মা মারা গেছে আজকে ৭দিন। জাপানে থাকার কারণে শেষবারের মতো দেখাটাও হয়নি। মায়ের হাতের শেষ রান্নাটা খেয়ে ফেলেছি আরো 6 মাস আগে। এই গানটা শুনি আর ভাবি যদি আর একটা বার জড়িয়ে ধরতে পারতাম।
মা মারা গেছে ১০ মাস পোল্যান্ড থাকার কারণে শেষ বারের মতো মায়ের মুখ আর দেখা হলো না,শেষ রান্না সেই বাড়ী থেকে আসার সময় খেয়ে আসছি আর কোন দিন ও খেতে পারবো না,একটু যদি পেতাম একটু জরিয়ে ধরতাম প্রাণটা ভরে।
হোস্টেলে থাকা কালীন যখন মায়ের কথা খুব মনে পড়ত তখন এই গানটাই একমাত্র সাহারা হয়ে দাঁড়াতো। পৃথিবীর সকল মায়েরা খুব ভালো থাকুক ।❤ স্মৃতি রেখে গেলাম ২০২৩ এ।❤️
আমার জীবন থেকে শিখেছি....পৃথিবীর সবাই ছেড়ে যেতে পারে....প্রিয় বন্ধু, প্রেমিক, প্রেমিকা....সকলে.... কিন্ত পারেনা একমাত্র মা....ভালো সময়ের বন্ধু হয়ে, খারাপ সময়ের উপদেষ্টা হয়ে...জীবনের প্রত্যেকটা মুহূর্তে থেকে যায় একমাত্র মা....এক নিস্বার্থ ভালোবাসা....♥️
মা, আজ থেকে ৬ বছর ৬ মাস ১৫ দিন হলো তুমি আমার থেকে দূরে। তুমি এতোটা দূরে যে আর ফিরে পাওয়ার সম্ভব না। কিন্তু তোমার ভালোবাসা এখনও অনুভব করি। তোমার স্পর্শ কতোটা প্রিয় সেদিন অনুভব করেছিলাম,যেদিন তোমার লাশ জড়িয়ে ধরে কেঁদেছিলাম। আমি তখন মাত্র ৯ম শ্রেণীতে উঠেছি। ২০১৫ সাথের ২১ জুন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো না ফেরার দেশে। আজ তোমার জন্মদিন। শুভ জন্মদিন আমার প্রিয় মা।
হারানো বেদনাটা ভুলার নয়, ভুলতে বলবোনা, শক্ত হতেও বলবোনা, যদি কান্না পায়, মনভরে কেঁদে যেও, কান্না করতে না পারাটা আরো বেশি কষ্টের, আমিও যে আর কাঁদতে পারিনা।
গানটা শুনলেই চোখ দিয়ে জল পড়ে। মা কে হারিয়েছি এগারো বছর আর বাবাকে কয়েকমাস। বাবা মায়ের ভালবাসা, স্নেহ মানুষের জীবনে ভগবানের শ্রেষ্ঠ আশীর্বাদ। সোনা দানা টাকা পয়সা সব অর্থহীন বাবা মায়ের আশ্রয়ে না থাকলে।
তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায়না বোঝা..... প্রায় ১ বছর হতে চলল বাবাকে হারিয়েছি। এই গান শুনে চোখের জলে বাবাকে স্মরণ করছি। যখন বাবা ছিল সব আত্মীয়স্বজন পাশে ছিল কিন্তু এখন বাবা নেই, আত্মীয়রাও বেশ দূরে সরে গেছে।
যার জন্যে পৃথিবীতে আসা তাকে কখনো চোখে দেখিনি.. আমার মতো অভাগিনী যেনো কেউ না হয় ঈশ্বরের কাছে এটাই prathona করি 🥀 যেখানেই থাকো ভালো থেকো ❤️ Maa tomay khub miss korchi 🥺❤️🥀
যখন কান্না পায়, এই পৃথিবীর সবাই কষ্ট দেয় তখন এই গানটি শুনি আর কমেন্ট গুলো পড়ি । এটাই উপলব্ধি হয় আমি একা নই এরকম অনেকেই আছে যাদের মা ছাড়া আসলে আপন আর কেউ নেই, কেউই নেই ❤️।
"তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে শুই"~💙আজ দু মাস তিন দিন হয়ে গেলো বাবা কে হারিয়েছি ..শুধু চোখের জলেই বাবাকে স্মরণ করি...শুধু এই টুকুই চাই ..বাবা যেখানেই থাকুক ভালো থাকুক... সুস্থ থাকুক.. আর সবাই কে আশীর্বাদ করুক...🌸😌. .
