সবচেয়ে সেরা কন্ঠে সূরা মূলক/surah al mulk/most beautiful recitation/Recited by Abu Misbah

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • সবচেয়ে সেরা কন্ঠে সূরা মূলক/surah al mulk/most beautiful recitation/Recited by Abu Misbah
    আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মতুল্লাহ ;
    প্রিয় দর্শক ;
    সুন্নতি আকিদা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম
    আপনার আত্মার মেডিসিন - কোরআন তেলাওয়াত
    ➽ Surah Al Mulk (067) সূরা আল মূলক
    ➽ Recited by Abu Misbah bin Anowar
    ➽ Surah Al Mulk Bangla Translation and quraan visualization:
    By sunnoti akida
    সূরা মূলক এর ফজিলত এবং
    সূরা মূলক তেলাওয়াতের সময় ;
    হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিফ লাম মীম তানযিল ও তাবারাকাল্লাজি না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। ' সূরা মূলক ৪১ বার (একচল্লিশ) তেলাওয়াত করলে সব বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সূরা পাঠে কবরের আজাব থেকেও বাঁচা যায়।
    সূরা আল-মূলক কুরআনুল কারিমের ৬৭তম সূরা। এটি পবিত্র নগরী মক্কায় অবর্তীণ। এর আয়াত সংখ্যা ৩০। রুকু আছে ২টি।
    সূরা আল-মূলকের গুরুত্ব ও ফজিলত পরিসীম। এই সূরাটি যারা তেলাওয়াত করবে তাদের ক্ষমা না করা পর্যন্ত সুপারিশ করত থাকবে।
    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতদের মুক্তির পথ দেখাতে কুরআনুল কারিমের বিভিন্ন সূরা ও আয়াত সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন। যাতে করে গোনাহ থেকে মুক্তি পায় মানুষ।
    হাদিসের একাধিক বর্ণনায় এসেছে - হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তুমি নিজে সূরা মূলক পড় এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও। কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার একান্ত কামনা যে, এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক। ’ (ইবনে কাসির)
    #alquran
    #quranrecitation
    #surahmulk
    #beautifultilawat
    #qurantilawat
    | ঘোষণা |
    কপিরাইট কঠোর ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হোলো ।
    যদি কোনো ক্রিয়েটর কপিরাইট করেন ,
    তাহলে তার বিরুদ্ধে লিগ্যালি একশন নেওয়া হবে ।
    ধন্যবাদ !
    | announcement |
    Copyright is strictly prohibited.
    If a creator copyrights,
    Then legal action will be taken against him.
    Thank you!

Комментарии • 2