আমেরিকায় বাঙ্গালী পাড়া প্রথম দেখলাম..বাংলায় লেখা দোকানের নাম..বাঙালী দোকানী..শীতের বিকেলে গরম মোমো

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 958

  • @soumitachakraborty7595
    @soumitachakraborty7595 11 месяцев назад +10

    নিউইয়র্কে বাংলায় লেখা,বাংলা ভাষায় কথা বলা বাঙ্গালী লোকজন দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর থেকে বড়ো কথা হলো বাঙ্গালী দের আলাদা পাড়া আছে। ❤❤❤❤❤

  • @Mahikadas
    @Mahikadas Год назад +15

    তোমার দিদার কথা শুনে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল ,ছোটবেলায় এরকম ভাবে আমি ঠাকুমার পাশে বসে থাকতাম ঠাকুমা পান চিবিয়ে তারপরে সেটা মুখ থেকে বার করে আমাকে দিতো আমি খেতাম। তার সাদ সত্যিই অনবদ্য।
    অনেক ভালোবাসা ❤

  • @sunipagoswami8541
    @sunipagoswami8541 Год назад +7

    মহুয়া তোমার আজকের ব্লগে আমেরিকার ছোটো একটুকরো বাঙালি পাড়া দেখে ভীষণ ভালো লাগলো।❤

  • @sutapakarmakarroy9988
    @sutapakarmakarroy9988 Год назад +90

    পানের ঝাঁঝে ,না, কি দেশের স্বাদে চোখে জল প্রবাসী মহুয়ার? পানের চমনবাহারের মত মিষ্টি ভরে থাকুক জীবন জুড়ে। love❤ from kolkata

  • @nupurdey7584
    @nupurdey7584 Год назад +6

    ছোট বেলা আমাকে ও ঠাকুমা এরকম মুখ থেকে আমার মুখে একটু দিয়ে দিত। তোমার কথা শুনে আমার ও মনে পড়ল। খুব ভাল লাগল।

  • @pankajkar5438
    @pankajkar5438 Год назад +3

    খুব ভালো লাগলো পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম

  • @siktabiswas6720
    @siktabiswas6720 Год назад +33

    অপূর্ব এক অনুভূতি হল ❤❤❤❤ আমেরিকার বুকে ছোট্ট এক টুকরো বাংলা 🥰🥰🥰🥰🥰

  • @mikasaakerman8457
    @mikasaakerman8457 Год назад +4

    দিদি দেখে খুব ভালো লাগলো। দিদি শুভ মকর সংক্রান্তি। পিঠে পরবের অনেক অনেক শুভেচ্ছা। আজ ঘুড়ি উৎসব। ভালো করে কাটাও। সুস্থ থাকো আর অনেক অনেক ভালো থেকো তোমরা সবাই। ভালোবাসা নিও বাঁকুড়া থেকে।

  • @tapatisarkarcrystaljubleem1778
    @tapatisarkarcrystaljubleem1778 Год назад +5

    অসাধারণ সুন্দর একটি ভিডিও
    খুব ভালো লাগলো। এখানে সবকিছু পাওয়া যায়। তোমরা সবাই সাবধানে থেকো এতো ঠান্ডায়।❤

  • @purnimachakraborty2166
    @purnimachakraborty2166 11 месяцев назад +2

    সত্যি খুব সুন্দর লাগলো ।

  • @smitachakraborty7447
    @smitachakraborty7447 Год назад +53

    নিউইয়র্কের মতো শহরের মধ্যেও বাঙালিরা বাঙলা ভাষা, খাবার, পোশাক আর ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে আগলে রেখেছেন,এনারা ধন্য।জয় হোক বাংলা আর বাঙ্গালীর, ধন্যবাদ মহুয়া, তোমার ব্লগ গুলো শুধু আনন্দ দেয় না অনেক সুন্দর আবেগে আপ্লুত করে, তোমার চোখে আমরা এতো সুন্দর দেখি রে মনেই হয়না আমি নিজের ঘরে আছি।❤

