কাম্মি একটু কথা কম বলেন। এটা তো শিশির ভাইয়ের ড্রোন। আপু আপনি just একটা বিরক্তিকর। কিচ্ছু মনে করিয়েন নাহ। ভাইয়া আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করিয়েন নাহ
উনি ত ভাই ইদানীং যা শুরু করছেন মনে হয় নিজেই পন্ডিত। ভাই,বোন,মা, জামাই সব ফেইল উনার কথা আর তর্কের সামনে। ইলেকট্রনিকস এর জিনিস নষ্ট হতেই পারেই তাই বলে পাব্লিক্যালি এভাবে জামাই আর ভাইকে কেউ হেও করে??? আজব মহিলা একটা।
@@salmaaktersumi3512 ঠিক বলছেন আপু প্রথমবার যখন কাম্মির জন্য ড্রোন ক্রাশ হইছিলো তখন তো কেউ কিছু বললো না,,এখন শিশির জন্য ক্রাশ হইছে তো তাই কথা শুনাতে ছাড়ছে না দুফুর আপা
আঙ্কেল কত চুপচাপ হয়ে গেছে। আসলে উনার তো মানসম্মান আছে। গতবার দেখেছিলাম সাইফান কে কত আদর কতকিছু কিনে দেওয়া খেলা ওর সাথে সময় কাটানো কত কিছু দেখলাম। ওনার যে মনটা খারাপ বুঝাই যাচ্ছে। উনি আসলেই একজন ভদ্র মানুষ।
কাম্মি তুমি এত বলছো এবার মনে আছে আগের বার ড্রোন টা তুমি তোমার ঐ বায়না করছিলে জলের উপর দিয়ে যাচ্ছিলে ড্রোন টা চালাও,ড্রোন টা চালাও শিশির কুমার রাজি হচ্ছিল না তাও তুমি চালাতে বলছিলে। তোমার শ্বশুর শ্বাশুরীমাতা দুজনেই ছিলেন। যন্ত্র যে কোন সময় খারাপ হতে পারে। কেউ চায়না খারাপ হোক আমাদের হাতে নেই। কিন্তু তোমার মা বাবা বসে আছেন যারা তোমাদের এত ভালোবাসে চল এক্ষুনি ঢাকা য় যাই চল চল ওভাবে বলতে নেই। ওনারা মুখে না বললেও মনে মনে কষ্ট পান। যাক ঠিক হয়ে যাবে। সবাই ভালো থেকো।
কাম্মি আপু আপনি হাসান ভাইয়ের সাথে খারাপ আচরণ করছেন কেন, আমি দেখলাম যে আপনি হাসান ভাইকে বলছেন যে, তুই দ্বিতীয় বার ফেলে ভুল করলি, এটা কেমন কথা, সেকি তার মাথার ওপর ফালাবে, আপনি আমাকে বোঝাইতে পারবেন সে কোথায় ফালাবে? আর আরেকটি কথা আপু ভালো মানুষ হন, আপনার ভাইয়ের কাছে গিয়ে হ্মমা চান।
বার বার বলছে আল্লাহ যা করে ভালোই করে, ওদিকে একভাবে ঘ্যান ঘ্যান করছে। কাম্মির মন যা ছোট, ভাইয়ের হাতে ক্রাশ হতে পারতো সেটা না ভেবে বলছে তুই কেন হাত থেকে রাখলি?🙄
সাইফানের নানা, একটা শব্দ ও বললেন না। মন খারাপ। ভাইয়ের হাত টা গেলেও কাম্মির এত মন খারাপ হতো না, ড্রোন এর জন্য যা হয়েছে। হাসান আবার পানিতে না রেখে, কোথায় রাখতে পারতো??
আসসালামু আলাইকুম। আপনাদের ভিডিও আমার মা সবসময় দেখেন। আমিও মাঝেমধ্যে দেখি। কিন্তু কাম্মি আপু,আপনার আজকের ব্যবহারটা খুবই খারাপ লাগলো! নিজের ভাইয়ের চেয়ে ড্রোন এর দাম বেশী হয়ে গেলো? ধোঁয়া উড়ছে মানে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতেও পারতো! আপনার ভাই একে তো বাইক চালান,তার উপর কাদা পানিতে নেমেছে, ড্রোনটা উদ্ধার করেছে! আপনার তো শুকরিয়া করা উচিত আপনার ভাইয়ের কিছু হয়নি! তাই না আপু? তারপর বলছেন বারবার নিজের মা বাবার সামনে ঢাকায় চলে যাবেন! একটা সামান্য জিনিসের জন্য নিজের মা,বাবা ভাই,বোন রেখে ঢাকায় চলে যাবেন! কেমন স্বার্থপর আচরণ আপনার! আপনার বাবার পরিবার, শ্বশুরের পরিবারের সবাই খুব ভালো। আমার মনে হয় তাদের কাছ থেকে আপনার কিছু ভদ্রতা শেখা উচিত আপু। :)
ভাই তোমরা নাকি ভ্লগে একটা ফাইন লাইন মেইনটেইন কর। তো এভাবে কেউ ক্যামেরার সামনে বর ভাইকে বকা দেয়! দিছেন বকা এগুলো পারসোনালি রাখলেই হয়। এতোটুকু সম্মান নাই। ভাই যে তোমার পানি থেকে তুলে আনছে এতে শুকরিয়া কর, তা না আবার ঝারি কেন আবার পানিতে রাখলো।
আপু, বেঙ্গলি তে লিখি । শিশির ভাই আপনাকে অনেক সাপোর্ট করে । নাহলে আপনি এখানে আসতে পারতেন না । একটু try করবেন তার আদর্শ নিয়ে নিজেকে একটু পরিবর্তন করতে।🙏 Drone accident এর ideas নিবেন ।
Vhabi….don’t be rude with anybody and here ur brother and ur husband ….it’s really hurt and u hurting with ur words so please when u talk ,talk carefully ,here lots of people’s r watching u….all I said is good for you..
