যেটি বাংলাদেশের কোনো মানুষ দেখাতে পারে নি, সেটি আপনারা আজ দেখালেন, আর আপনাদের উপস্থাপনা খুবই ভালো, খুবই তাড়াতাড়ি আপনারা 1 মিলিয়ন সাবস্ক্রাইব অতিক্রম করবেন,, ইনশাআল্লাহ।
দেখতে দেখতে কিভাবে 21 মিনিট শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। ভিডিওটা 2/3 ঘন্টা হলেও মনে হয় খারাপ লাগতো না। অসাধারণ। আপনাদের বদৌলতে অন্তত আমেরিকা ঘুরে আসতে পারলাম। ❤️❤️❤️❤️
আপনার প্রতিটি ব্লগ তথ্য পূর্নে ভরা থাকে। যার কারণে শুধু ভ্রমণ বিষয়ক বিনোদন নয় আপনার ব্লগ থেকে জানার আছে অনেক কিছু। আর এই কারণে অন্যান্য ট্রাভেল ব্লগ থেকে আপনার ব্লগ ভালো লাগে অনেক বেশি। শুভকামনা রইলো সবসময়। ভালো থাকবেন।
অল্প সময়ে যেভাবে পুরো লাস ভেগাস কে আমাদের সামনে তুলে ধরলেন, সত্যি তার তুলনা নেই । আপনি খুব ভালো একজন Presenter. আপনার ও আপনার পরিবারের দীর্ঘায়ু কামনা করছি । সেই সাথে আপনাদের সুখী সমৃদ্ধ জীবনও কামনা করছি মহান রাব্বুল আলামীন আল্লাহর কাছে । ভালো থাকবেন ।
কি অসাধারণ একটি শহর যার সৌন্দর্যে কোনোভাবেই বলে বর্ণনা করা যাবে না, আমি এই শহরকে মোটেই পাপের শহর বলবো না। এই শহর বিনোদনের শহর এই শহর আনন্দের শহর।- শুভকামনা রইল আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ লাসবেগাস ঘুরে দেখার জন্য 💖
অসাধারন ভিডিও--দেশে বসেই সব দেখা হলো বা দেখতে পারলাম-""অনেক ধন্যবাদ ভাইকে এই ব্যাবস্থার জন্য--!!!আশা করি দোযখের একটা সাইড বরাদ্দ থাকবে--লাস ভেগাসের নিয়মিত -"" পাবলিগের জন্য-"!!!(
পলাশ ভাই খুবই ভালো লাগে আপনার ভিডিওগুলো! কি সুন্দর সাবলীল উপস্থাপনা দোয়া করি আরও বহুদূরে এগিয়ে যান।আপনার পরিবারের প্রতি শুভেচ্ছা এবং দোয়া রইলো আপনার সুইট বাচ্চাটার প্রতি অনেক আদর এবং ভালোবাসা, আল্লাহ সুস্থ শরিরে নেক হায়াত দান করুন 🤲
দারুণ। Heart attack হোটেল এর ঘটনায় না হেসে পারলাম না। সাথে, শেষে যা দেখালেন তাতে আনন্দের সাথে বুকে ব্যাথা ও অনুভব করালেন। অনুভব করালেন মহা সত্য -কার্পেটের নীচেইয় ধুলো । মনে করালেন গানের লাইন -- আমি দেখেছি অনেক গগন চুমবি, অট্টালিকার সারি, তারই ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী।
খুব ভালো লাগলো আপনার এই ভিডিও। অনেক অজানা তথ্য জানতে পারলাম (যদিও আমি অনেক বছর কাছে থাকি)। আপনার রিসার্চ, বর্ণনা, শুট- সব মিলিয়ে বলা যায় full on entertainment । ধন্যবাদ আপনাকে।
খাবারের নষ্টের পর মাইরের ব্যাপারটা মজার ছিলো। ভিডিও দেখতে দেখতে আমি চেন্নাই থেকে কোলকাতা ট্রেনে আসছিলাম। ঐটা দেখে এতো জোরে হেসে উঠেছি যে কোচের সবাই আমার দিকে বোকার মত তাকিয়ে আছে😁😁😁
