যতগুলো লোকগানের রিয়েলিটি শো দেখেছি তার মধ্যে magic bauliana সবচেয়ে বেশি ভাললাগে,এবং এর সব অনুষ্ঠান নিয়মিত দেখতাম।কিন্তু এবার এই অনুষ্ঠানটির নৈতিক অবক্ষয় এতটা চরম পর্যায়ে পৌছেছেযে, আর কি বলব বুঝতেছিনা।ফকিরচান ভাই তুমি সবসময় আমাদের মনের মাঝে ১ম স্হান আধিকার করে আছো।
ম্যাজিক বাউলিয়ানা আমার খুব ভাল লাগার একটি রিয়েলিটি শো। ২০১৪ Season 1 থেকেই দেখে আসতেছি। But এবারের গানের সকল পর্বগুলোতে তাদের ২ জনের উপস্থাপনা ভাল হয় নাই। যার কারণে ম্যাজিক বাউলিয়ানা এবারে আসর জমাতে পারে নি, দর্শকদের মন কাড়তে পারে নি। বিচারকার্যের ক্ষেত্রেও কিছু অবক্ষয় লক্ষনীয় ছিলো।উপস্থাপনা খুবই হতাশাজনক ছিলো। অন্যদিকে Rtv বাংলার গায়েনে এবারে সকল পর্বগুলোতেই দর্শকদের মন কেড়ে নিয়েছে।যেমন ছিলো পর্ব ভিত্তিক আলাদা আলাদা রাউন্ড,ঠিক তেমন ছিলো অসাধারণ উপাস্থাপনা। সব শেষে একটাই কথা বাংলা গান শিকড়ের গান।তাই বাংলার মাটি - গহীন শিকড়ের গানের জুড়ি অতুলনীয়।
ফকির চাঁদ তুমি আছো সবার হৃদয়ে। বাংলাদেশে সবই সম্ভব। যেখানে জ্ঞানীর কদর নেই সেখানে জ্ঞানীর জন্ম হয় না। আর যেখানে ভালো শিল্পীর কদর হয় না, সেখানে ওই রকম শিল্পীই বের হবে।
মনটা আসলেই খারাপ হয়ে গেল,ফকির চান তুমি মন খারাপ করো, না যারা ম্যাজিক বাউলিয়ানার, এই এপিসোড গুলো শুরু থেকে শেষ পষন্ত দেখেছে, তাদের কাছে তুমিই সেরা, তাই তুমি যেন হেরে গিয়েও আজ জিতে গেল,সত্যি ভাবতে অবাক লাগে, শফিউল বাদশা কি ভাবে চ্যামপিয়ন হয়,যদিয় আমার বাংলাদেশে সবই সম্ভব,,,
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনে বাউল গানের রিয়েলিটি শো “ম্যাজিক বাউলিয়ানা"য় আমার বেহায়া মনটা লইয়া খ্যাত শিল্পী চিশতি বাউল কে পার্টিসিপ্যান্ট করতে দেখে অবাক হয়েছি। খোঁজ নিয়ে জানি চিশতি বাউল আর্থিক সংকটের কারণেই এই রিয়েলিটি শোতে এসেছেন। সাধারণত বাউল শিল্পী গ্রামের দরিদ্র পরিবার থেকেই উঠে আসেন। চিশতী বাউল তারকা হওয়ার আগে একটা পানের দোকান চালাতেন। এতো বড় শিল্পী পানের দোকান বসলে নানান মানুষ নানান কথা বলতে শুরু করলে পানের দোকান ও ছেড়ে দেন। গানবাংলা চ্যানেলে গান গাওয়ার আগে ছোটখাটো বাউল গানের আসরে দাওয়াত পেতেন সেই গুলোও এখন তেমন আসেনা। কিছুকিছু খ্যাতি যে মানুষের ভাতের থালা কেড়ে নেয় বাউল চিশতীর পরিস্থিতি জলন্ত উদাহরণ। আমার দুঃখ লাগছে একজন জাত শিল্পীর পরিস্থিতি জেনে। ঘৃণা হচ্ছে মাছরাঙা টেলিভিশন ও বাউলিয়ানার আয়োজকদের বানিজ্যিক সুযোগ নেয়া দেখে। বাউল চিশতী যখন রেজিষ্ট্রেশন করেছে তখনই এই জাত শিল্পীকে সম্মান দেখিয়ে খোঁজ নিয়ে কারণ খুঁজে গোপনে সহযোগিতা করা প্রয়োজন ছিলো। নয়তো আরো একটা বিচারকের চেয়ার বাড়িয়ে বাউল চিশতীকে বিচারকের