আমারা ৩ ভাই-বোন আর বাবা-মা মোট ৫ জন্য। আমার বাবা মাসে ৯ হাজার টাকা ইনকাম করেও আমাদের সংসার পরিচালনা করেছেন। আমরা সবাই পড়ালেখা করি । আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে আর আমি কলেজে পড়ি । এখন বাবার ইনকাম হয় ১৫ হাজার টাকা আর আল্লাহ আমাকেও পড়ালেখার ফাঁকে কিছু ইনকাম করার সুযোগ দিয়েছেন । একটা সময় রিযিক নিয়া চিন্তায় থাকতাম । আর এখান দেখি আল্লাহ আমাদের সব রিযিকের ব্যবস্থা করেই রেখেছেন। হাজারো শুকরিয়া সেই মহান রবের যিনি আমাদেরকে সসম্মানে ভালোই রেখেছেন ❤❤❤
আলোচনাটা আমাকে অনেক কিছু নিয়ে ভাবাচ্ছে। যেমন : ১. সাবালক হয়ে গেছি কিন্তু বাবার ঘাড়ে বসে খাচ্ছি। এইটা থেকে আমার বেরিয়ে আসতে হবে নিজের ইনকাম করতে হবে। ২. আল্লাহর ইবাদত করতে হবে। ৩. সময় নষ্ট করতাছি অনেক।আর সময় নষ্ট করা যাবে না। ৪. চারিপাশে কেমন মানুষ আছে তা নিয়ে আমাকে ভাবাচ্ছে। সবচেয়ে বেশি আমার মনে নাড়া দিছে যে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ধন্যবাদ এমন জীবন পরিবর্তন করা আলোচনার জন্য।
আমাদের এখনো ১২ হাজার টাকায় চলছে। ভাড়া ঘর এ থেকে চলতে পুরো কষ্ট হয়ে যায়। তাছাড়া অসুস্থতা তো লেগেই আছে। সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাকে একটি হালাল রিযিক দেয়
@@sanjidatrisha8772 যেভাবে আছেন শুক্রিয়া করতে হবে। আমরা ১২ হাজার টাকার মধ্যে চালাচ্ছি। তবে যতো আমাদেরও ইনকাম বাড়বে তত চাহিদা বাড়বে। তখন দেখা যাবে এক লাখ টাকা তেও হচ্ছে না ।তাই যা আছে তা নিয়ে আল্লাহ এর কাছে শুকুর করে চাহিদা কম করতে হবে
একটা কথা আমাদের সবার খেয়াল রাখা উচিত। আমি আপনি এত স্ট্রাগল দুঃখ, কষ্ট সহ্য করে, এই পৃথিবীতে যাই অর্জন করি না কেন! এটা আমাদের সর্বোচ্চ ৫০-৬০-১০০ বছর কাজে লাগতেছে, লাগবে বা আমি উপভোগ করতে পারতেসি, এর বেশি না। এখন আমি আপনি যদি এগুলো বা এভাবে অন্ততকাল ভোগ বিলাস নাই করতে পারি! তাহলে এগুলো অর্জনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যটা কি? এত স্ট্রাগল, দুঃখ, কষ্ট সহ্য করে আমাদের বেচে থাকার উদ্দেশ্য কি? আবার এই বেচে থাকাও বা জীবনও আমাদের অনন্তকাল থাকছে না, একটা সময় শেষ হয়ে যাচ্ছে! আমরা একটা সময় এই পৃথিবীতে ছিলাম না,এখন আছি, আবার একটা সময় থাকবোও না। তাহলে এর মাঝে আমাদের অস্তিস্ত্ব হলো কেন? বা অস্তিত্বের (জীবনের) আসল উদ্দেশ্যটা কি? যদি আমরা এভাবে অনন্তকাল এই পৃথিবীতে নাই থাকতে পারি?এটা নিয়ে সবার-ই চিন্তা করা উচিত এবং জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য যেন আমরা কখনো ভূলে না যাই। এবং সেদিকে আমাদের সবারই সবসময় খেয়াল রাখা উচিত। আমি আপনি এত স্ট্রাগল দুঃখ, কষ্ট সহ্য করে, এই পৃথিবীতে যাই অর্জন করি না কেন! সেটা যেন আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের উদ্দেশ্য হয়। তাহলেই আমার সেই অর্জনের প্রকৃত সফলতা বা স্বার্থকতা আমি পাবো। এখন প্রশ্ন রইলো, আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি? আসলে মানুষের অস্তিত্বের তথা জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার তথা আল্লাহ তায়ালার ইবাদত করা। এখন এই ইবাদত করতে হলে আপনাকে বেঁচে থাকতো হবে। আর বেচে থাকার জন্যই বা প্রয়োজনেই টাকা পয়সা, ঘরবাড়ি, সংসার ইত্যাদি দুনিয়ার সব কিছু। এখন আমি আপনি ভালোভাবে বেচে থাকার জন্য, যা যা করা দরকার, সেই কাজ গুলো ঠিকই করলাম, বা করতেছি, কিন্তু আসল কাজ-ই (আল্লাহর ইবাদত তথা হালাল ইনকাম করা, আদেশ, নিষেধ মেনে চলা, ইত্যাদি) করলাম না। তাহলে আমার আপনার জীবন,টাকা পয়সা ঘরবাড়ির ইত্যাদির প্রকৃত লাভ কি? বাকি কাজ গুলো আমি আপনি ঠিক-ই করতেছি, কিন্তু আসল কাজ-ই করতেছি না। