চারিত্রিক সনদ - 'আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাযিল করেছি, যাতে 'তোমাদের কথা' আছে, অথচ তোমরা চিন্তা-ভাবনা করো না।' (সূরা আল আম্বিয়া, ১০), এরা রাতের বেলায় খুব কম ঘুমায়, শেষ রাতে তারা আল্লাহর কাছে নিজের গুনাহখাতার জন্যে মাগফেরাত কামনা করে। (সূরা আয যারিয়াত, ১৭-১৯)। তাদের পিঠ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে, তারা নিজেদের প্রতিপালককে ডাকে ভয় ও প্রত্যাশা নিয়ে, তারা অকাতরে আমার দেয়া রেখেক থেকে খরচ করে।' (সূরা হা-মীম সাজদা-১৬) 'রাতগুলো তারা নিজেদের মালিকের সেজদা ও দাঁড়িয়ে থাকার মধ্য দিয়ে কাটিয়ে দেয়। (সূরা আল ফোরকান-৬৪)। এরা দারিদ্র ও সাচ্ছন্দ্য উভয় অবস্থায় (আল্লাহর নামে) অর্থ ব্যয় করে, এরা রাগকে নিয়ন্ত্রণ করে, এরা মানুষদের ক্ষমা করে, বস্তুত আল্লাহ তায়ালা এসব নেককার লোকদের ভালোবাসেন।' (সূরা আলে ইমরান-১৩৪)। 'এরা (বৈষয়িক প্রয়োজনের সময়) অন্যদেরকে নিজেদেরই ওপর প্রাধান্য দেয়, যদিও তাদের নিজেদের রয়েছে প্রচুর অভাব ও ক্ষুধার তাড়না। যারা নিজেদেরকে কার্পণ্য থেকে দূরে রাখতে পারে তারা বড়ই সফলকাম।' (সূরা আল হাশর-৯)। এরা বড়ো বড়ো গুনাহ থেকে বেঁচে থাকে, যখন এরা রাগান্বিত হয় তখন (প্রতিপক্ষকে) মাফ করে দেয়, এরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এরা নামাজের প্রতিষ্ঠা করে, এরা নিজেদের মধ্যকার কাজকর্মগুলোকে পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দেয়। আমি তাদের যা দান করেছি তা থেকে তারা অকাতরে ব্যয় করে।' (সূরা আশ্-শুরা, ৩৭-৩৮)। 'যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই, তখন তারা গর্ব ও অহংকার করে এবং বলে, আমরা কি একটি পাগল ও কবিয়ালের জন্যে আমাদের মাবূদদের পরিত্যাগ করবো?” (সূরা আছ ছাফফাত ৩৫-৩৬)। 'যখন এদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন এদের অন্তর অত্যন্ত নাখোশ হয়ে পড়ে, অথচ যখন এদের সামনে আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের কথা বলা হয় তখন এদের মন আনন্দে নেচে ওঠে।' (সূরা আঝ ঝুমার, ৪৫)। 'তোমাদের কিসে জাহান্নামের এই আগুনে নিক্ষেপ করলো? তারা বলবে, আমরা নামায প্রতিষ্ঠা করতাম না, আমরা গরীব মেসকীনদের খাবার দিতাম না, কথা বানানো যাদের কাজ আমরা তাদের সাথে মিশে সে কাজে লেগে যেতাম। আমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করতাম, এভাবেই একদিন মৃত্যু আমাদের সামনে এসে হাযির হয়ে গেলো।' (সূরা আল মোদ্দাসসের, ৪২-৪৬)। “হ্যাঁ এমন ধরনের কিছু লোকও আছে যারা নিজেদের গুনাহ স্বীকার করে। এরা ভালো মন্দ মিশিয়ে কাজকর্ম করে-কিছু ভালো কিছু মন্দ। আশা করা যায় আল্লাহ তায়ালা এদের ক্ষমা করে দেবেন। অবশ্যই আল্লাহ তায়ালা বড়ো দয়ালু বড়ো ক্ষমাশীল। (সূরা আত্ তাওবা ১০২)। , "আল্লাহর দয়া থেকে তারাই নিরাশ হয় যারা গোমরাহ ও পথভ্রষ্ট।' (সূরা আল হিজর ৫৬)। নিশ্চয় আমার রব দো‘আ শ্রবণকারী’। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না’। আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। হে আমার রব, আপনার নিকট দো‘আ করে, আমি কখনো ব্যর্থ হইনি।///////
Love from Bangladesh 🥰🇧🇩
Love from Bangladesh 🇧🇩
এত সুন্দর! সুবহানাল্লাহ
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Love you
From Bangladesh
Oh my....
Brought me to tears!
Masha ALLAH!
💝💝alhamdulillah osadharon telawyat
Allahumma sholli 'ala sayyidina Muhammad
love you from Bangladesh 😍😍
Masha Allah
I.m Form Bangladesh 🇧🇩💗🇧🇩
جزا كم الله خيرا كثيرا
mash Allah love from BANGLADESH
Love from Bangladesh ❤️❤️❤️❤️
Masallah love from Bangladesh ❤️❤️❤️❤️
Modern marvel....and no word to say ....