আসনে বসানো উচিৎ ছিলো। মাছরাঙা ও আয়জনক তার জনপ্রিয়তাতে পুজি করতে চেয়েছে। একজন স্বভাব জাত শিল্পীকে বিচার করার ক্ষমতা রাখে কোনো বিচারক? যারা বিচারকের চেয়ারে বসে কারো কারো থেকে বাউল চিশতী অনেক ঊর্ধ্বের শিল্পী। শিল্পের প্রতি অশ্রদ্ধা ও বানিজ্যিক চিন্তার জন্যে এই দেশে একদিন হিরো আলমকে বিচারকের চেয়ারে বসাবে। সেই দিন বেশি দূরে নয়। লেখা- সেতু
সবই সাজানো নাটক। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। বাউল সাধনা যদি কারো মাঝে লালন করে সেটা ফকির চান। আর সুন্দর সুরেলা কন্ঠস্বর ঐশীর। প্রতিভার বিকাশ ফাস্ট , সেকেন্ড দিয়ে হয় না। ভালো গায়কী আপনাআপনিই দর্শকের মনে জায়গা করে নিবে।
এটা কিভাবে সম্ভব এত চমৎকারভাবে ফকির চান গান গান সংগীত পরিবেশন করেন সে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য রাখেন প্রথমত শেষ পর্যন্ত যত গান গেয়েছেন উনি সব গান খুবই চমৎকার ভঙ্গিমায় গিয়েছেন সুন্দর কণ্ঠস্বর অনেক চমৎকার এটা বিচারকদের রায় না অন্য কিছু সব জায়গায় যদি অন্য কিছু চলে কোথায় চলবে ভালো কিছু
আমার একটা প্রশ্ন যদি কারো জানা থাকে উত্তর দিবেন যে কেউ উত্তর দিতে পারেন ঢাকা অডিশন 2 তে দেখলাম শফিউল বাদশা বাদ পড়ে গেল,কিন্তু ফাইনালে সে কিভাবে চ্যাম্পিয়ন হলো, আমার কথা হচ্ছে বাদ পরার পরে ও সে কিভাবে আসলো, জাতি জানতে চায় নাকি ভেবে নেব বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি হয়, আশা করি পরবর্তীতে মেজিক বাউলিআনা যারা আয়োজন করছেন তারা পরবর্তীতে অনেক সতর্ক হবেন, এই ভুলগুলো আপনাদের দ্বারা যেন না হয়, কারণ এই অনুষ্ঠানটা আমাদের অনেক প্রিয় ধন্যবাদ আপনাদের সবাইকে।
Right bro ami apnar sathe akmot, Dhaka 2 audition a badsha bad porese se kivabe aslo, Ami protita episode dekhesi ata akta sajano natok. Akhane sob cheye valo korese fokir chan,
@@Monirhossain-di5kr জ্বি আমিও তো সেটাই বলি প্রথম থেকে বিচারকরা জাদের নিয়ে প্রশংসা করেছেন তারা বেশিরভাগই বাদ পড়ে গেছে তাদের মধ্যে একজন মারজানা আক্তার স্বর্ণা
@@Monirhossain-di5kr আমার দৃষ্টিতে সেরা ফকির চান ঐশীরাণী অর্পা খন্দকার তারা প্রথম থেকে এত সুন্দর গান গেয়ে ফাইনালে আসলো তারপর দেখলাম আসলে অন্যকিছু এখানে আগে থেকেই ফাইনাল করা থাকে কে প্রথম হবে।
শফিউল বাদশার থেকে ফকির চান্দ ভালো গান গেয়েছেন আমি সব গুলো এপিছোস দেখেছি ৫ লক্ষ টাকা ফকির চান্দ পাওয়ার কথা ছিলো কিন্তু এটা কি ভাবে হলো আমি বুঝতে পারলাম না
আমার মতো যাদের মাঝে হচ্ছে বিচার সুষ্ঠু হয় নি তারা আমার মত আনসাবস্ক্রাইব করেন, এটাই তাদের শাস্তি আমরা চাইলেও এর থেকে বড় শাস্তি দিতে পারবো না। সুতরাং শুরু করে দিন