Kammi apu erpor drone thik kore apni chalaiyen…… Apner video r Jonno e Apner husband & bhai video kortesi lo ….. onno k blame diye ki korben ….. koshto hoche koshto hoche kore osthir hoye jachen …. Rangpur theke chole jabo r thakbo na ki j shuru korlen Allah
এত এত বার জানিতে চাচ্ছি ইসরাত কই ইসরাত কই,ভাই সমস্যা কি আপনাদের?? আমাদের লাইক কমেন্ট এর মাধ্যমেই টাকা ইনকাম করেন আর আমাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেন না।
আপনি আপনার ভাইএর সাথে যে আচরনটা করলেন অবাক লাগলো।আমার ছোট ভাই আমার ড্রোন ইচ্ছে করে অাছার মেরে ভেঙে ফেললেও মনে হয়না অামি কিছু বলতে পারতাম।আর এভাবে রিস্ক নিয়ে আগুন লাগা গরম ড্রোন ধরতেই দিতাম না,বকা দেয়া তো অসম্ভব।আপনার ভাই-এর হাতে কোন এক্সিডেন্ট হতে পারতো, আল্লাহ না করুন। এই প্রথম কোন বড় বোনকে দেখলাম যার কাছে নিজের ভাইয়ের সেইফটির চেয়ে ড্রোন বড়।বড় বোনেরা ছোট ভাইকে নিজের কলিজা মনে করে,সবচেয়ে বেশি ভালোবাসে,আমি আজ পর্যন্ত আমার ছোট ভাইকে একটা ধমক দেইনি বা উঁচু কন্ঠে কিছু বলিনি,অভিযোগ বা বিরক্তি প্রকাশ করিনি।আপনি বড় বোন নামের কলঙ্ক।
Na bole parlam na apu..ekta dron er chaye hasan vai re hat ta onek boro se pani te na rakhle hat ta ses hoto hoyto..r ase pase vebe rakhar moto jayga ba somoy oo cilona..So apnar vai k avabe bolata thik hoyni..Hasan vaiya onek try korece ota ante..
আপনারা আসলে ঠিক করে ড্রোন চালাতে পারেন না,আগে ঠিক করে চালানোটা শিখেন।একটা চ্যানেলের ভিডিওতে ড্রোন শটের মাধ্যমে পুরো পদ্মা সেতুর ভিডিও দেখলাম। তাই লাইভ ভাডিও ছিল।
sokher jinis er ei obostha hoile kosto hoi e apu...kintu apu shishir vaia & hasan vaia k evabe boka daoa thik hoini apu. shishir vaia kosto pabe bar bar bolle...vaia der chestai tao drone ta paisen... hasan vaiar o to bipod hote parto drone blast korle...r evabe bar bar dhaka chole jabo bolle uncle aunty kosto paben.... eta vaben j kono bipod hoito drone er upor diye gese... doa kori Allah apnader sobaike sustho rakhuk
কামমি আপু ৭/৮ বছর ভাইয়ার সাথে থেকেও আপডেট হতে পারলেন না এখন ও গাইয়া বাজে মেন্টালিটি নিয়ে আছেন , জীবন আছে তো দূর্ঘটনা আছেই মানতেই হবে , খামাখা চলে যাই মন খারাপ কেন ফেললি এগুলো বলে লাভ নাই , মেনটালিটি বদলান ভিডিও ও আরো স্মার্ট হবে তাহলে
না জানি কার নজর লেগেছে 🤦♀️। গতকালের ড্রোন ভিডিওটা এত চমৎকার হয়েছিল যে প্রত্যেকে প্রশংসা করেছে, তাই তো আজ বেচারা স্বয়ং ড্রোন কুপোকাত ! একটা কথা সবসময় মনে রাখবে, অনেক সময় 'জানের সদকা মালের উপর দিয়ে যায়'। সুতরাং আল্লাহ্ যা করে ভালোর জন্যে। তোমরা by road যাওয়া আসা করছো, তাও ভাড়ার গাড়িতে ( হয়তো তোমাদের ড্রাইভারটা ভালো ) কিন্তু সাধারণত এসব গাড়ির ড্রাইভার আনাড়ী হয়ে থাকে। যখনই কোথাও যাবে, জানের সদকা দেবে।। আমার মতে, শিশির অবশ্যই অনেক শান্ত এবং ঠান্ডা মাথার ছেলে এবং আল্লাহ্ এভাবেই মিলিয়ে দেয়। কাম্মী, আমি তোমার একজন বড় বোন হিসেবে বলবো, যেকোনো কথা ক্যামেরার সামনে বুঝে বলবে please ! যেকোনো কথা বার বার বললে তা আমাদের কাছে শ্রুতিকটু লাগে ! তুমি রংপুর পৌছে এক কাঁঠাল নিয়ে যে পড়েছিলে, তাতে আমাদের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি 🤦♀️! তোমার পরিবারের চেয়ে তো তোমার ড্রোন বড় না। তোমার আব্বু অনেক চুপচাপ হয়ে গেছেন, বলা যায় না কে কতো দিন বাঁচে ! এক ড্রোন গেলে হাজার ড্রোন আসবে, সুতরাং এই কারণে ঢাকা ফেরার কথা অযাচিত।। আসলে ড্রোন টা ও আরো উপর দিয়ে চালানো উচিত ছিল। আরো তো অনেক you tuber এর ড্রোন আছে ; এমনকি Makarim Md Ahmadullah ও ( যার মিশর ও দুবাই ভ্রমণের sponsor আমি ) সিরাজগঞ্জে সুন্দর ভাবে মসজিদের সৌন্দর্যকে তুলে ধরেছেন ড্রোনের মাধ্যমে। Family life in Switzerland ও ড্রোনের কাজ করে থাকে। ড্রোন চালনার ক্ষেত্রে শিশিরকে আরো পারদর্শী হওয়া দরকার ! দুইটা ড্রোন crash করেছে, সোজা কথা না। বিদেশে সকল সিনেমার শুটিং সমূহে, বিভিন্ন দেশে Army রা বা intelligent branch যে ড্রোন ব্যবহার করে সেগুলো অনেক hi range এর ; যা চালনার অনুমতি সাধারণকে দেয়া হয় না সম্ভবত। বাজারে যা পাওয়া যায় বুঝতে হবে এর capability কতো টুকু।
