যে মানুষটার আপনাকে ছাড়াও আরো কাউকে লাগে তার থেকে সরে আসুন। motivational video| বাংলা অনুপ্রেরণামূলক

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Emran Hossen Sumon.
    আমাদের ফেইসবুক পেইজ লিংক - / sumon.emranhossen
    ব্যাক্তিগত খাতিরের এক ছোট ভাইকে জিজ্ঞেস করেছিলাম ,তার এতো দিনের সম্পর্কটা থেকে সে কেন বের হয়ে আসলো ?
    ছোট ভাই মুচকি হেসে উত্তর দিলো , ওর এক্সের বেস্ট ফ্রেন্ড দিন দিন বেড়ে যাচ্ছিল ।
    ওরে ছাড়াও আরো অনেক ছেলের সাথে বেচারী
    নিয়মিতই ঘুরে বেড়ায়।
    এই ব্যপারগুলো একটা ছেলে কিভাবে নেবে সেটা যার যার ব্যাক্তিত্বের উপর নির্ভর করে । কেউ যদি স্বাভাবিক ভাবে নেয় তাহলে সেটা তার ব্যাপার । আর কেউ যদি স্বাভাবিকভাবে না নেয় তাহলে তাকে বাই ডিফল্ট দোষ দেয়া যায় না । উচিতও না ।
    আবার এমন অনেক কাপল দেখেছি , যেখানে হাজব্যান্ড তার স্ত্রীকে তারই বন্ধুর পাশে বসাতে দ্বিধা করে না ।
    আবার এমন কাপলও দেখেছি যেখানে হাজব্যান্ড তার স্ত্রীকে সব সময় একটা কারফিউ এর মধ্যে রেখে দেয় ।
    আমি না এলে বাসার দরজা খুলবে না ।
    আমি ছাড়া বাজারে যাবে না ।
    সধারণ দোকান থেকে কখনো রিচার্জ করবে না … ইত্যাদি … ইত্যাদি ।
    এই ব্যাপারগুলোকে অনেকে বলে “পসেসিভ আচরণ “
    একটা সাইকোলজিক্যাল ব্যাপার শেয়ার করি ।
    দুইটা ছেলের মধ্যে “ক্লোজ” রিলেশনশিপ থাকলে যে ধরনের আলাপ আলোচনা হয় , একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে “ক্লোজ “ রিলেশন থাকলে ঠিক সেই আলাপগুলোই হয় না ।
    আরেকটু ক্লিয়ার করি , ধরেন একটা ছেলে আপনার কাছে কোন এডাল্ট ওয়ার্ড বললে যেমন শোনা যাবে , একই শব্দ যদি কোন মেয়ে বলে তাহলে কিন্তু একই রকম শোনা যাবে না । একটা ছেলের প্রতি আপনার তখন যে ফিলিংস কাজ করবে ,একটা মেয়ের প্রতি কিন্ত আপনার সেই একই ফিলিংস কাজ করবে না । করার কথা না ।
    আমার ইউনিভার্সিটিতে দেখতাম ,যাদের মধ্যে “টেন্ডস টু কাপল “ অথবা “জাস্ট ফ্রেন্ড” টাইপের একটা সম্পর্ক গড়ে উঠে তাদের কথা বার্তা কিন্তু ওই কথিত লিমিটের মধ্যে থাকে না ।
    হয়তো আপনি তাদেরকে কোন রিলেশন গোলে যেতে দেখেননি । কিংবা হতে পারে রিলেশন থাকলেও সেটা গোপন ,অন্যরা জানে না ,এমন বন্ধুদের মধ্যে প্রায় সবাই তাদের জেন্ডারের লিমিটকে ক্রস করেছে ।
    আশেপাশের সার্কেলে আমরা যারা আছি তারা হয়তো ওপেন সিক্রেটলি ব্যপারটা জানি । কিন্তু বলি না । বলতে চাই না । বলতে ভালো লাগে না ।
    দুম করে হয়তো একদিন দেখছি ,মেয়েটা বিয়ে করেছে অন্য কাউকে । ছেলেটা রাস্তা বেছে নিয়েছে নিজের মতো । নিতেই পারে । কিন্তু মাঝের যে অসমাপ্ত কেমেস্ট্রি সেটা বিয়ের পরের জীবনকে কিংবা পরবর্তি রিলেশনটাকে বিষিয়ে তোলে ।
    আমি দেখেছি, যে পুরুষটার গায়রত আছে ,পৌরুষ আছে সে কখনোই নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে শেয়ার করে না । করতে চায় না । হয়তো শেয়ার করতে না চাওয়াটাই অন্যের চোখে “ডোমিনেটিং “ বা পসেসিভ আচরণ ।
    যদি শেয়ার হয়েই যায় তাহলে ছেলেটা তাকে ওভাবে রেখেই তার রাস্তা থেকে ভদ্রভাবে সরে যায় । ইমোশন আর ভালোবাসার গল্পগুলো তখন কবরে গিয়ে জমা হয় ।
    আরেকটা অবজারবেশন শেয়ার করি ,যে ছেলেটা তার শখের নারীটিকে শেয়ার করে নিচ্ছে ,সেই ছেলেটা নিজেও কিন্তু আরেকটা জায়গায় গিয়ে শেয়ার হচ্ছে । অনেকটা প্রশমন বিক্রিয়ার মতো । অতএব ওপেন মাইন্ড যে সব সময় ইতিবাচক ব্যপারটা সব সময় তা নয় ।
    কথিত এই পসেসিভ ভালোবাসার গল্পগুলো টিকে থাকে নাকি ওপেন ভালোবাসা গুলো কালের সাক্ষী হয় সেটা না হয় সময়ের হাতেই তোলা থাক ।
    শেষ করি একটা গল্প দিয়ে ।
    প্রতি বৃহস্পতিবার আমার ফ্ল্যাটের সাত তলায় থাকা এক বৃদ্ধ দম্পতি বাইরে ঘুরতে বের হয় । আমি খুব খেয়াল করে দেখি বৃদ্ধ লোকটা সব দিক দিয়ে তার স্ত্রীর নজর রাখছে । এই ৭৫ বছর বয়েসেও হাতে ধরে ধরে স্ত্রীকে লিফট থেকে নামায় । এমনকি রিকশা নেয়ার সময় দেখে নেয় কোন রিকশার সিট নরম আছে কিনা । কেননা তার স্ত্রীর শক্ত সিটে বসতে সমস্যা ।
    যাই হোক ভালোবাসা বেঁচে থাকুক ।
    Arafat Abdullah ( মধ্যরাতের অশ্বারোহী )
    #bangla_motivational_Video
    #bangla_motivational_status
    #motivation
    #অনুপ্রেরণামুলক_ভিডিও
    #মটিভেশনাল_ভিডিও

Комментарии • 4