শফিউল বাদশা ঢাকা অডিশন ২ থেকে বাদ পড়ে বাড়ি চলে যাওয়ার কয়দিন পর যখন আবার সে গান গাওয়ার সুযোগ পেয়েছে তখন ই বুঝতে পেরেছিলাম শফিউল বাদশাই হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন। Fuck this type of reality show
যেখানের রুনা লায়লার মতো বিচারক থাকবে সেখানে থেকে এটা আশা করাই যায় একজন চ্যাম্পিয়ন হবে উনি আরেকজনকে দিবে শফিকুলের সাথে এরকমটা করা হয়েছে ফকির চান এর সাথে করা হয়েছে 😡😡
এটা কোন কথা,,,ম্যাজিক বাউলিয়ানার ১পর্ব মিস করিনি,,,তার পরেও দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকের ১,২,৩ রায় টা আমার পছন্দ হয়নি,,,১, ফকির চান ২, ছোট মরিচ বা সাইফুল ইসলাম তানভীর বা অর্পা খন্ডকার চাঁদনী। এর মধ্যে আশা করছিলাম।।।।
জাতির সামনে এশে বিচারক দের কথা বলতে হবে কে প্রথম হবে আর কে দ্বিতীয় হবে এই বিষয়টা কি আসলেই তাদের হাতে ছিল কি ছিল না ক্যামেরার পিছনে আসলে কি কি ঘটনা ঘটে এটা জাতির সামনে প্রকাশ করতে হবে তা না হলে বিচারক দের পথে ঘাটে যেখানে পাবেন সেখানেই অপমানিত করা হবে
অদ্ভুত এইবাদ্য বৃন্দ সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন এত ভালো মিউজিক শোনা ভাঙের দরকার। ধন্যবাদ।
যতগুলো লোকগানের রিয়েলিটি শো দেখেছি তার মধ্যে magic bauliana সবচেয়ে বেশি ভাললাগে,এবং এর সব অনুষ্ঠান নিয়মিত দেখতাম।কিন্তু এবার এই অনুষ্ঠানটির নৈতিক অবক্ষয় এতটা চরম পর্যায়ে পৌছেছেযে, আর কি বলব বুঝতেছিনা।ফকিরচান ভাই তুমি সবসময় আমাদের মনের মাঝে ১ম স্হান আধিকার করে আছো।
সেই আন্দর হল সাইকে।ধন্যবাদ জানাই আমি টাংগাইলে নাগরপুর বাউসাইদ সোদিআরব রিয়াদ থেকে দেখলাম দারুণ হয়েছে।
ম্যাজিক বাউলিয়ানা আমার খুব ভাল লাগার একটি রিয়েলিটি শো। ২০১৪ Season 1 থেকেই দেখে আসতেছি।
But এবারের গানের সকল পর্বগুলোতে তাদের ২ জনের উপস্থাপনা ভাল হয় নাই। যার কারণে ম্যাজিক বাউলিয়ানা এবারে আসর জমাতে পারে নি, দর্শকদের মন কাড়তে পারে নি। বিচারকার্যের ক্ষেত্রেও কিছু অবক্ষয় লক্ষনীয় ছিলো।উপস্থাপনা খুবই হতাশাজনক ছিলো।
অন্যদিকে Rtv বাংলার গায়েনে এবারে সকল পর্বগুলোতেই দর্শকদের মন কেড়ে নিয়েছে।যেমন ছিলো পর্ব ভিত্তিক আলাদা আলাদা রাউন্ড,ঠিক তেমন ছিলো অসাধারণ উপাস্থাপনা।
সব শেষে একটাই কথা বাংলা গান শিকড়ের গান।তাই বাংলার মাটি - গহীন শিকড়ের গানের জুড়ি অতুলনীয়।
Nice. Joss. অনেক কিউট গান। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ফকির চাঁন, তোমার গান প্রথম যেদিন শুনেছিলাম সেদিনই জেনেছি তুমি সেরা। এখানকার রেজাল্ট কোন বিষয় না, তুমি আমাদের হৃদয়ে চ্যাম্পিয়ন।
suru theke dekhcilam but bujhlam BD te sob jaigai durniti. Fokir chan you are win our heart....
