উইন্ডোজ 10 ব্যবহারের পর থেকে থার্ট পার্টি অন্য কোন এন্টিভাইরাস ব্যবহার করছি না। কিন্তু সম্প্রতি অজানা কোন এক কারণে দেখতে পাই যে রিয়াল টাইম প্রটেকশন টা অফ হয়ে হয়ে আছে। কোনভাবেই এটিকে অন করা যাচ্ছিল না। অনলাইনে প্রচুর টিউটোরিয়াল দেখে সমাধান করার চেষ্টা করেছি। এমনকি মাইক্রোসফটের টেকনিশিয়ান রিমোর্টলি এক্সেস নিয়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করেও এর সমাধান করতে পারে নি। চেষ্টার পর নতুন করে উইন্ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এত বেশি সফ্টওয়্যার (সবগুলো প্রিমিয়াম টাইমের) ইনস্টল করা ছিল যে নতুন করে উইন্ডোজ করার কথা মাথায় আসলেই গায়ে জ্বর চলে আসে এরকম অবস্থা। অবশ্য ট্রাইও করেছিলাম সব সেটিং/অ্যাপ ইনস্টল থাকবে এরকম করে উইন্ডোজ করার। কিন্তু ওই অপশনটি গ্রে/ডিজেবল অবস্থায় থাকায় সেটিই করা যায় নি। পরে একটি টিউটিটোরিয়ালে ম্যালওয়ারবাইট নামক সফ্ট ওয়্যার দিয়ে স্ক্যান করার কথা বলা হয়েছে। পরে সেটি ইনস্টল করে স্ক্যান দেওয়ার পর প্রায় 22টি থ্রেট ধরে এবং রিমুভ হওয়ার পর সেটি অটোমেটিক চালু হয়ে যায়। অথচ বিষয়টি নিয়ে কতটুকু ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। কথা হচ্ছে দুটো... তাহলে মাইক্রোসফট উইন্ডোজ সিকিউরিটি এগুলো ধরতে পারলো না কেন? তাহলে কি ম্যালওয়্যারবাইট কি উইন্ডোজ ডিফেন্ডার থেকে এডভান্স? এটা দিয়েও তো অনেকবার ট্রাই করেছি যা সবসময়ই আপডেট রাখা হয়েছিল। মাইক্রোসফ্ট এর ইঞ্জিনিয়াররাই বা কেমন ইঞ্জিনিয়ার?
আমি avast ব্যাবহার করছিলাম। কিন্তু এ ভিডিও দেখার পর আমি avast uninstall করে দিই । এতে আমার পিসি অনেক fast হয়ে যায় । সোহাগ ভাইয়ের মত ঠিক । windows security is the best .
আপনার সাথে সম্পূর্ণ একমত, আমি ও উইন্ডোজ ডিফেন্ডার ছাড়া আর কিছুতে বিশ্বাসী নই। নেট থেকে যে কোনও ফাইল একবার ডাউনলোড করার আগে পঞ্চাশ হাজার বার ভাবি যে - ফাইলটা বাঁশ দিতে পারবে কি পারবে না।
একটা টিপস্ দেই। যদি কম্পিউটার এ এএন্টিভাইরাস নাও থাকে তাহলে জাস্ট ব্রাওজারে একটা এড ব্লোকার ব্যাবহার করবেন। তাহলেই দেখবেন আর কোনো ভাইরাসের ঝামেলায় পড়তে হবে না।
কথা গুলো সত্যি তবে আরেকতা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বিশেষকরে আমাদের দেশের জন্য । তা হল আমাদের পিসিতে ম্যাক্সিমাম ক্রাক সফটওয়ার যা ইন্সটল করতে গেলে এন্ট্রিভাইরাস ডিজেবল করে নিতে হয় বা ডিটেকশন থেকে বাদ দিতে হয়, তাহলে সিকিউরিটিউ আর রইল কোথায়।এইখানে এন্টিভাইরাস ভ্যালুলেস। আর উইন্ডোজ ১০/১১ এর উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু ইন্টারনেট সিকিউরিটির সুবিধা পুরোপুরি দিবে না তাই এর উপরেও অত ভরসা করার কোন মানে নেই। মেইন পয়েন্ট আপনি যেটা বলেছেন সেটাই আমাদের সচেতনতা একটু বুঝে অনলাইনে বিচরণ আর ডাউনলোড করা।
ভাইয়া ইদানিং দরে দেখতেছি ল্যাপটপ অন করলে,,, যদি কোনো কিছু করতে চাই তাহলে লেখাগুলো আছে সে গুলো লাছাতে থাকে এবং মাউস ঠিক মতো কাজ করে না,, একটাতে ক্লিক করতে গেলে আরেকটায় ক্লিক হয়ে যায়?? কিন্তু ১০/১৫ মিনিট পর আবার ঠিকও হয়ে যাই 😢😢
আপনার কথা মানলাম, আমি একটি দোকানে কম্পিউটারে কাজ করি। আমি অনেক দিন পর্যন্ত এন্টি ভাইরাস ব্যবহার না করার ফলে খুব যন্ত্রণা ভোগ করেছি। যখনি কোনো কাষ্টমারের পেন্ড্রাইভ পিসিতে ঢুকাতাম তখনি সেটি সর্টকার্ট হয়ে যেতো। এন্টি ভাইরাস ব্যবহার করার পর আর সেটি হয়নি।