হোস্টেলে সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে যখন একাকীত্ব বোধ করি,আর যখন মায়ের কথা খুব মনে পড়ে তখন হেডফোন দিয়ে গানটা শুনতে গেলে চোখের এককোনে জল চলে আসে!!!😅
হারানো বেদনাটা ভুলার নয়, ভুলতে বলবোনা, শক্ত হতেও বলবোনা, যদি কান্না পায়, মনভরে কেঁদে যেও, কান্না করতে না পারাটা আরো বেশি কষ্টের, আমিও যে আর কাঁদতে পারিনা।
মা তুমি কেন এই রকম তাই তুমি ঈশ্বরের রূপে যত্নে ভরা এক জীবন যা তুমি থাকলে ছোট ছোট কথা কাটাকাটি আর তুমি সত্যি না থাকলে আমি অসহায় আমার জীবন শুধু তোমার জন্য এই সুন্দর্য্যের সেরা ।তুমি শক্তি তুমি শান্তি তোমার আশীর্বাদ আমার অহংকার বেঁচে থাকার পথে । তুমি আমার হয়ে এই গানে সুন্দর ভালোবাসার মানুষ
যখন খুব বেশি কষ্টে থাকি আম্মুর কথা ভাবতে ভাবতে গানটা শুনতে থাকি। দুনিয়ার সব কষ্ট তখন আমার কাছে আম্মুর থেকে বড় মনে হয় না৷ 🖤 এমন কিছু গান সত্যিই খুব প্রয়োজন।
পরিস্থিরির জন্য মায়ের সাথে 9 বছর পরে দেখা হলো।কিছুদিন তার সাথে কাটিয়ে আবার চলে যেতে হবে।গানটা শুনলেই চোখের কোনে জল কখন চলে আসে বুজতেই পারি না ।মা কে ভালো রেখো ভগবান ❤️
ছোটো বেলায় যখন ঠাকুমার কোলে মাথা রেখে ঘুমোতাম, ঠাম্মার যতসব আবোল তাবোল গল্প গুলো আমার মুখে যে হাসি টা এনে দিতো আজকে তা অনেকটাই miss করি। আজ যতটা তোমাকে মনে পড়ে ততটাই মনে পড়ে তোমার গল্প গুলো। তুমিই আমার প্রথম মা (আমার ঠাম্মা )❤️❤️❤️
মা চলে গেছে ৭ বছর হলো। আজ আমিও মা। কোলে নিজের ৪ মাসের মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে এই গান টা শোনাই। খুব মনে পড়ে মা কে। যেইখানেই আছো একবার এসে যদি জড়িয়ে ধরতে...
সৃষ্টিশীল সুন্দর অথর্ব গানগুলোর ভাষাগুলো সহজেই আকৃষ্ট করে আমাদের অবাধ্য মোন এবং মৌনতাকে অসম্ভব সুন্দর হয়েছে,,, এ ধরণের সৃষ্টিশীল গান আরো দরকার,, পরিশেষে পরমেশ্বর আপনাদের মঙ্গল করুক 💖💖💖
২০১৮ স্বরস্বতী পুজোর সকালে ঘুম থেকে উঠেই শুনি তুমি ছেড়ে চলে গেছো। হোস্টেল থেকে ফিরেও শেষ দেখা হয় নি। তোমাদের অভিমান গুলো তোমার থেকে ১৫ টা বছর আলাদা করেছিলো আর এখন তো,,,,, রোজ মনে পরে ❤️। ভালো থেকো।
চোখের জল বাঁধ মানছেনা। অনেকের মতো আমারও খুব কষ্ট হচ্ছে, মা কে কত বছর হলে না দেখে না ছুঁয়ে বেঁচে আছি। ও মা তুমি যেখানে থেকো খুব ভালো থেকো। সবার মা কে 😘😘😘
জিবনে একটা কষ্ট থেকেই গেলো যে মায়ের সাথে সম্পর্কটা ভালো হলো না.অনেকের দেখছি মা নেই তারা কত আফসোস করছে,,আর যাদের থেকেও না থাকার মত হয়ে গেছে তাদের কষ্ট টা কি কেউ কোনো দিন বুঝবে 🙂।। আমি আর আমার মা অনেক চেষ্টা করেও সম্পর্কটাকে সুন্দর স্বাভাবিক করে উঠতে পারিনি...জানি না কোনো দিন আর পেরে উঠবো কিনা.. কোনো লড়াই নেই তবুও যেনো এক বিশাল যুদ্ধ করছি দুজন..শুধু মানিয়ে নেওয়ার যুদ্ধ... জানি না শেষ পর্যন্ত জিতে উঠতে পারবো নাকি ...🙂💔🥀 সব শেষে শুধু এটাই বলতে পারি আমি মাকে অনেক বেশি ভালোবাসি...কিন্তু এখন বুঝি শুধু ভালোবাসলেই দুটো মানুষ একসাথে থাকতে পারে না সেটা মা আর সন্তান এর সম্পর্ক হলেও...
Not everyone is lucky to listen to such Master pieces..You are one lucky one.. Mee too.. I am a non Bengali so don't understand the meaning exactly.. where do I get the meaning of the song??
৫ বছর ধরে মায়ের থেকে দূরে থাকি। পড়ার তাগিদে দূরে আসতে হয়েছে।ছোটথেকে মায়ের গায়ে হাত দিয়ে ঘুমাতাম।তাই এখন রোজ ঘুমের সময় মায়ের কথা মনে পরে যায়।কতদিন হলো মন খুলে গল্প করা হয় না এখন আর, হয় না মায়ের সঙ্গে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে অভিমান করা আর সেই হাজারো খুনসুটি 😔
কখনো কখনো ভাগ্য আমাদের এমন পরিস্থিতিতে দাড় করায় যখন কঠিন বাস্তব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিছু সৃতি আর ভালোবাসার অনুভূতিটুকুই বেচেঁ থাকার জন্য একমাত্র সম্বল হয়।♥️♥️♥️♥️
আজ একবছর সাত বছর হলো বাবাকে হারিয়েছি খুব মনে পড়ে তার কথা গানটা সোনার পর যেনো চোখের জল টা কে আর ধরে রাখতে পারি না 😅 খুব ভালোবাসি বাবা তোমায় ❤ কথাটা আর বলা হয়ে উঠলো না যেখানে থেকো ভালো থেকো ❤
Jader maa nei tader khub kosto hoy ei gaanta shulei bujhi but amar maa, dida akhono achen but ei gaanta akhon shunte parchi but onara na thakle hoyto shonar moto jaygay thakbo na. It's a really great lyrics. Not only that, My Mom is just like Apa Di. So she always enjoying her life. So many people loves my mom. And me, so possessive. So I can relate all those things to me.
