আনন্দপথ-৪৬২ মন্ত্র দীক্ষা, নাম দীক্ষা ও জপের পদ্ধতি।Initiation hy Mantra or Name & system of Japa

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 198

  • @simasaha9285
    @simasaha9285 2 года назад +9

    আজ আপনি বীজ মন্ত্রে র কি সুন্দর সরল ভাবে উদাহরণ দিলেন খুব সহজেই বুঝতে পারবে করতেও পারবে।আজকের কর গোনা পদ্ধতি অনেক কে দেখেছি কিন্ত সঠিক ভাবে জানতাম না তাই এটা আপনার কাছে আমি দেখলাম ও জানলাম। খুব ভাল লাগল। প্রণাম নেবেন।

    • @DollyRoy-kq4zx
      @DollyRoy-kq4zx 4 месяца назад

      Aq11

    • @chitraroy9334
      @chitraroy9334 4 месяца назад +1

      আমিও অনেক উপকার পেয়েছি

  • @badhonrudra
    @badhonrudra 2 года назад +3

    সুস্পষ্ট এবং হাতে কলমে শিখিয়ে দিলেন। নিঃস্বার্থ ভাবে এতটা করে যাচ্ছেন আমাদের জন্য,
    প্রনাম আপনাকে 🙏🌺🌿।
    পুজার একটা গুরুত্বপূর্ণ অংশ ধুপ, প্রদীপ, পুষ্প, চামর দিয়ে "আরতি"। আরতি করলে মন মুহুর্তে আনন্দ লাভ করে। এই আরতির মহিমা, তাৎপর্য এবং ভক্তি লাভে এর প্রয়োজনীয়তা আছে কতটুকু, সে বিষয়ে আলোচনা করলে কৃতার্থ হব ( যদি যুক্তিযুক্ত মনে করেন)।
    🙏🏼🌺🌿

  • @kalyanibanerjee8825
    @kalyanibanerjee8825 2 года назад +1

    সশ্রদ্ধ প্রণাম ।সবিস্তারে ব্যাখ্যা খুব ভালো ভাবে জানলাম ।উপকৃত হলাম ।আভূমি প্রণাম আচার্য দেবকে ।

  • @BasabDatta-u1u
    @BasabDatta-u1u Год назад +2

    খুব ভালো লাগলো। আপনার বোঝানোর পদ্ধতিটা খুব সুন্দর

  • @nibeditaacherjee4836
    @nibeditaacherjee4836 2 года назад +1

    Khub khub upakrita halam. Khub sudar alochona. Pranaam neben .

  • @ranendramohanchakraborty1817
    @ranendramohanchakraborty1817 2 года назад +2

    Correct কর গোনার দরকার কি? সারাদিন তাঁর নাম করে যাব। কর গোনার দিকে মন থাকলে মন দিয়ে নাম করতে পারব না। খুব মূল্যবান কথা বলেছেন।

  • @Seshbelai60
    @Seshbelai60 Год назад +1

    নমস্কার সদা ভালো থাকুন।আর আপনার
    কথাগুলো খুবই আনন্দদায়ক।

  • @bandanachatterjee7343
    @bandanachatterjee7343 Год назад +1

    Ki sundor bhabe bujhie dilen.🙏🙏🙏

  • @lakhinapon7360
    @lakhinapon7360 2 года назад +4

    প্রনাম নেবেন ঠাকুর, সমৃদ্ধ হচ্ছি নিয়মিত।

  • @anupentertainmentworld7448
    @anupentertainmentworld7448 2 года назад +2

    জয়গুরু জয়গুরু জয়গুরু
    খুব ভালো লাগলো

  • @bangeshbagchi
    @bangeshbagchi Месяц назад

    🙏🍃🥭🍋🌼🏵️🐚🪔
    ওঁ গুরু
    কৃপাহি
    কেবলম্ |
    🪔🐚🏵️🌼🍋🥭🍃🙏

  • @tribenibanerjee8215
    @tribenibanerjee8215 Год назад

    শুভ অপরাহ্ন শ্রদ্ধেয় পূজ্যপাদ আপনার মহামূল্যবান আলোচনার সর্বশেষে উল্লিখিত অহরহ জপের পদ্ধতি টি বিশেষ গ্রহনযোগ্য।প্রণাম ।ভালো থাকবেন ।