মনেহচ্ছে আপনার জন্মই হয়েছে আনন্দ উল্লাস,আর দেশবিদেশ গোরার জন্য ধন্যবাদ আপনাকে,, আপনার মাধ্যমে দেখার সুযোগ পেলাম, আমার ত আর এমন ভাগ্য হবেনা, নিজচোখে দেখার
আমি bd travellers এর চুপচাপ থাকা একজন ফ্যান। আমি সব ভিডিও মনে হয় দেখে ফেলেছি। কিন্তু কখনও কমেন্ট করা হয়নি। ভিডিও দেখে অনেক কিছু জানা যায়, অনেক কিছু এক্সপ্লোর করা যায়। আরও ভিডিও চাই, সবসময় অপেক্ষা করে থাকি। অনেক অনেক শুভ কামনা, অনেক ধন্যবাদ।
9:40 সিজারস্ প্যালেসের অনেকগুলা শাখা আছে। নিউ জার্সি স্টেটের আল্টান্টিক শহরের শাখাতে আমি গিয়েছিলাম, বেশ সুন্দর হোটেল। আমি সেখানে ৫০ ডলারের মূল্যমানের ফ্রি ক্যাসিনো কুপন পেয়েছিলাম, সেটা স্লট মেশিনে খেলে প্রায় ৪৮.৫ ডলারও পেয়েছিলাম। এছাড়াও অন্য একটা গেম খেলে নিজের পকেটের ৫ ডলারও নষ্ট করেছিলাম। তবে ঐ ৪৮.৫ ডলারই আমার লাভ ছিলো ফ্রি কুপন খেলে। সেটা দিয়ে কাজিনদের আইসক্রিম আর কফি খাইয়েছিলাম। সেই ২০১৫-এর ঘটনা। আবার যেতে হবে আমেরিকা।
সত্যি লাস ভেগাস একটা পাপের শহর। এর আগে কখনো বাংলাদেশী কোন ভল্গে লাস ভেগাস কে নিয়ে এত সুন্দর বিস্তারিত ভিডিও তৈরি হয়নি বা দেখিনি। জিয়া ভাইয়ার উপস্থাপনায় আরো ভালো লাগে সবগুলো ভল্গ। অনেক অনেক শুভকামনা আর মেলিনার জন্য অনেক আদর। ❤️🌺🌼
@@bdtravellers Description a jei koyta deowa ache oigula check korchi. Oigular ektao na. Apner intro te jei music a dichen Oita. Please diben ki onek Valo lagche oota
যারা যারা ভিডিও গুলায়া বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্য বলছি,,,এই ভাই এর মত আপনি একটা আপনি একটা ভিডিও বানান,,,,,জিয়া ভাই আপনার ভিডিও গুলা অনেক সুন্দর আমি আপনার সব ভিডিও গুলো দেখি❤️❤️❤️
যেটি বাংলাদেশের কোনো মানুষ দেখাতে পারে নি, সেটি আপনারা আজ দেখালেন, আর আপনাদের উপস্থাপনা খুবই ভালো, খুবই তাড়াতাড়ি আপনারা 1 মিলিয়ন সাবস্ক্রাইব অতিক্রম করবেন,, ইনশাআল্লাহ।
Thank you. Dua korben
সময় টিভিতে কয়েকদিন আগে দেখাইছিল।
somoy Tv te ki dekassilo
বাংলাদেশের মানুষ সম্পর্কে ধারণাই নাই আপনার তাই কইলেন কোন মানুষ দেখে নাই।
দেখাতে পারেনি বলছে,দেখেনি বলেনি😄😄
দেখতে দেখতে কিভাবে 21 মিনিট শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। ভিডিওটা 2/3 ঘন্টা হলেও মনে হয় খারাপ লাগতো না। অসাধারণ। আপনাদের বদৌলতে অন্তত আমেরিকা ঘুরে আসতে পারলাম। ❤️❤️❤️❤️
Nadir on the go...
এই চ্যানেল এর পরে যদি কোন বাংলা সেরা ব্লগার থাকে...
