ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য। ভিডিওতে খরচের ব্যাপারগুলো উল্লেখ করিনা, কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। আপনার যদি কোন স্পেসিফিক খরচের ব্যাপারে জিজ্ঞাসা থাকে, কমেন্ট করলেই আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
বোট আমরা নিজেরা রিসার্ভ করে রেখেছিলাম। বোটের নির্দিষ্ট সময় নেই। রিসার্ভ করে নিলে আপনি যখন পৌছেবেন, তখনই বোট ছাড়বে। রিসোর্টে কথা বলে পেমেন্ট করলে তারাও বোটের ব্যবস্থা করে দিবে।
ঢাকার সায়দাবাদ থেকে বাসে উঠতে হয়। প্রতিদিন ফার্স্ট ট্রিপের বাস ছাড়ে সকাল ৭ টায়। এরপর প্রতি ঘন্টায়ই বাস ছাড়ে। রিসোর্টে যথাসময়ে চেকইন করতে চাইলে দিনের প্রথম ট্রিপের বাসে উঠলেই ভালো হয়। এজন্য বাসের টিকেট ২/১ দিন আগে কাটাই উত্তম।
এতো চিন্তা করলে আসলে ঘোরাঘুরির মজা থাকে না। ট্রিপের মজাই হলো জার্নি করে যাবেন। তারপর যখন পৌছাবেন, যেন মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। এই জায়গাটাও ঠিক তেমনই। যাওয়ার পর চারপাশের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিলো।
আমরা কোন প্যাকেজ নেইনি। যেহেতু বেশি মানুষ ছিলাম রিসোর্টের কাছ থেকে বোটম্যানের নম্বর নিয়ে বোট ঠিক করেছিলাম। বোট আমাদের নিয়ে গিয়েছিলো, ফেরার সময়ে করমজল ঘুরিয়ে আবার মংলা নামিয়ে দিয়েছিলো। খাবার-দাবার মেন্যু থেকে যেটা পছন্দ করবেন, সেই অনুযায়ী খাবার খরচ হবে।
Apndr sobi gulo dekhesi onk sundr lgse onk
হ্যা ওখানকার পরিবেশ, আমার টিম মেম্বার সবই দারুণ ছিলো। তাই ছবিগুলো সুন্দর হয়েছে মাশাল্লাহ।
অনেক দরকারী তথ্য পেলাম৷ অনেক ধন্যবাদ ❤
ওয়েলকাম ব্রাদার
Nice videography ❤ dekhe Valo laglo 😊❤
Thank you so much 🥰
darun ekta blog dekhlam sundarban er.
ধন্যবাদ প্রশংসার জন্য। অনুপ্রাণিত হলাম 🙂
All over this is really aesthetic and also background music is really romantic vibes
Thank you so much for your nice compliments 🙂
অসাধারণ ভিডিও
ধন্যবাদ ভাই
Wonderful arrangements!
Thank you. It’s really wonderful & refreshing.
Thank you for sharing!
Welcome Apu 🙂
দারুন হয়েছে ভাই ❤❤❤
ধন্যবাদ ভাই 🥰🥰🥰
Video ta besh
Thank you Apu
nice
Thank you. It’s really nice.
ভাই বোট ম্যানের নং দেয়া যাবে। আপনারা কোন বাসে মংলায় গিয়েছিলেন?
রিসোর্ট রুম বুক করার সময় তারাই বোট ঠিক করে দেয়। আর আমরা ঢাকা থেকে মংলায় আরমান পরিবহনের বাসে গিয়েছিলাম।
খরচ এর বর্ণনা দিলে, ভিডিওটা কমপ্লিট হতো।
ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য। ভিডিওতে খরচের ব্যাপারগুলো উল্লেখ করিনা, কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। আপনার যদি কোন স্পেসিফিক খরচের ব্যাপারে জিজ্ঞাসা থাকে, কমেন্ট করলেই আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
আচ্ছা, খাবারএর জন্য খরচ কি আলাদা,নাকি একসাথে যদি আলাদা হয় তাহলা খরচ কেমন?
