@@Ahsanito-bdআতিউর রহমান যেমন আজকের দিনের মানুষের কাছে না জানা ইতিহাস ২০২৪আনাস সহ আরও অনেকে আগামী দিনের প্রোজন্মর কাছে মা জানা ইতিহাস হয়ে থাকবে কারন এ জাতি ভুলে যাওয়া জাতি
কি অদ্ভুত লাগে, আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা ৭১ এ যুদ্ধ করেছেন আর ২০২৪ শে আমার সন্তানের নাম রাখা হইছে আনাস। এরকম নিরপক্ষ ভিডিও খুব কম এ দেখা গিয়েছে, চেতনা দন্ড ব্যবসা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। শুভকামনা রইল আপনার জন্য।
একটা সময় মুক্তিযুদ্ধের গল্প পড়ে গর্বিত লাগতো নিজেকে কিন্তু এই 14 বছরে তা নিভে গেছে। এখন ঘৃণা করে এসব শুনে। এই ভিডিওটা আমার ব্যক্তিগত ভাবে অনেক প্রয়োজন ছিলো। ধন্যবাদ, একটু হলেও এই গর্বিত বোধ ফিরে পেয়েছি। ❤❤
ফ্যান বানিয়ে দিলেন ভাই ব্লগিং যে এত ইমোশনাল ও শিক্ষনীয় হতে পারে আমার জানা ছিল না সারা জীবনের জন্য ভক্ত হয়ে গেলাম ধন্যবাদ সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য
সবাই কিন্তু বন্দনায় মত্ত ছিল না। দেশ আমার, মা আমার, আমি আমার মায়ের জন্য আমার জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিতে একবারও ভাববো না। আমার দেশে আমি দেশের জন্য করবো। কোনো দলের জন্য না বা কোনো উপদেষ্টাদের জন্য না। আর ভাগ্য, সেতো আল্লাহ নির্ধারিত করে রাখছেন, সেটা হোক মানুষ, ফেরেশতা বা শয়তানের।
মতিউর রহমান এদেশের স্বাধীনতা যু্দ্ধের অন্যতম ব্যক্তিত্ব।পাকিস্তানিদের কাছে সে গদ্দার হলেও আমাদের কাছে তিনি বীরশ্রেষ্ঠ। ❤ আরেকটা বিষয় হলো ক্যাপশন।ভাই এরকম ভিডিও আমাদের আবেগ।তাই চেষ্টা করবেন ক্যাপশনটাকে আরেকটু আকর্ষণীয় করতে।
Vai amaro vai. I am going through a troma. I need to see and those heroes Who are still alive and want to visit the heroes buried but still Alive in our heart ❤ .
এতো সুন্দর করে ভিডিও টা বানিয়েছেন দেখে মনে হলো এমন ভিডিও প্রথম দেখলাম ❤আর আমাদের ইতিহাস নিয়ে অনেক গবেষণা করা দরকার এই শেখ মুজিবুর আর জিয়াউর রহমান তারা ছাড়াও আমাদের বীর মুক্তিযোদ্ধা আছে ❤❤
এই ভিডিও চোখের কোনে পানি নিয়ে এসেছে। বিবেককে জাগ্রত করে দিয়েছে। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো জুলুমের সিংহাসনকে ভেঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার স্বপ্ন এবং প্রচেষ্টা নিয়ে বাঁচবো।
অনেক দিন ভিডিওটা সামনে পরছিলো! বাট স্ক্রল করে চলে যেতাম! আজ কি মনে করে যেনো প্লে করলাম! বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্যার'কে নিয়ে এতো সুন্দর একটা বিবেক জাগানিয়া প্রতিবেদন👌শেষে শহীদ আনাসের কথা গুলো চোখটা কখন যেনো ভিজে উঠলো বুঝতে পারিনি😢 স্যালুট এবং ভালোবাসা সেই সব বীরদের প্রতি❤
আমার দাদা পাকিস্তান বিমান বাহিনীতে তখন কর্মরত ছিলো এবং মতিউর রহমান স্যারের সাথে বিমান ছিনতাইয়ের সহযোগী ছিলো। পরে আমার পুরো পরিবার গ্রেফতার থাকেন পাকিস্তান জেলে। যুদ্ধ বন্দী বিনিময়ে আমার পরিবার দেশে ফিরে আসে। কোম সম্মান দেয়া হয় নি যারা মতিউর রাহমান স্যারকে যারা বিমান ছিনতাইয়ের জন্য সাহায্য করেন, উল্টো তাদের তিরষ্কার করে চাকুরিতে যোগদান করতে দেয়া হয়নি..
