আমার মনে হয় কবিতাটি সময়ের এক শ্রেষ্ঠ সৃষ্টি । অনাসৃষ্টি ভরা পতন উন্মুখ মানব জাতির কাছে এ যেনো এক আবেদন -- বুড়ির আকুতির মাধ্যমে। কবিতার বক্তব্য প্রাণে ধারণ করেছেন বাচিক শিল্পী মেধা । সত্যি আবৃত্তি শিল্পে তিনি অনুপমা । এমন হৃদয় ছোঁয়া আবৃত্তি শোনা জীবনের বড় এক প্রাপ্তি । কবিতাটি সকল হৃদয় থাকা মানুষের শোনা উচিত -- বহুবার না হলেও অন্তত একটি বার -- এই হাহাকার !
আপনার আরো কয়েকটি কবিতা মেধার কণ্ঠে শুনেছি। সত্যি খুব সুন্দর লেখা।কিন্ত বাবা আপনার লেখা কবিতাগুলো কিভাবে কোথায় পাবো যদি একটু বলে দেন খুব উপকৃত হই। খুব খুব ভালো থাকবেন।
রাজনীতি আর দুর্নীতির একঘেয়েমি ভুলিয়ে মনটাকে অমৃতলোকের স্বাদ দেবার জন্য আপনাকে ধন্যবাদ। বিশ্বাস করুন কদিন ধরেই খুব চাইছিলাম আপনার উপহার গুলোতে মনকে ভুলিয়ে রাখতে,আর তারই মধ্যে এই সংযোজন।🙏🌹
কবিতাটা শুনতে শুনতে সত্যিই এক অদ্ভূত স্বপ্নের জগতেই পৌঁছে গেছিলাম..... সবার কবিতাই আমি শুনি এবং সব কবিদের লেখাও আমি শুনি, লক্ষ্যও রাখি,.... কিন্তু চন্দনবাবুর এই কবিতার সাথে কোনো কবিতাকেই মেলাতে পারছি না,... এত সুন্দর কাব্যিক বর্ণনায় স্বপ্নের সাথে মিশে যাওয়া....আর মেধা বন্দ্যোপাধ্যায় .... ? অসাধারণ বললেও হয়তো কম বলা হবে,... কবিতা সম্পর্কে আমি এমনিতেই খুঁতখুঁতে,.... ভীষণ অসাধারণ কিছু ভাল না বললে আমি কারোর কবিতা সম্পর্কে কোনো মন্তব্য করি না ,... এই কবিতাটি এবং মেধা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ছোট্ট একটাই মন্তব্য করি,... অনেকদিন পর সর্বাঙ্গসুন্দর, অত্যন্ত নিখুঁত ভাল লাগার একটি পরিবেশনা শুনলাম,... যে উপস্থাপনাটি এ বাঙলায় দ্বিতীয় কোন একজন আবৃত্তিশিল্পীর পক্ষে সম্ভব নয়... এটা বলতেই হল... । কবিতার বিষয়বস্তুর গভীরে প্রবেশ ও অন্বেষণ,.. কন্ঠ, কাব্যিক সৌন্দর্য ও সৌকর্য, অনুপম বাচনশৈলীর কারুকার্য, সর্বোপরি নিজের পরিমিতিবোধ সবটুকুকে একসাথে মিলালেই তবে এ পরিবেশনা সম্ভব.... কবি এবং আবৃত্তিশিল্পী দুজনাকেই জানাই শুভেচ্ছা,... ভাল থাকবেন আপনারা
যাঁর কণ্ঠ ও পাঠ শুনে একলব্যের মতো মন দিয়ে বুঝি, শিখি, চেষ্টা করি, তাঁর কণ্ঠ নিয়ে মতামত দেওয়ার মতো ধৃষ্টতা করার সাহস হয়না। যখনই শুনি মনে হয়, একরাশ প্রাণ যেন ঢালা হলো কানে। সব বিষাদ মুছে যায়। শুধু মুগ্ধতা, মুগ্ধতা, মুগ্ধতা। ভালো থাকুন আপনি Mam। ❤
খুব ভালো লাগলো। সামনে সরস্বতী পুজো তে আবৃত্তি করতে পারবে সাত আট বছরের বাচ্ছা মেয়ে আমার, এমন কিছু একটা পোস্ট করুন না প্লিজ। কবি চন্দন নাথ বা অন্য কারোর। অনুরোধ করলাম
আমার মনে হয় কবিতাটি সময়ের এক শ্রেষ্ঠ সৃষ্টি । অনাসৃষ্টি ভরা পতন উন্মুখ মানব জাতির কাছে এ যেনো এক আবেদন -- বুড়ির আকুতির মাধ্যমে। কবিতার বক্তব্য প্রাণে ধারণ করেছেন বাচিক শিল্পী মেধা । সত্যি আবৃত্তি শিল্পে তিনি অনুপমা । এমন হৃদয় ছোঁয়া আবৃত্তি শোনা জীবনের বড় এক প্রাপ্তি । কবিতাটি সকল হৃদয় থাকা মানুষের শোনা উচিত -- বহুবার না হলেও অন্তত একটি বার -- এই হাহাকার !