খাবারের খরচ আলাদা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। দুপুর আর রাতের খাবারের জন্য মেন্যুভেদে জনপ্রতি খরচ ৩০০-৪০০ টাকা।
নন এসি কাপল রুমের ভাড়া কত পড়বে??
নন এসি কটেজের ভাড়া ডিসকাউন্টের পর ৩৬০০ টাকা
❤❤❤❤❤❤
🥰🥰🥰
Mongla theke boat koitai cilo? Resort theke e boat dai?
বোট আমরা নিজেরা রিসার্ভ করে রেখেছিলাম। বোটের নির্দিষ্ট সময় নেই। রিসার্ভ করে নিলে আপনি যখন পৌছেবেন, তখনই বোট ছাড়বে।
রিসোর্টে কথা বলে পেমেন্ট করলে তারাও বোটের ব্যবস্থা করে দিবে।
বাঘের বা দস্যু আক্রমণ হবে নাতো ? নিরাপত্তা কেমন?
নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। এদিকে পাশেই লোকালয়। তাই বাঘ বা জলদস্যুর ভয় নেই।
দারুণ লাগলো। বনবাস এ খরচ কেমন, ধারণা পেলে সুবিধা হতো।
ধন্যবাদ 🙂
ওখানে ডুপ্লেক্স ভিলার খরচ ডিসকাউন্টের পর ৩৬০০ টাকা আর এসি ভিলার খরচ ৪৫০০ টাকা। ফুল বোটে রিসার্ভ যাওয়া- আসা করমজলসহ খরচ ৫০০০-৬০০০ টাকা।
Ata ki jon proti khoroc??
না বোটের ফুল ভাড়ার কথা বলেছি। বোটে ১৫-১৮ জন বসতে পারে। আর প্রতি রুমে ২ জন এই ভাড়ায় থাকতে পারে। অতিরিক্ত কেউ থাকতে চাইলে জনপ্রতি ৫০০ টাকা যোগ হবে।
Boat bhara koto niyachilo ?
যাওয়া আসা আর করমজলসহ ভাড়া ৫৫০০-৬০০০ টাকা
mobile er network ache?
হ্যা আছে
sokal a kokhon rouna diyesen?
সকাল সাড়ে ৭ টার ফার্স্ট ট্রিপের বাসে
Bus ki saydabad thekei chare? R kon bus?
হ্যা বাস সায়েদাবাদ থেকে ছাড়ে। আরমান পরিবহন। ঢাকা থেকে মংলা র্যুটে কোন ভালো বাস নেই। চাইলে খুলনা হয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে ভালো বাস সার্ভিস আছে।
বোট কি রিসোর্ট এর নাকি আপনি পার্সোনালি ভাড়া করেছেন
বোট পার্সোনালি ভাড়া করেছিলাম
ঢাকার কোন জায়গা থেকে বাসে উঠতে হয়? সকাল কয়টা থেকে বাস ছাড়ে? বাসের টিকেট কি আগে থেকে কেটে রাখা যায়?
ঢাকার সায়দাবাদ থেকে বাসে উঠতে হয়। প্রতিদিন ফার্স্ট ট্রিপের বাস ছাড়ে সকাল ৭ টায়। এরপর প্রতি ঘন্টায়ই বাস ছাড়ে। রিসোর্টে যথাসময়ে চেকইন করতে চাইলে দিনের প্রথম ট্রিপের বাসে উঠলেই ভালো হয়। এজন্য বাসের টিকেট ২/১ দিন আগে কাটাই উত্তম।
Bus konta vara koto
Bus ar nam ki
আরমান পর্যটক পরিবহন।
Video ti aro totthobohul hoya uchit chilo.
Bisesh kore kothay koto tk khoroch hobe
খরচের ব্যাপারটা আসলে প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই মেনশন করিনি। তবে নতুন ভিডিও গুলোয় আমার কতো খরচ হয়েছে সেগুলো বলে দিচ্ছি।
@@vromonwala it’s ok
বোট ভাড়া কত নিয়েছিল?