সেইটা হলেন আপনি BD Travellers ❤️
অনেক ভালোবাসা রইলো 🥰❤️
আপনার মত এতো সুন্দর ব্লগ বাংলাদেশের আর কেউ করেনি, অজানাকে জানালেন,অসংখ্য ধন্যবাদ আপনাকে, এগিয়ে যান দোয়া রইলো।
আপনার প্রতিটি ব্লগ তথ্য পূর্নে ভরা থাকে। যার কারণে শুধু ভ্রমণ বিষয়ক বিনোদন নয় আপনার ব্লগ থেকে জানার আছে অনেক কিছু। আর এই কারণে অন্যান্য ট্রাভেল ব্লগ থেকে আপনার ব্লগ ভালো লাগে অনেক বেশি। শুভকামনা রইলো সবসময়। ভালো থাকবেন।
Thank you
অল্প সময়ে যেভাবে পুরো লাস ভেগাস কে আমাদের সামনে তুলে ধরলেন, সত্যি তার তুলনা নেই । আপনি খুব ভালো একজন Presenter. আপনার ও আপনার পরিবারের দীর্ঘায়ু কামনা করছি । সেই সাথে আপনাদের সুখী সমৃদ্ধ জীবনও কামনা করছি মহান রাব্বুল আলামীন আল্লাহর কাছে । ভালো থাকবেন ।
Osesh kritoggota
আজকের ভিডিওতে অনেক নতুনত্ব খুজে পেলাম,,ধন্যবাদ ভাই এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য।
খুবই ভাল লাগলো ।তবে এবার সৌদি আরবে কাবা শরিফ ও মদিনা শরিফ যাওয়ার আমন্ত্রণ রইল।
আমি অনেক কিছু দেখার জন্য ইউটিউবে আসি। কিন্তু আপনাদের ভিডিওতেই আটকে যাই! এক বছর ধরে এই নেশা! জাযাকাল্লাহ খয়রান। পুরো পরিবারের জন্য দোয়া রইলো।
Thank you
কি অসাধারণ একটি শহর যার সৌন্দর্যে কোনোভাবেই বলে বর্ণনা করা যাবে না, আমি এই শহরকে মোটেই পাপের শহর বলবো না। এই শহর বিনোদনের শহর এই শহর আনন্দের শহর।- শুভকামনা রইল আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ লাসবেগাস ঘুরে দেখার জন্য 💖
আপনার দৃশ্য বা ঘটনা বর্ণনা সন্দেহাতীতভাবে সেরা। বেস্ট উইশেজ।
খুবই ভালো লাগলো অসাধারণ ভিডিও ।সবচেয়ে সেরা ট্রাভেলার্স ভাইয়া আপনি ।দোয়া করি যাতে আরো অনেক ভালো কিছু দেখান।
Thank you
অনেক সুন্দর শহর,,, হার্ট এ্যাটার্ক গ্রিলে আপনার পানিশমেন্টটা দেখে খুব মজা পেয়েছি
বাহ জিয়া ভাই দারুন আজকের ভিডিও টা,,,, মাশাল্লাহ মেলিসা তো অনেক বড় হয়ে গেছে,,,, ভাল থাকেন সবাই 👍👍👍
খুব সুন্দর আপনার উপস্থাপনা। আপনার ভিডিও গুল সত্যিই অনেক দারুন। আপনার জন্য অনেক শুভকামনা।
খুব সুন্দর উপস্থাপন ভাই। আমরা যেতে পারি না কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করি।
এত অল্প বয়সে পৃথিবীর এত রাষ্ট্র ভ্রমণের সৌভাগ্য মনে হয় মেলিনারই হয়েছে 😄
Right, bro
মাইর টা জোস ছিলো, আমি আপনার নিয়মিত দর্শক। ভালো লাগে আপনার মাধ্যমে বাইরের অজানা কে জানার.