vaia apnar sathe agree hote parlam na...goto year er kotha...ami just ekta pendrive connect korsilam laptop er sathe erpor kisukhon laptop hang hoye jay tarpor dekhi amar hard drive r show kore na...only ssd show kore...dokan e niye gele tara bole virus attack korse hdd dead...pore new ekta kinte hoise...tokhon windows defender use kortam..so win defender virus k kisu bollo na kn? (currently using kaspersky)
প্রথমত, ভাইরাস কোনো হার্ডডিক্স সরাসরি নষ্ট করতে পারে না। শুধু মাত্র ফাইল নষ্ট বা ফাইলের ফরমেট পরিবর্তন করতে পারে। দ্বিতীয়ত: আপনিই বলেছেন, Hdd নষ্ট হয়েছে, Ssd নষ্ট হয় নি। তাহলে আপনার কথা মত ভাইরাস আপনার দুইটা হার্ডডিক্স-কে নষ্ট করত। কিন্তু নষ্ট হয়েছে একটা। আমি অ্যান্টিভাইরাসের বিপক্ষে না। তবে ভাইরাস হার্ডডিক্স নষ্ট করতে পারে না।
@@mdshahed6758 1st of all Ryan's er expert technicians ra amak eta bolse...tar mane ki ora vul bolse? r hdd er theke ssd powerful...1tb hdd jei dam e pawa jay shei price e matro 250gb ssd pawa jay...tar mane ssd nishchoi secured beshi (jodio eta ami sure na, guess korlam r ki) btw apnar kotha jodi shotti dhori tahole bolen kn amar hdd nosto holo and thik pendrive laganor porei?
মাসাআল্লাহ। আলহামদুলিল্লাহ্। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে । অসাধারণ আপনার ভিডিও গুলো। আপনাদের মতো ইউটিউবার দের এসব অনুপ্রেরণা আমাদের অনেক হেল্প করে । আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হইলাম , আপনার ভিডিও গুলো সত্যিই আমার ভালো লাগে , দোয়া করি, সামনে এগিয়ে যান। ধন্যবাদ।
আপনার ক্যামেরা লিংক কাজ করছে না। লিংকটাতে এর মডেল দেখা যাচ্ছে Canon 80d মডেল? আমি যতটুকু জানি এটি আপনার আগের ব্যবহার করা ক্যামেরা। হইতো লিংকটি আপডেট করা হয়নি।
একবার RAT Trojan এর দ্বারা ধরা খেয়েছি, আর ক্র্যাকড গেইম খেলি এক্টিভেটর ইউজ করি তাই এন্টিভাইরাস মাস্ট আমার জন্য। ডিফেন্ডার কাজের না, অনেকসময় ক্লিক লেগেও পেইজ ওপেন হয়ে যায় আর ব্রাউজারও হাইজ্যাক হয়। ব্যাংকিং ট্রান্সেকশন করলে এন্টিভাইরাস মাস্ট।
ভাইয়া আপনি হয়তো নতুন ডিফেন্ডারটাকে সুযোগ দেন নি প্রপারলি। একটু সুযোগ দিয়ে দেখুন, সারপ্রাইজড হবেন। অনেক ল্যাব টেস্টও হয়েছে। খুব স্পেসিফিক কিছু কাজ ছাড়া যেকোনো জেনারেল ইউজারের জন্য ডিফেন্ডার পর্যাপ্ত। তবে হ্যা, ক্র্যাক ইউজ করতে গেলে ডিফেন্ডার ডিজেবল করে নিতে হয় যার ফলে রিস্ক বেড়ে যায়।
Vai monetization on korar jonno apnar guide line casci. Jemon ads a ki ki info dibo, kon info dile ki hobe. Bolle khuv opokar hoto. Oi rokom kew video dey na. Pls diben
ভাই অনেক প্যানড্রাইভ বা মেমরিতে অনেক সময় ভাইরাস থাকে বাট না জেনে পিসিতে ইন্সার্ট করালে পিসিও সেই ভাইরাসে আক্রান্ত হয়।যেমন আমি শর্টকার্ট ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম ।
প্রথম কথা আপনি যদি পিসিতে গেম খেলেন বা মাল্টিমিডিয়া ইউজ করেন তাইলে আপনার এন্টিভাইরাস বা কমনসেন্স এপ্লাই করার দরকার নাই। বাট, আপনি প্রোফেশনাল হলে অবশ্যই এন্টিভাইরাস ইউজ করতে হবে। একটা পেইড এন্টিভাইরাস আপনাকে যেই সুরক্ষা দিবে তা আপনি কমন সেন্স ইউজ করে দিতে পারবেন না।