মা কে হারিয়েছি ২০২১ এর may মাসে। এই সিনেমা টা সিনেমা হল এ গিয়ে দেখেছিলাম একা , তখন সবে হল গুলো করোনা র পর খুলছে। ওদিকে মা যুদ্ধ করছিল ক্যান্সার এর সাথে। খুব কেঁদেছিলাম সেদিন সিনেমা টা দেখতে দেখতে 😔😔 আজ ও মা কে মনে পড়লে এই গান টা আর কি নামে ডাকি গান টা বার বার শুনি। Miss you maa😢
গানটা শুনলে আলাদা করে একটা অনুভূতি চলে আসে মনের মধ্যে। সকাল বেলা এই গানটা শুনে ঘুম থেকে উঠলে মনটা Fresh হয়ে যায়। Amazing song. It’s dedicate all the love story of children and mother.
Hi I am from Mumbai just want to express my thanks to the director and the actors who has performed Chini character and her mother's character . this story is my and my daughter story no difference thank you so much madam Aparajita understood a single mother feelings and portrayed on the screen I can also now been able to feel my daughter's emotions with my bottom of my heart I thank the entire team of chini. Rupa Roy Chowdhury Mumbai.
মাস খানিক বাড়ি যাই না। মা কে অনেক মিস করছি। মার কথা মনে করে অনেক কান্না আসছে। ঈশ্বর স্মাকে সুস্থ রেখ। ভালোবাসি মা।❤ আজকে রাতে এই গানটাকে আমার সঙ্গী করে ঘুমাবো।
মা কে হারিয়েছি ৯বছর হলো কিন্তু মায়ের সাথে কাটানো মূহুর্ত খুব মনে পরে এখন মনে করি মা সাথেই আছে যেখানেই থাকো ভালো থেকো মা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
বাবা নেই আজ প্রায় বছর দু'য়েক হতে যাচ্ছে! খুব মনে পরে খুব। যখন আর কোন দিক খুজে না পাই তখন আকাশ প্রানে চেয়ে থাকি হইতো দেখতে পাবো বলে 😑 শুধু একটি বার বলতে চাই খুব ভালবাসি তোমায় বাবা ❤️
"তুমি নরম ফুলের গান "গানের পর এই গান টা আমায় কাঁদিয়েছে, আমার মা, বন্ধু, বোন আমার সবটা জুড়ে যে আছে, সে আর নেই, আমায় ফাঁকি দিয়ে চলে গেছে, এই গান টার মধ্য দিয়ে মনে হয়েছে তাঁকে যদি আর একটা বার পেতাম.....
মায়ের সাথে কত বাজে আচারণ করি। মা সব সহ্য করে নেয়, ভুলেও যায়। মায়ের মতো নিস্বার্থ ভাবে কেউ ভালোবাসে না এই স্বার্থপর পৃথিবীতে। মা মা মা, ভীষণ ভালোবাসি তোমায়।
Happy Mother's Day maa 🌸🍂 Tomar jonno kono special day nei tmk ami daily special bhabe onubhob kori... Tmi chara to keo nei amar ... Onek sacrifice korecho amar jonno dekhbe akdin thik tmr pase darabo.. sry maa amar sob onnai ar jonno... Ami jni ami bhul korchi but amar icchai naa ami chaini kokhono kharap hote amake to baddho kora holo ami to cheyei chilam tmr sei chotto meye hoyei thakte... Khub bhalobasi maa chere jeyo Naa nhle ami amni tei sesh hye jabo...
মা ভালোবাসি তোমাকে। আজ ১৯ এপ্রিল ২০২২ তারিখ পড়লো। এখন রাত ১২ঃ২০. তুমি এখনো বেঁচে আছো আলহামদুলিল্লাহ। জানিনা তুমি কবে হারিয়ে যাবে আমার পাশে থেকে। মা বলে ডাকতে পারবোনা। ধুকে ধুকে মরবো।😭
মা মারা গেছে আজকে ৭দিন। জাপানে থাকার কারণে শেষবারের মতো দেখাটাও হয়নি। মায়ের হাতের শেষ রান্নাটা খেয়ে ফেলেছি আরো 6 মাস আগে। এই গানটা শুনি আর ভাবি যদি আর একটা বার জড়িয়ে ধরতে পারতাম।
🥹🥹
মা মারা গেছে ১০ মাস পোল্যান্ড থাকার কারণে শেষ বারের মতো মায়ের মুখ আর দেখা হলো না,শেষ রান্না সেই বাড়ী থেকে আসার সময় খেয়ে আসছি আর কোন দিন ও খেতে পারবো না,একটু যদি পেতাম একটু জরিয়ে ধরতাম প্রাণটা ভরে।
These comments broke my heart so badly 💔😢
😢😢😢
😢😢
হোস্টেলে থাকা কালীন যখন মায়ের কথা খুব মনে পড়ত তখন এই গানটাই একমাত্র সাহারা হয়ে দাঁড়াতো। পৃথিবীর সকল মায়েরা খুব ভালো থাকুক ।❤ স্মৃতি রেখে গেলাম ২০২৩ এ।❤️
একদম
হুম 😅
আমার জীবন থেকে শিখেছি....পৃথিবীর সবাই ছেড়ে যেতে পারে....প্রিয় বন্ধু, প্রেমিক, প্রেমিকা....সকলে....