  • @rupapaul5956
    @rupapaul5956 11 месяцев назад +2

    বিদেশের মাটিতে বাংলার স্বাদ দারুণ দিদি,খুব ভালো লাগল

  • @papiyaadhikary6573
    @papiyaadhikary6573 Год назад +4

    দিদি আপনার দিদা র পান র গল্পটা আমারো একইরকম ঠাকুমা র সাথে হত ছোটবেলায়।।।।ঠাকুমা পান চিবিয়ে মুখ থেকে বের করে দিত র আমি খেতাম।।।।।তোমার কথা শুনে ছোটবেলার কথা মনে পরে গেলো।।।।।।।।

  • @sankardas7534
    @sankardas7534 Год назад +3

    আমেরিকায় এই রকম একটা বাঙালি পাড়া আছে জেনে খুব খুশি হলাম ভাল থেকো সবাই

  • @pritamdas1807
    @pritamdas1807 Год назад +7

    খুব ভালো লাগলো। বড্ড তারাতারি শেষ হলো মনে হলো

  • @prathanapramanik6141
    @prathanapramanik6141 8 месяцев назад +1

    Khub Sundar laglo. Ghore bose newyork er bangali para dekhar sujok tumi dile ... Thak you .

  • @Koustav19-b7r
    @Koustav19-b7r Год назад +231

    সত্যি দিদি new york এর মতো জায়গাতে আমাদের দেশের ভাষা দেশের খাবার এর থেকে ভালো আর কি চাই❤😊❤ তোমার ভিডিও দেখে মনে হলো new york এর মধ্যে দিয়ে ভারতের রাস্তা বয়ে গেছে ❤😊

    • @MonsVurivoj
      @MonsVurivoj Год назад +2

      ❤️❤️❤️❤️

    • @leogaming6740
      @leogaming6740 Год назад +18

      New york mane sorgo noi! Er theke amader desh India aro sundor ❤

    • @Chayan-v1l
      @Chayan-v1l Год назад +5

      ​@@leogaming6740 Na America besi sundor

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +13

      অসংখ্য ধন্যবাদ😊❤️🙏

    • @Soma-wu2fk
      @Soma-wu2fk Год назад

      Jackson heights er kotha golper boi e porechhi ... SOKHA ( Nandita Bagchi)

  • @khushidey597
    @khushidey597 Год назад +19

    বিদেশের মাটিতেও আমাদের সংস্কৃতিকেও এত সুন্দরভাবে রেখেছে দেখেই মন ভোরে গেলো।। বাঙালি পাড়া, বাঙালি দোকান... সত্যি দেখে অবাক 😍আর আজকেও কিন্তু মেহা তোমায় চোখে চোখে রেখেছে,,,আড়াল হতে দেয়নি।।🥰❣️

    • @nmo3148
      @nmo3148 8 месяцев назад

      Bangladeshi knit

    • @bablusantra3396
      @bablusantra3396 7 месяцев назад

      আমাদের সংস্কৃতি আছে মুখ্যমন্ত্রী বাঁড়া বলে

  • @priyadey810
    @priyadey810 Год назад +4

    Ki darun laglo... bidesh e amar matribhasha e lekha signboard dekhe mon ta juriye gelo. Opurbo sundor ❤

  • @aishikipramanick2184
    @aishikipramanick2184 Год назад +1

    Sera video. oshadharon laglo go didi ajker vlog ta .

