বাইকে পেট্রোল এবং অকটেন মাইলেজ এবং পারফরম্যান্স বিবেচনায় কোনটা ভালো?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • অকটেন ব্যবহারে যানবাহন তুলনামূলক হালকা এবং পাতলা চলবে। অকটেন ব্যবহার করার ফলে যানবাহনের এক্সিলারেশন পাওয়ার বেশি পাবেন।
    এবং অকটেন ব্যবহারে যা মাইলেজ পাবেন তা পেট্রোল থেকে কিছুটা কম।
    আবার পেট্রোল ব্যবহার করলে বাইক বা যানবাহন অকটেনের তুলনায় কিছুটা ভার চলবে। এখানে ভার বলতে বোঝানো হচ্ছে আপনার কাছে হয়তো মনে হবে আপনি যত পিকআপ দিচ্ছেন ঠিকমতো যানবাহন হয়তো পাওয়ার পাচ্ছে না বা বাইকটা হয়তো পাওয়ার পাচ্ছে না।
    এটা কি আমি এখানে ভার বলছি।
    তবে আপনি যদি পেট্রোল ব্যবহার করেন তাহলে অকটেনের তুলনায় কিছুটা বেশি মাইলেজ পাবেন।
    তবে যারা এক্সিলেশন ভালো চান তারা অপশন ব্যবহার করবেন এবং যারা একটুখানিক মাইলেজ ভালো চান তারা পেট্রোল ব্যবহার করবেন।
    যদি আমার এই ভিডিওর কোন কথা বা মন্তব্য কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য।
    আমাদের এই ভিডিওর কোন অংশ যদি আপনার কাছে ভুল মনে হয় তবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয় আমরা চেষ্টা করব আমাদের ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে আপনাদেরকে নতুন কোন ভিডিও উপহার দেওয়ার জন্য।
    সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
    বাইকে পেট্রোল এবং অকটেন মাইলেজ এবং পারফরম্যান্স বিবেচনায় কোনটা ভালো?
    HasTag
    #Petrol #vs #octane #bike #mileage #performance #increase #bike #motorcycle #help #tips
    Tags
    Bike mileage problem
    Petrol vs octane mileage
    petrol
    petrol or octane
    petrol or octane for bike
    petrol or octane for motorcycle
    petrol vs octane
    petrol vs octane bangla
    which is best?
    অকটেন ভালো?
    অক্টেন
    পেট্রোল নাকি অকটেন
    পেট্রোল নাকি অকটেন?
    পেট্রোল বনাম অকটেন
    পেট্রোল ভালো?
    বাইক ফুয়েল
    মোটর সাইকেলে পেট্রোল নাকি অকটেন
    মোটরসাইকেলের পেট্রোল নাকি অকটেন
    রিয়েল ভিউ

Комментарии • 155

  • @ibneybasher121
    @ibneybasher121 10 месяцев назад +6

    আমার সুজুকি এফআই এবিএস গাড়িতে বর্তমানে হাতের কাছে অকটেন না থাকায় পেট্রোল ব্যবহার করছি।
    আশাকরি ভাই আপনি সাজেস্ট করেন কোনটা ব্যাবহার ইন্জিন এর পক্ষে ভালো 🙏🙏🙏🙏

  • @mdtauhidalhaque4272
    @mdtauhidalhaque4272 8 месяцев назад +2

    অনেক সুন্দর একটা পোস্ট, ধন্যবাদ ভাই আপনাকে।

    • @RVBD
      @RVBD  8 месяцев назад

      বড় ভাই, অনেক অনেক ধন্যবাদ❤️❤️👌

    • @user-hk1qe9op1m
      @user-hk1qe9op1m Месяц назад +1

      mix takle Somossah hobe?

    • @RVBD
      @RVBD  Месяц назад

      @user-hk1qe9op1m kono problem nei. Same jinish

  • @shamimislam942
    @shamimislam942 5 месяцев назад +2

    আপনার কথাগুলো অনেক ভালো লাগছে

    • @RVBD
      @RVBD  5 месяцев назад +2

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

    • @shamimislam942
      @shamimislam942 5 месяцев назад

      @@RVBD পেট্রোল অকটেন মিশায় একসাথে চালালে কোন সমস্যা আছে কিনা একটু জানাবেন ভাই মেসেজে

  • @joyfulislam6079
    @joyfulislam6079 Месяц назад +1

    Bai,
    Honda CDI 100 ki petrol dia chalsno jabe?

