কি বলবো বলার ভাষা নাই।ভাবছিলাম আপুটার জন্য প্রসংশা করবো।এখানে এসে দেখি আমার থেকে বড় প্রসংশা কারি কমেন্ট করে বসে আছে।আপুটার কথা বলা থেকে শুরুকরে সবকিছুই আমার ভালো লাগছে।কথা বলার স্টাইলটাও অসাধারণ।
আল্লাহ, তুমিই আমাদের রব। তুমিই সমস্থ কিছুর উপর একমাত্র ক্ষমতাবান, তুমি এই জনপদের মানুষগুলোর সমস্যার সমাধান করে দাও এবং এদের কাছে তুমি সত্যের আলো পৌঁছে দাও। আমীন।
আল্লাহ যদি ক্ষমতা থাকতো তাহলে আরো একশ বছর আগে এদের সমস্যা সমান করে দিতো কিন্তু আল্লাহকে কিছু করতে পারে না,কখনোই পারবেওনা যতক্ষণ সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধান না করে। করোনা এসে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আল্লাহর শক্তি কতটুকু ছিল। করোনা না আসলে মানুষ সারাজীবন অন্ধকারে পড়ে থাকতো।
খুবই গুরুত্বপূর্ণ পতিবেদন তুলে ধরলেন ভাই ধন্যবাদ, আর ঔ এলাকার চেয়ারম্যান,মেম্বার,যারা আছেন,তাদের আইনের আওতায় আনতে হবে,এবং তাদের টাকার হিসাব করতে হবে, দুদকের কাছে জোর আবেদন,,এরছে আর কি কষ্ট হতে পারে, হায়রে মানুষ শুধু টাকার লোভে পরলি
মাশা-আল্লাহ আমাদের বাংলাদেশে এতো সুন্দর পাহাড়ি এলাকা আছে? না দেখলে আমি মিস করতাম। আমি শুধু জানতাম বাংলাদেশে শুধু চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় আছে। কিনতু আপনার ভিডিওর মাধ্যমে আমি জানলাম সিলেটে ও অনেক সুন্দর পাহাড় আছে। আমাদের বাংলাদেশ টা আসলেই অনেক সুন্দর। আমি গর্বিত যে আমি একজন বাংলাদেশি। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে গর্বিত। এই সিলেটি খাসিয়া উপজাতিরা আসলে দুঃখ কে কখনো প্রকাশ করে না। দুঃখ কে হেসে উড়িয়ে দেয়। মাশাআল্লাহ সিলেটি খাসিয়া এই বোনের হাসি দেখে আমি খুব অনুপ্রাণিত হলাম। সিলেটি খাসিয়া উপজাতিদের ব্যাবহার অনেক ভালো।
আপনার এই ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া। উনাদের এমন কষ্টের জন্য, নিজের কাছেও ভীষণ খারাপ লাগছে। সবচেয়ে ভালো লাগছে, আপনার সাথে থাকা আপুটার কথা। ভীষণ স্মার্ট এবং অমায়িক একজন মানুষ এই আপুটা। দোয়া করি আল্লাহর কাছে, যেন আল্লাহ ওনাদেরকে সব সমস্যা থেকে মুক্ত রাখেন।
সত্যিই অনেক কষ্ট লাগলো,,বাংলাদেশ নাকি উন্নয়নে ভরপুর,,তাহলে এ কেমন উন্নয়ন,, পানি নাই বিদ্যুৎ নাই,,একটু খাবার পানির জন্য ২০০ ফুট নিচে নামতে হয়,,ভাবতেই অবাক লাগে,,এরপরেও যেসব নেতা বক্তৃতা দেওয়ার সময় উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলে,তাদের প্রতি ধিক্কার জানাই।
পুঞ্জিতে যাওয়ার জন্য রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থা করা হলে তাদের জীবনটা আরো সুখময় হবে! ব্যারিস্টার সুমন ভাই কোথায়? এ বিষয়টা নিয়ে একটি ভিডিও বানানো দরকার! অবশেষে আপনাকে অনেক ধন্যবাদ কারণ এ বিষয়টি আপনি জনসাধারণের সামনে তুলে ধরেছেন! বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকার খবর সত্যিই আমাদের অজানা!
