আল্লাহ আমাদের ভাগ্য আগেই জানেন এই জন্য লিখে রেখেছেন,কিন্তু আল্লাহ আমাদের খারাপ করে ভাগ্য লিখে রাখেননা,লিখেন শুধু আমরা খারাপ করি জন্যই,,কেননা তিনি সব জানেন।
জাজাকাল্লাহ। যারা বিষয়টা গুলিয়ে ফেলছেন তাদের জন্য স্বল্প কথায়- আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটিই আমরা করি বিষয়টি এমন নয়। বরং কোন পরিস্থিতিতে আমরা কি করবো আল্লাহ তা আগে থেকে জানেন বলেই তা লিখে রেখেছেন।
প্রশ্ন - ভাগ্যে যা আছে তাই হবে, যদি তাই না হয় তাহলে আমরা ভাল- ভাল কাজ করতে গেলে সেগুলো করতে পারিনা কেন? আমি মনে করছি ভাগ্যে নাই বলেই করতে পারিনা। আপনার মতামত কি?
ছেলেমেয়েরা যখন প্রেম করে তখন আসলে কী হচ্ছে !!?? . ছেলেটা থাকছে তার বাসায়, মেয়েটা তার বাসায় !! . দুজনে টাকা খরচ করে ডেট করতেসে, রেস্টুরেন্টে খাইতেসে, একে অন্যকে গিফট কিনে দিতেসে..........ডেট করা শেষে দুজনে আবার নিজেদের বাসায় ফিরে যাচ্ছে !! তারপর রাত জেগে ফোনে কথা বলতেসে !! . এই যে কাজগুলা তারা করতেসে, এই সেম কাজগুলাই কি বিয়ে করে করা যায় না !!?? . আকদ হয়ে থাকবে, মেয়েটা থাকবে বাবার বাড়িতে...........স্বামীর সঙ্গে ডেট করবে, স্বামী স্ত্রী রাত জেগে কথা বলবে !! . এরপরে ছেলে যখন কামাই করা শুরু করবে, তখন মেয়েকে ঘরে তুলে নিবে !! . এমনটা হইলে ফোনে কথা বলার মধ্যে কোনো লুকোচুরির দরকার হচ্ছে না........ডেটিংয়ে গিয়ে ধরা পড়ার ভয় থাকছে না !! . ছেলেটা চাইলে মেয়েটার বাসার ড্রয়িংরুমে বসে অপেক্ষা করতে পারে তাকে নিয়ে ঘুরতে যাবে বলে, . মেয়েটা কোনো এক ছুটির দিনে সকালে ছেলের বাসায় হাজির হয়ে যাইতে পারে তার শাশুড়ির সঙ্গে রান্না করবে বলে !! . যদি উদ্দেশ্য টাইম পাস না হয়ে একসঙ্গে বৃদ্ধ হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে যার সঙ্গে প্রেম করতেসেন, তাকে বিয়ে করে ফেলা যায় না কেন? . বাপ-মা যে ভয়ে বিয়ে দিতে চায় না সেটা হচ্ছে- বিয়ে করে বৌ কে খাওয়াবে কী !!?? . প্রেমিক কাপল যে টাকাটা ডেটের পিছে খরচ করছে, অনেক বিবাহিত দম্পতিও তাদের ঘুরাঘুরির পিছে এর চেয়ে কম খরচ করে !! . তাই বাবা-মায়েরা যদি একবার সাহস করে স্রোতের বিপরীতে হেঁটে আর্লি ম্যারেজ দিয়ে দেন- তাহলে ছেলেমেয়গুলা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আপনাকেও তাদের গুনাহর ভাগীদার হইতে হবে না !! . এখন যে পর্ণোগ্রাফী মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, ডাস্টবিনে পড়ে থাকে নবজাতকের লাশ- এসবের কারণ কী !!?? . একজন মানুষের জৈবিক চাহিদা থাকবেই.............ব্যাপারটা স্রোতের মতো !! . যখনই আপনি এতে বাঁধ দেওয়ার চেষ্টা করবেন, তখনই সে তার বিকল্প রাস্তা তৈরি করে নিবে !! . হযরত আদম ( আঃ ) জান্নাতে থেকেও সুখ পান নাই, একজন সঙ্গীর জন্যে মলিন মুখে ঘুরে বেড়াতেন !! আর মানুষ তো থাকে ধুলি-ধূসরিত পৃথিবীতে.........তার জীবনে অনেক বেশী হার্ডশিপ, অনেক বেশী স্ট্রাগল !! . একটা বয়সের পরে প্রচণ্ড কাজের চাপের মধ্যে কারো ছোট্টো টেক্সটের দরকার হয়, দিন শেষে ভালোবাসার একটা স্পর্শ লাগে !! . এখন বাপ-মা বিয়ে দিচ্ছে ত্রিশের পর কিন্তু ছেলে ম্যাচিউরড হয়ে যাচ্ছে আঠারো-উনিশে !! . যেহেতু সে জানে যে ত্রিশের আগে বিয়ে হবে না, তাই সে শুরু করে প্রেম, প্রেমিকার সঙ্গে রাত জেগে কথা বলা, তার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত যাপন !! . প্রেমিকার সঙ্গে সে তাই তাই করতে চায় যা সে বিয়ের পর স্ত্রীর সঙ্গে করতো !! . এবং করছেও..........শুধুমাত্র বিয়ে না করার কারণে মাঝখান থেকে বাড়ছে গুনাহ !! . প্রেমের যে সম্পর্ক ওই সম্পর্কের তো কোনো প্রাতিষ্ঠানিক অথবা সামাজিক স্বীকৃতি নাই !! . গভীরভাবে ভেবে দেখুন- আঙ্গুলটা আগে তাদের বাবা-মায়েদের দিকে তোলা উচিত কিনা যারা এই নষ্ট সমাজের প্রচ্ছন্ন সমর্থক !!?? #collected - PiccHi #TCS
Nuri Nurjahan আমি জানিনা আপনার বয়স কত!লিখা পড়ে বুজা যায় বয়স কমই হবে।১৫-২৫ বছর পর্যন্ত চোখে রঙিন চশমা থাকেতো দুনিয়া অনেক সুন্দর মনে হয়।ছবি,নাটক আর বাস্তব জীবনের মধ্যে অনেক অনেক পার্থক্য। কোন বাবা মা ই চায় না সন্তানের ক্ষতি হউক।বাবার হোটেল থেকে বের হও তখন বোঝা যায় দুমুঠো ভাতের দাম কত?আর কাপড় ও ১লা বৈশাখ,ভ্যালেন্টাইন ডে,ঈদ,বন্ধুদের ট্রীট দেওয়া তো বাদই দিলাম।আগে দায়িত্ব নেওয়ার যোগ্যতা অর্জন কর তার পর না হয় দায়িত্ব নেও।তা না হলে তো বিয়ের পর তোমরাই আবার বলবা আমি কি বিয়ে করতে চাইছিলাম??????