এখন ম্যাজিক বাউলিয়ানা মন থেকে মুছে ফেলে দিছি
R8
কেন
ঐতিহ্য সাংস্কৃতিক লোকগানের কোনো অস্তিত্বই নেই, পাশ্চাত্য গান আর বাজনা কে বাউল নাম দিয়ে বাউল গান ও সাধন কে কলঙ্কিত করে ফেলেছে
অরনব কিভাবে তৃতীয় হয়? আর শফিউল বাদশা কিভাবে চ্যাম্পিয়ন হয়?
প্রত্যাখ্যান করলাম।
১. ফকির চান
২. সাইফুল ইসলাম
৩. ঐশী রানী দৃষ্টি
এরকম হওয়া উচিৎ ছিলো
১ ফকির চান
২ ঐশি রাণী দৃষ্টি
৩ সাইফুল ইসলাম
এটাই হওয়া উচিত ছিল
মস্ত বড় বিচারক আইছে
ফকির চাঁদ তুমি আছো সবার হৃদয়ে। বাংলাদেশে সবই সম্ভব। যেখানে জ্ঞানীর কদর নেই সেখানে জ্ঞানীর জন্ম হয় না। আর যেখানে ভালো শিল্পীর কদর হয় না, সেখানে ওই রকম শিল্পীই বের হবে।
একমত
এটা কো বিচার হলো।আর দেখবনা ম্যাজিক বাউলিয়ানা। সাইফুল ইসলাম তানভীর ভাই এর কন্ঠ টা খুব সুন্দর ছিল
মনটা আসলেই খারাপ হয়ে গেল,ফকির চান তুমি মন খারাপ করো, না যারা ম্যাজিক বাউলিয়ানার, এই এপিসোড গুলো শুরু থেকে শেষ পষন্ত দেখেছে, তাদের কাছে তুমিই সেরা, তাই তুমি যেন হেরে গিয়েও আজ জিতে গেল,সত্যি ভাবতে অবাক লাগে, শফিউল বাদশা কি ভাবে চ্যামপিয়ন হয়,যদিয় আমার বাংলাদেশে সবই সম্ভব,,,
বাংলাদেশে সবই সম্ভব ভাই। সব জায়্গায় দুর্নিতি
ফকির চাঁন, তুমি 18 কোটি মানুষের মধ্যে চেম্পিয়ান ❤❤
ঐশী সেরা
ফকির চাঁদের জন্য অনেক অনেক শুভকামনা তুমি এগিয়ে যাও ভাই তুমি ভবিষ্যতে ভালো কিছুই করবে তুমি সেরা ভাই তুমিই সেরা
ফকির চাঁনের জন্য অনেক অনেক শুভকামনা তুমি এগিয়ে যাও ভাই তুমি ভবিষ্যতে ভালো কিছুই করবে তুমি সেরা ভাই তুমিই সেরা 🏝️🏝️🏝️🏝️🏝️🏝️
শফিউল বাদশা তো সেরা ছয়ে যাওয়াটাই কষ্টকর ছিল সে আবার প্রথম হয় কেমনে?বুঝলাম না হিসাবটা।
ঐশী রানী দৃষ্টি অন্তত ৩ হওয়ার কথা ছিল শুভ কামনা রইলো তোমার জন্য
গ্র্যান্ড ফিনাল ২০২২ এর উপস্থাপিকা 🔥🔥🔥🔥🔥👍
এমন হলো কেনো ।দুর্নীতি গানেও চলে তাহলে ,ফকির চাঁদ এত সুন্দর কণ্ঠে গান গাইলেন।
Superb magic and singer lovely
FOKIR CHAN Best...
