ভাই, আমি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থায় পড়েছিলাম.. আমার অ্যাপেন্ডিক্স এর অপারেশন করার পর টলিতে তোলার জন্য আমার পরিবারের নিকট ২ জনে ৫০০ টাকা দাবি করে। তাদের এই টাকা দিতে ব্যর্থ হওয়ায় আমাকে টেনে হিছড়ে টলিতে তুলে আমাকে একটা বেহাল দশায় পরিণত করেছিল অই ওয়ার্ড বয়গুলা🤕🤕.. তাদেরকে শাস্তির আওতায় আনা হোক
অক্সিজেন খুলে ফেলার কারণেই মৃত্যু হয়েছে কিন্তু তার যদি মামা চাচা থাকে তাহলে বলা হবে অর্থাৎ তদন্ত Reporte এ লেখা হবে Cardiac Failure যা সাধারণত আমাদের দেশে হয়ে থাকে।
কয়েকটি সরকারি হাসপাতালে এই রকম ওয়ার্ডবয়দের ফাসি দিলে, সব সরকারি হাসপাতালের ওয়ার্ডবয় ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এটা হবেও না,আর আমাদের মত এমন সাধারণ মানুষের এইভাবেই প্রাণ দিতে হবে
বাংলাদেশের মাজে। আমার মনে হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে। ডাক্তার থেকে শুরু করে সব দালাল ডাক্তারের কাছে গেলে কমন পরীক্ষা 4 থেকে 5টা তাও আবার নির্দৃষ্ট কোন জায়গা থেকে করাতে লাগবে। তা না হলে রিপোর্ট দেখবে না। আর ওখানে গেলে প্রতি পরীক্ষাতে 300 টাকা করে বেশি দিতে লাগবে
এই তদন্ত কমিটি দিয়ে কি হবে? এটা শুধু বগুড়ার হাসপাতালে না, বাংলাদেশের সব বড় হাসপাতালে এই অবস্থা। আনসার, ক্লিনার, ওয়ার্ড বয়, ভর্তি ফর্ম পূরণের নামে টাকা নেওয়া।
আসাদুজ্জামান দুলুকে নাইট্রোজেন গ্যাস চেম্বারে ঢুকিয়ে রাখা হোক এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের থেকে যাহারা বকশিষ নেয় তাদের কে এ দৃশ্য উপভোগ করতে দেয়া হোক।
বাংলাদেশ কিছু চোখের সামনে হলে ওটা নিয়ে তদন্ত করতে করতে আরো কয়েকটা বছর চলে যায় এভাবেই তদন্তের আশ্বাস না আসলে এটা কি তদন্ত না নাটক বাংলাদেশের একটা নাটক হয় এরকম নাটক আমাদের বাংলাদেশের দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে এ নাটকের দৃশ্য এখন মানুষের মুখস্থ হয়ে গেছে
@@দিলশাদচৌধুরী আমি ৯৯৯ এ ফোন করেছিলাম। তাৎক্ষনিক ঘটনাস্থলে হাসপাতালের কর্তব্যরত পুলিশ চলে আসেন। আমার বাবাও মৃত রুগীর বরাবর পূর্ব দিকে ভর্তি ছিলেন। এক্সিডেন্ট এ মাথা ফেটেছিল তাঁর। আর জ্ঞান ছিল না বলে আমি বাবাকে নিয়েই ব্যস্ত ছিলাম। তাছাড়া আমি প্রস্তুত হচ্ছিলাম আমার বাবাকে দ্রুত অপসারণের। মারামারি ,হাতাহাতির পর্যায়ে ছিল ঘটনাটি। প্রথমে ধারণা করেছিলাম মৃত ব্যক্তি কোন রাজনৈতিক দলের সদস্য ।কেননা অনেক মাথা ফাটা চাকুমারা রুগী এসেছিল সে সময়ে । নির্বাচনের ক্যাম্পেইনে তারা আঘাত প্রাপ্ত হয়েছেন। ফলে সাহস দেখাই নি। ৯৯৯ এ ফোন করেছিলাম মাত্র
ভাই, আমি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থায় পড়েছিলাম..
