Documentary on Bangladesh Water Development Board, Gopalganj । BWDB । Ministry of Water Resources ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ। নদী বিধৌত পলি দ্বারা গাঠিত এ অঞ্চলে মমতার আঁচল বিছিয়ে আবৃত ৪০৫ টি নদনদী এদেশের সভ্যতা, জীবনযাত্রা ও সংস্কৃতি বহন করে আসছে। এই ব-দ্বীপ দেশ যেন এখানে বাঙ্গালীর জাতিসত্ত্বা ও সভ্যতার পরিচায়ক হয়ে উঠেছে। প্রাকৃতিকভাবে আর্শিবাদপূষ্ট নদীমার্তৃক বাংলাদেশের পানি-ই জীবন, পানি-ই সম্পদ, পানি-ই অফুরন্ত সম্ভবনা।
    বাংলাদেশের পানি সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে তৎকালীন ওয়াপদার পানি উইং-কে ১৯৭২ সালের ৩১ মে প্রেসিডেন্টস অর্ডার জারীর মাধ্যমে সম্পূর্ণভাবে পৃথক করে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় । ৫৭ টি সীমান্ত নদী সহ এদেশে রয়েছে মোট ৪০৫ টি নদ-নদী, যা বর্ষা মৌষুমে বাংলাদেশের মোট আয়তনের প্রায় ২৫ শতাংশ। এ বিপুল পরিমাণ পানি সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সকল প্রকার কর্মপরিকল্পনা গ্রহণ, কর্মকৌশল প্রণয়ন ও কর্ম বাস্তবায়ন করে থাকে। এ সংস্থা বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন, নদী ভাঙ্গন প্রতিরোধ, ব-দ্বীপ উন্নয়ন, ভূমি পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ব্যারেজ, বোটপাস, বেড়িবাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, রেগুলেটর, স্লুইস, রাবার ড্যাম, উপকূলীয় বাঁধ নির্মাণ, খাল খনন ও পুনঃখনন করে সেচ প্রদান, জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধ, নদী ভাঙ্গন প্রতিরোধ, ভূমি পুনরুদ্ধার সহ পানি সম্পদ সম্পর্কিত যাবতীয় জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন সহ বিভিন্ন সেবাসমূহ প্রদান করে থাকে।
    গোপালগঞ্জ জেলার ১৪৭০ বর্গ কি:মি: এলাকার প্রায় ১৩ লক্ষ স্থানীয় জনগণের সুবিধার্থে ও জীবন মান উন্নয়নে পানি ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত নদী গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মধুমতি নদী, মাদারিপুর বিলরুট চ্যানেল, কুমার নদী, ঘাঘর নদী, বাঘিয়ার নদী, চাটখিল নদী ইত্যাদি। এসকল নদীর সাথে সংযুক্ত রয়েছে অসংখ্য খাল, শাখা খাল ও বিল। গোপালগঞ্জ শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে শহর মধুমতি নদী। নদী ভাঙ্গন হতে হরিদাসপুর ১০০ মেগা ওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, পরানপুর বাজার, ভাটিয়াপাড়া বাজার, মানিকহার, মধুপুর, ডুমদিয়া, ডুবশি মোল্লাপাড়া এলাকা রক্ষার জন্য স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা তুলনামূলক ভাবে নিম্নাঞ্চল হওয়ায় নদী তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ও বিল এলাকায় ইন্সেপেকশন ডাইক নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ।
    বিভিন্নস্থানে খাল ও বাওড় পুন:খনন এবং রেগুলেটর নির্মাণ ও মেরামত করে সেচ সুবিধা প্রদান এবং নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে অত্র অঞ্চলের ফসল উৎপাদন, মৎস্য চাষ, ও খামার ভিত্তিক কৃষি উৎপাদনে অবদান রাখছে। গোপালগঞ্জ জেলায় অধিক প্রচলিত ভাসমান কৃষির সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য খাল পুন:খনন এবং কচুরীপানা দিয়ে ভাসমান বেড প্রস্তুত করা হয়। বিল ও বাওড় সংরক্ষণের মাধ্যমে পরোক্ষভাবে জীব-বৈচিত্র সংরক্ষণ করা হচ্ছে । বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিবছর বৃক্ষ রোপনের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
    সুজলা সুফলা শস্য-শ্যমলা বাংলাদেশের নিরবিচ্ছিন্ন খাদ্য উৎপাদন, নদী ভাঙ্গন ও বন্যা-সাইক্লোন প্রতিরোধ, সেচ-নিষ্কাশন এবং জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করতে বদ্ধ পরিকর ।।
    Documentary on Bangladesh Water Development Board, Gopalganj । BWDB । Ministry of Water Resources । ‪@SubrataKumarNandy‬ ‪@voiceofkd997‬

Комментарии • 2