আপনার জীবন ধন্য ভাই। আপনার কারণে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে। সাবস্ক্রাইব করলাম।
আমার স্বপ্নের দেশ আমেরিকা। ইনশাআল্লাহ একদিন আমিও আসবো আমেরিকায়।
আপনি বাংলাদেশ এর এক মাত্র
ইন্টারন্যাশনাল মানের ব্লগার
Thank you
আসসালামু আলাইকুম ভাই খুবই ভাল লাগল সত্যিই খুব সুন্দর সহর অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য লাইক।
অসাধারন ভিডিও--দেশে বসেই সব দেখা হলো বা দেখতে পারলাম-""অনেক ধন্যবাদ ভাইকে এই ব্যাবস্থার জন্য--!!!আশা করি দোযখের একটা সাইড বরাদ্দ থাকবে--লাস ভেগাসের নিয়মিত -"" পাবলিগের জন্য-"!!!(
আপনারা আরও দ্রুত ভিডিও দেন। এত লেট করে দেন যে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাই৷ বার বার পুরাতন ভিডিও দেখি।
অসাধারন!....বেশ তথ্যবহুল! ভীষন ভাল লাগল.... শুভ কামনা ❤️❤️
খাবারের ফানিশমেন্ট অসাধারণ লাগলো,এই ব্লগে হাসাইলেন।আপনাদের জন্য শুভ কামনা রইলো।
অবশ্যই পাপের সহর। তা নিজে চোখে দেখলাম আপনার ভিডিও র মাধ্যমে।
আর যারা এই সব পাপের কাজের সাথে জরিত, তাদের কাছ পাপ মনে হবে না।
ধন্যবাদ আপনাকে
পলাশ ভাই খুবই ভালো লাগে আপনার ভিডিওগুলো! কি সুন্দর সাবলীল উপস্থাপনা দোয়া করি আরও বহুদূরে এগিয়ে যান।আপনার পরিবারের প্রতি শুভেচ্ছা এবং দোয়া রইলো আপনার সুইট বাচ্চাটার প্রতি অনেক আদর এবং ভালোবাসা, আল্লাহ সুস্থ শরিরে নেক হায়াত দান করুন 🤲
ভাইয়া খাবার খেতে না পেরে মার খাওয়া টা দারুন ছিল🤩🤩🤩🤩🤩👌
এক কথায় বাংলাদেশের সেরা ব্লগার,, জীবনে এসব জায়গায় না যেতে পারলেও অনেক কিছু জানা হলো,, সত্যিই এটা একটি পাপের শহর???
মাইর খাওয়াটা অসাধারন জিয়া ভাই। মজা পাইলাম।
দারুন দারুন লস ভেগাস। আরও ভালো লাগলো আপনাদের ছোট্টো পরী মেলিনাকে। সালাম ভালো বাসা জানাচ্ছি। নাগপুর ইন্ডিয়া থেকে।
আপনার মত ব্যক্তিত্ব সম্পন্ন ইউটিউবার হাতে গোনা দেশে। কে কে একমত লাইক মি
দারুণ। Heart attack হোটেল এর ঘটনায় না হেসে পারলাম না। সাথে, শেষে যা দেখালেন তাতে আনন্দের সাথে বুকে ব্যাথা ও অনুভব করালেন। অনুভব করালেন মহা সত্য -কার্পেটের নীচেইয় ধুলো । মনে করালেন গানের লাইন -- আমি দেখেছি অনেক গগন চুমবি, অট্টালিকার সারি, তারই ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী।
খুব ভালো লাগলো আপনার এই ভিডিও। অনেক অজানা তথ্য জানতে পারলাম (যদিও আমি অনেক বছর কাছে থাকি)। আপনার রিসার্চ, বর্ণনা, শুট- সব মিলিয়ে বলা যায় full on entertainment । ধন্যবাদ আপনাকে।
Thank you so much
ভাই আপনার এই ব্লগটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম,ধন্যবাদ আপিনাকে❤️❤️
খাবারের নষ্টের পর মাইরের ব্যাপারটা মজার ছিলো। ভিডিও দেখতে দেখতে আমি চেন্নাই থেকে কোলকাতা ট্রেনে আসছিলাম। ঐটা দেখে এতো জোরে হেসে উঠেছি যে কোচের সবাই আমার দিকে বোকার মত তাকিয়ে আছে😁😁😁
Thank you
অসাধারণ, বাংলায় এতো সুন্দর করে এর আগে কেউ উপস্থাপন করতে পারে নাই। অসংখ্য ধন্যবাদ। মেলিনার খাবারের মুহুর্ত সবচাইতে ভালো লেগেছে, অসংখ্য দোয়া রইলো।
Thank you
একদিকে মানুষ ডলার উড়াচ্ছে ক্যাসিনো এবং বা'রে গিয়ে আরেকদিকে আন্ডার টানেলে অর্থের অভাবে মানুষগুলো অসহায় দিনযাপন করছে!!!বড়ই অদ্ভুত এক শহর।শুভেচ্ছা নিবেন ভাই।
Oneak vlo lage apnader vaia...