আমার অ্যাপেন্ডিক্স এর অপারেশন করার পর টলিতে তোলার জন্য আমার পরিবারের নিকট ২ জনে ৫০০ টাকা দাবি করে। তাদের এই টাকা দিতে ব্যর্থ হওয়ায় আমাকে টেনে হিছড়ে টলিতে তুলে আমাকে একটা বেহাল দশায় পরিণত করেছিল অই ওয়ার্ড বয়গুলা🤕🤕.. তাদেরকে শাস্তির আওতায় আনা হোক
পরে তাঁদের কি করেছিলেন
আপনার বাড়ি কোথায় 🙏
বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেলেই এমন করা হয়।
অনেক মানুষের কাছে, জীবনের
থেকে টাকার দাম বেশি হয়ে যায়।
প্রায় প্রতি হাসপাতালে এমন টা ঘটে.
কঠিন বিচার চাই।ফাঁসি দেওয়া হোক
বিচার নাই দেশে অবাক হওয়ার নয়
এটা হচ্ছে বাংলাদেশের উন্নতির নমুনা
সব সরকারি মেডিকেল গুলোতেও একিই চিত্র। দুঃখজনক হলেও সত্য, এসব দেখার কেউ নেই। 😪
ধিক্কার জানাই!
শুধু কমিটিই গঠন হবে এদেশে আর কিছুই হবেনাহ!
ফাসি দেওয়ার দরকার এদের
দেশের প্রতিটি হাসপাতলে এরকম দৈনদিন ঘটনা।
দেশের প্রশাসন কবে কঠোর হবে
বলার কোন ভাষা নেই 😭
দেশ সবার তাই যে যেটা করবে সেটাই মেনে নিয়ে হবে সবাইকে।। কারন যাই মন চায় পদ থাকলে সেটাই করা যায়।
আহারে 😭কোথায় মানবতা?
Hi juma
অক্সিজেন খুলে ফেলার কারণেই মৃত্যু হয়েছে কিন্তু তার যদি মামা চাচা থাকে তাহলে বলা হবে অর্থাৎ তদন্ত Reporte এ লেখা হবে Cardiac Failure যা সাধারণত আমাদের দেশে হয়ে থাকে।
হায়াত আল্লাহর হাতে।হয়তো অন্য কোন কারনে মরে গেছে।অক্সিজেন পেলেও সে মারা যেতেও পারতো।কিন্তু অক্সিজেন নল খুলে ফেলবে কেন?এমন অমানবিকতা কেন?
@@tanvirchowdhury8548 হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ। ধন্যবাদ
@@shamsurrehanrussell9991 বুঝিনি
এইটা ব্যাপার না সবসরকারি হাসপাতালে এইরকম হয়
ফাঁসি চাই
আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে ওই হাসপাতালে
খুব কষ্ট হয়, সৃষ্টিকর্তা কেন আমার জন্ম এমন একটা নিকৃষ্ট করলেন!
টাকা টাকা টাকা ,, মানুষ কি টাকা ছাড়া আর কিছু বোঝেনা
এটাই সুচিকিৎসা।দেশ আজ কোথায় এসে দড়িয়েছে।
শাল কি মানুষ না কি পশু....
এটাই সব হাসপাতালের বাস্তব চিত্র।
এই পরি ছন্ন কমীকে কঠিন বিচার দাবি জানাই ভবিষ্যতে এমন কাজ যেন কেউ করতে না পারে
এর বিচার চাই আমি।কারন তারা খুব টাকা নেই এই সব লোকেরা। টাকা না দিলে তারা হুয়িল চেয়ার গুলা দেইনা।এর বিচার চাই আমি।
কয়েকটি সরকারি হাসপাতালে এই রকম ওয়ার্ডবয়দের ফাসি দিলে, সব সরকারি হাসপাতালের ওয়ার্ডবয় ঠিক হয়ে যাবে।
কিন্তু আমাদের দেশে এটা হবেও না,আর আমাদের মত এমন সাধারণ মানুষের এইভাবেই প্রাণ দিতে হবে
বাংলাদেশের প্রায় প্রত্যেকটা হাসপাতালে ১ তলা থেকে ২ তলায় স্ট্রেচারে করে রোগি উঠালে ১৫০-২০০ টাকা না দিলে সে কি কাহিনী।এ কোন দেশে আছি।?
রোগী উঠানোর জন্য লিফট আছে।
খুবই দুঃখজনক
যশোর সদর হাসপাতালেও এমন একজন আছে।।
এগুলি বাংলাদেশে দেখা যায় । একটাই অনুরোধ ভারতে আসুন।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ও সুস্থ করুন রাখুন আমিন সবাইকে হেদায়েত করুন আমিন
উপর তলার মানুষগুলো যখন দূর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে,নিচের গুলো রানার আপ হওয়াটাই স্বাভাবিক!
সেটাই।।
দালালে ভরা! মেডিকেল গুলোতে
৫০ টাকার জন্য এই নির্মম হত্যা, হায়রে দুনিয়া!
