Onnyo Basanto Title Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 639

  • @kalyanbaralmusic
    @kalyanbaralmusic  4 года назад +256

    দেখা হয়ে যাবে অন্য বসন্তে...🍂

  • @subhajitsingharoy2028
    @subhajitsingharoy2028 4 года назад +664

    আমাদের দূর্ভাগ্য যে এরকম সিনেমা র খ্যাতি ছড়ায় না।

    • @kalyanbaralmusic
      @kalyanbaralmusic  4 года назад +18

      সত্যিই আমাদের দুর্ভাগ্য।

    • @asrafshah8568
      @asrafshah8568 4 года назад +4

      সত‍্যিই তাই

    • @rajeshbiswas4733
      @rajeshbiswas4733 4 года назад +16

      Egulo commertial cinema noy.sudhu mon chhuye jay..anuvuti gulo

    • @LegacyOfKnowledge_Official
      @LegacyOfKnowledge_Official 4 года назад +1

      সিনেমার নাম কি?

    • @rajusaha1849
      @rajusaha1849 4 года назад +1

      @@LegacyOfKnowledge_Official onoo bosontoo

  • @Subho_dreamwbp
    @Subho_dreamwbp 3 года назад +179

    This line - " ওরে নির্বোধ! ওটা অন্য পৃথিবী, আর তোর বড্ড দেরি হয়ে গেছে" !! গানের প্রতিটা লাইন কিভাবে সব যেন শান্ত করে দেই..!❤️😌

    • @farhinbanu4344
      @farhinbanu4344 2 года назад +1

      ae lineta tar mane amk bolte parben ki bolte cheyeche

    • @NotSayanoisy
      @NotSayanoisy 2 года назад +3

      @@farhinbanu4344 আমি আপনাকে রিকুয়েস্ট করছি, আপনি পুরো সিনেমাটা দেখুন বুঝতে পারবেন

    • @suman.6180
      @suman.6180 Год назад +1

      Aei sinema ta aj theke 2-3 yr age ek bondhu refer korechilo Tai dekhechilam..just awasome..tokhon ata utube er golitei chilo...akhon ache kina ba sotti hariye geche,Tao Jani nah...jai hok gan ta k abar khuje peyechi... comments rekhegelam...keu puro movie ta pele janio...

    • @tanushreeneogi4680
      @tanushreeneogi4680 Год назад

      Zee 5 a full movie ta paben..

    • @arnab4577
      @arnab4577 2 месяца назад

      ​@@suman.6180ekhon RUclips e available

  • @debjanimukhopadhyay3676
    @debjanimukhopadhyay3676 10 месяцев назад +36

    ব্যাপার টা ভেবে দেখো, অভিমন্যু আর মেয়েটা একই পৃথিবীর, কেবল মেরু টা ভিন্ন… মাত্রা কিছুটা অন্য, কিন্তু গতিটা কেবল উৎকর্ষের, একটা মাত্র ওপরে উঠতে চেয়ে ধরতে চেয়েছিলো অন্য রকম শাখা, আর এক মাত্রা আঁকড়ে ধরতে চাইছে খড়কুটো, তবু স্রোতের প্রবল আকর্ষণে ভেসে যাচ্ছে বার বার, অথচ না হতে চেয়ে মুখোমুখি হয় দুই পার্থিব মাত্রা, একই ক্ষেত্রে,একই আবর্তে, তারপর…

    • @akashbulbul8936
      @akashbulbul8936 5 месяцев назад

      Khub sundor kore bolar jonno dhonnobadh.....

    • @mithunkarmakar7005
      @mithunkarmakar7005 2 месяца назад

      Kichu hoy na ......ba kichu roye Jay......r ...ki.....

    • @badboy-pg7el
      @badboy-pg7el Месяц назад

      ব্যাপারটা সত্যিই অসাধারণ যা জীবনের সঙ্গে হুবহু মিল রয়েসে, কিছু পাওয়া কিছু না পাওয়া মিলে মিশে একাকার,, জীবন মানেই কোথাও না পেয়ে অনেক কিছু পাওয়া আবার না পাওয়া, হয়তো বা এটার ও দরকার সিলো, না হলে হয়তো বা জীবনের আসল মানেটাই আমরা,,,,,,,,,,,,,,,,,

  • @sumangorai3762
    @sumangorai3762 4 года назад +213

    অসাধারণ সিনেমা । অসাধারণ গান । কত গভীর বিস্তৃতি ! শুধুই নীরব হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নেই উপায় । আরো হোক্ আরো বেশি পরিমাণে হোক্ এ ধরনের ছবি । হয়তো সবাই দেখবে না, বুঝবেও না সবাই । কিন্তু হয়তো কোনোদিন না কোনোদিন ভালোর মূল্য স্বীকৃতি পাবেই । অন্তত আশা করা তো অপরাধ নয় ....