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনে বাউল গানের রিয়েলিটি শো “ম্যাজিক বাউলিয়ানা"য় আমার বেহায়া মনটা লইয়া খ্যাত শিল্পী চিশতি বাউল কে পার্টিসিপ্যান্ট করতে দেখে অবাক হয়েছি। খোঁজ নিয়ে জানি চিশতি বাউল আর্থিক সংকটের কারণেই এই রিয়েলিটি শোতে এসেছেন।
সাধারণত বাউল শিল্পী গ্রামের দরিদ্র পরিবার থেকেই উঠে আসেন।
চিশতী বাউল তারকা হওয়ার আগে একটা পানের দোকান চালাতেন। এতো বড় শিল্পী পানের দোকান বসলে নানান মানুষ নানান কথা বলতে শুরু করলে পানের দোকান ও ছেড়ে দেন। গানবাংলা চ্যানেলে গান গাওয়ার আগে ছোটখাটো বাউল গানের আসরে দাওয়াত পেতেন সেই গুলোও এখন তেমন আসেনা। কিছুকিছু খ্যাতি যে মানুষের ভাতের থালা কেড়ে নেয় বাউল চিশতীর পরিস্থিতি জলন্ত উদাহরণ। আমার দুঃখ লাগছে একজন জাত শিল্পীর পরিস্থিতি জেনে। ঘৃণা হচ্ছে মাছরাঙা টেলিভিশন ও বাউলিয়ানার আয়োজকদের বানিজ্যিক সুযোগ নেয়া দেখে।
বাউল চিশতী যখন রেজিষ্ট্রেশন করেছে তখনই এই জাত শিল্পীকে সম্মান দেখিয়ে খোঁজ নিয়ে কারণ খুঁজে গোপনে সহযোগিতা করা প্রয়োজন ছিলো। নয়তো আরো একটা বিচারকের চেয়ার বাড়িয়ে বাউল চিশতীকে বিচারকের আসনে বসানো উচিৎ ছিলো। মাছরাঙা ও আয়জনক তার জনপ্রিয়তাতে পুজি করতে চেয়েছে।
একজন স্বভাব জাত শিল্পীকে বিচার করার ক্ষমতা রাখে কোনো বিচারক? যারা বিচারকের চেয়ারে বসে কারো কারো থেকে বাউল চিশতী অনেক ঊর্ধ্বের শিল্পী।
শিল্পের প্রতি অশ্রদ্ধা ও বানিজ্যিক চিন্তার জন্যে এই দেশে একদিন হিরো আলমকে বিচারকের চেয়ারে বসাবে।
সেই দিন বেশি দূরে নয়।
লেখা- সেতু
মনের কথা
সবই সাজানো নাটক। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। বাউল সাধনা যদি কারো মাঝে লালন করে সেটা ফকির চান। আর সুন্দর সুরেলা কন্ঠস্বর ঐশীর। প্রতিভার বিকাশ ফাস্ট , সেকেন্ড দিয়ে হয় না। ভালো গায়কী আপনাআপনিই দর্শকের মনে জায়গা করে নিবে।
দুর্নীতি যদি গানের মাঝেও থাকে। তাহলে তো গান শোনার ইচ্ছাটা মরে যায়
Fokir Chad onek joggo chilo
প্রথম হওয়ার কথা ফকির চানের আর হয়ে গেল কি????এটাও কি রাজনীতির মাঠ হয়ে গেল,??
ঐশি রানি দৃষ্টি অথবা অর্পা খন্দকার চাদনী গান ভাল ছিল।আর বাদশা তো কোন অডিশনে প্রথম হতে পারেনি। এটা কিভাবে সম্ভব।
সে ত অডিশন রাউন্ড ই বাদ পরছিল
আজ ঐতিহ্যবাহী বাউল গান পরাজিত হলো টাকা,ক্ষমতা, আর চেহারায় কাছে..... আফসোস
এটা কিভাবে সম্ভব এত চমৎকারভাবে ফকির চান গান গান সংগীত পরিবেশন করেন সে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য রাখেন প্রথমত শেষ পর্যন্ত যত গান গেয়েছেন উনি সব গান খুবই চমৎকার ভঙ্গিমায় গিয়েছেন সুন্দর কণ্ঠস্বর অনেক চমৎকার এটা বিচারকদের রায় না অন্য কিছু সব জায়গায় যদি অন্য কিছু চলে কোথায় চলবে ভালো কিছু
অনেক সুন্দর
খুব মনোযোগ দিয়ে এতো দিন দেখলাম। কিন্তু এটা আশা করিনি ফকির চাঁন সেরা হওয়া উচিত ছিলো । ফাল্তু যতসব সফিউল বাদসার থেকে মিষ্টি অনেক সুন্দর গান করে। 😡😡