  • @apsapurbo7216
    @apsapurbo7216 6 месяцев назад +2

    আপনার কথা সঠিক।

    • @RVBD
      @RVBD  6 месяцев назад +2

      মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাকে সাপোর্ট করবেন

  • @efts.m.rayhankabirefty2384
    @efts.m.rayhankabirefty2384 5 месяцев назад +3

    Bhai, amar pulsar 150 single disc bike..ami petrol use kori...but ekhon theke ki octane use korbo? Kindly janaben

    • @RVBD
      @RVBD  5 месяцев назад +1

      পেট্রোল এবং অকটেন দুটো জিনিস একই।
      এদের ভিতর ব্যবধান হচ্ছে পয়েন্ট যেটি সাধারণ ভাষায় যদি আপনি এভাবে ভাবেন একটার পয়েন্ট হচ্ছে ৮৮ আরেকটা পয়েন্ট হচ্ছে ৯০।
      আসলে যেটা একটু বেশি পরিশোধিত সেটাকে অকটেন এবং যেটা একটু কম পরিশোধিত সেটাকে পেট্রোল বলা হয়।
      দিনশেষে দুটো জিনিস কিন্তু একই।
      আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন।

  • @JahidJahid-wv1vq
    @JahidJahid-wv1vq 6 дней назад +1

    ভাই হুন্ডা xblad কোন মভিল সবচাইতে ভালো হবে🎉🎉

    • @RVBD
      @RVBD  6 дней назад +1

      হোন্ডা কোম্পানি তাদের প্রত্যেকটা বাইকের জন্য টেন ডব্লিউ 30 গ্রেডের ইঞ্জিনিয়াল রেকমেন্ড করে থাকে।
      এক্ষেত্রে পপুলার বা অথেন্টিক যেকোনো ব্র্যান্ডের ১০w ৩০ গ্রেট মেনটেন করে আপনি যে কোন কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন এবং সেটি ফুল সিন্থেটিক সেম সিন সিনথেটিক মিনারেল বা টেকনো সিনথেটিক যে কোন একটা ভরলেই হবে।
      ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইকিং কমিউনিটির ভিতরে শেয়ার করে দিবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকুন

  • @moksadulislam6687
    @moksadulislam6687 Год назад +4

    ধন্যবাদ ভাই ভালো করে বুঝার জন্য

    • @RVBD
      @RVBD  Год назад +2

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন এবং ভিডিও টা শেয়ার করবেন প্লিজ

  • @abdullahalrewati1714
    @abdullahalrewati1714 10 месяцев назад +3

    @RVBD ভাই আমার বাইক ২০ বছর বয়স প্রায় Yamaha Libero G5 (2001) এই বাইকে কোনটা ব্যবহার করলে ভালো হবে? 5:43

  • @MdAshik-hn2zj
    @MdAshik-hn2zj 2 года назад +2

    Nice video

  • @arupsarkar8667
    @arupsarkar8667 11 месяцев назад +4

    ভাই দুইটা মিক্স করে চালালে ইঞ্জিন কি ভার চলবে।

    • @RVBD
      @RVBD  11 месяцев назад +1

      হ্যা

  • @shantoghosh4845
    @shantoghosh4845 Год назад +3

    ভাই হোন্ডা হর্নেট সিবি১৬০ এর খেত্রে কোনটা ভালো হবে..?

    • @RVBD
      @RVBD  Год назад +1

      অকটেন ই ভালো।
      পেট্রোলে একটু ভার চলবে মাইলেজ বেশী পাবেন।
      অকটেন এ একটু হাল্কা চলবে।
      মাইলেজ টা একটু কম পাবেন।
      অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার করবেন

  • @sagor7647
    @sagor7647 23 дня назад +1

    ভাই আমার pulser 150 এখন এটা পেট্টল এ চালালে ভালো হবে নাকি অকটেন এ চালালে ভালো হবে...?🥰

    • @RVBD
      @RVBD  22 дня назад +1

      Octane

  • @saikatsvlogs401
    @saikatsvlogs401 6 месяцев назад +3

    ভাই, আমার tvs metro plus disc আমি কোনটা ব্যবহার করবো?

    • @bikesinfobd
      @bikesinfobd 3 месяца назад

      আপনি পেট্রোল ব্যবহার করলে ভালো হবে

  • @JashimUddin-be8om
    @JashimUddin-be8om 2 месяца назад +2

    Bhai, ami tvs 4v abs carb bike chalai. Amar jonno konta use kora valo hobe??

    • @RVBD
      @RVBD  2 месяца назад +1

      Carb এর জন্য ২০/৪০, ২০/৫০ গ্রেড ই উত্তম।
      আবার fi এর জন্য ০১/৪০ উত্তম

    • @JashimUddin-be8om
      @JashimUddin-be8om 2 месяца назад +1

      @@RVBD kon fuel use korbo?