কিন্ত পারেনা একমাত্র মা....ভালো সময়ের বন্ধু হয়ে, খারাপ সময়ের উপদেষ্টা হয়ে...জীবনের প্রত্যেকটা মুহূর্তে থেকে যায় একমাত্র মা....এক নিস্বার্থ ভালোবাসা....♥️
বেশ লিখেছেন ❤❤❤ একদম
জীবনের এই চলার পথে শত মানুষ আসবে, শত মানুষ মুখফিরিয়ে নেবে কিন্তু মা কখনো মুখ ফেরাতে পারবে না। এমন এক মায়ার বাঁধন রয়েছে মা ও সন্তানের মধ্যে ❤️ 2024...
মা,
আজ থেকে ৬ বছর ৬ মাস ১৫ দিন হলো তুমি আমার থেকে দূরে। তুমি এতোটা দূরে যে আর ফিরে পাওয়ার সম্ভব না। কিন্তু তোমার ভালোবাসা এখনও অনুভব করি। তোমার স্পর্শ কতোটা প্রিয় সেদিন অনুভব করেছিলাম,যেদিন তোমার লাশ জড়িয়ে ধরে কেঁদেছিলাম। আমি তখন মাত্র ৯ম শ্রেণীতে উঠেছি। ২০১৫ সাথের ২১ জুন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো না ফেরার দেশে। আজ তোমার জন্মদিন। শুভ জন্মদিন আমার প্রিয় মা।
😔😔😔
🥲😭
😢
লগ্নজিতার গলা এই গানটার জন্য একেবারে যোগ্য❤
কি স্নিগ্ধ, শান্ত সবটা❤🙃
ঠিক বলেছেন।
Ppp
@Moubani Mukherjee..ruclips.net/video/TFG8-686Nzs/видео.html
@ff qqqqqq
Q
আমার মা আর এ পৃথিবীতে নেই। dec ১৯ ২০২০।।।।অনেক miss করছি মা কে।।।।আল্লাহ আমার মা কে বেহেশত দান করেন
সালমান শাহ স্মরণে অতসী এবং শাদমান এর কাভার করা অনেক সুন্দর গান
ruclips.net/video/GI_cM1w9uac/видео.html
Shokto hou vai. Ma tomar kachei ache. Valo theko tinio valo thakben.😊😇
Maa always sathe thaken bhai.bhalo thako tumi.maa khusi hbe.
হারানো বেদনাটা ভুলার নয়, ভুলতে বলবোনা, শক্ত হতেও বলবোনা, যদি কান্না পায়, মনভরে কেঁদে যেও, কান্না করতে না পারাটা আরো বেশি কষ্টের, আমিও যে আর কাঁদতে পারিনা।
Amen
গানটা শুনলেই চোখ দিয়ে জল পড়ে। মা কে হারিয়েছি এগারো বছর আর বাবাকে কয়েকমাস। বাবা মায়ের ভালবাসা, স্নেহ মানুষের জীবনে ভগবানের শ্রেষ্ঠ আশীর্বাদ। সোনা দানা টাকা পয়সা সব অর্থহীন বাবা মায়ের আশ্রয়ে না থাকলে।
দুজনেই আছেন আপনার পাশে
Thik bolechen Apu keo nei pashe kostota bhuji proti somoy
Sobai ache tomar sathe ache
আমার মা ছাড়া কেউ নেই এই পৃথিবীতে আর আমি কাউকে চাই না , সারাটা জীবন যেনো মা আমার সাথে থাকে । ব্যাসস❤️
Uni achen..
Ha ami o eita e chai
❤️
❤
তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায়না বোঝা..... প্রায় ১ বছর হতে চলল বাবাকে হারিয়েছি। এই গান শুনে চোখের জলে বাবাকে স্মরণ করছি। যখন বাবা ছিল সব আত্মীয়স্বজন পাশে ছিল কিন্তু এখন বাবা নেই, আত্মীয়রাও বেশ দূরে সরে গেছে।
Amaro eki obostha....amio hariyechi....eii gaan ta sonar por.....😭😖
Same feeling tai lekhte ja66ilm...sotti bolte gaan ta sun6i...chokhe jal niye...
@@sumitnag3150 হ্যাঁ 😔😞
@@soumyadipbanerjee5726 বাবা 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
শুই নয় কথাটা সই
যার জন্যে পৃথিবীতে আসা তাকে কখনো চোখে দেখিনি..
আমার মতো অভাগিনী যেনো কেউ না হয় ঈশ্বরের কাছে এটাই prathona করি 🥀
যেখানেই থাকো ভালো থেকো ❤️
Maa tomay khub miss korchi 🥺❤️🥀
😔😔
😔😔😔
Valo laglo dekha amr moto onkei royecha akhane
আমি জানিও না আমার মায়ের মুখ।।🙃💔
'হারিয়ে গেল কই'
বলাটা কি অসাধারণ!
আহা লগ্নজিতা 😍😍
সালমান শাহ স্মরণে অতসী এবং শাদমান এর কাভার করা অনেক সুন্দর গান
ruclips.net/video/GI_cM1w9uac/видео.html
True
যখন কান্না পায়, এই পৃথিবীর সবাই কষ্ট দেয় তখন এই গানটি শুনি আর কমেন্ট গুলো পড়ি । এটাই উপলব্ধি হয় আমি একা নই এরকম অনেকেই আছে যাদের মা ছাড়া আসলে আপন আর কেউ নেই, কেউই নেই ❤️।
emdome...amra sobai achhe acke oporer jonne..na chineo ..dur theke...
"তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে শুই"~💙আজ দু মাস তিন দিন হয়ে গেলো বাবা কে হারিয়েছি ..শুধু চোখের জলেই বাবাকে স্মরণ করি...শুধু এই টুকুই চাই ..বাবা যেখানেই থাকুক ভালো থাকুক... সুস্থ থাকুক.. আর সবাই কে আশীর্বাদ করুক...🌸😌. .
❤️
Uni achen... tomar sathe
Same incident happened to me khub kosto pai bondhu
Great..
??
হোস্টেলে সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে যখন একাকীত্ব বোধ করি,আর যখন মায়ের কথা খুব মনে পড়ে তখন হেডফোন দিয়ে গানটা শুনতে গেলে চোখের এককোনে জল চলে আসে!!!😅
হারানো বেদনাটা ভুলার নয়, ভুলতে বলবোনা, শক্ত হতেও বলবোনা, যদি কান্না পায়, মনভরে কেঁদে যেও, কান্না করতে না পারাটা আরো বেশি কষ্টের, আমিও যে আর কাঁদতে পারিনা।
কান্নাটা আমারও হয় না আর।।।। হয়তো অপেক্ষা করছে , কিছুর জন্য ? কিংবা অভ্যাস হয় গেছে । বুঝতে পারছি না ।
😢😢😢😢
মায়ের কোলে মাথা রাখবো আর মা মাথায় হাত বুলিয়ে দেবে।সাথে থাকবে এই শান্ত স্নিগ্ধ গানটা।অদ্ভুত এক শান্তি অনুভব হয়।💫😌😇
" তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই" ✨
😌😌💫❤
Ma miss you 😢
Im proudly addicted to this song ... খুব হালকা, অনেক শান্তি লাগে গানটা শুনতে।😌❤️
ছবি টা অসাধারণ হয়েছে, দুর্দান্ত, । তৃতীয় দিনেই গিয়েছিলাম hall এ। IMDB তে 8.9 rate পেয়েছে, ছবি টা । সত্যিই খুব ভালো লেগেছে, আর মধুমিতা দির অভিনয় দারুণ লাগে 😊
@a qq
Surajit screen akdom thik bolechen Amaro priyo cinema r gan Madhumita darun!
Movie tar nam plz bolben !!!
@@eshitachakraborty3326 Cheeni (2020), awesome one,love it ❤️
And Part 2 coming this 29th June ❤️
অনেক মিস করি মা ফিরে আসো প্লিজ
তুমি ছাড়া কেউ বোঝা না আমাকে মা
ভালোবাসি মা...!
আমাকেও
Amar o tomar moto abostha
Jani na kothai gele santi pabo
মা তুমি কেন এই রকম তাই তুমি ঈশ্বরের রূপে যত্নে ভরা এক জীবন যা তুমি থাকলে ছোট ছোট কথা কাটাকাটি আর তুমি সত্যি না থাকলে আমি অসহায় আমার জীবন শুধু তোমার জন্য এই সুন্দর্য্যের সেরা ।তুমি শক্তি তুমি শান্তি তোমার আশীর্বাদ আমার অহংকার বেঁচে থাকার পথে । তুমি আমার হয়ে এই গানে সুন্দর ভালোবাসার মানুষ
যখন খুব বেশি কষ্টে থাকি আম্মুর কথা ভাবতে ভাবতে গানটা শুনতে থাকি। দুনিয়ার সব কষ্ট তখন আমার কাছে আম্মুর থেকে বড় মনে হয় না৷ 🖤
এমন কিছু গান সত্যিই খুব প্রয়োজন।
লগ্নজিতা'দির জন্যই গানটা তৈরি।অন্য কেউ এত ভালো গাইতে পারতেন না। কি অসাধারণ গেয়েছেন! একরাশ মুগ্ধতা নিয়ে শুনি বারবার।
বড্ড ভালো ... এই গানটার জন্য লগ্নজীতা দির গলা একদম পারফেক্ট! বড্ড মিষ্টি করে গেয়েছে...❤️🌼🍁 ভালোবাসি মা..❤️
পরিস্থিরির জন্য মায়ের সাথে 9 বছর পরে দেখা হলো।কিছুদিন তার সাথে কাটিয়ে আবার চলে যেতে হবে।গানটা শুনলেই চোখের কোনে জল কখন চলে আসে বুজতেই পারি না ।মা কে ভালো রেখো ভগবান ❤️
তোমার চোখের শীতলপাটি - কী অসাধারণ কথা
ছোটো বেলায় যখন ঠাকুমার কোলে মাথা রেখে ঘুমোতাম, ঠাম্মার যতসব আবোল তাবোল গল্প গুলো আমার মুখে যে হাসি টা এনে দিতো আজকে তা অনেকটাই miss করি।
আজ যতটা তোমাকে মনে পড়ে ততটাই মনে পড়ে তোমার গল্প গুলো। তুমিই আমার প্রথম মা (আমার ঠাম্মা )❤️❤️❤️
😩😩
আহা,চোখের জলে গান টা শুনছি। কি যে অনুভুতি বোঝাতে পারবোনা। লগ্নজিতা, পাগল করে দিলে।
বাংলাদেশ থেকে বলছি।
এই কন্ঠ টার প্রেমে আমি পড়ে গেছি।😍
আসবো এই শহর কলকাতায়। 🙂
অবশ্যই। দুর্গা পুজোর সময় এসো। খুব আনন্দ পাবে। বাড়ির সবাই কে নিয়ে এসো।😊
মা চলে গেছে ৭ বছর হলো। আজ আমিও মা। কোলে নিজের ৪ মাসের মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে এই গান টা শোনাই। খুব মনে পড়ে মা কে।
যেইখানেই আছো একবার এসে যদি জড়িয়ে ধরতে...
