সুখহীন নিশিদিন পরাধীন হয়ে | Sukhohin Nishi Din | Jayati Chakraborty - Youtube | Rabindra Sangeet
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে । সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত- শির নত কত অপমানে ॥ জানো না রে অধো-ঊর্ধ্বে বাহির-অন্তরে ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয় । তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার, সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥
About the song
Parjaay : Puja
Taal : Kawali
Raag : Notmalhar
Written on : 1900
Lyrics of the song in English
Sukhohin nishidin paradhin hoye bhromicho dindane Satoto hai bhabna sato sato niyoto bhito pirito Sir nato kato apomane Jano na re adho urdhe bahir antore Gheri tore nityo raje sei abhoy aasroy Tolo aanot sir tyajo re bhoybhar Satoto sarolchite chaho tari premomukhopane.
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে।
সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত--
শির নত কত অপমানে ॥
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয়।
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার,
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥
thank you
খুব ভালো করেছেন গানটা post করে ❤
আর কেউ এই গানটি এইভাবে গাইতে পারবে কিনা সন্দেহ আছে। যন্ত্রবাদকরা অসাধারণ বিশেষ করে তবলচি। Really incomparable. Hats off to all of you. I enjoy this song 3-5 times everyday.
দিদি গো তুমি নিজেই একবার তোমার গান টি শোন , তুমি তখন কোথায় হারিয়ে গিয়েছিল।বা,বা এই তো আমার দিদি । আমি পাগল হয়ে যায় তোমার গানে। রবীন্দ্রসঙ্গীত গায়িকা আমার দিদি,তাও সবচেয়ে বড় গায়িকা এই এশিয়া মহাদেশের।
এই ব্রহ্মসঙ্গীত টি যখন চাইছিলেন,তখন শিল্পী মহাভাবে আপ্লুত হয়ে এক উচ্চতর আধ্যাত্মিক লোক বিচরণ করছিলেন ।আমি অবাক হয়ে শুনি কেবল শুনি,তুমি কেমন করে গান কর হে গুণী।
Biiswanath dada vogaban apnar sahay hok
"সুখহীন নিশিদিন
পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রানে"_
অপূর্ব।অসাধারন। মনভরে যাওয়া একটি গান। খুব ভালো লেগেছে। জয়তী ম্যাম কে আমার সশ্রদ্ধ প্রনাম। এরকম গান আপনার কাছ
থেকে আরো পেতে চাই ।আপনি ভালো থাকবেন।
জয়তী দিদি কে প্রনাম
রাগ: নট-মল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে।
সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত--
শির নত কত অপমানে ॥
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয়।
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার,
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥
Thank you so much.
Apurbo.kato bar je sunlam.r kono gan sunte ichhe korche na.
রবীন্দ্রনাথকে আমার সকল সুখ দুঃখ পাপ পুণ্য অর্জনের জন্যে তাঁর শ্রী চরনে অর্পণ করে পরম শান্তি লাভ করি।
একদমই তাই..... আপনার মতো আমারও একই অনুভব।
এই গানের সঙ্গে সরগম একবারে মানায় না। অনেকে অবশ্য করেছেন।কিন্তু এই গানটির গায়কী অপূর্ব।
A
অপূর্ব।
Her technical ability is impossible to match. This is just raw talent in full flow.
গানটি শুনতে ততটা সহজ, technically ততটাই কঠিন....
কারন গানটিতে শব্দবন্ধের সংখ্যা বেশী এবং সবকটি শব্দ একসাথে ১৬মাত্রা সম্পূর্ণ হবার আগে পরের লাইন শুরু হচ্ছে
ভ্রমিছো দীন প্রানে, সতত হায় ভাবনা শতশত, নিয়ত ভীত পীড়িত .....এই লাইনটি তে দম নিতে সামান্য দেরী করলে সোম মিলবে না
সেই দিক থেকে অসাধারণ, সুর নিয়ে বলার যোগ্যতা আমার নেই
দিদি এটা আমার খুব পছন্দের একটা গান আপনার কন্ঠে গানটি শুনে আমি অভিভূত ও নিজেকে বড়ই সম্রিদ্ধ বোধ করলাম। আমি কাঁদবো না হাসবো নকি মন উদাস করে বসে থাকলে আমার মনে শান্তি হয় কিছুই বুঝতে পারছিলাম না!!!!
আপনাকে কি ভাষায় কি বলবো জানিনা!!!!!!!!!
আপনি আমার প্রনাম নেবেন দিদি
🙏🙏🙏❤❤❤💐💐💐❤❤❤🙏🙏🙏
অসাধারণ।
আহা হৃদয়ে কি অফার আনন্দ বিরাজমান হয় এই গান শুনলে।ইস এতো দারুণ গান আরো আগে কেন শুনিনি!!!
I really love The Raag-"Notmalhar"... Darun...Ami ai gaan ta barbar shuni...Amar Jayati Mam er gaan sobche Bhalo lage...