দেশের অনেক অনেক জায়গাতেই খাবার পানির সমস্যা আছে। খাসিয়া পঞ্জিতেও পানির সমস্যা খুবই প্রকট। মানবিক দিক বিবেচনা করে জরুরী ভিত্তিতে সমাধানের পথ খুঁজে তাদের কষ্ট নিরসন করার জোর দাবি জানাই।
আমরা ও দোয়া করি কারণ হল এটা ও বাংলাদেশের একটি অংশ খুব সুন্দর একটি গ্রাম মন চায় সেই খানে দেখার জন্য আমাদের এ মা বোন দের কষ্ট গুলো পরশাসনের মাধ্যমে দিষ্টি আকশন করছি
আল্লাহ যদি ওদের সমস্যা সমাধান করতে পারতো তাহলে তোমাকে এদের সমস্যা এখন অবদি দেখতে হতোনা এবং আল্লাহ আরও একশো বছর আগে সমস্যা সমাধান করে দিতো।কিন্তু আল্লাহ কোনদিন কোন সমস্যা সমাধান করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা।অতএব আল্লাহর নাম বেঁচে খাওয়ার দিন শেষ।
ভিডিওটি ভালো লাগলো। আসলেই সেখানে বিদ্যুৎএর বিষয় টা সুনজরে দেখার অনুরোধ রইলো। আমি এই এলাকার পার্শ্ববর্তী ইউনিয়ন এ বাড়ি ওখান কার অনেকেই আমার পরিচিত। উনাদের সাথে অন্তত এক বার দেখা হয়। আমি আদমপুর বিট ও এলাকার চেয়ারম্যানকে অনুরোধ করবো তাদের কাংখিত বৈদ্যুতিক লাইন চালু করতে সহায়তা করতে।
আমাদের মৌলভীবাজার জেলার অনেক পুঞ্জি মুটামুটি ঘুরেছি সব যাগায় কারেন্ট আছে কিন্ত কালেঞ্জি পুঞ্জিতে কারেন্ট নাই এটা দেখছি গেছিলাম একবার আর বাকি সব গুলায় খানির পানির সমস্যা আছে আমরা ভ্রমণ করতে গিয়ে পানির পিপাসায় একবার অনেক কষ্ট পেয়েছিলাম। খাবার পানির সমস্যা আছে কুলাউড়ার সব গুলা পুঞ্জিতে আমি দেখেছি।
বর্তমান সময় এ এসেও সুপেও পানি ও বিদুৎ এর অভাব বাংলাদেশের সরকার ও সিলেটের পসাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াও বাংলাদেশের নাগরিক তাদের ও সব ধরনের সুযোগ ও সুবিধা নিশ্চিত করা হোক।
বর্ষার বৃষ্টিতে ভিজে এই পুঞ্জিতে ঘুরতে গিয়েছিলাম। এই যাওয়ার সিড়ি গুলো কি পরিমান পিচ্ছিল ছিলো বলার মতো না। ২ বার যাওয়া হয়েছে। তবুও যেনো দেখার শেষ হয় না। আবারো যেতে ইচ্ছে হচ্ছে।
ভাই আপনার ভিডিও খুবই সুন্দর, আমি চেষ্টা করব ওদের জন্য কিছু করতে। আপনি অনুগ্রহ করে আমাকে তাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিলে আন্তরিক ভাবে কৃতজ্ঞ হব
আমিতো সিলেটি , অনেক বছর ধরে আমার পরিবারের প্রায় সবাই ৯৮% সদস্য ই লন্ডনে আমেরিকায়। আমি জিবনে ও আমার জন্মস্থান সিলেট কে বাংলাদেশের লন্ডন ভাবিনি । কাউকে কোনদিন বলি ও নাই। চট্টগ্রাম - ঢাকার মতো সিলেট এখনো অনেক ক্ষেত্রে উন্নত করার বাকি আছে । প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া এখনো সিলেটে অনেক কিছুই নেই । ঢাকা - চট্টগ্রাম এ যে জিনিস গুলো পাওয়া যায় সিলেটে সেগুলোর অনুপস্থিতি এবং অভাব বোধ করি। এটাই সাধারণ, কারণ সিলেট তো আর রাজধানী নয় এবং চট্টগ্রাম এর মত পোর্ট সিটি ও নয় ।
Ato kosto kore jibika chalasse tarporeo mukhe Apu tar hashir kono kriponota nai mash allah. Apnar video gulo khub valo via ja dekhar moto. Apnar video mane kisu notunotte soya. Sorkar ar nojore asa uchit.
