Rabir Aloy Nazrul | রবির আলোয় নজরুল|Rabindranath Tagore & Kazi Nazrul Islam|Sovana|Life & Literature

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 114

  • @dipikakumar1803
    @dipikakumar1803 Год назад +5

    অপূর্ব উপস্থাপনা! শুনতে শুনতে চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দুই মহান ব‍্যক্তিত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা সম্পর্কে এমন মরমী আলোচনা এমন দরদী ভাষায় ও সুমিষ্ট কন্ঠে পরিবেশিত হয়েছে যে হৃদয় আবেগাপ্লুত হয়ে উঠতে বাধ্য। বহুদিন পর ভীষণ মর্মস্পর্শি একটি প্রতিবেদন শুনে অন্তরাত্মা শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল, সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ সেই সব মূর্খদের মুখের ওপর সঠিক জবাব দেওয়ার জন্য যারা এই দুই কবির মধ্যে সবসময় একটা তুলনামূলক বিরোধের পাঁচিল তুলে দেয়। 👌👌👍👍

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад

      অজস্র ধন্যবাদ। আপনাদের মতো দরদী দর্শক শ্রোতাদের জন্যই তো এই প্রচেষ্টা। আপনাদের ভালো লাগলে আমরা ধন্য হব 🙏🏻

    • @farjanajahan3222
      @farjanajahan3222 Год назад +1

      Opurb uposthapona .duie banglar kobir proti shordha .tadhar Maja shilo bondhuto shodha .thanks .

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад

      ধন্যবাদ 🙏🏻

    • @farjanajahan3222
      @farjanajahan3222 Год назад

      Thanks

    • @AratiDebnath-gm2ok
      @AratiDebnath-gm2ok Год назад

      উত্তর দিতে দেরি ।।😚🇮🇳😎😎🇮🇳😌

  • @shyamalendudas8738
    @shyamalendudas8738 Год назад +3

    অতি সুন্দর এই প্রতিবেদন আমাকে মুগ্ধ
    করেছে।মনে হলো আমার চোখের সামনেই
    দুই মহান ব্যক্তিত্ব জীবন্ত হয়ে উঠেছেন।
    অপূর্ব অপূর্ব।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 7 месяцев назад +2

    রবীন্দ্রনাথ জীবন প্রকৃতির একছএ বিস্তৃত ,,, জীবনের আশ্রয়। নজরুল চেতনার কবি সাম্প্রদায়িক বিরোধী " সৃষ্টিশীল দুজনেই যার যার আসনে সে সমাহীন সবার জন্য শ্রদ্ধা

  • @AnwarulHoque-mk5uv
    @AnwarulHoque-mk5uv 7 месяцев назад +2

    খুব সুন্দর, ভালো লাগলো।

  • @bhaswatimukherjee5644
    @bhaswatimukherjee5644 Год назад +2

    আমি ষাটে উপনীত।
    হয়ত সেই জন্যেই এই কথোপকথন আমার জানা তবু এই ককথোপকথন তো পুরোনো হয় না,
    কিন্তু এত সুন্দর উপস্থাপনা মন টা ভরে গেল। 🌹🌹
    আরও শোনার অপেক্ষায় রইলাম।

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад

      প্রণাম নেবেন। পাশে থাকবেন। চেষ্টা করবো এরকম তথ্যনির্ভর উপস্থাপনা আরো বেশি করে করবার। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন 🙏🏻

  • @RumaDas-b8e
    @RumaDas-b8e Год назад +2

    অমূল্য তথ্য সমৃদ্ধ ভাবনা ও সুন্দর পরিবেশনায় সমৃদ্ধ ও ঋদ্ধ হলাম।একরাশ শুভকামনা ও অনেক অনেক ভালোবাসা রইলো।❤❤

  • @AratrikaDas-pt4vm
    @AratrikaDas-pt4vm 7 месяцев назад +1

    এতো সুন্দর তথ্যবহুল উপস্থাপনায় মুগ্ধ হলাম ও সমৃদ্ধ হলাম...

