এই ধরনের পৌরাণিক উপাখ্যানের ক্ষেত্রে ঠিক-ভুলের বিচার করা সম্ভবও নয়, আর উচিৎ ও নয়। সময়ের সাথে সাথে নানা কারণে এই কাহিনীগুলো প্রামাণ্য তথ্য নষ্ট হয়ে গেছে। আর যেহেতু এই উপাখ্যানগুলির বেশিরভাগই লোকমুখে প্রচলিত হয়ে এসেছে বহুযুগ ধরে এবং তারপর গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে ,তাই এর অনেক কিছুই পাল্টেও গেছে। এই সমস্ত কারণে একই ঘটনার একাধিক ব্যাখ্যা পাওয়া গেলেও কোনটি ঠিক আর কোনটি ভুল তা আজকের দিনে দাঁড়িয়ে নির্ণয় করা সম্ভব নয়।
জীবনে আমরা যখন যা জানি সবটা যে সঠিকই জানি তা সবসময় নিশ্চিত করে বলতে পারিনা। তা বলে জানার চেষ্টা বন্ধ করে দেওয়া কখনোই উচিৎ নয়। যা জানা গেল তা ঠিক না ভুল সেটা খুঁজতে থাকাটাই আসল কথা। যদি সঠিকটা খুঁজে পাওয়া যায় তাহলে খুব ভালো, আর যদি নাও পাওয়া যায় তবুও এই খোঁজের মাধ্যমে আরো অনেক নতুন অজানা তথ্য আমাদের জানার পরিধিতে যুক্ত হয়। সেটাই আসল প্রাপ্তি।
২ বই যে ২ রকম তথ্য। তারমানে যে কোন একটা বই ভূল
এই ধরনের পৌরাণিক উপাখ্যানের ক্ষেত্রে ঠিক-ভুলের বিচার করা সম্ভবও নয়, আর উচিৎ ও নয়। সময়ের সাথে সাথে নানা কারণে এই কাহিনীগুলো প্রামাণ্য তথ্য নষ্ট হয়ে গেছে। আর যেহেতু এই উপাখ্যানগুলির বেশিরভাগই লোকমুখে প্রচলিত হয়ে এসেছে বহুযুগ ধরে এবং তারপর গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে ,তাই এর অনেক কিছুই পাল্টেও গেছে। এই সমস্ত কারণে একই ঘটনার একাধিক ব্যাখ্যা পাওয়া গেলেও কোনটি ঠিক আর কোনটি ভুল তা আজকের দিনে দাঁড়িয়ে নির্ণয় করা সম্ভব নয়।
@@Life_and_Literature তাহলে এই সব বই পড়ে কি লাভ যেখানে জানা যাই না এটা সঠিক কি না??
জীবনে আমরা যখন যা জানি সবটা যে সঠিকই জানি তা সবসময় নিশ্চিত করে বলতে পারিনা। তা বলে জানার চেষ্টা বন্ধ করে দেওয়া কখনোই উচিৎ নয়। যা জানা গেল তা ঠিক না ভুল সেটা খুঁজতে থাকাটাই আসল কথা। যদি সঠিকটা খুঁজে পাওয়া যায় তাহলে খুব ভালো, আর যদি নাও পাওয়া যায় তবুও এই খোঁজের মাধ্যমে আরো অনেক নতুন অজানা তথ্য আমাদের জানার পরিধিতে যুক্ত হয়। সেটাই আসল প্রাপ্তি।
বাঃ সুন্দর বিষয় নির্বাচন ❤
😊😊😊
😲😲
😍😍😍
ভালো লাগলো❤
😊😊😊