দুইদিনের জন্য ফুল রিসার্ভ বোট করমজল সহ ৫০০০-৫৫০০ টাকা
ভাড়া টা জানাবেন আসা যাওয়া
দুইদিনের জন্য ফুল রিসার্ভ বোট ভাড়া ৫০০০-৬০০০ টাকা (যাওয়া, আসা এবং করমজল সহ)
@@vromonwalaJodi duijon jai taholeo ki eto vara dte hbe? Naki sharing e jaoa jabe
রিসোর্টের সাথে কথা বললে ওরা শেয়ারিং এর ব্যবস্থা করে দিবে
যেতে আসতে
মাঝখানে বোটে যাওয়ার খরচ
এত কিছুর পরে আবার রিসোর্টের খরচ অনেক হয়ে যায়..
তারপরও এটা কিভাবে ভালো হয়???
এতো চিন্তা করলে আসলে ঘোরাঘুরির মজা থাকে না। ট্রিপের মজাই হলো জার্নি করে যাবেন। তারপর যখন পৌছাবেন, যেন মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। এই জায়গাটাও ঠিক তেমনই। যাওয়ার পর চারপাশের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিলো।
প্যাকেজ অফার এ কি কি থাকবে?
কয়টা জায়গায় ঘুরতে পারবো?
খাওয়া দাওয়া কি প্যাকেজ এর ভিতর ই থাকবে?
মংলা বন্দর থেকে জাহাজ ভাড়া কি আলাদা?
আমরা কোন প্যাকেজ নেইনি। যেহেতু বেশি মানুষ ছিলাম রিসোর্টের কাছ থেকে বোটম্যানের নম্বর নিয়ে বোট ঠিক করেছিলাম। বোট আমাদের নিয়ে গিয়েছিলো, ফেরার সময়ে করমজল ঘুরিয়ে আবার মংলা নামিয়ে দিয়েছিলো।
খাবার-দাবার মেন্যু থেকে যেটা পছন্দ করবেন, সেই অনুযায়ী খাবার খরচ হবে।
কোথায় কত টাকা লাগে সেটা ও বলা দরকার ছিলো
ভিডিওতে খরচের ব্যাপারগুলো বলি না। কারণ এগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়। আপনার কিছু জানার থাকলে বলতে পারেন, কমেন্টে জানিয়ে দিতে পারবো
@@vromonwala ডিটেইলস খরচ টা লাগতো।
মংলা থেকে কতো
ওখানে রুমের কতো,খাবার খরচ,ট্রলার নিয়ে সুন্দরবনের ভিতরে গেলে খরচ কতো এসব
মংলা থেকে বনবাসে যাওয়া- আসা এবং করমজল ঘোরাসহ বোট ভাড়া রিসার্ভ ৫০০০ টাকা।
ডুপ্লেক্স নন এসি কটেজের ভাড়া ৩৬০০ টাকা, এসি কটেজের ভাড়া ৪৫০০ টাকা।
দুপুরে ও রাতে খাওয়ার খরচ জনপ্রতি ৩০০-৩৫০ টাকা প্রতি বেলায়।
খরচের আইডিয়া টা দিলে খুব উপকার হতো
ডিসকাউন্টের পর ডুপ্লেক্স ভিলার ভাড়া ২ জনের জন্য ৩৬০০ টাকা আর এসি ভিলার ভাড়া ৪৫০০ টাকা। খাওয়ার খরচ প্রতি বেলায় জনপ্রতি মেন্যুভেদে ৩৫০-৪০০ টাকা।
Reasonable vloi view onujay
Placw onujay
হ্যা এখন পর্যন্ত বেশ রিজনেবল। এটা নতুন চালু হওয়া উপলক্ষে ডিসকাউন্ট চলছে। যখন ফুল চার্জ হবে তখন এতোটা রিজনেবল হয়তো থাকবে না।
বনবাসের নাম্বার আছে
বনবাস 01897-711274
Plz share how to rent boat and cottage including cell phoe number
Banabash Eco Village: +8801896-178158
You will get help from the resort regarding boat rent.
Taser number ta Kati den plz
+880 1896-178158
Tader number ta aktu den plz
+8801896-178158
ভাই এই রিসোর্ট এর ফোন নাম্বারটা দিয়েন
+8801896178158
Tader number ta aktu den plz
+880 1896-178158