    • @RVBD
      @RVBD  2 месяца назад

      @JashimUddin-be8om octane

    • @JashimUddin-be8om
      @JashimUddin-be8om 2 месяца назад

      @@RVBD thank you brother

  • @MDSiyam-nh8mj
    @MDSiyam-nh8mj 4 месяца назад +2

    ভাই সব গাড়ি থেকে অকটেন ব্যবহার করতে হয় আমাকে তো হোন্ডা আমি কোনটা ব্যবহার করব ❤😮😮

    • @RVBD
      @RVBD  4 месяца назад +1

      Octane and petrole both are octane

  • @santo4224
    @santo4224 6 месяцев назад +1

    thanks 😊

    • @RVBD
      @RVBD  6 месяцев назад +1

      subscribe my channel please

  • @aysabintejiyana9640
    @aysabintejiyana9640 Год назад +2

    vai amr honda livo bike. kto hajar kilo por engine oil change korbo?

    • @RVBD
      @RVBD  Год назад +1

      অরিজিনাল ইঞ্জিন অয়েল সব সময় ব্যবহার করবেন।
      চেষ্টা করবেন শো রুম থেকে মবিল ক্রয় করার জন্য।
      আর প্রতিটি মবিল দিয়ে আপনি নিশ্চিন্তে চার হাজার কিলোমিটার চালাতে পারবেন।
      যা আপনার ম্যানুয়াল বইতে স্পষ্টভাবে লেখা রয়েছে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ফেসবুক পেইজে মেসেজ দিল জানতে পারবেন।

  • @mdziaurrahman5461
    @mdziaurrahman5461 Год назад +2

    ভাই মিনারেল ইনজিন ওয়েল বেস্ট ব্রান্ড কোনটা নিলে ভালো হবে ভাই 10w30

    • @RVBD
      @RVBD  Год назад +2

      যে বাইক অফিসিয়ারি যে ব্রান্ড ভরতে বলে সেই ব্রান্ডের মিনারেল এর সঠিক গ্রেড ভরাই উত্তম। যেমন ইয়ামাহা হলে ইয়ামাহালুভ, সুজুকি হলে গাল্ফ এর সাব ব্রান্ড সুজুকি অয়েল অথবা হিরো হলে হিরোর হিরো ইঞ্জিন অয়েল ব্যাবহার করাই উত্তম।
      তবে আপনি অন্য ব্রান্ডে গেলে মতুল, শেল, রেপ্সল, মবিল, ইত্যাদি ব্রান্ড চয়েস করতে পারেন।
      দিন সেশে সবগুলাই সমান, যদি হয় অরিজিনাল ব্রান্ড।
      কত কিলোমিটার চালাবেন তা নির্ভর করবে আপনার বাইক প্রস্তুত কারক কোম্পানির ইঞ্জিনিয়ারদের প্রদত্ত চারট এর উপরে যা ম্যানুয়াল বই তে স্পষ্ট ভাবেই লিখা আছে।
      সেক্ষ্বত্রে মনে রাখবেন যদি সিন্থেটিক বা সেমিসিন্থেটিক এ যেতে চান তবে সেগুলাতেও সমান দুরত্ত ই চালাতে পারবেন মিনারেলের মত কিন্তু
      সেগুলা ভরলে রেডি পিকাপ আর স্মুথনেস টা প্রথম ৫০০-৭০০ কিলোয়পরজন্ত একটু ভালো পাবেন। এর পরে মিনারেলের মতই পারফরম্যান্স করবে।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @user-nx3bx8rh6j
    @user-nx3bx8rh6j 19 дней назад +1

    tvs raidar ১২৫ সি সির জন্য কোনটা ব্যবহার করা বেটার হবে ভাই

    • @RVBD
      @RVBD  19 дней назад +1

      মনে করেন আপনি খেজুর গাছের রস সংগ্রহ করবেন।
      এক্ষেত্রে কুয়াশার ভিতরে রস এবং কুয়াশা ছাড়া রস দুটাই ভালো কিন্তু তার ভিতরে সবচেয়ে বেশি ভালো হচ্ছে কুয়াশা ছাড়া যে রসটা সেটা।
      অনুরূপভাবে অকটেন এবং পেট্রোল দুটো একই জিনিস।
      মূলত পেট্রোল বলে আসলে কোন শব্দ নেই।
      পেট্রোল নামে যেটিকে আমরা চিনি সেটি মূলত অকটেন ই।
      তবে এখানে দুটোর ব্যবধান হচ্ছে তাপ বা শক্তি উৎপাদন মানে পোড়ানোর ক্ষমতা সেই জায়গাটাতে।
      মূলত অকটেন জিনিসটার পোড়ারড়ার ক্ষমতা পেট্রোলের তুলনায় কিছুটা বেশি
      আর এই পোড়ার ক্ষমতা বেশি এবং কমের উপরে নির্ভর করে এই অকটেনকে মূলত নাম্বার দিয়ে প্রকাশ করা হয়।
      যেটার নাম্বার কম সেই অক্টেনকে আমরা পেট্রোল বলি
      আর যেটার নাম্বার একটু বেশি সেটাকে আমরা অক্তের নামে চিনি এবং সেটার রংটাও একটু গোলাপি রকমের হয়ে থাকে কারণ সেটাতে রিফাইনের পরিমাণটা আরেকটু ভালোভাবে করা হয়ে থাকে এবং দৃশ্যমান হিসেবে এটা রংটা গোলাপি রঙে হয়ে থাকে।
      তাহলে আপনি পেট্রোল এবং অকটেন দুটো দিয়েই পারফরমেন্স পাবেন সেক্ষেত্রে অকটেন দিয়ে পারফরমেন্সটা একটু ভালো পাবেন।
      আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি

    • @user-nx3bx8rh6j
      @user-nx3bx8rh6j 19 дней назад

      @@RVBD জ্বি ভাই শুকরিয়া সুন্দর করে বুঝানোর জন্য

  • @rubelhossain001
    @rubelhossain001 8 месяцев назад +1

    Vai amr bike knight rider v2 runner ami 2tai melai chalabo ajono koto tuk nea chalate hobe vagkore

    • @RVBD
      @RVBD  8 месяцев назад +3

      ভাই আপনি মনে হয় সহজ কথাটা বুঝেন নাই।
      প্যারাসিটামল আড়াইশো এবং প্যারাসিটামল ৫০০ দুটো কিন্তু একই ওষুধ।
      ৫০০ খেলে দ্রুত রোগ সারে।
      আড়াইশো খেলে একটু আস্তে আস্তে রোগ সারে।
      অনুরূপভাবে পেট্রোল এবং অকটেন একই জিনিস।
      পেট্রোল টা কম দাহ্য। আর অক্টেন পেট্রোলের তুলনা একটু বেশি দাঁহ্য।
      এখন কথা হচ্ছে বাইক পেট্রোল এবং অকটেন দুটো দিয়েই চলে।
      তবে অকটেনে তুলনামূলক একটু বেশি শক্তি পাওয়া যায়।
      আপনি যেটা ইচ্ছা করতে পারেন বা যতোটুকু ইচ্ছা মিক্সড করে পড়তে পারেন কোন সমস্যা নেই।

    • @RVBD
      @RVBD  8 месяцев назад +1

      আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবা যে পাশেই থাকবেন।

  • @Gaming_With_Akash1
    @Gaming_With_Akash1 8 месяцев назад +1

    ভাই সিটি ১০০(সেল্ফ) এর জন্য কোনটা ভালো হবে?? অকটেন ব্যবহার করা যাবে???

    • @RVBD
      @RVBD  8 месяцев назад +2

      অবস্যই যাবে।
      পেট্রোল আর ওকটেন একি জিনিশ।
      ওকটেন টা বেশী দাহ্য।
      পেট্রোল টা ওকটেনের তুলনায় কম দাহ্য।
      যেটে পোড়ে বেশী সেটার শক্তি ও বেশী

    • @Gaming_With_Akash1
      @Gaming_With_Akash1 8 месяцев назад +1

      ধন্যবাদ ভাই। ❤️

    • @RVBD
      @RVBD  8 месяцев назад

      @akashvlogs3729 thanks

  • @arshadhosan9499
    @arshadhosan9499 9 дней назад +1

    ইয়াহামা এফ জেড 2 অকটেন পেট্রোল মিক্স করে চালানো যাবে কি

    • @RVBD
      @RVBD  8 дней назад +1

      যাবে

  • @masudkajol7
    @masudkajol7 23 дня назад +1

    Apache rtr 150 cc
    কোনটা ভালো হবে?

    • @RVBD
      @RVBD  23 дня назад +1

      octane

  • @mdemamhasan8949
    @mdemamhasan8949 4 месяца назад +1

    ভাই আমার hunk150r abs
    আমি কোনটা বেবহার করব।।।

    • @RVBD
      @RVBD  4 месяца назад +1

      Octane

  • @badrulalam5360
    @badrulalam5360 2 года назад +2

    ভাইজান ডিসকভার 125 পেট্রোল ব্যবহার করব নাকি অকটেন ব্যবহার করব। লালকালো গাড়ি

    • @RVBD
      @RVBD  2 года назад +1

      দুটোই ব্যাবোহার করতে পারেন। আবার মিক্স করেও ব্যাবোহার করতে পারেন।
      আপনি এই ভিডিওটা প্রথম থেকে সেশ পর‍যন্ত মনোযোগ দিয়ে দেখেন।
      আশা করি নিজেই বুঝতে পারবেন।
      ধন্যবাদ।