  • @bandanapatra7202
    @bandanapatra7202 Год назад +1

    খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏🙏🙏

  • @manjusreebhowmik9401
    @manjusreebhowmik9401 9 месяцев назад

    ভীষন ভাল লাগল ।অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏

  • @aviseksarkar9763
    @aviseksarkar9763 2 года назад +3

    অসাধারণ বাবা। অন্যতম সেরা শিক্ষামূলক ভিডিও ছিল এটি। বাবা, একটি প্রশ্ন, বিনীতভাবে জানতে চাইছি, অপরাধ নেবেন না, কেউ যদি ক্রিয়া দীক্ষা নেন, তবে কি তিনি চাইলে নামদীক্ষা অথবা মন্ত্রদীক্ষা নিতে পারেন? সেক্ষেত্রে কি যার কাছ থেকে মন্ত্রদীক্ষা নেবেন, তাকে কি আগে জানিয়ে দিতে হবে যে ক্রিয়া দীক্ষা আছে, না কি তিনি জিজ্ঞাসা না করলে বলা যাবে না? দয়া করে যদি এই সংশয়গুলো পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করেন, তাহলে আমার মতো অনেকেই উপকৃত হবেন। আদ্যাশক্তি মহামায়া আপনার মঙ্গল করুন। ওঁ ক্রীং কালিকায়ৈ নমঃ🙏

  • @saswatisanyal3754
    @saswatisanyal3754 2 года назад +3

    এই ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।🙏🙏

  • @saswatidey6142
    @saswatidey6142 2 года назад +1

    ভীষন উপকৃত হলাম ও সমৃদ্ধ হলাম ৷

  • @balaimondal7477
    @balaimondal7477 Год назад +1

    Khub valo laglo apnar kotha gulo

  • @sreelekhanarayan3543
    @sreelekhanarayan3543 2 года назад +1

    Apni khub shundar kore bujhalen.

  • @paragkhastagir5854
    @paragkhastagir5854 3 месяца назад

    Apnar Bojhanor Paddhati Amar VishanSahaj N Valo Legeche 🙏🙏🙏🙏
    Amar Anek Kichu Vul Haye Jay Bayasher Karane.Akhan KiVabe Japkarba.

  • @sajalbhattacharjee8874
    @sajalbhattacharjee8874 10 месяцев назад

    সুন্দর ভাবে বুঝিয়েছেন। নমস্কার। 🙏

  • @tapatisikdar5388
    @tapatisikdar5388 2 года назад +1

    Pronam janai.apner alochana khub upoker palem.

  • @brihaspatiyadav8691
    @brihaspatiyadav8691 Год назад

    Pranam nevin Thakur khub Sundar bhabhi bhujia chan Amar khoob bhalo laglo joyguru Joy Radhe gobindo

  • @seemasaha9994
    @seemasaha9994 2 года назад +2

    Khub valo laglo. Apni Amar pronam neben 🙏

  • @subhopaul8258
    @subhopaul8258 2 месяца назад

    Dhonnobad apnake ato sundor kore bojhanor jnno❤❤🙏🙏

  • @sibanisarkar5937
    @sibanisarkar5937 Год назад

    প্রণাম, মূল্যবান উপদেশ, খুব ভালো লাগলো.