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমি আপনি সবাই বিশ্বাস করি যে,আমি আপনি এভাবে অনন্তকাল থাকবো না। একটা সময় আমার অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। এখন, আমি যদি এভাবে অনন্তকাল নাই থাকি! আমার অস্তিত্ব যদি বিলীন-ই হয়ে যায় এই পৃথিবী থেকে! তাহলে আমি এগুলো করছি কেন? বা আমার অস্তিত্ব-ই তাহলে হলো কেন? প্রশ্ন আসে না!! পৃথিবীর সকল মানুষের-ই চিন্তা করা উচিত, আমাদের তথা মানুষের অস্তিত্ব হলো কেন? মানুষের অস্তিত্ব তো নাও হতে পারতো। মানুষের তথা আমাদের অস্তিত্ব না হলে তো কারোর কিছু যায় আসে না! তাহলে আমাদের অস্তিত্ব হলো কেন? এই বিষয়ে কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন : وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ‘আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।’ (সুরা যারিয়াত : আয়াত ৫৬) তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? [সূরা মু'মিনুন: 115] এখন, আমি আপনি নিজে কোনো কারণে, আল্লাহর ইবাদত (আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করা ইত্যাদি) করতে না পারলে বা কোনো পাপ কাজ থেকে বেচে থাকতে না পারলে, সম্ভব না হলে, সেটা ভিন্ন কথা। তবে সেটা আমাকে স্বীকার করতে হবে, এর জন্য অনুতপ্ত ভিতরে রাখতে হবে। এবং এর থেকে বেচে থাকার জন্য সবসময় চেষ্টা করতে হবে। নিজের ব্রেইন, জ্ঞান ব্যবহার করে নিজের অবস্থা কে সেভাবে গড়ে তুলতে হবে, যাতে এর থেকে আমি মুক্ত থাকতে পারি। এবং দুনিয়ার কোনো সফলতা যেন সৃষ্টি কর্তা (আল্লাহ) এবং ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়! কারণ, জাহান্নাম থেকে বাঁচতে (জান্নাতে যেতে) পারাটাই মুলত প্রকৃত সফলতা ।
এই ভিডিওতে সফলতার মূলমন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। বক্তা বলেন যে, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সময় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। সফলতার জন্য মানুষের লক্ষ্য এবং জীবনধারাকে বুঝতে হবে। তিনি উল্লেখ করেছেন যে, একাধারে একাধিক সুযোগের সদ্ব্যবহার এবং দায়িত্বশীলতা সফলতার চাবিকাঠি। বক্তা সামাজিক ব্যবসায়ের গুরুত্ব বোঝান এবং জীবনকে উদ্দেশ্যমূলকভাবে বাঁচানোর প্রয়োজনীয়তা দেখান। ইসলামি দৃষ্টিকোণ থেকে জীবনকে উজ্জীবিতভাবে কাটানোর কথা বলা হয়। তিনি সতর্ক করেন যে, প্রত্যেককে আল্লাহর তৈরি উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। মূল ভাবনা হলো, জীবনকে সঠিকভাবে ব্যবহার করা এবং নিজের কর্মক্ষমতা বাড়ানো।
যারা সফল তারা সবাই খুব চালাক ও শার্থপর হয়, লেকচার এ গাইডলাইন দেয়া খুবই সহজ যেমন ধরুন এই সরোবরের প্রপাইটরের ফাস্টটোল নামে একটা মবিল আছে যেটা গ্লোবাল লুব্রিকেন্ট এর নামে বাজার জাত করেন যেটা ২বছরে ৩ জায়গা ভাড়া অফিস চেন্জ করেছেন এখন বনশ্রী তে সরোবরের নিজস্ব মালিকানা বাড়িতে অপারেশন পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানের ফেসবুক পেজ এ ঢুকলে দেখবে কর্মচারী রা ও ডিলার রা ক্লেম করেছে কেউ বলছে বেতন দেয়না