Ami sylhety main town o taki. But appi tar kota gulu awesome 😂😂😂 helo helo hulawa. 😂. Btw onek dukko laglo amader ash pasher manush eto kosto kortese 😅
Thank you Brother for this video, i was born in Bangladesh but i move to India and settle here now. I can see village were i was born only through your Video.
মেয়ে টা কত সুন্দর মিষ্টি ভাষী ।ওর কথা গুলো শুধু শুনতেই মন চায় । মাশাআল্লাহ।
thank you
এত কষ্টের মধ্যে থেকেও এত সুন্দর হাসি এবং সুন্দর ব্যবহার, আসলে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। দোয়া করি অতি তারা তারি যেন তাদের সমস্যার সমাধান হয়ে যাক।
Keno, gorib holeo ki hasa jai na amioto akjon moddhobitto gorib familyr 😂
@@yairuleima5712 my dear sister ami oi vabe boli nai, tar hasi ta onk sundhor chilo, tai ekhane kosto ta ke jog korechi.ok
বোনটা অনেক সুন্দর ও মৃষ্টিভাষী ওর হাসি সত্যিই মনোমুগ্ধকর। ❤️
thank you
@@InfoHunter ুঘই ি
@@InfoHunterসাকিব ভাই আমি বা কেউ যদি খাসিয়াদের ওখানে গিয়ে দু একদিন থাকতে চাই তাদের সাথে থাকার কি কোন ব্যবস্থা আছে নাকি
@@sopnaakterparbin u6 67wr
সিলেটের জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।।
Philippines - Indonesia - আর এখন দেখলাম এই জাতি হাসি দিয়েই মন কেড়ে নেয়। এদের মধ্যে কখনো দুঃখ চিন্তা এইসব এদের মধ্যে দেখি নাই। মাশাআল্লাহ।
আমরাও চাই পানি, বিদ্যুৎ সহ সব সমস্যার সমাধান হোক,জীবন যাপন সহজ ও সুন্দর হোক। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে তারাও আছে,সকল সুযোগ সুবিধা তাদের প্রাপ্য
সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক সুখ শান্তিতে রেখেছেন।
Alhamdhulillah
কস্ট হলেও ও অনেক সান্তিতে আনন্দ নিয়া বেচে আছে খুবই ভালো পরিবেশ
বড় ভাই আপনার ভিডিওগুলি অসম্ভব রকম ভালো লাগে আমাদের কাছে.... বাংলাদেশে একমাত্র আপনিই ব্যতিক্রমধর্মী ভিডিও তৈরি করেন..💖 অনেক সুন্দর আপনার উপস্থাপনা
thank you vi
Maa-Shaa-ALLAH
@@InfoHunter Assalamualikum Bhaiya, apner sathay kibhabe contact korbo, kishu question chilo ei blog nia.. please respond kore
বাংলাদেশে এত সুন্দর পাহাড়ি এলাকা আপনার ভিডিও না দেখলে মিস করতাম 😱 অনেক অনেক ধন্যবাদ ভাই ❤️ আর অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভাই ❤️
thank you
আমাদের সিলেটে এরকম অনেক পুঞ্জি আছে
সিলেটের মৌলভীবাজার জেলায় অনেক সুন্দর পাহাড় আছে। মৌলভীবাজার জেলায় আছে। পাহাড়ি ঢাল দিয়ে ৯৪ চা বাগান।
যার যত টুকু সম্ভব সবাই এই রকম অবহেলিত জনগোষ্ঠীর জন্য সাহায্য করা উচিৎ,
Amin
মেয়েটার কথায় অনেক মায়া আর আন্তরিকতা❤
