Комментарии •

  • @debashismukherjee9240
    @debashismukherjee9240 2 дня назад +3

    শ্রদ্ধেয় চিন্ময় দার অসাধারণ তথা নিপুণ হাতের দক্ষতায় পরিচালিত ক্যামেরার কাজ দেখিয়ে দিল রীতিমতো শ্বাস প্রশ্বাস নেওয়া জলজ্যান্ত কাঞ্চনজঙ্ঘার অনবদ্য রূপ, হাসতে হাসতে গুটিগুটি পায়ে এগিয়ে চলা ট্রয় ট্রেন, ঢুলুঢুলু চোখে সূর্য্যের অস্ত যাওয়ার দৃশ্য..!!! সঙ্গে বোনাস হিসেবে আবার'ও একবার সাক্ষাৎ এবং তাঁদের হাতে বাজানো অপূর্ব সুরধ্বনি শোনা হয়ে গেল সেই দুই অবিচ্ছেদ্য বন্ধুদ্বয়ের সাথে,- যাঁরা দার্জিলিঙের ম্যালে যাওয়ার পথে বসেন..!!! সব মিলিয়ে,- "এবার'ও জমিয়ে দিল পাহাড়ের রানী"..!!! অসংখ্য ধন্যবাদের সঙ্গে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন জানাই আপনাকে চিনু দা..!!! 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼

    • @chinu3981
      @chinu3981 2 дня назад +1

      @@debashismukherjee9240 আপনার মূল্যবান মতামতটি পড়ে ভালোলাগায় আচ্ছন্ন হয়ে গেলাম। এই ধরণের মতামত ভালো কাজ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। এই কনটেন্টের ওপর এখনও পর্যন্ত পাওয়া এটাই সেরা মতামত। তাই এটাকে আমি pin 📌 করার সিদ্ধান্ত নিলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🥰

  • @samarde
    @samarde 2 дня назад +1

    Part 3 of the episode is your another lovely presentation with majestic Kanchenjunga view. The sunset is also quite enjoyable. I believe 'grandeur' of mall is not limited in the evening only, it is felt throughout the day.

    • @chinu3981
      @chinu3981 2 дня назад +1

      @@samarde Thank you Samarda for your valuable comment. Actually I personally like the ambience of the evening out there.

  • @arundhatidatta3895
    @arundhatidatta3895 День назад

    শুরু থেকে শেষ পর্যন্ত অনবদ্য দার্জিলিং এর অনন্য সুন্দর দৃশ্যের সাক্ষী থাকলাম। হয়ত অনেকবার দেখা কিন্ত আপনার ক্যামেরার লেন্সের ছোঁয়ায় অন্য রূপে মুগ্ধ হলাম। ম্যালে সারাটা দিন বসে কাটানো যায় , মাঝে মাঝে চায়ে চুমুক । আর টুকটাক হরেক-রকম শীত বস্ত্র কেনাকাটার আনন্দ উপভোগ করা যায় । একটু পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা । উপরি পাওনা প্রিয় কাঞ্চন জঙ্ঘা । আর কি চাই?
    খুব সুন্দর প্রাণবন্ত ভিডিও দেখলাম। মন ভরে গেল । অনবদ্য উপস্থাপনা ।অনেক ধন্যবাদ ভাই। 🙏🙏

    • @chinu3981
      @chinu3981 День назад +1

      @@arundhatidatta3895 চেনা জায়গাকে একটু অন্য ভাবে তুলে ধরলেই জায়গাটা অন্য রকম আকর্ষণীয় লাগে। এই পর্বে আমরা যেভাবে এলোপাথাড়ি ঘুরে বেড়িয়েছি সেটাকেই একটা গল্পের মতো তুলে ধরেছি দিদি। 🙂

    • @arundhatidatta3895
      @arundhatidatta3895 День назад

      খুব সুন্দর হয়েছে ভাই ।🙏🙏

  • @somnathpal1471
    @somnathpal1471 2 дня назад +1

    আমি অনেক ইউটিউবার এরই ট্রাভেল ভিডিও দেখি, আমি নিজেও ঘুরে বেড়াতে পছন্দ করি , কিন্ত কেন জানিনা দাদা আপনার ভিডিও গুলো দেখার প্রতি আমার অদ্ভুত একটা টান কাজ করে, কিছু একটা স্পেশাল আছে, সেটা হলো আপনার উপস্থাপনা❤। আমাদের এই উপহারের জন্য আপনাকে ধন্যবাদ

