কচি ভাইকে অভিনন্দন, উভয়ই চমৎকার খেলেছেন। নামাজের সময় খেলা চলতেছিলো, বিষয়টি খুব খারাপ লেগেছে। খেলা সুস্থ বিনোদনের মাধ্যম। যখন ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে কোন মুসলমানই বিষয়টি সহজে নিবেন না। নামায আগে তারপর খেলা বা যে কোন বৈধ বিনোদন এই হোক সকল মুসলিম খেলোয়াড়দের চিন্তা চেতনার মূল উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সকল কে সঠিক বিষয় গুলো অনুধাবন করার তৌফিক দান করুন, আমীণ।
ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনার সুন্দর মনের সুন্দর মন্তব্য করার জন্য। যেহেতু 90% মুসলমান আমরা এই বাংলাদেশে, তাই মুসলমান রাষ্ট্র হিসেবে আমরা দাবি করতেই পারি,আমিও মুসলমান, আমার বাবাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ,আমিও আপনাদের দোয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যে মসজিদের আপনারা আজান এবং নামাজ শুনতে পান,সেই মসজিদের জমি আমরাই 10 শতাংশ ওয়াক্্ফা করে দিয়েছি। আপনাদের দোয়ায়, সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের হাদিয়াটা, আপনাদের দোয়ায় আমরাই দেই,মসজিদ এবং আমাদের বাড়ি পাশাপাশি জায়গায়। এখন কথা হল আপনারা অনেকেই লেখেন, আজানের সময় এবং নামাজের সময় খেলা বন্ধ রাখার জন্য সেটা আমিও চাই।কচি ভাইয়ের বাসা আমাদের এখান থেকে চার ঘন্টার রাস্তা, বেশিরভাগ খেলোয়ার দর্শক এবং আমরা যারা আছি সবাই কর্মজীবী। বিকেল 5 টার আগে কেউ থাকে না, যখন খেলোয়ার ভাইদের আমন্ত্রণ জানাই, তাদের আসতে সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের আযান দেয় 6:50মিনিট নামাজ শেষ করে,খেলা শুরু করতে করতে 7:10মিনিট, এখন একটা দুইটা বা তিনটা ম্যাচ অবশ্যই তাদের খেলতে হয়। আবার থাকতে বললে থাকবে না। এসেই বলে ভাই তাড়াতাড়ি আমারে কিন্তু 9 টার ভিতরে বিদায় দিতে হবে, এশার আযান 8:15 নামাজ 8:30 মিনিট,এত কম সময়ের ভিতরে আমি অবশ্যই চেষ্টা করি, কিন্তু মাঝেমধ্যে ভুলত্রুটি হয়ে যায়, এজন্য দর্শক আপনাদের সকলের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, মহিউদ্দিন ভাই অবশ্যই আমি আমরা যারা মুসলিম পরিবারের সন্তান সবাই ইসলাম ধর্ম মানি এবং নামাজ রোজা করি, সেই হিসেবে আমি এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, প্রিয় ভাই।
@@sinhastv বিনা প্রয়োজনে মসজিদের জায়গা আপনারা ওয়াকফ করে দিয়েছেন ,এ কথাটি না বললেই ভালো হত, আমি মনে করি - আযানের জন্য ৫ মিনিট সবাই অপেক্ষা করতে পারবে, যাই হোক আযানের সময় খেলা বন্ধ থাকবে, এটা নিয়ে কথা না বাড়ালেই ভালো হবে ধন্যবাদ আপনাদের সকলকে
অসাধারণ লড়াই হয়েছে ! Many many thanks to Kochi bhai
কচি ভাইয়ের খেলা অনেক ভালো লাগে শুভকামনা
কচিভাই জিন্দাবাত আছাম তেকে
কচি ভাই এর জন্যই সাবস্ক্রাইব করলাম
সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
কচি ভাইয়ের সাথে আমার খেলার বহুত শখ। শুধু সময় সুযোগের জন্য খেলা যাচ্ছেনা। যাক সবার জিন্য অনেক অনেক শুভকামনা
কচি ভাইয়ের আজকে অনেক মিস হয়েছে
কচি ভাইকে অভিনন্দন,
উভয়ই চমৎকার খেলেছেন।
নামাজের সময় খেলা চলতেছিলো, বিষয়টি খুব খারাপ লেগেছে।
খেলা সুস্থ বিনোদনের মাধ্যম।
যখন ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে কোন মুসলমানই বিষয়টি সহজে নিবেন না।
নামায আগে তারপর খেলা বা যে কোন বৈধ বিনোদন এই হোক সকল মুসলিম খেলোয়াড়দের চিন্তা চেতনার মূল উদ্দেশ্য।
