চাঁদপুর বড় স্টেশন | চাদঁপুর ভ্রমন | তিন নদীর মোহনা | Chandpur Diary | Mohona tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • নারায়নগঞ্জ থেকে চাঁদপুর ভ্রমণঃ Chandpur Diary
    -----------------------------------------------------------
    চাদপুরের কিছু দর্শ নীয় স্থানের মধ্যে আছে চাদপুর বড় ষ্টেশন পার্ক, রেল ষ্টেশন সংলগ্ন ইলিশ বাজার,হাজীগঞ্জ বড় মসজিদ,রূপসা জমিদার বাড়ি,লোহাগড় মঠ,রণগোয়াল,অঙ্গীকার ভাস্কর্য ,শাহাবুদ্দিন মেমরিয়াল স্কুল ইত্যাদি। তাছাড়া বিখ্যাত আউয়ালের মিস্টি ও ওয়ান মিনিট আইসক্রিম খুব নামকরা খাদ্য।
    নারায়নগঞ্জ লঞ্চঘাট থেকে সকাল থেকেই এক ঘন্টা পর পর চাদঁপুরের লঞ্চ পাওয়া যায়। নারায়নগঞ্জ থেকে
    চাদঁপুর যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা। যাওয়ার পথে অনেকগুলো ঘাট পার হতে হয় যেমনঃ গজারিয়া, ষাটনল,জহিরাবাদ,ফরাজীকান্দা,দশআনি,ছটাকি ইত্যাদি। চাদপুর পৌছেই লঞ্চঘাট থেকে সামান্য দূরে চাদপুর বড় স্টেশন রক্তঝরা পার্ক। কেউ আবার একে এি-মোহনা থিম পার্কও বলে থাকে। অটো বা রিক্সাতেই যাওয়া যায়। তারপর সারাদিন সময় নিয়ে ঘুরাফেরা করুন চাঁদপুর ইলিশের বাজার, রেল স্টেশন, আওয়ালের মিষ্টিখ্যাত কালিবাড়ি সেখানে আরও পাবেন চাদপুরের স্পেশাল ওয়ান মিনিট আইসক্রিম। তারপর সারাদিন ঘুরে রাতের লঞ্চে ফিরে আসুন চাদপুর থেকে ঢাকা সদর ঘাট। মনে রাখেবেন চাদঁপুর থেকে ঢাকা আসার সর্বশেষ লঞ্চ রাত ১২.৩০ মিনিট। এরপর আর পাবেন না।তাই নিদিষ্ট সময়ের মধ্যেই লঞ্চঘাট এসে উপস্থিত হন।
    চাঁদপুর জেলা সম্পর্কে কিছু তথ্যঃ
    ===========================
    চাঁদপুর জেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। নদী তীরবর্তী এলাকা বলে প্রায় ৩০% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য শিল্পের সাথে জড়িত। এছাড়াও উল্লেখযোগ্যভাবে অনেক ব্যবসায়ী বিদ্যমান। জেলা সদরে অনেক মাছের আড়ত রয়েছে, যা জেলার অর্থনীতির মূল চালিকাশক্তি। চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে বড়বড় বহু শিল্পকারখানা রয়েছে। এই জায়গাটিকে সরকার বিসিক শিল্প নগরী ঘোষণা করে। এই এলাকাটি শুধু চাঁদপুরের নয় পুরো বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী।
    মেঘনার ভাঙ্গনে প্রতি বছর চাঁদপুরের আয়তন কমে যায়। প্রতি বর্ষায় পানিতে ডুবে যায়, ফলে বর্ষাকালে চাঁদপুর মাছের মাতৃভূমি হয়ে যায়। জেলার প্রধান শস্য ধান, পাট, গম, আখ। রপ্তানী পণ্যের মধ্যে রয়েছে নারিকেল, চিংড়ি, আলু, ইলিশ মাছ, সবুজ শাক-সবজি, বিসিক নগরীর তৈরি পোশাক শিল্প।
    চাঁদপুর জেলায় যোগাযোগের প্রধান সড়ক হল ঢাকা-চাঁদপুর মহাসড়ক এবং চট্টগ্রাম-চাঁদপুর মহাসড়ক। শুধুমাত্র চাঁদপুর জেলার জন্য আলাদা একটি রেলপথ রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন চাঁদপুর-চট্টগ্রাম এবং চাঁদপুর-কুমিল্লার আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহর থেকে নৌপথে যোগাযোগের জন্যে রয়েছে চাঁদপুর নদী বন্দর।
    ইলিশ চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত খাবার। লঞ্চ থেকে নেমে ঘাটের পাশে, শহরের ভেতর কালীবাড়ি মোড়ে, হকার্স মার্কেটের সামনে এবং বাস স্ট্যান্ডে ঢোকার মুখে বেশ কিছু খাবার হোটেল আছে। এগুলোতে ইলিশ সহ তিন বেলার ভারী খাবার বা নাস্তা পাওয়া যায়। হোটেলগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে (স্টেডিয়ামের পাশে) ইলিশ চত্বরের 'ক্যাফে ঝীল'।
    চাঁদপুরের মিষ্টিও অত্যন্ত সুস্বাদু।
    ✅ আমাদের আরও ভিডিওঃ
    ==================
    * নুনের টেক
    • Video
    * মায়াদ্বীপ
    • Maya dep |মায়াদ্বীপ -...
    * ইলিশ ধরা -ভোলা তেতুলিয়া নদী
    • Elish fish catching | ...
    * গাজীপুর কালিয়াকৈর মৃৎ শিল্প
    • গাজীপুর কালিয়াকৈর মৃৎ...
    * ভোলা লালমোহন
    • Video
    * শেখ রাসেল নগর পার্ক
    • শেখ রাসেল নগর পার্ক - ...
    * মদনগঞ্জ সৈয়দপুর ব্রিজ নারায়াণগঞ্জ
    • মদনগঞ্জ সৈয়দপুর ব্রিজ...
    * পূর্বাচল ৩০০ ফিট রাস্তা |নীলা মার্কেট
    • Video
    * গাউছিয়া কাপড়ের হাট
    • Video
    * সারুলিয়া বাজার
    • সারুলিয়া বাজার | গরুর ...
    * পাইকারী ফলের বাজার
    • Video
    * কুড়িপাড়া চৌরাস্তা ইস্পাহানী বাজার
    • কুড়িপাড়া চৌরাস্তা ইস্প...
    * ৫ নম্বর ঘাট নারায়নগঞ্জ
    • Video
    * সিদ্ধিরগঞ্জ ডি.এন.ডি. প্রোজেক্ট- নারায়নগঞ্জ
    • সিদ্ধিরগঞ্জ ডি.এন.ডি. ...
    * ইলিশের বাড়ী চাদঁপুরে একদিন
    • Video
    * ২ নং ঢাকেশ্বরী কোরবানীর হাট ২০২১
    • Video
    * মহরম আশুরা -২০২১
    • Video
    * গোলাকান্দাইল হাট |পর্ব -১
    • Video
    * কদম রসূল দরগাহ্,নবীগঞ্জ
    • Video
    * মুড়াপাড়া জমিদার বাড়ি
    • Murapara jomidar bari ...
    * কাইকারটেক হাট
    • কাইকারটেক হাট | Kaikar...

Комментарии •