বিধাতা যদি সবকিছু আগে থেকেই লিখে রাখে,তাহলে তো কেউ যদি চুরি করে,তাহলে তো সেটা তার দোষ না।কারন,সে যদি ভালো করতেও চায়,তাহলেও তো সে করতে পারবে না! কারন ঐযে বিধাতা লিখে রেখেছে!
Likhi O rakhe bissas O Kori fele j Amar banda boro hoye. Amon hobe temon hobe ai bissas ta je Kori fele tai banda boro hoye eta kore seta kore apne bolen amader ki dosh allah jodi erokom bissas Kori rakhe tho kemne hoy bolen allar sathe lorteo tho parbo na tho allar bissaser sathe kivabe lorbo
আল্লাহ কাউকে কোটি কোটি টাকা দান করেছে আর কাউকে এক টাকা দান করেন কাউকে করেছে ধনী কাউকে করে কাউকে সুস্থ্য কাউকে অসুস্থ কাউকে কাঁদো কাউকে সুন্দর মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ কাউকে নিশো
Asha namaj a j amra 4 rakat sunnot na pore porer 2 rakat sunnot pori a ta ki kora jabe naki 1st 4 rakat pore foroj pore tarpor 2 rakat sunnot porte hobe
জানেন বলেই তা লিখে রেখেছেন কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করেন নাই। কিন্তু যা লিখে রেখেছেন তার বাইরে যাবার ক্ষমতা কি আল্লাহ মানুষকে দিয়েছেন? নাকি মানুষের সে ক্ষমতা আছে। যদি বিষয়টি খুব সহজে সাধারণভাবে বলি তাহলে বলতে হয়, আমার ভাগ্যে লেখা আছে ভাত খাওয়া, আর আমার স্বাধীন সত্তা বলে আমি রুটি খাব। এই দুই দ্বন্দ্বের সমাধানে কি ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে ভাত খাওয়ার পরিবর্তন ঘটিয়ে রুটি খাওয়ার ক্ষমতা কি আমার আছে? বিষয়টি নিয়ে আলোচনার প্রত্যাশা করছি।
তাইলে কী আমরা আল্লাহর কাছে চাইবোনা? বুঝলাম না তো! তাহলে...হাদিসে তো আছে যা প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার জন্য! আপনার কথা অনুযায়ী তো দেখা যায়...কোন ইবাদাত ছাড়াই কত কিছুর আশা করা যায়...তাই না? আমি যা জানি তা হলো! যাই প্রয়োজন আল্লাহর কাছে চাইবো দেওয়ার মালিক আল্লাহ! তবে হ্যা ভাগ্য কে অবশ্যই বিশ্বাস করি! তবে সে ভাগ্যটা কে অর্জন করে নিতে হবে..আল্লাহর কাছ থেকে চেয়ে!
Habib Abrar, bai amar kudro gane ja bojchi.... ta holo apni je kono kichu chaiben ALLAH r kache ta ALLAH agai janten, tai like rechen..... Karon MoHan ALLAH gayeb er kotha janenen.....apni cesta korben ebong ALLAH er protidan diban.... Atio ALLAH janten biday lika rekechen..atai ALLAH r proti iman je tini sob janen
আসসালামু আলাইকুম,,,, আমি akta সমাধান চাই হুজুর আমার নাম জান্নাতুল ফেরদৌসী,, হুজুর আমি আল্লাহর হুকুম আর নবির সুন্নত অনুজায়ি চলার চেস্থা করি,,,আল্লাহর পথে থাকার চেস্থা করি,,,আমার সামিও আল্লাহর রহমতে ইসলাম মতাবেক চলে,,,কিন্তু আমাদের জিবনে সমস্যা হলো আমার সামি সব সময় আমাকে ভুল বুঝে,,,বিনা কারনে সন্দেহ করে,,,,,আমি তাকে অনেক বুঝিয়েও কিছু করতে পারিনি,,,,,,তার এই অকারনে ঝামেলার কারনে আমাদের সংসার জীবন সুখের নয়,,,,হুজুর এখন আমি কি করতে পারি aktu বলবেন plz... আসসালামু আলাইকুম,,,
আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ জানাই আমি আপনাকে কয়েকটি উপদেশ দিতে পারি ,{1}আপনি একমাসের জন্যে মোবাইল চালানো ব্ন্ধ করুন 2পাড়ার মহিলা বা খলাতো মামাতো ফূফাতো পাড়াত ভাইদের সাথে অযথা আড্ডা বন্ধ 3 পরদার ভিতরে থাকুন সময়মত পাচ ওয়াক্ত নামায পরুন সা্্সারিক কাজ শেষে কুরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর নিকট দোয়া করবেন আপনার সমস্যা গুলো মহান আল্লাহর নিটক বলুন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই আললাহ তায়ালা আপনার সকল সমস্যা দূর করুন আমিন
আসসালামু আলাইকুম। আমি একটা সমাধান চাই। হুজুর আমার নাম মুক্তা। খুলনা থাকি।যদি সময় হয় মেসেজ টা পড়বেন। আমার সমস্যা টা হলো একটা ছেলে। যার সাথে আমার পরিবার আমার বিয়ে ঠিক করছে। ছেলে টা এখনো পড়াশোনা করে তাই আমাদের বিয়ে টা ২ বছর পরে হবে। শুধু কথাবার্তা ফাইনাল দেয়া। ছেলেটার সাথে আমার যোগাযোগ চলে মানে প্রতিনিয়ত কথা হয়। কিন্তু ও একটা সাইকোপ্যাথ। এটা আমি ফ্যামিলিতে বুঝাতে পারছি না।আর আমিও ওর প্রতি দুর্বল তাই আমার পক্ষে ওকে ছেড়ে দেয়া সম্ভব না। ও প্রচুর মিথ্যা বলে। যেকোনো মারাত্মক বিষয় নিয়ে মিথ্যা বলতে দ্বিধা করে না। আমি চাই ওকে ভালো করতে।অনেক চেষ্টা করছি নিজে থেকে কিন্তু পারিনি। আর একটা সমস্যা হচ্ছে বিয়ের আগেই ও আমার সাথে শারীরিক সম্পর্কে জরাতে চাই।কোনভাবে ওকে আমি বুঝাতে পারছি না এটা ইসলামে হারাম।আসলে ও ইসলামের প্রতি খুবই অনীহা।এ সমস্ত বিষয় গুলো ও কানে নিতেই চাই না।কোনভাবে ইসলামের পথে আনতে পারছি না। এই মুহুর্তে আমার খুব সাহায্য দরকার। আমি কি করবো বুঝতে পারছি না। আমাকে কিছু পরামর্শ দিন যে কিভাবে আমি ওকে এসব জিনিষ থেকে ওকে বেরিয়ে আনতে পারবো। খারাপ পথ থেকে সঠিক পথে আনতে পারবো। ও এমন হবে যে আমাকেই যেন ও ইসলামিক উপদেশ দিতে সক্ষম হয়।।