আমি আপনার সঙ্গে একমত
ফকির চাঁন প্রথম আমার মতে
ফকির চাঁন ভাই পুরস্কারের আসল দাবিদার
মন্ডল সাহেব দাড়িতে আপনাকে খুব মানিয়েছে আর ভালই লাগছে দেখতে
কুদ্দুস বয়াতীর বাউলিয়া বোয়া । ছেমপিয়ন কথা জিল ফকির চানের
এটা কি করলো বুঝলাম না ঐশি রানী দৃষ্টি ৬নাম্বার কি ভাবে হয় এত সুন্দর কন্ঠ ওর
আর সফিউল বাদশা কিভাবে ১নাম্বার হয়
আমি একদম অবাক হয়ে গেলাম😧😧😧😧
i'm তো অবাক
সাইফুল বাদশা (এস.বি)-কে
চ্যাম্পিয়ন করাতে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে।
Hmm
হালারা ঘুষ খাইছে
বাংলাদেশ-ভারত ম্যাচের মত কেমন জানি দুর্নীতি হয়ে গেল।
বাদশা তো ছয় নম্বর হওয়ার কথা সেই ফার্স্ট হয় কিভাবে
ঠিক বলেছেন।
Chehara valo tai
অর্পা কে তিন জনের এক জন বানানো উচিত ছিল।
@@Sakilofficial-24 hmmm
ঢাকা ২ এর অডিশনে দেখলাম বাদশা চান্স পায়নি
বাদ পড়েছে❌❌সে আবার চ্যায়পিয়ন হয় কিভাব।
২ নাম্বার ❌কাজ করে যতসব।বাংলার গায়েন এর থেকে অনেক ভালো।
অডিশন থেকে বাদ পরে চ্যামপিয়ন হইলো কেমনে?সেটাই তো,,বুঝলাম না ব্যাপারটা
Nice initiative by Square Toiletaris.
আমার একটা প্রশ্ন যদি কারো জানা থাকে উত্তর দিবেন যে কেউ উত্তর দিতে পারেন ঢাকা অডিশন 2 তে দেখলাম শফিউল বাদশা বাদ পড়ে গেল,কিন্তু ফাইনালে সে কিভাবে চ্যাম্পিয়ন হলো, আমার কথা হচ্ছে বাদ পরার পরে ও সে কিভাবে আসলো, জাতি জানতে চায় নাকি ভেবে নেব বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি হয়, আশা করি পরবর্তীতে মেজিক বাউলিআনা যারা আয়োজন করছেন তারা পরবর্তীতে অনেক সতর্ক হবেন, এই ভুলগুলো আপনাদের দ্বারা যেন না হয়, কারণ এই অনুষ্ঠানটা আমাদের অনেক প্রিয় ধন্যবাদ আপনাদের সবাইকে।
আমিও কেবল দেখে আসলাম শফিউল বাদশা বাদ পরার পর কিভাবে চ্যাম্পিয়ন কি ভাবে হয়
Right bro ami apnar sathe akmot, Dhaka 2 audition a badsha bad porese se kivabe aslo, Ami protita episode dekhesi ata akta sajano natok. Akhane sob cheye valo korese fokir chan,
@@pagol_israfil আমার মনে হয় এখানে কোন কিন্তু আছে
@@Monirhossain-di5kr জ্বি আমিও তো সেটাই বলি প্রথম থেকে বিচারকরা জাদের নিয়ে প্রশংসা করেছেন তারা বেশিরভাগই বাদ পড়ে গেছে তাদের মধ্যে একজন মারজানা আক্তার স্বর্ণা
@@Monirhossain-di5kr আমার দৃষ্টিতে সেরা ফকির চান ঐশীরাণী অর্পা খন্দকার তারা প্রথম থেকে এত সুন্দর গান গেয়ে ফাইনালে আসলো তারপর দেখলাম আসলে অন্যকিছু এখানে আগে থেকেই ফাইনাল করা থাকে কে প্রথম হবে।
শুরু থেকেই দেখছিলাম এবং দেখেছি যে এই বিচারকেরা কতটা অনভিজ্ঞ।
শফিউল বাদশার থেকে ফকির চান্দ ভালো গান গেয়েছেন আমি সব গুলো এপিছোস দেখেছি ৫ লক্ষ টাকা ফকির চান্দ পাওয়ার কথা ছিলো কিন্তু এটা কি ভাবে হলো আমি বুঝতে পারলাম না
এই টা এখন পুরাই ফাউল একটা অনুষ্টান
বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ এর মতো বাদশা বিজয় হয়েছে
The Skyline is the destination.