  • @dibyendudas9850
    @dibyendudas9850 Год назад +3

    Probase Ghorkonnar protiti vlog ato sundor hoi j suru hoar por theke kokhon sesh hoa jai vlog ta bojhai jai. Atotai attentively dekhi 🤩🤩

  • @jayitasom5327
    @jayitasom5327 8 месяцев назад +2

    খুব সুন্দর বক্তা আপনি ভারী আপন করে বলেন শুনতে শুনতে একটা ঘোর এসে যায় মনে হয় আপনি বলে জন আর আমি শুধু শুনতেই থাকি .... ঠিক ছোটো বেলার গল্প শোনার মত .....আরও শোনার অপেক্ষায় রইলাম - স্বপরিবারে ভালো থাকবেন 🙏

  • @pinkimallick7839
    @pinkimallick7839 Год назад +3

    বিদেশের বুকে এতো সুন্দর একটি বাঙালি পাড়া, আবার বাংলায় লেখা সাইনবোর্ড খুব ভালো লাগলো❤❤

  • @roomasarkar4841
    @roomasarkar4841 Год назад +2

    Apnar presentation darun lage tar sange New York er Bangali para khub bhalo laglo.....pan ta dekhe mone holo Kolkata te banano hocche 👌👌

  • @Anuradhakabiraj16
    @Anuradhakabiraj16 Год назад +4

    খুব ভালো লাগলো অনেক কিছু জানলাম ❤️

  • @somaroy9941
    @somaroy9941 Год назад +2

    আপনার জবাব নেই। দেশের সংস্কৃতি, ভাষা, খাবার সব কিছু আমাদের সামনে বিদেশের মাটিতে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Год назад +3

    দারুন ভিডিও আজ ফেইসবুক ই আগে দেখেছি আবার ইউটুবে দেখছি ❤️❤️ দারুন। বাংলা দেখে খুশি হয়ে গেলো 🤘🤘

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 Год назад

    Khub bhalo laglo blog ta. Bangali dokan er ki chai. Khub bhalo. Bhalo theko sobai.

  • @chaitalikarar655
    @chaitalikarar655 Год назад +34

    কখন যে ব্লগ টা শেষ হয়ে যায় বুঝতেই পারিনা ❤❤এতটাই মুগ্ধ হয়ে দেখি ❤❤ ভালো থেকো সবাই ❤️❤️

  • @RinaBiswas-ru1rl
    @RinaBiswas-ru1rl 8 месяцев назад +1

    খুব খুশি আর আনন্দে মনটা ভরে ওঠে তোমার এই প্রোগ্রাম দেখে

  • @SathiKurel
    @SathiKurel Год назад +4

    কি দারুন ব্যাপার.... ভেবেই ভালো লাগছে ❤

  • @kuhelimondal1812
    @kuhelimondal1812 Год назад

    Khub shundor laglo didi video ta..❤❤ tomar video gulo khub taratari sesh hoye jay aktu time ta barate paro...

  • @mithunmondal8730
    @mithunmondal8730 Год назад +7

    বিদেশের মাটিতে আমাদের দেশের খাবার দোকান দেখে খুব ভালো লাগলো দিদিভার আর তুমি খুব ভালো করে দেখলে আমাদের ধন্যবাদ দিদিভাই❤

  • @arunkumarbera6118
    @arunkumarbera6118 Год назад +1

    সুন্দর উপষ্থপানা মন ভোরে গেলো, নমস্কার

  • @annikarahmanjhumar2273
    @annikarahmanjhumar2273 Год назад +5

    love from Bangladesh ❤🇧🇩

  • @sarbanimukhopadhyay3522
    @sarbanimukhopadhyay3522 Год назад +11

    Jackson heights er 73rd street er name change kore Bangladesh street kore diyechhe NYC authority 😊
    Khub bhalo laglo 🥰

  • @AyantikaBiswas-l8q
    @AyantikaBiswas-l8q Год назад +3

    কি ভালো লাগলো এই ভিডিও টা ❤ যখন দেখি বিদেশের মাটিতে দেশের কিছু আরো বেশি ভালো লাগে বিদেশে বাংলায় লেখা বাংলায় কথা বলা তখন যে কি ভালো লাগে ❤ চোখের কোনায় জল চলে এলো এই ভিডিও টা দেখে .....মন্ টা ভারি হয়ে গেলো ❤

  • @sukla1322
    @sukla1322 Год назад

    Darun sundar.Apnara Khub enjoy karchen dekhe Khub Valo laglo.Sabi Valo thakben.