সৃষ্টিশীল সুন্দর অথর্ব গানগুলোর ভাষাগুলো সহজেই আকৃষ্ট করে আমাদের অবাধ্য মোন এবং মৌনতাকে
অসম্ভব সুন্দর হয়েছে,,,
এ ধরণের সৃষ্টিশীল গান আরো দরকার,,
পরিশেষে পরমেশ্বর আপনাদের মঙ্গল করুক 💖💖💖
অসম্ভব সুন্দর!! একটা শান্তি, স্নিগ্ধতা মনটা ছুঁয়ে গেল 😊😌❤❤
hh❦︎❦︎❦︎❦︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎☏︎𓂸
ruclips.net/video/TFG8-686Nzs/видео.html
২০১৮ স্বরস্বতী পুজোর সকালে ঘুম থেকে উঠেই শুনি তুমি ছেড়ে চলে গেছো। হোস্টেল থেকে ফিরেও শেষ দেখা হয় নি। তোমাদের অভিমান গুলো তোমার থেকে ১৫ টা বছর আলাদা করেছিলো আর এখন তো,,,,, রোজ মনে পরে ❤️। ভালো থেকো।
🥺🥺🥺🥺😩😩😩😩
আজকে জোটে তোমায় যদি,
একটা গোটা গঙ্গানদী করব অনুবাদ............. অসাধারণ....
সালমান শাহ স্মরণে অতসী এবং শাদমান এর কাভার করা অনেক সুন্দর গান
ruclips.net/video/GI_cM1w9uac/видео.html
ruclips.net/video/TFG8-686Nzs/видео.html
যাদের মা নাই তাদের কষ্ট এক রকম কিন্তু যাদের মা থাকার পরেও তাদের ব্যাস্ততার জন্যে কাছে পাইনা তাদের কষ্ট অন্য রকম
You are right এমন অনেকেই আছে যাদের মা থেকেও নেই ...... নিজের মা আর পালনকারী মা অনেক তফাৎ ।।।
same with me...ek bari te thekeo jeno onno groher manush hoye gechhi...byestotar jonne ...
Thik
Aparajita mam will be always remembered for what she did in her later age.❤️
চোখের জল বাঁধ মানছেনা। অনেকের মতো আমারও খুব কষ্ট হচ্ছে, মা কে কত বছর হলে না দেখে না ছুঁয়ে বেঁচে আছি। ও মা তুমি যেখানে থেকো খুব ভালো থেকো। সবার মা কে 😘😘😘
I am from Maharashtra, don't understand the lyrics and love the rendition. God, thank you for letting me born in Bharat ❤
জিবনে একটা কষ্ট থেকেই গেলো যে মায়ের সাথে সম্পর্কটা ভালো হলো না.অনেকের দেখছি মা নেই তারা কত আফসোস করছে,,আর যাদের থেকেও না থাকার মত হয়ে গেছে তাদের কষ্ট টা কি কেউ কোনো দিন বুঝবে 🙂।।
আমি আর আমার মা অনেক চেষ্টা করেও সম্পর্কটাকে সুন্দর স্বাভাবিক করে উঠতে পারিনি...জানি না কোনো দিন আর পেরে উঠবো কিনা..
কোনো লড়াই নেই তবুও যেনো এক বিশাল যুদ্ধ করছি দুজন..শুধু মানিয়ে নেওয়ার যুদ্ধ...
জানি না শেষ পর্যন্ত জিতে উঠতে পারবো নাকি ...🙂💔🥀
সব শেষে শুধু এটাই বলতে পারি আমি মাকে অনেক বেশি ভালোবাসি...কিন্তু এখন বুঝি শুধু ভালোবাসলেই দুটো মানুষ একসাথে থাকতে পারে না সেটা মা আর সন্তান এর সম্পর্ক হলেও...
kivabe ei gaan ta etota under-rated hote pare. this song deserve 100 million.
masterpiece by lagnajita
Not everyone is lucky to listen to such Master pieces..You are one lucky one.. Mee too.. I am a non Bengali so don't understand the meaning exactly.. where do I get the meaning of the song??
৫ বছর ধরে মায়ের থেকে দূরে থাকি। পড়ার তাগিদে দূরে আসতে হয়েছে।ছোটথেকে মায়ের গায়ে হাত দিয়ে ঘুমাতাম।তাই এখন রোজ ঘুমের সময় মায়ের কথা মনে পরে যায়।কতদিন হলো মন খুলে গল্প করা হয় না এখন আর, হয় না মায়ের সঙ্গে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে অভিমান করা আর সেই হাজারো খুনসুটি 😔
আমার বয়স এখন ১৮, আমার বাবা ৭ বছর হয়ে গেলো মারা গেছে 😔😔😔 খুব miss করি ❤️সেই রকম ভাবে বাবা কি সেই জিনিস টাই বুজলাম না তার আগেই হারিয়ে ফেললাম 😞😞😞
আমার বয়স যখন ১২ তখন বাবা মারা যান।আজ আমার বয়স ২৪, খুব মনে পড়ে বাবাকে।😥
তোমার কাছে রইল রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ...