Always use 3rd party antivirus if you use crack software or torrent. Windows defender onk spyware, adware dhortei pare na. Ami o only defender use kortam but amr pc recently file duplicator ekta virus e infected hoy. Windows defender e dhora pore but eita remove korte partesilona. Offline scan, safe more boot shob try korsi. Pore free avast diye full scan + Boot-time scan dei. Pore fix hoy.
Vai, assalamualaikum. Ami windows 10 beboher Kori, ekon updates hisebe windows 11 dile kemon hobe, konta Valo hobe, naki 10 ei beboher korbo. Suggestions cai vai.
How about advanced system care pro? Do I need to use it for windows 10. I actually love it the reason why, like fan speed, temperature, internet speed, ram usage, etc...
Apnar moto user ra holo murkho. Windows anti-virus just show namee, but kajer na. Ar ( anty-virus ) na Anti-Virus. Banan e thik moto likhte paren na mia abr bolen windows security enough. Agee knowledge gain koren tarpor illitere youtuber ar illiterate video buijhen. xD
ভাইয়া ,,,বাজারে যে ৬০০-৭০০ এর মধ্যে যে অ্যান্টিভাইরাস পাওয়া যায় ঐগুলা কি সেফ? আর নতুন কম্পিউটার কেনার সময় কি ঐগুলা লাগলে ভালো হয়? না লাগলেই বা কি হবে?
Free remove watermark from a photo now: bit.ly/3EUuhda
Free download HitPaw Watermark Remover: bit.ly/3B0OnRF
Free remove photo background: bit.ly/3EQaawx
আমি আপনার কাছে ঝিগাসায় করতে চাই Sony PSP games সম্পর্কে কিছু তথ্য ভিডিওতে দেখতে চাই দয়া করে বলবেন
ধন্যবাদ আপনাকে....
কম্পিউটর ভাইরাস আসলে কি? খাটি বাংলায় বুঝতে চাই সোহাগ ভাই।
ভাইয়া 360 total security antivirus software টা কি ভালো software
উইন্ডোজ 10 ব্যবহারের পর থেকে থার্ট পার্টি অন্য কোন এন্টিভাইরাস ব্যবহার করছি না। কিন্তু সম্প্রতি অজানা কোন এক কারণে দেখতে পাই যে রিয়াল টাইম প্রটেকশন টা অফ হয়ে হয়ে আছে। কোনভাবেই এটিকে অন করা যাচ্ছিল না। অনলাইনে প্রচুর টিউটোরিয়াল দেখে সমাধান করার চেষ্টা করেছি। এমনকি মাইক্রোসফটের টেকনিশিয়ান রিমোর্টলি এক্সেস নিয়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করেও এর সমাধান করতে পারে নি। চেষ্টার পর নতুন করে উইন্ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এত বেশি সফ্টওয়্যার (সবগুলো প্রিমিয়াম টাইমের) ইনস্টল করা ছিল যে নতুন করে উইন্ডোজ করার কথা মাথায় আসলেই গায়ে জ্বর চলে আসে এরকম অবস্থা। অবশ্য ট্রাইও করেছিলাম সব সেটিং/অ্যাপ ইনস্টল থাকবে এরকম করে উইন্ডোজ করার। কিন্তু ওই অপশনটি গ্রে/ডিজেবল অবস্থায় থাকায় সেটিই করা যায় নি। পরে একটি টিউটিটোরিয়ালে ম্যালওয়ারবাইট নামক সফ্ট ওয়্যার দিয়ে স্ক্যান করার কথা বলা হয়েছে। পরে সেটি ইনস্টল করে স্ক্যান দেওয়ার পর প্রায় 22টি থ্রেট ধরে এবং রিমুভ হওয়ার পর সেটি অটোমেটিক চালু হয়ে যায়। অথচ বিষয়টি নিয়ে কতটুকু ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। কথা হচ্ছে দুটো... তাহলে মাইক্রোসফট উইন্ডোজ সিকিউরিটি এগুলো ধরতে পারলো না কেন? তাহলে কি ম্যালওয়্যারবাইট কি উইন্ডোজ ডিফেন্ডার থেকে এডভান্স? এটা দিয়েও তো অনেকবার ট্রাই করেছি যা সবসময়ই আপডেট রাখা হয়েছিল। মাইক্রোসফ্ট এর ইঞ্জিনিয়াররাই বা কেমন ইঞ্জিনিয়ার?
