ছাদবাগানের জন্য জিও ব্যাগে রেডি গাছের চারা স্বল্প মুল্যে | উদ্যোক্তার খোঁজে
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অধিকাংশ বাড়ির ছাদের দিকে তাকালেই বিভিন্ন ধরনের বাগান দেখা যায়। অবশ্য রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের ছাদে যেসব বাগান দেখা যায় তার অধিকাংশই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পরিকল্পিতভাবে উদ্যোগ নেয়া হলে বাড়ির ছাদে যেকোন গাছ, এমনকি শাকসবজিও ফলানো সম্ভব। আঙুর, বেদানা, ডালিম, আমড়া, পেয়ারা ইত্যাদি নান ধরনের মৌসুমী ফল ছাড়াও কলমি শাক, কলা, ডাঁটা, লাউ ইত্যাদি অনায়াসে উৎপাদন করা যায়। কোন গাছের জন্য কি ধরনের মাটি উপযোগী তা নিশ্চিত হয়ে ছাদে বাগান করলে ভাল হয়। এ ছাড়া বেশি রোদ বা গরম সহ্য করতে পারে এমন গাছই ছাদে বপন করা উত্তম। ছাদে বাগান করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিয়মিত পানি সেচ দেয়া। কারণ, বাগানের গাছগুলো যেহেতু সাধারণ মাটির সংস্পর্শ হতে দূরে থাকে তাই নিয়মিত পানি সেচ না দিলে গাছগুলো যেকোন সময় মারা যেতে পারে। সাধারণত দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটিতে গাছ ভাল জন্মে। ছাদে বাগান করতে হলে এ ধরনের মাটি ব্যবহার করলে ভাল হয়।
#গাছের_চারা #চারা
----------------------------------------------------------------------------------------------------------------------
সতর্কতাঃ
আমরা বিশ্বাস করি যে, কৃষকের স্বপ্নে গড়া খামার কে মাত্র ১০-১৫ মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আরো বিস্তারিত জানতে আপনি সরাসরি খামার পরিদর্শন করতে পারেন।
আমাদের প্রতিবেদন দেখে কেউ টাকা লেনদেন করে প্রতারিত হলে “উদ্যোক্তার খোঁজে” চ্যানেল তার জন্য দায়বদ্ধ থাকবে না।
আপনি নিজে ভালভাবে যাচাই করে তারপর লেনদেন করুন।
আমাদের কাজ হল উদ্যোক্তাকে আপনাদের মাঝে তুলে ধরা।
আপনার খামারের প্রতিবেদন সংক্রান্ত আলোচনার জন্য যোগাযোগ করুন আমাদের চ্যানেলের নাম্বারে (01705643615) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
----------------------------------------------------------------------------------------------------------------------
সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুকে এই লিংকেঃ / uddokterkhoje.facebook
ফেসবুকে আমাদের শর্টস ভিডিও দেখুন এই লিংকে / uddokterkhoje.shorts
আপনার যেকোন ধরনের মতামত বা অভিযোগ জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ / uddokterkhoje
----------------------------------------------------------------------------------------------------------------------
খামারির ঠিকানাঃ
মোঃ হৃদয় মোল্লা
জীবননগর,চুয়াডাঙ্গা
যোগাযোগঃ 01753155710
আকাশ ছোঁয়া দাম যার জন্য আমরা সাধারণ মানুষ এই অসাধারণ গাছগুলো কিনতে পারি না কারণ আমরা দুর্নীতি করে অর্থ গ্রহণ করি না কিন্তু শখ রাখি মনের গভীরে যদি কোনদিন কিনতে পারি আর যদি কোনদিন দাম কমে।
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ বড় ভাই
ধন্যবাদ ভাই
Wonderful
Thank you
Price?
গাছের দাম তো সোনার থেকেও বেশি
এগুলো গাছে পাতা হয় নাকি টাকা হয়? ফাইজলামির একটা লিমিট আছে! এসব গাছের ক্রেতা কারা,তাদেরকে খুঁজে বের করে পাবনায় পাঠানো হোক অতি শিগগিরই।
জগতের ফকির আমি জায়গা নেই আর এতো টাকা দিয়ে গাছ কোথায় লাগাবো।