    • @moumi7381
      @moumi7381 3 года назад +1

      Movie link plzzz 😁

    • @SomaDas-ry4nq
      @SomaDas-ry4nq 3 года назад +1

      @@moumi7381 download zee5 app

    • @a.hasnat9768
      @a.hasnat9768 2 года назад

      ভাই মুভিটা ইউটোবে নাই,যদি লিংক দিতেন।

  • @Prakashmazumder10
    @Prakashmazumder10 3 года назад +110

    জীবনে বহুত বিখ্যাত সিনেমা দেখেছি
    তারপর ও মনে হয় অন্য বসন্ত এই আমার দেখা সেরা।

    • @moumi7381
      @moumi7381 3 года назад

      Movie link plz

    • @Prakashmazumder10
      @Prakashmazumder10 3 года назад

      @@moumi7381 এটা এখন আর বাইরে পাওয়া যায় না আমার ফেসবুক এ আমি শেয়ার করে রেখেছি ওখান থেকে দেখে নিতে পারেন

    • @moumi7381
      @moumi7381 3 года назад

      @@Prakashmazumder10 apnar fb account er nam ki

    • @Prakashmazumder10
      @Prakashmazumder10 3 года назад

      @@moumi7381 Prakash Kumar Mazumder

    • @moumi7381
      @moumi7381 3 года назад

      @@Prakashmazumder10 Thank you

  • @sathimandal7147
    @sathimandal7147 3 года назад +140

    কৌশিক রায় ❤ , অভিমন্যু হিসেবে রয়ে গেছে হৃদয়ে।

    • @hsshowon_0359
      @hsshowon_0359 10 месяцев назад +1

      ekdom 💯

    • @tonmoybanik9938
      @tonmoybanik9938 5 месяцев назад +2

      আসলেই তাই..
      আর অমৃতা রয়ে গেছে তন্বিষ্টা হয়ে ❤️

  • @mimiscreation98
    @mimiscreation98 10 месяцев назад +11

    যতবারই দেখি কখনই পুরনো হয় না। মনে হয় আজকেই প্রথম দেখলাম। আমার দেখা প্রিয় ছবিগুলোর মধ্যে অন্য বসন্ত সত্যি অনন্য❤

  • @tanusree_dasgupta
    @tanusree_dasgupta Год назад +11

    আমি সাধারণত সেভাবে কোনো ভিডিওতেই কমেন্ট করিনা। কিন্তু এই গানটা কোথাও একটা মনটাকে অদ্ভুত একটা শান্তি দেয় আর যতবার গানটা শুনি ততবার সিনেমাটা চোখের সামনে ভেসে ওঠে, যা সুচিত্রা ভট্টাচার্যের 'অন্য বসন্ত' বইটির চিত্ররূপ। এত গভীর অনুভূতির সিনেমা হয়তো খুব কমই আছে বাংলায়। জীবনের অন্য একটা মানে খুঁজে দেয় যেন সিনেমাটা। তাই আজকে কমেন্ট না করে পারলাম না।

  • @sanjoybarman1305
    @sanjoybarman1305 Год назад +10

    অন্য বসন্ত: সে এক অন্য আবেগ পারমিতায়
    জানি কোনোদিনও বলা হবেনা মুখফুটে 'বড্ড ভালোবাসি', তবুও ভালোবাসি ভীষণ, সকাল যেভাবে আসে!
    ভালোবাসার বস্তা পচা সাতকাহন এখানেই থাক যেভাবে বিকেল যায়, সন্ধ্যে নামে!
    সময় হলে ছাদের আঙিনায় রোদ রেখে যাস, গভীর রাতে বিশুদ্ধ নীরবতায় পূর্ণিমা ভেবে আকাশ দেখবো নির্বোধের মতো!
    ভালো থাকিস ব্যস্ততার দুনিয়ায়
    সেই পারমিতায়!🖤❤

  • @anitasaha7665
    @anitasaha7665 3 года назад +31

    এই গানে অদ্ভুত একটা নীরবতা কাজ করে!! মনে হয় কিছু একটা লুকিয়ে আছে গানটাতে যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে,, বলে বোঝানো যায়না!!

  • @MKMKAHAH
    @MKMKAHAH 3 года назад +34

    " ওরে নির্বোধ ওটা অন্য পৃথিবী, আর তোর বড্ড দেরি হয়ে গেছে!" This line hits me hard. And the song tears me up...