Mukta moni আপনি যদি ইসলামের উপর অটল থাকতে চান, আপানর সর্বপ্রথম কাজ হবে- ছেলেটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া। যেহেতু পরিবার থেকে বিয়ে ঠিক করে রেখেছে, আপনি ছেলের পরিবারকে ছেলের সমস্যা সম্পর্কে জানান। শারীরিক সম্পর্ক তো দূরে থাক; বিনা প্রয়োজনে অহেতুক ছেলের সাথে একটি কথা বলাও জায়েজ নেই ইসলামে। হোক তার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে; এমনকি বিয়ে হতে একরাত বাকী তবুও ছেলের সাথে কথা বলা নিষেধ। . এরকম অনেক ঘটনা আছে- বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে। এবং মেয়ে ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে নিজের জীবনে অন্ধকার ডেকে এনেছে। আগেই সাবধান হোন। নিজের চিন্তা করুন; নিশ্চই আল্লাহ্ আপনার জন্য উত্তম কাউকে নির্ধারন করে রেখেছেন। আবেগের বসে কোন ভুল সিদ্ধান্ত নিবেন’না আশা করি। ছেলে ইসলামের পথে না আসলে তাকে জোর করে দীন ও ইসলামের পথে আনতে পারবেন না। হেদায়েত একমাত্র আল্লাহ্’র হাতে। (আপনি এস্তেখারার নামাজ পড়ে আল্লাহ্’র নিকট দোয়া করতে পারেন। এস্তেখারার নামাজের বিষয়ে ইউটিউবে ভিডিও পাবেন ) . অল্লাহ্ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ্ খায়ের।
Mukta Moni অাললাহর কাছে নেককার জামাইর কামনা করেন।অার যে ইসলামের কিছুকে মানতে চায় না তাকে ত্যাগ করা ভালো।অাললাহ অাপনাকে হেদায়েতের পথে যেনো রাখে।অামাদের দেশের মেয়েরা বড় হতবাগা।বাবা কি ভাই কি পুরুষ গুলো বেশী ভাগ ইসলামের বিষয় গাফেল ও মূর্খ।বলে ছেলে মেয়ে কথা শুনে না কি করবো এই বলে পার হতে চায়।তো দুনিয়াতে পার হলেও অাখেরাতে হবে কি জানি না
যিনি বিয়ের আগেই আপনার সাথে শারিরিক সম্পর্কে জড়াতে চায় ! আমি বলবো তিনি একজন দুঃচরিত্রা মানুষ! আপনাকে পরামর্শ হলো অবস্যই তার সঙ্গ ত্যগ করা! যোগাযোগ বন্ধ করা! যে ব্যক্তি এমন প্রস্তাব দেয়, তিনি আর যাইহোক একজন চরিত্রবান মানুষ হতে পারে না!!
Assalamualicum, hujur - amer biye hyese 4yrs amder kono shontan nai, amer father in law family theke amer Husband k boltese arekta biye korar jn, ami take khub love kori i ki korbo hujur amke bolben ki?
hugur onek sundor bolecen mashallah.ami ektu explain kori ...allah manusk e ecca shoti diecen and kitab diecen er por she chaile valo ba kharp pothe jete pare sudu matrro tar eccai onujaei. ekane allahr royece odirrosho bisoyer khomota ...tini prithibite manus pathanor purbe deken banda tar ecca shokti dara ki ki kaj korben tai tini likhe den....emon na je tini likhe diecen bole tai hobe. ei bepare quranul karime allah bolcen ami saile sokol manus k ekoi dike porisalito kort pari.. kintu tini amader ecce shokti diecen jATE amader maje dekte chan amra amader ecca shokti dara k kar theke uttom kaj korte pari....ASA KORI ANSR TA PAYECEN
তাকদির নিয়ে আমার বিভ্রান্তি ছিল।কিন্তু আল্লাহর রহমতে একজন বক্তার বক্তব্য দেখে আমি মনে প্রানে সন্তুষ্ট হয়েছি।এবং আমি সঠিক তাকদির এর মানে বুঝি।আপনারা প্রোফেসর ড: মতিয়ার রহমান স্যার এর তাকদির নিয়ে লেকচার টা ইউটিউব এ পাবেন।পারলে দেখে নিবেন।আশা করি আপনারা এমন উত্তর পাবেন যা আপনাদের কে সন্তুষ্ট করবে।আমি জীবনে অনেক এর কাছে তাকদির নিয়ে প্রশ্ন করে সঠিক উত্তরটা পাইনি।ruclips.net/video/N-88UjNoQ80/видео.html
Ommay Honey হা হয়। আপনি যে চেষ্টা করবেন এটাও আল্লাহ আগে থেকেই জানেই, এবং সেই পরিবর্তন কি হবে সেটাও আল্লাহ জানেন। তাই বেশি বেশি চেষ্টা করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রর্থনা করুন। আল্লাহু আলাম।
Assalamu Alaykum, I have selected to work as Executive, Customer Care in Stock Brokerage House, my main responsibility is to open new account and helping customer regarding any problems. Is this job haram or halal?
Jara luck biswas kore tara foolish. Ami akta kicu korar jonne try kortaci but jokon success holam tokon sobai bole luck a cilo bole perecis. But jokon fail korlam tokon luck a nei. Actually man is the inventor of luck karon ami jodi kunu kicu korar icca na kori luck amar kicu korte parbe na.