    • @RajuAhmed-cp7pl
      @RajuAhmed-cp7pl Год назад

      বড় বাইকের জন্য পেট্রোল আর ছোট বাইকের জন্য অক্টেন

  • @user-sh1it6zl4z
    @user-sh1it6zl4z 7 месяцев назад +1

    Thankew

    • @RVBD
      @RVBD  7 месяцев назад +1

      অকে👌🙄

    • @RVBD
      @RVBD  7 месяцев назад +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @Sabbir-zz7op
    @Sabbir-zz7op 27 дней назад +1

    Tvs apache rtr konta best hbe

    • @RVBD
      @RVBD  26 дней назад +1

      অকটেন

  • @kowshiksajjidpial
    @kowshiksajjidpial 4 месяца назад +1

    Pulsar ns 160 te konta use korbo

    • @RVBD
      @RVBD  4 месяца назад +1

      পেট্রোল এবং অপেন দুটো জিনিস একই।
      শুধুমাত্র ব্যবধান হচ্ছে পোড়ার ক্ষমতা যা অকটেনে বেশি হয়ে থাকে।
      আপনি অকটেন ব্যবহার করুন

  • @ghs-islamic-tv
    @ghs-islamic-tv 2 месяца назад +3

    Assalamualikum. Scooter e kunta use korbo

    • @RVBD
      @RVBD  2 месяца назад +1

      Octane

  • @azwadahmed2117
    @azwadahmed2117 Год назад +3

    Vaia amar honda cd80 te konta use kora valo hobe?

    • @RVBD
      @RVBD  Год назад +1

      আপনি মনে হয় আমার ভিডিওটি দেখেননি ভালো করে।
      আসলে দুটি জিনিস একই।
      ব্যবধান হচ্ছে একটি ভালো করে রিফাইন করা অন্যটি একটু কম ভালো করে রিফাইন করা।
      এজন্য অকটেন ব্যবহার করাই উত্তম

  • @johnykhandaker2356
    @johnykhandaker2356 Месяц назад

    Dayang dy 50 cc te ki use korbo?

    • @RVBD
      @RVBD  Месяц назад

      শোরুমে যোগাযোগ করে সঠিক তথ্যটা জেনে নিবেন।

  • @nazmulhudanasim5119
    @nazmulhudanasim5119 Год назад +2

    ভাই আপনার কাছে আমার দুইটা প্রস্ন ১ tvs metro plus special edition ৫০০০ কিলো চলেছে এখন আমি কতো কিলো পরপর মবিল চেনজ করবো আর কি মবিল ভরবো একটু নামটা বলে দিন,২ আমি সব সময় ৩০০ টাকার অকটেন আর৩০০ টাকার পেট্রল মিসিয়ে ভরি এতে বাইকের কেনো সমস্যা হবেকিনা,দয়া করে উত্তর টা বলবেন,, ভালবাসা অবিরাম, ফরিদপুর থেকে ভাই

    • @RVBD
      @RVBD  Год назад +2

      আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বই দেখে নিশ্চিত হয়ে তারপর সেই নিয়ম ফলো করে ইঞ্জিন অয়েল এর পরিবর্তন করবেন
      পেট্রোল এবং অকটেন নিয়ে আমার একটি ভিডিও করা আছে চাইলে সেটি দেখতে পারেন।
      পরবর্তী কমেন্টে লিংকটি দিয়ে দিচ্ছি

    • @RVBD
      @RVBD  Год назад +1

      ruclips.net/video/0El0rJg8yF8/видео.html

  • @user-lu3ot4jk4u
    @user-lu3ot4jk4u 12 дней назад +1

    Discover 135 পেট্রল না অকটেন ভালো হবে

    • @RVBD
      @RVBD  12 дней назад +1

      দুটা একি জিনিশ। পেট্রোল এবং অকটেন মূলত একই জিনিস কিন্তু এর ভিতরে বেসিক ব্যবধান হচ্ছে অকটেনের পোড়ার ক্ষমতা বেশি কিন্তু পেট্রোলের দাহ্য ক্ষমতা অকটেনের চেয়ে একটু কম।
      আবার পেট্রোল দামেও কম।
      ইঞ্জিন থেকে বেস্ট পারফরমেন্স চাইলে আপনাকে সব সময় অকটেন ব্যবহার করতে হবে এবং উপভোগ করতে চাইলে আপনাকে পেট্রোল ব্যবহার করতে হবে

  • @shohelrana2469
    @shohelrana2469 2 месяца назад +1

    ভাই, ঢাকার তেল ভালো নাকি আমাদের গ্রামের তেল গুলা ভালো??

    • @RVBD
      @RVBD  2 месяца назад +2

      ঢাকার গুলাই ভালো

  • @JannatSuchana
    @JannatSuchana 5 месяцев назад +1

    দুটো একসাথে মিক্সিং করে চালালে সমস্যা হবে না?