@@nipaakter4260 আপু অসভ্যতা করে যা দেখি বা দেখাচ্ছে তো অসভ্য তো বলবো। এটা তো আর বলবো না আস্তা শয়তান । ও আগের থেকে খুব বেশিই রুড হয়ে যাচ্ছে। আগের ভিডিও গুলো রেগুলার দেখা শুরু করেন বুঝবেন। আমার একটা ছেলে আছে ও যদি এমনটা করে আমি অসভ্য হয়ে গেছে বলবো
আপু ভাইয়া,, কিছু মনে করবেন না। ইসরাত কে নিয়ে যা বলার বলে দিলে মানুষের আকর্ষণ কমে যাবে। এভাবে সাসপেন্স রেখে দিলে সবাই তো জিজ্ঞেস করবেই। মানুষের ইমোশন টা নিয়ে না করলেও পারেন। যেহেতু আপনারা এখন পাবলিক ফিগার তাই সবাই জানতে চাচ্ছে। সম্ভব হলে পুরোটা না হলেও কিছুটা বলে দেওয়া উচিৎ। এভাবে কইরেন না।
বসে পরলাম আজকের ভিডিও দেখতে।ইশ্বর্দির ভিডিও দেখি শিল্পি খালাম্মার জন্য। আর রংপুরের ভিডিও দেখি আপনার আম্মার জন্য। কারন তারা দুই জনই দেখতে আমার মা খালার মত।
আমিও same ঈশ্বরদীর ভিডিও দেখি শিল্পী আণ্টি এবং শিরীন আণ্টির জন্য মানে শিশির ভাইয়ার আম্মু। আর রংপুরের ভিডিও দেখি গুড়িয়া আণ্টির জন্য ( kammi আপুর আম্মু) ওনারা অসাধারন মানুষ যেমন সুন্দর ব্যাবহার তেমনি কথা বার্তা। তেমনি গুণবতী। রূপে, গুনে, ব্যাবহার সব দিক থেকেই all rounder। এবং আণ্টিদের চলাফেরাও করে অনেক স্মার্ট ভাবে। এক কথায় অসাধারণ ব্যাক্তিত্ব🤗🤗🤗
@@kitchencuisinewithmom1038 ohh আচ্ছা সেটা।আমাদের বাড়ি বরিশালে।আমিও তার একজন দর্শক। আমি সবার নাম জানি vlog দেখে দেখে জেনেছি😊। আর kammi আপুর আম্মুর ডাক নাম টা আন্টিরা বলতো কিন্তু বুঝতে পারতাম না কি বলে পরে আপুকেই ask করেছি কমেন্ট এ। যে আপুর আম্মুর ডাক নাম গুড়িয়া সবাই গুরি বলে ডাকে। কি জানবেন নাকি সবার নাম। আমি সবার নাম জানি?😅
ভাই আপু আপানারা থাকা অবস্থাই ইসরাত ভাবিকে নিয়ে আসেন..প্লিজ....সংসারে একটু ঝামেলা থাকে এটা স্বাভাবিক তার মানে এই না যে ডাইরেক্ট শশুর বাড়ি পাটাই দিবো /ডির্বোস হয়ে যাবে...ভালোবেসে বিয়ে করছে সংসার করার জন্য..... সংসার ভাঙ্গার জন্য না
ছোট বেলায় সুপারীর এই খোলে বসে অনেক মজা করেছি ভাই বোনেরা মিলে । ছোট বেলায় যারা গ্রামে বড় হয়েছে তাদের জীবনে এই রকেমর অনেক মজার মজার সৃতি আছে । ভালো লাগলো আন্টি অনেক মজা করছে নাতী কে নিয়ে । এই সব ছোট ছোট জিনিস গুলো সাইফানের মনে থাকবে বড় হয়ে গেলো ও
ছোট লোক মহিলা ভাইয়ের চিন্তা নাইয় খালি ড্রোরন
মানুষ এত selfish কিভাবে হয়
ভাইয়ের চেয়ে ড্রোন বেশি বড় ছি
অতিরিক্ত কোন কিছু ভালো না আপনি যেভাবে একশ্যান দেখাইতাছেন মনে রাখবেন যা কিছু হয় সব আল্লাহ পাকের ইচ্ছায় হই মনে রাখবেন।
ঠিক উনি প্রথম ড্রোন কিনে বলেছিলেন ওনার মতো আর বাংলাদেশে কেউ চালাতে পারবেন না। অহংকারকরি আল্লাহ পছন্দ করে না।
আল্লাহ পাকের ইচ্ছায় “হয়”। হই না।
এই মহিলা খুব কুটনী মহিলা।। টাকার পাগল ছোট লোক মহিলা।।। ভাইয়ের চেয়ে ড্রোন বড় হয়ে গেল
হাসান এটা ওখানে না রেখে আপনার মাথায় রাখবে? গাঁদি
নিচে রাখলে তো হাসানের হাত টা যেতো। সেলপিস
ভাইয়ের হাতে ড্রোন ফুটবে সেই চিন্তা নেই বারবার শুধু এক কথা পানিতে কেন রাখলি পানিতে কেন রাখলি, কেমন মহিলা এটা😡😡
Oooo appu ato kosto apnar tk dileto r akta paiten... vaiia hat to paben na ... hat tk Judi pab oy hat hat hobeba seta oboshoy jane
Dhowa utley to blust Howar kotha silo
