আধা নিবিড় পদ্ধতিতে বাগদ চাষে এনামূলের ভাগ্যবদল ।। বাগদা চাষ পদ্ধতি ।। আধুনিক পদ্ধতিতে বাগদা চাষ

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2022
  • ভালো সুস্থ সবল গ্রুথ পোনার জন্য কল করুন 01771 183153
    ০১৭১৫-৩৫১৬৮৮ এনামুল হোসেন আধা নিবিড় পদ্ধতির উদ্যোক্তা। আশাশুনি,সাতক্ষীরা।
    নিজের ২৩শতক জমিতে মাছ চাষ শুরু করেন। তার পুকুরে জীবাণুমুক্ত করে ২৫ হাজার রেনুপনা ছেড়ে দেন।মাত্র ৪ মাস ১০ দিন লালন পালন করে ২৫ মন মাছ উৎপাদন করেছি। তিনি বলেন আমার খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা আর মাছ বিক্রি করে ৭ লক্ষ দিক টাকা হবে বলে আমি আশা করছেন। তিনি বেকার যুবকদের উদ্দেশ্যে আধা নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করার পরামর্শ প্রদান করেন। ৬৭০ কেজি দরে তার ঘের থেকেই স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন এবং সেটি সরাসরি খুলনার ব্যবসায়ীদের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাঠানো হচ্ছে। তবে তিনি মাছের দাম কম বলে লাভের পরিমাণ একটু কম হয়েছে বলে জানান।

Комментарии •