অবহেলিত গায়ক অখিলবন্ধু ঘোষ এর জীবনকাহিনি | Biography of singer AKHILBANDHU GHOSH | বাংলা গান

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 183

  • @khetrahalder2497
    @khetrahalder2497 Год назад +12

    সত্তরের দশক এবং আশির দশকে আমার ও এই শিল্পীর টার্ফ রোডের বাড়িতে যাতায়াত ছিল।।
    উনি নিরহংকারী সুরসাধক ও একজন ব্যাতিক্রমী নির্লোভী শিল্পী ছিলেন।।
    আমার সশ্রদ্ধ প্রণাম জানাই শিল্পী কে।।
    🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @aratidebnath2408
    @aratidebnath2408 2 года назад +6

    কত অজানারে জানাইলে তুমি
    খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @asokeKumarGhose
    @asokeKumarGhose Месяц назад

    খুবই ভালো লাগলো। বাচনভঙ্গিও চমৎকার।

  • @gnghosh1889
    @gnghosh1889 2 года назад +2

    আপনাকে অশেষ ধন্যবাদ। এই প্রবাদ প্রতিম শিল্পীর জীবন কাহিনীর সুন্দর উপস্থাপনা খুব ভালো লাগলো। সত্যি উনি একজন প্রতিভাবান শিল্পী ছিলেন। এই অবহেলিত সুরসাধকের সংগীত প্রতিভাকে প্রণাম জানাই। তার আত্মার চির শান্তি কামনা করি ।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      Songe thakun
      Emon sundor sundor jibon kanihi sunte

  • @ashokeputatunda6528
    @ashokeputatunda6528 2 года назад +2

    ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @baekheepark809
    @baekheepark809 Год назад +1

    Very very fantastic, fine, heart touchable and Praiseworthy VDO Regarding the memory of Late. AKHILBANDHU GHOSH. ALOT OF THANKS TO YOU.

  • @g.mukherjee1103
    @g.mukherjee1103 2 года назад +3

    শুভ প্রচেষ্টা, ভাল লাগল।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      ধন্যবাদ।
      সঙ্গে থাকুন

  • @subrataroy1421
    @subrataroy1421 4 месяца назад +1

    Many thanks 🙏for your kind informations

  • @chittaranjanmondal6943
    @chittaranjanmondal6943 9 месяцев назад +1

    আমার শ্রদ্ধার প্রণাম 🙏🙏🙏🙏🙏 অখিলবন্ধু ঘোষ কে .যেমন রাগপ্রধান .নজরুল গীতি .আধুনিক. কত বড় মাপের শিল্পী ছিলেন ...দুর্ভাগ্য বশত ওনার আর মূল্যায়ন হোলো না .

  • @debashismitra8222
    @debashismitra8222 10 месяцев назад

    অপূর্ব প্রতিবেদন। অজানা কত কিছু জানতে পারলাম। অবহেলিত, নীরব সুরসাধক অখিল বন্ধু ঘোষের উদ্দেশ্যে জানাই অন্তরের প্রণতি।

  • @maitreyeesentgupta2248
    @maitreyeesentgupta2248 2 года назад +4

    কবে থেকে শুনছি এই সঙ্গীত সাধকের গান শুনে মহিত হয়েছি,আজ জীবনের শেষে এসে ওই মুগ্ধতা।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      ধন্যবাদ ।
      সঙ্গে থাকুন দিদি।

  • @ajitsinharoy199
    @ajitsinharoy199 2 года назад +14

    সেই স্কুল জীবন থেকে শুনে আসছি "ও দয়াল বিচার কর" এখন এই গানটি চির নতুন। শিল্পী কে জানাই আন্তরিক শ্রদ্ধা 🙏🙏🙏 আর আমরা আপনার সঙ্গেই আছি।