Allah rokkha korse j abar pani te feledise, tanda hoa gase . Kowsik Allah bachie sen. Subhanallah
ছোট লোক মহিলা একটা টাকা কামানোর ধানদায় সব ভুলে যায় কার কি হলো দেখার সময় নেই টাকার জন্য কত নিচে নামসে এই মহিলা
কাম্মি আপা মাঝেমধ্যে এমন সব ব্যবহার করেন,মেজাজ খারাপ হয়ে যায়। আর বেশি কিছু বললাম না।বাকিটা দর্শকরাই বলে দিছে।
বেলাল ভাই ঠিক বলছেন আজ না পেরে আমি ও বলছি কয়টা কথা
Kammi takar lovi day by day asot,bodmash hoye geche
ড্রোন এর জন্য বাবা মা ছেড়ে ঢাকা চলে আসতে চাচ্ছে kammi.... really surprising
Shotti obak hoye gelam bar bar bolche cholo chole jai cholo chole jai ajob
এর মত বেয়াদপ কে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত
ব্লগ করতে করতে এর মাথা খারাপ হই গেছে। আর বেশি বকবক করতে করতে ফালতু হই গেছে একদম চালচলন। লজ্জা সরম উঠে গেছে এর।
এতো ঘেনঘেন করে কিছু একটা পেলে মন চায় এই মহিলা পাগল।
আমি ও অবাক হয়ে গেছি।
কাম্মি একটু কথা কম বলেন।
এটা তো শিশির ভাইয়ের ড্রোন।
আপু আপনি just একটা বিরক্তিকর।
কিচ্ছু মনে করিয়েন নাহ।
ভাইয়া আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে।
আপনি চিন্তা করিয়েন নাহ
ha ha ha ha
আপু আপনারা রংপুর থাকা অবস্থায় ইসরাত ভাবিকে নিয়ে আসেন
তালাক হয়ে গেছে
@Wonderful 😊 ইসরাত কে নিয়ে কোনো কথা বলতে শুনছেন। কত দিন হলো
Divorce j hoye geche eta to bujha e jache
@@tasminazaman3674 yes
এই কুটনি মহিলার জন্যই ইশরাত চলে গেছে
দ্বিতীয় বার পানি না ফেললো তো আপনার ভাই এর হাতে আগুন লেগে যেতো ব্লাস্ট হলে,,ভাই এর হাত থেকে কী আপনার ড্রোন বড় হলো আজব তো
উনি ত ভাই ইদানীং যা শুরু করছেন মনে হয় নিজেই পন্ডিত। ভাই,বোন,মা, জামাই সব ফেইল উনার কথা আর তর্কের সামনে। ইলেকট্রনিকস এর জিনিস নষ্ট হতেই পারেই তাই বলে পাব্লিক্যালি এভাবে জামাই আর ভাইকে কেউ হেও করে??? আজব মহিলা একটা।
@@salmaaktersumi3512 ঠিক বলছেন আপু প্রথমবার যখন কাম্মির জন্য ড্রোন ক্রাশ হইছিলো তখন তো কেউ কিছু বললো না,,এখন শিশির জন্য ক্রাশ হইছে তো তাই কথা শুনাতে ছাড়ছে না দুফুর আপা
Right
Ashole e
ছোট লোক তো সে টাকা চিনে কার কি হলো দেখার সময় নাই অভদ্র মহিলা
আঙ্কেল কত চুপচাপ হয়ে গেছে। আসলে উনার তো মানসম্মান আছে। গতবার দেখেছিলাম সাইফান কে কত আদর কতকিছু কিনে দেওয়া খেলা ওর সাথে সময় কাটানো কত কিছু দেখলাম। ওনার যে মনটা খারাপ বুঝাই যাচ্ছে। উনি আসলেই একজন ভদ্র মানুষ।
Kno ki hoice uncle r..Mon kharap kno
Right
সাইফানের শরীর কিন্তু খুব দুর্বল মনে হচ্ছে।
@@asmimijahanpromi8416 israt er jonno oner mon krp
কাম্মিরা যাওয়ায় এবার তিনি যে খুশি না এটা একেবারেই স্পষ্ট। দিনের আলোর মতো পরিষ্কার। লক্ষ করবেন সাইফান এর দিকেও ওনার কোন টান নাই এবার।
কাম্মি তুমি এত বলছো এবার মনে আছে আগের বার ড্রোন টা তুমি তোমার ঐ বায়না করছিলে জলের উপর দিয়ে যাচ্ছিলে ড্রোন টা চালাও,ড্রোন টা চালাও শিশির কুমার রাজি হচ্ছিল না তাও তুমি চালাতে বলছিলে। তোমার শ্বশুর শ্বাশুরীমাতা দুজনেই ছিলেন। যন্ত্র যে কোন সময় খারাপ হতে পারে। কেউ চায়না খারাপ হোক আমাদের হাতে নেই। কিন্তু তোমার মা বাবা বসে আছেন যারা তোমাদের এত ভালোবাসে চল এক্ষুনি ঢাকা য় যাই চল চল ওভাবে বলতে নেই। ওনারা মুখে না বললেও মনে মনে কষ্ট পান। যাক ঠিক হয়ে যাবে। সবাই ভালো থেকো।
Choto moner manush
@@habibaislam5054 right
100% r8.
kammi onk choto moner meye r khob higshote
আর আপনাদের মন মানুষিকতা খুব ভালো?
@@habibaislam5054 lol.. address to jani na apnar ki vabe dekhbo
ক্যামেরার সামনেই এমন ব্যাবহার ক্যামেরার পিছনে কেমন আল্লাহই জানে।
Apni etu selfish keno ekta dron er jonno maa, baba,poribar chere chole jete chaichen.
