খড়্গেশ্বর শিব মন্দির || খড়্গপুর নামকরনের ইতিহাস || KHARGESWAR TEMPLE || Kharagpur tour video ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • খড়্গপুর জগন্নাথ মন্দিরের ভিডিও :-
    • খড়্গপুরের জগন্নাথ মন্...
    খড়গপুর স্টেশন তৈরীর সময় ঘন জঙ্গলের মধ্যে ছিল চূড়া ভাঙা খড়্গেশ্বর মন্দির । মাকড়া পাথরের তৈরী একটি ভাঙা মন্দির । এক তান্ত্রিক বসে সাধনা করত সেখানে । পরে কৃষ্ণলাল মজুমদার নামে মেদিনীপুরের একজন নামকরা উকিল ও স্থানীয় জমিদার ইংরেজ সরকারের কাছ থেকে ইঁদা অঞ্চলের মালিকানা লাভ করেন । তিনিই এই ভগ্ন মন্দিরের সংস্কার করেন । মন্দিরটি ওড়িশা রীতির বিমান ও জগমোহনের আদলে তৈরী ছিল । সেটি তার আগের রূপ ফিরে পায়নি বটে । তবে , এই সংস্কারের ফলে মন্দিরটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায় । এখনও সাদা চুনকামের ভেতরে পাথরের পুরোনো দেওয়াল অক্ষত রয়েছে ।
    মনে করা হয়, কলাইকুন্ডার ধারেন্দা বংশের খড়্গসিংহ এর প্রতিষ্ঠাতা ( 1680 AD এর সময়ে ) ,
    অপরমতে বিষ্ণুপুরের মল্লরাজা খড়্গমল্ল এটির প্রতিষ্ঠাতা ( 841 AD - 862 AD ) । সে যাই হোক , পরবর্তীকালে এর চুড়াটি ক্ষতিগ্রস্ত হয়। কালাপাহাড় কেও এর জন্য অনেকে দায়ী করেন ।
    🙏 (Pranab Traveller's) চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখার জন্য নিচের লিঙ্কে প্রেস করুন 🙏
    / @pranabtravellers7270

Комментарии • 70