  • @arupkar9423
    @arupkar9423 Год назад +2

    ভীষণ ভালো আরও এরকম আশা করি আপনার গলার আওয়াজ খুব সুন্দর। প্রণাম

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад

      অনেক ধন্যবাদ 🙏🏻 আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

  • @mdnurulamin5752
    @mdnurulamin5752 Год назад +1

    বাংলা সাহিত্যের দুই প্রাণপুরুষ রবীন্দ্র নজরুল একে অপরের পরিপূরক তাদের কে ধর্মের দোহায় দিয়ে ভাগ করা যায়না তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই

  • @pradipdatta292
    @pradipdatta292 7 месяцев назад +1

    সুন্দর মনোগ্রাহী তথ্য সমৃদ্ধ আলোচনা।

  • @disharabindranrityanatya2101
    @disharabindranrityanatya2101 Год назад +2

    অভূতপূর্ব ♥️

  • @ahmedfakhruddin8965
    @ahmedfakhruddin8965 2 месяца назад +1

    ❤ বাংলা সাহিত্যের অসাধারণ কবি যুগল ❤

  • @debarpanbhattacharya1666
    @debarpanbhattacharya1666 Год назад +1

    অনেক কিছু নতুন শিখলাম। অসাধারন

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 Год назад +1

    Excellent information. Extraordinary. Really this is more appreciable at this moment. This was a historical moment.

  • @mdesahaqueali9105
    @mdesahaqueali9105 5 месяцев назад +1

    রবীর আলোয় সারাজীবন নয়নের জল ফেলেন নজরুল।

    • @Life_and_Literature
      @Life_and_Literature  4 месяца назад +1

      নজরুল সারাজীবন চোখের জল ফেলেছেন ঠিকই। কিন্তু তার জন্য রবির আলোর দোষ কতটা সেটা ঠিক বোঝা গেল না।

  • @debabrataghoshal6729
    @debabrataghoshal6729 Год назад +1

    দুখু মিঞার দুখের পাঁচালি হঠাৎ থেমে গেল।'বাণী মোর নাহি, স্তব্ধ হৃদয় বিছায়ে-চাহিতে শুধু জানি'রবীন্দ্রনাথের কথায় নীরবতার গভীরে........ নিঃশেষ পথ পানে চাহি..... শুধু বসে থাকি।

  • @Drubo999
    @Drubo999 7 месяцев назад +1

    Voice khub sundor,,r alochona 💕

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Год назад +1

    অসাধারণ আলোচনা! ভালো লাগলো শুনে!

