Sahana Bajpaie - Tomay Gan Shonabo I Rabindrasangeet I Music:
HTML-код
- Опубликовано: 28 ноя 2024
- Music arranged by @SamantakSinhaOfficial
From the album "Ja Bolo Tai Bolo, Major 7th Music, Kolkata, 2015.
Vidoe/Thumbnail Courtesy : Nipa from @Sahana Bajpaie FC
#sahanabajpaie #rabindrasangeet #samantak
বিক্রম সিং কে লেখা আপনার এক চিঠি পড়েছিলাম, কোথাও যেনো তার সাথে এই গানটা মিলে গেল....
❤️❤️
@@SahanaBajpaieOfficial গানে গানে 'সাহানা আর ভিকু সিং' একসঙ্গে বুড়ো হচ্ছেন... ভালো থাকবেন 😊😊
@@SahanaBajpaieOfficial madam ami apnar shathe gan gaite chai plzz amio gan gai Sylhet a programme kori but apnar gan a ki jeno acche mon ta shanto hoye jai amr ar manush bole amr gan shunle naki oder mon valo hoye jay but ami jani apnar gan ar upore ami kicchui na plzz madam apnar shathe gan gaite chai ami
@@SahanaBajpaieOfficial ami akjon student sylhet a pori Jalalabad Cantonment Public School and College,,,,,,,, plzz madam amr apnar shathe gan gaibar khub eccha😇
@@priyanksheeghoshààààaawaaaaww2waàaaaaaà
সদ্য বাবাকে হারিয়েছি, আচমকা সবাইকে অবাক করে দিয়ে বাবা চলে গেলেন স্বজ্ঞানে। রবিঠাকুর কে আঁকড়ে ধরেছি,সঙ্গে আপনার গলা আমার ব্যথায় প্রলেপ দিচ্ছে। অনেক ধন্যবাদ দিদি 🙏
এই গানে যে subdued pathos আছে যা কিনা শ্রোতা কে এক time transending experience দেয় এবং পরিশেষে দেয় সকল দুঃখকে আপন করে নিয়ে এক আধ্যাত্মিক উত্তরন, অর্থাৎ সদা পরিবর্তনশীল বস্তু জগৎ এর এই আঘাত সয়ে আবার জীবনের পথে চলার চেষ্টা - এই ব্যাপারটা আপনার আন্তরিক গায়কীর জন্য যথাযথ ভাবে প্রকাশ পেয়েছে এই গানে। আন্তরিক শুভেচ্ছা 🙏
তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
বুকে চমক দিয়ে তাই তো ডাক'
ওগো দুখজাগানিয়া||
এল আঁধার ঘিরে, পাখি এলো নীড়ে,
তরী এলো তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া||
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে.
আমায় পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে
তুমি যাও যে সরে -
বুঝি আমার ব্যাথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া||
"দুখজাগানিয়া" শব্দের আক্ষরিক অর্থ কী হতে পারে?
আমার জন্ম একবিংশ শতাব্দীর একদম শুরুর দিকে,ঠিক কৈশোরের মাঝামাঝি প্রথম প্রেমে পড়ি,অচিরেই মনও ভাঙে,তখন পুরো পৃথিবী স্তব্ধ,সকলে গৃহবন্দী,সেই সময় আপনাকে খুঁজে পাই,আপনার গান খুঁজে পাই,যা আমাকে বাঁচিয়ে রাখে,তখন আমি নিজেকে,চারপাশের পৃথিবীটাকে,কাছের মানুষগুলিকে চিনতে শুরু করলাম,রবি ঠাকুর,গীতবিতান আর আপনি সেই তখন থেকেই আমার ভীষণ কাছের।তার আগে অব্ধি রবীন্দ্রসঙ্গীত আমার কাছে মোটেই হৃদয়গ্রাহী ছিলনা,আপনার গান শুনেই ভালোবেসেছি।তাই আজও বছর চারেক পরের এক বসন্তদিনে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা সীমাহীন।
"দুখজাগানিয়া" শব্দের আক্ষরিক অর্থ কী হতে পারে?
কোথায় ভেসে গেলাম যেন!!! কেন যে পিয়ানো তে রবি ঠাকুরের গান আরও বেশি বেশি হয়না!!!! অপূর্ব...অপূর্ব... ভালো থেকো দিদি...