বাটপার,আবার কেউ বলছে টাকা নিয়ে প্রডাক্ট দেয় না, আমি নিজে ঐ কোম্পানিতে এপ্লাই করেছি আমার মাল্টিন্যশনাল প্রতিষ্ঠানে ১০ বছরের অভিজ্ঞতা, আমাকে বলে, আপনাকে নিয়োগ দেয় হল, আপাতত কোন এপেন্টমেন্ট বা কিছু দেবে না, ভিজিটিং কার্ড একটা ফরমেট এ বানিয়ে নিয়ে ডিলার ডিপো দেয়ার ব্যবস্থা করেন ১০ লাখ টাকা ইনভেস্ট করালেই আপনার জয়েনিং স্টার্ট হবে, আর বলে আগে অনেক ক্লেম ছিল এখন নাই আর সরোবর অনলাইন টা অনেক জনপ্রিয় ঐটার দোহাই দিয়ে, মালিকের দুবাই ব্যবসা, নিজের ফ্লাটে অফিস এইগুলো বলে ইন্টারভিউ দিয়ে বেকার যুবক দের সাথে চাকরি দেয়ার নামে ব্লাকমেইল করে, একজন কষ্ট করে ওনার মার্কেট গড়বে আর মজা ওনারা খাবে, এইসব চিটিং বাজদের কারনেই লোকজন আসে আর যায় মাঝখানে কর্মের উপরে অনিহা আসে, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন একজন এরিয়াম্যনেজারের কাজ কি ডিলার দেয়া না কি সেলস বা ব্যবসায় উন্নতি তথা সেলস টিম কে পরিচালনা করে টার্গেট পুরন করা, ডিপো ডিলার দেয়ার জন্য নির্দিষ্ট ম্যনেজমেন্ট টিম থাকবে যারা ডিস্ট্রিবিউশন চ্যনেল নিয়ে কাজ করে, হ্য তবে একজন ব্যক্তি কে নিয়োগ দেবে মুখে আর যখন তাকে ডিলার ব্যবস্থা করে দেবে তখন থেকে তার বেতন ধরবে এবার আপনারাই বিচার করেন তো,এখন বলতে পারেন ওনার সরোবর নিয়ে কাস্টমারের কোন ক্লেম নাই সেটা আমি ও মনে করি কিন্তু যে ভাল মানুষ তার প্রতিটি ব্যবসাই হবে নিয়ম শৃংখলা বজায় রেখে এবং সত পথে পরিচালিত হ্যা কোম্পানির বাজেট কম থাকলে লোকবল কম নিয়োগ দেবে হোক সেটা পাইলট প্রজেক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরা দেশ এ বাজারজাত করুক এখন তাদের উদ্দেশ্য হচ্ছে কৈ এর তেল দিয়ে কৈ ভাজা, আই হেট দেট কারলচার।
এই ভিডিও তে অনেক মোটিভেশন পেলাম। কারণ জীবনে দুটো বাচ্চা নিয়ে নতুন জীবন শুরু করতে হবে অনেক চিন্তায় আছি কিভাবে কি করবো কিন্তু ভিডিও তে অনেক কিছুই শিখতে পারলাম। সবাই একটু দোয়া করবেন আমার বাচ্চা দুটির জন্য। আলহামদুলিল্লাহ
কমেন্ট না করে থাকতে পারলাম না । খুবই অসাধারণ একটি পডকাস্ট, বর্তমান সময়ে এ ধরনের আলোচনা আসলে খুবই কম হয়। আসলেই আমাদের এই ভাবে চিন্তা করা উচিৎ এবং দোয়া করি যে আজকের এই পডকাস্টে যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে তা যেন আমাদের জীবনে এপ্লাই করতে পারি, এবং দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারি। আমিন❤❤
আমার কাছে প্রতিটি কথা যেন পয়েন্ট আউট করে বলতে মন চাচ্ছে! দারুন হয়েছে আর শেষে ভাইয়া যে আমাদের জন্য দোয়া করলেন তাও সুন্দর লেগেছে। আমিলুস্ সলিহাত - এর অর্থটি জবরদস্ত হয়েছে। ঠিক সময়ে ঠিক কাজ করা। আমরা দ্বীনের ক্ষেত্রেও প্রায় সময় ঠিক সময়ে ঠিক কাজ করি না। আর দিন শেষে দেখি, আমার সালাহ্, সাওম আমার আখলাক গঠনে সহায়ক হচ্ছে না। আল্লাহ আমাদের absolute harm থেকে বেঁচে থাকতে সাহায্য করুন।
Nice discussion and hosting was awesome too. Host only talked where it was necessary to create a field for next question. Opu vai was aeesome too. He had a morning discussion in uttara, then this and after that 6 hrs class in Al asr Institute.
Programming hero er Podcast gula theke onkkicu sikhte pari.Abdur Rokib bhaiya jokon Question gulo koren mone hoije amr life er question gula amr hoye uni kortecen.