🙏🙏🙏
অনেক ধন্যবাদ তোমাকে, মেধা। খুব খুশি হলাম এই লেখা এত সুন্দর করে অনেকের কাছে পৌঁছে দেওয়ায়। শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ো।
কিভাবে এমন লিখা লিখেন কবি!🙏❤️
এখানে আপনার চাঁদবুড়ি কবিতাটা পুরোটা দিতে পারবেন? তাহলে খুব উপকৃত হই। অনেক খুঁজেও অন্যান্য গুলো পেলেও এটা পেলাম না।
আপনার আরো কয়েকটি কবিতা মেধার কণ্ঠে শুনেছি। সত্যি খুব সুন্দর লেখা।কিন্ত বাবা আপনার লেখা কবিতাগুলো কিভাবে কোথায় পাবো যদি একটু বলে দেন খুব উপকৃত হই। খুব খুব ভালো থাকবেন।
অসাধারণ । আমার ভীষণ প্রিয় একজন বাচিক শিল্পী। অনেকদিন পর আবার একটা দারুন উপস্থাপনা।
রাজনীতি আর দুর্নীতির একঘেয়েমি ভুলিয়ে মনটাকে অমৃতলোকের স্বাদ দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
বিশ্বাস করুন কদিন ধরেই খুব চাইছিলাম আপনার উপহার গুলোতে মনকে ভুলিয়ে রাখতে,আর তারই মধ্যে এই সংযোজন।🙏🌹
🙏🙏🙏
খুব ভালো লাগলো তোমার কবিতা, কিছুক্ষণের জন্য অন্য জগতে নিয়ে গেলে বোন । ভালো থাকো তুমি
কবিতাটা শুনতে শুনতে সত্যিই এক অদ্ভূত স্বপ্নের জগতেই পৌঁছে গেছিলাম..... সবার কবিতাই আমি শুনি এবং সব কবিদের লেখাও আমি শুনি, লক্ষ্যও রাখি,.... কিন্তু চন্দনবাবুর এই কবিতার সাথে কোনো কবিতাকেই মেলাতে পারছি না,... এত সুন্দর কাব্যিক বর্ণনায় স্বপ্নের সাথে মিশে যাওয়া....আর মেধা বন্দ্যোপাধ্যায় .... ? অসাধারণ বললেও হয়তো কম বলা হবে,... কবিতা সম্পর্কে আমি এমনিতেই খুঁতখুঁতে,.... ভীষণ অসাধারণ কিছু ভাল না বললে আমি কারোর কবিতা সম্পর্কে কোনো মন্তব্য করি না ,... এই কবিতাটি এবং মেধা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ছোট্ট একটাই মন্তব্য করি,... অনেকদিন পর সর্বাঙ্গসুন্দর, অত্যন্ত নিখুঁত ভাল লাগার একটি পরিবেশনা শুনলাম,... যে উপস্থাপনাটি এ বাঙলায় দ্বিতীয় কোন একজন আবৃত্তিশিল্পীর পক্ষে সম্ভব নয়... এটা বলতেই হল... । কবিতার বিষয়বস্তুর গভীরে প্রবেশ ও অন্বেষণ,.. কন্ঠ, কাব্যিক সৌন্দর্য ও সৌকর্য, অনুপম বাচনশৈলীর কারুকার্য, সর্বোপরি নিজের পরিমিতিবোধ সবটুকুকে একসাথে মিলালেই তবে এ পরিবেশনা সম্ভব.... কবি এবং আবৃত্তিশিল্পী দুজনাকেই জানাই শুভেচ্ছা,... ভাল থাকবেন আপনারা
ভালো লাগল আপনার মূল্যায়ন। শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।
