প্রবাসে প্রবাসীর পুজো প্রস্তুতি..৫০ বছরের পূর্তিতে চোখ জোড়ানো আয়োজন.দেশের শিল্পীরা কীভাবে উপকৃত হন

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • প্রবাসে প্রবাসীর পুজো প্রস্তুতি..৫০ বছরের পূর্তিতে চোখ জোড়ানো আয়োজন.দেশের শিল্পীরা কীভাবে উপকৃত হন

Комментарии • 887

  • @sushmitaroy1334
    @sushmitaroy1334 11 месяцев назад +2

    এই ভ্লগটি আপনার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ,ও তাৎপর্যপূর্ণ একটি ভ্লগ। দুর্দান্ত লাগলো। আমি এটা শেয়ার করছি।

  • @laxmidhara6163
    @laxmidhara6163 Год назад +539

    আজকের ভিডিওটা প্রমাণ করে দিল যে বিদেশে গিয়েও বাঙালিরা নিজের শিকড়কে কখনো ভুলতে পারেন না। আর যারা বিদেশের মাটিতে গিয়ে নিজেদের দেশের সংস্কৃতিকে এই ভাবে বাঁচিয়ে রাখছেন এবং তুলে ধরছেন তাদের অসংখ্য ধন্যবাদ।💖🙏

    • @rajataichsarkar2779
      @rajataichsarkar2779 Год назад +2

      Upnar sathe akmot

    • @priyasil2479
      @priyasil2479 Год назад +2

      সত্যিই তাই😢

    • @priyasil2479
      @priyasil2479 Год назад +5

      অসাধারণ পরিকল্পনা ওনাদের।বিদেশে গিয়েও দেশের সংস্কৃতি ভোলেন নি।দিদি আপনি ওনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাবেন আমার তরফ থেকে। তোমরাও শারদীয়ার শুভেচ্ছা নিও।সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো।

    • @chaitalichakraborty-d3f
      @chaitalichakraborty-d3f Год назад +4

      অপূর্ব লাগলো ব্লগটা

    • @monikanandi5247
      @monikanandi5247 Год назад +2

      সত্যি অসাধারণ বিদেশের মাটিতে আমাদের দেশের মানুষ কত সুন্দর ভাবে দূর্গো পুজো করছে

  • @judhajitmukherjee1827
    @judhajitmukherjee1827 Год назад +6

    আমি চন্দননগর থেকে দেখছিলাম। আমি 70 yrs old, আমার খুব ভাল লাগল " প্রবাসী " 'র বেশ কয়েকজন হুগলি জেলার। আমি প্রবাসী 'র জন‍্য গর্বিত। ধন্যবাদ

  • @amolghosh5200
    @amolghosh5200 Год назад +8

    প্রিয় মহুয়া ,
    অসাধারণ উপস্থাপনা !
    মনটা ভরে গেলো !
    এই আশি বছরের মানুষটা , আমেরিকায় এই রকম তাকলাগানো উদ্যোগের কথা এই প্রথম শুনলো ! বন্ধু ও বিভিন্ন প্রচার মাধ্যমকে জানাতে চাইছি ! সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম !
    পূজো আনন্দময় হোক !

  • @nandinidas9877
    @nandinidas9877 Год назад +8

    প্রবাসে দূর্গা পূজার প্রস্তুতি দেখে ভীষণ ভালো লাগলো। সবাই কে পূজার আগাম শুভেচ্ছা, শুভকামনা রইল। প্রবাসীরা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ছোটদের অনেক অনেক ভালোবাসা।

  • @priyankarakshitroy2309
    @priyankarakshitroy2309 Год назад +77

    সত্যিই আমরা যারা ভারতবর্ষের বাইরে থাকি আর কাজের সূত্রে পূজোয় যোগদান করতে সেভাবে পারি না,তাদের সামনে তুমি পুজোর প্রস্তুতি যেভাবে তুলে ধরলে,তা সত্যিই অতুলনীয় এবং প্রশংসনীয়🙏🙏 তুমি অনেক ভালো থাকো দিদিভাই।🙏🙏

    • @sonalichatterjee1843
      @sonalichatterjee1843 Год назад

      খুব ভালো লাগলো.....কতো কিছু জানা গেলো.....ভালো থেকো সকলে ❤❤❤❤

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 11 месяцев назад +1

    সুন্দর প্রয়াস ওনাদের। নিজেদের আনন্দের সাথে সাথে দেশের মানুষের ভাবনা মিলে মিশে একাকার।

  • @suparnachakraborty4081
    @suparnachakraborty4081 Год назад +4

    আপনাদের কাছে আমাদের অনেক কিছুই শেখার আছে। অসাধারণ লাগলো। সবাই জমিয়ে আনন্দ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
    শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা রইলো।❤❤❤❤❤

  • @knowledgehunter_
    @knowledgehunter_ Год назад +265

    প্রবাসে বসবাসকারী মানুষদের ভাষা, normal বাঙালিদের থেকে যেন বেশি প্রগাঢ় হয়। শব্দচয়ন দেখলেই বোঝা যায়। আমি নিজেও প্রবাসী বাঙালি এবং আমার কলকাতার বন্ধুরা আমাকে বলে যে আমি যেন বেশি শুদ্ধ বাংলা বলছি। And I'm proud of that

    • @Letsbegin569
      @Letsbegin569 Год назад +18

      সহমত।আমাদের এখানে বাঙালী কম “মেকী” বাঙালী বেশী,এখানকার বাঙালী রা বাংলা বলতে লজ্জা পায়,তারা শাড়ী পড়তে লজ্জা পায়,প্রবাসী বাঙালীদের দেখে শেখার অনেক কিছু আছে❤❤

