আল-আহযাব سورة الأحزاب Surah Al Ahzab ❤ Hafej FAHAD HOSSAIN ▶ mahfuz art of nature

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • আল-আহজাব ( আরবি : الأحزاب , আল-আহজাব ; অর্থ: কনফেডারেটস, বা "গোষ্ঠী", "জোট", বা "সম্মিলিত বাহিনী") হল ৩৩তম অধ্যায়
    আল-আহযাব الأحزاب (আল-আহযাব) শব্দটা এসেছে حزب থেকে যার অর্থ ভাগ করা, গ্রুপ, দল, বাহিনী যোগদান, সম্মিলিত বাহিনী ইত্যাদী। الأحزاب হল حِزْب এর বহু বচন। আমরা জানি বিভিন্ন গোত্রের প্রায় ১২ হাজার যোদ্ধা সম্মিলিতভাবে মদীনা ঘেরাও করে।
    ﴾ ৩৩:১ ﴿
    يَا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ﴿١﴾
    (১) হে নবী! আল্লাহকে ভয় কর[1] এবং অবিশ্বাসী ও কপটাচারীদের আনুগত্য করো না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।[2]
    ﴾ ৩৩:২ ﴿
    وَاتَّبِعْ مَا يُوحَى إِلَيْكَ مِنْ رَبِّكَ إِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴿٢﴾
    (২) তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অহী (প্রত্যাদেশ) করা হচ্ছে তার অনুসরণ কর;[1] নিশ্চয়ই আল্লাহ তোমরা যা কর, সে বিষয়ে সম্যক অবহিত। [2] [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:৩ ﴿
    وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا ﴿٣﴾
    (৩) তুমি আল্লাহর ওপর নির্ভর কর,[1] কর্মবিধানে আল্লাহই যথেষ্ট।[2] [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:৪ ﴿
    مَا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِنْ قَلْبَيْنِ فِي جَوْفِهِ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُظَاهِرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُمْ بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ ﴿٤﴾
    (৪) আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে দু’টি হৃদয় সৃষ্টি করেননি;[1] তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা ‘যিহার’ করেছ তাদেরকে তোমাদের মা করেননি[2] এবং পোষ্যপুত্র -- যাদেরকে তোমরা পুত্র বল, আল্লাহ তাদেরকে তোমাদের পুত্র করেননি।[3] এগুলি তোমাদের মুখের কথা।[4] আল্লাহই সত্য কথা বলেন[5] এবং তিনিই পথনির্দেশ করেন। [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:৫ ﴿
    ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ فَإِنْ لَمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا ﴿٥﴾
    (৫) তোমরা ওদেরকে পিতৃপরিচয়ে ডাক; আল্লাহর দৃষ্টিতে এটিই ন্যায়সঙ্গত,[1] যদি তোমরা ওদের পিতৃপরিচয় না জান, তবে ওদেরকে তোমরা ধর্মীয় ভাই এবং বন্ধুরূপে গণ্য কর।[2] যে বিষয়ে তোমরা ভুল কর, সে বিষয়ে তোমাদের কোন অপরাধ নেই,[3] কিন্তু তোমাদের আন্তরিক ইচ্ছা থাকলে (তাতে অপরাধ আছে)।[4] আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:৬ ﴿
    النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُهَاجِرِينَ إِلَّا أَنْ تَفْعَلُوا إِلَى أَوْلِيَائِكُمْ مَعْرُوفًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا ﴿٦﴾
    (৬) নবী, বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষাও অধিক প্রিয়[1] এবং তার স্ত্রীগণ তাদের মা-স্বরূপ।[2] আল্লাহর বিধান অনুসারে বিশ্বাসী ও মুহাজিরগণ অপেক্ষা যারা আত্মীয় তারাই পরস্পরের নিকটতর।[3] তবে তোমরা যদি তোমাদের বন্ধু-বান্ধবদের প্রতি দাক্ষিণ্য প্রদর্শন করতে চাও (তাহলে তা করতে পার)। [4] এ কথা গ্রন্থে লিপিবদ্ধ আছে।[5] [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:৭ ﴿
    وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا ﴿٧﴾
    (৭) স্মরণ কর, আমি নবীদের নিকট হতে, তোমার নিকট হতে এবং নূহ, ইব্রাহীম, মূসা, মারয়্যাম-তনয় ঈসার নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম; গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার;[1] [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:৮ ﴿
    لِيَسْأَلَ الصَّادِقِينَ عَنْ صِدْقِهِمْ وَأَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا أَلِيمًا ﴿٨﴾
    (৮) যাতে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করেন।[1] আর তিনি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:৯ ﴿
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا ﴿٩﴾
    islamic calligraphy
    (৯) হে বিশ্বাসীগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর, যখন শত্রুবাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি ওদের বিরুদ্ধে ঝড় এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম, যা তোমরা দেখতে পাওনি।[1] আর তোমরা যা কর, আল্লাহ তার দ্রষ্টা। [ আহসানুল বায়ান]
    ﴾ ৩৩:১০ ﴿
    my playlist serial : মহাগ্রন্থ আল কুরআনের (বাংলা অনুবাদ) যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য! • Full Holy Quran with B...
    হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ Hafej FAHAD HOSSAIN
    Edit by : mahfuz art of nature (mahfuz mizbah uddin)
    ❤ S U B S C R I B E ❤ and Keep us in your Prayers!
    Please like and share to show your support! my social media profiles:
    ------------------------------------------------------------------------------------------------------
    ▶ Facebook : / mahfuz.mizbahuddin
    ▶ সহজ বাংলা আল কুরআন / 201666257706649
    ▶ gmail: mahfuzartofnature@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    © 2024 mahfuz art of nature studio (mahfuz008@gmail.com)
    ❤Thanks for watching.
    LIKE |
    COMMENT |
    SHARE |