আমি রিয়েল টাইম অপশন টা অন করতে পারছিনা
আমার তো হচ্ছে 🥳
ভাই নাপা খেয়ে করে ফেলেন
malwarebyte one of the best malware detector....ami eitar premium version kine nisi performance dekhe
Amio malwarbytes ta download dilam
আপনার ভিডিও দেখে আমার ২০০৮-০৯ দিকে আমি যে দোকান থেকে এন্টিভাইরাসের আপডেট ফাইল ১০ টাকা দিয়ে কিনে আনতাম - সেই কাহিনী মনে পড়ে গেলো।
আমি avast ব্যাবহার করছিলাম। কিন্তু এ ভিডিও দেখার পর আমি avast uninstall করে দিই । এতে আমার পিসি অনেক fast হয়ে যায় । সোহাগ ভাইয়ের মত ঠিক । windows security is the best .
আপনার সাথে সম্পূর্ণ একমত, আমি ও উইন্ডোজ ডিফেন্ডার ছাড়া আর কিছুতে বিশ্বাসী নই। নেট থেকে যে কোনও ফাইল একবার ডাউনলোড করার আগে পঞ্চাশ হাজার বার ভাবি যে - ফাইলটা বাঁশ দিতে পারবে কি পারবে না।
একটা টিপস্ দেই।
যদি কম্পিউটার এ এএন্টিভাইরাস নাও থাকে তাহলে জাস্ট ব্রাওজারে একটা এড ব্লোকার ব্যাবহার করবেন। তাহলেই দেখবেন আর কোনো ভাইরাসের ঝামেলায় পড়তে হবে না।
কিভাবে
ossadharon tips silo, amio ei bisoe gulo follow kori , ebong onnoder poramorso dei. thanks a lot sohag vai.🧡🤩
কথা গুলো সত্যি তবে আরেকতা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বিশেষকরে আমাদের দেশের জন্য । তা হল আমাদের পিসিতে ম্যাক্সিমাম ক্রাক সফটওয়ার যা ইন্সটল করতে গেলে এন্ট্রিভাইরাস ডিজেবল করে নিতে হয় বা ডিটেকশন থেকে বাদ দিতে হয়, তাহলে সিকিউরিটিউ আর রইল কোথায়।এইখানে এন্টিভাইরাস ভ্যালুলেস। আর উইন্ডোজ ১০/১১ এর উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু ইন্টারনেট সিকিউরিটির সুবিধা পুরোপুরি দিবে না তাই এর উপরেও অত ভরসা করার কোন মানে নেই। মেইন পয়েন্ট আপনি যেটা বলেছেন সেটাই আমাদের সচেতনতা একটু বুঝে অনলাইনে বিচরণ আর ডাউনলোড করা।
ভাইয়া ইদানিং দরে দেখতেছি ল্যাপটপ অন করলে,,, যদি কোনো কিছু করতে চাই তাহলে লেখাগুলো আছে সে গুলো লাছাতে থাকে এবং মাউস ঠিক মতো কাজ করে না,, একটাতে ক্লিক করতে গেলে আরেকটায় ক্লিক হয়ে যায়?? কিন্তু ১০/১৫ মিনিট পর আবার ঠিকও হয়ে যাই 😢😢
Wonderful video , good quality, good content & love you Sohag vai ❤️❤️❤️
আপনার কথা মানলাম, আমি একটি দোকানে কম্পিউটারে কাজ করি। আমি অনেক দিন পর্যন্ত এন্টি ভাইরাস ব্যবহার না করার ফলে খুব যন্ত্রণা ভোগ করেছি। যখনি কোনো কাষ্টমারের পেন্ড্রাইভ পিসিতে ঢুকাতাম তখনি সেটি সর্টকার্ট হয়ে যেতো। এন্টি ভাইরাস ব্যবহার করার পর আর সেটি হয়নি।