  • @kuntala5227
    @kuntala5227 7 месяцев назад +1

    উপস্থাপনা বেশ ভালো লাগলো ,,
    লেখা- ও বেশ উচ্চমানের ❤❤

  • @arupkar9423
    @arupkar9423 Год назад +1

    খুব সুন্দর উপস্থাপনা।

  • @tanushreedasmahapatra790
    @tanushreedasmahapatra790 Год назад +2

    দুই কবির অপূর্ব তথ্য সকল শুনে মন ভরে গেল।

  • @Anjanscreationoriginals
    @Anjanscreationoriginals Год назад +1

    খুব ভালো লাগলো এই পর্বটি

  • @Drubo999
    @Drubo999 7 месяцев назад +1

    Voice tune onek sundor,,,,aro valo laglo er jonno 💕💕💕

  • @labaniadhikary6415
    @labaniadhikary6415 Год назад +1

    মুগ্ধতা ❤️

  • @saikatkundulyricist
    @saikatkundulyricist Год назад +1

    বড়ো সুন্দর, বড়ো মানবিক একটা কাজ করেছিস রে, শোভনা।

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад

      প্রণাম নিও। পাশে থেকো 🙏🏻❤️

  • @suparnamitra2089
    @suparnamitra2089 Год назад +1

    খুব ভালো লাগলো দিদি।❤❤❤❤ তোমার এই আলোচনায় আত্মা শুদ্ধ হলো🌹🌹🌹🌹🌹🪔🪔🪔

  • @banglaobangalii
    @banglaobangalii Год назад +1

    অসাধারণ। এটা শ্রেষ্ঠ।

  • @sumitadeoghoria2732
    @sumitadeoghoria2732 7 месяцев назад +1

    ভীষণ ভালো লাগলো

  • @suchetarsatsatero4875
    @suchetarsatsatero4875 Год назад +1

    Apurbooo.... Mugdho holam❤

  • @manasisadhukhan6927
    @manasisadhukhan6927 Год назад +1

    অপূর্ব সুন্দর

  • @mukimshah9428
    @mukimshah9428 Год назад +2

    মানুষ বজলে সোনার মানুষ হবি,
    লালন সাঁইজি,
    দুইজন দুই ধর্মের ছিলে কৃতিত্ব সংস্কৃতিতে আবির্ভূত আছে।

  • @arshilipi2161
    @arshilipi2161 11 месяцев назад +1

    খুব ভালো লাগলো

  • @SankarDutta-n3s
    @SankarDutta-n3s Год назад +1

    Khub sunndor

  • @MDKAWSARAHMED-vf5vw
    @MDKAWSARAHMED-vf5vw Год назад +1

    অসাধারণ

  • @diptinag9250
    @diptinag9250 Год назад +1

    Bah!

  • @shiladityachattoraj8931
    @shiladityachattoraj8931 Год назад +1

    Bhison shundor..

  • @debaprasadsinha3012
    @debaprasadsinha3012 Год назад +1

    খুব ভালো ❤

  • @atriyachowdhury9849
    @atriyachowdhury9849 5 месяцев назад +1

    ভাষ্যকারে নাম কোথাও পেলাম, জানালে কৃতজ্ঞ থাকব।

  • @GODHULIDebraj
    @GODHULIDebraj Год назад +3

    এই রকম আলোচনা আরো দরকার .... নজরুল ইসলাম আজ যেভাবে বঞ্ছিত... আরো চর্চা দরকার ...

  • @shafiqulislam8185
    @shafiqulislam8185 Год назад +1

    তাই বলি,নজরুলের আলোয় রবি

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад +1

      দুই কবিই তাঁদের নিজ মহিমায় মহিমান্বিত। তবে কবিগুরু বিদ্রোহী কবির চেয়ে বয়সে অনেকটা বড় হওয়ায় নজরুল তাঁকে অত্যন্ত সম্মান করতেন। রবীন্দ্রনাথও অনুজ কবি নজরুলকে যারপরনাই স্নেহ করতেন। তাঁদের এহেন সম্পর্কের প্রমাণ নানা জায়গায় পাওয়া যায়। তার উপর ভিত্তি করেই এই পর্বটির নামকরণ করা হয়েছে।

  • @kalyanisarkar6948
    @kalyanisarkar6948 Год назад +1

    ❤❤

  • @robitawhid4214
    @robitawhid4214 3 месяца назад +1

    নজরুল বাংলা সাহিত্যে নবসূর্য।

  • @mintusaren895
    @mintusaren895 5 месяцев назад +1

    Sarat er aloy rabi.

  • @sudiptadatta3817
    @sudiptadatta3817 Год назад +1

    "অর্ধ-চেতন' না-থেকে এই ভিডিওটা দেখা উচিত ।

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад

      অর্ধ-চেতনার অন্ধকার অতিক্রম করার উদ্দেশ্যেই তো এই ধরনের পর্ব করা।

    • @jyotidas2734
      @jyotidas2734 Год назад +1

      Calcutta= What a beautiful Heading !

  • @firozhasan5746
    @firozhasan5746 Год назад +3

    ভুল কথা, নজরুল কখনোই রবীন্দ্রনাথকে গুরুজী বলেননি। তিনি গুরুদেব বলেছেন

    • @Life_and_Literature
      @Life_and_Literature  Год назад +3

      আসলে কী বলেছিলেন সেটা একেবারে নির্ভুলভাবে জানার জন্য তো সেই মুহূর্তে তাঁদের সামনে উপস্থিত থাকতে হতো। সেটা বর্তমান প্রজন্মের কারোর পক্ষেই বোধহয় সম্ভব নয়। অগত্যা ইতিহাসই ভরসা। আর ইতিহাসলব্ধ তথ্যকে আশ্রয় করেই এই ভিডিওটি বানানো হয়েছে। তবু এটুকু খুব সাধারণ বিবেচনা থেকেই বলা যায় যে, ‘গুরুজী’ বা ‘গুরুদেব’ যাই বলে থাকুন না কেন, তাতে তাঁর অন্তরের শ্রদ্ধার এতটুকু খামতি হয়না।

