ঢাকার ফুসফুস রমনা পার্ক পরিদর্শন 🌲🌲Visit Ramna Park..... 💚💚

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • রমনা পার্ক
    রমনা পার্ক (Ramna Park) বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রানকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়া ঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান। প্রতিষ্ঠার সময় অর্থাৎ ১৬১০ সালে রমনা পার্কটি পুরানো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল। রমনা পার্কের বর্তমান আয়তন ৬৮.৫০ একর। প্রতি বছর ছায়ানটের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
    সবুজে ঢাকা মোঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্কে প্রায় ২১১ প্রজাতির উদ্ভিদ রয়েছে। যার মধ্যে আছে অসংখ্য লতাগুল্ম, দুর্লভ প্রজাতির ছোট বড় বৃক্ষ এবং পাদাউক, কেয়া, কৃষ্ণচূড়া সহ নানান মৌসুমী ফুলের সমাহার। রমনা পার্কে অবস্থিত লেকের দৈর্ঘ্য ৮১২ মিটার এবং প্রস্থ ৯ থেকে ৯৪ মিটার।
    রমনা পার্ক ঢাকার ভিতরে অতি পুরাতন এবং বিখ্যাত একটি পার্ক। ঢাকাতে যারা বসবাস করেন তারা মাঝেমধ্যে এখানে বেড়াতে যান এবং বিভিন্ন দূর-দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন এখানে বেড়াতে। এর জায়গাটা অনেক বিশাল এর ভেতরের রয়েছে শিশু পার্ক লেক ও বিভিন্ন নানান গাছপালা। রমনা পার্কে সৌন্দর্য বলে শেষ করার মত নয়।
    Ramana Park:
    Ramna Park (Ramna Park) is a pleasant park in a shady environment located in Ramna area, the heart of Dhaka, the capital of Bangladesh. At the time of its establishment i.e. in 1610, Ramana Park extended from the old High Court building to the present road building. The present area of ​​Ramana Park is 68.50 acres. Every year, Chhaynat's initiative organizes Pahela Boishakh New Year celebrations at the traditional Ramana Park.
    Covered in greenery, Ramana Park has witnessed various events from the Mughal period to the present day and has around 211 species of plants. Among which there are numerous vines, rare species of small and large trees and various seasonal flowers including Padauk, Keya, Krishna Chura. Located in Ramana Park, the lake is 812 meters long and 9 to 94 meters wide.
    Ramana Park is a very old and famous park inside Dhaka. People who live in Dhaka sometimes visit here and many tourists from far and wide come to visit here. Its area is very large, there is a children's park lake and various plants inside. The beauty of Ramana Park is endless.
    #রমনা_পার্ক
    পার্ক
    #park
    #ramnapark
    #beauty_of_Ramana_Park
    #Bangladesh_historical_place
    / @mehedihasan-wq7tp

Комментарии • 3