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন / গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ) / অধ্যায়ঃ ৩৫/ সুন্নাহ (كتاب السنة) হাদিস নম্বরঃ ৪৬৩০ | 4630 | ٤٦۳۰ বাংলাEnglishالعربية পরিচ্ছেদঃ ১৭. তাকদীর সম্পর্কে। ৪৬৩০. আবদুল্লাহ্ কা'নাবী (রহঃ) .... মুসলিম ইবন জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি উমার ইবন খাওাব (রাঃ)-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেনঃ إِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ অর্থাৎ স্মরণ কর! তোমার রব আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারুক্তি গ্রহণ করেন এবং বলেনঃ আমি কি তোমাদের রব নই? তারা বলেঃ নিশ্চয়ই, আমরা সাক্ষী থাকলাম। (৭ঃ১৭২) রাবী বলেনঃ কা'নাবী এ আয়াত তিলাওয়াত করলে উমার (রাঃ) বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনি। জবাবে তিনি বলেনঃ মহান আল্লাহ্ আদম (আঃ)-কে সৃষ্টি করার পর, তার পিঠকে স্বীয় ডান হাত দিয়ে মাসেহ করেন। ফলে অনেক আদম সন্তান সৃষ্টি হয়। এরপর তিনি বলেনঃ আমি এদের জান্নাতে জন্য সৃষ্টি করেছি। এরা জান্নাতীদের ন্যায় আমল করবে। এরপর আল্লাহ্ তার হাত দিয়ে আদমের পিঠকে মাসেহ করেন। ফলে তার আরো সন্তান সৃষ্টি হয়। তিনি বলেনঃ আমি এদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারা জাহান্নামীদের ন্যায় আমল করবে। তখন এক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলুল্লাহ! তাহলে আমলের প্রয়োজনীয়তা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তা'আলা যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তিনি তাকে দিয়ে জান্নাতীদের আমল করিয়ে নেন। ফলে, সে ব্যক্তি জান্নাতীদের ন্যায় আমল করতে করতে মারা যায়। যদ্দরুন আল্লাহ্ তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তিনি তাকে দিয়ে জাহান্নামীদের ন্যায় আমল করান। ফলে সে জাহান্নামীদের ন্যায় আমল করতে করতে মারা যায়। যদ্দরুন আল্লাহ্ তাকে জাহান্নামে প্রবেশ করান। হাদিসের মানঃ সহিহ (Sahih) পুনঃনিরীক্ষণঃ
আমার দেখা একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে তারপর ২/৩ দিন পর কোন হুজুরের মাধ্যমে কিছু করে আবার একসাথে তারা সংসার করতেছে এই ভাবে পালাক্রমে ৩/৪ বার তালাক দিয়েছে আবার হুজুরের মাধ্যমে কিছু করে আবার একসাথে সংসার করছে। এটা কি সঠিক সমাধান?
ভাই সুধু বলতে চাই- আমি আপ্নি চেস্টা করে অনেক কস্ট করে অনেক জামেলা এরিয়ে সয্য করে অনেক খতি করে অনেক ফেইল হয়ে জে সাফল্য পাই "এই পুরু বিসয়টাই আল্লাহ আগেই জানেন তাই তিনি লিখে রেখেছেন। তাই আমাদের উচিত বুঝে সুনে চেস্টা চালিয়ে জাওয়া আর আল্লাহর সাহায্য কামনা করা জাতে আল্লাহ সহজ করেন।।।। দোয়ার ৩ টা উপকার। ১: অই বিসয় আল্লাহ দেন জেটার জন্নে দুয়া করতেছেন। ২: অথবা- এই দুয়াটা পরকালের জন্নে রেখেদেন (বিস্তারিত)... এবং৩: অথবা আল্লাহ আপ্নার আমার সাম্নের বিপদ থেকে থাক্লে সেটাকে কেটে দেন।
Assalamualaikum Amar akta q: chilo ans dile onek opokito hobo! Kono husband tar wifeke biyer por onek valobasto kintu idarin se onno akta meyer poti durbol hoye geche akhon r se tar wifeke ager moto valobase na! A khetre wife koronio ki ?? R akta kotha husband Islamic mind ar tar pore o se amon kore agula niye wife onek kosto pay!!
আল্লাহ আমাদের ভাগ্য আগেই জানেন এই জন্য লিখে রেখেছেন,কিন্তু আল্লাহ আমাদের খারাপ করে ভাগ্য লিখে রাখেননা,লিখেন শুধু আমরা খারাপ করি জন্যই,,কেননা তিনি সব জানেন।
জাজাকাল্লাহ।
যারা বিষয়টা গুলিয়ে ফেলছেন তাদের জন্য স্বল্প কথায়- আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটিই আমরা করি বিষয়টি এমন নয়। বরং কোন পরিস্থিতিতে আমরা কি করবো আল্লাহ তা আগে থেকে জানেন বলেই তা লিখে রেখেছেন।
Abid Al Kayum রাইট
Right
Tnks
Onek boro pondit
আল্লাহ আমীন, চমৎকার শিক্ষা। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন।
durul haji আমিন
durul haji আমিন
Allahumma Amin
জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ সবাইকে সঠিক, সহিহ বুঝার তৌফিক দান করুন!
Allahumma Amin
আল্লাহ্ আমাদের সঠিক পথ দেখাও,,,, আমি খুব হতাশ কিন্তু এটা জাসসে না কি যে করি
তাহলে এক কথায় বলা যায় আমাদের কর্মের ফলই ভাগ্যে নির্ধারন হয় এই ভবিশ্যত টা আল্লাহ জানেন তাই লিখা আছে
খুবই সুন্দর কথা ধন্যবাদ আপনাকে
আল্লাহ বলেছেন কোন এক সুরার মধ্যে যে, যে ব্যক্তি নিজে তার ভাগ্যকে নিজে পরিবর্তন করে না, সে পর্যন্ত আমি আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করি না।
ভাইয়া, কোন সূরার কত নম্বর আয়াত রেফারেন্স দিন।
আল্লাহ সব শক্তি মান❤❤❤
আল্লাহ মালিক সব কিছুর
অসাধারন,,,,যাযাকাল্লাহখায়রান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খাইরান শাইখ
জাযাক আল্লাহ খায়ের
সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ
Ma sha allah 💟🧡🌻🌻
প্রশ্ন - ভাগ্যে যা আছে তাই হবে, যদি তাই না হয় তাহলে আমরা ভাল- ভাল কাজ করতে গেলে সেগুলো করতে পারিনা কেন? আমি মনে করছি ভাগ্যে নাই বলেই করতে পারিনা। আপনার মতামত কি?
Atai tik
Knowledgeable discussion.thanks
জাযাকাল্লাহ খায়ের,,,
hossainmahsruba
Ismail Hossain a hhbn2qbbbnni
Momotaz Begum
. lllakmnbvm nlm mbmb)kilimmediate paogohgjk
😫😜@q
মাশাআললাহ
I love Allah❤❤❤
Dua taqdir poriborton korte pare e katha ki sotyo?
ছেলেমেয়েরা যখন প্রেম করে তখন আসলে কী হচ্ছে !!??
.
ছেলেটা থাকছে তার বাসায়, মেয়েটা তার বাসায় !!