  • @Subratavlogsofficial1
    @Subratavlogsofficial1 Год назад +4

    Mon valo Kora vedio🥰❤️

  • @gopichatterjee8987
    @gopichatterjee8987 Год назад +1

    Tomar video na asa obdhi mon kharap e thake .
    Tomra o sobai khub valo theko sustho theko sabdhane thako ❤❤

  • @sucitaakhter7357
    @sucitaakhter7357 Год назад +15

    আমিও বাংলাদেশী আপনার মুখে দেশের নাম শুনে বুকের মাঝে ধুক করে উঠলো ❤

  • @rajubiswas7452
    @rajubiswas7452 Год назад +2

    তোমার পান চিবিয়ে খাওয়ার কথা শুনে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেলো ❤❤❤❤ luv u from bagula ....

  • @papiyabhandari9641
    @papiyabhandari9641 Год назад +20

    বিদেশের মাটিতে দোকানে দাঁড়িয়ে বাংলাতে কথা এ এক আলাদা অনুভুতি❤❤

  • @nasrinbaidya5223
    @nasrinbaidya5223 Год назад

    Khub valo laglo....r ei je didar paan chibia nia dea....ei jinis gulo mone hoi ekhon r hoina....amader choto Bela sotti koto sundor chilo

  • @GopaGhosh-c5y
    @GopaGhosh-c5y Год назад +5

    Lovely experience...enjoy to the fullest ❤

  • @swatimukherjeesyoucanokoi909
    @swatimukherjeesyoucanokoi909 Год назад

    মিষ্টি পান গুলো দেখে খুব লোভ হচ্ছে,ভাবা যায় না odeshe পান ভাবা যায় na

  • @tjunog
    @tjunog Год назад +57

    বিদেশের মাটিতে নিজের মাতৃভাষায় লেখা হোর্ডিং বোর্ড দেখার যে কি আনন্দ একমাত্র যারা দেখেছে তারাই জানে। 😍🥺 কি ভালো লাগলো জায়গা টা দেখে, মনে হচ্ছে একবার টুক করে গিয়ে দেখে আসি যেনো😍❤ দারুন সুন্দর!

  • @manishadey3479
    @manishadey3479 Год назад

    আজকের ভিডিও টা একবারে জমজমাট । খুব খুব ভালো লাগলো। তোমার সঙ্গে সঙ্গে আমরাও দেখলাম ।

  • @mahbubhasanshetu
    @mahbubhasanshetu Год назад +9

    দিদি, বাংলাদেশ থেকে দেখছি। তোমার নিউইয়র্ক এর ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখছি। বাংলাদেশী দোকান দেখে আমার মনের ভিতর মোচড় দিলো। কিন্তু ঢাকায় ৬৪ পিছের এই মাটির পাত্র / ডিনার সেট এর স্থানীয় মূল্য ৬৫০০ + টাকা মাত্র। তোমার জন্য শুভকামনা সবসময়

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ😊❤️🙏ও তাই বাহ্

  • @mullicamukherjee7026
    @mullicamukherjee7026 Год назад +2

    আমার দিদাও পান চিবিয়ে পান খেতে দিত, উনি এখন আর আমাদের মাঝে নেই, খুব মিস করি দিদাকে🥹

  • @sheulibiswas6175
    @sheulibiswas6175 Год назад +15

    কিছুদিন পর আমিও দেশ ছেড়ে প্রবাসী হতে চলেছি। দিদির ভিডিও দেখলে এখনই কান্না পাচ্ছে😢

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +3

      বাড়ির লোকের সঙ্গে আনন্দে কাটাও😊❤️🙏

  • @soniamaity3584
    @soniamaity3584 7 месяцев назад +1

    আপনার মুখে মেদিনীপুর এর নাম শুনলে মন টা ভরে যায়। Love 4m Midnapore ❤❤

  • @barnalimondal7343
    @barnalimondal7343 Год назад +51

    মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা ! তোমার কোলে, তোমার বোলে,কতই শান্তি ভালোবাসা! বিদেশের মাটিতে এক টুকরো বাংলা ❤❤❤