এই অবস্থা দেশের সকল হাসপাতালে হচ্ছে
বলার ভাষা নাই, কী বলবো!!!!!!
এদের সর্বচ্চ শাস্তি দাবি জানাচ্ছি
আমি একজন বগুড়াবাসী
বগুড়া সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল চিকিৎসার জন্য সাধারণ মানুষ গেলে কোন কাজ টাকা ছাড়া হয় না
দেখার যেন কেউ নেই
গত শনিবার আমিও এক্সিডেন্ট করছি, আমারও সাথে সেইম একই ব্যাবহার করা হয়,,, এরা সাধারন কর্মচারী এরা এতো ক্ষমতা কোথা থেকে পায়
মেডিকেল কলেজ হাসপাতাল গুলো তে এটা খুব স্বাভাবিক বিষয়
বাংলাদেশের সব হাসপাতালেই চলছে এরকম ব্যবসা
এইসব ঘটনা ঢাকা মেডিকেল আহ রহ হচ্ছে তখন খাজনার থেকে বাজনা মূল্য অনেক বেশি দাঁড়িয়ে যায়
সামান্য বকশিশের জন্য একটা জীবন চলে গেল এটা কি আমাদের বাংলাদেশ
বাংলাদেশের মাজে। আমার মনে হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে। ডাক্তার থেকে শুরু করে সব দালাল
ডাক্তারের কাছে গেলে কমন পরীক্ষা 4 থেকে 5টা তাও আবার নির্দৃষ্ট কোন জায়গা থেকে করাতে লাগবে। তা না হলে রিপোর্ট দেখবে না। আর ওখানে গেলে প্রতি পরীক্ষাতে 300 টাকা করে বেশি দিতে লাগবে
এ রকম ওযাড বয এর দরকার নাই এরুপ , প্রতিটা হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বহিষ্কার করা দরকার।
< নিজের নাফসকে নিয়ন্ত্রণ কোরআন ও হাদিস ভিত্তিক উপায় ভিডিও।
This is murder, not attempt to murder, 302 ,
এমন টাকার লেনদেন দেশের প্রত্যেকটা হাসপাতালেই আছে। আফসোস তদন্ত করার কেউ নেই
বখসিস জিনিস টা কি ?
এই জিনিস টা কে কাকে দেয় ? এবং কখন ?
জানাজা পড়ানোর বিনিময়ে ঐ জিনিস দেওয়া যাবে কি ?
ওই পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হোক
আমি নিজেও ভুক্তভোগী ওসমানী হাসপাতালের
Thanks Bangladesh system
আমাদের বাংলাদেশে বড় ধরনের ঘটনা ঘটলেই কমিটি ঘটন হয়। তাহলে আগে এরা কি করে?
সব হাসপাতালে একই অবস্থা
এটাই কাংলাদেশ
এই তদন্ত কমিটি দিয়ে কি হবে? এটা শুধু বগুড়ার হাসপাতালে না, বাংলাদেশের সব বড় হাসপাতালে এই অবস্থা। আনসার, ক্লিনার, ওয়ার্ড বয়, ভর্তি ফর্ম পূরণের নামে টাকা নেওয়া।
শেখ হাসিনার উন্নয়নের জোয়ারের সুফল।। সিঙ্গাপুরের থেকেও দেশের হাসপাতাল উন্নত মানের চিকিৎসা দেয়া হয়।।
সরকারি হাসপাতালে গেলে মনে হয় ডাক্তার এর থেকে ওয়ার্ড বয়দের ক্ষমতা বেশি।
প্রায় প্রতিটা হাসাপাতালে এমন অবস্থা
It's not just irresponsibly,it's a murder
আসাদুজ্জামান দুলুকে নাইট্রোজেন গ্যাস চেম্বারে ঢুকিয়ে রাখা হোক এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের থেকে যাহারা বকশিষ নেয় তাদের কে এ দৃশ্য উপভোগ করতে দেয়া হোক।
এর আবার তদন্ত কিসের 🙄🙄
ধরে এনে ঝুলিয়ে দিন 😡😡
সব হাসপাতাল এই একই অবস্থা!
কঠিন বিচার চাই
অপরাধীর শাস্তি দাবি করছি
ইসলামের আলোকে স্মৃতিশক্তি বাড়ানোর উপায়👈
কী বলবো ভাষা খুজে পাচ্ছি না,
Hindu ar Moslim na vai. ... Ae dor-niti for every one in Bangladesh ......😢
ভাই কেউ কি আছে দেশটাকে বাচাবে
নেই। যে যাকে মেরে যায়তে পারে এই প্রতিযোগিতা চলছে।
কতটা অমানবিক হলে এমন করতে পারে!