  • @BasudebAdhikary-hz2pb
    @BasudebAdhikary-hz2pb Год назад +1

    দাদা কে আমার ভক্তি পূর্ণ প্রণাম । আপ নার ভিডিও আমি রোজ দেখি ।

  • @binapanibanerjee5278
    @binapanibanerjee5278 Год назад

    খুবই ভালো লাগল বিস্তারিত জানতে পেরে আপনার বোঝানো। প্রণাম জানাই ।

  • @pinushooterphotography
    @pinushooterphotography 2 года назад +2

    নাম জপের পদ্ধতি জেনে সমৃদ্ধ হলাম। 🙏🙏

  • @RupaSarkar-do3lu
    @RupaSarkar-do3lu 4 месяца назад +1

    দাদা আপনার এই ভিডিও আমি প্রথম পেলাম 🙏🙏আপনার কাছথেকে আমার একটি বিষয় জানবার আছে 🙏🙏দয়াকরে একটু শোনার মত প্রকাশ করবেন 🙏🙏

  • @basabipurkayastha96
    @basabipurkayastha96 2 года назад +2

    Khub valo laglo 🙏

  • @sampaganguly3520
    @sampaganguly3520 Год назад +1

    খুব সুন্দর ভাবে বোঝালেন, প্রণাম জানাই

  • @DKBhowmik2
    @DKBhowmik2 2 года назад +2

    নমস্কার, কি দারুন হৃদয়গ্রাহি আলোচনা করলেন । এত কম সময়ের মধ্যে এতো সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ।🙏🙏🙏❤️❤️❤️

    • @atanusfx
      @atanusfx Год назад +1

      ঐটি নিজে নিজে হবে। কালে কালে আপনার সাথে প্রকৃত গুরু র সাক্ষাৎ হবেই।

    • @pijuschakoborti666
      @pijuschakoborti666 Год назад

      ❤️

  • @aindrilabasu8365
    @aindrilabasu8365 2 года назад +3

    খুব সুন্দর বোঝালেন। আজকাল প্রকৃত গুরু মেলে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি বলেই এতো সুন্দর বোঝালেন। অনেক গুরু এই বোঝানোর জন্য ভেট প্রত্যাশা করেন সেটাও আমার অভিজ্ঞতা বলে। আপনার মত এতো সত্যিকারের আধ্যাত্মিক মানুষ বিগত দশ বছরে আমি দেখিনি। দীক্ষা নিতে গেলে কি পরিমান উপহার সামগ্রী নিয়ে যেতে হবে তার দুপাতা ফর্দ আছে আমার কাছে। টাকা ও সোনা সহ। নিজের অভিজ্ঞতা। আমি আর ওপথে পা বাড়াই নি। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে বসে আছি।

    • @shamoldas8665
      @shamoldas8665 Год назад

      Shamol das

    • @uttamhaldar1679
      @uttamhaldar1679 2 месяца назад

      যত বেশি টাকা খরচ করা যাবে
      % তত বেশি পাওয়া যাবে।

  • @pronabbiswas8082
    @pronabbiswas8082 10 месяцев назад +4

    একদম স্যার আমার গুরু আমাকে 10 বছর অপেক্ষা করিয়েছে। আমাকে নানা ধরনের প্রাণায়াম অভ্যাস করিয়েছে। তারপর গত দোলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন।

  • @nepalchandradas423
    @nepalchandradas423 2 года назад +2

    প্রনাম নেবেন ঠাকুর, 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @babuldash7622
    @babuldash7622 Год назад +1

    বাংলাদেশ থেকে শুনছি ভাল লাগছে

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 2 года назад +2

    আপনার আলোচনা খুবই ভালো লাগলো গুরুদেব কেউ যদি না। গননা করেন তাহলে কি কোনো দোষ হয় আর যেকোনো সময়ে কি জপ করা যায় আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @parthomittro9393
    @parthomittro9393 Год назад