কি বলবো বলার ভাষা নাই।ভাবছিলাম আপুটার জন্য প্রসংশা করবো।এখানে এসে দেখি আমার থেকে বড় প্রসংশা কারি কমেন্ট করে বসে আছে।আপুটার কথা বলা থেকে শুরুকরে সবকিছুই আমার ভালো লাগছে।কথা বলার স্টাইলটাও অসাধারণ।
thank you
আমার অনেক ভালো লাগলো,,
আর অনেক কষ্ট ও লাগরো
অদের পানির প্রবলেম দেকে,,
আমি প্রবাসে তাকি
কুভ মিস করচি,,আল্লাহ চাইলে আমি
একদিন দেকতে আসবো
আল্লাহ, তুমিই আমাদের রব। তুমিই সমস্থ কিছুর উপর একমাত্র ক্ষমতাবান, তুমি এই জনপদের মানুষগুলোর সমস্যার সমাধান করে দাও এবং এদের কাছে তুমি সত্যের আলো পৌঁছে দাও। আমীন।
আল্লাহ যদি ক্ষমতা থাকতো তাহলে আরো একশ বছর আগে এদের সমস্যা সমান করে দিতো কিন্তু আল্লাহকে কিছু করতে পারে না,কখনোই পারবেওনা যতক্ষণ সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধান না করে। করোনা এসে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আল্লাহর শক্তি কতটুকু ছিল। করোনা না আসলে মানুষ সারাজীবন অন্ধকারে পড়ে থাকতো।
খুবই গুরুত্বপূর্ণ পতিবেদন তুলে ধরলেন ভাই ধন্যবাদ, আর ঔ এলাকার চেয়ারম্যান,মেম্বার,যারা আছেন,তাদের আইনের আওতায় আনতে হবে,এবং তাদের টাকার হিসাব করতে হবে, দুদকের কাছে জোর আবেদন,,এরছে আর কি কষ্ট হতে পারে, হায়রে মানুষ শুধু টাকার লোভে পরলি
আমাদের সরকার স্মার্ট বাংলাদেশের গল্প শোনায় অথচ দেশের কোন না কোন প্রান্তে আমাদের ভাই-বোনদেরকে সামান্য সুপেয় পানির অভাবে কতই না কষ্ট পেতে হচ্ছে 😥
এত কষ্টের মাঝেও এত সুন্দর নম্র ব্যবহার
আর মিষ্টিভাষী
আমি মুগ্ধ 🥰
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুব ভাল রাখছেন। শুকরিয়া
মাশা-আল্লাহ আমাদের বাংলাদেশে এতো সুন্দর পাহাড়ি এলাকা আছে? না দেখলে আমি মিস করতাম। আমি শুধু জানতাম বাংলাদেশে শুধু চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় আছে। কিনতু আপনার ভিডিওর মাধ্যমে আমি জানলাম সিলেটে ও অনেক সুন্দর পাহাড় আছে। আমাদের বাংলাদেশ টা আসলেই অনেক সুন্দর। আমি গর্বিত যে আমি একজন বাংলাদেশি। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে গর্বিত। এই সিলেটি খাসিয়া উপজাতিরা আসলে দুঃখ কে কখনো প্রকাশ করে না। দুঃখ কে হেসে উড়িয়ে দেয়। মাশাআল্লাহ সিলেটি খাসিয়া এই বোনের হাসি দেখে আমি খুব অনুপ্রাণিত হলাম। সিলেটি খাসিয়া উপজাতিদের ব্যাবহার অনেক ভালো।
মেয়েটার মুখে হাসি দেখে খুব ভালো লাগলো মাশাআল্লাহ,,আল্লাহ ওনাদের সব সময় ভালো রাক মাবুদ🤲
Amin
মেয়েটার হাসিটা আমার কাছে অনেক ভালো লাগছে।
Tai bujhi😂
একজন সিলেটি হয়ে বলছি
এইখানে আর কিছু হোক বা নাই ই হোক ।
এইখানে কারেন্টের সুযোগ সুবিধা করে দেওয়া হোক । তাইলে তাদের জীবন যাপন সহজ হবে।
thank you
সহমত,
ভাই আমি একবার ওখানে যেতে চাই ।।
সম্পুর্ন ঠিকানাটা একটু দিবেন...