    • @arpita_gang
      @arpita_gang Год назад

      Kolkata r বাঙালিদের শুধু বাংলা বলতে লজ্জা লাগে। আমি গর্বিত আমি বাঙালী। ভালো বাংলা বলতে পারি।

    • @sonalisinha965
      @sonalisinha965 Год назад

      ​@@Letsbegin569খুব ভালো লাগলো

    • @rupalibanerjee8172
      @rupalibanerjee8172 Год назад

      একদম ঠিক এখনকার বাঙালি রা বাংলা বলতে ভুলে গেছে

    • @tapasighosh9410
      @tapasighosh9410 Год назад +2

      সত্যি সবাই সব কিছুই পরিষ্কার বাংলায় সব টা ই বুঝিয়ে দিলেন।

  • @rituparnachakraborty5762
    @rituparnachakraborty5762 Год назад +6

    আজকের ভ্লগটা খুব ভাল লাগলো প্রবাসে বাঙালিরা এত সুন্দর আয়োজন করছেন দেখে মন ভাল হয়ে গেল মেহা রামকৃষ্ণদের প্রজন্ম আপনাদের হাত ধরে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে ভবিষ্যতে ওরা এই ঐতিহ্য ধরে রাখবে, ভাল থাকুন খুব আনন্দ করুন পুজোতে সমস্ত প্রবাসী বাঙালি কে শারদ শুভেচ্ছা

  • @sharmistharoy2313
    @sharmistharoy2313 Год назад +3

    ভীষন ভালো লাগলো। নিজেদের জায়গার মানুষ ওখানে থেকে আমাদের সংস্কৃতিটি কে এত সুন্দর ভেবে ফুটিয়ে তুলছেন। এটা দেখে খুব ভালো লাগলো।

  • @arghasamanta3294
    @arghasamanta3294 Год назад +5

    তোমাদের কথা গুলো শুনছি ট্রেন এ বসে বসে আর পর পর চন্দননগর, চুঁচুড়া, কোন্নগর, উত্তরপাড়া সব স্টেশন গুলো পেরিয়ে যাচ্ছি.. গায়ে শিহরণ জাগছে দিদি.. 😌😌 তোমরা খুব ভালো থাকো.. সুস্থ থাক..
    শুভ শারদীয়া ❤

  • @moumitabhattacharjee2967
    @moumitabhattacharjee2967 11 месяцев назад +7

    আমরাও এবার UK তে 10th দুর্গাপূজা করছি। সারা সপ্তাহে কাজের পরে শনি রবিবার পুজোর প্রস্তুতি করছি তোমাদের মতো। ❤ Love from UK.

  • @rubinaha377
    @rubinaha377 Год назад +2

    আমি ও একজন প্রবাসী বাঙ্গালী,
    খুব সুন্দর খুব ই ভাল লাগল ভিডিও টা আমরা প্রবাসী বাঙ্গালীরা সব কিছু করতে পারি দূর্গা পূজো সবার খুব ভালো কাটুক এই কামনা করি 🙏

  • @Dreamsandsololiving
    @Dreamsandsololiving Год назад +82

    এনাদের মতন মানসিকতা যদি আমাদের দেশের মধ্যে থাকা 50% মানুষের ও হতো তাহলে হয়তো দেশের উন্নতি হতো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আপনাদের এই মানসিকতা যেনো দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারেন

  • @monojkumardas9624
    @monojkumardas9624 Год назад +4

    দারুণ লাগলো..... হোক না প্রবাসে, বেঁচে থাকুক মনের মধ্যে সেই ফল্গুধারা.... এই পূজোর ব্লগের অপেক্ষায় রইলাম.... শুভ মহালয়া ।

  • @lilabiswas4544
    @lilabiswas4544 Год назад +8

    আমার মাঝে মাঝে মনে হয় যারা প্রবাসে থাকেন তাদের বাংলার প্রতি ভালোবাসা আবেগ দেশের অনেক বাঙ্গালীর থেকে ও বেশী। আমাদের সংস্কৃতি রক্ষায় তারা অনেক আন্তরিক। খুব ভালো লাগলো। মহুয়া আমরাও আশাকরি তোমার সঙ্গে এই পুজোয় থাকব। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই।❤❤❤

  • @sikhabaidya8664
    @sikhabaidya8664 Год назад +27

    আমি আজ বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করচ্ছি কারন আমি বাঙালি। প্রবাসে থেকে ও কি সুন্দর গর, গর করে বাংলায় কথা বলছে। দেশের মাটিতে থেকে ও অনেক সেলিব্রেটি কে দেখি বাংলায় কথা বলতে লজ্জা বোধ করে। সত্যিই আপনাদের থেকে অনেক কিছু শিখার আছে❤❤❤❤🙏🙏🙏

  • @anuradhaduari4675
    @anuradhaduari4675 Год назад +28

    আজকের ব্লগটা সত্যিই অসাধারণ ছিলো,,,,, বিদেশের মাটিতে এতো বাংলাভাষী,, প্রাণ ভরা বাংলা কথা শুনে হারিয়ে গেলাম কিছুক্ষণ ❤ আর ওই যে আপনি বললেন না.... যে বিদেশের পুজোতে দেশের মানুষেরও নাম বাড়ছে,, দেশের মানুষের কারুকার্য উল্লেখিত হয়ে উঠছে বিদেশে । এই কথাটা অস্কার পাওয়ার মতো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাকে মহুয়া দি। খুব ভালো থাকুন আপনি। আমাদের প্রিয় একজন মানুষ হয়ে❤❤❤❤