    খুব সুন্দর ভাবে ব্যাখা করলেন। খুব ভালো লাগলো। আমার নমস্কার নিবেন।

  • @uttamghosh5760
    @uttamghosh5760 2 года назад +2

    Thank you very much for your information Acharya Dev

  • @bhadraneebhattacharjee2689
    @bhadraneebhattacharjee2689 2 года назад +1

    আজকে আমি বুঝতে পারছি, বাবা লোকনাথ সত্যিই কৃপা করে আপনার এই আলোচনা গুলি পাইয়ে দিয়েছেন। আচার্য ঠাকুর🙏, আমি জ্ঞান হয়ে পর্যন্ত আমার অস্তিত্ব ও উৎপত্তি সম্পর্কে জানতে উৎসুক ছিলাম। আপনার আলোচনা আমাকে অনেক অনেক জিজ্ঞাসার উত্তর দিয়েছে। জপ সম্পর্কে জানতে পারলাম। আমি কিন্তু " জয় বাবা লোকনাথ " বলে সারাদিন জপ করি, আপনি যেমনটি বলেছিলেন। আচ্ছা, তাহলে তো আপনিও আমার লৌকিক গুরুদেব, তাই নয়? এই ভাবে জপ করে, আমি ফল পাবো কি❓ দ্বিতীয় প্রশ্ন, আমি লাভবান হলাম বুঝতে পারবো কিভাবে❓ তৃতীয় প্রশ্ন, সাধারণত এই ভাবে জপের ফলটি কি❓ বোধহয় জানার আগ্রহ তে আমি ভুল কিছু লিখে ফেললাম। আমার অনিচ্ছুক ভুলের জন্য, মার্জনা ভিক্ষা চাইছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। স্বার্থ হীন ভাবে, আমাদের মঙ্গলের জন্য আপনি একটি দৃষ্টান্তমূলক ভালো কাজ করে যাচ্ছেন। আপনার শ্রীচরনে শতকোটি সশ্রদ্ধ প্রণতি জানাই🙏🙏🙏🙏🙏🙏

  • @asheshalder3441
    @asheshalder3441 Год назад

    আপনার কথা খুব সুন্দর আপনি ভালোভাবেই বুঝিয়েছেন আমার একটা কথা ছিল আপনার কাছে এই জপ করতে গেলে কোন দিক নির্নয় করতে হয়?

  • @amritalalmajumder4809
    @amritalalmajumder4809 10 месяцев назад

    আপনি ভালো বলেছেন।

  • @suklamukherjee7194
    @suklamukherjee7194 3 месяца назад

    প্রনাম নেবেন। ভালো থাকুন।

  • @khokanray6736
    @khokanray6736 2 года назад +1

    উপকৃত হলাম

  • @samareshroy3570
    @samareshroy3570 2 года назад +2

    খুবই সুন্দর!

  • @mithunroy5241
    @mithunroy5241 Год назад +1

    কথাগুলো সত্য বলেছেন।আমরা একটা ভুল করেচি মনে হয়

  • @PinkyShil-b7u
    @PinkyShil-b7u День назад

    ধন্যবাদ আপনাকে,প্রনাম নিবেন

  • @nemaijash9817
    @nemaijash9817 2 года назад +1

    খুব ভালো লাগলো

  • @amritaOmNamahsivai
    @amritaOmNamahsivai 2 года назад +1

    Koti koti pronam neben Dada

  • @manoranjanbarman5725
    @manoranjanbarman5725 Год назад +1

    Dhanyabad Khub valolaglo

  • @KaberiBera-v9j
    @KaberiBera-v9j 8 месяцев назад

    Guru ji radhe radhe darun bolechen

  • @kaushikpaul3020
    @kaushikpaul3020 Год назад +1

    Nabadip dham theke Kom khorochay kon guru kachay dikha nebo ektu janaben please , khub upokar hoto

  • @ajitadhikary4730
    @ajitadhikary4730 2 года назад +1

    মুগ্ধতা

  • @milidatta52
    @milidatta52 2 года назад

    Onek dhonyobad.. Bhalo Bhabe bujhlam

  • @Ramarani-q6m
    @Ramarani-q6m Год назад +1

    God bless you.Nomoshker

  • @sudeshnamondal5002
    @sudeshnamondal5002 2 года назад +1

    Darun laglo❤️🙏❤️

  • @ashishganguly2706
    @ashishganguly2706 2 года назад +2

    গায়েত্রী মন্ত্র নিয়ে আলোচনা চাই।দাদা

  • @mampighosh6721
    @mampighosh6721 2 месяца назад

    Thank you so mach Uncle

  • @bipuldev9956
    @bipuldev9956 Год назад +1

    প্রনাম গুরু ❤❤❤

  • @BMStudioBD
    @BMStudioBD Год назад

    অপুর্ব গুরুজি

  • @Mrityunjoybasu
    @Mrityunjoybasu 2 года назад +1

    Osadharon alochona...ojopa ki Jodi alochona koren??