আপনার কম্পিউটার কি এসএসডি আছে
Nice information😊❤
vaia apnar sathe agree hote parlam na...goto year er kotha...ami just ekta pendrive connect korsilam laptop er sathe erpor kisukhon laptop hang hoye jay tarpor dekhi amar hard drive r show kore na...only ssd show kore...dokan e niye gele tara bole virus attack korse hdd dead...pore new ekta kinte hoise...tokhon windows defender use kortam..so win defender virus k kisu bollo na kn? (currently using kaspersky)
প্রথমত, ভাইরাস কোনো হার্ডডিক্স সরাসরি নষ্ট করতে পারে না। শুধু মাত্র ফাইল নষ্ট বা ফাইলের ফরমেট পরিবর্তন করতে পারে।
দ্বিতীয়ত: আপনিই বলেছেন, Hdd নষ্ট হয়েছে, Ssd নষ্ট হয় নি। তাহলে আপনার কথা মত ভাইরাস আপনার দুইটা হার্ডডিক্স-কে নষ্ট করত। কিন্তু নষ্ট হয়েছে একটা।
আমি অ্যান্টিভাইরাসের বিপক্ষে না। তবে ভাইরাস হার্ডডিক্স নষ্ট করতে পারে না।
@@mdshahed6758 1st of all Ryan's er expert technicians ra amak eta bolse...tar mane ki ora vul bolse? r hdd er theke ssd powerful...1tb hdd jei dam e pawa jay shei price e matro 250gb ssd pawa jay...tar mane ssd nishchoi secured beshi (jodio eta ami sure na, guess korlam r ki)
btw apnar kotha jodi shotti dhori tahole bolen kn amar hdd nosto holo and thik pendrive laganor porei?
Video ta onick helpful... Thnx... 7th comment ❤️❤️❤️
মাসাআল্লাহ। আলহামদুলিল্লাহ্। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে । অসাধারণ আপনার ভিডিও গুলো। আপনাদের মতো ইউটিউবার দের এসব অনুপ্রেরণা আমাদের অনেক হেল্প করে । আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হইলাম , আপনার ভিডিও গুলো সত্যিই আমার ভালো লাগে , দোয়া করি, সামনে এগিয়ে যান। ধন্যবাদ।
Go ahead..... TAKE LOVE❣️❣️❣️
I am always view your video trick
Thumbnail ta just awesome ❤️
Amar channel e share diye dilam bhai. Love from Tangail.
আপনার ক্যামেরা লিংক কাজ করছে না। লিংকটাতে এর মডেল দেখা যাচ্ছে Canon 80d মডেল? আমি যতটুকু জানি এটি আপনার আগের ব্যবহার করা ক্যামেরা। হইতো লিংকটি আপডেট করা হয়নি।
ধন্যবাদ ভাই আপনাকে অল্প কথার মাধ্যমে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য
WINDOWS 10 ক্রেক ভার্সনেও কি আপনার এই advise কাজ করবে? নাকি WINDOWS 10/11 আসল লাগবে?