  • @malasinha4625
    @malasinha4625 Год назад +1

    তোমরা যে খুব ভালো মনের মানুষ। যেখানে যাবে বা থাকবে ভালোবাসা পাবে ও নিজেরাও ভালো বাসা ছড়িয়ে আসবে।আর তোমার মতো সুন্দর মনের মানুষ না হলে আমার ও কি ভাবে চলবো। ভালো থেকো সুন্দর থেকো সবসময় ❤❤❤❤❤

  • @aditibiswas2464
    @aditibiswas2464 Год назад +5

    এতো তাড়াতাড়ি Video পেয়ে যে মনটা আনন্দে নেচে উঠলো।। উফ্ কি যে ভালো লাগছে❤

  • @amitshil5396
    @amitshil5396 Год назад

    Tomar vlog manai to otti sundor❤❤❤🥰🥰amadar gorvo hoi amara bangli😊

  • @donagoswami1192
    @donagoswami1192 Год назад +18

    তাহলে তোমাকে কেউ দিদি বলে ডাকলো❤, কলকাতায় বসে এটা ভেবে আমার মনটা ভালো লাগছে বাঙালি রা সর্বত্র বিরাজমান 😊

  • @jhumpal3740
    @jhumpal3740 Год назад +1

    Sotti New York er moto jaigai Bangala vashai lakha dakha khub valo laglo.
    Amar to khub valo lage tomar vlog dakhta❤❤❤❤❤

  • @mousumichakraborty3138
    @mousumichakraborty3138 Год назад +6

    সত্যি নিউ ইয়র্ক কে বাংলা ভাষা আমাদের যে কি ভালো লাগছিল ।❤❤আবার পান দেখে খুব ভালো লাগলো 😂❤👌।

    • @jayitasom5327
      @jayitasom5327 7 месяцев назад

      আমেরিকা ও ইংল্যান্ডে বাংলার চলন - কথাবার্তা চালু আছে মূলত বাংলাদেশীদের কল্যাণে - এটা অবশ্য ই আনন্দের কথা ।❤️

  • @mandiragupta9772
    @mandiragupta9772 Год назад

    Daarun laage tomar vlogs dekhte....Mone hoye kono golpo sunchi.....your voice over is awesome....keep it up Mohua😊

  • @swadanusar-hh2xq
    @swadanusar-hh2xq Год назад +9

    আপনার মনের অনুভূতি আমি feel করতে পারছি জানেন দিদি ভাই আমি দেশের নানান রাজ্যে 20 বছর কাটিয়ে এখন বাংলার মাটিতে আছি।
    এই অনুভূতি ভাষায় কি ভাবে বহিঃপ্রকাশ করবো আজও বুঝতে পারিনা দিদি ভাই। আন্তরিক ভালোবাসা রইলো আপনাদের সবার জন্যে ❤

  • @tiyasakar13
    @tiyasakar13 Год назад

    Bar bar RUclips check kori for new vlog. Eto shundor voiceover. Peaceful and soothing.

  • @entertainmentblog207
    @entertainmentblog207 Год назад +20

    বাংলা লেখা দেখে এত আনন্দ হলো ।মন ভরে গেলো😊

  • @Virinchibaba
    @Virinchibaba 11 месяцев назад

    এত ভাবাই যাচ্ছে না।এমন আগে কখনো শুনিনি।খুব মজা পেলাম মহুয়াদি।

  • @priyanshubaidya9331
    @priyanshubaidya9331 Год назад +2

    New York এর মতোন জায়গায় নিজের মাতৃভাষা দেখে একদম মন ভরে গেল। 😌❤️

  • @polyschannel9251
    @polyschannel9251 Год назад

    Anekdin por tomar bolg dekhlam
    Darun laglo bideshe bangali Para
    Khub anondo pelam go
    Sabaike nia khjb sustho yheko