বহু ভদ্র মুসলিম পরিবার ৫ হাজার টাকা দিয়ে সংসার চালায় কিন্তু তারা আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাতে না শুধু হাত পাতে মহান রবের নিকট এবং উনিই ওদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ
আমারা ৩ ভাই-বোন আর বাবা-মা মোট ৫ জন্য। আমার বাবা মাসে ৯ হাজার টাকা ইনকাম করেও আমাদের সংসার পরিচালনা করেছেন। আমরা সবাই পড়ালেখা করি । আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে আর আমি কলেজে পড়ি । এখন বাবার ইনকাম হয় ১৫ হাজার টাকা আর আল্লাহ আমাকেও পড়ালেখার ফাঁকে কিছু ইনকাম করার সুযোগ দিয়েছেন । একটা সময় রিযিক নিয়া চিন্তায় থাকতাম । আর এখান দেখি আল্লাহ আমাদের সব রিযিকের ব্যবস্থা করেই রেখেছেন। হাজারো শুকরিয়া সেই মহান রবের যিনি আমাদেরকে সসম্মানে ভালোই রেখেছেন ❤❤❤
Ma-Sha-Allah
আলোচনাটা আমাকে অনেক কিছু নিয়ে ভাবাচ্ছে। যেমন :
১. সাবালক হয়ে গেছি কিন্তু বাবার ঘাড়ে বসে খাচ্ছি। এইটা থেকে আমার বেরিয়ে আসতে হবে নিজের ইনকাম করতে হবে।
২. আল্লাহর ইবাদত করতে হবে।
৩. সময় নষ্ট করতাছি অনেক।আর সময় নষ্ট করা যাবে না।
৪. চারিপাশে কেমন মানুষ আছে তা নিয়ে আমাকে ভাবাচ্ছে।
সবচেয়ে বেশি আমার মনে নাড়া দিছে যে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
ধন্যবাদ এমন জীবন পরিবর্তন করা আলোচনার জন্য।
ইনশাআল্লাহ, আল্লাহ তায়া’লা আপনার পথ সহজ করে দিক।
Eye opening discussion.
truely!
জাযাকাল্লাহু খইরান প্রিয় ভাই ❤️🩹
আমাদের এখনো ১২ হাজার টাকায় চলছে। ভাড়া ঘর এ থেকে চলতে পুরো কষ্ট হয়ে যায়। তাছাড়া অসুস্থতা তো লেগেই আছে। সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাকে একটি হালাল রিযিক দেয়
ইনশাআল্লাহ ❤️
আমি ভাড়া বাসায় থেকে ২০ হাজার টাকায় সব করতে পারছি আলহামদুলিল্লাহ।
@@NilaNur-vp5jy kivabe Apu amra nijeder bari thekewo parchi na 😢ektu suggestion den
@@sanjidatrisha8772 যেভাবে আছেন শুক্রিয়া করতে হবে। আমরা ১২ হাজার টাকার মধ্যে চালাচ্ছি। তবে যতো আমাদেরও ইনকাম বাড়বে তত চাহিদা বাড়বে। তখন দেখা যাবে এক লাখ টাকা তেও হচ্ছে না ।তাই যা আছে তা নিয়ে আল্লাহ এর কাছে শুকুর করে চাহিদা কম করতে হবে
এখন পর্যন্ত সেরা পডকাস্ট। আবু হায়াত ভাইয়ের কথাগুলো খুবই ভালো লেগেছে (আলহামদুলিল্লাহ)। ❤
Thanks
একটা কথা আমাদের সবার খেয়াল রাখা উচিত। আমি আপনি এত স্ট্রাগল দুঃখ, কষ্ট সহ্য করে, এই পৃথিবীতে যাই অর্জন করি না কেন! এটা আমাদের সর্বোচ্চ ৫০-৬০-১০০ বছর কাজে লাগতেছে, লাগবে বা আমি উপভোগ করতে পারতেসি, এর বেশি না। এখন আমি আপনি যদি এগুলো বা এভাবে অন্ততকাল ভোগ বিলাস নাই করতে পারি! তাহলে এগুলো অর্জনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যটা কি? এত স্ট্রাগল, দুঃখ, কষ্ট সহ্য করে আমাদের বেচে থাকার উদ্দেশ্য কি? আবার এই বেচে থাকাও বা জীবনও আমাদের অনন্তকাল থাকছে না, একটা সময় শেষ হয়ে যাচ্ছে! আমরা একটা সময় এই পৃথিবীতে ছিলাম না,এখন আছি, আবার একটা সময় থাকবোও না। তাহলে এর মাঝে আমাদের অস্তিস্ত্ব হলো কেন? বা অস্তিত্বের (জীবনের) আসল উদ্দেশ্যটা কি? যদি আমরা এভাবে অনন্তকাল এই পৃথিবীতে নাই থাকতে পারি?এটা নিয়ে সবার-ই চিন্তা করা উচিত এবং জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য যেন আমরা কখনো ভূলে না যাই। এবং সেদিকে আমাদের সবারই সবসময় খেয়াল রাখা উচিত।
আমি আপনি এত স্ট্রাগল দুঃখ, কষ্ট সহ্য করে, এই পৃথিবীতে যাই অর্জন করি না কেন! সেটা যেন আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের উদ্দেশ্য হয়। তাহলেই আমার সেই অর্জনের প্রকৃত সফলতা বা স্বার্থকতা আমি পাবো।
এখন প্রশ্ন রইলো, আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি?