প্রতিদিনই আগে কত্ত কথা জমে থাকতো... আর এখন তো কতদিনের কথা জমে আছে, শুধু বলাই হয়ে উঠবেনা আর!
সব মায়েরা যদি এমন হতো😔...এখনও অনেক মা আছে যাদের কাছে মেয়েরা শত্রু।
হুম
বাংলা গানের সুর এর সাথে কোনো কিছুই তুলনা করা যাবে না ❤️❤️❤️
Amar maa khub asustho vogoban jeno make sustho kore amader kache firia dai.🙏🙏🙏🙏🙏
Gaan tr prothita word mugdho korer motho .. r tr sthe Loghnochita di r voice ossadharon jst amazing ....
গান টা শুনলে খুব খুব কান্না পেয়ে যায় 😭😭😭😭😭 love from krishnagar ❤❤❤❤
একদম ঠিক বলেছেন
কখনো কখনো ভাগ্য আমাদের এমন পরিস্থিতিতে দাড় করায় যখন কঠিন বাস্তব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
কিছু সৃতি আর ভালোবাসার অনুভূতিটুকুই বেচেঁ থাকার জন্য একমাত্র সম্বল হয়।♥️♥️♥️♥️
আজ একবছর সাত বছর হলো বাবাকে হারিয়েছি খুব মনে পড়ে তার কথা গানটা সোনার পর যেনো চোখের জল টা কে আর ধরে রাখতে পারি না 😅 খুব ভালোবাসি বাবা তোমায় ❤ কথাটা আর বলা হয়ে উঠলো না যেখানে থেকো ভালো থেকো ❤
Jader maa nei tader khub kosto hoy ei gaanta shulei bujhi but amar maa, dida akhono achen but ei gaanta akhon shunte parchi but onara na thakle hoyto shonar moto jaygay thakbo na. It's a really great lyrics. Not only that, My Mom is just like Apa Di. So she always enjoying her life. So many people loves my mom. And me, so possessive. So I can relate all those things to me.
আজ থেকে এগারো বছর আগে মাকে হারিয়েছি কালকের দিনে। তাই আজ হঠাৎ করেই মনে পরতেই গানটা শুনতে এলাম। 🖤🌻
আগামী পরশু মা'কে হারানোর ২ বছর হয়ে যাবে। কান্নাগুলো লুকিয়ে রেখেছি তবুও কেমন করে যেন মা দেখে ফেলে💔
মা চলে গেলো 04.03.2022....বড্ড একা লাগে, কষ্ট হয়.....ভালো থেকো মা....ফিরে এসো আমার কাছে অন্য কোনো রূপে হলেও....ফিরে এসো.....
মা কে হারিয়েছি ২০২১ এর may মাসে। এই সিনেমা টা সিনেমা হল এ গিয়ে দেখেছিলাম একা , তখন সবে হল গুলো করোনা র পর খুলছে। ওদিকে মা যুদ্ধ করছিল ক্যান্সার এর সাথে। খুব কেঁদেছিলাম সেদিন সিনেমা টা দেখতে দেখতে 😔😔
আজ ও মা কে মনে পড়লে এই গান টা আর কি নামে ডাকি গান টা বার বার শুনি।
Miss you maa😢
ভালো থাকুক পৃথিবীর সকল মা...❤️💫
😌🌸
মা বাবা থাকা মানে দুনিয়ার সব থেকে বড়ো মানুষ
Ekdom thik
পৃথিবীতে যার মা নেই সেই বুঝতে পারে মা না থাকার কষ্ট😓
লগ্নজিতার গানের গলাতেই ইমোশনান হই, কথা আর সুর মিলালে অন্তর জেগে উঠে।
শান্তি লাগে,,,গান এর লিরিক্স ও সুর খুব পছন্দ।🥰🥰🥰আম্মুর কথা মনে পড়ে।
Yet another great from Langajita. Goddess Saraswati seems to find her abode in her soulful voice...
আহা❤️
গানটা যতই শুনি ততই ভালো লাগে🖤
Take love from Sylhet,Bangladesh🇧🇩
গানটা শুনলে আলাদা করে একটা অনুভূতি চলে আসে মনের মধ্যে। সকাল বেলা এই গানটা শুনে ঘুম থেকে উঠলে মনটা Fresh হয়ে যায়। Amazing song. It’s dedicate all the love story of children and mother.
Hi I am from Mumbai
just want to express my thanks to the director and the actors who has performed Chini character and her mother's character . this story is my and my daughter story no difference thank you so much madam Aparajita understood a single mother feelings and portrayed on the screen I can also now been able to feel my daughter's emotions with my bottom of my heart I thank the entire team of chini.
Rupa Roy Chowdhury Mumbai.