অসাধারণ একটি রবীন্দ্রসঙ্গীত,অনন্যসাধারণ গায়কী ও অনবদ্য উপস্থাপনা।
Bhison bhalo laglo Jayatidir gaan. Mon chhuye gelo.. Thank you.
অপূর্ব
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত
শির নত কত অপমানে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয়
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত
শির নত কত অপমানে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
খুব ভালো লাগলো দিদি আপনার গলায় এই গান
❤️ অপূর্ব! অসাধারণ! গানটি শুনে মন ভরে গেলো।♥️♥️♥️♥️♥️♥️
গান একটি আরেকটি কে ছাড়িয়ে গেছে, যার কোন সিমা নাই। ❤️❤❤️
সীমা
কি সুন্দর করে গেয়েছো
খুব ই সুন্দর অনেক বার শুনলাম চেষ্টা করে যাচ্ছি।
Excellent. Superb.
Thank you .
মুগ্ধতা ❤
তোমার গান যে আমাকে পাগল করে দেয় জয়তী ..
Love you Robi da & joyoti
Truely she performed it well.
Sotti🥰🤩
আপনার কন্ঠে গানটি পূর্ণতা পেয়েছে
Super music
খুব ভাল লাগল
Jayati ma'am has done absolute justice to the song.
Chomotkaar, baar baar shuni
অভিভূত আমার হৃদয়!
Brilliant will be an understatement..Incredible
This song is the best in her voice
আহা পাগল হয়ে যেতে ইচ্ছে করছে।
Aaha ki j bhalo laglo
Ek kathay apurba .
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীন প্রাণে ।
সতত হায় ভাবনা শত শত নিয়ত পীড়িত--
শির নত কত অপমানে ।।
অপূর্ব, শুভকামনা রইলো
অপূর্ব।অসাধারন।
Durdanto gayeki! Darun gola!
Salute to kahi najrul islaam
Khub bhalo laglo 👌👌👌👌
সেই অভয় আশ্রয়
Asadharon Ma'am
সুন্দর।অতি সুন্দর।
প্রাণ টা জুড়িয়ে গেল
Khub sundor
অসাধারন গায়কী তোমার। শ্রদ্ধা তোমাকে।
Upnar giyoki dakha o suna anak anak kichu siklem👍🙏🙏
Good song.
Excellent singing with very sweet voice i.e super duper.
God bless you.
অসাধারণ
Choke jal ese gelo
song excellent and consciousness too...
অপূর্ব ...মন ভরে গেল।
❤
Ashadharan
Yesterday heard this is in a Pandal & got addicted!
অসাধারণ ।অবাক হয়ে শুনি..... কেবল শুনি।
Achintya Mandal
মনমুগ্ধকর গান
Osadharon....
Didi you are great
Beautiful melody Thanks
osadharon voice
Fantastic singing.
Magnificent performance by Jayati Chakraborty. Her voice touches my heart and I really enjoy seeing her videos. Thanks.
ঈশ্বর মঙ্গল ময়
Mam u r my favourit singer🙏🙏🙏
thanks for the upload
Sukhohiin Nishi Din Poradhiin Hoye
Bhromichho Din Prane
Sototo Hay Bhabona Shoto Shoto
Niyoto Bhiito Piirhito
Shiro Noto Koto Apomane
Rag - Not Mollhar (Tarana)
Gourh Mollhar
Tal - Trital Kawyali
Ango - Hindi Bhanga Gan (Dhrupod)
Porjay - Puja
Upo Porjay - Bibidh
Book - Kabya Grontho 8
Swaro Bitan 8
Beautiful....!!! The "Aesthetics" Love the video... l watch it so very frequently.
Singer physically rich sound aa sweet.
Excellent
Darun
Great
Perhaps she is the best performer of rabindrasangeet I have ever heard.
এই ব্রহ্মসঙ্গীত টি আমার অত্যন্ত প্রিয় সঙ্গীত। প্রথম সারির সুগায়িকা জয়তী চক্রবর্তী,মন প্রাণ ঢেলে গভীর শ্রদ্ধায় সঙ্গীত টি পরিবেশন করেছেন । আমি তৃপ্ত প্রাণে মুগ্ধ হই।
🙏🙏🙏
Very nice
Beautiful.;
'শ্রীকান্ত'- শরত চন্দ্র চট্টোপাধায়
Good song. 😃💛
আহা
খুব ভাল লাগল........
+Nur Tazmin Neer please subscribe and share with your friends
+Nur Tazmin Neer Thanks, Please share and subscribe for more...
Absolutely splendid performance
Hriday chhue jay
Jyoti you are my favourite singer
Such a perfect level of singing 🎤 💖💖💖🌹🌹🌹
Amezing
Nice song
boddo bhalo..
👌👌👌👌🙏🙏
👍👍👍❤️❤️❤️
Most welcome
🙏🙏❤❤❤
❤❤❤
Manifestation of god"s consciousness..
Aveo
fa ta fa ti...
লক ডাউনে প্রানভরে উপভোগ করলাম।