আসলে মানুষের অস্তিত্বের তথা জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার তথা আল্লাহ তায়ালার ইবাদত করা। এখন এই ইবাদত করতে হলে আপনাকে বেঁচে থাকতো হবে। আর বেচে থাকার জন্যই বা প্রয়োজনেই টাকা পয়সা, ঘরবাড়ি, সংসার ইত্যাদি দুনিয়ার সব কিছু। এখন আমি আপনি ভালোভাবে বেচে থাকার জন্য, যা যা করা দরকার, সেই কাজ গুলো ঠিকই করলাম, বা করতেছি, কিন্তু আসল কাজ-ই (আল্লাহর ইবাদত তথা হালাল ইনকাম করা, আদেশ, নিষেধ মেনে চলা, ইত্যাদি) করলাম না। তাহলে আমার আপনার জীবন,টাকা পয়সা ঘরবাড়ির ইত্যাদির প্রকৃত লাভ কি? বাকি কাজ গুলো আমি আপনি ঠিক-ই করতেছি, কিন্তু আসল কাজ-ই করতেছি না। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমি আপনি সবাই বিশ্বাস করি যে,আমি আপনি এভাবে অনন্তকাল থাকবো না। একটা সময় আমার অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। এখন, আমি যদি এভাবে অনন্তকাল নাই থাকি! আমার অস্তিত্ব যদি বিলীন-ই হয়ে যায় এই পৃথিবী থেকে! তাহলে আমি এগুলো করছি কেন? বা আমার অস্তিত্ব-ই তাহলে হলো কেন? প্রশ্ন আসে না!! পৃথিবীর সকল মানুষের-ই চিন্তা করা উচিত, আমাদের তথা মানুষের অস্তিত্ব হলো কেন? মানুষের অস্তিত্ব তো নাও হতে পারতো। মানুষের তথা আমাদের অস্তিত্ব না হলে তো কারোর কিছু যায় আসে না! তাহলে আমাদের অস্তিত্ব হলো কেন?
এই বিষয়ে কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন :
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
‘আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।’ (সুরা যারিয়াত : আয়াত ৫৬)
তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? [সূরা মু'মিনুন: 115]
এখন, আমি আপনি নিজে কোনো কারণে, আল্লাহর ইবাদত (আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করা ইত্যাদি) করতে না পারলে বা কোনো পাপ কাজ থেকে বেচে থাকতে না পারলে, সম্ভব না হলে, সেটা ভিন্ন কথা। তবে সেটা আমাকে স্বীকার করতে হবে, এর জন্য অনুতপ্ত ভিতরে রাখতে হবে। এবং এর থেকে বেচে থাকার জন্য সবসময় চেষ্টা করতে হবে। নিজের ব্রেইন, জ্ঞান ব্যবহার করে নিজের অবস্থা কে সেভাবে গড়ে তুলতে হবে, যাতে এর থেকে আমি মুক্ত থাকতে পারি। এবং দুনিয়ার কোনো সফলতা যেন সৃষ্টি কর্তা (আল্লাহ) এবং ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়! কারণ, জাহান্নাম থেকে বাঁচতে (জান্নাতে যেতে) পারাটাই মুলত প্রকৃত সফলতা ।
Excellent explanation
এই ভিডিওতে সফলতার মূলমন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। বক্তা বলেন যে, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সময় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। সফলতার জন্য মানুষের লক্ষ্য এবং জীবনধারাকে বুঝতে হবে। তিনি উল্লেখ করেছেন যে, একাধারে একাধিক সুযোগের সদ্ব্যবহার এবং দায়িত্বশীলতা সফলতার চাবিকাঠি। বক্তা সামাজিক ব্যবসায়ের গুরুত্ব বোঝান এবং জীবনকে উদ্দেশ্যমূলকভাবে বাঁচানোর প্রয়োজনীয়তা দেখান। ইসলামি দৃষ্টিকোণ থেকে জীবনকে উজ্জীবিতভাবে কাটানোর কথা বলা হয়। তিনি সতর্ক করেন যে, প্রত্যেককে আল্লাহর তৈরি উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। মূল ভাবনা হলো, জীবনকে সঠিকভাবে ব্যবহার করা এবং নিজের কর্মক্ষমতা বাড়ানো।
ধন্যবাদ আপনার চমৎকার গোছানো কমেন্টের জন্য
Ai generated 💪
জাযাকাল্লাহু খাইর
Allah pak toufiq dan korun😢
