ছাদের উপর ফাউন্ডেশন বিল্ডিং এর কলামের রড কি ভাবে সংরক্ষণ করে রাখবেন ? How to Protect Steel from Rust
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- ছাদের উপরে ফাউন্ডেশন বিল্ডিং এর কলামের রড কি ভাবে সংরক্ষণ করে রাখবেন ||
How to Protect Column Steel from Rust.
আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে আপনাদের সামনে কিছুটা সহজ ভাবে তুলে ধরার সামান্য চেষ্টা মাত্র। আমাদের আপলোড করা ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমি ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল মিয়াজী ,পরিচিত সবাই মিয়াজী নামে চিনে, ইঞ্জিনিয়ার পেশা নিয়ে সধারন মানুষের নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা, স্থাপত্য নিয়ে ভুল ধারনা ভেঙ্গে সঠিক পথ দেখানো, এছাড়া নানা স্থাপত্য বিষয়ক টিপস ও ট্রিক্স অথবা কাজের ফাকে ঘুরেবেড়ানো বা জীবন মুখি জিনিস নিয়ে ভিডিও পাবেন এই চ্যানেলে।
Contact for Building Design
Engr.Md. Mostafa kamal miajee
Structural Design Engineer(Building)
B.Sc in Civil
Mob: 01717887686 / 01842887686
Email: egmostafa5@gmail.com
-------------------------------------------
বাড়ি তৈরি করার ক্ষেত্রে যে ধরনের গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। সে সকল বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার এবং আপলোড করা হয়। একজন বাড়ির মালিক অথবা একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। আমাদের এই চ্যানেলে যে ধরনের ভিডিও রয়েছে তা যদি সম্পূর্ণ দেখতে পারেন। আশা করি সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা বাড়ি তৈরীর ক্ষেত্রে আপনার অনেক বেশি ধারণা বৃদ্ধি পাবে।
আমরা সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে এবং বাস্তবে কাজের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন হয়ে থাকে তা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়।
এই ভিডিওটির মধ্যে মূলত আপনার বাড়ির ছাদের উপরে কলামে যে রড রাখা হয়। তা কিভাবে মরিচা বা জং থেকে প্রতিরোধ করবেন। এ বিষয়টি এ ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন সে ক্ষেত্রে এ ধরনের সমস্যা থেকে প্রতিকার পাবেন। একটি বাড়ির কলামের রড গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বাড়ির কলমের রোডগুলোকে যদি ভালো রাখতে চান অবশ্যই এই ভিডিওতে পদ্ধতি দেখানো হয়েছে তা বাস্তবায়ন করুন।
🎉 Nice suggestions. Well done
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের মাধ্যমে আমার কাজেকে উৎসাহিত এবং অনুকৃত করার জন্য
Keep it up
Thank you so much for your comments in my video 🏗️🏗️🏗️
Thank you for information
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করার জন্য।
THANKS
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট শেয়ার করার জন্য।
সিভিল ইঞ্জিনিয়ারি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ
আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। আমার মূল উদ্দেশ্য হলো সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ গুলো আপনাদেরকে শেয়ার করা। যদি প্রয়োজন মনে করেন বা উপকৃত হন এক্ষেত্রে আমার অন্য ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন
ধন্যবাদ স্যার এই তথ্যটা খুব সহজ ভাবে তুলে ধরার জন্য 😊
Thank you so much for your comments
Good information for construction
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করার জন্য।
আসসালামু আলাইকুম, ভাই আমি একটি ২ তলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ের জন্য একজন অভিজ্ঞ ইন্জিনিয়ার দ্বারা ডয়িং ডিজাইন করাতে চাচ্ছি, ডয়িং টা কি আর্কিটেক্ট ইন্জিনিয়ার দ্বারা করালে ভালো হবে নাকি সিভিল ইন্জিনিয়ার দ্বারা?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 🏠 দুতলা বাড়ি তৈরি করার ক্ষেত্রে একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে কাজটি করাতে পারেন 🦺তবে সেক্ষেত্রে উক্ত সিভিল ইঞ্জিনিয়ারের থ্রিডি সম্পর্কে বা আর্কিটেক সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন🏗️তবে সর্বসাকুল্যে একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার আপনার এই কাজের জন্য সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। কারণ আরকিটেক ইঞ্জিনিয়ার শুধুমাত্র থ্রিডি কাজের ক্ষেত্রেই ভালো কাজ করে কিন্তু লোড ক্যালকুলেশন অথবা রডের স্ট্রাকচারের কাজের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার এর ভূমিকা অপরিসীম 💯তাই আমি বলব একজন ভালো সিভিনিয়ার সাথে কথা বলে থ্রিডি এবং স্ট্রাকচার ড্রইং করে নিন। প্রয়োজন মনে করলে আমার নাম্বারে whatsapp আছে ফোন করতে পারেন 🏡
Thanks for information
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করার জন্য।