  • @myhomekitchen117
    @myhomekitchen117 Год назад +2

    খুব ভালো লাগলো আজকের ব্লগ টা দেখতে সত্যি এটা ঠিক মানুষের সাথে কথা বললে কতো কিছু জানা ও শেখা যায়। খুব ভালো লাগলো ধন্যবাদ দিদি ❤

  • @manasichakraborty-yj3ie
    @manasichakraborty-yj3ie Год назад +2

    আজ কের ব্লক টা খুব ভালো, সবাই মিলে মিশে কি সুন্দর দুর্গ 🏰🏰🏰 পূজোর আয়োজন করছে দেখে খুব ভালো লাগলো। তোমাকে অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤❤

  • @IreenSultana-z6t
    @IreenSultana-z6t Год назад +2

    বাংলাদেশ থেকে দেখছি.. এই বাংলায় অভ্যস্ত না থাকায় প্রথম প্রথম কেমন লাগতো.. আপনাকে এতো ভালো লেগে গেছে যে ভাষাটাও এখন খুব মিষ্টি লাগছে...। এতো সুন্দর আর মিষ্টি একটি পরিবার.. সবাই এতো পরিমিতিবোধ সম্পন্ন.. খুব ভালো লাগে আপনাদের সবাইকে। অনেক শুভকামনা রইলো... ।

  • @arijithazra5450
    @arijithazra5450 Год назад +1

    খুবই ভালো লাগলো ❤ যখন নিজের শহর চন্দননগর থেকে মানুষরা আর বাকি আমার দেশের মানুষরা বিদেশের মাটিতে মা এর আগমন এর জন্য এত কিছু করে, আর কথা বলার মধ্যে সেই বাংলা ভাষার মাধুর্য , যেখানে তাদের একটুও লজ্জা করে না বলতে।
    মহুয়া দি কে তো কিছু বলার নেই তুমি এইভাবেই থেকো, সবাই কে ভালোবেসে রেখো ❤❤❤

  • @tamasimandal3904
    @tamasimandal3904 Год назад +5

    অসংখ্য ধন্যবাদ সবাই কে। এতো সুন্দর করে আমরা এতো কিছু জানতে পারলাম।আর সত্যি কথা বলতে কি আমি তো সবার মধ্যে ভগবান দেখতে পেলাম।সবাই আমার কাছে দুর্গা,লক্ষ্মী,সরস্বতী,বিশ্বকর্মা ,শিব ,কার্তিক,গনেশ,যত দেব দেবী আছেন।সবাই কে আমার প্রণাম।সবাই এতো কিছু সামলে এই রকম একটা প্রস্তুতি।এটা কোনো কিছু বলে শেষ হবে না।

  • @Radhe00-r4t
    @Radhe00-r4t 11 месяцев назад +1

    এই ব্লগটি। খুবি ভালো লেগেছে

  • @bipasatikadar7305
    @bipasatikadar7305 Год назад +9

    কি অসম্ভব গুনী সব মানুষ গুলি..সব থেকে বড় কথা আজকে তারা এত ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েও,এত ব্যস্ততার মাঝেও এই কাজে নিজেদের কে একসাথে সামিল করেছে..অসম্ভব ভালো লাগলো.. অথচ এমন অনেক মানুষ আছেন যে একটু সময় বার করতে গেলে কতো অজুহাত বার করে..সবাইকে আমার তরফ থেকে সম্মান,ভালোবাসা..সবাই ভালো থাকবেন..পুজো ভালো কাটুক.. শারদীয়ার আগাম শুভেচ্ছা..

  • @sarmishthabasubanerjee5631
    @sarmishthabasubanerjee5631 Год назад +1

    কি যে ভালো লাগলো,এইভাবে বিদেশে দেশের সংস্কৃতিকে আগলে রাখছেন আপনারা,অপূর্ব! অনেক শুভেচ্ছা রইলো আপনাদের সব্বার জন্য।

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 Год назад +17

    অপূর্ব vlog. দেখতে দেখতে শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল। মনে হচ্ছিল ছুটে চলে যাই ওদের সঙ্গে হাত লাগাই। অল্প ও মধ্যবয়সীদের এমন সুন্দর সৃষ্টির প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। মহুয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। ❤

  • @tapatisarkarcrystaljubleem1778
    @tapatisarkarcrystaljubleem1778 Год назад +3

    সত্যি আমারা গর্বিত মহুয়া দি তোমার জন্য
    খুব সুন্দর ভাবে বিদেশের মাটিতে দেশের ছোঁয়া বার করে আমাদেরকে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করছো। খুব ভালো ❤

  • @sudeshnaroy1130
    @sudeshnaroy1130 Год назад +3

    খুবই প্রসংসনীয় প্রবাসী র উদ্দেশ্য। অন্য পেশার সাথে যুক্ত হয়েও পূজোর প্যান্ডেলের কাজে সবাইকে হাতে হাত লাগিয়ে কাজ করতে দেখে মনে হলো যেন বিদেশের মাটিতে নয়, নিজের দেশে ই আছি। মহালয়ার পূর্বে পিতৃপক্ষের অবসানে সকলকে জানায় শুড শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও ভালবাসা।

  • @gopabagchi573
    @gopabagchi573 Год назад +12

    যারা নিজেদের বিদেশে প্রতিষ্ঠিত করেছেন তারাই দেশের মানুষের উন্নতিতে এগিয়ে আসছেন এটা জেনেই খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের সকলকে ।