Ami shob vedio deaki...
Shob thake vlo lagce turasko vromon..
বাংলাদেশে যদি কোন ভ্লগ দেখি তাহলে আপনারাই শীর্ষ এবং প্রিয়।
Thank you
অসাধারণ একটা ভিডিও দেখা হলো। অদ্ভুত একটা হোটেল এবং মাইর দেওয়ার সিস্টেম।
অসাধারণ আপনার একটা ভিডিও দেখা মিস করিনি এখনো,, যদিও আমাদের স্যামর্থ নেই সেখানে যাওয়ার
আপনার মাধ্যমে অনেক কিছু জানতে এবং দেখতে পারলাম। কোনদিন তো আর যেতে পারবো না। অসাধারণ সুন্দর
কমেন্ট না করে পারলাম না,
অসাধারণ একটা....
ভাই সত্যি আপনি দারুণ ভাবে সত্যকে তুলে ধরলেন, আপনার উপস্থাপন এবং ভিডিও ভালো লাগছে 👍👍👍
মনেহচ্ছে আপনার জন্মই হয়েছে আনন্দ উল্লাস,আর দেশবিদেশ গোরার জন্য ধন্যবাদ আপনাকে,, আপনার মাধ্যমে দেখার সুযোগ পেলাম, আমার ত আর এমন ভাগ্য হবেনা, নিজচোখে দেখার
জিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভিডিও দেখেছি লাসভেগাসের উপর। আপনার চেয়ে ভালো ও ন্যারাটিভ ভিডিও কেউ দেখাতে পারেনি। সপরিবারে ভালো থাকুন।
Thank you
জান্নাতের থেকে বেশি সুন্দর না,ইনশাআল্লাহ আমরা সাধারণ মুসলমানরা জান্নাতে গিয়ে দেখবো
২১ মিনিট যে কীভাবে শেষ হলো বুঝলাম। অনেক নতুন কিছু জানলাম। অসাধারণ। Keep it up,bro..
আমি bd travellers এর চুপচাপ থাকা একজন ফ্যান। আমি সব ভিডিও মনে হয় দেখে ফেলেছি। কিন্তু কখনও কমেন্ট করা হয়নি। ভিডিও দেখে অনেক কিছু জানা যায়, অনেক কিছু এক্সপ্লোর করা যায়। আরও ভিডিও চাই, সবসময় অপেক্ষা করে থাকি। অনেক অনেক শুভ কামনা, অনেক ধন্যবাদ।
Thank you
স্পষ্ট বাংলায় আপনার বচনভঙ্গি আর পরিবেশনায় ভিডিও গুলো চমৎকার। Break a leg.....👍
যারা বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি এই ভাই এর মত আপনি একটা ভিডিও বানান দেখি আপনি কত ঘুরেন,,,,,জিয়া ভাই আপনার ভিডিও গুলো অনেক সুন্দর
Right, vai.
