবাড়ি বা নিজের বাড়িতে আসে তখন দেখে মনে হবে না মিহু এতো চুপচাপ থাকে বা রামা খুব ছটফট করে। সত্যি ওরা কি দারুন মানিয়ে নেয় ।

  • @rishitasrimani3419
    @rishitasrimani3419 Год назад

    শুভ বিজয়া।
    অনেক অপেক্ষায় ছিলাম। খুব ভালো লাগলো। 👍

  • @My-Princess-Samadrita...2022
    @My-Princess-Samadrita...2022 Год назад

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নিও।। তোমার গলার স্বর টা শুনলে মন টা শান্তি পাই। মনে হয় তুমি আমার খুব নিজের কেউ

  • @susantmondal3742
    @susantmondal3742 Год назад +1

    খুব খুব ভালো লাগলো অসাধারণ খুব সুন্দর হয়েছে অসাধারণ ❤❤❤❤❤❤❤❤❤

  • @suparnachattaraj562
    @suparnachattaraj562 Год назад

    আজ আমাদের এখানে একাদশী তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা, তোমাদের চারজনকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল তোমার শাড়িটা সত্যিই দারুন ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sayantika13
    @sayantika13 Год назад +4

    শুভ বিজয়া আন্টি প্রণাম নিও আর মেহা আর রামা কে অনেক আদর ও ভালবাসা...তোমরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।❤❤❤❤

  • @sutapaparial4304
    @sutapaparial4304 Год назад +2

    কি অপূর্ব হয়েছে ভিডিও টা, সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে❤❤❤❤

  • @rishitasrimani3419
    @rishitasrimani3419 Год назад

    শুভ বিজয়া।
    অনেক অপেক্ষায় ছিলাম। খুব ভালো লাগলো। 🙏

  • @piudutta4674
    @piudutta4674 Год назад +1

    শুভ বিজয়া, খুব ভালো লাগলো vlog টা একদম মন মাতানো 💕🌼🌸

  • @nibeditasen416
    @nibeditasen416 Год назад

    Shuvo Bijoya sobai k.Tomar video gulo khub enjoy kori.kato information thakey.vari valo lage.Tomar kotha bolar dhorontao khub mishti.Sushtho theko,valo theko......shorirey o mone ❤❤❤❤

  • @dhritidipaganguly5323
    @dhritidipaganguly5323 Год назад +5

    শুভ বিজয়া দশমী র আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ দিলাম। তুমি আমার থেকে অনেক ছোট। তোমার ব্লগ আমি দেখি।মেহার পিয়ান বাজান আমার ভীষন ভালো লাগে।আর রামা আমার ভীষন মিষ্টি।সব শেষ বলি মানিকের কথা। ভীষন ভালো ছেলে। ওনার মাকে আমার প্রণাম জানাই এতো সুন্দর ভাবে ছেলে মানুষ করেছেন। এই রকম ছেলে আজ দেখা যায় না। অনেক কথা বলে ফেললাম। আমি ঝাড়গ্রাম এ থাকি। অতোএব সেই সূত্রে তুমি আমার মেয়ে ই হবে, তাই না? ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ এ থেকো।🙏

  • @SwetaDas-b4q
    @SwetaDas-b4q Год назад +1

    শুভ বিজয়ার প্রনাম নিও দিদি... দাদা কেও প্রনাম জানাই... আর তোমার ছানা দুটো কে অনেক ভালোবাসা.....❤

  • @kakalimajumder8958
    @kakalimajumder8958 Год назад

    শুভ বিজয় ar priti o suvacha janai tomader❤❤. তোমাকে khub valo lagche. Blog ta bes valoi laglo👌❤

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Год назад +2

    শুভ বিজয়া জানাই আপনাদের সবাইকে। মেহা এবং রামার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। আপনাদের সারা বছর মা যেন আনন্দে এবং সুস্থ রাখেন।🙏🙏

  • @dipdebnath2754
    @dipdebnath2754 Год назад +4

    রত্না মুখার্জী পূর্ব বর্ধমান আমার মেহা দিদিভাই ও রামা দাদা ভাই কে শুভ বিজয়ার প্রাণ ভরা আদর ও স্নেহ ভালো বাসা দিলাম। ওদের নিয়ে কিছু লিখিনি তার জন্য ওদের কাছে ক্ষমা চাইছি।!ফাংশনে রামা দাদা ভাই এর যা নাচ দেখলাম!খুব ভালো লাগলো।ভালো থেকো তোমরা।🤑😭👌👌❣️🌷☘️

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 Год назад +3

    শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা ❤❤ মেহাও রামা জন্য অনেক আদর ভালোবাসা ❤❤ সবাই ভালো থেকো সুস্থ থেকো...