  • @mithanpatar3078
    @mithanpatar3078 Год назад

    রাধে রাধে আপনার চরণে প্রনাম আমি কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে মমতা পাতর রাধে রাধে🌹🌹🦚🦚🌹🌹🦜🦜

  • @prof.dr.subhasishroychowdh2182
    @prof.dr.subhasishroychowdh2182 2 года назад +1

    Shuntey shuntey thik mon ey hocchey University classroom ey Addhatikotar ekta class hocchey
    Prochur prochur enriched hocchi
    Khub valo amader jonno 👏👏
    Dada doya korey sudhu ekta confusion clear korey deben 🙏
    Kono Deb / Debir beej er jaygay taar Gayatri montro jop korley ki upokaar hoy ?
    Ektu guide korben
    Valo thakben
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shamisthabhattacharya6662
      @shamisthabhattacharya6662 2 года назад

      যা করলে আপনার মন তৃপ্ত হয়,শান্তি পায় আপনি তাই করতে পারেন।সচ্চিদানন্দ ঈশ্বরের নাম হলো মিছরির রুটি, তা সে উল্টেই খান আর সিধে করেই খান মিষ্টি লাগবেই

  • @purnendusinha2819
    @purnendusinha2819 Год назад +1

    আলোচনাটা খুবই হৃদয়গ্রায়ী হয়েছে । এ ব্যাপারে আমার একটি প্রংশ্ন , দয়াকরে এর উত্তর দিয়ে বাধিত করবেন । গুরু দীক্ষা দিলেন ,দিয়ে দীক্ষা মন্ত্র ডপ করতে বললেন ১০৮ বার বা ১০০০ বার বা যতবার করতে পারি । কিন্তু আমার প্রংশ্নটা হল যে, ষোল নাম বত্রিশ অক্ষরের হরি নাম ব্যতীত অন্য কোন নাম দিয়ে মালা জপ হয় কি? গুরুমন্ত্র দিয়ে মালা জপ হয় কি ?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Год назад

      যেকোনো মন্ত্রেই মালা জপ করা যায়।

  • @amitbasu6097
    @amitbasu6097 8 месяцев назад

    Anek thanks sir,

  • @saswatidey6142
    @saswatidey6142 2 года назад

    ধন্যবাদ ও প্রনাম🙏🙏

  • @sephalidas5778
    @sephalidas5778 2 года назад +2

    Pranam baba.

  • @ইন্দ্রনীলসরদার

    পিতা পরম গুরু মাতা জীবনের প্রথম গুরু। ঈশ্বর প্রথম থেকেই আমাদের দীক্ষিত করেছেন।

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Год назад +1

    Joy guru,pronam 🙏🏻🙏🏻

  • @ranendramohanchakraborty1817
    @ranendramohanchakraborty1817 2 года назад +2

    সুকৃতি না থাকলে কিছুই হবে না। নমস্কার এবং ধন্যবাদ।

  • @linasanyal847
    @linasanyal847 2 года назад +2

    দাদা আপনাকে কোটি কোটি প্রনাম, আমি অনেক কিছু শিখলাম, সুপ্রভাত ,জপ কী সারাদিন কাজ করতে করতে যেমন ঘুম থেকে উঠে ই বা রান্না করতে করতে করা যায় জানালে খুব ভাল হয়, প্ৰনাম নেবেন

