মজাদার আলুবোখারা টক-ঝাল-মিষ্টি আচার /Plum Chutney /plum Achar আচারের রেসিপি

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2023
  • মজাদার আলুবোখারা টক-ঝাল-মিষ্টি আচার /Plum Chutney /plum Achar আচারের রেসিপি।
    🌸/১ কেজি আলুবোখারার জন্য উপকরণ :
    আলুবোখারা ১কেজি।
    মরিচ গুঁড়ো ২ টে চা চামচ।
    তেতুলের কাঁধ বা মার ১ কাপ।
    চিনি ২ কাপ।
    লবণ স্বাদমতো / হাফ চা চামচ।
    বিট লবণ ১ চা চামচ।
    কিসমিস বাটা ১/২ কাপ।
    টমেটো সস ১/২ কাপ।
    সাদা গোলমরিচ ১টেবিল চামচ।
    আচারের মসলা ২ টেবিল চামচ।
    পাঁচফোড়নের গুঁড়া ১ টেবিল চামচ ।
    সিরকা ১/২ কাপ।
    (আচারের মসলার পরিবর্তে
    টালা জিরা গুড়া ২/৩টেবিল চামচ ও
    পাঁচফোড়ন গুড়া ২/৩ টেবিল চামচ
    দিতে পারবেন। এতেও ভীষণ মজা হয়।)
    🌸২৫০আলু বোখারার জন্য উপকরণ :
    আলুবোখারা ২৫০ গ্রাম।
    মরিচ গুঁড়া ১/২ চা চামচ।
    তেতুলের কাত /মার ৩ টেবিল চামচ।
    চিনি সাদ্ধ মতো ১ কাপ।
    লবণ ও বিট লবণ স্বাদমতো।
    কিশমিশ বাটা ১ টেবিল চামচ।
    সাদা গোলমরিচ ১/২ চা চামচ।
    টমেটো সস ৪ চা চামচ।
    ভাজা পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ
    আচারের মসলা ১ চা চামচ।
    সিরকা ২ টেবিল চামচ।
    সিরকা ১/২ কাপ।
    (আচারের মসলার পরিবর্তে
    টালা জিরা গুড়া ২/৩টেবিল চামচ ও
    পাঁচফোড়ন গুড়া ২/৩ টেবিল চামচ
    দিতে পারবেন। এতেও ভীষণ মজা হয়।)
    #plumchutney
    #plumachar
    #aloobukhara
    আলুবোখারা
    #আলুবোখারাআচার
    #আচারেররেসিপি

Комментарии •