  • @dipdebnath2754
    @dipdebnath2754 Год назад +1

    রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।শুভ বিজয়ার আন্তরিক স্নেহ আশীর্বাদ সেই সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন জানালাম। তোমাদের জীবন সুখ সমৃদ্ধি সাফল্যে ভরে উঠুক এই কামনা করি মা দুর্গার কাছে। আনন্দে থেকো সুস্থ থেকো। খুব ভালো লাগছে ।তোমার ব্লগের মাধ্যমে কতো কিছু দেখতে পাচ্ছি।তার জন্য আর একবার সহৃদয় ধন্যবাদ দিলাম।🙏🙏🌷☘️👾👌👌❣️😄😃

  • @krishnadutta4927
    @krishnadutta4927 4 месяца назад

    Khub sundor laglo tomader pujo.🙏🙏🙏🙏

  • @arpitamondal9136
    @arpitamondal9136 Год назад

    মাস খানেক হলো তোমার চ্যানেল টার খোঁজ পেয়েছি দিদি। তখন থেকে ইউটিউব চালালে শুধুই তোমাদের ই দেখি। এই এক মাসে বোধয় তোমার প্রায় সব ব্লগ ই দেখে ফেলেছি। বড়ো ভালো লাগে তোমাকে। ভালো থেকো সবাইকে নিয়ে। শুভ বিজয়া।❤

  • @Sneha98752
    @Sneha98752 Год назад +1

    Didi niramish khichuri te ektu ada r kanchalonka eksathe bete daben r namanor somoy ektu ghi r gorom moshla diye namaben valo khete hobe asakori❤

  • @baishaliNandi637
    @baishaliNandi637 Год назад +1

    শুভ বিজয়া সবাই জানাই প্রীতি ও শুভেচ্ছা মেহা ও রামাকে অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থাকো পরিবার নিয়ে❤

  • @barnalimondal7343
    @barnalimondal7343 Год назад +5

    শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। উমা ঘরে ফিরে গেছে,, আজ বাতাসে বিষাদের সুর।।
    আবার আগামী বছরের অপেক্ষা।।। তুমি তোমার পরিবার নিয়ে খুব সুখে থেকো ❤❤❤।।।

  • @kunalmookerjee8701
    @kunalmookerjee8701 Год назад

    শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ো মহুয়া, মানিক ও বাচ্চারা। খুব ভালো থেকো। জয় মা দূর্গা।

  • @amritachatterjee4793
    @amritachatterjee4793 Год назад

    Suvo bijoyar antorik priti, suveccha o valobasa nio Mohua Tumi o tomar poribarer sobai. Rama ar mehar jonno roilo buk vora valobasa.er por deshe ele Siliguri te eso .tomar sathe tomar poribarer sobar sathe dekha korar khub iccha roilo .. please eso.

  • @plabanibhattacharya4
    @plabanibhattacharya4 Год назад

    Apnar vlog gulo joto dekhi totoi jeno aro dekhar ichchha hoi...khub sundar apnar ei vlog gulo didi...khub swotosfurto r pranbonto.❤

  • @horibol6982
    @horibol6982 Год назад +1

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নিও দিদি ,, খুব ভালো লাগলো ধন্যবাদ ,,

  • @dailylifewithtanusree3309
    @dailylifewithtanusree3309 Год назад

    Khub Valo laglo Vlog ta...Subho Bijoya Mahuya..Sobai k niye valo theko...Ami tomar songe dekha korar opekkhay thaklam..Tomar Husband er barir kachei Thaki..

  • @AratiMajumdar-y5z
    @AratiMajumdar-y5z Год назад

    শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুভ কামনা। ভিডিও টা দেখতে তোমাদের সঙ্গে তোমাদের পূজো মন্ডপ ঘুরলাম। খুব সুন্দর খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো🌹❤🌹

  • @mithusaha1619
    @mithusaha1619 Год назад

    ❤ কি সুন্দর লাগলো তোমাকে দেখতে তেমন ভালো লাগলো দাদাকে মেহা কে, রামা কে,, শাড়িটা তুই খুব সুন্দর মানিয়েছে তোমায়❤

  • @dyutiganguy3756
    @dyutiganguy3756 Год назад

    Subho bijaya Mohua.... Ami tomar theke boyos e boro kintu tomar abhiprayer kache nijeke anek choto lage ......you r blessed dear

  • @sharmistharay2011
    @sharmistharay2011 Год назад +1

    খুব সুন্দর দেখাচ্ছে বাংলা করে শাড়ী পরে। সুন্দর হয়েছে শাড়ীটা

  • @priyanshudas6435
    @priyanshudas6435 Год назад

    শুভ বিজয়া দশমীর প্রণাম নেবেন aunty 🙏🏻 রামাভাই আর মেহাকে অনেক শুভেচ্ছা।

  • @subhrahalder5352
    @subhrahalder5352 Год назад +13

    শুভ বিজয়া। ভীষণ সুন্দর লাগছে। বিজয়াতে তোমার ও তোমার পরিবারের সবার মঙ্গল কামনা করি পরমপিতার রাতুল চরণে।

