পাটোয়ারীর মার্জ্জনা নাই- শ্রীশ্রীরাম ঠাকুর, কৈবল্য ভুবন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • “পাটোয়ারীর মার্জ্জনা নাই।”- শ্রীশ্রীরাম ঠাকুর
    সম্পাদনা - অচ্যুত প্রসাদ
    সূত্র: রাম ঠাকুরের কথা, ডঃ ইন্দুভূষণ বন্দোপাধ্যায়
    শ্রীশ্রীরাম ঠাকুর কারও কারও বিশেষ আচরণকে আখ্যা দিয়েছেন “পাটোয়ারী” নামে।
    এক কথায় পাটোয়ারী মানে ভন্ডামী, নিজের মনের প্রকৃত ভাব গোপন রেখে কৃত্রিম আচরণ।
    এ পাটোয়ারী কোন কোন ক্ষেত্রে ভয়াবহ ও উৎকট পরিণতি প্রাপ্ত হয়।
    গুরূপদিষ্ট কর্ম্ম করতে অনীহা এবং আলগা রসের সাধনা করতে করতে এমন অবস্থা দাঁড়ায় যে, ইষ্টকর্ম্মের কথা আর মনেও আসে না। কৃত্রিম রসচর্চ্চা এত মজ্জাগত হয়ে যায় যে, অনেক সময় মাত্রাজ্ঞান পর্য্যন্ত থাকে না। পাটোয়ারী একেবারে মজ্জাগত হয়ে যায়। তিনি যে কৃত্রিমতা করছেন এটি বুঝবার সামর্থ্যও তার থাকে না।
    দ্বিতীয়তঃ, পাটোয়ারীর উদ্ভব হয় প্রতিষ্ঠার ইচ্ছা হতে। প্রথম প্রথম হয়তো অনেকটা তামাসার ছলেই ব্যাপারটা আরম্ভ হয়। বন্ধুবান্ধবদের কাছে একটু বাহাদুরী নেয়া, তাদের একটু চমক লাগিয়ে দেয়া, ইত্যাদি বালক-সুলভ বুদ্ধি হতে এটি শুরু হয়। সত্যের মধ্যে কিছু কিছু মিথ্যার প্রক্ষেপ পড়তে থাকে। সময়ে সাবধান হয়ে গেলে এতে বিশেষ কোনও অনিষ্ট হয় না কিন্তু একবার অভ্যাসে দাঁড়িয়ে গেলে মহা অনর্থের সূত্রপাত হয়। প্রতিষ্ঠার নেশা এক মারাত্মক নেশা, এ নেশায় একবার পেয়ে বসলে মানুষের ক্রমে আর হিতাহিত জ্ঞান থাকে না কিন্তু যেখানে প্রতিষ্ঠা -কামনা গৌণ এবং মুখ্য উদ্দেশ্য বিষয় লিপ্সার চরিতার্থতা, সে সকল ক্ষেত্রে আরও ভয়াবহ অবস্থার উদ্ভব হয়।
    ধর্ম্মাথীকে সর্ব্বদাই সজাগ থাকতে হবে এবং অত্যন্ত সতর্কতার সহিত প্রতি পদে অগ্রসর হতে হবে।
    জয়রাম, জয়গোবিন্দ॥

Комментарии • 2