  • @salilghosh3142
    @salilghosh3142 Год назад +41

    আজ নিজেকে বাঙালি বলে ভীষণ গর্ব অনুভব করছি। সত্যি, আমরা বাঙালিরা চাইলে সবকিছু করতে পারি।

  • @aditichatterjee3318
    @aditichatterjee3318 Год назад +22

    বাঙালির কাছে দুর্গাপুজোর কি যে মর্ম,তার প্রমান এই ভিডিওটি। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ওদের সকলকে। ❤️🙏

  • @isusona2706
    @isusona2706 Год назад +2

    আজকের আমি মুগ্ধ হয়ে গেলাম অসম্ভব সুন্দর পরিকল্পনা ।অসংখ্য ধন্যবাদ দিদি এই রকম ভিডিও উপহার দেওয়ার জন্য ,ভাল থাকবেন।

  • @rupsaentertainment4823
    @rupsaentertainment4823 Год назад +15

    প্রবাসের মাটিতে বাঙালিয়ানা প্যান্ডেল দেখে ভারি খুশি হলাম। বাঙালিরা সারা বিশ্বে নিজেদের ঐতিহ্য কে টিকিয়ে রেখেছে।এখানে বাঙালিদের জয়।❤❤

  • @pratibhamondal5106
    @pratibhamondal5106 Год назад +5

    আজকের পর্ব টা ভীষণ ভালো লাগলো।আর ভীষণ গর্ব বোধ ও হচ্ছে।আমাদের দুর্গা পুজোবিদেশের মাটিতে এত্ত সুন্দর ভাবে সংগঠিত হচ্ছে জেনে খুব গর্ব বোধ হচ্ছে।খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলের কাজ।সবাই এত আন্তরিক দেখে মুগ্ধ হলাম,সঙ্গে তোমার উপস্থাপনা.....অনবদ্য।ভালো থেকো,পুজো খুব ভালো কাটুক তোমাদের।❤️❤️❤️❤️❤️

  • @sarmisthamitra8295
    @sarmisthamitra8295 Год назад +7

    এমন প্রচেষ্টা ও উদ্যোগ দেখে বাঙালি হিসেবে গর্বে মন ভরে গেলো। সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা রইলো🙏🙏🌸🌸

  • @naami45
    @naami45 Год назад +2

    Aaj ker blog ta sotti khub bhalo chilo. Eto dur desh a theko these people are so rooted to our culture and origin. Great endeavour. Sabar pujo khub bhalo katuk. God bless.

  • @piupaul1537
    @piupaul1537 Год назад +3

    অসাধারণ...প্রবাসে বসে নিজের দেশের সংস্কৃতি কে এত আন্তরিক ভাবে ফুটিয়ে তোলার প্রচেষ্টা কে অসংখ্য সাধুবাদ জানাই আর তোমাদের সবাই যারা প্রবাসে আছো সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা💕💕💕💕

  • @bholanathden5400
    @bholanathden5400 Год назад +2

    এতো সুন্দর একটা চিন্তা ভাবনা.. সাধুবাদ জানাই .. বিদেশে থেকেও ভোলেননি.. প্রত্যেকে আমরা পরের তরে !🌷🌹🙏

  • @mousumidas8910
    @mousumidas8910 Год назад +35

    প্রবাসীর পুজো প্রস্তুতি দেখে খুব ভালো লাগলো, এতো ব্যস্ততার মধ্যেও নিজেদের স‍ংস্কৃতিকে ধরে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার মাসি ইলিনয় তে থাকে। বিদেশে বাস করেও কিভাবে ভারতীয়রা নিজেদের সংস্কৃতি কে ধরে রাখে, এই বিষয়ে মাসির কাছে অনেক গল্প শুনেছি। পুজো খুব ভালো কাটুক তোমাদের, ভালো থেকো ❤❤❤❤

  • @jewelysadhukhan5981
    @jewelysadhukhan5981 Год назад +3

    আমার শ্বশুর বাড়ি বারাকপুর মায়ের বাড়ির চন্দননগরের মানুষ বিদেশের মাটিতে প্যাণ্ডেল বানাচ্ছে খুব ভালো লাগলো গর্বে বুকটা ভরে গেল কলকাতা থেকে অনেকেই বিদেশে যায় কিন্তু মফস্বল থেকেও গেছে এটা আরো ভালো লাগছে সবাই ভালো থাকুক পুজোয় সবাই আনন্দ করুক তার সঙ্গে তোমরাও সবার জন্য রইল শুভকামনা আর বুখ ভরা ভালো বাসা

  • @tapaskumardas6037
    @tapaskumardas6037 Год назад +2

    ম্যাডাম আজকের ব্লগ অসাধারণ লাগল। বাঙালি হয়ে যে বাংলার সংস্কৃতি এভাবে বিদেশেও ছড়িয়ে দিচ্ছেন তা দেখে সত্যিই অভিভূত। এই রকম চিন্তাধারা ও মানসিকতা যদি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের হত তাহলে আমাদের দেশটা অন্য রকম হতো। রাজনৈতিক নেতারা ভারতবর্ষ কে শেষ করে দিচ্ছে।

  • @subratadey7027
    @subratadey7027 Год назад +3

    আজকের ব্লগটা দেখে আমিও আবেগে ভেসে গেছি। গায়ে কাটা দিয়ে উঠেছে।মানুষ চাইলে সব করতে পারে। বিদেশের মাটিতে তোমরা আমাদের থেকেও ভালো করে পুজোর আনন্দ উপভোগ কর।