এত ছোটলোক কেন আপনি?হঠাৎ টাকা হলে যা হয়।ফ্যামিলি শিক্ষা কিছুই পাননি মনে হয়।ফালতু মহিলা একজন
😂😂😂😂😂
Unar familyr r kew ato kotha bolte dekhini. Uni akai 100 .baki shobai mane unar shami shoshur barir sobai fail hoye gese unar kache
মামাতো ভাইটারে পাইছিল বলো
She’s crazy 😝
উনার বাপের বাড়ির স্বামীর বাড়ির সবাই ভালো মানুষ শুধু উনি আর এখন ইসরাত ছলে জাবার পর কৌশিক কে দেখলে মনে হয় ভাই বোন দুইটাই পাগল।
ধান খেতে ড্রোন ক্রাশ হয়েছে তবুও লাশটাকে তো পাওয়া গেছে 🤣🤣🤣🤣🤣🤣
ড্রোনের চিন্তা ছেড়ে সাইফানের দিকে নজর দিন, ওর যত্ন নিন... শিশির ভাইয়ের জন্য রইলো অনেক শুভ কামনা...
কাম্মি আপু আপনি হাসান ভাইয়ের সাথে খারাপ আচরণ করছেন কেন, আমি দেখলাম যে আপনি হাসান ভাইকে বলছেন
যে, তুই দ্বিতীয় বার ফেলে ভুল করলি, এটা কেমন কথা, সেকি তার মাথার ওপর ফালাবে, আপনি আমাকে বোঝাইতে পারবেন সে কোথায় ফালাবে?
আর আরেকটি কথা আপু ভালো মানুষ হন, আপনার ভাইয়ের কাছে গিয়ে হ্মমা চান।
বার বার বলছে আল্লাহ যা করে ভালোই করে, ওদিকে একভাবে ঘ্যান ঘ্যান করছে। কাম্মির মন যা ছোট, ভাইয়ের হাতে ক্রাশ হতে পারতো সেটা না ভেবে বলছে তুই কেন হাত থেকে রাখলি?🙄
Right
True
EKTA baje mohila
সাইফানের নানা, একটা শব্দ ও বললেন না। মন খারাপ।
ভাইয়ের হাত টা গেলেও কাম্মির এত মন খারাপ হতো না, ড্রোন এর জন্য যা হয়েছে। হাসান আবার পানিতে না রেখে, কোথায় রাখতে পারতো??
বাসায় আইনা কাম্মির মাথার উপর রাখা উচিত ছিলো।
কাম্মিরা যাওয়ায় এবার উনি মন থেকে খুশি না নাকি?
@@lipysultana2205 দেখে তো তাই মনে হচ্ছে।
আমি আপনাদের ভিডিও দেখি,বাট কমেন্ট করা হয়নি এক বারও,আমার প্রথম কমেন্ট কাম্মি আপুর উদ্দেশ্যে।।।।
আপনি অনেক 😡বাচাল😡
আপনি অনেক বাচাল
কামমি তোমার মন এতো ছোট । এখানে শিশির আর কোশিকের কোন দোষ নাই। কামমি তোমার মনের পরিচয় পেলাম।
শিশির ভাইকে এর জন্যই ভালো লাগে খুব বুঝে শুনে কাজ করেন কিন্তু উনার ওয়াইফ নিজে যা বুঝবে তাই🥲
একেই কথা বার বার বলে কাম্মি আপু বিরক্তি কর
নষ্ট হয়ে গেছে আপনাদের ড্রন কি মজা কি মজা
সাবধানে ব্যবহার করেন না তো কী বলব ভাই।
একদম ঠিক হইছে 👏👏👏👏
v
🤣🤣🤣🤣🤣🤣
কিছু মনে করবেন না, আপনি যেগুলোকে
অরকিড বলছিলেন সেগুলো পরগাছা।
আসসালামু আলাইকুম।
আপনাদের ভিডিও আমার মা সবসময় দেখেন। আমিও মাঝেমধ্যে দেখি। কিন্তু কাম্মি আপু,আপনার আজকের ব্যবহারটা খুবই খারাপ লাগলো! নিজের ভাইয়ের চেয়ে ড্রোন এর দাম বেশী হয়ে গেলো? ধোঁয়া উড়ছে মানে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতেও পারতো! আপনার ভাই একে তো বাইক চালান,তার উপর কাদা পানিতে নেমেছে, ড্রোনটা উদ্ধার করেছে! আপনার তো শুকরিয়া করা উচিত আপনার ভাইয়ের কিছু হয়নি! তাই না আপু? তারপর বলছেন বারবার নিজের মা বাবার সামনে ঢাকায় চলে যাবেন! একটা সামান্য জিনিসের জন্য নিজের মা,বাবা ভাই,বোন রেখে ঢাকায় চলে যাবেন! কেমন স্বার্থপর আচরণ আপনার! আপনার বাবার পরিবার, শ্বশুরের পরিবারের সবাই খুব ভালো। আমার মনে হয় তাদের কাছ থেকে আপনার কিছু ভদ্রতা শেখা উচিত আপু। :)
Apu have a big heart. Should not talk like that Infront of your mom and dad.
she is selfish and Boring person
পাপের ফল
৩ বছর হচ্ছে আপনাদের ভিডিও দেখি কিন্তু কাম্মির ব্যবহার খুবই বাজে।
আপনি ফাও ফাও আপনার ভাইযাকে দোষ দিচ্ছেন কেন ।আপনার মাথা নষ্ট হয়ে গেছে ।আল্লাহ যা করে ভালো র জন্য ই করে।মনে করেন আপনার বিপদ ড্রোনের উপর দিযে গেছে
ভাই তোমরা নাকি ভ্লগে একটা ফাইন লাইন মেইনটেইন কর। তো এভাবে কেউ ক্যামেরার সামনে বর ভাইকে বকা দেয়! দিছেন বকা এগুলো পারসোনালি রাখলেই হয়। এতোটুকু সম্মান নাই। ভাই যে তোমার পানি থেকে তুলে আনছে এতে শুকরিয়া কর, তা না আবার ঝারি কেন আবার পানিতে রাখলো।
Seriously this lady has no manner what so ever.
Shishir vaiya osomvob valo ekjon manus..