  • @Bikli985
    @Bikli985 4 года назад +66

    কমেন্ট বক্সে রেখে দিয়ে গেলাম স্মৃতিটুকু।
    যখনই একা থাকি তখনই গানটা শুনি গানটির গভীরতা এতটা গভীরে গিয়ে ক্ষত সৃষ্টি করে যা মুখে প্রকাশ করার মত নয়। সিনেমাটা দেখে একটা শিক্ষা পেয়েছিলাম। জানিনা সবার মতো বলতে হবে কিনা যে "এগুলো সিনেমাতেই হয় বাস্তবে না"।
    বাবা:- তুমি ভালো না থাকলে,আমরা ভাল থাকি কি করে!
    মেয়ে:- ইচ্ছে না করলে?
    বাবা:- হ্যাঁ! ইচ্ছে না করলে কিচ্ছু করোনা।
    কিচ্ছু না।।
    মেয়ে:- বিয়েটাও না 🙂

    • @kalyanghosh4174
      @kalyanghosh4174 2 года назад +1

      ভাই রে ❤️🙂

    • @tagorihalder0555
      @tagorihalder0555 8 месяцев назад

      "অন্য বসন্ত " আবার দেখতে চাই ।
      RUclips এ নেই 😔

  • @oronnoaviary1219
    @oronnoaviary1219 5 лет назад +54

    এসে ছিল মন সকাল যে ভাবে
    এসে চলেইতো গেছে যেভাবে বিকেল যায়
    খেলা চিরকাল দূরত্ব ভালবেসে
    রোধ রেখে যায় পাসের বারান্দায়
    সময় হারায়...ছোট নৌকার মত
    মুঠো খুলে দেখো
    আক্ষেপ কিছু নেই কিছু নেই
    রাত হবে বলে
    সন্ধ্যে ও শম্মত দেখে হয়ে যাবে
    অন্য বসন্তেই

    • @paritosh5498
      @paritosh5498 5 лет назад +1

      সে এসেছিলো ..আবার চলেও যাচ্ছে ..তাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই !

  • @sumanbiswas6250
    @sumanbiswas6250 3 года назад +56

    এই বসন্তে যদি সাফল্য না আসে,পরের বসন্তে অপেক্ষা করার দরকার নেই,তুমি হয়ে যেও অন্য কারোর........

    • @abs3704
      @abs3704 Год назад

      Tukhor laglo line ta. GNethe thakbe mon e.

  • @banashreebanerjee7403
    @banashreebanerjee7403 3 года назад +24

    ওরে নির্বোধ!ওটা অন্য পৃথিবী, আর তোর বড্ড দেরি হয়ে গেছে।
    অনেক কিছু শিখিয়ে দেয় সিনেমাটি।❤️

  • @ashikkhan-uh2xo
    @ashikkhan-uh2xo 3 года назад +40

    বাংলাদেশ থেকে বলছি, আমার দেখা অন্যতম সেরা মুভি। সত্যিই অন্য বসন্তের থমকে যাওয়া সময় নিয়ে গল্প।❤️❤️❤️❤️❤️😇😇😇

    • @abs3704
      @abs3704 Год назад

      Onek onek dhonyobaad aapnake 🙏

  • @peonyyy3
    @peonyyy3 Год назад +9

    গানটা শুনলেই একটা তীব্র যন্ত্রনা শিঁরদাড়া বেয়ে উঠে আসে গলা চেপে ধরে কিন্তু তাতে ব্যথা লাগেনা কি আশ্চর্য! শান্তির দীর্ঘশ্বাস বেরোয় আর বন্ধ চোখে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে...

  • @prantodattacr9373
    @prantodattacr9373 3 года назад +7

    কেন জানি এই মুভিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে।
    অনেকবার মুভিটি দেখেছি।
    কী এক দুঃসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি!.
    এত সুন্দর একটি মুভি জনপ্রিয়তা পায় না .।

  • @Civilmonk01
    @Civilmonk01 6 месяцев назад +2

    কতবার যে বারবার ঘুরে ঘুরে এসেছি এই গানটার কাছে আমার জানা নেই, কেমন এক অদ্ভুত অপার শান্তি অনুভব করি। খুব নিজের গানটা, 'খুবই' নিজের মত গল্পগুলোকে যেন কেউ আমার চোখের সামনে তুলে ধরছে সহজ সরল সাবলীল ভঙ্গিতে। "খারাপ লাগা" গুলোও স্বার্থপর এর মতো নিজের কথা ভেবেই "ভালোলাগায়" অভিযোজিত হতে চাইছে....❤

  • @fatihaaiat1153
    @fatihaaiat1153 3 года назад +19

    এই গানটি যখন শুনি একবার শুনি, দুইবার শুনি তারপর কতোবার শুনি আর মনে থাকে না। "দেখা হয়ে যাবে..." গানের এই জায়গাটাতে আমার মনে হয় অন্য কোন এক বসন্তে দেখা হয়ে যাবে তার সাথে। সেদিন চিনেও চিনবো না কেউ কাউকে।

  • @homeoutsider
    @homeoutsider 9 месяцев назад +2

    কিছু গান কখনোই পুরোনো হয় না। এটা তেমনি একটা গান। সিনেমার কথা আর কি বলবো । আজ পর্যন্ত যে কতোবার দেখেছি তার হিসেব নেই। আমার পছন্দের লিস্টে এটা সবসময়ই শুরুতে থাকে।
    আহ কি লিরিক্স।।।।।❤

  • @chobiwala_soumen
    @chobiwala_soumen 2 года назад +26

    It's not a cinema, it's an emotion. Pure magic. One of the best .