কিভাবে ঘরে বসে উইন্ডোজ সেটাপ দিতে হয় সেটি নিয়ে একটা ভিডিও বানান।
একবার RAT Trojan এর দ্বারা ধরা খেয়েছি, আর ক্র্যাকড গেইম খেলি এক্টিভেটর ইউজ করি তাই এন্টিভাইরাস মাস্ট আমার জন্য। ডিফেন্ডার কাজের না, অনেকসময় ক্লিক লেগেও পেইজ ওপেন হয়ে যায় আর ব্রাউজারও হাইজ্যাক হয়। ব্যাংকিং ট্রান্সেকশন করলে এন্টিভাইরাস মাস্ট।
ভাইয়া আপনি হয়তো নতুন ডিফেন্ডারটাকে সুযোগ দেন নি প্রপারলি। একটু সুযোগ দিয়ে দেখুন, সারপ্রাইজড হবেন। অনেক ল্যাব টেস্টও হয়েছে। খুব স্পেসিফিক কিছু কাজ ছাড়া যেকোনো জেনারেল ইউজারের জন্য ডিফেন্ডার পর্যাপ্ত। তবে হ্যা, ক্র্যাক ইউজ করতে গেলে ডিফেন্ডার ডিজেবল করে নিতে হয় যার ফলে রিস্ক বেড়ে যায়।
Vai monetization on korar jonno apnar guide line casci.
Jemon ads a ki ki info dibo, kon info dile ki hobe.
Bolle khuv opokar hoto.
Oi rokom kew video dey na.
Pls diben
ভালবাসা শুভকামনা নিরন্তর 🌷🌷🎤🎤❤❤💻💻💚💚🎵🎵🌿🎹🎹🎹🎹❤❤💚💚🌿🌿🌿🌿🌷🌷🌷🌷🌿🌿
Vaiya Redmi note 11 pro+ 5g or Oneplus nord ce2 konta nibo?12 series nibo na vaiya,Please ei duita theke konta valo hobe bolle onek upokar hoto.
সোহাগ ভাই দারুন ছিল ভিডিও টা।
অনেক বছর হলো যাস্ট ডিফেন্ডার দিয়ে চলছি, কোন ঝামেলা হয়নি আলহামদুলিল্লাহ।
Uss
ভাই অনেক প্যানড্রাইভ বা মেমরিতে অনেক সময় ভাইরাস থাকে বাট না জেনে পিসিতে ইন্সার্ট করালে পিসিও সেই ভাইরাসে আক্রান্ত হয়।যেমন আমি শর্টকার্ট ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম ।
প্রিয় ভাই!
এন্ড্রয়েড মোবাইল নিয়ে কিছু বলুন।অনেক এপে অনেক কিছু পার্মিশন নেয়
আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে ভাই, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, রেগুলার এমন ভিডিও চাই।
সোহাগ ভাই ইন্ট্রোটা তো সেই ছিল 🤣🤣
amr memory card er shob dslr photo kespersky khaia falaise venish kore falaise agula recovery kora psbl?
প্রথম কথা আপনি যদি পিসিতে গেম খেলেন বা মাল্টিমিডিয়া ইউজ করেন তাইলে আপনার এন্টিভাইরাস বা কমনসেন্স এপ্লাই করার দরকার নাই। বাট, আপনি প্রোফেশনাল হলে অবশ্যই এন্টিভাইরাস ইউজ করতে হবে। একটা পেইড এন্টিভাইরাস আপনাকে যেই সুরক্ষা দিবে তা আপনি কমন সেন্স ইউজ করে দিতে পারবেন না।
ভাই আপনাকে গুগোল খুঁজতেছে।😂
🤣 🤣 🤣
Vai 30-50k er moddhe sera 5 ta mobile phone er review den plz 🙏💟💯
Bhai, Bangladesh a amra onekei torrent use kori. torrent use korle ekta antivirus thaka may be safe. plus pirated software to achei.
এন্টিভাইরাস কোম্পানির বাঁশ পুরোপুরি। সেই সাথে আমরাও ইনফরমেশন পেয়ে উপকৃত হয়েছি এক্সট্রা টাকা বেঁচে যাবে। জীবনও আর অ্যান্টিভাইরাস কিনা লাগবে না।
আজকে ৭ বছর ধরে কম্পিউটার চালাই তবে ৫ বছর যাবত আমি windows defender disable করে চালাই,
Amar apner video onek Valo lage☺️☺️☺️
Always use 3rd party antivirus if you use crack software or torrent.
Windows defender onk spyware, adware dhortei pare na.
Ami o only defender use kortam but amr pc recently file duplicator ekta virus e infected hoy. Windows defender e dhora pore but eita remove korte partesilona. Offline scan, safe more boot shob try korsi.
Pore free avast diye full scan + Boot-time scan dei. Pore fix hoy.
Free avast one amio...chalai. Eta valo?
Vai amar laptop e real time protection not working. you're using other antivirus providers : eta lakha dekhay ki korbo?
windows 10 er jonno windows defender to asei alada kore antivirus dorker nai😕
same video duita channel e?