    • @shamisthabhattacharya6662
      @shamisthabhattacharya6662 2 года назад

      একশো বার করা যায়। হাজার বার করা যায়

    • @linasanyal847
      @linasanyal847 2 года назад

      @@shamisthabhattacharya6662 অসংখ্য ধন্যবাদ৷

  • @prasantaghosh60
    @prasantaghosh60 2 года назад +1

    বুঝতে পারলাম। ভালো লেগেছে। একটা বিষয়ে জানতে চাই তা হল শুধু জপের সংখ্যা গোনার জন্য নয়, আপনিতো বলেই দিলেন যে না গুনে নিরন্তর জপ করতে পারলে সেটা সবচেয়ে ভাল। আসলে আমি জানতে চাই আমাদের হিন্দুদের নানান ক্রিয়া কর্মে এই ১০৮ এই সংখ্যাটি বার বার আসে। কেন? এর শাস্ত্রসম্মত বা বিজ্ঞান সম্মত কোন ব্যাখ্যা যদি থাকে, জানতে চাই।🙏

  • @harekrishnahareram1844
    @harekrishnahareram1844 Год назад +1

    Joy Shree Radha krishna

  • @ranendramohanchakraborty1817
    @ranendramohanchakraborty1817 2 года назад +1

    ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন নিয়মের নিগড়ে নিজেকে না বাঁধাই ভাল। প্রণাম নেবেন।

  • @kantithapa6744
    @kantithapa6744 2 года назад +2

    Pranam 🙏

  • @soumendranathdatta9703
    @soumendranathdatta9703 2 года назад +5

    দেখা মাত্র যখন আমার গুরু বলে মনে হবে, ওনার সঙ্গে দেখা হবে কেমন করে।আপনি অনুগ্ৰহ করে জানাবেন।

  • @shantoghosh438
    @shantoghosh438 11 месяцев назад

    জয় গুরু

  • @tandrasaha423
    @tandrasaha423 Год назад

    Hare Krishna🙏🙏🙏

  • @sreelekhanarayan3543
    @sreelekhanarayan3543 2 года назад +1

    Aj Apni Onek jinish bujhalen. Shunechi dibobani hoy ta ki. Bolte paren.

  • @archanaduttasarkar501
    @archanaduttasarkar501 5 месяцев назад

    JOY GURU JOY MAA

  • @arupkumardatta3543
    @arupkumardatta3543 11 месяцев назад

    Bhalo bolechen. Guru sisya ke 6 mas dekhben Tadrup Sisya Guru ke 6 mas dekhben. Tobei Dikha neo ucchit. Kar jop, Mala jop pratham aboysthay. Porer dhaoe sudhu Dhyan. Namasker.

  • @subhadipghoshhazra21
    @subhadipghoshhazra21 2 года назад +1

    Sir mantra ki Kane gupta vabe deoya kei mantra dikksha bole???.. R sir jodi kau kauke Guru rupe manen ba mene esechen bohudin kintu officially vabe Shastrio vidhi mene hoini emon obostai sei Guru Jodi sei manus te k kono devi ba dev mantra dan ei obostai eirokom ta ke ki dikkhsya bole??.. Kon dorner porjai er modhye pore???.. R je jop ti se korche tahole setai ki tar nijjoso ishto mantra ba isto devi???..r sei Guru r theke jodi poroborti kaale jodi shastrio vidhi mene jodi dikkshya na hoi ba pai taholel ki hote pare???.. Mane kono koti hoi?? Sei obostai ki koronio Sir bolben..Jodi ektu bujiye bolen kono video te....khubi upokrito hobo...pronam neben...plz reply deben sir Jodi video nao Koren... Subhadip ghosh Hazra

  • @kaushikpaul3020
    @kaushikpaul3020 Год назад +1

    Ami mayapur iskon theke dikha nebo na kintu

  • @gourkumar8992
    @gourkumar8992 Год назад

    প্রণাম 🙏🙏🙏

  • @goridebi8087
    @goridebi8087 Год назад +1

    Dakha te kothey dikka montra niwa jay, kothey Valo pabo seta bujtecina,baba 1tu janaben kothey Kar theke Nile Valo hbe