প্রথম আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনেই রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা। আপনার গান শুনে দিন কাটে। বাংলাদেশ থেকে নিরন্তর ভালোবাসা।
আহা ! মনটা ভরে গেল। বাংলাদেশ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা, সাহানা।
আমার প্রতিরাতের ঘুমপাড়ানি গান। সাহানা দি, আপনি এইভাবেই মনের অনুবাদ হয়ে ওঠেন, আচ্ছন্ন করে রাখেন।✨
নন্দিনীর মতোন আপনিও আমার জীবনে এক মুঠো আলো...আপনার স্নিগ্ধ প্রশান্তিকর গানের অমিয়সুধায় বুকের ভার নেমে যায়...
আপনাকে ভালোবাসায় আমার হিয়া সত্তিই বিরাম পায়না।ভালোবাসা নেবেন ম্যাম। ❤️
না শোনানো গান গুলোই যেন ফিরে ফিরে আসছে এ সময়। কিন্তু গান তবুও শোনা হচ্ছে, পাখিরাও ঘরে ফিরে আসছে, শুধু তরী টাই যেন মারের সাগর পারি দিয়ে কূল ভুলে, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ভালো থাকবেন সাহানাদি।
There is this sublime peace in your voice. The depth that transcends human emotion and evokes the supremacy of conscience and make us come in terms to the delicacy of life. Your understanding of Tagore enlighten us each time you sing.
আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে!!!it hits different...
গান গুলো এতো স্নিগ্ধ, শান্ত
শুধু শুনতেই মন চায়
অনেক ভালোবাসা দিদি ( বাংলাদেশ থেকে)🖤🖤
মন শান্ত করার টনিক। এত ভালো লাগে শুনতে। ভালবাসা Sahana Bajpeyer jonno...❤️❤️❤️
কতবার যে শুনলাম গানটা তা আমি নিজেরই খেয়াল নেই...
অথচ প্রতিবারই কমেন্ট করতে ভুলে যায় 😔
আসলে তোমার গাওয়া গান শুনলে কিছুই আর মনে থাকেনা ❤❤🤗🤗
আহা_...❤❤🌹🌹
এমনি করেই গাইতে থেকো
ভালোথেকো যত্নে থেকো 🤗❤
প্রাত্যহিক playlist এ থাকে😌😌😌......কি আর কব নতুন করে । তোমার কণ্ঠ তো oxygen এর মতো কাজ করে আমার জীবনে...... ভালো থেকো। আর আমাদেরও এভাবে ভাল রেখো
মরে যাবো ভাবলে,জোর করে বাঁচিয়ে রাখে যেসব গান.. এটা সেই গানের একটা গান🌺
বৃষ্টি হচ্ছে,
কানে হেডফোন,
আর আপনার গলা মিশে যাচ্ছে হৃদয়ে💜
অসামান্য সাহানা দি ।
স্বয়ং সরস্বতীর অধিষ্ঠান তোমার কন্ঠে ।
ভালবাসা অজস্র তোমার জন্য ।
দারুন সাহানা দি,কথা বলার ভাষা নেই আমার, সত্যিই তুমি অপূর্ব গাও,ভালো থেকো ❤️❤️
খুব সুন্দর গেয়েছো সাহানা দি। কোথাও যেনো হারিয়ে গেলাম। আমি মুগ্ধ । প্রণাম নিও দিদি।
আসানসোল থেকে অনেকখানি শ্রদ্ধা ও ভালোবাসা পাঠালাম। 🌼🙏🌼
ঘর অন্ধকার আর সাথে আপনার গান সব মিলে মিশে স্বর্গসূখ...অনেক ভালোবাসা দিদি...ভালো থাকবেন।।।
এই গানটা ভালোবাসায় মুগ্ধ করে হাজারো মন খারাপ থেকে বের করে আনে। এইসব গান শুনলে মন হয় নেহাত বাংলা গান গুলো মন্দ নয় 💙💙
ভালোবাসা রইলো আপু
মুগ্ধ আর মুগ্ধ হয়ে যাই।কি যে একটা গান এটা! এই গান টা আপনার কন্ঠে এতটা স্মুথ যে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে অন্য রাজ্যে চলে যাওয়া যায়। নিজের প্রিয় মানুষকে এখনো দেখিনি তবে অনূভুতিতে তাকে বহূবার কল্পনা করতে পারি এই কন্ঠ আর গানের দ্বারা।ভালোবাসা❤️
Apnar gaane jadu achhe for sure... Live long ma'am...💕💕💕
"আমার কাজের মাঝে মাঝে...... কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে".... বিশু পাগলের সুরে ব্যাকুল হয়ে সমস্ত সুন্দরের উপাসক... সত্যের উপাসক... ঘর ছেড়েছে.... "নন্দিনী" is the concept of truth and beauty. সে ধরাছোঁয়ার কেউ নয়... সে এক অনুভূতি.....