যারা সফল তারা সবাই খুব চালাক ও শার্থপর হয়, লেকচার এ গাইডলাইন দেয়া খুবই সহজ যেমন ধরুন এই সরোবরের প্রপাইটরের ফাস্টটোল নামে একটা মবিল আছে যেটা গ্লোবাল লুব্রিকেন্ট এর নামে বাজার জাত করেন যেটা ২বছরে ৩ জায়গা ভাড়া অফিস চেন্জ করেছেন এখন বনশ্রী তে সরোবরের নিজস্ব মালিকানা বাড়িতে অপারেশন পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানের ফেসবুক পেজ এ ঢুকলে দেখবে কর্মচারী রা ও ডিলার রা ক্লেম করেছে কেউ বলছে বেতন দেয়না বাটপার,আবার কেউ বলছে টাকা নিয়ে প্রডাক্ট দেয় না, আমি নিজে ঐ কোম্পানিতে এপ্লাই করেছি আমার মাল্টিন্যশনাল প্রতিষ্ঠানে ১০ বছরের অভিজ্ঞতা, আমাকে বলে, আপনাকে নিয়োগ দেয় হল, আপাতত কোন এপেন্টমেন্ট বা কিছু দেবে না, ভিজিটিং কার্ড একটা ফরমেট এ বানিয়ে নিয়ে ডিলার ডিপো দেয়ার ব্যবস্থা করেন ১০ লাখ টাকা ইনভেস্ট করালেই আপনার জয়েনিং স্টার্ট হবে, আর বলে আগে অনেক ক্লেম ছিল এখন নাই আর সরোবর অনলাইন টা অনেক জনপ্রিয় ঐটার দোহাই দিয়ে, মালিকের দুবাই ব্যবসা, নিজের ফ্লাটে অফিস এইগুলো বলে ইন্টারভিউ দিয়ে বেকার যুবক দের সাথে চাকরি দেয়ার নামে ব্লাকমেইল করে, একজন কষ্ট করে ওনার মার্কেট গড়বে আর মজা ওনারা খাবে, এইসব চিটিং বাজদের কারনেই লোকজন আসে আর যায় মাঝখানে কর্মের উপরে অনিহা আসে, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন একজন এরিয়াম্যনেজারের কাজ কি ডিলার দেয়া না কি সেলস বা ব্যবসায় উন্নতি তথা সেলস টিম কে পরিচালনা করে টার্গেট পুরন করা, ডিপো ডিলার দেয়ার জন্য নির্দিষ্ট ম্যনেজমেন্ট টিম থাকবে যারা ডিস্ট্রিবিউশন চ্যনেল নিয়ে কাজ করে, হ্য তবে একজন ব্যক্তি কে নিয়োগ দেবে মুখে আর যখন তাকে ডিলার ব্যবস্থা করে দেবে তখন থেকে তার বেতন ধরবে এবার আপনারাই বিচার করেন তো,এখন বলতে পারেন ওনার সরোবর নিয়ে কাস্টমারের কোন ক্লেম নাই সেটা আমি ও মনে করি কিন্তু যে ভাল মানুষ তার প্রতিটি ব্যবসাই হবে নিয়ম শৃংখলা বজায় রেখে এবং সত পথে পরিচালিত হ্যা কোম্পানির বাজেট কম থাকলে লোকবল কম নিয়োগ দেবে হোক সেটা পাইলট প্রজেক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরা দেশ এ বাজারজাত করুক এখন তাদের উদ্দেশ্য হচ্ছে কৈ এর তেল দিয়ে কৈ ভাজা, আই হেট দেট কারলচার।
মাশা আল্লাহ, প্রোগ্রামিং হিরো ক্রমান্বয়ে অনেক অগ্রগতি সাধন করছে, ইনশা আল্লাহ, ভবিষ্যতে আরও অগ্রগতি সাধন করবে। বাংলাদেশে সেরা লার্নিং প্লাটফর্ম হয়ে উঠবে - এই স্বপ্ন দেখি! আল্লাহ সহায় হোন, এই কামনা করি।
অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। উপকৃত হয়েছি ভাই,জাযাকাল্লাহ খইরণ।
জাজাকাল্লাহ খাইরান
এই ভিডিও তে অনেক মোটিভেশন পেলাম। কারণ জীবনে দুটো বাচ্চা নিয়ে নতুন জীবন শুরু করতে হবে অনেক চিন্তায় আছি কিভাবে কি করবো কিন্তু ভিডিও তে অনেক কিছুই শিখতে পারলাম। সবাই একটু দোয়া করবেন আমার বাচ্চা দুটির জন্য। আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ, আল্লাহ তায়া'লা আপনার সহায় হোক।
কমেন্ট না করে থাকতে পারলাম না । খুবই অসাধারণ একটি পডকাস্ট, বর্তমান সময়ে এ ধরনের আলোচনা আসলে খুবই কম হয়। আসলেই আমাদের এই ভাবে চিন্তা করা উচিৎ এবং দোয়া করি যে আজকের এই পডকাস্টে যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে তা যেন আমাদের জীবনে এপ্লাই করতে পারি, এবং দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারি। আমিন❤❤
Thanks for your kind words.