Vai amar pc teke ami windows defender o uninstall mere disi onek age
vai apnar motamot amar satha mila gacha vai ami fast time thakai antivirus babohar korina.
Crack windows er defender ki kaj kore actually?
আসসালামু আলাইকুম ভাই যদি ইন্টারনেট সিকিউরিটি এবং এন্টিভাইরাস এর মধ্যে পার্থক্যটা তুলে ধরতেন তাহলে আমরা উপকৃত হতাম।
Bai amar Phone a malware dhookse factory reset dile delet hoy na ki korbo pliz bolen 😢
ভাইয়া আমি উইন্ডোজ 11 পুরো ব্যবহার করি এটা কি আবডেট
করা লাগে
অনেক দিন পর একটা ভিডিও খুব ভালো লাগছে🙂🙂
Vai, assalamualaikum. Ami windows 10 beboher Kori, ekon updates hisebe windows 11 dile kemon hobe, konta Valo hobe, naki 10 ei beboher korbo. Suggestions cai vai.
Upon my personal experience, 11 would be great for a really well configured pc otherwise you'd wanna rewind soon.
ভাই কেমন আছেন? আপনার কাছে কি Emisoft Anti-malware আছে? আমি এর আগে আপনার কাছ থেকে নিয়েছিলাম কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। আবারও নিতে চাচ্ছি।
আসসালামু আলাইকুম ভাইয়া, টাস্কবারের (আপনার ডিভাইসের মতো) সেটিংস টা শেয়ার করবেন । টাস্কবার টা কিভাবে একসাথে উপরে আর নিচে রাখা যায় ? প্লীজ ...
DADA AMAR BROWSER E ADDBLOCK EXTENTION INSTALLED ACHE NO MORE ADD ANY WEB SITE :) ETA NIYE VIDEO DIYE ONNOKE HELP KORUN
Windows defender আসলেই খুব কাজের, আমি ব্যবহার করছি
আপনার ইউজ করা প্রিমিয়ার প্রো, ফটোশপ কি ক্রেক করা নাকি, জেনুইন।
Vai, "Mibro gs" smart watch niye akta video diyen
Android e ki virus attack hour chances ase???
আমি আপনার কাছে ঝিগাসায় করতে চাই Sony PSP games সম্পর্কে কিছু তথ্য ভিডিওতে দেখতে চাই দয়া করে বলবেন
ধন্যবাদ আপনাকে....
Sohag bhai video te echo hoy onk....
Eset এন্টিভাইরাস এটাতে কি কোন সমস্যা হবে?
ভাই আমি বিগত ৭ বছর ধরে এন্টিভাইরাস ব্যবহার করিনা।
bai cpu tempeature niye kicu bolen
Good content.thank you
Good job vaya 💓💓
ধন্যবাদ ভাই,,,❤❤❤🎉🎉🎉
Kaspersky Internet Security কেমন কাজ করে?
Vaiya microsoft word activision failed dekacce.
RUclips a vidio dekhe kaj hocce na apni vidio diyen plzz.
How about advanced system care pro? Do I need to use it for windows 10. I actually love it the reason why, like fan speed, temperature, internet speed, ram usage, etc...
I use that too. After using iobit products for months, Asc seemed a must and uninstaller is useful too.
Vaiya avast antivirus software tw uninstall hoy na 😢
Akta video den please
আমার পিসি দশ বছর ধরে চালাচ্ছি। কখনো অ্যান্টিভাইরাস করি নাই। খুব স্মুথলি চলতেছে।
আপনি কি ইউনডোজ কিনে ব্যবহার করেন
ভাই কিভাবে People Per Hour একাউন্ট খুলবো, একটা টিউটোরিয়াল ভিডিও দেন
যেন একাউন্ট Approve হয়
Please 🙏
ভাই কম্পিউটারে পেনড্রাইব ঢুকালে পেড্রাইব থেকে কম্পিউটারে ভাইরাস হয় কি?
লিনাক্স ব্যবহার করুন। ঝামেলা ছাড়া দীর্ঘদিন কম্পিউটার ব্যাবহার করুন। আর ভিডিওতে বলা কমন সেন্সগুলো মেনে চলা খুবই জরুরি।
Which version?