.
দুজনে টাকা খরচ করে ডেট করতেসে, রেস্টুরেন্টে খাইতেসে, একে অন্যকে গিফট কিনে দিতেসে..........ডেট করা শেষে দুজনে আবার নিজেদের বাসায় ফিরে যাচ্ছে !!
তারপর রাত জেগে ফোনে কথা বলতেসে !!
.
এই যে কাজগুলা তারা করতেসে, এই সেম কাজগুলাই কি বিয়ে করে করা যায় না !!??
.
আকদ হয়ে থাকবে, মেয়েটা থাকবে বাবার বাড়িতে...........স্বামীর সঙ্গে ডেট করবে, স্বামী স্ত্রী রাত জেগে কথা বলবে !!
.
এরপরে ছেলে যখন কামাই করা শুরু করবে, তখন মেয়েকে ঘরে তুলে নিবে !!
.
এমনটা হইলে ফোনে কথা বলার মধ্যে কোনো লুকোচুরির দরকার হচ্ছে না........ডেটিংয়ে গিয়ে ধরা পড়ার ভয় থাকছে না !!
.
ছেলেটা চাইলে মেয়েটার বাসার ড্রয়িংরুমে বসে অপেক্ষা করতে পারে তাকে নিয়ে ঘুরতে যাবে বলে,
.
মেয়েটা কোনো এক ছুটির দিনে সকালে ছেলের বাসায় হাজির হয়ে যাইতে পারে তার শাশুড়ির সঙ্গে রান্না করবে বলে !!
.
যদি উদ্দেশ্য টাইম পাস না হয়ে একসঙ্গে বৃদ্ধ হওয়ার পরিকল্পনা থাকে,
তাহলে যার সঙ্গে প্রেম করতেসেন, তাকে বিয়ে করে ফেলা যায় না কেন?
.
বাপ-মা যে ভয়ে বিয়ে দিতে চায় না সেটা হচ্ছে- বিয়ে করে বৌ কে খাওয়াবে কী !!??
.
প্রেমিক কাপল যে টাকাটা ডেটের পিছে খরচ করছে, অনেক বিবাহিত দম্পতিও তাদের ঘুরাঘুরির পিছে এর চেয়ে কম খরচ করে !!
.
তাই বাবা-মায়েরা যদি একবার সাহস করে স্রোতের বিপরীতে হেঁটে আর্লি ম্যারেজ দিয়ে দেন- তাহলে ছেলেমেয়গুলা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আপনাকেও তাদের গুনাহর ভাগীদার হইতে হবে না !!
.
এখন যে পর্ণোগ্রাফী মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, ডাস্টবিনে পড়ে থাকে নবজাতকের লাশ- এসবের কারণ কী !!??
.
একজন মানুষের জৈবিক চাহিদা থাকবেই.............ব্যাপারটা স্রোতের মতো !!
.
যখনই আপনি এতে বাঁধ দেওয়ার চেষ্টা করবেন, তখনই সে তার বিকল্প রাস্তা তৈরি করে নিবে !!
.
হযরত আদম ( আঃ ) জান্নাতে থেকেও সুখ পান নাই, একজন সঙ্গীর জন্যে মলিন মুখে ঘুরে বেড়াতেন !!
আর মানুষ তো থাকে ধুলি-ধূসরিত পৃথিবীতে.........তার জীবনে অনেক বেশী হার্ডশিপ, অনেক বেশী স্ট্রাগল !!
.
একটা বয়সের পরে প্রচণ্ড কাজের চাপের মধ্যে কারো ছোট্টো টেক্সটের দরকার হয়, দিন শেষে ভালোবাসার একটা স্পর্শ লাগে !!
.
এখন বাপ-মা বিয়ে দিচ্ছে ত্রিশের পর কিন্তু ছেলে ম্যাচিউরড হয়ে যাচ্ছে আঠারো-উনিশে !!
.
যেহেতু সে জানে যে ত্রিশের আগে বিয়ে হবে না, তাই সে শুরু করে প্রেম, প্রেমিকার সঙ্গে রাত জেগে কথা বলা, তার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত যাপন !!
.
প্রেমিকার সঙ্গে সে তাই তাই করতে চায় যা সে বিয়ের পর স্ত্রীর সঙ্গে করতো !!
.
এবং করছেও..........শুধুমাত্র বিয়ে না করার কারণে মাঝখান থেকে বাড়ছে গুনাহ !!
.
প্রেমের যে সম্পর্ক ওই সম্পর্কের তো কোনো প্রাতিষ্ঠানিক অথবা সামাজিক স্বীকৃতি নাই !!
.
গভীরভাবে ভেবে দেখুন- আঙ্গুলটা আগে তাদের বাবা-মায়েদের দিকে তোলা উচিত কিনা যারা এই নষ্ট সমাজের প্রচ্ছন্ন সমর্থক !!??
#collected
- PiccHi
#TCS
ভাই আমার মনের মত কথা বলেছেন।।
মাসাল্লাহ
Apnar kotha thik shobar uchit biyee korar chesta koraa abong allahr kasee dua koraa jeno shobar biyee hoiee jai ta na hoilee guna hoitei thakbee
কথাগুলো কবে বুঝবে ক্যারিয়ার প্রেমি অভিভাবকরা?😤
Nuri Nurjahan আমি জানিনা আপনার বয়স কত!লিখা পড়ে বুজা যায় বয়স কমই হবে।১৫-২৫ বছর পর্যন্ত চোখে রঙিন চশমা থাকেতো দুনিয়া অনেক সুন্দর মনে হয়।ছবি,নাটক আর বাস্তব জীবনের মধ্যে অনেক অনেক পার্থক্য। কোন বাবা মা ই চায় না সন্তানের ক্ষতি হউক।বাবার হোটেল থেকে বের হও তখন বোঝা যায় দুমুঠো ভাতের দাম কত?আর কাপড় ও ১লা বৈশাখ,ভ্যালেন্টাইন ডে,ঈদ,বন্ধুদের ট্রীট দেওয়া তো বাদই দিলাম।আগে দায়িত্ব নেওয়ার যোগ্যতা অর্জন কর তার পর না হয় দায়িত্ব নেও।তা না হলে তো বিয়ের পর তোমরাই আবার বলবা আমি কি বিয়ে করতে চাইছিলাম??????
জাযাকামুল্লাহ খাইর
Dua kobul hoyar maddhome vaggo poriborton hote pare
Alhamdulliah jazakhallah khairan sir
বিধাতা যদি সবকিছু আগে থেকেই লিখে রাখে,তাহলে তো কেউ যদি চুরি করে,তাহলে তো সেটা তার দোষ না।কারন,সে যদি ভালো করতেও চায়,তাহলেও তো সে করতে পারবে না! কারন ঐযে বিধাতা লিখে রেখেছে!