Upostaop nice performance korca
এস বি তুমি সেরা
Download deoa ha na
অযোগ্য বিচার ধিক্কার জানাই বিচারক ব্যবস্থা কে। ফকিরচানদ 1নমবর
দর্শকের মতামতে ফকির চাঁদ প্রথম হওয়ার যোগ্য
আমার মতো যাদের মাঝে হচ্ছে বিচার সুষ্ঠু হয় নি তারা আমার মত আনসাবস্ক্রাইব করেন, এটাই তাদের শাস্তি আমরা চাইলেও এর থেকে বড় শাস্তি দিতে পারবো না। সুতরাং শুরু করে দিন
সব গুলা পর্ব দেখেছি ভাবছিলাম একটু দেখি এটাও আর দেখবো না যেখানে অবিচার হয় সেই গুলা দেখে লাভ কি
শফিউল বাদশা ঢাকা অডিশন ২ থেকে বাদ পড়ে বাড়ি চলে যাওয়ার কয়দিন পর যখন আবার সে গান গাওয়ার সুযোগ পেয়েছে তখন ই বুঝতে পেরেছিলাম শফিউল বাদশাই হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন।
Fuck this type of reality show
ফকির চান ই বেস্ট ছিলো??😭
ফকির চাঁন 11111111111111111111
আমরাও গান ভুজি
সফিউল বাদশা66666666666666666
Oll Dahas Goooooood oh my Good #$$$$$
Fokir chan champ🥰🥰🥰
সব ফাজলামো। ফকির চান অনেক ভালো গায় এবং তার প্রথম হওয়ার কথা ছিলো। সব দুইনাম্বার দিয়ে সব জায়গায় ভরা।
😂😂😂😂
Sahanaz bely madam Best singer
২০১৬ সালের ফাইনালেও দেখেছিলাম বিচারকদের এমন ভুল বিচার,, আমার মনে হয় এখানে ঘোষ চলে
রাইট
ঘোষ না ভাই। শফিউল শাহানাজ বেলীর ছেলেতো তাই। বুঝতে হবে।
Absolutely right 👍🏻👍🏻👍🏻👍🏻
এই সব অনুষ্ঠান দিয়ে ভালো শিল্পী দের আশা নষ্ট করা হচ্ছে এদের পরিহার করুন...?
বাংলার গায়েন বেস্ট রিয়েলিটি
Mou Bangladesher madhuri dixit
ফকির চান সবচাইতে ভালো। কিন্ত এইটা কি হলো। দুরনিতি সফিউল বাদশা কে সেরা ৬ দেয়া দরকার
Fokir Chan alw6 best...
উপস্থাপনার চেয়ে সন্ধি ও সারতা গান ভালো করেছো
ঢাকা অডিশন ০২ এ বাদ পড়েও প্রথম
বিচারকরা বিচার করতে পারে নাই, বিচারকদের ব্যার্থতা না রাজনীতি??
বাংলার গায়েন আর ম্যাজিক বাউলিয়ানার মধ্যে একটা তফাত হলো বাংলার গায়েন বিচার কাজে আমরা দর্শকরা সন্তুষ্ট হতে পারিনা😴😴
ম্যাজিক বাউলিয়ানা তে সন্তুষ্ট হয়েছেন আপনি?
ফকির চান ছিল যোগ্য।
Fokir can best
Kno vabe right hoi ne..
ফকির চান সেরা🥰
2023 সালের ওডিশন কবে হবে?
সফিউল বাদসার বাবা বাউল শিল্পি😉 বুজ নাই বেপারটা😁
Newaj dewan ar jonno chele fast hoise
হাতে লিখে এনে গান গাওয়া শিল্পী যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আর বিচার কার্য নিয়ে কিছু বলার থাকে না! চ্যাম্পিয়ন তো দূরের কথা টপ ফাইভ ও ডিজার্ভ করে না বাদশা!!
