জায়গাটা মফস্বলের ফুসফুস ও বারোয়ারি মাছ ধরার মাধ্যমে অসংখ্য মানুষের রুজি- রুটির সংস্থান করে।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • কল্যাণী এক্সপ্রেসওয়ে পাশ্ববর্তী মুড়াগাছা যুগবেড়ীয়ার অন্তর্গত এই বিরাট জলাশয়টি সর্বসাধারণের জন্য সর্বদা উন্মুক্ত। এই কারণে এই জলাশয়ের উপর আশেপাশের বহু মানুষ তাদের রুজি-রুটির জন্য নির্ভরশীল। অনেক মানুষ সারা বছর মাছ ধরে তাদের সংসার চালান। এই অথনৈতিক দিক ছড়া ও এই জায়গাটি মফস্বলের ফুসফুস হিসেবে কাজ করে। রাস্তার দক্ষিণ দিকে জলাশয়ের অবস্থান এবং সর্বদা প্রাণ জুড়ানো হাওয়া এই জায়গাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই পথচারী মানুষের কাছে এই জায়গাটি খুব আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। এখানে আসতে গেলে মধ্যমগ্ৰাম, সোদপুর বা ব্যারাকপুর থেকে মোটামুটি 15/20 মিনিট সময় লাগবে। সোদপুর-মধ্যমগ্ৰাম রোড থেকে মুড়াগাছা মোড় থেকে 5/7 মিনিট কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যেতে হবে। আর ব্যারাকপুর থেকে ওয়ারলেস মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে 15/20 মিনিট লাগবে গন্তব্যে পৌছতে।

Комментарии • 2