রিদজাল আহমদ এর তিলাওয়াত আমার খুব ভালো লাগে
Masha Allah I am watching from Bangladesh
Masha Allah
from Bangladesh💖💖💖🥰🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Both are awesome 🥰🥰MASHALLAHA😍😍
MashaAllah
His voice has natural Auto tune
تبار ك الله تعالى
Love from Bangladesh 🖤
تبا ر ك الله تعالى
❤️❤️❤️❤️ from Bangladesh
Wow love from Bangladesh 🇧🇩❤️
Masha allah..... Love you from our Bangladesh
بار ك الله فينا جميعا 🕋
Masallah masallah ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Love From Bangladesh 🇧🇩🖤
Love From Bangladesh❤️
love U Ridjaal Bro
অবিরাম ভালোবাসা💝💝❤❤🥀🥀
MasaAllah, Love From Bangladesh.
Mashaallah. IT IS Beautiful. LOVE FROM BANGLADESH 🇧🇩
Millions of respect and love from Bangladesh.. 🇧🇩🇧🇩🇧🇩
Manshallah😢love from somalia
That's the reason why I love my name so much🥺
Assalamualaikum warahmatullahi wabarakatuh.Alhamdulillah ya ALLAH.Allahumma Sallialasayyidina Muhammad wa ala sayyidina Muhammad wa Salim taslima.
Mashallah...love from Bangladesh
আলহামদুলিল্লাহ
Indonesia🇮🇩
MasyaAllah ❤️❤️
Al khafi please...
بار ك الله فينا جميعا
So beautiful 😍 Allah is the best creator no doubt... Love from Bangladesh ❤️
Thanksgiving from Motijheel , DHAKA, Bangladesh.
Masallah I'm Forum Bangladesh 😍😍
I'm Love Ridjaal ahemmed 😍😍
تبار ك الله رب العالمين
Masaallah stunning tune and telawat,,,, zazakallahu be khairin
جزا كم الله خيرا كثيرا🕋
From Bangladesh
মাশাআল্লাহ হৃদ জল আহমেদ
masa aallah❤️
from Bangladesh ❤️
Masha Allah 💗 🇧🇩
Take love from Bangladesh 🇧🇩
MasyaAllah adem banget ya Allah. semoga kalian selalu dalam lindungan Allah Subhanahu Wa Ta'ala😊
💝 MashaAllah💝 from 🇧🇩
Masyaallah,salam from indonesia
Mashallah beautiful reaction Quran love from Bangladesh
ما شاء الله الله أكبر و لا إلاه إلا الله
Ridjaal ahmed quran recitation is the best, masallah.
jazakallahu Khairan From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Ma shaa Allah 🥰🇧🇩❤️🥀
Love From Indonesia 🇮🇩
Masaallah ❤❤ From Bangladesh
Love from Bangladesh
The Recitation is Mashaallah
Masha Allah 🇧🇩🇧🇩
Ma Sha Allah...
Love from Bangladesh 🇧🇩
Love you brother,
Love you for allah.
Love you Maa sha allah
masha allah 🇧🇩🇧🇩
Mashallah❤ mashallah ❤ Love from Bangladesh ❤
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩মাশাআল্লাহ
Love from india kashmir
Al-hamdulillah. Love you brother.
MashAllah MashAllah MashAllah MashAllah
I want Sura Mulak in the voice of Sheikh Abdullah Khalifa 🇧🇩🇧🇩🇧🇩
Take love
LOVE FROM MUSCAT OMAN
Mashallah 🖤
Love from Bangladesh
MasyaAlloh.
𝐌𝐚𝐬𝐡𝐚 𝐀𝐥𝐥𝐚𝐡 ❤️
Ma Sha Allah
Subhanallah. Allahu Akbar
هذا من فضل الله
Ma Sha Allah. Ridjaal brother In shaa Allah. upload vedio regularly
Love u from 🇵🇰
Masha Allah
Heart throbbing voice
Massallah Marhaba 🇧🇩
Masha Allah ❤️So beautiful recitation ❤️.Love from Bangladesh 🇧🇩.