আমার কাছে প্রতিটি কথা যেন পয়েন্ট আউট করে বলতে মন চাচ্ছে! দারুন হয়েছে আর শেষে ভাইয়া যে আমাদের জন্য দোয়া করলেন তাও সুন্দর লেগেছে।
আমিলুস্ সলিহাত - এর অর্থটি জবরদস্ত হয়েছে। ঠিক সময়ে ঠিক কাজ করা। আমরা দ্বীনের ক্ষেত্রেও প্রায় সময় ঠিক সময়ে ঠিক কাজ করি না। আর দিন শেষে দেখি, আমার সালাহ্, সাওম আমার আখলাক গঠনে সহায়ক হচ্ছে না।
আল্লাহ আমাদের absolute harm থেকে বেঁচে থাকতে সাহায্য করুন।
অনেক ধন্যবাদ, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন
অসাধারণ আলোচনা অনেক কিছু শিক্ষাতে পারছি। এই রকম আলোচনা আরো চাই। জাযাকাল্লাহ।
জাজাকাল্লাহ 💜
MashaAllah,sera ekjon manushke ansen.. Joss❤
অনেক ধন্যবাদ, আপনার ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করতে পারেন।
অবশ্যই এই পডকাস্টটা প্রয়োজন ছিলো।
অনেক ধন্যবাদ, ফ্রেন্ড সার্কেল এ শেয়ার করতে পারেন।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা।
জাজাকাল্লাহ খাইরান ❤️
Mashaallah. Opu vai darun alochona korechen. Jazakallah!
জাজাকাল্লাহ খাইরান ❤️
abu hayat opu vai ai lecture ta bashi bashi choriye den sobar kache...best of career giteline ❤❤❤
ধন্যবাদ, আপনার ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করতে পারেন।
মাশাআল্লাহ অনেক সুন্দর ও শিক্ষা মূলক ভিডিও, ডাউনলোড করে রাখলাম 🥰☺️
Thank you 💜
Mashaallah. Opu Bhai ai dhoroner alochona sunle mind ta refresh hoye jay... Jazakallah!
❤️
Alhamdulillah..এমন ব্যক্তিত্বসম্পন্ন মানুষের আরও পডকাস্ট চাই।
Inshaallah, we will try 💜
মাশাআল্লাহ চমৎকার একটি
আয়োজন। জাযাকাল্লাহ খইরন 💚
জাজাকাল্লাহ খাইরান ❤️
অসাধারন আলোচনা! জাজাকাল্লাহু খইরন! আলহামদুলিল্লাহ!💝
জাজাকাল্লাহ খাইরান ❤️
Nice discussion and hosting was awesome too. Host only talked where it was necessary to create a field for next question. Opu vai was aeesome too. He had a morning discussion in uttara, then this and after that 6 hrs class in Al asr Institute.
আলহামদুলিল্লাহ, প্রোগ্রামিং হিরো থেকে সেরা পডকাস্ট। ❤
ধন্যবাদ, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন।
MashaAllah. Very effective and helpful discussion. Jajhakumullahu khoiran
জাজাকাল্লাহ খাইরান
ধন্যবাদ এমন জীবন পরিবর্তন করা আলোচনার জন্য।'
❤️❤️
আমি ইউরোপ ফ্রান্স থেকে দেখছি,
এই ভাইয়ের বক্তব্য শুনে আমি অনেক কিছুই শিখলাম। ধন্যবাদ উপস্থাপক এবং চ্যানেল কে
ধন্যবাদ 💜
সময় উপযোগী এবং সুস্পষ্ট পডকাস্ট ।আবু হায়াত ভাই অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ ।
Alhamdulillah
6:57 অনেক সুন্দর সুন্দর জীবন পরিবর্তনকারী আলোচনা। ❤
আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন
ভিডিওটি একটানা দেখলাম! সত্যিই অসাধারণ ছিলো- আলহামদুলিল্লাহ।
চ্যানেলে প্রথম ছিলাম, তাই সাবস্ক্রাইবও করে ফেললাম❤
অনেক ধন্যবাদ ❤️
Ma Sha Allah.
Onek sundor discussion.
JazakAllah.
জাজাকাল্লাহ খাইরান
Alhamdulillah! khub khub khub valo laglo..!
alhamdulillah
আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন
❤️❤️
Such a informative and wonderful discussion. Thanks Opu bhai for the knowledge and insight can't thank you enough.
So nice of you
খুব সুন্দর শিক্ষনীয় আলোচনা।
ধন্যবাদ।
❤️❤️
Masha Allah❤❤ ki sundor kore explain korse vaita duniya+ Akhirat nia. Kivabe balance kore cholte hoy.
ধন্যবাদ ❤️
Many Many thanks for arranging this important session.
❤️❤️
সরোবর এবং অপু ভাই আর ফেরা বই, সম্পর্ক টা অনেক বছর। আল্লাহ উত্তম প্রতিদান দিন সবাইকে
মাশাআল্লাহ! I love it.
ধন্যবাদ ❤️
এখন পর্যন্ত সেরা পডকাস্ট। আলহামদুলিল্লাহ
❤️❤️
Oshadharon ekta podcast❤️❤️khub bhalo laglo
ধন্যবাদ ❤️
জাজাকাল্লাহু খইরন. Great podcast
জাজাকাল্লাহ খাইরান
It's always pleasure to listen Sharif abu hayat apu vai
Glad to hear that
Ma sha allah. One of the best podcasts for students. Make podcast like this.