  • @amazeyourself3463
    @amazeyourself3463 4 года назад +51

    I think Amrita and koushik they are perfect in this movie...Thank you...

  • @alchemist3284
    @alchemist3284 6 лет назад +253

    ওরে নির্বোধ ওটা অন্য পৃথিবী,আর তোর বড্ড দেরি হয়ে গেছে।।❤️❤️

    • @maksudahamed3720
      @maksudahamed3720 6 лет назад

      ইয়েছ,

    • @saju3791
      @saju3791 5 лет назад

      আর তোর বড্ড দেরি হয়ে গেছে....er meaning ta ami thik bujhte parlam na. Ekyu explain korben?

    • @satabdibhattacyaharya6263
      @satabdibhattacyaharya6263 5 лет назад +7

      @@saju3791 Dada apni ei movie ta dekhlei bujhte parben. ei meyeta already engaged chilo ekta borolok er sathe.

    • @saju3791
      @saju3791 5 лет назад +5

      @@satabdibhattacyaharya6263 hayre ami movie ta dekhechi. Ei movie tar kahini amr life realated

    • @himanshubakshi4958
      @himanshubakshi4958 4 года назад

      Ha ..ota sotti onno prithibi

  • @rituparnaganguly7838
    @rituparnaganguly7838 4 года назад +39

    সে সত্যিই অন্য পৃথিবী। বড্ড বেশি দেরি করে ফেলেছি, বড্ডই বেশি 😊

    • @ramraj-yt1jr
      @ramraj-yt1jr 4 года назад

      Link pawa jabe movi tar..plzzz

    • @arifulislamabir5163
      @arifulislamabir5163 3 года назад

      সত্যিই দেরি করে ফেলেছি! আর এই দেরিটা না করলে বোধহয় জীবনটা এত সুন্দর হতো নাহ! :)
      না পাওয়াতেই আনন্দ থাকুক।

    • @souravmandal26
      @souravmandal26 7 часов назад

      অনেক সুন্দর ❤

  • @rajeshk.chakraborty2376
    @rajeshk.chakraborty2376 2 года назад +11

    এভাবেই যদি বসন্তের বকুল-বিছানো পথে অনির্বাণ হাঁটতে হাঁটতে জীবন কাটিয়ে দেয়া যায়, আকাশে জলরঙের আলপনা দেখে আর জানলার ঘুলঘুলিতে পাখিদের আনাগোনা দেখে বিন্দাস ভালোলাগায় বাঁচার আনন্দ উপলব্দি করতে পারা যায়, তাহলে এই প্রেম-ভালোবাসার আলপিন যন্ত্রণাকে কেন দেয়ালে টাঙিয়ে রাখতে হবে?

  • @ayanmandal7886
    @ayanmandal7886 4 года назад +25

    মেঘ বলে দেয় , আকাশ কত নিচু।
    চাইলেই তবু কি হাতে নেওয়া যায়।।
    🌼

  • @mustafizali9504
    @mustafizali9504 2 года назад +5

    এসেছিলো মন সকাল যেভাবে আসে
    চলে ও তো গেছে যেভাবে বিকেল যায়
    খেলা চিরকাল দুরত্ব ভালোবাসে
    রোদ রেখে যায় পাশের বারান্দায়
    সময় হারায় .. ছোট নৌকার মতো
    মুঠো খুলে দেখো
    আক্ষেপ কিছু নেই কিছু নেই
    রাত হবে বলে
    সন্ধ্যায়-ও সম্মত দেখা হয়ে যাবে
    অন্য বসন্তেই
    শুনেছি কখনো লেখা হয়ে ছিলো কিছু
    চিঠিতো আসেনি হৃদয়ের ঠিকানায়
    মেঘ বলে দেয় আকাশ কতো নীচু
    চাইলেই তবু কি হাতে নেয়া যায়
    শুধু বাতিঘর .. নৌকার কথা জানে
    ঘুম পাড়ানোর .. গল্প শোনায় সেই
    নিরবতা ছোটে .. কথাদের সন্ধানে
    দেখা হয়ে যাবে
    অন্য বসন্তেই

  • @pbeditz3104
    @pbeditz3104 Месяц назад +1

    নীরবতা ছোটে কথাদের সন্ধানে... দেখা হয়ে যাবে অন্য বসন্তে...
    🧿💛
    ডিসেম্বর ২০২৩ এ দেখেছিলাম, আরও একটা ডিসেম্বর আসতে চলেছে... 💛🌟

  • @mostafijurrahman2246
    @mostafijurrahman2246 6 лет назад +61

    কত বার যে শুনেছি তার ঠিক নেই!!!!
    “””আক্ষেপ কিছু নেই রাত হবে বলে।””

  • @TheDeadMan001
    @TheDeadMan001 7 месяцев назад +2

    মেঘ বলে দেয়, আকাশ কত নিচু।
    চাইলেই তবু কি হাতে নেওয়া যায়। 💔
    দেখা হয়ে যাবে অন্য বসন্তেই 😊