  • @mandiraroychowdhury8859
    @mandiraroychowdhury8859 Год назад +1

    আজকের ব্লগ টা অপূর্ব লাগল। তোমাকে অসংখ্য ধন্যবাদ।

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 Год назад +3

    আজকের ভিডিওটা অসাধারণ.. প্রবাসে থেকেও এত সুন্দর বাঙালি আনা প্যান্ডেল দেখে মনটা খুশি হয়ে গেল ❤❤ দেশ-বিদেশের সকলকে ভাল রেখো মা❤❤

  • @krishnachodhury8456
    @krishnachodhury8456 Год назад +10

    আজকের vlog টা অপূর্ব। বিদেশের মাটিতে এত সুন্দর আয়োজন, খুব ভাল লাগল। নিজেদের ঐতিহ্য কে বিদেশের মাটি তে তুলে ধরেছেন। ছেলে মেয়েরা দেশের বাইরে থেকে নিজেদের ঐতিহ্য সম্বন্ধে জানতে পারছে।

  • @tapankumarmondal9101
    @tapankumarmondal9101 11 месяцев назад

    দুর্গাপূজার আনন্দ ওনারাই সবচেয়ে বেশি উপভোগ করছেন। নিজের হাতে মন্ডপ। অসাধারণ।

  • @supratikmajumdar8384
    @supratikmajumdar8384 Год назад +2

    খুব ভালো লাগলো। ভগবান উনাদের, আপনার মতো মানুষের মঙ্গল করুক।

  • @rebabiswas6852
    @rebabiswas6852 Год назад +2

    দিদি আজকের ব্লগ ভীষন আনন্দের,বিদেশে দেশের মতো পুজো পাওয়া,বড়ো শান্তির,খুবই সুন্দর প্যান্ডেল এর কাজ হচ্ছে,তোমরা সবাই খুব এনজয় কর,আর সবাই ভালো থেকো

  • @ItzAyanEditz00
    @ItzAyanEditz00 Год назад +4

    বিদেশে থেকেও বাঙালিয়ানা তোমাদের রক্তে মিশে আছে। কী সুন্দর আয়োজন করেছেন। পুজোটা দেখার ইচ্ছে রইল ভীষণ ভাবে।❤❤

  • @mitalimajumder8115
    @mitalimajumder8115 Год назад +2

    বাঙালি যেখানে সেখানেই নতুন কিছু করার প্রবণতা তৈরি হয় । তোমার আজকের ব্লগটি বাঙালির দুর্গোৎসবকে আরো আনন্দময় করে দিলো কারণ আমরা বাঙালি তাই আমরা সুদূর প্রবাসে থেকেও এতো বাড়ি কর্মকাণ্ডের আয়োজন করতে সচেষ্ট হই ।তুমিও মহুয়া অনেক কিছু আমাদের উপহার দাও ।ভালো থেকো আগামীকাল মায়ের আগমনী বার্তা ধ্বনিত হবে মহালয়া কে স্বাগত মা আসছেন।

  • @ujjwaldas4034
    @ujjwaldas4034 11 месяцев назад

    অসাধারণ কি বলব, এতো সুন্দর উদ্যোগ, খুব খুব ভালো, প্রবাসী আরোও এগিয়ে যাক, শুভময় হোক যাত্রা, সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা ❤

  • @songsbydebopriya8915
    @songsbydebopriya8915 Год назад +13

    কি অসাধারণ আয়োজন 👌👌। ওনাদের এই প্রয়াস যেনো দারুন ভাবে সাফল্য লাভ করে। দুর্গা পূজা যে বাঙালির হৃদয়ের কতো আপন আর প্রিয় সেটা এই মানুষগুলোর আবেগ না দেখলে বোঝা যাবেনা 🙏🙏। খুব দারুন একটা ভিডিও পোস্ট করলেন আজ। অনেক ধন্যবাদ। ভালো কাটুক আপনাদের দুর্গা পূজা 🙏🙏

  • @piyaleechattopadhyay4128
    @piyaleechattopadhyay4128 Год назад +2

    এইরকম একটা ব্লগের পরিকল্পনা করাটাও একটা ব্যাপার। অনেক ভালোলাগা ও ধন্যবাদ।

  • @bokulbag80
    @bokulbag80 Год назад +22

    অসাধারণ হয়েছে 🥰
    কেউ কারো রক্তের সম্পর্কের নয় অথচ সবাই সবার জন্য দায়বদ্ধ❤️ দেশের ঐতিহ্য সংস্কৃতি বিদেশের মাটিতে/মনে যেমন ছড়াচ্ছে, আবার বিদেশে বসে দেশের মানুষের জন্য কাজ করছে,সত্যিই অসাধারণ ❤️🥰

  • @archanalahiri8711
    @archanalahiri8711 Год назад +2

    মহুয়া, আজ এখনো পর্যন্ত তোমার যত গুলো ব্লগ আমি দেখেছি তার মধ‍্যে এটা বেস্ট। মুগ্ধ হলাম এদের কর্মযজ্ঞ দেখে। আমাদের সংস্কৃতি কে এভাবে বাঁচিয়ে রাখার প্রয়াস কে কুর্নিশ জানাই। ঠাকুর এঁদের সবার মঙ্গল করুন। তোমাকে ও অফুরন্ত ভালোবাসা।

  • @JhumaMondal-il3cy
    @JhumaMondal-il3cy Год назад +4

    আজকের ব্লক টা খুব ভালো লাগলো দিদি।আমরা বাঙালিরাই পারি বিদেশে গিয়েও নিজেদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা গর্বিত আমরা বাঙালি।❤❤❤❤

