Brong Sikkim from Darjeeling by self-driving car সিকিমের বন্যার পর বোরং দার্জিলিং থেকে নিজের গাড়িতে
HTML-код
- Опубликовано: 21 ноя 2024
- Borong Sikkim from Darjeeling by Car
বোরং সিকিম বন্যার পর
দুর্যোগের পর জেগে উঠছে সিকিম
দীপারুণ ভট্টাচার্য
সিকিম ভারতের পর্যটক প্রিয় একটি পাহাড়ি রাজ্য। দেশ বিদেশের পর্যটকেরা এখানে আসেন হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে। অনেকদিন আগে থেকেই পরিকল্পনা ছিল অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে সিকিম যাব ভীরহীন হিমালয়ের সৌন্দর্য দেখতে। সিকিমের পাহাড়ি গ্রামে গিয়েও যদি শহুরে মানুষদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে থাকতে হয়, তাহলে কোলকাতা কিংবা ঢাকা শহর ছেড়ে যাওয়ার দরকার কি!
তবে বিপদ হলো বৃষ্টি! বেশ কয়েক বছর ধরে হিমালয়ের বিভিন্ন জায়গায় একটা প্রাকৃতিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে- মেঘ ফাটা বৃষ্টি। সারা বছরের বৃষ্টি নেমে আসছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই! ভারতের উত্তরাঞ্চল ও হিমাচলের পর এবার এই ঘটনাই হয়েছে সিকিমে। প্রবল বৃষ্টির ধারা হইহই করে নেমে এসে ভাসিয়ে নিয়ে গেছে রাস্তা, বাড়ি ঘর, নদীর ওপর তৈরি ব্রিজসহ আরও অনেক কিছু। সিকিমের এই বন্যায়ও ভেসে গেছে ১৫টি নদীর সেতু। ফলে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ হয়ে পড়েছেন জন-বিচ্ছিন্ন। খাদ্য ও বিদ্যুৎ হীনতাসহ নানান সমস্যায় জর্জরিত। গত ৩ ও ৪ অক্টোবর এই দুই দিনে সিকিমে দুই বছরের সমান বৃষ্টি হয়েছে! এই প্রবল বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বেড়ে যায় ১৫ থেকে ২০ ফুট। সেতু ভেসে যাওয়ার ফলে উত্তর ও পূর্ব সিকিমের যোগাযোগ ভেঙে যায় সম্পূর্ণ। শুধু সিকিম নয়, প্রবল এই বৃষ্টির প্রভাবে দার্জিলিং, কালিম্পংসহ তিস্তা অববাহিকার বাংলাদেশের দিকেও বেশ কিছু ক্ষতি হয়েছে।
সিকিম মূলত পর্যটন প্রধান রাজ্য। আর এটাই মৌসুম শুরুর সময়। সেখানে তাই পর্যটকদের উপস্থিতি ছিল আরও বেশি। তখন সিকিম সরকার পর্যটকদের দক্ষিণ ও পশ্চিম সিকিম ভ্রমণের পরামর্শ দেয়। হোটেলে ফোন করে জানলাম, আমরা যেখানে যাব, মানে রাবাংলা বা বোরং অঞ্চলে, সেখানে তেমন ক্ষতি হয়নি। রাস্তা ঠিক আছে। তাই সিদ্ধান্ত নিলাম আমরা যাব।
আমারা কোলকাতা থেকে দার্জিলিং, জোরথাং, নামচি, রাবাংলা হয়ে বোরং গেলাম নিজে গাড়ি চালিয়ে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মূল রাস্তা সেবক রোড তখনো বন্ধ। কাজেই জোরথাং হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। সে রাস্তায় একটি মাত্র দোলনা ব্রিজ। যার ওপর দিয়ে মাত্র একটাই গাড়ি যেতে পারে। কাজেই পুলিশের নির্দেশে যাওয়ার সময়ে প্রায় দেড় ঘণ্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। হোটেলে পৌঁছে শুনলাম আমরা ছাড়া আর সবাই বুকিং ক্যানসেল করে দিয়েছে। কাজেই দুটো রাত কেবল আমরাই রইলাম বোরং-এর সবচেয়ে ভালো হোটেল ওয়াইল্ড ফ্লাওয়ার রিসোর্টে। আমরাই একমাত্র অতিথি বলে রাজকীয় সেবা পেলাম। কথায় কথায় হোটেলের মালকিন জানালেন, তাঁর ছেলে ও স্বামী দুজনেই সিকিমের অন্যান্য জায়গায় ত্রাণের কাজে গেছেন। তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মুখে হাসি ফোটাতে।
বোরং যারা যাননি তাদের কাছে এই ছোট্ট পাহাড়ি গ্রামের সৌন্দর্য দুই চার কথায় প্রকাশ করা কঠিন। ভোরের সোনালি আলো যখন তুষার শৃঙ্গের ওপর এসে পড়ে তখন হিমালয় যে অবর্ণনীয় রূপ ধারণ করে তা হোটেলের নরম বিছানায় শুয়ে উপভোগ করতে চাইলে সিকিমের এই ছোট্ট গ্রামে আসতেই হবে।
কোলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি কিংবা বিমানে বাগডোগরা এসে সেখান থেকে গাড়ি নিতে হবে। সময় লাগবে মোটামুটি ছয় ঘণ্টা। অনলাইনে হোটেল বুকিং করা যাবে। এখানে কয়েকটা দিন নিরিবিলিতে প্রকৃতি ও পাহাড় উপভোগ করলে মন-প্রাণ শান্ত হবে। তারপর আবার ফিরে যাওয়া যায় মহানগরের নাগরিক কোলাহলে। বোরং থেকে রাবাংলা মাত্র ১৭ কিলোমিটার দূরে। এ ছাড়া আশপাশে দর্শনীয় জায়গার সংখ্যা অনেক। এখানে কয়েকটা দিন কাটিয়ে গেলে ভ্রণের একটা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি হবে।
(এই লেখাটি ঢাকার আজকের পত্রিকা কাগজে প্রকাশিত)
হোটেল বুকিং:
wildflowersikk...
Cottage Rent - Rs.2800 per day without food
4 bed room - Rs.2500 per day without food
2 bed room - Rs.2000 per day without food
Pine is the best Cottage 👌
For other related Vlog
Bijonbari, Darjeeling:
• দার্জিলিং ও বিজনবাড়ি ...
Kolkata to Darjeeling by Car
• কলকাতা থেকে দার্জিলিং ...
#Borong #Sikkim #Darjeeling
সুন্দর জায়গা। সুন্দর এডিটিং।
কি আর এডিট করেছি
Good info... waiting for the next vl9h
Subscribe please
Apurbo....Apurbo prakriti....khub sundor..Happy Diwali...sabai valo theko..
Same to you
Have a great time