    • @chinu3981
      @chinu3981 2 дня назад +1

      @@somnathpal1471 আসলে আমি বরাবরই একটু অন্য ধরণের ভিডিও বা কনটেন্ট তৈরি করতে পছন্দ করি। সবাই এর স্বাদ নিতে পারবে না,এটাও জানি। কিন্তু যাঁরা পারবে তাঁরাই উপভোগ করবেন। অনেক ভালোবাসা। সঙ্গে থাকুন। 🥰

  • @ganeshpaul400
    @ganeshpaul400 4 часа назад

    What an introduction to the episode! I do not have any words to explain it. Great job Sir.

    • @chinu3981
      @chinu3981 2 часа назад

      @@ganeshpaul400 Thank you. Keep watching.

  • @TREK_MATE
    @TREK_MATE День назад

    শুরুর ধারাভাষ্য টা ভালো লাগলো। দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের পিছনে আপনাকে যে পরিশ্রম করতে দেখেছিলাম , ভেবেছিলাম টয় ট্রেনের উপরেই আলাদা কোনো ভ্লগ করবেন মনে হয়, সেই সব শুটিংয়ের সামান্যই এই ভিডিও তে পেলাম। পরদিন আপনার মতো আমিও কাঞ্চনজঙ্ঘা উপভোগ করেছে, রাজভবন এবং স্টেশন দু জায়গা থেকেই।

    • @chinu3981
      @chinu3981 День назад

      @@TREK_MATE শুটিং প্রসেসটাই খুব পরিশ্রমের। বিশেষ করে এই ধরণের কনটেন্ট বানাতে প্রচুর B-রোল শুট করতে হয়। আর ওই সময়টা খুব ভালো ওয়েদার পেয়েছিলাম। তারপরই ওয়েদার বিগড়ে গেল।

  • @ayandutta7828
    @ayandutta7828 2 дня назад

    Excellent 👌👌

    • @chinu3981
      @chinu3981 2 дня назад

      @@ayandutta7828 🙂🙂🙂

  • @arindamnandi7346
    @arindamnandi7346 2 дня назад

    দারুণ সূচনা ।❤❤

    • @chinu3981
      @chinu3981 2 дня назад

      @@arindamnandi7346 ধন্যবাদ।

  • @kamakshyabasak3801
    @kamakshyabasak3801 2 дня назад

    Unique

    • @chinu3981
      @chinu3981 2 дня назад

      @@kamakshyabasak3801 😊😊😊

  • @ProdipMondal-zj2vk
    @ProdipMondal-zj2vk 2 дня назад +1

    Sundar saila sahar Darjeeling, pahar rer sari, uptaka, cha bagan, mall e gaan gaicha gayakra, Kanchenjunga, dekiyachen.

    • @chinu3981
      @chinu3981 2 дня назад +1

      @@ProdipMondal-zj2vk ধন্যবাদ‌।

  • @poulamisain4274
    @poulamisain4274 День назад

    অনবদ্য অনবদ্য অনবদ্য আমার দুই দাদা ❤❤❤❤❤

    • @chinu3981
      @chinu3981 День назад +1

      @@poulamisain4274 ❤️❤️❤️

  • @samarb9329
    @samarb9329 2 дня назад

    Oh awesome canvass. White nd red canvass.
    Salute to Chinu.
    Aaha ki dekhilam....
    Never to Forget ever😊
    First 3 minutes dekhar por aar kichu na dekhley cholbey.... just Fatafati😊
    Pioneer jara tara ei rakam hoi. That's why they are simply different.....
    Valo thakun.
    Pujo sabar valo hok😊

    • @chinu3981
      @chinu3981 2 дня назад

      @@samarb9329 Thank you Samarda for your appreciation. পুজোর ভালো কাটুক। শারদ শুভেচ্ছা‌‌। 🙏