ঠিক বলেছেন।
বাংলার গায়েনের ধারে কাছেও যেতে পারবে না এরা।
টাকাওয়ালা ছেলে সেই প্রথম হবে 🤣 বাংলাদেশ বলে কথা
মেনে নিতে পারলাম না,, ফকির চান,,,২য়,আরো একটা ভুল ছিলো শফিকুল ২য়।।
যেখানের রুনা লায়লার মতো বিচারক থাকবে সেখানে থেকে এটা আশা করাই যায় একজন চ্যাম্পিয়ন হবে উনি আরেকজনকে দিবে শফিকুলের সাথে এরকমটা করা হয়েছে ফকির চান এর সাথে করা হয়েছে 😡😡
কতটা দুর্নীতি হলে অডিশন রাউন্ড থেকে বাদ পরা শফিউল বাদশা প্রথম হয় এটা ভাবা যায়
ফকির চান এর প্রথম হওয়ার কথা ছিলো কিন্তু গানের ভিতর দুর্নীতি ডুকে গেছে
বাউল গানে ব্র্যান্ড থাকবে কেনো?
বাউল গানে থাকবে দেশি যন্ত্র বাঁশি বেহালা হারমনিয়াম ঢোল দু তরা।
ময়মনসিংহ যে বাউল গানের সেরা তার প্রমাণ হলো এটা।
ময়মনসিংহ থেকে যে দু জন গিয়েছিলেন সে দুই জনেই আজ ফাইলালে।
Ami onek khoshi s b jonno
ঐশী রানী দৃষ্টি তিনের মধ্যে থাকা দরকার ছিল। সব জায়গায় মামা ভাগনে।
Eta ki holo Sofiul Badsha kmn kore 1st hoy..😂😂
এটা কোন কথা,,,ম্যাজিক বাউলিয়ানার ১পর্ব মিস করিনি,,,তার পরেও দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকের ১,২,৩ রায় টা আমার পছন্দ হয়নি,,,১, ফকির চান ২, ছোট মরিচ বা সাইফুল ইসলাম তানভীর বা অর্পা খন্ডকার চাঁদনী। এর মধ্যে আশা করছিলাম।।।।
কি বুজলেন টাকার খেলারে মামু টাকাই সব কষ্ট পেলাম 😭😭😭
সবাইকে অভিনন্দন
ফকির চান এর সাথে কাজ টা ঠিক করা হয় নাই, আমি সব গুলা এপিসোড দেখছি, ফকির চান ই বেষ্ট ছিল, কিন্ত প্রতি বারই এমন করা হয়।
উপাস্থাপিকা মনে আজ যৌবন ফিরে পাইলো। এটা কি বাউলিয়ানার অংশ।আজকেই মনে হয় হাইকোর্টে মামলা দাখিল করি।
দেশ আজ দূনীতির কবলে
❤❤
এরা চেহারা দেখে মার্ক দেয় এটা শাহানাজ বেলি বলেছেন একটি সাক্ষাৎতে।
যে ব্যাক্তি চান্স পাওয়ার যোগ্যতা ছিল না। সেই ব্যাক্তি হলো চ্যাম্পিয়ান। একটু রোমান্টিক ভাবে কথা বললে,কিছু মানুষকে নাচালে গান হয় না।
শেষ পর্বে দেখলাম বাউল শফি মন্ডল এর ক্লিন সেভ করা। আর এক দিনে এত দাড়ি কোথায় থেকে আসলো,🤔🤔😀😀😃🙆🙆🙆
শ্যুটিং আগে হয় ভাই, পরে টিভিতে দেয় তবে দাড়ি এক মাসের
O toh 6 o hobar naah. Ki vabe ki somavab.
অসাধারণ
জাতির সামনে এশে বিচারক দের কথা বলতে হবে কে প্রথম হবে আর কে দ্বিতীয় হবে এই বিষয়টা কি আসলেই তাদের হাতে ছিল কি ছিল না ক্যামেরার পিছনে আসলে কি কি ঘটনা ঘটে এটা জাতির সামনে প্রকাশ করতে হবে তা না হলে বিচারক দের পথে ঘাটে যেখানে পাবেন সেখানেই অপমানিত করা হবে
আসলে এটা অন্য ব্যাপার আমি শিওর, বিচারকেরা এমনটা করতেই পারে না।