  • @malabanerjee8424
    @malabanerjee8424 Год назад +1

    খুব ভাল লাগল।

  • @debprosadchatterjee4410
    @debprosadchatterjee4410 2 года назад +23

    এই মহান শিল্পীর সম্বন্ধে আরো অনেক কিছু বলার ছিল। প্রথম দিকটায় অযথা সময় নষ্ট না ক'রে আরো অনেক কিছু বলতে পারতেন। যেমন তাঁর নজরুল গীতি গুলির সম্বন্ধে কিছু বলা যেতে পারত। বেশ কিছু নজরুল গীতি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে রেকর্ড করেছিলেন। তবু বলব, এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি খুব ভালো কাজ করেছেন। বর্তমানের এই ঝিক চাকা গানের যুগে বর্তমান প্রজন্ম এই বিখ্যাত শিল্পীকে ভুলেই গেছে। তাঁকে আমার প্রণাম জানাই।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      ধন্যবাদ।

    • @hemachatterjee0304
      @hemachatterjee0304 Год назад

      @deboprosadchatterjee4410 আপনাকে অনুরোধ করব, অনাবিষ্কৃত অখিলবন্ধু ঘোষ মহাশয়ের অনালোকিত জীবনে আলোকপাত করে শ্রোতাদের সমৃদ্ধ করার জন্য 🙏

    • @b.astargamer3864
      @b.astargamer3864 Год назад

      Amar pranam roilo great shilpike.

    • @sufalghosh2318
      @sufalghosh2318 3 месяца назад

      B

  • @ardhendusatapathi4110
    @ardhendusatapathi4110 2 года назад +8

    আমার প্রিয় গায়ক,'আমার ভুবনে ফুলের মেলা'।প্রনাম তোমাকে🙏🙏🙏🙏

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      তোমার ভুবনে ফুলের মেলা

    • @ardhendusatapathi4110
      @ardhendusatapathi4110 2 года назад

      @@amiavijitbolchi ওনার গানই 'আমার ভুবনে ফুলের মেলা'। আমার শব্দটি এ জন‍্য ব‍্যবহার করলাম।🙏🙏🙏

    • @ardhendusatapathi4110
      @ardhendusatapathi4110 2 года назад

      @@amiavijitbolchi তথ‍্যবহুল উপস্থাপনা।বেশ কয়েক বার শুনলাম।আমি আপনার নিয়মিত শ্রোতা বা দর্শক যাই বলুন! আপনার কন্ঠ ও বাচনভঙ্গি খুবই উচ্চমানের। প্রীতি ও শুভেচ্ছা জানাই।🙏🙏🙏শুভ রাত্রি।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад +1

      @@ardhendusatapathi4110 অসংখ্য ধন্যবাদ।

    • @jaydeepchatterjee6471
      @jaydeepchatterjee6471 2 года назад +1

      ❤️❤️❤️❤️❤️...LEGEND never die 🙏🙏

  • @denexness783
    @denexness783 2 года назад +2

    অখিল বন্ধু ঘোষ আমার অতি প্রীয় একজন শিল্পী উনার গান যত শুনি ততই মনটা ভরে যায় সব দুঃখ ভুলে শান্তি আছে মনে আমি আপনার কাছে একটা অনুরোধ করছি অখিল বন্ধু ঘোষ এই গুনি শিল্পীর সমাধি কোথাও হয়েছে খুব সুন্দর করে একটি ভিডিও তৈরি করবেন দাদা আপনার ভিডিও খুব চমৎকার হয়ে ভালো থাকবেন নমস্কার

  • @prasantapathak7724
    @prasantapathak7724 Год назад

    Sundar protibedan. Uni onar jogyo samman jibaddashay paanni. Apnake anek dhanyabad.