  • @tapashimookherjee5620
    @tapashimookherjee5620 11 месяцев назад

    কোলকাতা থেকে অসম্ভব মুগ্ধতা। দেখলাম যেন এক টুকরো ভারতবর্ষ। পুজো প্রস্তুতি খুব ভাল লাগল।তোমাদের পুজোর আগাম শুভেচ্ছা সব্বাইকে।

  • @JayatiChatterjee-m2u
    @JayatiChatterjee-m2u Год назад +1

    ভিডিও টা দেখে খুব ভালো লাগলো। আমার বাপের বাড়ি উত্তরপাড়া এ আরো ভালো লাগলো জেনে সুদূর আমেরিকায় আমার যেন পরিচিত কেউ এত বড় মাপের পূজোর উদ্যোগ ও সামাজিক সেবায় জড়িত আছেন।

  • @BidishaDey-o5n
    @BidishaDey-o5n Год назад +8

    বিদেশের মাটিতে এতো সুন্দর পূজোর প্রস্তুতি দেখে সত্যি ভীষন ভালো লাগলো 😊😊। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা🎉🎉🎉😊😊

  • @pinkiroy3612
    @pinkiroy3612 Год назад +2

    প্যান্ডেলের প্রাক সজ্জা ❤দেখে মনে হচ্ছে যে প্যান্ডেলটা কত সুন্দর হবে 👍🏻 বিদেশে থেকে পূজোর আনন্দ উপভোগ করা,এটা অনেক বড় ব্যাপার ❤❤
    খুব ভালো ব্লগ🎉

  • @tuhinroy.6472
    @tuhinroy.6472 Год назад +1

    অসাধারণ একটা ব্লগ। দেখে সত্যিই মনটা ভরে গেল। খুব গর্বিত মনে হচ্ছে ।

  • @kidieFoodie
    @kidieFoodie Год назад +3

    Eto sundor ekta blog jeno mon pran bhoriye dilo...Probase thekeo bangla k na bhola..nijer mati k na bhola...eto. Kichu skillset thaka sotteo kono rokom ahong bodh na thaka....This is real human being

  • @somamukherjee4489
    @somamukherjee4489 Год назад +1

    আমার ভীষন ভীষণ ভালো লাগলো ❤️। আমি শ্রীরামপুরে মানুষ। কিন্তু কর্মসূত্রে আমি উওর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা য় থেকেছি,তেমন শ্যামনগর,কাকিনাড়া জগদ্দল,সব জায়গায় থেকেছি, তাই তোমার সাথে একটা রিলেট করতে পারি নিজেকে যেহেতু তুমি ওদিকে র মানুষ, ওনাদের মুখে হুগলি সব স্টেশানের নাম শুনে বড্ড ভালো লাগছিল। প্রবাসী মানুষ রাও শিকারের টান অনুভব করে এত বড় পূজা ভাবা যায়। খুব ভালো লাগলো ❤️, ভালো থেকো।
    দেশে এলে তোমার সাথে দেখা করার ইচ্ছা রইল ❤

  • @souravmondal7385
    @souravmondal7385 Год назад +2

    Vlog টা দেখে কি যে ভালো লাগলো কি বলি 😍😍 দেশেও দুর্গা পূজার প্রস্তুতি তুঙ্গে আর্ বিদেশেও ❤️❤️ খুব enjoy করো দিদি তোমরা ❤️❤️ অগ্রিম শুভ দুর্গা পূজা তোমাদের সকল কে ।।

  • @Gopalersajghar
    @Gopalersajghar Год назад +7

    দুনিয়াতে কত কিছু দেখার আছে আর জানার আছে তোমাদের মতো কিছু মানুষের জন্য আমরা যেটা দেখতে পাই আর জানতে পারি❤ ভীষণ ভালো ভালো লাগলো মহুয়া❤ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা❤❤❤

  • @palas6
    @palas6 Год назад +57

    বিদেশের মাটিতে স্বদেশী অনুকরণে মন্ডপ করে পুজো। এই সুন্দর মনের মানুষ গুলো তাদের চিন্তা ধারা থেকে বদলে দেবে প্রবাশে থেকেও এতো সুন্দর দেশের মতোই পুজো করা যায়। 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sangitajanapatra5805
    @sangitajanapatra5805 Год назад +1

    আমি তো RUclips দেখি, আবার Fb তে ও আপনার content গুলো দেখি। আজ আপনার উপস্থাপনা অনবদ্য। Keep doing such good work. All the best.
    Wish you and your family a blissful Puja.

  • @Payeldas02
    @Payeldas02 Год назад +12

    সত্যি দিদি এত সুন্দর প্যনডেলের পরিকল্পনা সত্যি ভাবা যায় না।বিদেশে থেকেও এত সুন্দর চিন্তা ভাবনা করে প্যনডে বানানো ,আর এত সুন্দর করে কাজ করছে সবাই মিলে ,দেখে চোখ জুরিয়ে গেল। ভালো থেকো দিদি, নতুন ভিডিও জন্য অপেক্ষায় থাকলাম ❤️❤️❤️❤️

  • @moumitabanerjee7560
    @moumitabanerjee7560 Год назад +4

    অসাধারণ লাগলো দেখে আর ভেবে আপনাদের মধ্যে এতো আমাদের সংস্কৃতিকে ভালো ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা, অসাধারণ।