"দুখজাগানিয়া" শব্দের আক্ষরিক অর্থ কী হতে পারে?
@@ushasheedas2605 Awakening... "জাগরণে যায় বিভাবরী... আঁখি হতে ঘুম নিল হরি... কে নিল হরি..."
@@ushasheedas2605Awakening.... "জাগরণে যায় বিভাবরী... আঁখি হতে ঘুম নিল হরি... কে নিল হরি..."
@@ushasheedas2605 Awakening... "জাগরণে যায় বিভাবরী.... আঁখি হতে ঘুম নিল হরি... কে নিল হরি..."
Awakening... "জাগরণে যায় বিভাবরী.... আঁখি হতে ঘুম নিল হরি... মরি মরি।।"
আমার দারুণ ভাললাগা এই গানটা আপনার কণ্ঠে শুনে আমি কোথায় যেন হারিয়ে গেলাম লিখে বলতে অক্ষম। ❤
'আমার কাজের মাঝে মাঝে
কান্না ধারার দোলা তুমি
থামতে দিলে না যে'
❤️❤️❤️ভালোবাসা নিও, দিদি🌻
তোমার সুরের কন্ঠ কানে পৌঁছাতে, অন্য জগৎ এর ভেতর চলে যাই
এত সুন্দর, স্নিগ্ধ গান ❤। আমার অন্যতম প্রিয় শিল্পী, দিনের শেষে তাঁর গান না শুনলে মনখারাপ লাগে। আরও শুনিও দিদি, আরও মুগ্ধ হওয়া বাকি আছে। 🥰
😊😊
First comment didi...gan.shurur agei jantam sera kichu pabo❤️
অপূর্ব অপূর্ব সুন্দর।কখন যেন শুনতে শুনতে ঘুম এসে গেল
Mugdho hoye shunlam, chokhe jal ese galo. Anek valobasa aar suvechha amar priyo shilpi ke.
Ami apnar onek boro bhokto didi sob jaigai apnake follow korchi for last 2 years ei gaan ta amar kache khub special ageo sunechi apnar golai but this time its special,ajk Jalpaiguri te saradin sararaat bristi ,ekhono hoccche ,apnar gaan sunte ekhane elam ,khub shanti pelam onek bhalobasa ,asha kri eldin dekha hbe ,shroddha pronam bhalobasa u r something really special for me ....... apni ekta adbhut madokota ,ekta vibe ekta mood ,pagol amiiiiiiiiiii i wish i was a bit older ......just London chole jaben na sahana di.... ekhanei thakben sarajibon plzzzz request
Sotti ashadharan, ak advut soothing voice.. 🙏
কিছু অনুভুতি শব্দের মধ্যে বাঁধা সম্ভব না। ❤️❤️
Apurbo mon bhore gelo.👌👌👌👌
সত্যি বলতে আপনার কন্ঠে মায়াবী জাদু আছে,যা মনে র সমস্ত ব্যথার উপশমকারী ঔষধ ❤️❤️❤️
এতো মায়া নিয়ে আপনি গান যে শুনলেই আলাদা একটা তৃপ্তি চলে আসে। এই টা আমার প্রিয় রবীন্দ্রসংগীত এর একটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি সব সময় তোমার গলায় গান শুনতে চাই....তোমার অন্তর্নিহিত সঙ্গীত আমায় বেশি করে রবীন্দ্র সাধনার শক্তি দেয়......❤️❤️❤️
যত কষ্ট তোমার সব ঢেলে দাও তোমার ওই গানের খাতায়,
যেন সেই গান মুখরিত হয় পৃথিবীর কোনায় কোনায়,
প্রতিটি মানুষ যেন দুঃখের সময় সেই গানকে বন্ধু হিসেবে পায়,
প্রতিটি দুঃখিত মানুষের অন্তরে বাজবে সেই গান যেটি গেয়েছিলেন শাহনাজ বাজপেয়ী।
সেই ২০০৯ সাল থেকে আমাকে জাগিয়ে রাখার জন্য তোমায় অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ দিদি।
One of the best interpretations of this favourite of mine, bringing out the innate introspective nature of the song. Sri Samantak ' s arrangement is exemplary. Truly it is a song for lovers of all ages. Thank you dear girl....
