নতুন খারিজ করেছি , এই খতিয়ান নম্বরে আগে কখনো খাজনা দেয়া হয়নি , অনলাইনে হোল্ডিং /খতিয়ান নং দিয়ে সার্চ করে তথ্য পাওয়া যাচ্ছেনা । এইটা কীভাবে এন্ট্রি করবো? এটা কি তহসিলদারে কাছ থেকে অনুমোদন নিতে হবে?
ভাই আমরা কম্পিউটারে দোকানে কাজ করি এখন কেউ যদি খতিয়ান বের করতে আসে তাহলে আমরা যে আইডিটা খুলেছিলাম সেই আইডিটা দিয়ে বের করে দেওয়া যাবে একটু জানাবেন প্লিজ
যেই সব নামজারি খতিয়ান ফ্রী পরিশোধ করা হয়েছে,কিন্তু করণীক ভুল আছে।সেই সব নামজারি খতিয়ানে করণীক ভুল সংশোধন অপশন কি আর পাওয়া যাবে না। নাকি কি ভাবে করণীক ভুল সংশোধন করতে হবে, সেই বিষয়টি জানালে উপকৃত হতাম
পিতা বেচে থাকতে জমি রেজিষ্ট্রেশন করে নেওয়া হয়েছে কিন্তু নামজারি করা হয়নি প্রায় ২৩ বছর হয়ে গেছে। এখন সমস্যা হলো দলিল ছাড়া আর বাকী কোন কাগজ নেই, রেকড হয়েছে দাদার নামে,এ সমস্ত জমি কিভাবে নামজারি করতে হবে।
আসসালামুয়ালাইকুম, আমি প্রবাসী এনআইডি কার্ড হইনি জমি দলিল খারিজ হয়েছে জন্ম নিবন্ধন দিয়ে বড় বিপদ হল খাজনা দিতে হলে হোল্ডিং নং এর জন্য যার জমি তার এনআইডি কার্ড বাধ্যতামূলক এটা কিভাবে করলো বুঝলাম না, আপনি দয়া করে আমাকে বলেন আমি আমার খাজনা হোল্ডিং কিভাবে খুলবো পরিবারের এন আই ডি কার্ড দিয়ে পরিশোধ করা যাবে কিনা ভালো থাকবেন
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? রেজিষ্ট্রেশন করা আই ডির নাম অথবা ফোন নম্বর পরিবর্তন করা যাবে কিনা জানাইবেন। আমার একটা নিবন্ধন কিত মোবাইল নম্বর পরিবর্তন করা দরকার। কি ভাবে পরিবর্তন করব জানালে উপকৃত হতাম।
কিছু অপশন মিসিং ১. ফোন নাম্বার পরিবর্তন অপশন নাই। এটা যুক্ত করুন। ২. এন আইডি সংশোধন হলে আপডেট করার সুযোগ নাই। আগের ভুল নাম শো করে। এই অপশন যুক্ত করার অনুরোধ করছি।
আমাদের পূর্বে রেজিষ্ট্রেশন করা ছিল ১৭ ডিজিটের এনআইডি দিয়ে। এখন নামজারি করতে গেলে ওইটা পরিবর্তন করার সুযোগ রাখা হয়নি। ফলে নামজারী আবেদন করাও সম্ভব হচ্ছে না। এই সমস্যার কী কোন সমাধান হবেনা?
ওগরিম কর দেওায়র পর হোলডিং এ কি লেখা থাকবে পরিসোধিত? নাকি সৃজিত?
এনিমি খ তপশিল কি বাবে নামজারি করব ভাই
আগের টাই ভালো ছিলো
Sir, server completely kobe theke calu hobe?
And vumi kor new khotian songjog abedon option kobe theke calo korben
ফুল ফিল স্মুথ হইতে জানুয়ারি ১ তারিখ লাগবে
নতুন খারিজ করেছি , এই খতিয়ান নম্বরে আগে কখনো খাজনা দেয়া হয়নি , অনলাইনে হোল্ডিং /খতিয়ান নং দিয়ে সার্চ করে তথ্য পাওয়া যাচ্ছেনা । এইটা কীভাবে এন্ট্রি করবো? এটা কি তহসিলদারে কাছ থেকে অনুমোদন নিতে হবে?
স্যার পূর্বের হাতে লেখা নামজারী খতিয়ান দিয়ে দুইটি দলিল রেজিষ্ট্রী হয়েছে, তো নামজারী আবেদন হচেছ না কিভাবে নামজারী আবেদন করব।
ভাই আমরা কম্পিউটারে দোকানে কাজ করি এখন কেউ যদি খতিয়ান বের করতে আসে তাহলে আমরা যে আইডিটা খুলেছিলাম সেই আইডিটা দিয়ে বের করে দেওয়া যাবে একটু জানাবেন প্লিজ
ইউজার নাম ভুল হলে nid এর সাথে না মিললে কি করণীয়
যেই সব নামজারি খতিয়ান ফ্রী পরিশোধ করা হয়েছে,কিন্তু করণীক ভুল আছে।সেই সব নামজারি খতিয়ানে করণীক ভুল সংশোধন অপশন কি আর পাওয়া যাবে না। নাকি কি ভাবে করণীক ভুল সংশোধন করতে হবে, সেই বিষয়টি জানালে উপকৃত হতাম
লগইনে ক্যাপচা খুব কঠিন। এটা সবাই বুঝেনা। আরও সহজ করা উচিত
বিষয়টি বিবেচনা করা হবে। ধন্যবাদ
এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে এই লেখা আসে, এখন কি করবো
আমার এইডি কার্ড দিয়ে কে বা কারা রেজিস্ট্রেশন করছে জানি না এখন আমি কি করে কারেকশন করবো?