সত্যিই আমি speechless. আপনি অনেক সুন্দর করে আবার মনে করিয়ে দিলেন সেই দিনের কথা যেদিন আমি মিলি রহমানের প্রতিটি কথায় আমাদের স্কুলের প্রত্যেকটি মানুষ কান্না করেছিল। স্যালুট মতিউর রহমান, আমরা গর্বিত 🫡🫶🫡
এতো আপন সুরে কাউকে সম্মান জানানো ইলিয়াস ভাই ও আপনার কাছ থেকে শিখে গেলাম....💚 কেনো জানি মনে হয় ইলিয়াস ভাই ও আপনার কথা না শুনলে কম হয়ে যাবে.....এই জীবনে জানা + অজানা অনেক কিছু ;
ইউটুবে ভিডিও টা দেখছিলাম খুবই অমনোযোগী হয়ে এলোমেলো ভাবে। কিন্তু ২মিনিট : ১১ সেকেন্ড থেকে আমার পুরো মনোযোগ আকর্ষণ করলো। শেষ পর্যন্ত ভিডিও টা মনোযোগ দিয়ে দেখতে বাধ্য হলাম।
আমি গর্বিত আমি মতিউর রহমানের মত দেশ প্রেমিকের ইতিহাস পড়েছি,, আমি গর্বিত আমি মতিউরের মত দেশপ্রমিকের দেশে জন্ম নিয়েছি। হাজার সেলুয়েট হে বীর সৈনিক। আল্লাহ তোমাকে বেহেশত নসীব করুক।
কি লিখব ভাষা খুজে পাচ্ছি না ,,, কিছু কষ্টের সীমা নেই ,,, vedio টা দেখার পর সব কিছু হাহাকার মনে হচ্ছে ,,, চোখে পানি চলে আসলো ,, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আহা,,,, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।
অসাধারণ কন্টেন্ট ভাই। দয়াকরে ফেইসবুকে বুস্ট করে হলেও সারাদেশের মানুষের কাছে এধরণের কন্টেন্ট পৌছানো দরকার৷আমাদের দেশের ইতিহাস শুধু একজনকে কেন্দ্র করে ঘুরতেছে যা বদলানো দরকার।
Couldn't hold my tears back, shame on us for not respecting our martyrs as much as we should. Thank you for letting the world know, you did a great job with the editing and research. Hats off.
চোখের পানি যে কখন তার মতো করে বের হতে লাগলো বুঝতেই পারিনি l যাই হোক পরিশেষে একটা কথাই শুধু হৃদয়ের মধ্যে বাজতে লাগলো,,আমরা বাঙালিরা খুবই স্বার্থপর জাতি... 😢
অসাধারণ। সকাল ঘুম থেকে ওঠার পরে যখন আপনার ভিডিওটা দেখলাম মনে হচ্ছিল একটা কন্ঠ মানুষের চেতনা পরিবর্তন আনতে পারে। ইউটিউব এ কতইনা লোক নিজেকে ভাইরাল হতে চাই কিন্তু দেশের প্রতি ভালোবাসা দেখায় কয়জন। ভালো থাকবেন এইরকম আরো ভিডিও চাই। ভালোবাসা রইলো ❤️❤️।
ভাইরাল শব্দটার প্রতি সত্যি আমার ভীষণ এলার্জি আছে। কিন্তু এই ছোট্ট ভিডিও দেখার পর কেনো যেনো মনে হচ্ছে এটা বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের কাছে ভাইরাল করে দেই।
এই প্রথম কোনো ডকুমেন্টারি দেখে অজান্তেই চোখের পানি গড়িয়ে পরলো । আনাস এর ঘটনা টা খুব বেশি নাড়া দিয়েছে । কারন আমিও তার সহযোদ্ধা ছিলাম । আমরা একই ময়দানে একই আন্দোলনে শরিক ছিলাম । আমি, আমরা ফিরে এসেছি কিন্তু আনাস, মুগ্ধ, আবু সাইদ রা ফিরে আসতে পারে নাই । আজ আমরা তাদের স্বপ্ন কে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি । কিন্তু তারা পরীক্ষায় পাশ করে গিয়েছে । 😢😢😢
স্যালুট ভাই আসলে আমাদের দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতেই ভয় পাই। যারা আমাদের উপরে আমাদের দেওয়া অর্থের বলে ভর করে, তাদের চেহারা-চরিত্র এই 53 বছরে কখনও দুই হয়নি এই হতাশা, এই দুঃখবোধ আমাদের তরুণ সমাজকে দেশত্যাগে উদ্বুদ্ধ করছে, দেশ থেকে ভালোবাসা ফিরিয়ে নিচ্ছে আপনার এই ভিডিও আমাদের একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গেল ভালোবাসা নেবেন
খুব সুন্দর কথা বলছেন......আমরা এগিয়ে আছি....একজন বাবা বাবা করে দেশ টা বারটা.. বাজিয়ে দিয়েছে.... আর এক জন স্বামী.... ..... বাকি লোকদের কোন মূল্যায়ন করা হয়নি...