  • @kakolighatak1255
    @kakolighatak1255 Год назад +3

    অনেক কিছু জানতে পারলাম....অপূর্ব আজকের
    ভ্লগটা।এইভাবেই মহুয়া তুমি আমাদের আমেরিকা প্রবাসী বাংলীদের সম্পর্কে সমৃদ্ধ কর... দেবীপক্ষের আগাম শুভেচ্ছা❤

  • @shampachatterjee5851
    @shampachatterjee5851 Год назад +1

    ভীষণ মন ভালো করা একটা ভ্লগ দেখলাম মহুয়া। যিনি উত্তরপাড়ার বাসিন্দা বললেন তখন মনটা আরো আনন্দে ভরে গেল।আমরা তো এখন ওখানকারের ই বাসিন্দা। গোটা ভারতবর্ষ জুড়ে যা দূর্গা পূজো হয় তার সবটাই যেন এই একটা মন্ডপে পাওয়া গেল। কোলকাতার পূজোর পাশাপাশি এই পূজোটা ও যেন দেখতে পাই এই আশায় থাকলাম। সবাই ভালো থেকো আর আনন্দে থেকো। আমার মেয়েও এইরকম হাতের কাজ করে,,এবং অফিসের বিশ্বকর্মা পূজোর কাজও করেছে। এইসব দেখে মন ভরে যায় আনন্দে।❤❤❤❤

  • @rc34561
    @rc34561 Год назад +1

    উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তোমাকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশনের জন্য ।❤❤

  • @buddhadebdasbairagya
    @buddhadebdasbairagya Год назад +1

    Vison mistti r sundor laglo didi,choke diye jol chole alo apnar blog dekhe,kichu bolar vasha nei,JAI MAA DURGA ❣️🇮🇳❣️

  • @pachmesali186
    @pachmesali186 Год назад +3

    Great idea ❤.... বিদেশের মাটিতে যে এতো সুন্দর ভাবে নিজের বাংলাকে তুলে ধরা যায়... সেটা এই ভিডিও টা না দেখলে জানতেই পারতাম না। অনেক সুন্দর।probasi ghorkonnoa আপনাকে অনেক ধন্যবাদ।❤❤

  • @be5764
    @be5764 Год назад +6

    আজকের ব্লগ টি সত্যি খুব খুব ভালো লাগলো। এই সুন্দর প্রচেষ্টা, এত পরিশ্রম এবং একতা দেখে মন ভরে যায়। অনেক শুভকামনা সবার জন্য 😊 আর এই উদ্যোগ কে আমাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ শারদীয়া 🙏

  • @kaberikundu7634
    @kaberikundu7634 Год назад +1

    খুব খুব ভাল লাগলো দেখে.. দূর্গা পূজো মানেই রাশি রাশি আবেগ ভালবাসার আনন্দর ছড়াছড়ি..

  • @papiyabhandari9641
    @papiyabhandari9641 Год назад +1

    আজকের ব্লগ টা তো সেই আলাদাই অনুভূতি ভীষণ ভীষণ ভালো লাগলো পুজোতে এখানকার ব্লগের অপেক্ষায় থাকলাম

  • @mitalipal1299
    @mitalipal1299 Год назад +2

    দিদি আজকের ভিডিও টা দারুন হয়েছে খুব খুব ভালো লাগলো আজকের ভিডিও টা দেখে জানলাম আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেনো আমাদের দেশের কালচার কে ছেড়ে দিতে পারবো না ওনাদের পুজোর জে কনসেপ্ট জেনে খুব ভালো লাগলো এটাও জানা গেলো জে নিজের মাতৃ ভূমির জন্যে কিছু করার ই্ছা থাকলে মানুষ সুদূরে থেকেও কারোর হেল্প করতে পারে দিদি আপনার ভিডিও গুলো এই জন্যই ভালো লাগে কতো কিছু জানতে পারি আপনি ও আপনার পরিবারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দুর্গা পূজা খুব খুশি ও আনন্দের সাথে সবাই কাটান ❤❤😊😊😊

  • @tjunog
    @tjunog Год назад +2

    অসাধারণ আজকের vlog টা ❤ মন ভরে গেলো🥺 কোনোদিন সৌভাগ্য হলে একবার বিদেশের মাটিতে দুর্গা পুজোর আনন্দ উপভোগ করার চেষ্টা করবো😇 তোমায় অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও টা করার জন্য😇💞

  • @dhritimukherjee7658
    @dhritimukherjee7658 Год назад

    ভালো লাগাটাকে ভাষায় প্রকাশ করতে পারলাম না, এটা দেখে চোখে জল চলে এল ।শুধু এইটুকু জানালাম। অসাধারণ। 🙏🙏🙏❤❤❤

  • @smitachakraborty7447
    @smitachakraborty7447 Год назад +20

    কলকাতার বাঙালিরা বাঙলা কম হিন্দি, ইংরাজি বেশি বলে।আর প্রবাসি বাঙালিরা বাঙলার সংস্কৃতি বাঁচাতে এগিয়ে এসেছেন। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +2

    বিদেশের মাটিতে বাঙালীর একান্ত আপন দুর্গা পুজোর প্রস্তুতি, দেখে মনটা ভরে গেলো! ❤❤❤❤❤❤❤

  • @mahuachakraborty1266
    @mahuachakraborty1266 Год назад +1

    Ae vlog ta dekher por amar sotti kono vasa asche na kichu lekhar jonno. Ki aasadharon aayojon Durga pujor jonno. Didi tomake anek anek bhalobasa r donnobad aatoo...sundor akta upohar deyor jonno. Thank you Thank you Thank you so much Tomra sobay khub bhalo theko ❤❤❤❤

