ইঞ্চি সহ জমি মাপার সহজ পদ্ধতি । Land Measurement Bangla জমির মাপ,

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 19

  • @RoniDas-z6z
    @RoniDas-z6z 3 месяца назад +3

    Arokm diye akn ar kaj hoyna autocad diye korle akdm perfect paoya jay

    • @Nurnobikhokan43
      @Nurnobikhokan43  27 дней назад

      ইউটিউব থেকে জমির মাপার ভিডিও দেখে সার্ভেয়ার কিংবা আমিন হওয়া যায় না। নিজের জমিন মাপার পরে নিজের জমিনের হিসাবটা বুঝে নিতে পারে এবং নিজে ঠকবে না সেজন্যই ইউটিউব থেকে মানুষ জমিনের মাপ এর হিসাব শিখে থাকে। জমি মাপার প্রাথমিক ধারণাটা হয়ে থাকে। যেমন প্যারাসিটামল /নাপা এ সমস্ত ট্যাবলেট জ্বরের কাজ করে। এন্টিবায়োটিকে প্রয়োজন হলে থেকে এমবিবিএস ডাক্তারের কাছে যেতে হয় এ বিষয়টি ঠিক তেমন। আমি আন্তরিকভাবে দুঃখিত। বড় ভাই কিছু মনে করবেন না।

  • @mdboshirboshir4878
    @mdboshirboshir4878 Месяц назад +1

    রাইট

  • @mdHafiz-rn6lp
    @mdHafiz-rn6lp 5 дней назад

    ভাই ঘর থাকলে মাঝখানে কিভাবে ধরবেন

  • @IKBALHOSSAIN-p1j
    @IKBALHOSSAIN-p1j 29 дней назад +1

    সবসময় উত্তর দিকে করে নকশা ধরতে হয়।

    • @Nurnobikhokan43
      @Nurnobikhokan43  29 дней назад

      সরকারি নকশাগুলো উত্তর দিকে করে নকশা তৈরি করা হয়েছে। সেজন্যই সব সময় নকশা উত্তর দিকে ধরতে হয় এবং তৈরি করতে হয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @shshoyeb5932
    @shshoyeb5932 27 дней назад +1

    ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে, সিলিং মানে কি, যেমন বলে জমি মাপার পরে যে হিসাব বের হয় ২ শতক ২৫ সিলিং। এই সিলিং এর হিসাব কিভাবে করে?

    • @Nurnobikhokan43
      @Nurnobikhokan43  27 дней назад +1

      বাই আমি সিলিং বলতে যা বুঝি সেটি হচ্ছে ছাদের নিচের অংশটি কিংবা ছাদের নিচে অথবা চালের নিচে যে সিলিং করা হয় সেটি হচ্ছে সিলি। জমিনের ক্ষেত্রে আপনি এটি বলেছেন ২ শতাংশ ২৫ সিলিং//// জমি মাপের পর ২.২৫ অজু শতাংশ লিখে থাকেন। আবার কেউ কেউ ২.২৫ পয়েন্ট লিখে থাকে। আবার কেউ কেউ ২ শতাংশ ২৫ অজু শতাংশ।/// ভাইজান আপনি জমি মাপের হিসাব করার সময় সিলিং শব্দটির বিষয় যে প্রশ্নটি করেছেন এটি আঞ্চলিক শব্দ হতে পারে আমার জানা নাই কোন অঞ্চলে এই শব্দটি ব্যবহার করে!! আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জানাচ্ছি।

  • @nuruisllam-z2w
    @nuruisllam-z2w 2 месяца назад +1

    Ok, 👍

  • @MyMDSHOHAG
    @MyMDSHOHAG 2 месяца назад +1

    ভাই আপনার তো চায়ের দশমিক ৩৯ শতাংশ পাইছেন

    • @Nurnobikhokan43
      @Nurnobikhokan43  2 месяца назад

      না ভাই আমার মনে হচ্ছে আপনার কোথাও বুঝতে ভুল হয়েছে। ১৯১২.৩১২৫ বর্গফুট জমিনকে ভাগ করলে ৪ শতাংশ ৩৯ পয়েন্ট জমিন হয়। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @shpavel3496
      @shpavel3496 2 месяца назад

      ভাই যদি একদিকের দৈর্ঘ্য অন্য দিকের দৈর্ঘ্যর ব্যবধান ১০ ফুট বা তার বেশি হয় তখন ত্রিভুজের ভিত্তিতে ক্ষেত্রফল নির্ণয় করা ভালো। আর যদি দৈর্ঘ্যের ব্যবধান দুই দিকের চার পাঁচ ফুটের মধ্যে হয় তাহলে চতুর্ভুজের ভিত্তিতে ক্ষেত্রফল নির্ণয় করা ভালো। বিষয়টাকে যুক্তিক না অযৌক্তিক জানাবেন প্লিজ

    • @Nurnobikhokan43
      @Nurnobikhokan43  2 месяца назад

      ভাই আপনি যা বলেছন তা ১০০% যুক্তিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mdsahinurislam8352
    @mdsahinurislam8352 2 месяца назад +2

    এক জায়গায় দেখলাম ৭২০এক কাঠা কোনটা সঠিক ভাই

    • @Nurnobikhokan43
      @Nurnobikhokan43  2 месяца назад

      বিভিন্ন এলাকা এবং ডিসট্রিক্ট অনুযায়ী কাঠার হিসাব হয়ে আলাদা আলাদা হয়ে থাকে। যেমন রুপগঞ্জ থানা এলাকায় দেড় শতাংশ জায়গায় এক কাঠা হিসাব করা হয়, ৩০ শতাংশে এক বিঘা। ১.৫ শতাংশ জায়গায় এক কাঠা হলে ৭০০ এর কম হয়। সেজন্যই কাঠার হিসাবটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে হিসাব করে থাকে।

  • @MyMDSHOHAG
    @MyMDSHOHAG 2 месяца назад +1

    চার দশমিক ৩৯ কি ইঞ্চি নাকি ফুট

    • @Nurnobikhokan43
      @Nurnobikhokan43  2 месяца назад

      ১৯১২.৩১২৫ বর্গফুট জমিন হয়েছে, এটাকে ভাগ করলে ৪ শতাংশ ৩৯ পয়েন্ট জমেন হয়। এক কথায় ৪ শতাংশ ৩৯.পয়েন্ট জমিন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝেন তাহলে ভিডিওর কথাগুলা একটু মন দিয়ে শুনে থাকবেন। আমার লেখাগুলোর মধ্যে দুই এক জায়গায় ভুল রয়েছে যেগুলো সাদা তিরচিহ্ন দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে কারন আমি দেখেছি লেখাটা ভুল ছিল। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো মন্দ নিয়ে অবশ্যই কমেন্ট করবেন