আমি বীরশ্রেষ্ঠ মতিউর স্যারের কাছে আর্মস ট্রেনিং নিয়েছিলাম '৭১ সালের মার্চ মাসে। আমার সহ ট্রেইনী ছিলেন শেখ কামাল, শেষ জামাল সহ প্রথম ব্যাচে ১০ জন । দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের ট্রেনিং শেষ না হতেই তাড়াহুড়ো করে আমাদের সেই শ্রদ্ধাভাজন মানুষ চলে যান করাচীতে। কিসের ছিল এতো তাড়াহুড়ো! হ্যাঁ, তাঁর যে কিসের তাড়াহুড়ো ছিল তা' দেশ স্বাধীন হওয়ার পরে জানতে পেরেছি ভারত থেকে এসে। বাকি সব অশ্রুঝরা ইতিহাস।এই যুদ্ধে আমার অগ্রজ ওসমান আলী শহীদ হয়েছেন। বন্ধুরা অনেকেই শহীদ হয়েছেন। কয়েক বৎসর আগে গেছেন স্যারের ডানহাত মোহাম্মদপুরের জিলানী ভাই। আমি বেঁচে আছি শুধু আজকের বাংলাদেশের এই কুৎসিত চিত্রটি দেখার জন্য।
চোখের পানি এতো চেষ্টা করেও আটকে রাখতে পারলাম না কারন শরীরে তো মুক্তিযোদ্ধার রক্ত বইছে! এই দেশটার প্রতি এতো টান কেন তা নিজেও জানিনা। আল্লাহ পাক আমার দেশটাকে একটু শান্ত করুন। আমিন।
আপনার প্রতি শ্রদ্ধা যানাই বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্যার।❤❤ may allah give him jannah We never forget our heroes And we respect to our abu sayed and other heroes in this year they died protect to our country from shekh hasina
গভীর শ্রদ্ধা বীর শ্রেষ্ঠ মতিউর রহমান কে। স্যালুট জানাই উনাকে। আমরা চাই আমাদের বীরশ্রেষ্ঠ ও শহীদের গর্বিত ইতিহাস আমাদের নতুন প্রজন্ম পাঠ্যপুস্তকে জানুক এবং তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করুক।
আমি গর্বিত মতিউর রহমান আমার আব্বা র মামাতো বোন এর ছেলে।শহীদ নজিবুদ্দিন খুররম আমার আপন ভাই। আমাদের পরিবার এর অনেক মুক্তিযোদ্ধা রয়েছে। আমি গর্বিত।
@@parvinkhan5489 অনেক ধন্যবাদ। আপনাদের পরিবারের জন্য অনেক সম্মান। আপনাদের পরিবারের সবাইকে দেখাবেন।
🫡
@@Ahsanito-bdআতিউর রহমান যেমন আজকের দিনের মানুষের কাছে না জানা ইতিহাস ২০২৪আনাস সহ আরও অনেকে আগামী দিনের প্রোজন্মর কাছে মা জানা ইতিহাস হয়ে থাকবে কারন এ জাতি ভুলে যাওয়া জাতি
@@parvinkhan5489 ♥️♥️
সেলুয়েট আপনার পরিবারকে।
অবাক হয়ে দম বন্ধ করে দেখলাম। কি সাবলিল উপস্থাপনা আর চিত্রায়ন, সাথে কিছু না বলা সত্য। অসাধারন।
চোখের পানি ধরে রাখতে পারলাম না।
আল্লাহ শহীদদের জান্নাত বাসী করুক।
Amen
Coker pani akte rakte parlam amio 😢😢😢
আমিও
Amin
❤❤❤❤❤
কি অদ্ভুত লাগে, আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা ৭১ এ যুদ্ধ করেছেন আর ২০২৪ শে আমার সন্তানের নাম রাখা হইছে আনাস। এরকম নিরপক্ষ ভিডিও খুব কম এ দেখা গিয়েছে, চেতনা দন্ড ব্যবসা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাই থেমে যায়েন না! মাশাল্লাহ এত সুন্দর এক্সপ্লানেশান আর নিরপেক্ষতা! স্যালুট ভাই!🖤
আসলেই সুন্দর। ভিডিও তে মূল বিষয় সুন্দর করে মিলিয়ে দেখানো হয়েছে।
অনেক সুন্দর হয়েছে,,, এভাবে ঐতিহাসিক বিষয়ের ভিডিও চাই
ভাই অসাধারণ 🙂❤️🩹
স্যালুট কি জিনিস জানেন? না জেনে যায় কাউকে অফিস স্যালুট দেওয়া যায় না
আনাসের আর মতিউর সহ সকল শহীদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অফুরন্ত দোয়া।
চখের পানি ধরে রাখা সম্ভব হলো না। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।।
3:40 এ সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, শুধু পাকিস্তান নয়, পৃথিবীর সকল দেশই এই একটি জায়গায় আমাদের থেকে এগিয়ে। সেটি হলো সম্মান জানানো
আমি বলছিলাম,বর্তমানের তরুণ রা লুকিয়ে রাখা সব সত্যকে জাগ্রত করবেন।ছাত্র আন্দোলন না হলে,শৈলাচারের পতন না হলে আমরা এই সত্যিটা জানতাম না।সেলুট সবাইকে।
❤
সঠিক
Abal itehas porla janti.....chamcha
আপনি না জানলেও এই সত্যটা সবাই আগে থেকে জানে যারা ইতিহাস নিয়ে ঘাটে। আপনার মতো সবাই ভিডিও দেখে ইতিহাস শেখে না
তোমার শৈলাচালরাই সবসময় তাদের সম্মান করে। বুঝেছো আবাল!