Комментарии • 53

  • @Nur_j-d1b
    @Nur_j-d1b День назад +16

    ❤ নিঃসন্দেহে, আল্লাহ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু 🎉হে আমাদের মালিক, সকল ঈমানদার মানুষদের তোমার অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিও 🎉 আমিন 🤲🤲

  • @amzadhossain801
    @amzadhossain801 День назад +10

    ফাহাদ হুজুরের সুরা হাসর তেলোয়াত মন জোরানো পতিদিন শুনতে হয় নেশার মতো লাগে ।Alhamdulilah

  • @alamgirdim8778
    @alamgirdim8778 День назад +2

    আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল

  • @ইয়াআল্লাহইয়ারাসুল্লাহ-ঝ২ফ

    আল্লাহ তুমি আমাদেরকে তোমর কঠিন আযাব থেকে রক্ষা করো

  • @Imran_-HossainBD
    @Imran_-HossainBD День назад +3

    হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী প্রতিষ্ঠিত। আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি। তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও; কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আমিন

  • @FDR343
    @FDR343 День назад +2

    কোরআন তেলাওয়াত শেষে এরকম intro এবং music Sound না দেওয়াই ভাল

  • @mahfuzarrahman4534
    @mahfuzarrahman4534 День назад +7

    মাশা আল্লাহ খুব সুন্দর সংস্করণ আলহামদুলিল্লাহ মাহফুজ ভাইয়ের চ্যানেল 🌹💝😍💜 ৩ টি ফিচার রাখার জন্য টেক্সট, ভয়েস( বাংলা & আরবী)🫡 আল কোরআনের প্রতি আপনার এত কঠোর পরিশ্রম দেখে আমার চোখে পানি আসল 😭

  • @Quranic
    @Quranic 9 часов назад +1

    ❤ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো। আমাদের প্রবেশ করাও তোমার জান্নাতে।

  • @NurislamSekh-jw6ry
    @NurislamSekh-jw6ry 7 часов назад +1

    সুবহানআল্লাহ অসাধারন তেলাওয়াত

  • @acharwalamen
    @acharwalamen День назад +4

    ❤❤❤আলহামদুলিল্লাহ❤❤❤

  • @SUFIANVAI-sj1gg
    @SUFIANVAI-sj1gg День назад +7

    Ma Sha Allah ❤❤❤❤❤

  • @amzadhossain801
    @amzadhossain801 День назад +6

    MasAllaha

  • @FerozFeroz-bh2xc
    @FerozFeroz-bh2xc День назад +3

    Ameen❤❤❤❤❤

  • @HAZIALAM-hq5kk
    @HAZIALAM-hq5kk День назад +5

    ❤আল্লাহ ❤

  • @TareqAhmed-tf6up
    @TareqAhmed-tf6up День назад +3

    Alhamdulillah ❤

  • @GutG-jl4ht
    @GutG-jl4ht День назад +6

    মাশাআল্লাহ ❤

  • @tanjinarif2915
    @tanjinarif2915 День назад +3

    আলহামদুলিল্লাহ

  • @SumonKhan-bq6it
    @SumonKhan-bq6it День назад +2

    মাশাআল্লাহ

  • @md.ashrafalimondol5110
    @md.ashrafalimondol5110 9 часов назад +1

    💚💛 আলহামদুলিল্লাহ 💜 মাশাআল্লাহ 💙❤️

  • @Rashed364
    @Rashed364 16 часов назад

    Alhamdulillah amin ❤❤❤