আপু, বেঙ্গলি তে লিখি । শিশির ভাই আপনাকে অনেক সাপোর্ট করে । নাহলে আপনি এখানে আসতে পারতেন না । একটু try করবেন তার আদর্শ নিয়ে নিজেকে একটু পরিবর্তন করতে।🙏 Drone accident এর ideas নিবেন ।
Maa baba vai bon er theke apnar ei drone beshi prio hoye uthlo...eto din por Rangpur ashchen ei drone take beshi priority ditesen apni
আঙ্কেলকে কেমন জানি মনমরা লাগছে।
Khrp lgche kintu 2nd time jol e na rakhle to vai er hatei blast hoe jeto...manus onk onk besi important 1ta jontrer thke🇮🇳🇮🇳🇮🇳
ছোটলোক মহিলা।
Vhabi….don’t be rude with anybody and here ur brother and ur husband ….it’s really hurt and u hurting with ur words so please when u talk ,talk carefully ,here lots of people’s r watching u….all I said is good for you..
Kammi apu erpor drone thik kore apni chalaiyen…… Apner video r Jonno e Apner husband & bhai video kortesi lo ….. onno k blame diye ki korben ….. koshto hoche koshto hoche kore osthir hoye jachen …. Rangpur theke chole jabo r thakbo na ki j shuru korlen Allah
এত এত বার জানিতে চাচ্ছি ইসরাত কই ইসরাত কই,ভাই সমস্যা কি আপনাদের?? আমাদের লাইক কমেন্ট এর মাধ্যমেই টাকা ইনকাম করেন আর আমাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেন না।
আপনার বাবা কি হইছে সে তো মনে হয় রাগ করছে।
Ki ajob !!! crush kore bhai ta hat ure jaito r se bole tui falli kno?? ajob!!! apni maybe nijek chara kawk valobashen na. ato choto mon apner.
ইসরাতকে কী দেখা যাবে আর কখনো
Na
আপনারা ইসরাত এর ব্যাপারে সবাইকে Final কথা বলে দেন তাহলে আর আপনাদের কেউ বাজে কমেন্ট করবে না
শিশির ভাইয়ের সত্যি খুব ভালো মনের মানুষ... কিন্তু সে রকম কিছু পরিচয় আপু আপনার কাছ থেকে পাওয়া যায়না
আপনি আপনার ভাইএর সাথে যে আচরনটা করলেন অবাক লাগলো।আমার ছোট ভাই আমার ড্রোন ইচ্ছে করে অাছার মেরে ভেঙে ফেললেও মনে হয়না অামি কিছু বলতে পারতাম।আর এভাবে রিস্ক নিয়ে আগুন লাগা গরম ড্রোন ধরতেই দিতাম না,বকা দেয়া তো অসম্ভব।আপনার ভাই-এর হাতে কোন এক্সিডেন্ট হতে পারতো, আল্লাহ না করুন। এই প্রথম কোন বড় বোনকে দেখলাম যার কাছে নিজের ভাইয়ের সেইফটির চেয়ে ড্রোন বড়।বড় বোনেরা ছোট ভাইকে নিজের কলিজা মনে করে,সবচেয়ে বেশি ভালোবাসে,আমি আজ পর্যন্ত আমার ছোট ভাইকে একটা ধমক দেইনি বা উঁচু কন্ঠে কিছু বলিনি,অভিযোগ বা বিরক্তি প্রকাশ করিনি।আপনি বড় বোন নামের কলঙ্ক।
Tumer bhai er hat valo ase
Allah kase luck luck shukria.
Kamon bon Tume?
Yes she more worry about drone , wht her brother got fire and burn his hand then what.
Na bole parlam na apu..ekta dron er chaye hasan vai re hat ta onek boro se pani te na rakhle hat ta ses hoto hoyto..r ase pase vebe rakhar moto jayga ba somoy oo cilona..So apnar vai k avabe bolata thik hoyni..Hasan vaiya onek try korece ota ante..
আপনারা আসলে ঠিক করে ড্রোন চালাতে পারেন না,আগে ঠিক করে চালানোটা শিখেন।একটা চ্যানেলের ভিডিওতে ড্রোন শটের মাধ্যমে পুরো পদ্মা সেতুর ভিডিও দেখলাম। তাই লাইভ ভাডিও ছিল।
ভাডিও কি?
আল্লাহ যা করে ভালো জন্যই করে।
Are apu tumar via er hat pure gele ki khushi hota??tumi,,drown er jonno pagol hoy jacco
আপনার আব্বু হঠাৎ অস্বাভাবিক রকম চুপচাপ। তার স্বাস্থ্য বা মনের কিংবা অন্য কোনো সমস্যা থেকে থাকলে,সেটার খোঁজ নিয়ে সমাধান করেন প্লিয।
সাইফান ওর নানা ভাইয়ের সাথে খেলা ধুলা করে না?
Vai er jibon er theke drone boro? 2nd bar panite na fele kothay felbe? Chardike to dhan khet.. bujhar chesta krn
Bhai er haat pure jacche r ei selfish kammi drone er jonno pagla hoye jacche.futani korar jonno
Besi urle emn e hoi otirikto bahaduri
sokher jinis er ei obostha hoile kosto hoi e apu...kintu apu shishir vaia & hasan vaia k evabe boka daoa thik hoini apu. shishir vaia kosto pabe bar bar bolle...vaia der chestai tao drone ta paisen... hasan vaiar o to bipod hote parto drone blast korle...r evabe bar bar dhaka chole jabo bolle uncle aunty kosto paben.... eta vaben j kono bipod hoito drone er upor diye gese... doa kori Allah apnader sobaike sustho rakhuk
কামমি আপু ৭/৮ বছর ভাইয়ার সাথে থেকেও আপডেট হতে পারলেন না এখন ও গাইয়া বাজে মেন্টালিটি নিয়ে আছেন , জীবন আছে তো দূর্ঘটনা আছেই মানতেই হবে , খামাখা চলে যাই মন খারাপ কেন ফেললি এগুলো বলে লাভ নাই , মেনটালিটি বদলান ভিডিও ও আরো স্মার্ট হবে তাহলে
আপু ইসরাত কই
একটি বাজে গল্প মোটেই ভালো লাগেনি
Drone a agun lege giache ar tumi acho bhai keno panite fello ajob tumi
না জানি কার নজর লেগেছে 🤦♀️। গতকালের ড্রোন ভিডিওটা এত চমৎকার হয়েছিল যে প্রত্যেকে প্রশংসা করেছে, তাই তো আজ বেচারা স্বয়ং ড্রোন কুপোকাত !