কথাগুলো শুনে কান্না চলে আসলো । এরাই দেশের আসল মানুষ যাদের কাছে নিজ জীবন মূলহীন । স্যালুট ।
একটা সময় মুক্তিযুদ্ধের গল্প পড়ে গর্বিত লাগতো নিজেকে কিন্তু এই 14 বছরে তা নিভে গেছে। এখন ঘৃণা করে এসব শুনে। এই ভিডিওটা আমার ব্যক্তিগত ভাবে অনেক প্রয়োজন ছিলো। ধন্যবাদ, একটু হলেও এই গর্বিত বোধ ফিরে পেয়েছি। ❤❤
পিনাকি দাদার পেজ থেকে দেখতে আসলাম সত্যি অসাধারণ ছিল
বিশ্বাস করুন, ভিডিওটা দেখার সময় এক মুহুর্তের জন্যও চোখের পানি আটকে রাখা অসম্ভব ছিল। গ্রেট স্যাল্যুট জানাই স্যার মতিউর এবং বীর আনাসকে
মতিউর, আনাস,.............................. ✊
এতো সুন্দর করে একটা গুরুত্বপূর্ণ অজানা তথ্য ছড়িয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ...
কিছু কষ্টের সীমা নেই, লিখবার কোন ভাষা নেই 😢 খালি দোয়া করি, আল্লাহতায়ালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন
অসাধকরণ কন্টেন্ট সাবক্সাইব করলাম সত্যিই আমাদের চেতনায় থাকা উচিত মতিউর রহমানরা❤ চোখে জল এসে গেল
ধন্যবাদ। নতুন ভিডিও দেখে মতামত জানাবেন।
ফ্যান বানিয়ে দিলেন ভাই ব্লগিং যে এত ইমোশনাল ও শিক্ষনীয় হতে পারে আমার জানা ছিল না সারা জীবনের জন্য ভক্ত হয়ে গেলাম ধন্যবাদ সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য
মুজিব বন্দনা করতে করতে আমরা তো আর কিছুই মনে করার সময়ই পায়না😢
সবাই কিন্তু বন্দনায় মত্ত ছিল না। দেশ আমার, মা আমার, আমি আমার মায়ের জন্য আমার জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিতে একবারও ভাববো না। আমার দেশে আমি দেশের জন্য করবো। কোনো দলের জন্য না বা কোনো উপদেষ্টাদের জন্য না। আর ভাগ্য, সেতো আল্লাহ নির্ধারিত করে রাখছেন, সেটা হোক মানুষ, ফেরেশতা বা শয়তানের।
Hey vi, Mujib bondona noy, Mujib itihash..!~
Right
@@mdrishen035paliya zawa itihash
ইনশাআল্লাহ একদিন বড় হয়ে আমার জীবনের শেষটুকু দিয়েও এই শহীদদের জন্য এবং দেশের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ ❤❤
😊😂😅
মতিউর রহমান এদেশের স্বাধীনতা যু্দ্ধের অন্যতম ব্যক্তিত্ব।পাকিস্তানিদের কাছে সে গদ্দার হলেও আমাদের কাছে তিনি বীরশ্রেষ্ঠ।
❤
আরেকটা বিষয় হলো ক্যাপশন।ভাই এরকম ভিডিও আমাদের আবেগ।তাই চেষ্টা করবেন ক্যাপশনটাকে আরেকটু আকর্ষণীয় করতে।
অনেক ধন্যবাদ। আমি প্রতিনিয়ত শিখছি আপনাদের কমেন্ট থেকে। সামনে আরও ভালো হবে। পাশে থাকবেন।
আবেগ আপ্লূত হলাম এই ডকুমেন্ট দেখে। ধন্যবাদ এই ডকুমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান এবং প্রচারণা প্রতিষ্ঠানকে।
এই কমেন্ট যখন করছি তখনও আমার চোখ থেকে পানি ঝরছে।
অসাধারণ ভাই,, এটা শুধু কন্টেন্ট নাই আমাদের ঘুমন্ত বিবেক জাগানোর মহাঔষধ।
Vai amaro vai.
I am going through a troma.
I need to see and those heroes
Who are still alive and want to visit the heroes buried but still
Alive in our heart ❤ .