আল্লাহ পাক আমাদের সকল কে সঠিক বিষয় গুলো অনুধাবন করার তৌফিক দান করুন, আমীণ।
ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনার সুন্দর মনের সুন্দর মন্তব্য করার জন্য। যেহেতু 90% মুসলমান আমরা এই বাংলাদেশে, তাই মুসলমান রাষ্ট্র হিসেবে আমরা দাবি করতেই পারি,আমিও মুসলমান, আমার বাবাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ,আমিও আপনাদের দোয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যে মসজিদের আপনারা আজান এবং নামাজ শুনতে পান,সেই মসজিদের জমি আমরাই 10 শতাংশ ওয়াক্্ফা করে দিয়েছি। আপনাদের দোয়ায়, সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের হাদিয়াটা, আপনাদের দোয়ায় আমরাই দেই,মসজিদ এবং আমাদের বাড়ি পাশাপাশি জায়গায়। এখন কথা হল আপনারা অনেকেই লেখেন, আজানের সময় এবং নামাজের সময় খেলা বন্ধ রাখার জন্য সেটা আমিও চাই।কচি ভাইয়ের বাসা আমাদের এখান থেকে চার ঘন্টার রাস্তা, বেশিরভাগ খেলোয়ার দর্শক এবং আমরা যারা আছি সবাই কর্মজীবী। বিকেল 5 টার আগে কেউ থাকে না, যখন খেলোয়ার ভাইদের আমন্ত্রণ জানাই, তাদের আসতে সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের আযান দেয় 6:50মিনিট নামাজ শেষ করে,খেলা শুরু করতে করতে 7:10মিনিট, এখন একটা দুইটা বা তিনটা ম্যাচ অবশ্যই তাদের খেলতে হয়। আবার থাকতে বললে থাকবে না। এসেই বলে ভাই তাড়াতাড়ি আমারে কিন্তু 9 টার ভিতরে বিদায় দিতে হবে, এশার আযান 8:15 নামাজ 8:30 মিনিট,এত কম সময়ের ভিতরে আমি অবশ্যই চেষ্টা করি, কিন্তু মাঝেমধ্যে ভুলত্রুটি হয়ে যায়, এজন্য দর্শক আপনাদের সকলের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, মহিউদ্দিন ভাই অবশ্যই আমি আমরা যারা মুসলিম পরিবারের সন্তান সবাই ইসলাম ধর্ম মানি এবং নামাজ রোজা করি, সেই হিসেবে আমি এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, প্রিয় ভাই।
@@sinhastv বিনা প্রয়োজনে মসজিদের জায়গা আপনারা ওয়াকফ করে দিয়েছেন ,এ কথাটি না বললেই ভালো হত, আমি মনে করি - আযানের জন্য ৫ মিনিট সবাই অপেক্ষা করতে পারবে, যাই হোক আযানের সময় খেলা বন্ধ থাকবে, এটা নিয়ে কথা না বাড়ালেই ভালো হবে ধন্যবাদ আপনাদের সকলকে
মেচ টা দেখার মতো ছিলো।
খেলাটা হাড্ডাহাড্ডি হয়েছে, ধন্যবাদ দুজনকেই।
খেলাটা দেখার জন্য ধন্যবাদ
খেলাটা দুর্দান্ত হয়েছে।
খেলা দেখার জন্য ধন্যবাদ
কচি ভাই অনেক আগে গেম টা দিতে পারতো 😊😊😊
Pocket er corner e corner e powder keno ? Eta kono rules noi. Plastic er guti diye khela thik noi.
ক্যামেরা ঠিক করেন
দ্বিতীয় হিটে এক পয়েন্ট পেয়েছে। ১+১=২ হবে কিন্তু স্কোর বর্ডে সাত দেখানো হয়েছে।
দ্বিতীয় হিটে বোর্ডের উপরে ছয়টা কালো গুটি থাকলে এক হয় কিভাবে, ধন্যবাদ মন্তব্যের জন্য।
Kochi bhai number 1❤❤❤
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই
Kachi vs akidul ekta match den
অবশ্যই চেষ্টা করবো পাশে থাকবেন ধন্যবাদ।
কচি ভাই ওরে অনেক চান্স দিয়েছে
কচি ভাই হুদাই সময় নস্ট করছে😂
ওস্তাদের মার শেষ রাতে!
কচি ভাই হলেই হবে না বিরোধী প্লেয়ার ও তো ভালো হতে হবে ভাই
অবশ্যই ঠিক বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
স্বাগত ভাই
27 +13+40 হবে ভাই স্কিন কি লেখেন ভাই
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই 24 এর পরে রেটসহ পয়েন্ট নিলে রেট সহ পয়েন্ট দেওয়া হয় না।
Kochi vai out of control some how.we don't know why.
পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।