Thank you, we will ❤️
Alhamdulillah , খুবই জ্ঞানগর্ভ আলোচনা , ভালো সিক্ষা পেলাম
❤️❤️
Programming hero er Podcast gula theke onkkicu sikhte pari.Abdur Rokib bhaiya jokon Question gulo koren mone hoije amr life er question gula amr hoye uni kortecen.
অনেক ধন্যবাদ, আশাকরি ভিডিওটি দেখে আপনার লার্নিং শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন।
অসাধারণ আলোচনা, subscribeকরার জন্য যথেষ্ট।❤
অনেক ধন্যবাদ 💜
অসাধারন একটা ভিডিও আলহামদুলিল্ল্হ
❤️❤️
আলোচনাটা খুবই ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনার পজিটিভ মন্তব্যের জন্য
দারুন কথা বলেছেন ভাইয়া ধন্যবাদ 💚
ধন্যবাদ ❤️
A thought provoking discussion ❤❤❤
Thank you ❤️
Mashallah ... very nice video ❤
Thank you 😊
One of the most effective podcast in this Chanel ❤ .
অনেক ধন্যবাদ।
অসাধারণ ছিল এটি। one of the best podcast.
অনেক ধন্যবাদ ❤️
Best Podcast I have ever heard/seen.
অনেক ধন্যবাদ, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন।
One of the best podcast in bd podcast era..
Thanks for your kind words ❤️
অনেক ভালো একটা পডকাস্ট ।ভালো লাগল❤❤
ধন্যবাদ ❤️
very important podcast for today's gen!
Thank you.
ameen.
JazakAllah Khair
জাজাকাল্লাহ খাইরান ❤️
Jazak Allah Khairan.
জাজাকাল্লাহ খাইরান
Respect & Salute,
Both of u..🥰🥰🥰
অনেক ধন্যবাদ ❤️
onek kisu vabte sikhiyeche . ank kisu janlam alhamdulilah sobar dekha uchit
Thanks for your kind words
Masha-Allah khub valo ekta podcast hoyeche . giyanider jonno ekane onk vabnar khurak ase.
সুন্দর উপলব্ধি, আপনার ফ্রেন্ডস দের সাথে শেয়ার করতে পারেন।
MashaAllah Jakallahu khairan juggo person ke anar jonno. We love Programming hero
জাজাকাল্লাহ খাইরান
Best podcast ever!
Ma shaa allah❤
❤️❤️
🇸🇦ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন আমিন🇸🇦❤❤❤
❤️❤️
বহু ভদ্র মুসলিম পরিবার ৫ হাজার টাকা দিয়ে সংসার চালায় কিন্তু তারা আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাতে না শুধু হাত পাতে মহান রবের নিকট এবং উনিই ওদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ❤️
Bhai apnar prosno gulu sundar chilo
ধন্যবাদ ❤️
MashaAllah, good one.
Thank you ❤️
Best Discussion❤
Thank you
অসাধারণ ❤❤❤
❤️❤️
অনেক ভালো লাগলো ❤
Thank you
thank you for the valuable lesson
You're welcome! ❤️
MashaAllah!
❤️❤️
Best podcast that I have seen your chennel.
Thank you for your kind words! 🙂
অসাধারণ। ভিডিওটা দেখেই সাবস্ক্রাইব করলাম ।
অনেক ধন্যবাদ ❤️
জীবন তখনই সুন্দর যখন মানুষ আল্লাহর পথ অনুসরণ করে❤😊
❤️
সেরা 🔥
Thank you ❤️
great hayat bro
💜💜
বারাকাল্লাহু ফীকুম।
❤️❤️
Best podcast 👍
Thanks
Best ❤
Thanks ❤️
জাযাক আল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ❤️
Masha-Allah
❤️❤️
masahallah
💜💜
মাশাল্লাহ ভাই ❤
❤️❤️
the way he explain mashallah
Thanks and welcome
আলহামদুলিল্লাহ ১০ হাজারে চলছে
মাশাআল্লাহ ❤️
"যৌবনের তাড়নায় গুনাহ করিও না।
কারণ, একদিন যৌবন চলে যাবে কিন্তু
গুনাহ থেকে যাবে"।
হযরত আলী (রা)
ধন্যবাদ ❤️
Bangladesh a Thakte gele akta family ar 50k+ lagbe per month
And akta akta big amount saving for emergency
Alhamdulillah
❤️
শেষের ৩ টা টাইমস্ট্যাম্প অবশ্যই দেখবেন। বেস্ট
ধন্যবাদ ❤️
onee..........k vallagse
❤️❤️❤️
Awesome
অসাধারণ
ধন্যবাদ।
Arokom podcast aro chai ❤❤❤❤❤
ইনশাআল্লাহ ❤️
Great Podcast
Glad you enjoyed it!
great podcast.
Thanks for listening
আমিন