অসাধারণ ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া অজানা কিছু তথ্য জানানোর জন্য এবং এত সুন্দর ভিডিওটি দেখান জন্য 🥰
পাপের শহরে ডুবে না থেকে এখন হলেও আল্লাহর শহরে ডুবে যান আল্লাহ আপনার জন্য হয়ে যাবে।
Do you know anything personal about us. Think once before comments before knowing thee reality behind
Eto sundor uposthapona !! Khub Valo laglo puro VDO ta
খাবার নষ্ট করলে শাস্তি আমাদের দেশেও চালু করা উচিত
আপনার ভিডিও খুব ভালো লাগলো আপনি আরো অনেক ভিডিও ফুটেজ দিলে খুব ভাল হয়
হোটেলের মাইরের দৃশ্যটা বেস্ট চিলো
জিয়া ভাই আপনাকে অসং্খ্য ধন্যবাদ।পুরো ভিডিও জুড়ে অনেক মজা পেয়েছি
9:40 সিজারস্ প্যালেসের অনেকগুলা শাখা আছে। নিউ জার্সি স্টেটের আল্টান্টিক শহরের শাখাতে আমি গিয়েছিলাম, বেশ সুন্দর হোটেল। আমি সেখানে ৫০ ডলারের মূল্যমানের ফ্রি ক্যাসিনো কুপন পেয়েছিলাম, সেটা স্লট মেশিনে খেলে প্রায় ৪৮.৫ ডলারও পেয়েছিলাম। এছাড়াও অন্য একটা গেম খেলে নিজের পকেটের ৫ ডলারও নষ্ট করেছিলাম। তবে ঐ ৪৮.৫ ডলারই আমার লাভ ছিলো ফ্রি কুপন খেলে। সেটা দিয়ে কাজিনদের আইসক্রিম আর কফি খাইয়েছিলাম। সেই ২০১৫-এর ঘটনা। আবার যেতে হবে আমেরিকা।
সত্যি লাস ভেগাস একটা পাপের শহর।
এর আগে কখনো বাংলাদেশী কোন ভল্গে লাস ভেগাস কে নিয়ে এত সুন্দর বিস্তারিত ভিডিও তৈরি হয়নি বা দেখিনি।
জিয়া ভাইয়ার উপস্থাপনায় আরো ভালো লাগে সবগুলো ভল্গ।
অনেক অনেক শুভকামনা আর মেলিনার জন্য অনেক আদর। ❤️🌺🌼
Bangladesh aro kharap. Ekta muslim country hoye sekhane ato brothel thake kivabe?
Thank you
Punishment awesome😅😅
অসাধারণ শিখার থাকে আপনার ভিডিওতে এত ভাল উপস্থাপন কেউ করেনা এখন পযন্ত`।একটা দেশের কোণায় বসে থেকে বিশ্ব দেখা শুকরিয়া ্ আপনার জন্য দোয়া রইল।
Thank you
ভিডিওর শুরুতেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা ব্যাবহার করা হয়েছে ঐটার নাম কি,,প্লিজ কেউ জেনে থাকলে বলবেন
Description box e link deya ache
@@bdtravellers Description a jei koyta deowa ache oigula check korchi. Oigular ektao na. Apner intro te jei music a dichen Oita. Please diben ki onek Valo lagche oota
অসাধারণ, মনে হল নিজে সশরীরে ঘুরে এলাম। অনবদ্য উপস্থাপনা👍🏼👍🏼
আপনাদের নতুন ভিডিও কই?!?!?