  • @manasikundu1605
    @manasikundu1605 11 месяцев назад +2

    ....দেখা হয়ে যাবে অন্য বসন্তেই..... ❤😊 23:44 , 22 Dec , Friday

  • @manozbhattacharjya6440
    @manozbhattacharjya6440 3 года назад +3

    আমার জীবনে দেখা সেরা বাংলা ছবি।কাহীনি, চিত্রায়ণ,গান পরিবেশ সব কিছুর এক অপূর্ব সন্নিবেশ।

  • @manospal9081
    @manospal9081 3 месяца назад +1

    Cinema ta antoto 25 theke 30 bar dekhechi, aro pore aro dekhbo.
    Shudhu etuku bolbo , amar dekha Sera cinema....onno level er . Khub feel korar cinema

  • @soumitakanjilal5087
    @soumitakanjilal5087 6 месяцев назад +2

    "Shadows of time"এর পর "অন্য বসন্ত"মনে দাগ কেটেছিল।

  • @tajrinakter3732
    @tajrinakter3732 Месяц назад

    এই গান টা ,আসলে সিনেমাটাই এতো সুন্দর! অসম্ভব প্রিয় একটি সিনেমা। এটা নিয়ে বলতে গেলে শব্দ ,ভাষা যেন কোথায় হারিয়ে যায়...

  • @monjurulislam8094
    @monjurulislam8094 2 месяца назад +1

    এখনো দেখি মাঝে মাঝে। অন্যরকম ভালো লাগা কাজ করে ❤😢

  • @tajrinakter3732
    @tajrinakter3732 5 дней назад

    এই মুভি টা মনের এত কাছে পৌঁছে গেছে বলার নয়...।! এটা ইউটিউব এ পাওয়া গেলে দারুন হত।

  • @arpanbiswas2311
    @arpanbiswas2311 4 года назад +7

    সত্যি ই যে সঠিক মানুষ কে চিনতে বড্ড দেরি হয়ে যায়!
    তাই আমরা বেশিরভাগেরাই নির্বোধ হয়ে রয়ে যাই।

  • @SurajMondal-cj4ob
    @SurajMondal-cj4ob 2 года назад +2

    অবর্ণনীয়। অমায়িক। গানটা হৃদয় নাড়া দিয়ে যায়। এক তৃপ্তি শান্তি আনে। Masterpiece Movie.... রেখে দেবো ডিলিট করবো না। আবার দেখবো। বারবার দেখবো।

  • @kamranahmed9562
    @kamranahmed9562 3 года назад +9

    হাজার মুভি দেখার পর ও এইরকম মুভি ১ টাও পাওয়া যাবে না, অামার সব সময়ের প্রিয় মুভি❤️❤️ ২৮/০৫/২০২১. অাবার দেখবো

  • @mousumishimu6999
    @mousumishimu6999 4 года назад +13

    এসেছিলো মন
    সকাল যেভাবে আসে,
    চলেও তো গেছে
    যেভাবে বিকেল যায়। ❤

  • @debleena214layek
    @debleena214layek 4 года назад +8

    গানটা শুনতে শুনতে রোজ রাতে চোখের জল বালিশ ভিজিয়ে যায় . . অসাধারণ একটি গান

  • @golapmk4319
    @golapmk4319 5 лет назад +43

    After watching this movie I fall love with actor ❤️KOUSHIK ROY❤️

    • @damnboiii1109
      @damnboiii1109 4 года назад +2

      Are o kota tv serial korto.. oita dekhe amar birokti lagto.. kintu ei cinema ta dekhe.. puro dharonata e bodle geche

    • @sathimandal7147
      @sathimandal7147 3 года назад +2

      এই সিনেমাটি দেখার পর ইচ্ছা ছিল কৌশিক রায় কে যদি একবার সামনে থেকে দেখতাম।
      দু দিন আগে ইচ্ছে পূরণ হয়ে গেল ❤

    • @nisatakhtar3784
      @nisatakhtar3784 2 года назад

      @@sathimandal7147 bah ☺️

  • @tagorihalder0555
    @tagorihalder0555 7 месяцев назад +2

    অন্য বসন্ত সিনেমাটি RUclips e please দেওয়া অনুরোধ করছি , আবার দেখতে চাই ।
    অগ্রিম ধন্যবাদ ।

    • @pbeditz3104
      @pbeditz3104 Месяц назад

      এসেছে এখন, সার্চ করুন, পেয়ে যাবেন

  • @santanumitra36
    @santanumitra36 4 года назад +5

    সিনেমাটা যেদিন দেখি সেদিন থেকেই ভালো লেগেছিলো... হিরো হিরোইন(তন্নিষ্ঠা নামটাকেও)কে... আর এই গান রূপঙ্কর এর.. কথা দারুণ কম্পোজিশন ও 👏👌