    • @RVBD
      @RVBD  5 месяцев назад +1

      একি জিনিশ। কোন প্রব্লেম নেই

  • @YBD_com
    @YBD_com 2 дня назад +1

    বাইকের অকটেন অথবা পেট্রোল কিভাবে আলাদা করে নেব ?

    • @RVBD
      @RVBD  День назад +1

      আলাদা করে নেওয়ার কোন প্রয়োজন নাই দুইটা জিনিস একই।
      আপনি লাউ খেলেও যা টেস্ট পাবেন কদু খেলো তা টেস্ট পাবেন।
      কিন্তু এখানে একটু খানিক ব্যবধান হচ্ছে পোড়া অথবা তাপ উৎপন্ন করার ক্ষমতা।
      অকটেনের তাপ উৎপন্ন উৎপন্ন করার ক্ষমতা একটু বেশি।
      মানে এই জিনিসটা পেট্রোলের তুলনায় বেশি দাহ্য।
      কিন্তু দুটো জিনিস একই একটুখানিক পরিবর্তন সেটা সেই পোড়ার ক্ষমতার ভিতর।

  • @arshadhosan9499
    @arshadhosan9499 9 дней назад +1

    এফআই ইঞ্জিনের জন্য সমস্যা হবে না ভাই

    • @RVBD
      @RVBD  8 дней назад +1

      না ভাই কোন সমস্যা হবেনা

  • @AL-AMIN_CHOWDHURY42
    @AL-AMIN_CHOWDHURY42 7 месяцев назад +1

    PULSAR N160 কি ব্যবহার করবো

    • @RVBD
      @RVBD  7 месяцев назад +1

      অকটেন

  • @mdjaman-hg2tr
    @mdjaman-hg2tr 6 месяцев назад +2

    দাম কত টাকা

  • @Sajjadshort99-ug3vs
    @Sajjadshort99-ug3vs 3 месяца назад

    Nice

    • @RVBD
      @RVBD  3 месяца назад

      Thanks

  • @user-ok7sz6hg4s
    @user-ok7sz6hg4s 2 месяца назад +2

    হোন্ডা লিভো গাড়ির জন্য পেট্রোল না অকটেন কোনটা দিয়ে চালাবো

    • @RVBD
      @RVBD  2 месяца назад +2

      দুটা একি। তবে অক্টেন যেহেতু একটু বেশি দাহ্য তাই অকটেন ব্যাবহার করবেন

  • @talukdarsobugtlukdarsobug3218
    @talukdarsobugtlukdarsobug3218 7 месяцев назад +1

    ১১০সিসিতে কি অকটেন ব্যবহার করা যাবে

    • @RVBD
      @RVBD  7 месяцев назад +1

      অবস্যই যাবে।

  • @mdsolaimankhan8666
    @mdsolaimankhan8666 3 месяца назад +1

    Vai amr gixxer fi abs, ami okten petul 2 tai mix kore calai ate ki amr bike er kono khoti hobe

    • @RVBD
      @RVBD  3 месяца назад +1

      Same. No problem.. Try to use octane

  • @user-ok2jf1vq3p
    @user-ok2jf1vq3p 2 месяца назад +1

    ভাই লিভান কেপিআর কি দিয়ে চেলাব ❤

    • @RVBD
      @RVBD  2 месяца назад +2

      octane

  • @msf2graphy
    @msf2graphy 9 месяцев назад +1

    ফুল অক‌টেন ব্যবহার ক‌রি এবং মাইল ৫২ কি‌মি পার লিটার

    • @RVBD
      @RVBD  9 месяцев назад +1

      Khubi valo

    • @mahidurrahman7141
      @mahidurrahman7141 15 дней назад +1

      ভাই কোন বাইকে পান,প্লিজ বলেন???

  • @jobayerahmed4062
    @jobayerahmed4062 4 месяца назад +1

    4v কোনটা ব্যবহার করব

    • @RVBD
      @RVBD  4 месяца назад +1

      Octane

  • @aysabintejiyana9640
    @aysabintejiyana9640 Год назад +1

    octan na petrol use korbo. honda livo 110 cc

    • @RVBD
      @RVBD  Год назад +1

      পেট্রোল ব্যবহার করলে একটু বেশি পাওয়া যায় কিন্তু গাড়ি একটু ভার চলে।
      আর অকটেন ব্যবহার করলে গাড়ি একটু হালকা চলবে মাইলেজ ১/ ২ কিলোমিটার হয়তো কম পাবেন.
      তবে কোম্পানি বলেছে গ্যাসোলিন ব্যবহার করার জন্য।
      পেট্রোল এবং অকটেন দুটো একই জিনিস।
      পেট্রোলের তুলনায় অকটেন একটু বেশি দাহ্য এবং পরিশোধন করা।

  • @akkas1690
    @akkas1690 Год назад +2

    Apache 4v এর জন্য কোনটা উত্তম?