বিচার চাই
This is my Bangladesh.
ওরে ফাসি দেওয়া হোক
আমি লজ্জিত আমার সমাজের মানুষের কর্ম কান্ডে😔
বাংলাদেশ কিছু চোখের সামনে হলে ওটা নিয়ে তদন্ত করতে করতে আরো কয়েকটা বছর চলে যায় এভাবেই তদন্তের আশ্বাস না আসলে এটা কি তদন্ত না নাটক বাংলাদেশের একটা নাটক হয় এরকম নাটক আমাদের বাংলাদেশের দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে এ নাটকের দৃশ্য এখন মানুষের মুখস্থ হয়ে গেছে
সবকটা মেডিকেলে এক অবস্থা সবাই টাকা চেনে রোগীকে কেউ দেখেনা
আমাদের দেশে দোষীদের বিচার হয়না বলেই দিনদিন অপরাধ বাড়ছে
এটা একটা হত্যা। যার বিচার এ দেশে হবেনা।
Bodmaisher shasti howa lagbe. Erukum bodmaishera deshe bhuri bhuri.
যেখানে ঘুস নেওয়া অপরাধ সেখানে ঘুস না দেওয়ার কারনে এমন বর্বতা তা মোটেও সহনীয় নয়
বিচার নেই দেশে
এইরকম তো আমাদের চকবাজার সরকারি মেডিক্যাল ও করে সেটা দেখেছি
প্রাকৃতিক সৌন্দর্য চাইলে দেখতে পারেন।
আমার সামনেই ঘটেছিল ঘটনাটি
আগে মাইর দিলেন না কেনো।।।
@@দিলশাদচৌধুরী আমি ৯৯৯ এ ফোন করেছিলাম। তাৎক্ষনিক ঘটনাস্থলে হাসপাতালের কর্তব্যরত পুলিশ চলে আসেন। আমার বাবাও মৃত রুগীর বরাবর পূর্ব দিকে ভর্তি ছিলেন। এক্সিডেন্ট এ মাথা ফেটেছিল তাঁর। আর জ্ঞান ছিল না বলে আমি বাবাকে নিয়েই ব্যস্ত ছিলাম। তাছাড়া আমি প্রস্তুত হচ্ছিলাম আমার বাবাকে দ্রুত অপসারণের। মারামারি ,হাতাহাতির পর্যায়ে ছিল ঘটনাটি। প্রথমে ধারণা করেছিলাম মৃত ব্যক্তি কোন রাজনৈতিক দলের সদস্য ।কেননা অনেক মাথা ফাটা চাকুমারা রুগী এসেছিল সে সময়ে । নির্বাচনের ক্যাম্পেইনে তারা আঘাত প্রাপ্ত হয়েছেন। ফলে সাহস দেখাই নি। ৯৯৯ এ ফোন করেছিলাম মাত্র
@@emdadulhaque77 ওআচ্ছা। আমি দুঃখীত। এখন আপনার বাবা কেমন আছেন?
@@emdadulhaque77 sorry pls. stay safe..!
ঐ রুগীর মৃত্যুর ঘন্টা খানেক পর গতকাল রাত এগারোটা নাগাদ জ্ঞান ফিরেছে
অপরাধীকে ফা৺সী দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি
I am sure he pray in the Masjid everyday
মানুষ না আমানুন
সঠিক বিচার চায়
আমার ইচ্ছে করছে পিটাইতে।
হাসপাতালে টাকা দেওয়া এটা একটা বড় সম্যাসা
Bah …..
ইনশাআল্লাহ!!
আপনাদের সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারব🥰🥀🥰
এ দেশে কেনো জন্মদিন করলাম যার জন্য এ-সব অপ্রতিকার ঘটনাগুলো দেখতে হচ্ছে
স্বাস্থ্য বিভাগে দৈন্যদশার লক্ষন
নরপশুটির ক্যাপিটাল পানিশমেন্ট হোক।
এগুলো সাধারণ ঘোটনা,,,, এ বিষয় গুলো দেখার কেউ দেখার নেই।
সব মেডিকেল এ এই অবস্থা।
তিব্র নিন্দা জানাচ্ছি
Unqualified management,
only investment?
সঠিক বিচার চাই
ভাই তদন্ত করা লাগবে না আমরা ভুক্তবুগি