  • @chayanmondal5926
    @chayanmondal5926 11 месяцев назад +1

    movie টা এতো ভালো কেন ❤️❤️❤️। অসাধারণ। পাগলের মত দেখেছি। প্রতিটি দৃশ্য যেন হৃদয়ে গেঁথে আছে।

  • @syedkawserahmed9846
    @syedkawserahmed9846 3 года назад +4

    গানটা সাজেশন এ এসছিল বছরখানেক আগে এই রাতের আধারেই। এখন আধার কাটে নি জীবনের। লেনদেন হলো না শেষ।

  • @tarunbiswas4091
    @tarunbiswas4091 Год назад +1

    দিব্যেন্দু কি সুর করেছে
    অসম্ভব ভালো,
    আর রূপঙ্কর দা সেরা বস্।।

  • @AbdullahKhan-vn2et
    @AbdullahKhan-vn2et 2 года назад +4

    2018 তে প্রথম দেখেছিলাম,দেখার ইচ্ছে এখনো কমছে না,সত্যিই অসাধারণ সিনেমা❤️❤️❤️❤️🇧🇩

  • @Biddable880
    @Biddable880 5 лет назад +23

    দম বন্ধ হয়ে আসছিলো! দারুন গান।

  • @RITOBANBHAT
    @RITOBANBHAT 2 года назад +9

    One of my favourites, yet one of the most underrated songs of Rupankar. Felt like revisiting as token of appreciation as the artist still has a lot to offer.

  • @mishumatin9955
    @mishumatin9955 Год назад +1

    সিনেমাটা একদম অসাধারণ, বহুবার দেখেছি, শেষের দিকটা এরকম যে যার মন থেকে গুছিয়ে নিবে, না হয় দুজন এক হয়েছে না হয় দুজন দু দিকে চলে গিয়েছে।

  • @muhiuddineti2721
    @muhiuddineti2721 7 месяцев назад +1

    কতবার যে দেখেছি সিনেমা টা, জানি না।
    কিভাবে প্রেমে পরতে হয়, শিখে গেছি।

  • @ritsdatt2748
    @ritsdatt2748 6 лет назад +18

    mon kharap hole ei gan ta chara r kichu lage na....awesome lyrics

  • @rakeshsaha743
    @rakeshsaha743 4 года назад +6

    Ore nirbodh.. Ota onno prithibi... Love this line

  • @tl1822
    @tl1822 6 лет назад +12

    রোজ রাতে ঘুমিয়ে পরার রশদ জোগায় এই গানটিই,,,,,,

  • @pradiptachatterjee8558
    @pradiptachatterjee8558 5 лет назад +4

    Esechilo Mon Shokal Je vabe Ashe
    Choleo to geche je vabe bikel jay
    Khela chirokaal durotto valobashe
    Rode rekhe jay pasher baranday
    Shomoy haray.. choto noukar moto
    mutho khule dekho
    Akkhep kichu nei kichu nei
    raat hobe bolei
    Sondhey-o shommoto dekha hoye jabei
    Onno Basantei
    Sunechi kokhono lekha hoye chilo kichui
    chithi to asheni hridoyer thikanay
    Chailei tobu ki haate neya jay
    Sudhu baki ghor.. noukar kotha jaanei
    Ghum paranor.. golpo shonay sei
    nirobota chote.. kothader sondhane
    Dekha hoye jabei Onno Basantei

  • @skamaanuddin2467
    @skamaanuddin2467 2 года назад +3

    আমার দেখা perfect cinema🔥 সময় হারায় ছোটো নৌকার মতো। just awasome.

  • @ameymorshed4744
    @ameymorshed4744 6 лет назад +44

    নিজেকে সঠিক সময়ে চিনতে পারা আর ঠিক মনের মত মানুষকে নিয়ে জীবনের সময় অতিবাহিত করা ,চলার পথ সঈী হিসেবে পাওয়া....????নিবো’ধ তোর বড্ড দেরী হয়ে গেছে.....দেরীই হয়ে যায়.....

  • @surupabanerjee9540
    @surupabanerjee9540 10 месяцев назад +2

    Ae gaan tay onnyo magic ache

  • @we_around_the_world
    @we_around_the_world 2 года назад +1

    অনেকবার দেখেছি মুভিটা। কিন্তু প্রতিবারই মনে হয় নতুন করে দেখেছি। অসাধারণ...

  • @mouparnasaha5982
    @mouparnasaha5982 Год назад +1

    Movie ta kyano je soriye deowa holo RUclips theke.... Osomvob sundor ekta movie...❤❤

  • @MdShiponHossain
    @MdShiponHossain 6 лет назад +8

    অসাধারণ লিরিক্স, দারুন কন্ঠ-কম্পোজিশন...