আমার কম্পিউটারএর সব ফাইলে hhoo লেখা চলে আসছে এবং তা কোন ভাবেই open হচ্ছে না এর কোন সমাধান কারো জানা আছে????
ভাই আমি একটা প্রবলেমে পড়েছি। আমার কম্পিউটার মাদারবোর্ড H61 কিন্তু মডেল নম্বর কোথাও খুঁজে পারছি না কেন ? অনেক খুঁজেছি পাই নাই ! সমাধান দিলে ভালো হতো ?
ভাই প্রতিদিন ভিডিও দেওয়া চেষ্টা করেন plz
সোহাগ ভাই আমাদের Android ফোনে কোম্পানী build in anti - virus যেটা দেয় এটা কি trust করা উচিত
andorid e Anti virus er kono dorkar nei
Thanks vai👍👍👍
Informative Bro!
ভাই আমি আমার পেজ বুস্ট করতে চাই,, কেমনে করব,,একটু বলবেন,,
Aj porjonto virus duklo na amr PC te
Onek beshi crack site use Kore chi but problem hoy nai
Onek beshi na kore jetate ekdom e way nai seita korlei valo noy ki!
Assa vai amr windows defender auto on hoia anr crack file nosto koree dei......atar solution ki?
Vaiya qcy ht05 review chai plz🥺
Best of luck.
সুন্দর ভিডিও 😎🔥
Windows Security is more than enough. So, I don't use any alternative Anty-Virus.
Apnar moto user ra holo murkho. Windows anti-virus just show namee, but kajer na. Ar ( anty-virus ) na Anti-Virus. Banan e thik moto likhte paren na mia abr bolen windows security enough. Agee knowledge gain koren tarpor illitere youtuber ar illiterate video buijhen. xD
এমন একটা ভিডিও খুজতেছিলাম
Thanks a lot for the video
সফলতা অর্জন করতে সক্ষম হইনি এখনো ইনশাল্লাহ একদিন সফল হবো।
Are bhai ami asus ryzen 7 16gb ram ar laptop use Kori khub slow pore antivirus uninstall kore disi procchur fast hoye gese 😁
ESET smart security er bikolpo nai
McAfee কি ভালো। অামার ল্যাপটপে এটা প্রি ইনস্টল করা ছিলো। ফ্রি ট্রায়াল শেষ হওয়ার পর অার টাকা দিয়ে কিনিনি।
Uninstall kore den, windows defender is enough
ভাইয়া ,,,বাজারে যে ৬০০-৭০০ এর মধ্যে যে অ্যান্টিভাইরাস পাওয়া যায় ঐগুলা কি সেফ? আর নতুন কম্পিউটার কেনার সময় কি ঐগুলা লাগলে ভালো হয়? না লাগলেই বা কি হবে?
আপনি যদি নিজে ঠিক থাকেন এই গুলার দরকার নেই❤️🩹
Oigula ekta business strategy just dekha jay onyovabe buy kore koekjon ke share e sell dey.
Windows 10 er original key kothai pabo? Ektu link ta den bro.
Thanks via. Love you.
যে RUclipsr মনের কথা বলে...
@Sohag360
ublock origin valo adblock virusblock ja ekta extension browserar
thanks sohag bhai
এই জন্যই আমি এন্টি ভাইরাস ইউজ করি না
ভাই bleustaks install করলে কি ভাইরাস হয়
আস্- সালামুআলাইকুম,
ভাই আমার PC তে Real-time protection on করতে পারছিনা। আগে অন ছিল হঠাৎ অফ হয়ে গেছে। কিভাবে আবার অন করব জানালে উপকৃত হব।
একই সমস্যা ছিল ভাই.... ফিক্সড করতে পেরেছি।
@@COMEDYiNSiDE ভাই কিভাবে ফিক্সড করেছেন জানালে উপকৃত হতাম। ধন্যবাদ
@@tahsinbd7607 আপনার উইন্ডোজ সিকিউরিটি কি Snoozed অবস্থায় আছে?
@@COMEDYiNSiDE You're using other antivirus providers. এই লেখা দেখাচ্ছে। কিন্ত আমার পিসিতে অন্য কোন অ্যান্টিভাইরাস ইনস্টল করা নেই।
@@tahsinbd7607বুঝতে পারছি। একদম সেইম সমস্যা।
উইন্ডোজ ডিভেন্ডার দিয়ে পেন্ড্রাইভ স্ক্যান করবো কিভাবে? উইন্ডোজ ১১