😢😢 ma😢
প্রত্যেকটি কথার গভীরতা মনের গভীরে বড্ডো ছুঁয়ে গেলো।❤️
আবারও অদ্ভুদ ভালো লাগা একটা সুন্দর মিষ্টি গান।😊♥️
Ami maa ke chere onek dure achi future gore tomar karone
Gan ta sunlai chokh 2 to jol a vorer jai
আহা, একেবারে মাখনের মতো সোজা হৃদয়ে।
মাস খানিক বাড়ি যাই না। মা কে অনেক মিস করছি। মার কথা মনে করে অনেক কান্না আসছে। ঈশ্বর স্মাকে সুস্থ রেখ। ভালোবাসি মা।❤
আজকে রাতে এই গানটাকে আমার সঙ্গী করে ঘুমাবো।
মা কে হারিয়েছি ৯বছর হলো কিন্তু মায়ের সাথে কাটানো মূহুর্ত খুব মনে পরে এখন মনে করি মা সাথেই আছে যেখানেই থাকো ভালো থেকো মা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
One of the most emotional song
মাত্র 20 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছি....6মাস হল....জীবনের উঠা পড়াতে সেই শান্তির নীড় চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল 😔
মা কে হারানো বড়ো কষ্টের, যার নেই শুধুমাত্র সেই বুঝবে
গলাটা কি অদ্ভুত মায়াবী ..!♥️
বাবা নেই আজ প্রায় বছর দু'য়েক হতে যাচ্ছে!
খুব মনে পরে খুব।
যখন আর কোন দিক খুজে না পাই
তখন আকাশ প্রানে চেয়ে থাকি হইতো দেখতে পাবো বলে 😑
শুধু একটি বার বলতে চাই
খুব ভালবাসি তোমায়
বাবা ❤️
মন আমার যে পরিস্থিতিতেই থাকুক না কেনো তোমার কণ্ঠস্বর শুনলে মন টা শান্ত হয়ে ওঠে 😊😊😊,
অনেক ভালোবাসা রইল তোমার জন্যে দিদি ❤️❤️❤️❤️
Soooooooooo nice song Love you maa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Same to my life story ....l love her (ammi ji ) more than anything ❤️❤️😘😘😘😘
So emotional 😭 and the repairing the torn picture reminded me of the movie Brave
ruclips.net/video/TFG8-686Nzs/видео.html
অন্ধকারে যায় না দেখা তোমার চুলের গন্ধমাখা। স্বপ্নে ফোটে জুঁই 😍😌😌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ অসাধারণ 💓💓💓💓💓
প্রতিদিন গান টা শোনা অভ্যাস হয়ে গেছে ❤️❤️❤️❤️
বাবা...ছয় বছর পাঁচদিন হলো তোমাকে ছাড়া চলছি...একটা দিনও যায়িযে তোমার কথা মনে পরেনি...তুমি সারাক্ষণ রয়েছো জানি....আশির্বাদ করো..বাবা..বাবা❤.
চমৎকার। শুনে একধরনের স্নিগ্ধতা অনুভব করছি ।
This song compels me to remind someone badly ❤️ and that special name too .
only emotions...❤no words...some emotions can't be expressed through words...they're beyond words😊
We can't explain our mother 💞
Holle happy😊😊
Lagnajita r gola ta ashadharan keep it up girl ❤️
Sotti gan ta mon chuya gelo
Anak din por ai rakom ekta gaan sunchi
Thank you sVf
"তুমি নরম ফুলের গান "গানের পর এই গান টা আমায় কাঁদিয়েছে, আমার মা, বন্ধু, বোন আমার সবটা জুড়ে যে আছে, সে আর নেই, আমায় ফাঁকি দিয়ে চলে গেছে, এই গান টার মধ্য দিয়ে মনে হয়েছে তাঁকে যদি আর একটা বার পেতাম.....
মায়ের সাথে কত বাজে আচারণ করি।
মা সব সহ্য করে নেয়, ভুলেও যায়।
মায়ের মতো নিস্বার্থ ভাবে কেউ ভালোবাসে না এই স্বার্থপর পৃথিবীতে।
মা মা মা, ভীষণ ভালোবাসি তোমায়।
হৃদয়স্পর্শী, কথা গুলো হৃদয়ে যেন মোচড় দিয়ে যায়...
Happy Mother's Day maa 🌸🍂
Tomar jonno kono special day nei tmk ami daily special bhabe onubhob kori... Tmi chara to keo nei amar ... Onek sacrifice korecho amar jonno dekhbe akdin thik tmr pase darabo.. sry maa amar sob onnai ar jonno... Ami jni ami bhul korchi but amar icchai naa ami chaini kokhono kharap hote amake to baddho kora holo ami to cheyei chilam tmr sei chotto meye hoyei thakte... Khub bhalobasi maa chere jeyo Naa nhle ami amni tei sesh hye jabo...
বাহ্ ❤️
খুব খুব খুব সান্তি পেলাম শুনে🎉
Brilliant! Lagnajita r voice ta oshadharan
মা ভালোবাসি তোমাকে।
আজ ১৯ এপ্রিল ২০২২ তারিখ পড়লো।
এখন রাত ১২ঃ২০.
তুমি এখনো বেঁচে আছো আলহামদুলিল্লাহ।
জানিনা তুমি কবে হারিয়ে যাবে আমার পাশে থেকে।
মা বলে ডাকতে পারবোনা।
ধুকে ধুকে মরবো।😭
মা হারানোর দশ বছর একমাস।
কিন্তু মার কথা মনে পড়লে ভিতরটায় এতো অসহ্য যন্ত্রণা হয়, আহ😭
Sattie.... mon ta chue gelo....❤❤❤❤👌
31st jan 2021 মা ছেড়ে চলে গেছে। আজকের দিনে এক বছর আগে।ganta শুধু নয় এই পুরো সিনেমা টা আমার আর মায়ের জীবনের কাহিনী। পুরোটা মেলে।
Mon ta juriye jai ❤
Lagnajita didi take love from ProLiver 🇧🇩💙
Maa 🙌💝
Uffff ei cinema ta khub shundorrr❤❤