আহা!, আমি অবাক, আমি অবাক হয়ে শুনি, তুমি কেমন করে আবৃত্তি কর হে গুণী.... ❤️❤️
ভালোবাসবার মন্ত্রেই আছে জীবনের পরিচয় । আহা ! কী সহজ সরল অথচ জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ ।
🌹🙏🌹
অপূর্ব অনুভূতিমাখা আনন্দময় সৃষ্টি।
অপূর্ব লেখনী ও উপস্থাপনা,
একরাশ মুগ্ধতা 🙏🙏
Outstanding ❤️❤️❤️❤️ ...নির্বাক হয়ে গেলাম।
Asadharon... Jmn lekha temi abritti... Lekhata jodi pawa jeto🙏🙏
কতদিন পর আমার প্রিয় আবৃত্তি শিল্পীর কন্ঠে কবিতা শুনছি।
আহা, আপনার কণ্ঠে কবিতা গুলো যেন জীবন্ত ছবি হয়ে উঠে হৃদয়ে 💙
মন ছুঁয়ে গেলো।অসাধারণ পরিবেশনা।
অসাধারণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগে আপনার আবৃত্তি, কান পেতে শুধু শুনি আর শুনি
অসাধারণ দিদি, যতবার শুনছি শোনার ইচ্ছে আরো যেন হাতছানি দিয়ে ডাকছে। তোমার আবৃত্তিতে বরাবর মুগ্ধ হই। অনেক ভালোবাসা দিদি ❤️❤️
আহা কি ভালো লাগলো। যেমন সুন্দর লেখা, তেমনি সুন্দর তোমার উপস্থাপনা। খুব ভালো থেকো, আরো আরো এইরকম সুন্দর কবিতা শুনতে চাই।
যতবারই শুনি , শুধু মুগ্ধ হই ।
অনন্য,অসাধারণ
দিদি, আপনার আবৃত্তি মানেই অন্য কিছু। একবার নয়, বার বার শুনতে ইচ্ছে করে।
অপূর্ব অসাধারন 👌👌❤❤একরাশ মুগ্ধতা রইলো কবির লেখনী কে আর আমার প্রিয় আবৃত্তিশিল্পী কে 🙏🏻🙏🏻🙏🏻
হৃদয় ছুয়ে গেলো আপনার কন্ঠের আবৃত্তি
অপূর্ব লাগলো ম্যাম
অসাধারন, অনেক কিছু শুনতে ইচ্ছে হচ্ছে।
যাঁর কণ্ঠ ও পাঠ শুনে একলব্যের মতো মন দিয়ে বুঝি, শিখি, চেষ্টা করি, তাঁর কণ্ঠ নিয়ে মতামত দেওয়ার মতো ধৃষ্টতা করার সাহস হয়না। যখনই শুনি মনে হয়, একরাশ প্রাণ যেন ঢালা হলো কানে। সব বিষাদ মুছে যায়। শুধু মুগ্ধতা, মুগ্ধতা, মুগ্ধতা। ভালো থাকুন আপনি Mam। ❤
কি অপূর্ব এক মুগ্ধতা রয়ে গেলো | দারুণ অভিব্যক্তি।
আহা. . আহা . . কি দরদী কন্ঠ হে. . . বড্ড ভালোলাগা
অসাধারণ ❤
দারুণ মেধা। দুর্দান্ত। ❤️
শুধু মন্ত্র মুগ্ধের মত শুনি। অসাধারণ উপস্থাপনা। ভালো থাকবেন দিদি।
Ek kothai apurbo...koyekbar shunlam...darun ichchey holo share korar..aro ashai roilam kintu
Asadharan, apurbo sundor 🙏🙏🙏
এত সুন্দর করেও বলা যায় । অভিভূত হয়ে গেলাম
অপূর্ব!! আপনার আবৃত্তি আমার খুব ভালো লাগে। লেখক কে ও অসংখ্য ধন্যবাদ।👍❤️
অসাধারণ অপূর্ব..মন ভোরে গেলো..