অসম্ভব সুন্দর।এত সুন্দর ডকুমেন্টস আগে দেখিনি। এমন হওয়া উচিৎ।
ভাই, এই ভিডিও টা টিভিতে প্রচার করা উচিত। চোখে জল চলে আসছে। আরও ভিডিও চাই এরকম।
অসীম সুন্দর পরিবেশনায় সত্য ও বাস্তবতাকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
এতো সুন্দর করে ভিডিও টা বানিয়েছেন দেখে মনে হলো এমন ভিডিও প্রথম দেখলাম ❤আর আমাদের ইতিহাস নিয়ে অনেক গবেষণা করা দরকার এই শেখ মুজিবুর আর জিয়াউর রহমান তারা ছাড়াও আমাদের বীর মুক্তিযোদ্ধা আছে ❤❤
এই ভিডিও চোখের কোনে পানি নিয়ে এসেছে। বিবেককে জাগ্রত করে দিয়েছে। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো জুলুমের সিংহাসনকে ভেঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার স্বপ্ন এবং প্রচেষ্টা নিয়ে বাঁচবো।
ভাই আপনি এটা কি করলেন?🥺পুরা আবেগ জাগিয়ে দিলেন সাথে নির্বোধ বিবেকও
সাথেই থাকবেন।
একদম। আমি সব সময় এটা ভাবতাম।আজ এই ভিডিও দেখে লজ্জা পেলাম।
একদম ঠিক বলেছেন
অনেক দিন ভিডিওটা সামনে পরছিলো! বাট স্ক্রল করে চলে যেতাম! আজ কি মনে করে যেনো প্লে করলাম! বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্যার'কে নিয়ে এতো সুন্দর একটা বিবেক জাগানিয়া প্রতিবেদন👌শেষে শহীদ আনাসের কথা গুলো চোখটা কখন যেনো ভিজে উঠলো বুঝতে পারিনি😢
স্যালুট এবং ভালোবাসা সেই সব বীরদের প্রতি❤
আমার দাদা পাকিস্তান বিমান বাহিনীতে তখন কর্মরত ছিলো এবং মতিউর রহমান স্যারের সাথে বিমান ছিনতাইয়ের সহযোগী ছিলো। পরে আমার পুরো পরিবার গ্রেফতার থাকেন পাকিস্তান জেলে। যুদ্ধ বন্দী বিনিময়ে আমার পরিবার দেশে ফিরে আসে। কোম সম্মান দেয়া হয় নি যারা মতিউর রাহমান স্যারকে যারা বিমান ছিনতাইয়ের জন্য সাহায্য করেন, উল্টো তাদের তিরষ্কার করে চাকুরিতে যোগদান করতে দেয়া হয়নি..
কি বলেন! কারা চাকরিতে যোগ দিতে দেয় নি ? বাকশাল সরকার?
😭
@@abdulgaffarchowdhury5255 Amio tai jani. Pakistan theke ferot asha Bangali officer der "Beiman" hishebe chakri dewa hoinai. Bastobe eder moddhe majority bondi chilo.
কি? আসলেই? আমরা তো কিছুই জানি না
@@abdulgaffarchowdhury5255 eitai awmileague r ashol choritro mukti juddo biruddhi
এরকম ভিডিও এতদিন পর দেখলাম, ভাই এগিয়ে যান, সাতজন বীরশ্রেষ্ঠের প্রতী সম্মান ও ভালোবাসা জানাই
ধন্যবাদ।এতো দিন কই ছিলেন ভাই।আগায়ে জান দেশের ভালবাসা আপনারা পাশে
দ্বিতীয়বার দেখেও প্রথমবারের মতই চোখ দিয়ে অশ্রু ঝরল।দেশের জন্য তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় এবং আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।
ভিডিও দেখার আগেই সাবস্ক্রাইব করেছি, গুড লাক ব্রো!
সত্যিই আমি speechless. আপনি অনেক সুন্দর করে আবার মনে করিয়ে দিলেন সেই দিনের কথা যেদিন আমি মিলি রহমানের প্রতিটি কথায় আমাদের স্কুলের প্রত্যেকটি মানুষ কান্না করেছিল। স্যালুট মতিউর রহমান, আমরা গর্বিত 🫡🫶🫡
অনেক সুন্দর হয়েছে প্রতিবেদন , বীর শ্রেষ্ঠ দের সম্মান ফিরিয়ে দিতে চাই
আহা কী কষ্টকর!😢😭😢
আল্লাহ্ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও অন্যান্য শহীদদের জান্নাতুল ফিরদাউস দান করুক।
শিহরণ আনে এমন কথাগুলো! চোখের পানি আটকানো অসম্ভব! এমন ভিডিও আরো চাই।
Another brilliant one! Too good this time.
ভাই চোখের পানি ধরে রাখতে পারলাম না, এমন মতিউর রহমান রা যুগ যুগ বছর ধরে বেচে থাকবে আমাদের রিদয়ে🤍💝
এককথায় অনেক সুন্দর ভিডিও হয়েছে।শহীদের পাশাপাশি আহতদের কথা থাকলে মনে হয় আরো ভালো হত।কি কষ্টের জীবন তাদের।
এতো আপন সুরে কাউকে সম্মান জানানো ইলিয়াস ভাই ও আপনার কাছ থেকে শিখে গেলাম....💚 কেনো জানি মনে হয় ইলিয়াস ভাই ও আপনার কথা না শুনলে কম হয়ে যাবে.....এই জীবনে জানা + অজানা অনেক কিছু ;
চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহ সকল শহীদকে জান্নাত দান করুক আমিন
One Of The Best Video I Ever Seen. Great Work Bro.