❤️
Alhamdulillah 🇧🇩🥰🥰🥰
💔🌹
❤️
Ma sallah so beauti fulll reaktion❤️❤️❤️❤️
Most beautiful recitation I have heard
Ma shaa allah🖤🖤
MachaAllah, qu'Allah Soubhanou Wa Ta'ala vous Bénisse et Bénisse tous les Musulmans. Je regarde vos vidéos depuis la France
الحمد لله رب العالمين
Maa syaa Allah ❤️❤️
Masha Allah💚💚 Watching from Saudi Jeddah
Al Qolam 🙏
MSHAALLAH 🇧🇩🇧🇩🇧🇩♥️
মাশাআল্লাহ, কমেন্ট পড়ে বুঝতে পারলাম রিদজাল আহমাদ ভাইয়ের তেলাওয়াত বাংলাদেশিরা প্রচুর পরিমাণে শোনে, আলহামদুলিল্লাহ 💖💖💖
চারিত্রিক সনদ -
'আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাযিল করেছি, যাতে 'তোমাদের কথা' আছে, অথচ তোমরা চিন্তা-ভাবনা করো না।' (সূরা আল আম্বিয়া, ১০),
এরা রাতের বেলায় খুব কম ঘুমায়, শেষ রাতে তারা আল্লাহর কাছে নিজের গুনাহখাতার জন্যে মাগফেরাত কামনা করে। (সূরা আয যারিয়াত, ১৭-১৯)।
তাদের পিঠ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে, তারা নিজেদের প্রতিপালককে ডাকে ভয় ও প্রত্যাশা নিয়ে, তারা অকাতরে আমার দেয়া রেখেক থেকে খরচ করে।' (সূরা হা-মীম সাজদা-১৬)
'রাতগুলো তারা নিজেদের মালিকের সেজদা ও দাঁড়িয়ে থাকার মধ্য দিয়ে কাটিয়ে দেয়। (সূরা আল ফোরকান-৬৪)।
এরা দারিদ্র ও সাচ্ছন্দ্য উভয় অবস্থায় (আল্লাহর নামে) অর্থ ব্যয় করে, এরা রাগকে নিয়ন্ত্রণ করে, এরা মানুষদের ক্ষমা করে, বস্তুত আল্লাহ তায়ালা এসব নেককার লোকদের ভালোবাসেন।' (সূরা আলে ইমরান-১৩৪)।
'এরা (বৈষয়িক প্রয়োজনের সময়) অন্যদেরকে নিজেদেরই ওপর প্রাধান্য দেয়, যদিও তাদের নিজেদের রয়েছে প্রচুর অভাব ও ক্ষুধার তাড়না। যারা নিজেদেরকে কার্পণ্য থেকে দূরে রাখতে পারে তারা বড়ই সফলকাম।' (সূরা আল হাশর-৯)।
এরা বড়ো বড়ো গুনাহ থেকে বেঁচে থাকে, যখন এরা রাগান্বিত হয় তখন (প্রতিপক্ষকে) মাফ করে দেয়, এরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এরা নামাজের প্রতিষ্ঠা করে, এরা নিজেদের মধ্যকার কাজকর্মগুলোকে পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দেয়। আমি তাদের যা দান করেছি তা থেকে তারা অকাতরে ব্যয় করে।' (সূরা আশ্-শুরা, ৩৭-৩৮)।
'যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই, তখন তারা গর্ব ও অহংকার করে এবং বলে, আমরা কি একটি পাগল ও কবিয়ালের জন্যে আমাদের মাবূদদের পরিত্যাগ করবো?” (সূরা আছ ছাফফাত ৩৫-৩৬)।
'যখন এদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন এদের অন্তর অত্যন্ত নাখোশ হয়ে পড়ে, অথচ যখন এদের সামনে আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের কথা বলা হয় তখন এদের মন আনন্দে নেচে ওঠে।' (সূরা আঝ ঝুমার, ৪৫)।
'তোমাদের কিসে জাহান্নামের এই আগুনে নিক্ষেপ করলো? তারা বলবে, আমরা নামায প্রতিষ্ঠা করতাম না, আমরা গরীব মেসকীনদের খাবার দিতাম না, কথা বানানো যাদের কাজ আমরা তাদের সাথে মিশে সে কাজে লেগে যেতাম। আমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করতাম, এভাবেই একদিন মৃত্যু আমাদের সামনে এসে হাযির হয়ে গেলো।' (সূরা আল মোদ্দাসসের, ৪২-৪৬)।
“হ্যাঁ এমন ধরনের কিছু লোকও আছে যারা নিজেদের গুনাহ স্বীকার করে। এরা ভালো মন্দ মিশিয়ে কাজকর্ম করে-কিছু ভালো কিছু মন্দ। আশা করা যায় আল্লাহ তায়ালা এদের ক্ষমা করে দেবেন। অবশ্যই আল্লাহ তায়ালা বড়ো দয়ালু বড়ো ক্ষমাশীল। (সূরা আত্ তাওবা ১০২)।
, "আল্লাহর দয়া থেকে তারাই নিরাশ হয় যারা গোমরাহ ও পথভ্রষ্ট।' (সূরা আল হিজর ৫৬)।
নিশ্চয় আমার রব দো‘আ শ্রবণকারী’। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না’।
আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। হে আমার রব, আপনার নিকট দো‘আ করে, আমি কখনো ব্যর্থ হইনি।///////
Hmm
alhamdulillah 🇧🇩🇧🇩🇧🇩👍😍😍
আল্লাহু আকবর
ما شاء الله حب من بنجلاديش🇧🇩