কী সুন্দর! যেমন কবিতা তেমন আবৃত্তি।
অসাধারণ। আপনার থেকে অনেক কিছু শেখার আছে। চেষ্টা করছি শেখার। ভালো থাকবেন দিদি।
অসাধারন….
আমিতো হারিয়েই গেলাম কোথায়
আপনার গলায় কবিতা শোনার জন্য আমি আবার জন্ম নিতে রাজী ।ঈশ্বর আপনার মঙ্গল করুন ।
বা!অসাধারণ ,কবিতার ভাষা ও ভাব যেনো প্রানবন্ত ,উচ্চারণ ও বলার মাধুর্যে ।খুব ভালো থাকুন ,আপনার কবিতা আমার খুব ভালো লাগে।
🙏🙏🙏
স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণের জন্য অন্য এক জগতে চলে গেলাম। ভালো থেকো। ভালোবাসায় থেকো। 💖💖💖
অসম্ভব সুন্দর। খুব ভালো লাগলো। ভালো থাকুন।
Khub sundor laglo 🙏🙏🌷❤️
খুবই সুন্দর ম্যাম অসাধারন।
চোখে জল চলে এল,
স্তব্ধ হয়ে গেলাম,,
Darun laglo. Khub sundor❤❤
Darun didi ❤ darun
খুব খুব সুন্দর। শুধু মুগ্ধ হলাম।
অসাধারণ একটি নিবেদন 🙏🙏
দুর্দান্ত দিদি
চমৎকার 💖💖💖💖💖👍
Apurbo!! Apurbo!!! Tulona hoyna!!
অনবদ্য অসাধারণ।
অসাধারণ !
তোমার নির্বাক শ্রোতা আমি। শেয়ার করলাম।
Bhishon bhalo laglo bondhu
Mam just speechless hear the recitation 🌻
স্তব্ধ হয়ে শুনি কেবল শুনি🙏❤️🙏❤️
Speechless
Mind blowing
Onk din por onk valo laglo
Osadharon
বার বার শুনলেও এ কবিতা কখনও পুরনো হবে না
আহা!! অসাধারণ 👌👌👌👌👌
Asadharon.... Pronam apanke mam
বাকরুদ্ধ, মুগ্ধ হয়ে শুনলাম।
চমৎকার আবৃত্তি করেছেন। আপনার কণ্ঠ দিয়েই সব অনুভূতি প্রকাশ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডের এই তীব্র মিউজিকটা নিয়ে তাই ভাবার অনুরোধ থাকলো।
Excellent
Apurbo
অনেক ভালো লেগেছে
অসাধাৰণ
দিদিভাই, গোটা মন ছুয়ে গেল
দিদি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেলাম
Durdanto
Very nice mam. This is the first time I watch your video this is amazing. .
Jato suni mugdho hoye jai Mam....
অপূর্ব
নির্বাক হয়ে গেলাম। দারুণ। কবে পারব আপনার মতো বলতে,ম্যাম।
Khub bhalo laglo
অসাধারণ 😊💖
মুগ্ধতায় আচ্ছন্ন হলাম !
বাহ।।
খুব ভালো লাগলো। সামনে সরস্বতী পুজো তে আবৃত্তি করতে পারবে সাত আট বছরের বাচ্ছা মেয়ে আমার, এমন কিছু একটা পোস্ট করুন না প্লিজ। কবি চন্দন নাথ বা অন্য কারোর। অনুরোধ করলাম
Opurbo
🙏🙏🙏
Love you, love you, love you❤❤❤
❤️❤️❤️
অনেক ভাল লাগল খুব পছন্দ করি তোমাকে
দিদি তুমি এসেছো?❤️🇧🇩❤️
শুভ দাসগুপ্ত এর জন্মদিন কবিতা শুনতে চাই। প্লিস
🎉
শিদুর,আলতা,পরা,দেখতে চাই
Jeman lekhani temani abeg misrita bachon vangima. Apurba
ধন্যবাদ
Mam ami apnar student class 8 theke
Cried...
আপনার বলার ভঙ্গিতে কবিতা সহজ, বোধগম্য হয়
এ্যাক্সিলেন্ট।
Hi
অসাধারণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগে আপনার আবৃত্তি, কান পেতে শুধু শুনি আর শুনি
অপূর্ব
Apurbo
❤❤❤