Likhi O rakhe bissas O Kori fele j Amar banda boro hoye. Amon hobe temon hobe ai bissas ta je Kori fele tai banda boro hoye eta kore seta kore apne bolen amader ki dosh allah jodi erokom bissas Kori rakhe tho kemne hoy bolen allar sathe lorteo tho parbo na tho allar bissaser sathe kivabe lorbo
Allah jeta likhe rakhbe setai hote hobe
সুবহানাল্লাহ
Thank u sir amar sandeho ta clear korar janno
mahi Shaikh good
জাজাকাল্লাহ।
Hujur apnader je koto gojamil bakktobo sunbo ja sunle maje maje onek prosnno jage ja blle Eman thake na Allah pak sobayke Hepajat kruk amin
MasaAllah Jajakallah Khair.
'জাযাকাল্লাহু খাইরান'
thank you onek valolaglo video ta
আল্লাহ কাউকে কোটি কোটি টাকা দান করেছে আর কাউকে এক টাকা দান করেন কাউকে করেছে ধনী কাউকে করে কাউকে সুস্থ্য কাউকে অসুস্থ কাউকে কাঁদো কাউকে সুন্দর মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ কাউকে নিশো
Nice discuss!
যা যাক আল্লাহু খায়ের ।
জাজাকাল্লাহ
সুন্দর কথা,ধন্যবাদ আপনাকে।
Asha namaj a j amra 4 rakat sunnot na pore porer 2 rakat sunnot pori a ta ki kora jabe naki 1st 4 rakat pore foroj pore tarpor 2 rakat sunnot porte hobe
আমি জানতাম না,ভাগ্য নিরধারণ করেন আল্লা।
জাযাকাল্লাহ খায়ের
Hujur ami jani dowa kare allha tar vaggo paltay dey
আল্লাহ।।
Jajakallah...
জাজাকাল্লাহু খাইরান
জাজাকাল্লাহু খায়ের
আল্লাহ্ মাপ করোন
জানেন বলেই তা লিখে রেখেছেন কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করেন নাই। কিন্তু যা লিখে রেখেছেন তার বাইরে যাবার ক্ষমতা কি আল্লাহ মানুষকে দিয়েছেন? নাকি মানুষের সে ক্ষমতা আছে। যদি বিষয়টি খুব সহজে সাধারণভাবে বলি তাহলে বলতে হয়, আমার ভাগ্যে লেখা আছে ভাত খাওয়া, আর আমার স্বাধীন সত্তা বলে আমি রুটি খাব। এই দুই দ্বন্দ্বের সমাধানে কি ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে ভাত খাওয়ার পরিবর্তন ঘটিয়ে রুটি খাওয়ার ক্ষমতা কি আমার আছে? বিষয়টি নিয়ে আলোচনার প্রত্যাশা করছি।
Valo kotha takdir bishas korle jeta lekha seta hobe
Vaggo allah chayley kormo diya poriborton kora jay
thank you.
আমি কোনো সময় রফউলইয়াদেয়েন করি আবার কোনো সময় পারি না এতে কি সমস্যা হবে
assa soicide korle ki behesty jawya jabe...? please bolben
সিক্কানিয় জিনিশ এইরকম আরো চাই...যাজাকাল্লা খায়ের
তাইলে কী আমরা আল্লাহর কাছে চাইবোনা? বুঝলাম না তো!
তাহলে...হাদিসে তো আছে যা প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার জন্য! আপনার কথা অনুযায়ী তো দেখা যায়...কোন ইবাদাত ছাড়াই কত কিছুর আশা করা যায়...তাই না?
আমি যা জানি তা হলো! যাই প্রয়োজন আল্লাহর কাছে চাইবো দেওয়ার মালিক আল্লাহ! তবে হ্যা ভাগ্য কে অবশ্যই বিশ্বাস করি! তবে সে ভাগ্যটা কে অর্জন করে নিতে হবে..আল্লাহর কাছ থেকে চেয়ে!
apni konta bujen nai janaben
Habib Abrar । ভাই অবশ্যই মহান আল্লাহ তায়ালার নিকট চাইতে হবে। তিনি দান করতে ভাল বাসেন। আর চাওয়ার প্রতিদান আল্লাহ পাক অবশ্যই প্রদান করবেন। এটাই ভাগ্য।
Habib Abrar না ভাই। আপনাকে চাইতে হবে কারন তিনি জানেন আপনি চাইবেন।
Habib Abrar, bai amar kudro gane ja bojchi.... ta holo apni je kono kichu chaiben ALLAH r kache ta ALLAH agai janten, tai like rechen..... Karon MoHan ALLAH gayeb er kotha janenen.....apni cesta korben ebong ALLAH er protidan diban.... Atio ALLAH janten biday lika rekechen..atai ALLAH r proti iman je tini sob janen
Bol hole ALLAH R nikot koma partona kori
jajakallah khayer
আসসালামু আলাইকুম,,,, আমি akta সমাধান চাই হুজুর আমার নাম জান্নাতুল ফেরদৌসী,, হুজুর আমি আল্লাহর হুকুম আর নবির সুন্নত অনুজায়ি চলার চেস্থা করি,,,আল্লাহর পথে থাকার চেস্থা করি,,,আমার সামিও আল্লাহর রহমতে ইসলাম মতাবেক চলে,,,কিন্তু আমাদের জিবনে সমস্যা হলো আমার সামি সব সময় আমাকে ভুল বুঝে,,,বিনা কারনে সন্দেহ করে,,,,,আমি তাকে অনেক বুঝিয়েও কিছু করতে পারিনি,,,,,,তার এই অকারনে ঝামেলার কারনে আমাদের সংসার জীবন সুখের নয়,,,,হুজুর এখন আমি কি করতে পারি aktu বলবেন plz... আসসালামু আলাইকুম,,,
আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ জানাই আমি আপনাকে কয়েকটি উপদেশ দিতে পারি ,{1}আপনি একমাসের জন্যে মোবাইল চালানো ব্ন্ধ করুন 2পাড়ার মহিলা বা খলাতো মামাতো ফূফাতো পাড়াত ভাইদের সাথে অযথা আড্ডা বন্ধ 3 পরদার ভিতরে থাকুন সময়মত পাচ ওয়াক্ত নামায পরুন সা্্সারিক কাজ শেষে কুরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর নিকট দোয়া করবেন আপনার সমস্যা গুলো মহান আল্লাহর নিটক বলুন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই আললাহ তায়ালা আপনার সকল সমস্যা দূর করুন আমিন