  • @sipraparuadas3800
    @sipraparuadas3800 Год назад +8

    এই বাংলায় লেখা দোকান গুলো দেখে একবারও মনে হচ্ছে না যে ওটা বিদেশ, মনে হচ্ছে যেন আমাদের পাড়ার মোড়ের দোকান গুলো। আমাদেরও এই ভাবে পান চিবিয়ে দিতো খুব সুন্দর লাগতো খেতে। এখনো পান খেতে মাঝে মাঝে ইচ্ছে করে কিন্তু এতো কম বয়সি মেয়ে হয়ে ওয়ান দোকানে গিয়ে পান কিনবো বিষয় টা খুব ভালো দেখায় না। তাই ইচ্ছে টা ইচ্ছেই থেকে যায়। ❤️❤️❤️❤️

  • @mahbubulalam8318
    @mahbubulalam8318 8 месяцев назад

    চমৎকার বাচনভঙ্গী।

  • @duttabrothers2638
    @duttabrothers2638 Год назад +25

    বাংলা ভাষাকে যারা অপমান করে তাদের এই ভিডিও দেখে বোঝা উচিত যে বাংলা ভাষার মাধূর্য্য কত,❤❤

  • @sujatamal573
    @sujatamal573 Год назад

    Mohua pan dekhe amar bhison bhalo laglo ami bhison pan khai too tai khub bhalo laglo

  • @debjanisarkar2631
    @debjanisarkar2631 Год назад +12

    খুব ভালো লাগলো। পান সাজাটাও দারুন লাগলো,একদম আমাদের এখানে যা যা মসলা দেওয়া হয় সব তাইই দিলেন।❤❤❤

  • @himelghosh8784
    @himelghosh8784 8 месяцев назад

    খুব ভাল লাগল খুব ভাল লাগলো

  • @palas6
    @palas6 Год назад +7

    নিউ ইয়র্কের এই বাঙালি পারার কথা বহু বছর আগে শুনে ভাবতাম আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি পরে ধারণা বদলায়। নিউ ইয়র্ক ও বাফেলো সিটির প্রায় সব বাঙালিরা হচ্ছেন বাংলাদেশের মানুষ।সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। ❤❤❤❤❤❤❤

  • @narayanchandramondal4953
    @narayanchandramondal4953 7 месяцев назад

    Very nice presentation with melodious tune. Thank.

  • @jhinukbose7509
    @jhinukbose7509 Год назад +4

    খুব সুন্দর লাগল আজকের vlog❤❤
    আপনাকে খুব সুন্দর লাগছে❤❤

  • @rumiyachatterjee9327
    @rumiyachatterjee9327 Год назад

    Darun laaglo...New York er amon bangali atmosphere!!!!just bhaba jay na

  • @pp0254
    @pp0254 Год назад +8

    সত্যি দি ভাই যেসব দেশে আমরা যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারিনা সেইসব দেশে কি আছে না আছে সব তোমার ভিডিও দ্বারা দেখতে পাচ্ছি। বাড়িতে বসে❤😊 খুব ভালো থেকো। আজকের ভিডিও খুব সুন্দর লাগলো❤

  • @jagaranchattaraj1347
    @jagaranchattaraj1347 Год назад +1

    আহা সুদূর নিউ ইয়র্কে বাঙালি পাড়া দেখে মনটা আনন্দে ভরে গেলো।আর মহুয়া তোমার বর্ণনায় পুরো চিত্রটা আরও একবার ভালো করে ফুটে উঠলো।অনেক না দেখাতে পারা ছবিও চোখের সামনে