  • @bhaskar8523
    @bhaskar8523 Год назад +3

    এত বড় বড় মানুষেরা এত যত্ন করে ছোট বড় সবার জন্য প্যান্ডেল বানাচ্ছে। কি সুন্দর ❤

  • @sukanyar-sonsar-2022
    @sukanyar-sonsar-2022 Год назад +1

    Ajkar vlog ta khub valo laglo chuchura chandannogor teke probase jibon japon kora tarporeo Durga pujo jonno ato sundor kaj khub gorbo bodh hoche ❤ khub sundor laglo❤

  • @dreamingsoul5316
    @dreamingsoul5316 11 месяцев назад

    Wowwwwww🎉🎉🎉🎉🎉সত্যি চোখে জল চোলে এলো অভিভূত হয়ে গেলাম কি গর্ব হচ্ছে বোলে বোঝানো যাবে না আমরা বাঙালিরা চাইলে কী না পারি❤❤❤❤❤❤ আর সবচেয়ে বড় কথা আপনারা বেশিরভাগ সবাই আমাদের খুব কাছেই বাড়ির লোক❤❤❤❤ খুব ভালো লাগলো ভিডিও টা দিদি❤❤❤❤❤অনেক শুভেচ্ছা দুর্গা পুজো সকল সদস্য কে❤❤❤।

  • @ankitanandi1506
    @ankitanandi1506 Год назад +1

    বিদেশের মাটিতে দেশের সবথেকে বড়ো উৎসবের এক অনন্য আয়োজন।খুব ভালো লাগলো।আর আরো ভালো লাগলো বিদেশে গিয়ে এতো বাঙালি মানুষের দেখা পাওয়া।কেমন যেন আপন আপন লাগে।বাংলায় নিঃসংকোচে কথা বলা যায়।তারা যে নিজের শিকড়কে ভুলে যায়নি এটাই বড়ো কথা।আর দিদি তোমার কথা নতুন করে কি বলবো।তোমার জন্য সবকিছুই চেনা জানা হয়ে যাচ্ছে।ভালো থেকো।হল থেকে থিম পুজো।পরবর্তীকালে আরো অনেক কিছু দেখতে পাবো।ভালো থেকো।প্রবাসে দুর্গাপুজো দেখার জন্য অপেক্ষা করবো।

  • @moumitahazra267
    @moumitahazra267 Год назад

    Asadharan video, Shilpi ra desh-bidesh sob jayga nijer parichoy rekhe jay.

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 Год назад +1

    Darun laglo probase probasider Durga pujo korar etto ayojon dekhe..ar ki sundor gar gar kore bangla bole jachhen sobai..tai enader bangla kotha sunte vison valo laglo ar nijeke bangali mone kore garbo anuvob korchhi..ki je valo laglo ajker vlogta..tomay bole bojhate parbo na..probase sob bangali rai khub valo thakuk.. valo theko tomra sobbai..khub sundor pujo katao sobbai ❤❤

  • @arundhatighosh7429
    @arundhatighosh7429 Год назад +1

    Asadharon prochesta . Kurnish janai . dedicated and talented people ak songe nijeder culture k kibhabe dhore rakhar chesta korchhen ,ta sotti skhhoniyo .

  • @colorfulworld5543
    @colorfulworld5543 Год назад +24

    ফোন হাতে নিতেই notification, সঙ্গে সঙ্গে দেখতে বসে গেলাম।

  • @krishnakarmakar7513
    @krishnakarmakar7513 Год назад +13

    বাঙালী যেখানেই থাকবে প্রাণ খুলে বাচবে জীও বাঙালী জীও🙏👌👍❤❤❤❤

  • @barnalisaha3576
    @barnalisaha3576 Год назад +1

    খুব ভালো লাগলো। তোমার জন্য অনেক কিছু জানতে পারছি আমরা। পুরো প্যান্ডালটা দেখাতে ভুলে যেও না।

  • @arupkumardey4035
    @arupkumardey4035 Год назад

    অসাধারণ বলবো না খুব ভালো বলবো বুঝতে পারছিনা , জাস্ট সিম্পলি খুব দারুণ একটা ব্যাপার ❤️❤️❤️❤️

  • @sonalisantra9001
    @sonalisantra9001 Год назад

    খুব সুন্দর লাগল বিদেশেও যে এত সুন্দরভাবে পূজোর আয়োজন করা যায় তোমার পাঠানো ভিডিওটা দেখে বুঝতে পারলাম। ভাল থাকবে মহুয়া পরিবার নিয়ে।❤❤❤ শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল তোমাদের জন্যও।

  • @ramchandrade2826
    @ramchandrade2826 Год назад +1

    সুদূর প্রবাসে এত সুন্দর পুজোর আয়োজন দেখে খুব ভালো লাগলো।খুবই প্রশংসনীয়।

  • @archanamukherjee7743
    @archanamukherjee7743 Год назад

    Excellent.beautiful.Marvelous vlog.Thanks 4 the vdo.

  • @soumyaghosh8301
    @soumyaghosh8301 Год назад +4

    বিদেশে বাঙালীদের প্রাণের উৎসবের এই সাড়ম্বর উদযাপন সত্যিই মন ভরিয়ে দেয়। বিদেশে থেকেও বাঙালীদের এই দুর্গাপূজা এই উৎসবের সার্বজনীনতা প্রমান করে।দিদি, তোমাদের এবং ওখানকার সমস্ত প্রবাসী বাঙালিদের শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা।🙏☺️