একটা কথা সবসময় মনে রাখবে, অনেক সময় 'জানের সদকা মালের উপর দিয়ে যায়'। সুতরাং আল্লাহ্ যা করে ভালোর জন্যে। তোমরা by road যাওয়া আসা করছো, তাও ভাড়ার গাড়িতে ( হয়তো তোমাদের ড্রাইভারটা ভালো ) কিন্তু সাধারণত এসব গাড়ির ড্রাইভার আনাড়ী হয়ে থাকে। যখনই কোথাও যাবে, জানের সদকা দেবে।। আমার মতে, শিশির অবশ্যই অনেক শান্ত এবং ঠান্ডা মাথার ছেলে এবং আল্লাহ্ এভাবেই মিলিয়ে দেয়।
কাম্মী, আমি তোমার একজন বড় বোন হিসেবে বলবো, যেকোনো কথা ক্যামেরার সামনে বুঝে বলবে please ! যেকোনো কথা বার বার বললে তা আমাদের কাছে শ্রুতিকটু লাগে ! তুমি রংপুর পৌছে এক কাঁঠাল নিয়ে যে পড়েছিলে, তাতে আমাদের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি 🤦♀️! তোমার পরিবারের চেয়ে তো তোমার ড্রোন বড় না। তোমার আব্বু অনেক চুপচাপ হয়ে গেছেন, বলা যায় না কে কতো দিন বাঁচে ! এক ড্রোন গেলে হাজার ড্রোন আসবে, সুতরাং এই কারণে ঢাকা ফেরার কথা অযাচিত।।
আসলে ড্রোন টা ও আরো উপর দিয়ে চালানো উচিত ছিল। আরো তো অনেক you tuber এর ড্রোন আছে ; এমনকি Makarim Md Ahmadullah ও ( যার মিশর ও দুবাই ভ্রমণের sponsor আমি ) সিরাজগঞ্জে সুন্দর ভাবে মসজিদের সৌন্দর্যকে তুলে ধরেছেন ড্রোনের মাধ্যমে। Family life in Switzerland ও ড্রোনের কাজ করে থাকে।
ড্রোন চালনার ক্ষেত্রে শিশিরকে আরো পারদর্শী হওয়া দরকার ! দুইটা ড্রোন crash করেছে, সোজা কথা না। বিদেশে সকল সিনেমার শুটিং সমূহে, বিভিন্ন দেশে Army রা বা intelligent branch যে ড্রোন ব্যবহার করে সেগুলো অনেক hi range এর ; যা চালনার অনুমতি সাধারণকে দেয়া হয় না সম্ভবত। বাজারে যা পাওয়া যায় বুঝতে হবে এর capability কতো টুকু।
Manushik rogi ai apur চিকিৎসা চিকিৎসার proyojon
Onno manush er sathe onnaii korlee emon e hobee.. Ashte ashtee sob e sesh hobee emon..
Open camera rar samne vai r husband k avab na bolle o parten
ইদানিং সাইফান অনেক বেশি বিরক্ত করে মনে হয়। অনেক জিদ করে সব বিষয় নিয়ে
আর অসভ্য হয়ে যাচ্ছে পাকা পাকা যা মন চায় বলে
@@rahiqsmom1290 একটা বাচ্চা সম্পর্কে এমন মন্তব্য করা ঠিক হয়নি আপনার। ছোট একটা বাচ্চাকে অসভ্য বলা ঠিক না
@@nipaakter4260 আপু অসভ্যতা করে যা দেখি বা দেখাচ্ছে তো অসভ্য তো বলবো। এটা তো আর বলবো না আস্তা শয়তান । ও আগের থেকে খুব বেশিই রুড হয়ে যাচ্ছে। আগের ভিডিও গুলো রেগুলার দেখা শুরু করেন বুঝবেন। আমার একটা ছেলে আছে ও যদি এমনটা করে আমি অসভ্য হয়ে গেছে বলবো
আপু তোমাদের সাথে যদি ইছরাত থাকত আরো সুন্দর লাগত
তালাক হয়েগেছে
আপু ভাইয়া,, কিছু মনে করবেন না। ইসরাত কে নিয়ে যা বলার বলে দিলে মানুষের আকর্ষণ কমে যাবে। এভাবে সাসপেন্স রেখে দিলে সবাই তো জিজ্ঞেস করবেই। মানুষের ইমোশন টা নিয়ে না করলেও পারেন। যেহেতু আপনারা এখন পাবলিক ফিগার তাই সবাই জানতে চাচ্ছে। সম্ভব হলে পুরোটা না হলেও কিছুটা বলে দেওয়া উচিৎ। এভাবে কইরেন না।
এই কারনে দেখেন তাদের ভিউ অর্ধেক হয়ে গেছে।
হ্যাঁ ঠিকই
সিম্পল একটা জিনিষ এত ঘোলাটে করার কোনো মানেই নাই😏
যে জিনিস চালাতে পারেন না , সেটা নিয়ে এত মাতামাতি করেন কিসের জন্য আপনারা ?? এই নিয়ে ২ টা গেলো , অবশ্যই আপনাদের তো টাকায় ছিনি মিনি করে ।
kammi apu onak bashi kotha bolen
বসে পরলাম আজকের ভিডিও দেখতে।ইশ্বর্দির ভিডিও দেখি শিল্পি খালাম্মার জন্য। আর রংপুরের ভিডিও দেখি আপনার আম্মার জন্য। কারন তারা দুই জনই দেখতে আমার মা খালার মত।
আমিও same ঈশ্বরদীর ভিডিও দেখি শিল্পী আণ্টি এবং শিরীন আণ্টির জন্য মানে শিশির ভাইয়ার আম্মু।
আর রংপুরের ভিডিও দেখি গুড়িয়া আণ্টির জন্য ( kammi আপুর আম্মু)
ওনারা অসাধারন মানুষ যেমন সুন্দর ব্যাবহার তেমনি কথা বার্তা। তেমনি গুণবতী। রূপে, গুনে, ব্যাবহার সব দিক থেকেই all rounder।
এবং আণ্টিদের চলাফেরাও করে অনেক স্মার্ট ভাবে।
এক কথায় অসাধারণ ব্যাক্তিত্ব🤗🤗🤗
@@Mila-xi1el আপু আপনি কি কাম্মি আপুর কাছের কেউ হন?