    • @jagaranchattaraj1347
      @jagaranchattaraj1347 Год назад

      ভেসে উঠলো।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад

      অসংখ্য ধন্যবাদ😊❤️🙏

    • @jagaranchattaraj1347
      @jagaranchattaraj1347 Год назад

      @@probaseghorkonna2712 অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমাদের থেকে সরাসরি উত্তরের লেখা পেলে সত্যিই খুবই ভালো লাগে।আর মহুয়া তুমি বলছিলে না যে তোমাদের ছোটবেলায় দিদার

    • @jagaranchattaraj1347
      @jagaranchattaraj1347 Год назад

      সঙ্গে চিবানো পান খেতে সেটা আমিও তাই করতাম এবং সেটা যে কি ভালো লাগতো তা বলে বোঝানো যাবে না।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +6

    পানটা মোড়ানোর কায়দাই আলাদা রকমের! ❤❤

  • @SonaliKanji-u1q
    @SonaliKanji-u1q Год назад +1

    তোমার ছোট্ট বেলার গল্প শুনে আমার ছোট্ট বেলার কথা মনে পড়ল। আমার ঠাকুরমা এমনই করতেন।

  • @sarker_2022
    @sarker_2022 Год назад +14

    Mehu has become so responsible and smart,love you all, guys🇧🇩🇧🇩

  • @ashimbanerjee5434
    @ashimbanerjee5434 Год назад

    আমি অনেক অনেক কিছু জানতে পারলাম আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন

  • @soumidas9692
    @soumidas9692 Год назад +17

    বাঙালি পাড়া দেখে মনে হচ্ছে কলকাতায় রয়েছি। 😊

  • @samapikasingha7050
    @samapikasingha7050 Год назад +1

    Oshadharon onuvuti di vaii tmr choke diye kato ojana sohor dekhte pai ki j valo lage bole bojhate parbo na ❤❤❤

  • @tanusreepal7768
    @tanusreepal7768 Год назад +9

    আমরাও ভাই বোনেরা ঐ ভাবে ঠাকুমার কাছ থেকে পান খেয়েছি ছোট্ট বেলায়😊 পরে বড় হয়ে দুপুরে ঠাকুমা ঘুমিয়ে পড়ার পর সুযোগ বুঝে চুরি করে শুধু পান পাতা চবন দিয়ে খেয়ে ফেলেছি😅

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      😃❤️❤️

    • @tanusreepal7768
      @tanusreepal7768 Год назад

      @@probaseghorkonna2712 ধন্যবাদ দিদি । তোমার ও তোমার পরিবারের জন্য অনেক ভালবাসা ও শুভ কামনা রইল শান্তিনিকেতন থেকে ।

  • @moualok
    @moualok Год назад +2

    New York er moto jaygay mini India dekhe bangla vasha, bangla lekha dekhe monta juriye gelo. Tumi sustho theko valo theko mahuya dee. ❤❤

  • @Laksh_Golla
    @Laksh_Golla Год назад +2

    Watching from Australia🇦🇺🇦🇺🇦🇺 lots of love ❤❤❤❤

  • @Anuruddhokitchen
    @Anuruddhokitchen 7 месяцев назад +1

    আপু আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আপনার ব্লক গুলো অনেক সুন্দর, আপনার পান খাওয়া দেখে তো আমারও পান খাইতে ইচ্ছে হলো।

  • @myworld3364
    @myworld3364 Год назад +3

    Gorbe buk fule uthlo didi❤
    Being an Indian, I am feeling proud

    • @poulomids
      @poulomids Год назад

      Ota kintu Bangladeshi para. India er bangali der noy. 😅

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ😊❤️🙏

  • @purabidas117
    @purabidas117 Год назад +1

    সত্যি মহুয়া তোমার ছোটো বেলার পান খাওয়ায় গল্পো আমার ছোটো বেলার কথা মনে পড়ে গেলো , আমিও ওই ভাবেই পান খেতাম , মায়ের থেকে দিদার থেকে , আমার মা গোপাল জর্দা খেতো, আর তার গন্ধই আমার পান খাবার ইচ্ছা হতো , সেই থেকে আমিও এখন পান খোড়,😂