আসসালামু আলাইকুম। আমি একটা সমাধান চাই।
হুজুর আমার নাম মুক্তা। খুলনা থাকি।যদি সময় হয় মেসেজ টা পড়বেন।
আমার সমস্যা টা হলো একটা ছেলে। যার সাথে আমার পরিবার আমার বিয়ে ঠিক করছে। ছেলে টা এখনো পড়াশোনা করে তাই আমাদের বিয়ে টা ২ বছর পরে হবে।
শুধু কথাবার্তা ফাইনাল দেয়া।
ছেলেটার সাথে আমার যোগাযোগ চলে মানে প্রতিনিয়ত কথা হয়।
কিন্তু ও একটা সাইকোপ্যাথ। এটা আমি ফ্যামিলিতে বুঝাতে পারছি না।আর আমিও ওর প্রতি দুর্বল তাই আমার পক্ষে ওকে ছেড়ে দেয়া সম্ভব না।
ও প্রচুর মিথ্যা বলে। যেকোনো মারাত্মক বিষয় নিয়ে মিথ্যা বলতে দ্বিধা করে না।
আমি চাই ওকে ভালো করতে।অনেক চেষ্টা করছি নিজে থেকে কিন্তু পারিনি। আর একটা সমস্যা হচ্ছে বিয়ের আগেই ও আমার সাথে শারীরিক সম্পর্কে জরাতে চাই।কোনভাবে ওকে আমি বুঝাতে পারছি না এটা ইসলামে হারাম।আসলে ও ইসলামের প্রতি খুবই অনীহা।এ সমস্ত বিষয় গুলো ও কানে নিতেই চাই না।কোনভাবে ইসলামের পথে আনতে পারছি না।
এই মুহুর্তে আমার খুব সাহায্য দরকার। আমি কি করবো বুঝতে পারছি না। আমাকে কিছু পরামর্শ দিন যে কিভাবে আমি ওকে এসব জিনিষ থেকে ওকে বেরিয়ে আনতে পারবো। খারাপ পথ থেকে সঠিক পথে আনতে পারবো। ও এমন হবে যে আমাকেই যেন ও ইসলামিক উপদেশ দিতে সক্ষম হয়।।
Mukta moni আপনি যদি ইসলামের উপর অটল থাকতে চান, আপানর সর্বপ্রথম কাজ হবে- ছেলেটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া।
যেহেতু পরিবার থেকে বিয়ে ঠিক করে রেখেছে, আপনি ছেলের পরিবারকে ছেলের সমস্যা সম্পর্কে জানান। শারীরিক সম্পর্ক তো দূরে থাক; বিনা প্রয়োজনে অহেতুক ছেলের সাথে একটি কথা বলাও জায়েজ নেই ইসলামে। হোক তার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে; এমনকি বিয়ে হতে একরাত বাকী তবুও ছেলের সাথে কথা বলা নিষেধ।
.
এরকম অনেক ঘটনা আছে- বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে। এবং মেয়ে ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে নিজের জীবনে অন্ধকার ডেকে এনেছে। আগেই সাবধান হোন। নিজের চিন্তা করুন; নিশ্চই আল্লাহ্ আপনার জন্য উত্তম কাউকে নির্ধারন করে রেখেছেন। আবেগের বসে কোন ভুল সিদ্ধান্ত নিবেন’না আশা করি। ছেলে ইসলামের পথে না আসলে তাকে জোর করে দীন ও ইসলামের পথে আনতে পারবেন না। হেদায়েত একমাত্র আল্লাহ্’র হাতে। (আপনি এস্তেখারার নামাজ পড়ে আল্লাহ্’র নিকট দোয়া করতে পারেন। এস্তেখারার নামাজের বিষয়ে ইউটিউবে ভিডিও পাবেন )
.
অল্লাহ্ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।
জাযাকাল্লাহ্ খায়ের।
আল্লাহকে বলো তাকে যেনো হেদায়াত দেন,,, আর বিয়ের আগে বিষ্শাষ করে না
Mukta Moni অাললাহর কাছে নেককার জামাইর কামনা করেন।অার যে ইসলামের কিছুকে মানতে চায় না তাকে ত্যাগ করা ভালো।অাললাহ অাপনাকে হেদায়েতের পথে যেনো রাখে।অামাদের দেশের মেয়েরা বড় হতবাগা।বাবা কি ভাই কি পুরুষ গুলো বেশী ভাগ ইসলামের বিষয় গাফেল ও মূর্খ।বলে ছেলে মেয়ে কথা শুনে না কি করবো এই বলে পার হতে চায়।তো দুনিয়াতে পার হলেও অাখেরাতে হবে কি জানি না
Choose someone with whom you can expect to get in Jannah.....(amin)
যিনি বিয়ের আগেই আপনার সাথে শারিরিক সম্পর্কে জড়াতে চায় ! আমি বলবো তিনি একজন দুঃচরিত্রা মানুষ! আপনাকে পরামর্শ হলো অবস্যই তার সঙ্গ ত্যগ করা! যোগাযোগ বন্ধ করা! যে ব্যক্তি এমন প্রস্তাব দেয়, তিনি আর যাইহোক একজন চরিত্রবান মানুষ হতে পারে না!!
মাসাআল্লাহ
Alhamdulillah
جزاك الله خيرا
Thanks
সত্য কথা তিতো হয় mokles দ,ূ
Assalamualicum, hujur - amer biye hyese 4yrs amder kono shontan nai, amer father in law family theke amer Husband k boltese arekta biye korar jn, ami take khub love kori i ki korbo hujur amke bolben ki?
Jazakallahu khayran
❤️❤️❤️
Jajakallah
আমিন
আমিন
Allah is great..
Good
جزاك الله خير
জাজাকআললা
hugur onek sundor bolecen mashallah.ami ektu explain kori ...allah manusk e ecca shoti diecen and kitab diecen er por she chaile valo ba kharp pothe jete pare sudu matrro tar eccai onujaei.
ekane allahr royece odirrosho bisoyer khomota ...tini prithibite manus pathanor purbe deken banda tar ecca shokti dara ki ki kaj korben tai tini likhe den....emon na je tini likhe diecen bole tai hobe.
ei bepare quranul karime allah bolcen ami saile sokol manus k ekoi dike porisalito kort pari..
kintu tini amader ecce shokti diecen jATE amader maje dekte chan amra amader ecca shokti dara k kar theke uttom kaj korte pari....ASA KORI ANSR TA PAYECEN
الله أكبر
আল্লাহ মহান
o sha daron shundor boian.