এই এলাকার ঠিকানা আমার কাছে নাই । ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ ঠিকানা দিতে পারবে।
👍
কিছুই বলার নাই। এতো উন্নত হয়ে লাভ নেই যদি আমাদের ভাই বোনেরা ভালো না থাকে। সাকিব ভাই চালিয়ে যান।
আপনার এই ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া। উনাদের এমন কষ্টের জন্য, নিজের কাছেও ভীষণ খারাপ লাগছে। সবচেয়ে ভালো লাগছে, আপনার সাথে থাকা আপুটার কথা। ভীষণ স্মার্ট এবং অমায়িক একজন মানুষ এই আপুটা। দোয়া করি আল্লাহর কাছে, যেন আল্লাহ ওনাদেরকে সব সমস্যা থেকে মুক্ত রাখেন।
সত্যিই অনেক কষ্ট লাগলো,,বাংলাদেশ নাকি উন্নয়নে ভরপুর,,তাহলে এ কেমন উন্নয়ন,, পানি নাই বিদ্যুৎ নাই,,একটু খাবার পানির জন্য ২০০ ফুট নিচে নামতে হয়,,ভাবতেই অবাক লাগে,,এরপরেও যেসব নেতা বক্তৃতা দেওয়ার সময় উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলে,তাদের প্রতি ধিক্কার জানাই।
বর্তমান সময়ে বিদ্যুৎ পানির কষ্ট সত্যি বেদনাদায়ক। অতিসত্বর খাসিয়া পুঞ্জিতে সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
thank you
গোপালি হাসিনা ২০৪১ সালে দেশেরে এসমার্ট বানায়া ফেলবো
তারপরে চিন্তা কৈরা দেকবো ওরা পানি পায় নাকি!!!
Amin
ভাই এখানে জায়গাটা খুবি দুর্ঘম বিদ্যুৎ দেওয়াটা খুবি কটিন
ইমোশনাল কথা বলবেন না এখানে জায়গাটা কতো দুর্ঘম দেখেছেন এর পরেও তাদেরকে বিদ্যুৎ দেওয়ার কাজ চলমান আছে আশা করি ২৪ সালে ওরাও বিদ্যুৎ পাবে
এত পানির কষ্ট তবুও কি সুন্দর পরিবেশ পরিস্কার মাশাল্লাহ্
অনেক কষ্ট মা বোনদের দোয়া করি আল্লাহ আপনাদের ধৈর্য রাখার শক্তি দিন
ওদের জীবন যাপন সত্যিই অতি কষ্ট দায়ক আল্লাহ্ তাদের সাহায্য করুন
এই হচ্ছে শতভাগ বিদ্যুত দেশ।আমাদের সোনার বাংলাদেশ
ভাই আপনার ভিডিওগুলি অসম্ভব রকম ভালো লাগে আমাদের কাছে.... বাংলাদেশে একমাত্র আপনিই ব্যতিক্রমধর্মী ভিডিও তৈরি করেন,,,,,,, অনেক সুন্দর আপনার উপস্থাপনা
thank you vi
পুঞ্জিতে যাওয়ার জন্য রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থা করা হলে তাদের জীবনটা আরো সুখময় হবে! ব্যারিস্টার সুমন ভাই কোথায়? এ বিষয়টা নিয়ে একটি ভিডিও বানানো দরকার!
অবশেষে আপনাকে অনেক ধন্যবাদ কারণ এ বিষয়টি আপনি জনসাধারণের সামনে তুলে ধরেছেন! বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকার খবর সত্যিই আমাদের অজানা!
Barrister sumon 🤣🤣🤣sorkarke tel martese.