  • @sohamkhan7681
    @sohamkhan7681 Год назад +8

    খুব ভালো লাগছে নিউইয়র্ক সিরিজ। ভালো থেকো সবাই❤️। সব ঠিক ছিলো but যেটা লক্ষ করা গেলো আগের নিউইয়র্ক ভিডিও গুলোতে রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আজকের বাঙালি পাড়ায় দেখলাম লোকজন কিভাবে রাস্তাঘাটে পলিথিন,জুস ক‍্যান, চায়ের কাপ আরো খাবারের প‍্যাকেট সব ফেলে রেখে দিয়েছে। যেভাবে আমাদের দেশে রাস্তাঘাটে ভর্তি থাকে সেরকম। ভারতীয় বা বাঙালিদের ছোটো করা নয় এটা থেকে বোঝা যায় ওদের থেকে আমরা মানসিকতা, discipline, manners এসব দিক থেকে অনেক পিছিয়ে। ভালো থাকবেন দিদি।

    • @pabitraproblemandsolution4833
      @pabitraproblemandsolution4833 Год назад

      भारत से या बांग्लादेश से। কোন দেশের मानुष ?

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад

      ঠিক কথা একটু অবিনস্ত ছিল❤

  • @mallikasarkar-jv7lp
    @mallikasarkar-jv7lp Год назад +2

    মহুয়া দারুন লাগলো এই ব্লগ টা দেখে,কিযে বলবো পান বানানো দেখে আর বাংলা য় লেখা দেখে মনটা খুশিতে ভরে গেল। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।

  • @diptidas1916
    @diptidas1916 Год назад +8

    আমাদের এখানে ৫০ টাকা এক প্লেট মোমো 🤭🤭🤭পান হচ্ছে বাঙালির ইমোশন্সঅসম্ভব ভালো লাগলো দিদি ♥️

    • @Deepa_s_Diary
      @Deepa_s_Diary Год назад +1

      আমরা তো আবার ৩৫ টাকায় এক প্লেট চিকেন মোমো পাই😅

    • @BabliSaha-b9b
      @BabliSaha-b9b Год назад +1

      Amra 40

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +2

      ঠিক কথা😊❤

  • @mandiraroychowdhury8859
    @mandiraroychowdhury8859 Год назад

    Darun. New York e bangalee para. Khb sundar.

  • @zoyabasu3389
    @zoyabasu3389 Год назад +3

    Quee ns hoche NYC পাঁচটি borough মধ্যেই একটা borough NYC বাইরে নয় Jamon Bhabanipur beleghata ইত্যাদি এমন সব area আছে quuens বা Brooklyn এ যার property ভ্যালু Manhattan থেকে অনেক বেশি.. Jackson's Heights খুব দামী জায়গা commercial property দাম খুবই বেশি..

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад

      ও আচ্ছা ভালো লাগল জেনে😊thank you 😊❤

  • @sampakoley3374
    @sampakoley3374 Год назад

    Khub valo laglo,aamaro bidesh bhromon holo

  • @thememoryvlogs
    @thememoryvlogs Год назад +2

    We really wait everyday just to see ur video and make our day happy ❤

  • @sanjibsarkar1081
    @sanjibsarkar1081 7 месяцев назад

    অনেক ভালো লাগলো ।

  • @shubhamukherjee3186
    @shubhamukherjee3186 Год назад +18

    I used to make paan for my Dadu and Thakuma, although we used to call her Dida, but she never minded, anyways growing up in our New Delhi house, my grandparents had a special corner outside the kitchen, and it was my grandparents paan corner. It had everything, from beetle nut leaves to beetle nuts, to chunna, kattha, gilukand and that special paan powder, I forgot the name of the brand though. Those were the good old 80’s.

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +3

      অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতিটি শেয়ার করার জন্য😊❤

  • @kasturimajumdar7160
    @kasturimajumdar7160 10 месяцев назад

    Khub bhalo laglo ey videota ❤