    • @RVBD
      @RVBD  Год назад

      অকটেন সবসময় ই ভালো তুলনামুলক পেট্রোল

  • @Prityshorts77
    @Prityshorts77 2 месяца назад

    আমার বিএস ৭ আর১৫এম বাইকে কেনটা ব্যাবহার করবো ভাইয়া

    • @RVBD
      @RVBD  2 месяца назад +1

      Yamahalube Full synthetic racing edition.Ta.
      অনুগ্রহ করে আপনার বাইকের সাথে দেয়া ইউজার ম্যানুয়াল বই পড়ে দেখুন

  • @abidhasan6682
    @abidhasan6682 5 месяцев назад +1

    Discover 125
    কোন তেল ব্যবহার করব.

    • @RVBD
      @RVBD  5 месяцев назад +1

      দুটা একি জিনিশ?

  • @KhalidShaifullahMiraj-nx3gm
    @KhalidShaifullahMiraj-nx3gm 9 месяцев назад +1

    ভাই হিরো মটর সাইকেলে অকটেন চালাবো

    • @KhalidShaifullahMiraj-nx3gm
      @KhalidShaifullahMiraj-nx3gm 9 месяцев назад +1

      হিরো মটর সাইকেলের জন্য কোন টা ভালো

    • @RVBD
      @RVBD  9 месяцев назад +1

      Octane

  • @mdsheikhsadi6140
    @mdsheikhsadi6140 Год назад +1

    Hero splendor plus xtec 100 cc kunta borbo অকটেন না পেট্রোল

    • @RVBD
      @RVBD  Год назад +2

      octane/petrol dutai bebohar korte paren.

    • @mdsheikhsadi6140
      @mdsheikhsadi6140 Год назад +1

      @@RVBD valo hobe kunta

    • @RVBD
      @RVBD  Год назад +1

      @mdsheikhsadi6140 অকটেন

    • @mdsheikhsadi6140
      @mdsheikhsadi6140 Год назад +1

      @@RVBD thanks

    • @RVBD
      @RVBD  Год назад

      @mdsheikhsadi6140 অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ

  • @nkmfashion9367
    @nkmfashion9367 Месяц назад +1

    Petrol pawa jai na ..

    • @RVBD
      @RVBD  Месяц назад +1

      যায়

  • @user-kv1zi4lb4j
    @user-kv1zi4lb4j 3 месяца назад +1

    pulsar a

    • @RVBD
      @RVBD  3 месяца назад +1

      Octane

  • @mistykarigor3416
    @mistykarigor3416 Год назад +1

    S

  • @ibrahimkhalil.1323
    @ibrahimkhalil.1323 9 месяцев назад

    ভাই জারা ১১০ সিসির জন্য কোনটা ভালো

    • @RVBD
      @RVBD  9 месяцев назад

      অনুগ্রহ করে মেনুয়াল পিক দেখুন

    • @RVBD
      @RVBD  9 месяцев назад

      অকটেন ই ভালো

  • @nayemmahmud9269
    @nayemmahmud9269 2 года назад +1

    বাইকের কম্প্রেশন রেশিও নিয়ে কথা বললেন না

    • @RVBD
      @RVBD  2 года назад +1

      অইটা নিয়ে কথা বললে কেউ সহজেই বুঝবে না।
      আর সেটার প্রয়োজন ও নেই বলে মনে করি।
      চেস্টা করেছি সল্পতেই ব্যাপার টার মুল বিশয়টা সবাই যাতে বুঝে তার জন্য।
      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই বিশয় টি তুলে ধরার জন্য❤️❤️❤️❤️

    • @RVBD
      @RVBD  2 года назад +1

      ভাই পরবর্তী কোন একটা সম্পুর্ন ভিডিও ই বানাবো এটা নিয়ে।

    • @hirensarkar
      @hirensarkar Год назад +1

      @@RVBD বিস্তারিত বললে বোঝা যায় কিন্তু এই বিষয়টা বলা প্রয়োজন মনে করি না এটা বলা ভূল।।

    • @RVBD
      @RVBD  Год назад +1

      হুম

  • @user-bq9zj4ls7p
    @user-bq9zj4ls7p 7 месяцев назад +1

    মাইলেজ কি

    • @RVBD
      @RVBD  7 месяцев назад +1

      মাইলেজ হচ্ছে প্রতি লিটার পেট্রোল বা অকটেন তেলে আপনার গাড়ি কত কিলোমিটার যায় সেই কিলোমিটার কি মূলত মাইলেজ বলা হয়।
      ধরুন আমার গাড়ি এক লিটার তেলে ৪৫ কিলোমিটার যায় সে ক্ষেত্রে আমার মোটরসাইকেলের মাইলেজ হচ্ছে ৪৫।
      মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @mentorsworlds6528
    @mentorsworlds6528 7 месяцев назад +1