সুমনের নাম নিয়া দিলিতো সব অপরিস্কার কইরা
গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ
অনেকের মুখে সুনছিলাম নৃগোষ্ঠীরা নাকি বাঙালিদের দেখতে পায় না, তবে এখন মনে হয় তারা অতিথির চোখেই দেখে, এবং সুন্দর আচরণ 😍
আল্লাহ আপনি এদের জীবন কে চলার জন্য সহজ করে দিন ।
ভাই এই কষ্ট আমি মানতে পারছি না আল্লাহ তুমি রহম কর🤲😢
রাষ্ট্রপ্রধানদের দৃষ্টি আকর্ষণ করছি🙏
খাসিয়া জনগোষ্ঠীর আরও ভিডিও দেখতে চাই,,,এবং উনাদের সমস্যা যেনো জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।।।
আমি সিলেটে বাস করি কিন্ত সিলেটের কোন এক জাগায় জে এই অবস্তা আপনার বিডিও দেখে বুজলাম
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা জেন সু বেবস্তা পায়
দেশের অনেক অনেক জায়গাতেই খাবার পানির সমস্যা আছে।
খাসিয়া পঞ্জিতেও পানির সমস্যা খুবই প্রকট। মানবিক দিক বিবেচনা করে জরুরী ভিত্তিতে সমাধানের পথ খুঁজে তাদের কষ্ট নিরসন করার জোর দাবি জানাই।
Amaderoto
ভাইয়া অনেক সুন্দর ভিডিও দেখালেন মনে হয় যেন এরা ভিন্ন দেশের মানুষ।
দোয়া রইল আল্লাহ যেন তাড়াতাড়ি ওনাদের কষ্ট দুর করে দেন
thank you
একশো দু'শ বছর আগে যারা দোয়া করছে তাদের জন্য সে দোয়া কি ভূয়া ছিল তাই তাদের সমস্যা সমাধান আল্লাহ করে নি।তোমার দোয়া যে খাঁটি সেটা কিভাবে বুঝব।
মেয়েটার সৌহার্দ্য বোধ আতিথেয়তা খুবই সুন্দর ভীষণ ভালো লেগেছে 😍❤️
thank you
অনেক কষ্ট লাগলো দেখে এই কষ্ট দুর হলে ভালো লাগবে মেয়ে টাকে ভালো লাগলো
বিদ্যুত ছাড়া বাংলাদেশের অনেক অনেক সমতল জনপদ আছে
আমিও সিলেট একজন বাসিন্দা আমাদের সিলেটে এমন একটা অবহেলিত জায়গা আছে আমি ভাবিনি অনতত বিদ্যুৎ সংযোগ এর ব্যাবস্তা করে দেয়া হোক
Please inbox
😅😅
আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম। শিক্ষনীয় আর বেশ ভালো লাগলো।
বাংলাদেশের সরকারের উচিত পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা।😢😢😢
ওখানে কি কোন জনপ্রতিনিধি নেই এখন 2023 সালে বিদ্যুৎ বিহীন গ্রাম আছে যেনে খুবই খারাপ লাগছে প্রসাশন বা সরকারের কাছে আবেদন রইল। শিলিগুড়ি থেকে
খুশবু
আমরা ও দোয়া করি কারণ হল এটা ও বাংলাদেশের একটি অংশ খুব সুন্দর একটি গ্রাম মন চায় সেই খানে দেখার জন্য আমাদের এ মা বোন দের কষ্ট গুলো পরশাসনের মাধ্যমে দিষ্টি আকশন করছি
মাশাআল্লাহ, এই ছোট্ট বোনটার কথা অনেক অনেক ভালো
দোয়া করি আল্লাহ তাদের রহমত দান করুক যাতে তাদের পানির সমস্যা দ্রুত সমাধান হয়। আমিন।।
ameen
Amin 🤲🤲🤲💞💞
আল্লাহ যদি ওদের সমস্যা সমাধান করতে পারতো তাহলে তোমাকে এদের সমস্যা এখন অবদি দেখতে হতোনা এবং আল্লাহ আরও একশো বছর আগে সমস্যা সমাধান করে দিতো।কিন্তু আল্লাহ কোনদিন কোন সমস্যা সমাধান করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা।অতএব আল্লাহর নাম বেঁচে খাওয়ার দিন শেষ।
Form sylhet shibigonj ❤
