আজ থেকে পঞ্চাশ কি ষাট বছর আগে উনি গুরুর কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন বলেই যে ওই জগতে উনি মান্যতা অর্জন করেছেন তা ভেবে বসলে ভুল হবে। সেই মান্যতা আসে শাস্ত্রীয় সঙ্গীতের বড়ো আসরে দীর্ঘ দিনের অংশ গ্রহণের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যেটা ওনার একেবারেই নেই। বিশেষ ধরণের কবিতা ধর্মী বাংলা গান গাওয়ার বিপুল প্রতিষ্ঠার জোরে উনি ঢুকে পড়তে চাইছেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের জগতে, তাও আবার বাংলা ভাষার খেয়ালে। শুধু তাই নয়, দেড়শো-দুশো বছরের প্রতিষ্ঠিত একটা সঙ্গীত ব্যবস্হাকে ভাঙতে চাইছেন স্পর্ধাভরে ওনার সত্তরোত্তর বয়সে, যখন ওনার কন্ঠ রীতিমতো সুরচ্যুত। জানি না, ভারতীয় সঙ্গীত জগতে এরকম ঘটনা আর আছে কিনা বা থাকলেও এতটা অবাধ প্রচারের সুযোগ পেত কিনা।
আজ থেকে পঞ্চাশ কি ষাট বছর আগে উনি গুরুর কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন
বলেই যে ওই জগতে উনি মান্যতা অর্জন করেছেন তা ভেবে বসলে ভুল হবে। সেই মান্যতা আসে শাস্ত্রীয় সঙ্গীতের বড়ো আসরে দীর্ঘ দিনের অংশ গ্রহণের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যেটা ওনার একেবারেই নেই। বিশেষ ধরণের কবিতা ধর্মী বাংলা গান গাওয়ার বিপুল প্রতিষ্ঠার জোরে উনি ঢুকে পড়তে চাইছেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের জগতে, তাও আবার বাংলা ভাষার খেয়ালে। শুধু তাই নয়, দেড়শো-দুশো বছরের প্রতিষ্ঠিত একটা সঙ্গীত ব্যবস্হাকে ভাঙতে চাইছেন স্পর্ধাভরে ওনার সত্তরোত্তর বয়সে, যখন ওনার কন্ঠ রীতিমতো সুরচ্যুত। জানি না, ভারতীয় সঙ্গীত জগতে এরকম ঘটনা আর আছে কিনা বা থাকলেও এতটা অবাধ প্রচারের সুযোগ পেত কিনা।