    আপনি সব ভুলভাল তথ্য দিলেন।
    অকটেন এবং পেট্রোলের মধ্যে যে পার্থক্য রয়েছে সে সম্পর্কে আপনার কিঞ্চিৎ ধারণা বা জ্ঞান নেই।
    গুগল এ ভালো করে বিষয়টা দেখে নিন

    • @RVBD
      @RVBD  7 месяцев назад +1

      দুইটা একি। আপনার ই এ বিশয়ে ধারনা নেই।
      অকটেন এবং পেট্রোল দুটা একই জিনিস।
      এর ব্যবধান হচ্ছে শুধু নাম্বারের।
      যত বেশি নাম্বার তত বেশি দাজ্য।
      ধরেন পেট্রোলের নাম্বার যদি হয় ৮৯ সেখানে অকটেনের নাম্বার হচ্ছে 91।
      যত বেশি নাম্বার তত বেশি দাহ্য।
      আর আপনি যখন বেশি ধার্য কোন পদার্থ আপনার বাইকে দিবেন তখন দেখবেন আপনার ইঞ্জিন খুবই স্মুথ চলতেছে এবং এক্সিলেশন খুব ভালো আসতেছে। কিন্তু এতে করে মাইলেজ কিছুটা ড্রপ করবে।
      আবার যখন আপনি কম ধৈর্য দিবেন তখন ইঞ্জিন এক্সিলারেশন কিছুটা কম হবে এক্ষেত্রে আপনি গতীয় কম পাবেন এবং তুলনামূলক অকটেনের তুলনায় মাইলেজ টা একটু বেশি পাবেন।
      আপনি সারাদিন গুগল করতে পারেন কিন্তু যা পড়েছেন তা সম্পূর্ণই ভুল।

  • @MdRidoyislam-my6cu
    @MdRidoyislam-my6cu Месяц назад +1

    ভাই কি করলে গারির তেল কম খাবে

    • @RVBD
      @RVBD  Месяц назад +1

      ইকোনমি মুডে চালাবেন

    • @MdRidoyislam-my6cu
      @MdRidoyislam-my6cu Месяц назад

      @@RVBD ওটা কিভাবে

    • @MdRidoyislam-my6cu
      @MdRidoyislam-my6cu Месяц назад

      ভাই কিলোমিটার কম জায়

    • @user-be2uv4pp5s
      @user-be2uv4pp5s День назад +1

      আপনার তেলের চাবির একটু পাসে বিতরে একটা নাট আচে ওই নাটাকে পুরো টাইট করবেন তার পর ৩ পেছ পরিমাণ খুলে দিবেন

    • @RVBD
      @RVBD  День назад

      @user-be2uv4pp5s একেক গাড়ির ক্ষেত্রে এই প্রক্রিয়াটাকে একরকম হয়ে থাকে।
      সুতরাং গাড়ির মডেল এবং স্পেসিফিকেশন না জেনে অন্যকে বুদ্ধি দেওয়া থেকে বিরত থাকাটাই ভালো বিষয়

  • @mafizulislambadhon8239
    @mafizulislambadhon8239 6 месяцев назад +1

    ১ লিটার=কত গ্রাম

    • @RVBD
      @RVBD  6 месяцев назад +1

      Google এ সারচ করুন

  • @user-il4xc2fh7h
    @user-il4xc2fh7h 2 месяца назад +1

    ১ লিটার তেল কত এমএল

    • @RVBD
      @RVBD  2 месяца назад +2

      এই পরিমাপের বিষয়টা একেক সময় একেক ধরনের পরিমাপ হয়ে থাকে একেক জিনিসের ক্ষেত্রে।
      যেমন মধুর ঘনত্ব দুধের ঘনত্ব আবার মবিলের ঘনত্ব খাবার তেলের ঘনত্ব ইত্যাদি একেক সময় এক এক পরিবেশ পরিস্থিতিতে একেক রকম হয়ে থাকে।
      আর ঘনত্ব যখন এক এক পরিমাপের বা এক এক সাইজের হয়ে থাকে তাই এটার মাপ কখনোই সঠিকভাবে হবেনা।
      তবে আপনি একটু গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আমার মনে হয় গুগল আমার থেকেও ভালো এনসার করতে পারবে

  • @user-qq4qr1lr4m
    @user-qq4qr1lr4m 9 месяцев назад +1

    ভাইপেটলকিনলেনাকিপুলিশেধরেপ

    • @RVBD
      @RVBD  9 месяцев назад +1

      এ বিশয়ে সঠিক তথ্য নেই ভাই