  • @amitavabandyopadhyay9150
    @amitavabandyopadhyay9150 2 дня назад

    khub bhalo

    • @chinu3981
      @chinu3981 2 дня назад

      @@amitavabandyopadhyay9150 ধন্যবাদ।

  • @meghnadutt3135
    @meghnadutt3135 2 дня назад

    Fantastic and mindblowing video,your presentation was awesome 👌 and the cinematic view is just fabulous 👌, your editing skill is superb,thank you Dada for this beautiful presentation .SHUBHO SARADIYE CHINMOYDA,APNAR EBONG AAPNAR PORIBARER PUJO BHALO KATUK🙏.👍👌❤️

    • @chinu3981
      @chinu3981 2 дня назад

      @@meghnadutt3135 Thank you Meghna for your appreciation. Keep watching. 🥰

  • @ilaroy1170
    @ilaroy1170 День назад

    Khub bhalo laglo Apnader nijer mato kore Darjeeling ghora. Pahari elakai point aache thick e kintu point giya tato anondo pawa jai na jatota anondo pawa jai point e jabar rastai. Tai Apnader hete maal jawa ta bhalo laglo ar Sunset bes bhalo laglo 👍

    • @chinu3981
      @chinu3981 День назад

      @@ilaroy1170 আমরা দুই বন্ধু শুধু দার্জিলিং এর রাস্তায় এলোপাথাড়ি ঘুরে বেড়িয়েছি। সেই পথচলাটাকেই গল্পের আকারে তুলে ধরেছি। 😊

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 День назад

    nil akashe sada megher bhela r tar niche baraphabrito kanchanjanghar anirbachonio soundarjyo, apurbo sokaler mithe rod gaye mekhe mall e ghure berano, gacher phake roder lukochuri khub sundar lage, asadharon ak surjasto mon mugdho kore dilo

    • @chinu3981
      @chinu3981 День назад +1

      @@abhishekghoshal6053 ধন্যবাদ। সঙ্গে থাকুন।

  • @AnikDevnath519
    @AnikDevnath519 День назад

    অসাধারণ
    দাদা আপনি কোন ক্যামরা দিয়ে ভিডিও শুট করেন আর কিভাবে এডিট করেন ❓❓❓

    • @chinu3981
      @chinu3981 23 часа назад

      @@AnikDevnath519 আমি বিশেষ কোনো একটি ক্যামেরা দিয়ে শুট করি না। চার-পাঁচটা ক্যামেরা সাথে নিয়ে যাই। শটের প্রয়োজন অনুযায়ী ক্যামেরা ব্যবহার করি‌। এডিট করি Filmora use করে।

  • @trishnamitra6494
    @trishnamitra6494 2 дня назад

    Kanchanjangha ke dekhar diba swopno ami o dekhi...kintu bastobe kokhono dekhini...Kalinpong gechhi, Darjeeling jaoa hoi ni!!😪😪...Kanchanjangha r neel sada shorot er akash ke khub khub sundor bhabe dekhiechhen...dekha sesh hoye gele o Kanchanjangha r shorot er akash mone ek odbhut bhalolaga toiri kore!!

    • @chinu3981
      @chinu3981 2 дня назад +1

      @@trishnamitra6494 আপনাদের জন্য আমি আছি। আপনার ঘরে কাঞ্চনজঙ্ঘাকে পৌঁছে দিলাম তো। ঘরে বসে উপভোগ করুন। 🥰

  • @jayatitripathy3247
    @jayatitripathy3247 День назад

    Rainbow waterfall ta darjeeling er sightseen a rakha Jay ki?.. Na jenei jiggasha korchi amar kono dharona nei

    • @chinu3981
      @chinu3981 День назад +1

      @@jayatitripathy3247 রেইনবো ওয়াটার ফলসকে ইন্দ্রানী ফলসও বলা হয়ে থাকে। ওটা সোনাদার কালেজ ভ্যালিতে পড়ে। দার্জিলিং সাইট সিয়িং প্যাকেজে ওটা ইনক্লুড নেই। তবে আপনি আলাদা গাড়ি ভাড়া করে গিয়ে ঘুরে আসতে পারেন।

    • @jayatitripathy3247
      @jayatitripathy3247 День назад

      @@chinu3981 ohh thank you dada.. Darjeeling er baki jayga gulo motamuti ghora tai eibar bhabchi oi waterfall tai jabo

    • @chinu3981
      @chinu3981 День назад

      @@jayatitripathy3247 ঘুরে আসতে পারেন। তবে শীতের সময় ঝর্নার জল কমে যায়।