  • @dyutismitasardar529
    @dyutismitasardar529 2 года назад +5

    সময় হারায় ছোট নৌকার মতো,মুঠো খুলে দেখো আক্ষেপ কিছু নেই ,আক্ষেপ কিছু নেই ❤️

  • @sagargolder4016
    @sagargolder4016 9 месяцев назад

    ছোট নৌকার মত মুঠো খুলে দেখো
    আক্ষেপ কিছু নেই কিছু নেই
    রাত হবে বলে সন্ধ্যেও সম্মত
    দেখা হয়ে যাবে অন্য বসন্তেই....❤

  • @nilkanthasaha1837
    @nilkanthasaha1837 4 года назад +10

    শুনেছি কখনো লেখা হয়েছিল কিছু ,
    চিঠি তো আসেনি হৃদয়ের ঠিকানায় ... ।

  • @angkursarkerrudra8903
    @angkursarkerrudra8903 5 месяцев назад

    পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই। প্রার্থনা করি তুমিও জেনো তাই হও। এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন। হৃদয়ে, ফুসফুসে, মস্তিষ্কে প্রচুর ক্ষত প্রিয়তমা। পরেরবার সাংসারিক, বন্ধুসুলভ হবো নীলতিমির মত। অতল সুমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে। তোমার খুব কাছাকাছি থাকবো। তারপর তুমি একদিন হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে সেচ্ছায় মৃত্যুবরণ করবো। তখন আর আমাকে স্বার্থপর বলার সুযোগ থাকবেনা কিন্তু!!❤

  • @thebrokenstar777
    @thebrokenstar777 4 года назад +2

    গানটার এমন একটা মায়া আছে,যা বার বার ফিরিয়ে আনে মনকে এখানে।...
    "ওরে নিবোর্ধ ওটা অন্য পৃথিবী...।"😶

  • @TaniaDas31
    @TaniaDas31 2 года назад +3

    অনেক বার গানটা শুনেছি, এখানে এসে।।কখনো বলিনি। আজ বলছি। তখন মাস্টার্স করছি। খুব উদ্ভ্রান্ত লাগতো, সেই সময় টা অনুভব করি। ভালোবাসা খুঁজেছি। কিন্তু এত সুন্দর ভালোবাসা হয়ত পাওয়া যায় না। বা সংসারে হারিয়ে যায়। এমন সুন্দর সিনেমা।

    • @Sreeji108
      @Sreeji108 Год назад

      আমিও মাস্টার্স করছি। প্রচন্ড অস্থির পড়াশোনার চাপে। তাই গানটা শুনতে আসা। 😊

  • @mdtanjilsarkar4051
    @mdtanjilsarkar4051 Год назад +1

    অসাধারণ চলচ্চিত্র,কথোপকথনের ভাষা মার্জিত ও গল্পটির সুন্দর পরিণতি যা সেরা মুভির এটি একটি।
    Excellent movie. Conversation of language is standard and the consequence of of this srory is nice that has snatched the best place between best movieies.

  • @biswanathmaity2845
    @biswanathmaity2845 4 года назад +50

    গানটাতে কি যেন একটা আছে বলে বোঝাতে পারবো না।

  • @Poulomi8972
    @Poulomi8972 3 месяца назад

    নীরবতা ছোটে
    কথাদের সন্ধানে

  • @bhupaliroy8470
    @bhupaliroy8470 2 месяца назад

    আর? এমন কিছু যেটা শুধু আমিই দিতে পারি?!!!!
    আক্ষেপ কিছু নেই!চলেও তো গেছে,যেভাবে বিকেল যায়!😊

  • @suvadeepghosh4975
    @suvadeepghosh4975 3 года назад +2

    Speechless. Movie. Jiboner sera akta movie. Potiti scene gaye kata dei

  • @aloraicche
    @aloraicche 10 месяцев назад +1

    সিনেমাটা যার জন্য ভালো লেগেছিল আজ চারটে বছর পর আমি তাকেও ঘেন্না করি আর তার পছন্দগুলোকেও..

  • @debunath9303
    @debunath9303 Год назад +2

    Gaan ta k k suncho 2023 a ? Dekhi amr moto r k pgl ache

  • @nisatakhtar3784
    @nisatakhtar3784 4 года назад +1

    Amra sobai vishon lucky j erokom ekta movie upohar peyechi..Durdanto golpo o acting 10/10. Golper choritrer sathe khub nikhut.

  • @iamshuvadip
    @iamshuvadip 2 года назад +6

    ভালো জিনিস মানুষ কম পছন্দ করে.... এটা তার প্রমাণ

  • @abusayeedshakil9774
    @abusayeedshakil9774 4 года назад +2

    গানটার মধ্যে একধরনের জাদু আছে। যতবার শুনি শুধু শুনতেই মন চায় বারবার।💚💚

  • @somamukherjee9370
    @somamukherjee9370 3 года назад +1

    ♥️♥️♥️♥️kije ache katha gulor modhhe asadharon gan r chobi.... Sritir patay sarajibon thakbe