পিতা বেচে থাকতে জমি রেজিষ্ট্রেশন করে নেওয়া হয়েছে কিন্তু নামজারি করা হয়নি প্রায় ২৩ বছর হয়ে গেছে। এখন সমস্যা হলো দলিল ছাড়া আর বাকী কোন কাগজ নেই, রেকড হয়েছে দাদার নামে,এ সমস্ত জমি কিভাবে নামজারি করতে হবে।
আসসালামুয়ালাইকুম, আমি প্রবাসী এনআইডি কার্ড হইনি জমি দলিল খারিজ হয়েছে জন্ম নিবন্ধন দিয়ে
বড় বিপদ হল খাজনা দিতে হলে হোল্ডিং নং এর জন্য যার জমি তার এনআইডি কার্ড বাধ্যতামূলক এটা কিভাবে করলো বুঝলাম না, আপনি দয়া করে আমাকে বলেন আমি আমার খাজনা হোল্ডিং কিভাবে খুলবো পরিবারের এন আই ডি কার্ড দিয়ে পরিশোধ করা যাবে কিনা ভালো থাকবেন
Ekta number diye ekadik abedon alada alada nid diye kivabe korte parbo ?
একটা মোবাইল নম্বর দিয়ে একটাই ইউজার ক্রিয়েট করতে পারবেন
খতিয়ানের জন্য ১০০ টাকা পেমেন্ট করলাম কিন্তু ডাইনলোড অপশনে গেলে সিস্টেম ইরর দেখাচ্ছে কেন?
খতিয়ান ডাউনলোড করা যাচ্ছে না কিন্ত টাকা কেটে নিচ্ছে
১৬১২২ নম্বরে কল দিয়ে ইস্যুটি জানাবেন প্লিজ
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? রেজিষ্ট্রেশন করা আই ডির নাম অথবা ফোন নম্বর পরিবর্তন করা যাবে কিনা জানাইবেন। আমার একটা নিবন্ধন কিত মোবাইল নম্বর পরিবর্তন করা দরকার। কি ভাবে পরিবর্তন করব জানালে উপকৃত হতাম।
ভাই আমি লগিন করলে দেখায় যে মোবাইল নাম্বার টি আগে ব্যহৃত হয়েছে এটানকি করব
আপনার মোবাইল নম্বর দিয়ে ইউজার ক্রিয়েট করা ছিলো। পাস ওয়ার্ড রিসেট করে নেন
জাতীয় পরিচয় পত্র দিয়ে ভেরিফিকেশন করা যাচ্ছে না কেন ভাই
কিছু অপশন মিসিং
১. ফোন নাম্বার পরিবর্তন অপশন নাই। এটা যুক্ত করুন।
২. এন আইডি সংশোধন হলে আপডেট করার সুযোগ নাই। আগের ভুল নাম শো করে। এই অপশন যুক্ত করার অনুরোধ করছি।
ধন্যবাদ পরামর্শের জন্য
ফরমেট টা অনেক কঠিন করছে আবার otp 2মিনিট টাইম দিচ্ছে ফোন দিয়া আনতে আনতে টাইম শেষ
Nid ছাড়া লগ-ইন করা কি যাবে,
না
এন আইডি সংশোধন হলে পরবর্তীতে সংশোধিত এন আইডি কিভাবে সাবমিট করতে হবে?
পরবর্তীতে আমরা একটি অপশন চালু করে দিবো
এন আই ডি নাম্বার বিদ্যমান লিখা আসতেছে করণিক কি?
আমার ও এই 1 কোই সমস্যা
আমাদের পূর্বে রেজিষ্ট্রেশন করা ছিল ১৭ ডিজিটের এনআইডি দিয়ে। এখন নামজারি করতে গেলে ওইটা পরিবর্তন করার সুযোগ রাখা হয়নি। ফলে নামজারী আবেদন করাও সম্ভব হচ্ছে না। এই সমস্যার কী কোন সমাধান হবেনা?
১০ ডিজিট বের করেন। তাহলে পারবেন।
ওইটা তো বের করেছি। কিন্তু পুরাতনটা বাদ দেওয়ার কোন অপশন রাখেনি। পূর্বে এই ঝামেলা ছাড়াই পরিবর্তন করা যেত।
এই ইস্যুটি সমাধান হয়ে যাবে ১/২ দিনের মধ্যে। টিম কাজ করছে
I.D ও মোবাইল নং নিয়ে অনেক সমষ্যা সৃষ্টি হইতেছে। সমাধান কি?
জন্ম নিবন্ধন দিয়ে নাগরিক প্রফাইল খোলার সিস্টেম চালু করার অনুরোধ জানাচ্ছি।
আমার তো এনআইডি বিদ্যমান দেখাচ্ছে প্রোফাইল আপডেট হচ্ছে না
Sm2u
এখনো টাকা ছাড়া নামজারী হয় না কেন?
বিষয়টি অসত্য নয়।
এখন হেডার সার্ভার বানাইছে।
নামজারি আবেদন করলাম। সবকিছু যাচাই বাছাই করে এপ্রুভ করে, তারপর ও কেন হারামখোরদের কাছে, টাকা দিতে হয়?
এখন যে টা বানাইছে মানুষ এর হয়রানি ছাড়া আর কিছু না