একটি জমি তিন জন মিলে ভাগে ক্রয় করে সমান ভাগে।তার পর দুই জনের নামে অর্ধেক আসে এবং বাকি অর্ধেক আসে আরেক জনের নামে। এখন যে দুই জনের কম আছে তারা ঠিক করবে কি ভবে?
আমমোক্তারের মাধ্যমে দলিল সম্পাদিত হলে অনলাইন নামজারি আবেদনে দাতার নামে কী আমমোক্তারের নাম হবে না কী জিনি আমমোক্তার নিযুক্ত করেছেন তার নাম হবে। দয়া করে জানালে উপকৃত হতাম।
আসসালামু আলাইকুম, আমরা ৫০ শতক জমি (মোট ৫ দাগে) ক্রয় করি ২০১০ সালে একটি দলিল দারা। আমাদের এলাকায় বি আর এস জরিপ হয় ২০১২ সালে। এই জরীপে আমাদের নামে রেকর্ড হয় ৩০ শতক ( মোট ৩ দাগে), এবং পুর্বের মালিকের নামে রেকর্ড হয় ২০ শতক ( মোট ২ দাগে)। এখন আমরা কি করবো, ২০ শতক জমি আমাদের নামে নামজারী করে নেব। একটি সুপরামর্শ দিয়ে বাধিত করিবেন।
বন্টন নাম 🎉দলিল রেজিষ্ট্রেশন করতে ১৩ শতক ধানী জমির বন্টন দলিল করতে ২৫ থেকে ৩০ হাজার খরচ হবে এটা কোন দেশ জানাবেন কি? সাবরেজিস্টার তো সোনার৷ মানুষ তার সঙ্গে আলোচনা করা কঠিন কেন?
ভাই বোন একই দাগের জমির ওয়ারিশ চৌদ্দ পুরুষ। এমন জমির জন্য আদালত ছাড়া বন্টন নামা দলিল সম্ভব নয়। এ বিষয়টি সরকারকে নজর দিতে হবে।
আপনি আদালতে বাটোয়ারা মামলা দায়ের করুন
একটি জমি তিন জন মিলে ভাগে ক্রয় করে সমান ভাগে।তার পর দুই জনের নামে অর্ধেক আসে এবং বাকি অর্ধেক আসে আরেক জনের নামে। এখন যে দুই জনের কম আছে তারা ঠিক করবে কি ভবে?
আমমোক্তারের মাধ্যমে দলিল সম্পাদিত হলে অনলাইন নামজারি আবেদনে দাতার নামে কী আমমোক্তারের নাম হবে না কী জিনি আমমোক্তার নিযুক্ত করেছেন তার নাম হবে। দয়া করে জানালে উপকৃত হতাম।
আমমোক্তার যিনি নিযুক্ত করেছেন
@gausul_azam ধন্যবাদ
সার জমি জখন রেকট এসেছিলো তখন আমার মামা তার নামে রেকট ধরাইছে ভাই বোদের নাম দেয় নাই তাহলে উপায় কি
রেকর্ড সংশোধনের মামলা করুন
আসলামুআলাইকুম স্যার আমরা রেকর্ড একটা জমি করায় করেছি এখন আমরা খারিজ করতে কোন অসুবিধা হবে প্লিজ
প্রশ্নটি বুঝতে পারিনি
আসসালামু আলাইকুম,
আমরা ৫০ শতক জমি (মোট ৫ দাগে) ক্রয় করি ২০১০ সালে একটি দলিল দারা। আমাদের এলাকায় বি আর এস জরিপ হয় ২০১২ সালে। এই জরীপে আমাদের নামে রেকর্ড হয় ৩০ শতক ( মোট ৩ দাগে), এবং পুর্বের মালিকের নামে রেকর্ড হয় ২০ শতক ( মোট ২ দাগে)। এখন আমরা কি করবো, ২০ শতক জমি আমাদের নামে নামজারী করে নেব।
একটি সুপরামর্শ দিয়ে বাধিত করিবেন।
নামজারী করতে হবে
সোলেনামা ডিক্রি দিয়ে কিভাবে নামজারি করবো একটি ভিডিও দেন প্লিজ
প্রথমে ডিক্রি সূত্র সিলেট করে আবেদন করুন
এরকম আবেদন অনলাইনে কিভাবে করবো সেটা একটু দেখিয়ে দিবেন।
খতিয়ানে একাধিক নাম বলতে কি বুঝিয়েছেন সেটা বুঝিনি।
প্লে লিস্ট এ গিয়ে ই নামজারি অপশনে ক্লিক করলে ভিডিও পাবেন
বন্টন নাম 🎉দলিল রেজিষ্ট্রেশন করতে ১৩ শতক ধানী জমির বন্টন দলিল করতে ২৫ থেকে ৩০ হাজার খরচ হবে এটা কোন দেশ জানাবেন কি? সাবরেজিস্টার তো সোনার৷ মানুষ তার সঙ্গে আলোচনা করা কঠিন কেন?
সাব রেজিস্টার এর বিরুদ্ধে উদ্বোধন কর্মকর্তার কাছে অভিযোগ করুন
B.S record er malik kibabe namjari kora jabe.
রেকর্ডে নাম থাকলে তো খারিজের কোন প্রয়োজন হয় না
@@gausul_azam khazna dear Jonno