  • @gourghosh9424
    @gourghosh9424 Год назад +1

    Sorbaiba valo alochana eta darkar chilo

  • @arifofficials4686
    @arifofficials4686 7 месяцев назад

    রবিন্দ্রনাথ এর আলোই যদি নজরুল আলোকিত হয় তাহলে,,,
    নজরুল ইংরেজ বিরুধি
    আর রবিন্দ্রনাথ ইংরেজদের পা চাটলো কান?
    উত্তর দিয়েন।

    • @Life_and_Literature
      @Life_and_Literature  6 месяцев назад

      আপনার এই অবান্তর অর্থহীন মন্তব্যের ঠিক কী উত্তর দেওয়া যায় সেটা ভাবতে ভাবতেই অনেক গুলো দিন পেরিয়ে গেল। শেষপর্যন্ত মনে হল, কোনো উত্তর দেওয়াই উচিৎ নয়। তাহলে যে দুজন মহামানবের বিষয়ে আপনি মন্তব্যটি করেছেন(ভুলভাল বানান সহ) তাঁদের আরো অসন্মান করা হয়। আপনি সুস্থ হোন, শিক্ষিত হোন- এই কামনা করি।

    • @AvijitDutta-b5n
      @AvijitDutta-b5n 3 месяца назад +1

      এইরকম একটা মন্তব্যের পরে এমনএকটা উত্তর! এত শান্ত ভদ্র! কি করে হয়! আপনি উত্তর দেবার আগে অনেকদিন ধরে ভেবেছিলেন, ঐখানেই আপনার আসল শক্তি লুকিয়ে আছে।
      তবে মন্তব্যটা থেকে আমরা অনেককিছু জানতে পারলাম। নজরুল যে রাজ্যশুদ্দু সব ইংরেজের বিরুধি ছিলেন তা নজরুল ​নিজেও বোধহয় জানতেন না। তবে উনি জানতেন। আর, রবিন্দনাথ ইংরেজের পা চাটতেন! আমাদের দেশে তো ইংরেজের পা দিয়ে কখনও আচার তৈরি হতো না। আমরা কখনও চটিনি। রবীন্দ্রনাথও
      চাটেননি। ওনার এলাকায় হয়তো ওইরকম পা দিয়ে আচার তৈরি হতো, ওনারা চেটে চেটে বড়ো হয়েছেন। উনি বলেছেন উত্তর দিয়েন। উত্তর তো দিলাম।
      এইসব প্রশ্ন উত্তরের পেছনে না পড়ে থেকে উনি যদি কষ্ট করে রবীন্দ্রনাথ, নজরুল পড়েন তাহলে ওনার অনেক ভালো হবে।

    • @Life_and_Literature
      @Life_and_Literature  3 месяца назад

      @@AvijitDutta-b5n রবীন্দ্রনাথ, নজরুল সহ অন্যান্য মনীষীরা আমাদের আদরে এবং আক্রমণে দুই ক্ষেত্রেই সংযত হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। এখানে মন্তব্য এবং প্রতি-মন্তব্যের মাধ্যমে উনি ওনার শিক্ষার পরিচয় দিয়েছেন আর আমরা আমাদের শিক্ষার। এইটুকুই যা তফাৎ।

    • @AvijitDutta-b5n
      @AvijitDutta-b5n 3 месяца назад +1

      ক্লাসে শিক্ষক সবাইকেই সমান শিক্ষা দেন। কেউ ফার্স্ট হয় কেউ পাস করতে পারে না। আপনি খানিকটা শিক্ষা অন্ততঃ নিয়েছেন। এতে আপনারই ভালো হবে।