এরাও মানুষ এবং আমাদের বাঙ্গালি জাতি। আর সবাইকে তার সমান অধিকার দিতে হবে।
এত কষ্টে জীবন যাপন করা সত্যি কিছু বলার নেই।
সবাইকে সাথে নিয়ে সমান সুযোগ সুবিধার আওতায় আনতে পারলে তবেই ডিজিটাল বাংলাদেশ তৈরী হবে।
এই কষ্টের কারনে শরীর সুস্থ থাকে। ৭৬ বছর বয়সেও কর্ম উপযোগী থাকে।
রোজিনা আপুর হাসিটা চমৎকার মন ভোলানো হাসি। অতিসত্ত্বর এই পুঞ্জিতে পানি এবং বিদ্যুতের ব্যবস্থা করা হক।
🇮🇳🇧🇩🌹🤔পাহাড়ের অনেক কষ্ট তো জীবন যাপন করে
ভিডিওটি ভালো লাগলো।
আসলেই সেখানে বিদ্যুৎএর বিষয় টা সুনজরে দেখার অনুরোধ রইলো।
আমি এই এলাকার পার্শ্ববর্তী ইউনিয়ন এ বাড়ি ওখান কার অনেকেই আমার পরিচিত। উনাদের সাথে অন্তত এক বার দেখা হয়। আমি আদমপুর বিট ও এলাকার চেয়ারম্যানকে অনুরোধ করবো তাদের কাংখিত বৈদ্যুতিক লাইন চালু করতে সহায়তা করতে।
মেয়েটার মুখে ভাইয়া ডাক শুনে ভালো লাগলো। 🥰🥰
thank you
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে,,, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এসব ব্যাপার সমাধান করেন,,,,
Form shibgonj❤
মেয়ে টা খুব মিশুক ও ভালো মনের মানুষ অনেক কষ্ট করতে খাবার ও গোসলের পানির জন্য দেখে খুব খারাপ লাগলো 😢😢
আপুর কথা গুলি খুবই রোমান্টিক এর মত শুনতে❤
পানি, বিদ্যুৎ, সমভূমির অভাব দেখেই পরিবেশ এত সুন্দর। না হলে বাংলাদেশের অন্যান্য জনপদের মত দূষিত হয়ে যেত।
আল্লাহ যেন ওনাদের কষ্ট দুর করেন আমিন।
সরকারের কাছে আবেদন, এদের পানি এবং কারেন্ট এর দ্রুত ব্যবস্থা করা হউক...
Gram er poribesh ta onk sundor,,,👌,,and hoito gram er manuah gulaw onk vlo hbe,,,and apu ta to mind blooming,,,,, sundor ktha sundor hashi,,,,💛💛
এত সুন্দর প্রকৃতির মাঝে বেড়ে ওঠা একটির ভাগ্যের ব্যাপার
গাড়ির ভিরে আর ঘন বসিত বাড়ির যন্ত্রনায় এজীবন শেষ
আমাদের মৌলভীবাজার জেলার
অনেক পুঞ্জি মুটামুটি ঘুরেছি
সব যাগায় কারেন্ট আছে কিন্ত কালেঞ্জি পুঞ্জিতে কারেন্ট নাই
এটা দেখছি গেছিলাম একবার
আর বাকি সব গুলায় খানির পানির সমস্যা আছে আমরা ভ্রমণ করতে গিয়ে পানির পিপাসায় একবার অনেক কষ্ট পেয়েছিলাম।
খাবার পানির সমস্যা আছে কুলাউড়ার সব গুলা পুঞ্জিতে আমি
দেখেছি।
apnar number ta inbox koren
@@InfoHunter আমার কাছে আপনার নাম্বার আছে কুন টাইমে কল।দিলে ধরবেন
আপনি কল দিয়েন whatsapp এ
বর্তমান সময় এ এসেও সুপেও পানি ও বিদুৎ এর অভাব
বাংলাদেশের সরকার ও সিলেটের পসাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াও বাংলাদেশের নাগরিক তাদের ও সব ধরনের সুযোগ ও সুবিধা নিশ্চিত করা হোক।
Ami akjin monipuri jati, amaderoto koto avab, ki bolbo
Form sylhet shibgonj
আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আরো ভিডিও ভালো ভালো ভিডিও বানাবেন
Vai protibadon ta dakhae khub kosto laglo vai...Allah ader rohimot korun.