বরাবরের মতোই অসাধারণ!
ভীষণ ভালো গেয়েছেন
Apurbo, Apurbo, Apurbo ❣️❣️❣️❣️❣️your voice so heavenly 🥰🥰. Don’t know why I am in tears 😭❣️❣️❣️
অন্য সবার থেকে এই গানটা আপনার গলায় সবচেয়ে বেশি সুন্দর লাগে,,, অসাধারণ কন্ঠ আপনার!! শুভাকাঙ্ক্ষী না হয়ে উপায় নেই যে,,,!! ও কণ্ঠে যেন মায়া ঝরে,,,
আহা কি শুনলাম ।
এত দরদ দিয়ে এমন গান কবে শেষ শুনেছি জানি না ❤️❤️❤️
মন্ত্রমুগ্ধের মত শুনলাম ৷ কালজয়ী রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে তোমার এই কন্ঠ, _এর স্বাদ শব্দে বর্ননা করা বড্ড কঠিন৷
আমি সত্যি কথা বলতে আমি রবীন্দ্রসংগীত পছন্দ করি না। কিন্তু আপনি অন্তর থেকে গেয়েছেন। এই গানের ট্রমা কাটিয়ে ওঠা মুশকিল!
শুনিতে চাহি...বারেবারে..💝💝
যেমন স্নিগ্ধ কণ্ঠ...তেমনই প্রিয় গান💖
আরও উপহার দিতে থাকুন😌💖
অসাধারন হয়েছে দিদি ⚡
Stay Home, Stay Safe 🙏🏻❤️
আহা, মানুষের গলায় যে এত মগ্নতা থাকতে পারে.....!
আপনার অনেক বড়ো ফ্যান আমি।আপনার গান শুনলে মন শান্ত হয়,আপনাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছে আমার,ভালো থাকবেন❤️
“ওগো দুখজাগানিয়া”🖤
যতবারই এই গানটা আপনার গলায় শুনি, কেমন একটা আচ্ছন্নতা ঘিরে ধরে। একটা স্নিগ্ধ শান্ত বেদনা। চোখ বুজে শুনতে শুনতে মনেহয় এ গান কখনও শেষ না হোক, অনন্তকাল ধরে চলুক।
ওগো দুখজাগানিয়া, যতোদিন আছি, এভাবেই তোমার স্নেহে, পরশে, গানে বুক ভাসাতে চাই।
ভালবাসা রইলো। 🍀❤️
আহা!
কি অপূর্ব গায়কী! কি অপূর্ব কণ্ঠ!
প্রণাম নিও দিদি।
Golay advut ek madokata
Khub bhalo laglo ❤
দিদি অসাধারণ হয়েছে।।।❤️❤️❤️❤️
দারুণ........
gaaan taah🥺❣
Fantastic Apppi
মন ভরে গেলো.... অপূর্ব
what a voice . like from other world .
It's raining cats and dogs here in Bangalore. I'm sitting in my balcony and listening to this bliss.
Aj sararat ei gaantai sunte icche korche. Ki je apurbo lagche sunte bole bojhano jabena.
শব্দজাদু, কথার প্রাণ,সুরের আবেগ ধারার বর্ষন!