তাকদির নিয়ে আমার বিভ্রান্তি ছিল।কিন্তু আল্লাহর রহমতে একজন বক্তার বক্তব্য দেখে আমি মনে প্রানে সন্তুষ্ট হয়েছি।এবং আমি সঠিক তাকদির এর মানে বুঝি।আপনারা প্রোফেসর ড: মতিয়ার রহমান স্যার এর তাকদির নিয়ে লেকচার টা ইউটিউব এ পাবেন।পারলে দেখে নিবেন।আশা করি আপনারা এমন উত্তর পাবেন যা আপনাদের কে সন্তুষ্ট করবে।আমি জীবনে অনেক এর কাছে তাকদির নিয়ে প্রশ্ন করে সঠিক উত্তরটা পাইনি।ruclips.net/video/N-88UjNoQ80/видео.html
Thank you so much vaia
Right and true it 100%
Chesta krle ki takdir change hoi???
Ommay Honey হা হয়। আপনি যে চেষ্টা করবেন এটাও আল্লাহ আগে থেকেই জানেই, এবং সেই পরিবর্তন কি হবে সেটাও আল্লাহ জানেন। তাই বেশি বেশি চেষ্টা করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রর্থনা করুন। আল্লাহু আলাম।
Eta kivabe somvob allah jeta likhe rakhbe setai hote hobe
jotishi ki mozide dan ba ifter ditepare ki ?// india
amine
Amin
খুব সুন্দর
Assalamu Alaykum, I have selected to work as Executive, Customer Care in Stock Brokerage House, my main responsibility is to open new account and helping customer regarding any problems. Is this job haram or halal?
Wa Alaykum Assalam,
please kindly post your question on our FB page a message to get the answer faster .
onak valo
Alhmdulila. suma Alhmdulila.
Alhamdu lilla onek sundor
XOX Businessman
100bar
ছুবাহানআ
Jara luck biswas kore tara foolish. Ami akta kicu korar jonne try kortaci but jokon success holam tokon sobai bole luck a cilo bole perecis. But jokon fail korlam tokon luck a nei. Actually man is the inventor of luck karon ami jodi kunu kicu korar icca na kori luck amar kicu korte parbe na.
জাযাকাল্লাহ
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন / গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ) / অধ্যায়ঃ ৩৫/ সুন্নাহ (كتاب السنة)
হাদিস নম্বরঃ ৪৬৩০ | 4630 | ٤٦۳۰
বাংলাEnglishالعربية
পরিচ্ছেদঃ ১৭. তাকদীর সম্পর্কে।
৪৬৩০. আবদুল্লাহ্ কা'নাবী (রহঃ) .... মুসলিম ইবন জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি উমার ইবন খাওাব (রাঃ)-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেনঃ
إِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ
অর্থাৎ স্মরণ কর! তোমার রব আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারুক্তি গ্রহণ করেন এবং বলেনঃ আমি কি তোমাদের রব নই? তারা বলেঃ নিশ্চয়ই, আমরা সাক্ষী থাকলাম। (৭ঃ১৭২)
রাবী বলেনঃ কা'নাবী এ আয়াত তিলাওয়াত করলে উমার (রাঃ) বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনি। জবাবে তিনি বলেনঃ মহান আল্লাহ্ আদম (আঃ)-কে সৃষ্টি করার পর, তার পিঠকে স্বীয় ডান হাত দিয়ে মাসেহ করেন। ফলে অনেক আদম সন্তান সৃষ্টি হয়। এরপর তিনি বলেনঃ আমি এদের জান্নাতে জন্য সৃষ্টি করেছি। এরা জান্নাতীদের ন্যায় আমল করবে। এরপর আল্লাহ্ তার হাত দিয়ে আদমের পিঠকে মাসেহ করেন। ফলে তার আরো সন্তান সৃষ্টি হয়। তিনি বলেনঃ আমি এদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারা জাহান্নামীদের ন্যায় আমল করবে।
তখন এক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলুল্লাহ! তাহলে আমলের প্রয়োজনীয়তা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তা'আলা যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তিনি তাকে দিয়ে জান্নাতীদের আমল করিয়ে নেন। ফলে, সে ব্যক্তি জান্নাতীদের ন্যায় আমল করতে করতে মারা যায়। যদ্দরুন আল্লাহ্ তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তিনি তাকে দিয়ে জাহান্নামীদের ন্যায় আমল করান। ফলে সে জাহান্নামীদের ন্যায় আমল করতে করতে মারা যায়। যদ্দরুন আল্লাহ্ তাকে জাহান্নামে প্রবেশ করান।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আমার দেখা একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে তারপর ২/৩ দিন পর কোন হুজুরের মাধ্যমে কিছু করে আবার একসাথে তারা সংসার করতেছে এই ভাবে পালাক্রমে ৩/৪ বার তালাক দিয়েছে আবার হুজুরের মাধ্যমে কিছু করে আবার একসাথে সংসার করছে। এটা কি সঠিক সমাধান?
মারসাআললা
ওকে১০০%রাইট
Nice
Outstanding this video
তাহলে বলছেন চেষ্টার কোনো দাম নেই।?
DIPANJAN MONDAL যে চেষ্টা করে না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না।
Mondol dada, hujur saheb ki bollen ar apni ki bujlen...!!!
ভাই সুধু বলতে চাই- আমি আপ্নি চেস্টা করে অনেক কস্ট করে অনেক জামেলা এরিয়ে সয্য করে অনেক খতি করে অনেক ফেইল হয়ে জে সাফল্য পাই "এই পুরু বিসয়টাই আল্লাহ আগেই জানেন তাই তিনি লিখে রেখেছেন। তাই আমাদের উচিত বুঝে সুনে চেস্টা চালিয়ে জাওয়া আর আল্লাহর সাহায্য কামনা করা জাতে আল্লাহ সহজ করেন।।।।
দোয়ার ৩ টা উপকার।
১: অই বিসয় আল্লাহ দেন জেটার জন্নে দুয়া করতেছেন।
২: অথবা- এই দুয়াটা পরকালের জন্নে রেখেদেন (বিস্তারিত)...
এবং৩: অথবা আল্লাহ আপ্নার আমার সাম্নের বিপদ থেকে থাক্লে সেটাকে কেটে দেন।
Hujurer ki kono madrasa ase?thakle janaben?
jajakumulla
tik
Assalamualaikum
Amar akta q: chilo ans dile onek opokito hobo! Kono husband tar wifeke biyer por onek valobasto kintu idarin se onno akta meyer poti durbol hoye geche akhon r se tar wifeke ager moto valobase na! A khetre wife koronio ki ?? R akta kotha husband Islamic mind ar tar pore o se amon kore agula niye wife onek kosto pay!!