  • @snigdhaghosh9413
    @snigdhaghosh9413 Год назад

    Anek shomoy joper shomoy ghum ashe jay

  • @somamanik5221
    @somamanik5221 Год назад +1

    👏👏👏

  • @anilpramanik1596
    @anilpramanik1596 6 месяцев назад

    হরে কৃষ্ণ

  • @jayashreechatterjee7657
    @jayashreechatterjee7657 Год назад +1

    আলোচনা খুব ভালো লাগলো। আমিও গুরুদেব সন্ধান করছি । আপনার সাথে যোগাযোগ করা যাবে কি?

  • @SukumarHalder-oz7dq
    @SukumarHalder-oz7dq 6 месяцев назад

    Hare krishna

  • @rajadas5825
    @rajadas5825 2 года назад +1

    Pranam

  • @arupbarman570
    @arupbarman570 10 месяцев назад

    He gurudep amake bolen Sai dharmo ki sanaton dharmo....

  • @SurprisedEyeglassFrames-ro5ud
    @SurprisedEyeglassFrames-ro5ud 5 месяцев назад

    Joygurujoyguru

  • @avijitbanerjee5344
    @avijitbanerjee5344 2 года назад +1

    Namaskar biz mantre ankurodgam kore brikha boro korte hoy kintu naam to tairi chara boro koro are fall khao Joy guru Joy Ram Joy Gobindo

  • @arupchowdhury3433
    @arupchowdhury3433 Год назад +1

    সংখ্যা জপ করতে হয় ।মন্ত্র জপ যখন করবেন তখন সংখ্যা রেখে জপ করার নিয়ম ।কারণ মন্ত্রে পুনশ্চরণ করতে হয় ।।তাই সম্পূর্ণ টা বলুন ।আর শক্তি মন্ত্র সাধনে ভিন্ন ভিন্ন নিয়ম আছে । নাম অজপা হতে পারে কিন্তু প্রণব সহ মন্ত্র জপ সর্ব অবস্থাতে নয় ।।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Год назад

      পান্ডিত্য দিয়ে তাঁর কাছে পৌঁছন যায়না।

    • @chandankumarsarkar3148
      @chandankumarsarkar3148 4 месяца назад

      Kor gananay dekhchhi কিছু ক্ষেত্রে bhinnata আছে.

  • @gopalsaha1812
    @gopalsaha1812 Год назад +1

    নমস্কার আমার একটা কথা জানার ছিল। জব করার জন্য আমি ঠিক সময় পাইনা তাই কম জব করে উঠে যেতে হয়। যদি আমি কাজের জায়গায় সব সময় জব করি মনে মনে তাহলে কি কোন অসুবিধা আছে। আমি বললাম এই কারণে যে আমি কাজের ড্রেস পড়ে থাকি এবং আমার পায়ে জুতো ও থাকে। যদি আমাকে একটু দয়া করে আপনি জানেন তাহলে খুব উপকৃত হব। কাজের সময় আমি লক্ষাদ্বী বার জব করতে পারব তাতে আমার কোনো কাজের অসুবিধা হবে না।🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Год назад

      জব একটা ইংরাজী শব্দ - যার মানে কাজ। জপ ইশ্বরের নাম স্মরণ করা। যেকোন পোশাকে, যেকোন অবস্থায় জপ করতে পারেন।

  • @anilmandal1675
    @anilmandal1675 3 месяца назад

    কর গুনে তিনশ বা চারশ বা তারও বেশি বার কি ভাবে জপ করবো।

  • @pradipkumarnag6295
    @pradipkumarnag6295 9 месяцев назад

    এইভাবে ডান হাত, বাঁ হাত করতে গেলে মন পড়ে থাকবে গননায় মগন। নামের প্রতি মনোযোগ কি থাকবে।

  • @tankeswarchakraborty9860
    @tankeswarchakraborty9860 Год назад +1

    Show the process of two times, seven times, nine times