খুব সুন্দর জায়গা আমাদের কাছে ভালো লাগে কিন্তু যারা ওইখানে বসবাস করে তারাই জানে কত কষ্টকর
আপুটা খুব ই মিসটী ভাসী? খুবই আনতরিক?? আপু তোমার জন্য দোয়া রইল মন থাইকা,, যেন তোমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাক আল্লাহ করবে ইনশাআল্লাহ
খুবই কষ্ট হয় উনাদের প্রতিদিন। উনাদের সবাইকে সরাসরি সাহায্য করার সুযোগ আছে? থাকলে তথ্য গুলো দিবেন ভাই
ভিডিওটা দেখে অনেক খারাপ লাগলো বলার কিছুই নাই, মহান আল্লাহ এদের ধৈর্য শক্তি বাড়িয়ে দেক।
Form sylhet shibgonj ❤
বর্ষার বৃষ্টিতে ভিজে এই পুঞ্জিতে ঘুরতে গিয়েছিলাম। এই যাওয়ার সিড়ি গুলো কি পরিমান পিচ্ছিল ছিলো বলার মতো না।
২ বার যাওয়া হয়েছে। তবুও যেনো দেখার শেষ হয় না। আবারো যেতে ইচ্ছে হচ্ছে।
ভালো লাগার মতো একটা ভিডিও
Mashallah beautiful wedding from monifury community they following many Islamic traditions and we Bengali following western and Indian traditions
thank you
ওই আপুর হাসির মাঝে অনেক কষ্টো লুকিয়ে আছে সেটা বোঝার মতো মন সবার নেই
The girl's smile is very beautiful Alhamdulillah 9:15
Nice video watching from England
thank you
ভাই আপনার ভিডিও খুবই সুন্দর, আমি চেষ্টা করব ওদের জন্য কিছু করতে। আপনি অনুগ্রহ করে আমাকে তাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিলে আন্তরিক ভাবে কৃতজ্ঞ হব
আমিতো সিলেটি , অনেক বছর ধরে আমার পরিবারের প্রায় সবাই ৯৮% সদস্য ই লন্ডনে আমেরিকায়। আমি জিবনে ও আমার জন্মস্থান সিলেট কে বাংলাদেশের লন্ডন ভাবিনি । কাউকে কোনদিন বলি ও নাই। চট্টগ্রাম - ঢাকার মতো সিলেট এখনো অনেক ক্ষেত্রে উন্নত করার বাকি আছে । প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া এখনো সিলেটে অনেক কিছুই নেই । ঢাকা - চট্টগ্রাম এ যে জিনিস গুলো পাওয়া যায় সিলেটে সেগুলোর অনুপস্থিতি এবং অভাব বোধ করি। এটাই সাধারণ, কারণ সিলেট তো আর রাজধানী নয় এবং চট্টগ্রাম এর মত পোর্ট সিটি ও নয় ।
এগুলো কিছু মানুষ ফুটানি করার জন্য বলে।
Amio Sylhety but ami kokonoi oiguli boli na je amra Londoni
Ato kosto kore jibika chalasse tarporeo mukhe Apu tar hashir kono kriponota nai mash allah. Apnar video gulo khub valo via ja dekhar moto. Apnar video mane kisu notunotte soya. Sorkar ar nojore asa uchit.
Ami sylhety main town o taki. But appi tar kota gulu awesome 😂😂😂 helo helo hulawa. 😂. Btw onek dukko laglo amader ash pasher manush eto kosto kortese 😅
এটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় অবস্থিত
Ohh bucchi.....
ওরা আমাদের ভাই বোন ওরা কেন এতো কষ্টে থাকবে?
মেয়েটার ভাষা আর কথা অনেক সুন্দর..
ভাই খুব ভালো লাগলো আপনার এই ভিডিও।
thank you
Insah Allah Allah apnader moner asa puron krbe
অসাধারণ একটা জাতি খাসিয়ারা
O tai naki, form sylhet shibgonj 😂
Video ta valo lagay subscrib kore dilam 🇧🇩🙂
thank you
Thank you Brother for this video, i was born in Bangladesh but i move to India and settle here now.
I can see village were i was born only through your Video.
এত সুন্দর যায়গা আমি সিলেটি ফুয়া হয়েও ইতা এখনো নিজ চোখে দেখছি না ইয়া মালিক যে সুন্দর প্লেইস 😍✌️
Amioto dekhsina, sylhete thakiao😂
@@yairuleima5712ei elaka ta kun jagat
Sotti apo tomra onek valo duya kori agiye jan ❤❤
তারাও বাংলাদেশের নাগরিক। তাদের কে ও এই কষ্ট থেকে বাচাঁনো জন প্রতিনিধির দায়িত্ব।
সরা সরি বাংলদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই জনজাতি গোষ্ঠী দের বিদ্যুৎ পরিসেবা দেওয়ার জন্য।
Atto rare issues niye ke ar vlog Kore! Salute and khublai
thank you
Sylhet er kun jayga eta .exact location details PLx
তারাই শান্তিতে আছেন ইন্টারনেট বিহীন!! আর আমরা ইন্টারনেট পেয়ে সব ভুলে গিয়েছি!!
মাশাআল্লাহ সুন্দর ভিডিও দেখা 🌹🌹🌹