Thanks a lot bro. Please share with your friends. Stay with us.
ইউটুবে ভিডিও টা দেখছিলাম খুবই অমনোযোগী হয়ে এলোমেলো ভাবে। কিন্তু ২মিনিট : ১১ সেকেন্ড থেকে আমার পুরো মনোযোগ আকর্ষণ করলো। শেষ পর্যন্ত ভিডিও টা মনোযোগ দিয়ে দেখতে বাধ্য হলাম।
ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনুপ্রেরণার উৎসকে মনে করিয়ে দেবার জন্য।
খুবই চমৎকার বলেছেন। আপনার সাথে পুরোপুরি একমত।
Vai apnar sob video gula etto professional!
You'll grow in no time insha'Allah ❤
Thanks for your support. Please share to help us grow.
ভাই এতো স্যালুট জানাই আপনাকে।।চোখের পানি ধরে রাখতে পারলাম না।
চালিয়ে যান। আমরা এমন আরো ভিডিও চাই
আমি গর্বিত আমি মতিউর রহমানের মত দেশ প্রেমিকের ইতিহাস পড়েছি,, আমি গর্বিত আমি মতিউরের মত দেশপ্রমিকের দেশে জন্ম নিয়েছি। হাজার সেলুয়েট হে বীর সৈনিক। আল্লাহ তোমাকে বেহেশত নসীব করুক।
ভাই আমি আপনার জাস্ট এই একটা ভিডিও দেখলাম । অসাধারণ উপস্থাপনা এন্ড অসাধারণ কন্টেন্ট ক্রিয়েশন । অপেক্ষায় থাকবো আপনার পরবর্তী ভিডিওর
অনেক ধন্যবাদ ভাই। আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখুন। আশা করি সেগুলোও ভালো লাগবে। আরও নতুন কন্টেন্ট আসবে।
এমন রিয়েল ব্লকার আমাদের বাংলাদেশের জন্য দরকার
মন থেকে দোয়া করি ভাই
এমন রিয়েল রিয়েল ভিডিও নিয়ে হাজির হন বাংলার তথা পৃথিবীর সকল বাঙ্গালীর বুকে...❤❤❤❤❤
This one is so bold. brilliant!
এদেশের ছাত্রভাইয়েরা অমূল্য সম্পদ । এরা এদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ । ❤❤
চোখের পানি আটকাতে পারলাম না 😢😢😢😢
চোখ
Same here
You should provide english subtitles so we Pakistanis can also understand
@@yasir3782 ok I will add soon.
@@Ahsanito-bd Thanks brother and welcome to Pakistan.
ভাই আপনার এই ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছে সেটা বলার ভাষা আমার কাছে নেই আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ অনেক বড় হতে পারবেন।
অনেক ধন্যবাদ ভাই। অন্য ভিডিওগুলোও দেখে মতামত জানাবেন।
oshombhob shundor description bhai. khubi bhalo laglo shotto kotha gulo shune
খুব সুন্দর হয়েছে।চোখে পানি চলে আসলো।
কি লিখব ভাষা খুজে পাচ্ছি না ,,,
কিছু কষ্টের সীমা নেই ,,, vedio টা দেখার পর সব কিছু হাহাকার মনে হচ্ছে ,,, চোখে পানি চলে আসলো ,, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আহা,,,,
আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।
অসাধারণ ডকুমেন্টরি। স্টোরিলাইন,এডিট,উপস্থাপনা ১০০ তে ১০০। এমন আরো ভিডিও আশা করছি ভবিষ্যতে। চালিয়ে যাও
আমরাতো যুদ্ধে কোন কিছু না করা দেবদাস পরিবারকে দেবতা বানায়ে রাখছি।
সময় এসেছে বীরদের চেনার। ১৯৭২-৭৫ এর শোষণ নিপীড়ন গণহত্যার কথা জানারও সময় হয়েছে
Khan কি এর ছেলে 😂🤣😆
@@MasudRana-ql9uj মা গীর ছেলের 😵
আপনার ভিডিওগুলো যতই দেখি আবেগে আপ্লুত হয়ে যাই। দোয়া করি আল্লাহ আপনাকে আরো সফলতা দিন।
বীর শহীদদের প্রতি রইল শশ্রদ্ধ সালাম।
লোম দাড়িয়ে যাওয়া ভিডিও 6:37
স্যালুট ভাই। এই ধরনের সত্য জাতির কাছে আরো তুলে ধরার অনুরোধ রইলো।
আমরা যদি পাকিস্তানের কাছে সবকিছু হারাতাম তবুও একটা জিনিস পেতাম সেটা হচ্ছে মূল্যবোধ
চোখে জল চলে আসছে ভাই। 😢 সত্যি অসাধারণ, তবে গণঅভুস্থানের পরে মুক্তিযোদ্ধাদের যেই ভাবে অসম্মান করা হচ্ছে সত্যি দুঃখ জনক 😢
চোখে পানি চলে এলো ভিডিও টা খেয়ে । ভাই এভাবে সব সময় সত্যের পক্ষে কথা বলবেন আমারা আপনার পাশে আছি ❤
অসাধারণ কন্টেন্ট ভাই। দয়াকরে ফেইসবুকে বুস্ট করে হলেও সারাদেশের মানুষের কাছে এধরণের কন্টেন্ট পৌছানো দরকার৷আমাদের দেশের ইতিহাস শুধু একজনকে কেন্দ্র করে ঘুরতেছে যা বদলানো দরকার।
Couldn't hold my tears back, shame on us for not respecting our martyrs as much as we should. Thank you for letting the world know, you did a great job with the editing and research. Hats off.