ভাই অসাধারণ হয়েছে, সত্যি দেখার মত ছিল ভাই যেতে তো পারবো না কোনদিন তাই আপনার ভিডিও টা দেখে মুগ্ধ হলাম❤️❤️❤️❤️
vaiya arekta part chai plzzz✋
Chesta korbo
উপস্থাপনা খুবই ভালো। এরকম ভিডিও আরও বেশি চাই
যারা যারা ভিডিও গুলায়া বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্য বলছি,,,এই ভাই এর মত আপনি একটা আপনি একটা ভিডিও বানান,,,,,জিয়া ভাই আপনার ভিডিও গুলা অনেক সুন্দর আমি আপনার সব ভিডিও গুলো দেখি❤️❤️❤️
আপনাদের সব গুলা ভ্রমন আমি দেখি খুব ভালো লাগে,অন্যদের গুলি ভালো লাগে না,ধন্যবাদ ভালো থাকুন।
খাবারের শেষে মাইরটা মজা হইছে🤣🤣🤣🤣
জিয়া ভাই ধন্যবাদ আপনাকে,অতটাকা নাই যে দেখে তাই পাপের শহর কথা শুনেই দাঁড়িয়ে গেলাম, একটু নজর দেই মোবাইল খুলতেই নজর পড়ল জমকালো যতসব কেসিনো আর টাকা ছিটানোর জায়গার দিকে শুধু তাকিয়ে রইলাম মোবাইলের দিকে, আর চোখ জলে উঠতেই নজর পড়ল ঘড়ির কাঁটার দিকে, তাকিয়ে দেখি রাত দুটো,,হায় হায় সত্যি তো সিন সিটি,,, ধন্যবাদ আপনাকে
আহারে মেলিনার চেহারাটা খুব মায়া লাগছিল-
আগে রেগুলার আপনার ভিডিও দেখতাম।মাঝখানে গ্যাপ পড়ে যায়।তখন আপনার বাচ্চাটা কোলে।
মাশা আল্লাহ বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে।
দোয়া করি ওর জন্য
Washroom এর লেখাটা দেখে খুব হাসি পাইছে। 😆😁
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,এ রকম ভিডিও আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি।
মাফচাই এই শহরের কাছে🙏
চমতকার লাগল প্রতিবেদনটা।জানা হল অনেক কিছু।দেখা হল অজানা জিনিস।
ভাইয়া আপনাদের পরবর্তী ট্যুর যেন কানাডায় হয়
Insallah
অনেক ভ্লগার দেখছি বাট আপনি সবার থেকে সেরা টা দিয়েছেন🥰
অবশেষে অনেক দিন পর আপনার ভিডিও পেলাম🥵 এখন HSC পরিক্ষা দিতে যাবো 😄 খাইতে বসে ইউটিউবে ঢুকে আপনার ভিডিও পেলাম। আর এখন এই ভিডিও দেখে পরিক্ষা দিতে যাচ্ছি🥵
Very informative. Excellent. We want more video about your USA visit. Thanks.
আপনার পাছার বাড়িটা সেই হইছে🤣🤣😂😂
ভিডিওর অপেক্ষায় ছিলাম🥰🥰 অনেক ভালো লাগে আপনাদের,,,
আপনার চ্যানেলের সব ভিডিও দেখে শেষ করে ফেলেছি😇😇
আসলেই লাস ভেগাস একটি পাপের শহর।
আপনাদের ভিডিও এক কথায় অসাধারণ
তবে একটু তারা তারি ভিডিও দিলে ভাল হত💝💝💝💝
নিজেকে খুব অসহায় লাগে ভাই
অাপনাদের ট্রাভেল প্রোগ্রাম গুলা দেখলে!
অামাদের জীবনটা কেবল পাড়ার চায়ের দোকান অার রুটিরুজির জায়গাতেই সিমাবদ্ধ,
তবে হ্যাঁ অন্তত নিজের চক্ষুদ্বয়কে শান্তনা দিচ্ছি অাপনার ভিডিও গুলা দেখে।
MANY THANKS FOR SHOWING US LAS VEGAS CITY AND IT'S DIFFERENT KINDS OF ENJOYABLE ACTIVITIES AND BEAUTIFUL HOTELS WHERE EVERY THING AVAIABLE.
ভাই পুরো লাস ভেগাস শহর টাকে দেখাতে হবে আপনাকে
বদ্দা, ভিডিও অসাম হইয়ে🔥👌
17:00 painful part '😂
ধন্যবাদ। । অনেক সুন্দরভাবে উপস্থাপন করা জন্য। ।। Best of luck...Go forward..
Public ke akorshonio korte hole channel'r naam capital letter diye shuru kora ta khub dorkar chilo.. Naam ta rename kore nite paren bhaiya 😊😊😊
Thank you
ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলামনা। সত্যিই অসাধারণ ছিলো
Gazar showroom 🤐
আপনার ব্লগ খুবই সুন্দর। আজব রেস্টুরেন্ট এর পর্ব টা খুব ফানি ছিলো ❤️❤️❤️😀
ভাই সফরে নামায পরে নিয়েন।
আপনার উপস্থাপনা সবসময় আমার কাছে উপভোগ্য মনে হয়েছে। শুভ কামনা রইলো আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য। ভালো থাকবেন।