  • @chyanadas9384
    @chyanadas9384 6 месяцев назад

    দিদি তোমার শাড়িটা খুবই ভালো লাগলো আর অন্যান্য জামা, কাপড় ও খুব সুনর হয়েছে

  • @chandrachaudhurissong6812
    @chandrachaudhurissong6812 Год назад +1

    এই পৃথিবীতে মা দুর্গা কতো রূপে পূজিত হন।
    জয় মা 🌹🙏
    খুব সুন্দর হয়েছে ভিডিওটি ❤❤

  • @mynewworld.....mamoni3896
    @mynewworld.....mamoni3896 3 месяца назад +3

    Akta question chilo jodi time pan to aktu janaben 🙏apnar rice rakhkar jaiga ta kotha theke kinechen r koto dam niye chilo?

  • @MithuGhosh-bf5ev
    @MithuGhosh-bf5ev Год назад

    শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন মহুয়া দি রামাও মেহাকে অনেক ভালোবাসা দিও তোমারা খুব ভালো থেকো

  • @sarbarisengupta5039
    @sarbarisengupta5039 7 месяцев назад

    আমার খুব ভাল লাগলো খুব সুন্দর লাগছে সবাই কে.তোমার শাড়ি টা খুব সুন্দর. ❤❤❤❤

  • @LaxmiChatterjee-kb8hh
    @LaxmiChatterjee-kb8hh 3 месяца назад

    Emn hindi te puspanjoli sotti prothom dekhlam...khub sundor....puja jekhanei hok na keno manusher vokti ta ek e...

  • @bijayachakrabortty9248
    @bijayachakrabortty9248 Год назад

    Darun laglo vlog.r tomader k khub misti dekhte lagche.

  • @polychowdhury2497
    @polychowdhury2497 Год назад +4

    তোমার দেওয়া ভিডিয়ো নিয়ে নতুন করে কিছু ই বলার নেই, শুধু ❤❤❤❤❤❤❤❤❤❤
    শুভ বিজয়া ❤
    আসছে বছর আবার হবে ❤ মা আবার আসবে 😊

  • @parnapattanayak2419
    @parnapattanayak2419 Год назад

    Subho Bijoya Mohua di, tumi ebong Manik da amr preeti o suveccha niyo r Meha ebong Ramkrishno key amr bhalobasa diyo.🙏🙏❤️❤️❤️

  • @indiramoitra2295
    @indiramoitra2295 Год назад

    Kanbala bole oi drop earrings ke. Apna der sobai ke valo lagche.Ekhane ekhon Carnivaal er preparations cholche.Pujor kodin Kolkata sherar shera.Ar opurbo lage Bengal er bonedi barir pujo guli.

  • @jayadas8716
    @jayadas8716 2 месяца назад

    এত ঘুরিয়ে আমাদের সব দেখাও যে খুব ভালো লাগে। খুব ভাল থেকো।

  • @debasreedas1274
    @debasreedas1274 Год назад +14

    শুভ বিজয়া। খুব ভালো থাকবেন সবাই ❤️

  • @smritiparnadas728
    @smritiparnadas728 Год назад +1

    শুভ বিজয়া মহুয়া ।খুব ভালো থাকবেন আপনারা সবাই।মেহা ও রামা কে আমার অনেক ভালোবাসা❤

  • @SmileSwastika
    @SmileSwastika Год назад

    শুভ বিজয়ার প্রণাম ও ভালোবাসা নেবেন 🙏 ভালো লাগলো ভ্লগটা দেখে

  • @TamasiDey-cl5px
    @TamasiDey-cl5px Год назад

    subha bijaya dasami Aunty ..tomra sobai khub khub valo thako susto thako...God bless you

  • @susmitabarua3810
    @susmitabarua3810 Год назад

    Tumi hoyto dure thako kintu amder moner onekh kache thako.. Tomar video dekhte khub valo lage ei vabei valo theko❤

  • @biswajitkapuriakapuria9835
    @biswajitkapuriakapuria9835 Год назад

    খুব সুন্দর লাগলো ভিডিও Te❤️

  • @tiashamukherjee992
    @tiashamukherjee992 Год назад

    subho bijoya.....love from Halisahar❣❣❣❣

  • @sudeshnaroy1130
    @sudeshnaroy1130 Год назад

    শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচছা❤❤❤, তোমার শাড়িটা সত্যিই খুব সুন্দর আর তোমাকে মানিয়েছে বেশ। দাদার পান্জাবী টা ফাটাফাটি হয়েছে, তোমাকে বলেছিলাম বুটিকের ঠিকানা টা পারলে জানিও।

  • @priyankasanyal8995
    @priyankasanyal8995 Год назад

    Subho bijayar antorik priti o subhecha.Didi amar bari kanchrapara...khb bhalo laglo sune tmi esechile kanchrapara.r tmar vlog amr khb valo lage.roj apekkhay thaki tomar vlog er.