প্রথমবার আপনার ভিডিও দেখলাম। চমৎকার তথ্যবহুল ও প্রাঞ্জল উপস্থাপনা
@@AbuBakr-ss4qg ধন্যবাদ। বাকি ভিডিওগুলোও দেখে ফিডব্যাক দেবেন। এবং ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে।
বর্তমান প্রজন্মের সেরা কন্টেন্ট। ❤
নিঃসন্দেহে সেরা কন্টেন্ট ❤
One of the best contents I have ever seen.Goosebumped!!!
চোখের পানি যে কখন তার মতো করে বের হতে লাগলো বুঝতেই পারিনি l যাই হোক পরিশেষে একটা কথাই শুধু হৃদয়ের মধ্যে বাজতে লাগলো,,আমরা বাঙালিরা খুবই স্বার্থপর জাতি... 😢
খুব ভালো লাগলো আপানার ভিডিও টা অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ। সকাল ঘুম থেকে ওঠার পরে যখন আপনার ভিডিওটা দেখলাম মনে হচ্ছিল একটা কন্ঠ মানুষের চেতনা পরিবর্তন আনতে পারে। ইউটিউব এ কতইনা লোক নিজেকে ভাইরাল হতে চাই কিন্তু দেশের প্রতি ভালোবাসা দেখায় কয়জন। ভালো থাকবেন এইরকম আরো ভিডিও চাই। ভালোবাসা রইলো ❤️❤️।
কসম সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ।।মতিউর রহমানের কথা শুনে আমার চোখে দিয়া পানি আইসা পরছে ভাই.. 😢
ভাইরাল শব্দটার প্রতি সত্যি আমার ভীষণ এলার্জি আছে। কিন্তু এই ছোট্ট ভিডিও দেখার পর কেনো যেনো মনে হচ্ছে এটা বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের কাছে ভাইরাল করে দেই।
বীরশ্রেষ্ঠদের জীবনগাথা আমাদের জীবনস্মৃতিতে বারবার আসা উচিত। অনেক ধন্যবাদ আবার মনে করিয়ে দেয়ার জন্য।
এই প্রথম কোনো ডকুমেন্টারি দেখে অজান্তেই চোখের পানি গড়িয়ে পরলো । আনাস এর ঘটনা টা খুব বেশি নাড়া দিয়েছে । কারন আমিও তার সহযোদ্ধা ছিলাম । আমরা একই ময়দানে একই আন্দোলনে শরিক ছিলাম । আমি, আমরা ফিরে এসেছি কিন্তু আনাস, মুগ্ধ, আবু সাইদ রা ফিরে আসতে পারে নাই । আজ আমরা তাদের স্বপ্ন কে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি । কিন্তু তারা পরীক্ষায় পাশ করে গিয়েছে । 😢😢😢
নির্মম সত্য..!!
.
brilliant... keep it up Bro... ❤
খুব মন দিয়ে ভাবলাম আর দেশের প্রতি ভালোবাসা টা নিয়ে চিন্তিত হলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর কিছু আসলেই ভাবায় কথা কিছু
স্যালুট ভাই
আসলে আমাদের দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতেই ভয় পাই।
যারা আমাদের উপরে আমাদের দেওয়া অর্থের বলে ভর করে, তাদের চেহারা-চরিত্র এই 53 বছরে কখনও দুই হয়নি
এই হতাশা, এই দুঃখবোধ আমাদের তরুণ সমাজকে দেশত্যাগে উদ্বুদ্ধ করছে, দেশ থেকে ভালোবাসা ফিরিয়ে নিচ্ছে
আপনার এই ভিডিও আমাদের একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গেল
ভালোবাসা নেবেন
ধন্যবাদ প্রিয় ভাই। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি কে হেফাজত করুন।
অসাধারণ উপস্থাপনা, চোখের পানি ধরে রাখতে পারলাম না।
খুব সুন্দর কথা বলছেন......আমরা এগিয়ে আছি....একজন বাবা বাবা করে দেশ টা বারটা.. বাজিয়ে দিয়েছে.... আর এক জন স্বামী.... ..... বাকি লোকদের কোন মূল্যায়ন করা হয়নি...