Every word is mind-blowing
Khub bhalo laglo aunty by the ekbar eso onekdin dekha hoyeni tomar sathe 😊
Another beautiful singing, it's pure serenity, stay blessed Ms.Bajpaie, keep singing
আরো শুনাও দিদি❤️❤️❤️
Mon shanto hoye jai..apnar gaan sunle..sustha thakun❤️
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
তোমাৱ গান সবসময়ই যেন এক অনন্য মাধুৰ্য্য সৃষ্টি কৱে.. মন যেন কোথায় ভেসে যায়.. প্ৰণাম নিও দিদি..🙏❤️
Oshadharon 🙏🙏
মনটা শান্ত স্নিগ্ধ হয়ে গেলো
আহা প্রথম
আহা মন ভরে গেল💜💜
দারুন।।
Didi tomar gaan shunte valo lage sune monta jurie jay
😭😭😭apnar gaan sune jokhon dance kori feelings emni chole ase
তোমার গান শুনলে বারবার মুগ্ধ হয়ে যায় দিদি 💕🌻
কন্ঠে অসম্ভব মায়া তাইতো তোমায় এতো ভালো লাগে 💜💜
তুমি কেমন করে গান করো হোক গুনি🙏❤️
☀️প্রথম আদি তব শক্তি☀️
Mam just excellent. .........
Apurbo
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো।
চমক দিয়ে তাই তো ডাকো,
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
এলো আঁধার ঘিরে, পাখি এল নীড়ে
তরী এল তীরে
বুঝি আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
আমার কাজের মাঝে মাঝে
কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে।
আমার কাজের মাঝে মাঝে
আমার পরশ করে প্রাণ সুধায় ভরে
তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
Asadharon
পৃথিবীটা যখন ঠিক ছিল, তখনকার কথা। নিজের অভিমান ভেঙে ঢাকার বেঙ্গল বইয়ের নিচতলায় গান শোনাবেন বলে হুট করে শুনতে পাই। আমার চারপাশের মানুষদের মুখে এত বড় হাসি বোধয় আগে দেখিনি। আমার খুব কাছের বন্ধু নুভা, ও সারাদিন একটা ছেলে গাইতো। আমি কেবল শুনতাম, বুঝতাম না। হয়তো ততদিনেও ভালো করে আপনাকে শোনা হয়নি বলে। তবে যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আজ পর্যন্ত আপনার গানের তুলনা আমার কান খুঁজে পায়নি। তো যা বলছিলাম, আপনি আসবেন শুনে আমি,নুভা, নুভার বোন, তার মনের মানুষ আর নুভার মনের মানুষ এই পাঁচজন পাঞ্জাবি শাড়ি পরে একেবারে সামনে থেকে আপনার গান শুনেছিলাম। আমার সেদিনের অনুভূতি আমি বলে বোঝাতে পারবোনা।
আজ আমাদের সবার জীবন এক একদিকে চলে গেছে, সেদিন যে মানুষটা নুভার প্রেমিক হয়ে এসেছিল সে মানুষটা আজ অন্য মানুষ নিয়ে ঘর করে।
নুভা ২০২০ এর নভেম্বরে বিয়ে করেছে। ও এখন যাকে পেয়েছে সে মানুষ হিসেবে ভীষণ ভালো। ও ভালো থাকুক।
আমি এখন জেলে যাওয়ার ভয় নিয়ে মৃদু স্বরে একটা ছেলে গাই, হয়ত আমিও একদিন চিৎকার করে এই গানটা গাইবো অথবা গাইতে পারবো না।
অনেক ভালোবাসা জানবেন সাহানা দি। 🌻❤️🌻
Opurbo!!
Mellifluous 🥰
Age onekbaar sunechi ..abar bhalo laglo.❤️
Mon chuye gelo....
অসাধারণ গায়নশৈলী !
beloved didi💝
প্রান সুধায় ভরে গেল
Apu tomar gan shune cokhe pani cole ase eto ta e vlo lage... Tumi r o vlo vlo gan amadr upohar deo
একসঙ্গে পরপর অনেকবার গানটা না শুনলে যেন মনটা ভরে না শুধু
Apnar golai rabindra sangeet uff 😇😇😇
কালবোশেখ মানেই আপনি ও আপনার গানগুলা❤️❤️
🎶🌿
Inspiration, you! #grateful #respect
@@SahanaBajpaieOfficial 🤗❤️