@@kitchencuisinewithmom1038 কিন্তু কেনো এমন প্রশ্ন? জানতে পারি কি😊।
@@Mila-xi1el না আপু তেমন কিছু না।আসলে আপনি কাম্মি আপুর। মা এবং শাশুড়ীর নাম বললেন তো তাই।
@@kitchencuisinewithmom1038 ohh আচ্ছা সেটা।আমাদের বাড়ি বরিশালে।আমিও তার একজন দর্শক। আমি সবার নাম জানি vlog দেখে দেখে জেনেছি😊। আর kammi আপুর আম্মুর ডাক নাম টা আন্টিরা বলতো কিন্তু বুঝতে পারতাম না কি বলে পরে আপুকেই ask করেছি কমেন্ট এ।
যে আপুর আম্মুর ডাক নাম গুড়িয়া সবাই গুরি বলে ডাকে।
কি জানবেন নাকি সবার নাম। আমি সবার নাম জানি?😅
Saifan to age israt ke dorjar samne giye dakto kintu akon to dake na
Api vaia drone use korte na janle ai obosthai hoi
এ ভিডিও বানানো ছাড়া আর কিছু জানে না বুজে ও না , মানুশ মরে জাক কিন্তু ভিডিও বানানো ছাড়া যাবেনা 😃 আর কয়দিনের জন্য এইতাই ছলবে কথা বারতা😁
ছি!! বার বার চলে যাবো বলতেসে কিভাবে। লজ্জা লাগে না?
বাবা মার সামনে এভাবে বলতেসেন তাদের তো খারাপ লাগতেসে। ছোটলোক কাম্মি।।
ব্যাঙ ডাকে ঘ্যাংঘর ঘ্যাং
আপনার ভাইকে বললেন না কেন যে তুই আগুন সহ ধরে রাখতি তোর হাত পুড়ে যেতো কিন্তু drone তো বাচতো আমার এটা তুই কি করলি
Manusjoner theke electronics device beshi apnader 😩
ইশরাত আপু কই??
শিশির ভাই জন্য মন থেকে দোয়া রইল,,,,,,,
আপু তুমার বাবা এত চুপচাপ কেন মনে হয় কিচু একটা হয়চে
বিপদে ধৈর্য ধারণ করুন, সব ঠিক হয়ে যাবে।
আপনার ভাইয়ের থেকে ড্রোনটাই বড় আপনার কাছে
ইসরাত কে নিয়ে কি হইছে বলবেন কি আপু
ভাই আপু আপানারা থাকা অবস্থাই ইসরাত ভাবিকে নিয়ে আসেন..প্লিজ....সংসারে একটু ঝামেলা থাকে এটা স্বাভাবিক তার মানে এই না যে ডাইরেক্ট শশুর বাড়ি পাটাই দিবো /ডির্বোস হয়ে যাবে...ভালোবেসে বিয়ে করছে সংসার করার জন্য..... সংসার ভাঙ্গার জন্য না
সংসার এ অশান্তি হলে সে সংসার না করাই ভালো।
ইসরাত কই
কাম্মি যেরাম ভাব দেখাচ্ছে,,মনে হয় বিমান ক্রাশ হইছে।
এইবার প্রথম দুই বোনকে একসাথে দেখলাম।
ইশরাত এর বিষয়টা এড়ানোর জন্য।
আপনাদের ছাঁদে অনেক ময়লা পারলে পরিষ্কার করে ফেলুন
ছোট বেলায় সুপারীর এই খোলে বসে অনেক মজা করেছি ভাই বোনেরা মিলে ।
ছোট বেলায় যারা গ্রামে বড় হয়েছে তাদের জীবনে এই রকেমর অনেক মজার মজার সৃতি আছে ।
ভালো লাগলো আন্টি অনেক মজা করছে নাতী কে নিয়ে ।
এই সব ছোট ছোট জিনিস গুলো সাইফানের মনে থাকবে বড় হয়ে গেলো ও
আপনাদের ড্রোন ভাগ্য ভালো না। নস্ট হয়েছে আপনার। কস্ট লাগসে আমারো।
ভুতের গল্প সুনতে চাই
মাশাআল্লাহ ৷
ei drone shoot ta onk joss hochilo
One of the best drone shoot hoito aita apnr
But bad luck
Aro valo kichu asa korchi
Take lave
What is lave?
@@khokonmimikhan2658 love likte jai lave hoie gese
ব্যাঙের ডাক মিস করি অনেক।
সেই কবে যে ব্যাঙের ডাক শুনেছি মনে পড়েনা।
অনেক দিন পরে ব্যাঙের ডাক শুনে ভালো লাগলো।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। ❣️❣️❣️❣️
Apu sob tik hoye jabe. Ar apni kub lucki je viya r moto hasben peyecen viya kub pojitive. Tik amar hasben ar moto. Doya korben amader jonno.
আঙ্কেলের কি হইসে আপু??
কেমন জানি মনমরা টাইপ
Uncle is tired of his selfish daughter.
@@muhsinachowdhury2747 ঠিক বলছেন আমার ও তাই মনে হয়।
আপু মন খারাপ করে লাভ নাই। এই টা পরিস্থিতি মেনে নিতেই হবে।