  • @piyalipodder7729
    @piyalipodder7729 Год назад +1

    শুভ বিজয়া ❤️😊তোমাকেও দাদাকে প্রণাম জানাই আর মেহা ও রামকৃষ্ণ কে অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤

  • @madhumitamukherjee1139
    @madhumitamukherjee1139 Год назад +1

    Tomake khub sundor lagche
    Mehu eto ghombhir keno? Hanslae. Khub sundor lagae

  • @moulinanath8133
    @moulinanath8133 Год назад +1

    Aunty শুভ বিজয়া প্রণাম নেবেন🙏 Manik uncle কেউ প্রণাম জানাবেন 🙏 মেহা আর রামা কে অনেক ভালোবাসা দেবেন 😊

  • @piu5365
    @piu5365 Год назад +1

    একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলতে পারে সেটা ভেবেই অবাক হয়ে যায় ❤

  • @tapasipaul1804
    @tapasipaul1804 Год назад +11

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ❤️🙏 সবাই কে খুব সুন্দর লাগছে😊

  • @AloAlo-hh6kf
    @AloAlo-hh6kf Год назад

    দিদি আমাদের মনে এখনো ক্ষুদ্র হয়ে গেল যদি আবার সেই ষষ্টির দিনটি আবার যদি এই বছরের মতো ফিরে পাই তাহলে খুব আনন্দে ভরে উঠত তবুও তোমাকে জানাই শুভ বিজয়া আমার প্রণাম নিও

  • @ankitcartoon1562
    @ankitcartoon1562 Год назад +1

    দিদি সকাল থেকে চার বার তোমার চেন্নেল দেখেছি ভিডিও আসেনি পাঁচ বারের মাথায় অবশেষে প্রতীক্ষার অবসান হলো ❤🎉🥰♥️

  • @dr.shellyroy8238
    @dr.shellyroy8238 Год назад

    কি সুন্দর দেখতে লাগছে তোমাদের সকলকে গো। খুব ভালো থেকো। আমিও বাগমোড়ের মানুষ। কাঁচরাপাড়া, তোমার শশুরবাড়ি তো হালিশহর এ।

  • @bidishabosebanerjee7769
    @bidishabosebanerjee7769 Год назад

    subho bijoyar onek suveccha aar bhalobasha tomader shobai ke ❤ Aar tomake laal par saree te darun maniyeche 💞

  • @arnabmukherjee9880
    @arnabmukherjee9880 Год назад

    Probase sokol manush der Bijayar priti o subecha..7 years por ami o Germany thake India (Kolkata) ase Puja khub enjoy korlam..9 din kete galo..r 21 din..tarpor abar Germany fire jete hobe...sobai khub valo thakben...

  • @sankardas7534
    @sankardas7534 Год назад

    Osadharon laglo didi vlog ta valo theko sobai

  • @pampabiswas9667
    @pampabiswas9667 Год назад

    Khub valo laglo...subha bijoya ❤

  • @chhandabanik1560
    @chhandabanik1560 Год назад

    তুমি খুব সহজ সরল, তাই এত ভালো লাগে।

  • @shinjinibhattacharyya1061
    @shinjinibhattacharyya1061 Год назад

    কেমন আছো দিদি তোমাদের সবাই কে আমার শুভ bijoyar শুভেচ্ছা আর অনেক আন্তরিক ভালোবাসা এই কদিন আর তোমার ব্লগ দেখা হয়নি গো দুর্গা মা কে নিয়ে busy ছিলাম 😊 কিন্তু আজকে আর তোমার ব্লগ মিস করলাম না ❤খুব ভালো থেকো তোমরা সবাই ❤❤

  • @sandhyabiswas6811
    @sandhyabiswas6811 Год назад

    subho bijoya Mahua ....sobai mile khub valo theko❤❤❤❤❤

  • @aninditascreationandcooker7121
    @aninditascreationandcooker7121 Год назад +1

    খুব সুন্দর লাগছে তোমাদের সকল কে। শুভ বিজয়া।

    • @MdMasum-gz9qy
      @MdMasum-gz9qy Год назад

      Ami Italy theke bolsi apni kothy thaken

  • @bananisaha1774
    @bananisaha1774 Год назад

    তোমার শাড়ি টি সত্যি খুব সুন্দর কিনে এনে ভালোই করেছ। আর তোমার বন্ধুর কানের দুল তুমি ইন্ডিয়া আসলেই পাবে এই দুইটির নাম কানবালা😊