বেগুনের ফল ছিদ্রকারী পোকার কার্যকরী সমাধান

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • 🍆🍆বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা🍆🍆
    যে ভুলে ফেরোমন ফাঁদ হতে পারে ফসলের জন্য হতে পারে গাছের জন্য ক্ষতির কারণ 🔎🔎👇👇
    • যে ভুলে সেক্স ফেরোমন ফ...
    লক্ষণঃ
    সাধারণত চারা রোপনের ৪/৫ সপ্তাহের মধ্যেই এ পোকার আক্রমণ শুরু হতে দেখা যায় । তবে বেগুন গাছে ফুল আসা শুরু হওয়ার পর আক্রমণের মাত্রা বাড়তে থাকে । এই পোকার আক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিক লক্ষণ হিসাবে জমিতে সদ্য নেতিয়ে পরা ডগা চোখে পড়ে । ফল আসার পূর্বে এ পোকার কীড়া কচি ডগায় আক্রমণ করে এবং এর ভিতরে খেতে থাকে । পরবর্তীতে ফল আসার পর অধিকাংশ কীড়াই কচি ফলে আক্রমণ করে । কীড়া কোন কোন সময় ফুলও খেয়ে থাকে । পূর্ণতা প্রাপ্ত হওয়ার পর কীড়া পুত্তলিতে পরিণত হওয়ার জন্য ফল থেকে সুড়ঙ্গ তৈরী করে মাটিতে নেমে আসে । কীড়া বের হওয়ার ছিদ্র ফলে স্পষ্ট দেখা যায় তবে ডগায় এই ছিদ্র পরিলক্ষিত নাও দেখা যেতে পারে । এ পোকা আক্রমণ শুরু হবার পর থেকে শেষ বার বেগুন সংগ্রহ পর্যন্ত চলতে থাকে ।
    ব্যবস্থাপনাঃ
    ১। সপ্তাহে অন্ততঃ একবার পোকা আক্রান্ত ডগা ও ফল বাছাই করে বিনষ্ট করতে হবে ।
    ২। ফেরোমন ফাঁদের ব্যবহারঃ চারা রোপনের ২/৩ সপ্তাহের মধ্যেই জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে । (প্রতি ২.৫ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করতে হবে)
    সেক্স ফেরোমন ফাঁদ: সেক্স ফেরোমন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোন প্রজাতির স্ত্রী পোকা কর্তৃক একই প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কার্যে আকৃষ্ট করার জন্য প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। সেক্স ফেরোমনের গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে স্ত্রী পোকার সহিত মিলনের জন্য এসে ফাঁদে পড়ে প্রাণ হারায়। কৃষকের নিকট এটি যাদুর ফাঁদ নামে পরিচিত।
    ৩। সাবান মিশ্রিত পানি সব সময় পাত্রের তলা হতে উপরের দিকে কমপক্ষে ৩-৪ সে.মি. পর্যন্ত রাখা আবশ্যক। পাত্রের ঢাকনার মাঝে কালো রং এর একটি ল্যুপ বসানো থাকে। ল্যুপের নিচের ছিদ্রে সরু তার বাঁধা হয়। তারের অপর মাথায় ফেরোমন সম্বলিত টিউব (লিউর) এমনভাবে বাঁধতে হবে যেন লিউরটি সাবান মিশ্রিত পানি হতে ২-৩ সে.মি. উপরে থাকে। সতর্ক থাকতে হবে যেন পাত্রের তলায় রক্ষিত সাবান পানি শুকিয়ে না যায়। যত্নের সাথে ব্যবহার করলে একটি পাত্র (বৈয়াম) ২-৩ মৌসুম পর্যন্ত চলতে পারে।
    Visit করুন 👇
    🔍আমনের সুপার ভ্যারাইটি বায়ারের এজেড ৭০০৬
    ( • আমনে সুপার ভ্যারাইটি ব... )
    🔎 ধানের গান্ধী পোকার আক্রমণ হতে রক্ষার উপায়
    ( • সমলয় কৃষিই হতে পারে গা... )
    🔍🔎একই জমিতে আলু+ ভূট্টা একসাথে চাষ সময় বাচঁলো দুই মাস
    ( • আলু এবং ভূট্টা এক সাথে... )
    🔍 বসত বাড়ির বালাই সমাধান মাত্র ১০০/-
    ( • সবজি ঝরে যাওয়ার সমাধান... l)
    🔍লিচুর বাগঃ লিচুর নতুন আতঙ্ক, সমাধানে করনীয়
    ( • লিচুর বাগঃ লিচুর নতুন ... )
    🔎 সয়াবিন থেকে তেল কিভাবে তৈরি হয়
    ( • সয়াবিন তেল ফ্যাক্টরিতে... )
    🔎 ধানের ফলন বেশি পেতে যে তথ্যটি আপনাকে জানতেই হবে....
    ( • ধানের বেশি ফলন পেতে করণীয় )

Комментарии • 8

  • @kbd2061
    @kbd2061  2 года назад +2

    আপনাদের কৃষি বিষয়ক কোন প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন। আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।

  • @KrishiBiswaBangla
    @KrishiBiswaBangla 2 года назад +2

    আমার প্রিয় স্যর🥰🥰🥰

    • @kbd2061
      @kbd2061  2 года назад +1

      পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে সাজু স্যার এই দেশের জন্য অন্যতম ট্যাকনিক্যাল পার্সন।
      আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

  • @JahidHasan-yo6if
    @JahidHasan-yo6if 2 года назад +2

    স্যার, আপনি মাস ভিত্তিক may,june কি কি ফসল,july augusrtযেমন, ধান,butta,গাছ লাগানো ফল ফলনশীল video দিবেন আগামভিত্তক যাতে farmer &General people জানতে পারে,example, এখন আমন ধান লাগানো সময় ৩৩শতাংশ সার uria : kg,potash ::kg,,tsp::kg এইভাবে ১০-১২minutes video দিলে উপকার হয়।

    • @kbd2061
      @kbd2061  2 года назад +1

      ধন্যবাদ।
      আমরা এগুলো নিয়ে কাজ করছি।
      অচিরেই প্রকাশ করা হবে। সাথেই থাকুন। 😍

  • @osmanosman1689
    @osmanosman1689 Год назад

    আসসালামু আলাইকুম স্যার। স্যার বেগুন এর ছিদ্রকারী পোকার জন্য স্প্রে করার ক্ষেত্রে লুফিনিউরন, ক্লোরানট্রানিলিপ্রোল, ইনডক্সাকার্ব, স্পিনোসাড্ ইত্যাদি গ্রুপের কীটনাশকগুলো কতটুকু কার্যকর? বা এর চেয়ে আপডেট কোন গ্রুপ থাকলে জানাবেন স্যার।

  • @siddiquehossain7146
    @siddiquehossain7146 2 года назад +1

    আমার ফাঁদে পোকা পড়ছে না

    • @kbd2061
      @kbd2061  2 года назад

      লিউর পরিবর্তন করে নিন। অনেক সময় লিউরে পানি বার বার পরলে কার্যকরীতা কমে যায়। আবার ২/২.৫ মাস পর লিউর স্বাভাবিক নিয়মে পরিবর্তন করতে হবে