  • @parthamt
    @parthamt Год назад

    বয়ে যায় বেলা, বোঝা দায়
    সকাল গড়িয়ে দূপুর প্রায়
    ফিরবে পাখি বিকেল বেলা
    সাঙ্গ করে রোজের খেলা
    তবুও বাঁচা ইচ্ছে ঘিরে
    আরেক পাখি আসবে নীড়ে
    ভালোবাসায় উঠবে ভরে
    আজ না হলেও আরেক ভোরে।।
    --- ইচ্ছে ভরা আরেকটি দিন ----
    বার বার দেখি ছবি টি❤

  • @brijeshroy368
    @brijeshroy368 2 года назад +3

    বলার মতো কোনো ভাষায় খুঁজে পাইনা...🖤🖤🌻🌻

  • @farukmolla6856
    @farukmolla6856 5 лет назад +4

    এটা দেখে জীবনের কঠীন সত্য গুলো পেরোবার সাহস পাই' খুব ভালো একটা গল্প,

  • @priyadasmusic4750
    @priyadasmusic4750 6 лет назад +11

    Darunn erkomm movies chaiii.....plzzz emnitei mve dkte like korina but erkom movie pele.....wow......lovee thisssss..😘😘

    • @henikenbeer782
      @henikenbeer782 6 лет назад

      আসলেই গো

    • @darwinist752
      @darwinist752 5 лет назад

      Amazing movie,isn’t it? I watched it ling before. Still my most fvrt movie.

    • @nibendusaha7222
      @nibendusaha7222 4 года назад

      Ai rokom movie amdar dorshok ra hojom korta parba na..ara paglu valo bojha..

  • @antarakundu3599
    @antarakundu3599 4 года назад +12

    Every words of this song veryy deeply meaningful,whenever I listen this,I just become hypnotized 💙

  • @subhassarkar9894
    @subhassarkar9894 5 месяцев назад

    Ki osadharon koreche gan ta... sokal j vabe ase.....

  • @nisithchakrabarty9461
    @nisithchakrabarty9461 8 месяцев назад

    সত্যিই... দেখা হয়ে যাবে অন্য বসন্তেই ❤❤❤❤

  • @tuhinsubhramoni1696
    @tuhinsubhramoni1696 4 года назад +1

    খুব প্রিয় সিনেমার একটা পছন্দের গান,কত রাত্রে এই গান টা শুনে যে ঘুমাতে গিয়েছি ❤️❤️❤️

  • @hikerstilak6272
    @hikerstilak6272 Год назад

    ওরে নির্বোধ!! ওটা অন্য পৃথিবী এই লাইন টা জাস্ট ❤️❤️

  • @gmshushanth1734
    @gmshushanth1734 4 года назад +12

    আমার কিন্তু রাগ হচ্ছে,,ছবিটা মুছে দেওয়ার জন্য ,,,আমার মন খারাপ হলেই এই ছবিটা দেখতাম ,,দয়া করে আবার ছাড়ুন ছবিটা

    • @himadrihalder1937
      @himadrihalder1937 4 года назад +1

      why it was deleted??

    • @nisatakhtar3784
      @nisatakhtar3784 4 года назад +1

      Oshadharon cinema..ami lucky j eta amar kache ache

    • @nisatakhtar3784
      @nisatakhtar3784 4 года назад

      @@himadrihalder1937 copy right issue

    • @Prakashmazumder10
      @Prakashmazumder10 6 месяцев назад

      Prakash Kumar Mazumder
      এই ফেইসবুক আইডিতে মুভিটা পাবেন।

  • @skhasanu5431
    @skhasanu5431 Год назад

    সত্যি এই সিনেমা গুলো আমাদের মতো মানুষ গুলোর মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি বার বার করে যাই

  • @payelguha6417
    @payelguha6417 4 года назад +11

    এত স্নিগ্ধতা গান টায়🖤🖤

  • @Bhyyp
    @Bhyyp 3 года назад +1

    নীরবতা এক ভয়ংকর পরিস্থিতি, যেখানে অনেক প্রশ্নের উওর অনেক স্পস্ট থাকা সত্তেও শেষ মুহুর্তে অনেক কিছু উল্টো পাল্টা হয়ে যায়,,

  • @murlidey1088
    @murlidey1088 4 года назад +2

    এটা ছিলো আমাদের কলেজ লাইফ।
    বার বার মনে পড়ে এই movie।

  • @subhajitsingharoy2028
    @subhajitsingharoy2028 5 лет назад +2

    Khub sundor vabna, and khub onnorokom Cinema..... cinema bole mone hoini.

  • @chandraabhishek
    @chandraabhishek 4 года назад +3

    যা lyrics আর গানের গলা ❤️😍😍 Heart touching ❣️

  • @স্বাধীন-সুচি
    @স্বাধীন-সুচি 4 года назад +1

    এক কথাই অসাধারণ এত সুন্দর সিনেমা হতে পারে

  • @upasonabiswas7109
    @upasonabiswas7109 2 года назад

    Full movie ta din mon kharap hle r mon khuuuuubb vlo thkle tkhn dkhi