BEST VIDEO SO FAR❤❤❤❤
Loved the word j “ Enara 2 jon Kun Faya Kun bolsen r desh shadhin hoye gese bepar emon na”!!!
আমি বীরশ্রেষ্ঠ মতিউর স্যারের কাছে আর্মস ট্রেনিং নিয়েছিলাম '৭১ সালের মার্চ মাসে। আমার সহ ট্রেইনী ছিলেন শেখ কামাল, শেষ জামাল সহ প্রথম ব্যাচে ১০ জন । দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের ট্রেনিং শেষ না হতেই তাড়াহুড়ো করে আমাদের সেই শ্রদ্ধাভাজন মানুষ চলে যান করাচীতে। কিসের ছিল এতো তাড়াহুড়ো! হ্যাঁ, তাঁর যে কিসের তাড়াহুড়ো ছিল তা' দেশ স্বাধীন হওয়ার পরে জানতে পেরেছি ভারত থেকে এসে। বাকি সব অশ্রুঝরা ইতিহাস।এই যুদ্ধে আমার অগ্রজ ওসমান আলী শহীদ হয়েছেন। বন্ধুরা অনেকেই শহীদ হয়েছেন। কয়েক বৎসর আগে গেছেন স্যারের ডানহাত মোহাম্মদপুরের জিলানী ভাই। আমি বেঁচে আছি শুধু আজকের বাংলাদেশের এই কুৎসিত চিত্রটি দেখার জন্য।
@@siddiqurrahman9272 আপনার জন্য অনেক সম্মান স্যার। আপনি আমাদের কন্টেন্ট দেখেছেন এটা আমাদের ছোট চ্যানেলের জন্য গর্বের।
ফেক আইডি গল্প বানিয়েছেন।। ভাল। যদি সাহস থাকে ত আসল পরিচয় দিন।
অনুগ্রহ করে জানাবেন কত সময় যাবৎ অতিরিক্ত কুৎসিৎ অবস্থা দেখলেন।
স্যার আপনার ফেইসবুক আইডি টি পেতে পারি, যদি কিছু মনে না করেন।
আপনাকে স্যালুট স্যার..! ❤
চোখের পানি এতো চেষ্টা করেও আটকে রাখতে পারলাম না কারন শরীরে তো মুক্তিযোদ্ধার রক্ত বইছে! এই দেশটার প্রতি এতো টান কেন তা নিজেও জানিনা। আল্লাহ পাক আমার দেশটাকে একটু শান্ত করুন। আমিন।
ভাই মাশাআল্লাহ ভিডিও টা অনেক ভালো লাগছে। এইরকম ভিডিও আরও আপলোড দিয়েন যাতে মানুষ আসল সত্য গুলো জানতে পারে বুজতে পারে❤️😔
আপনার প্রতি শ্রদ্ধা যানাই বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্যার।❤❤
may allah give him jannah
We never forget our heroes
And we respect to our abu sayed and other heroes in this year they died protect to our country from shekh hasina
আসসালামু আলাইকুম। অত্যান্ত চমৎকার উপস্থাপনা।❤❤❤❤❤❤❤
অসাধারণ ভাই অসাধারণ খুবই ভালো লেগেছে।
আল্লাহ যেন আমাদের শহীদ ভাইদের কে মাফ করে দেয় এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আমিন
আর কতটা রক্ত আর কান্নার পরে আমরা সত্যিকারের মানুষ হবো, দেশপ্রেমিক হবো- বাংলাদেশী হবো!!
শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলার বীরদের প্রতি 🙏🙏
Alhamdulillah vai apnake osongkho vonnobad,,, 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
গভীর শ্রদ্ধা বীর শ্রেষ্ঠ মতিউর রহমান কে। স্যালুট জানাই উনাকে। আমরা চাই আমাদের বীরশ্রেষ্ঠ ও শহীদের গর্বিত ইতিহাস আমাদের নতুন প্রজন্ম পাঠ্যপুস্তকে জানুক এবং তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করুক।
আমি আমার বাবার কাছে সবকিছুই শুনছি। কারণ আমার বাবা পাকিস্তান সেনানিবাসে রাজ বন্দি ছিলেন। সংবাদ দেখি আর শুনি কিছু লিখতে ভয় হয়।
এটাই বাংলাদেশ। 😢😢😢
তুমায় লাল সেলুট ❤, শহিদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
SheRa ekta video dekhlam
Alhumdulillah ❤
Best wishes brother
এতোকিছু জানতাম না আগে কখনো আমাদের শুনানো হইছে শেখ মুজিব আর জিয়াউর রহমান কে
Thanks আপনাকে যা জানা ছিলো না তা আজ জানলাম