  • @debapriyadesarkar2748
    @debapriyadesarkar2748 2 года назад +2

    একেবারেই সঠিক প্রতিবেদন। আমরাও দায়ী।

  • @biswajitmukherjee185
    @biswajitmukherjee185 3 месяца назад

    মহান শিল্পীকে বিনম্র শ্রদ্ধা এবং নমস্কার।

  • @khetrahalder2497
    @khetrahalder2497 Год назад +4

    "মরমী শিল্পী অখিল বন্ধু ঘোষ"
    চিরকালীন অবহেলিত এক অমূল্য সম্পদ।
    তাকে আমার আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাই।

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 2 года назад +1

    অনেক স্মরণীয় গানের গায়ক অখিল বন্ধু ঘোষ কে অসংখ্য প্রণাম।

  • @apelhossain798
    @apelhossain798 2 года назад +1

    অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @hk56r
    @hk56r 2 года назад +2

    আমার প্রিয গাযকদের একজন।প্রকৌশলী শিল্পী নামক গীতিকার হিরন কুমার রায়,বিসিএস-তথ্য

  • @ratanpanda2322
    @ratanpanda2322 2 года назад +1

    অসাধারণ শিল্পী, ছোটবেলা থেকেই তাঁর গান শুনে মুগ্ধ হয়েছি, এখনও যে কেউ শুনবে সে ই মুগ্ধ হবেন ই

  • @Soresnightgat-pf2oj
    @Soresnightgat-pf2oj Год назад +1

    অখিল বন্ধু যে গান সুর করেছেন প্রতিটিমানুষের রিদয়ে গেতে রেখেছেন

  • @prabirmukherjee9208
    @prabirmukherjee9208 2 года назад +7

    তাঁর প্রধান গান গুলো কেউ বলে না হয় তো তারা সবাই অজ্ঞ যেমন কেন প্রহর না যেতে মরমের বিনা বাজে , মায়া মৃগ সম তুমি কি গো শুধু দূরে রবে সাথী গো পিয়াল শাখা র ফাঁকে ওঠে কবে আছি কবে নেই এইতো আধুনিক গান এরা সব ভুলে গেছে বললেই ও দয়াল বিচার করো যেন এটাই খালি গান হ্যাঁ শিপ্রা নদীর তীরে এই তো হল আসল অখিল বন্ধু লোকে এইগুলো কেউ জানেনা বা শোনে নি এটা বড়ো দুঃখের আর নজরুলের গান তো বাদই দিলাম সেতো আর এক ইতিহাস চিরকাল অবহেলিত যেমন সতীনাথ তিনিও অবহেলিত প্রাপ্য সম্মান পান নি এতো বাংলা তথা বাঙালি নিজে হত ভাগ্য যোগ্য লোকের সম্মান দিতে দেখে নি সেই রকম প্রতিমা বন্দ্যোপাধ্যায় জোর করে লতা মঙ্গেশকর আশা ভোঁসলে দের আনা হতো যদিও কোনো দিন বোম্বে থেকে সন্ধ্যা প্রতিমাকে ডাকা হয় নি কোনো অংশে তাদের থেকে কম না হওয়া সত্বেও বাঙালি সুরকার রা বোম্বে র্থেকে তাদের নিয়ে আসতো গান করাতে

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      Ami chesta korchi ..ei mohan silpir ekta jiboni mulok video korte

    • @subhankarmitra5922
      @subhankarmitra5922 2 года назад

      দেখুন অনেকে এইসব গান শোনেনি বা এসব কালচার বাড়িতে নেই তাদের। এগুলা অভিভাবক দের শেখাতে হয়। যে অভিভাবক রা শেখাবে তারাই যদি লুঙগি ডানস আর দেব এর সিনেমার পাগলু ডানস নিয়ে বঅ্যাসত। তো শেখাবে কারা?

  • @দিশারি-ম১ল
    @দিশারি-ম১ল Год назад

    হে মহান শিল্পী আপনার প্রতি রইল লাল সালাম 🎸🎸🎸🎸🎺🎺🎺

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 2 года назад +1

    ওই যে আকাশেরই গায়
    দূরের বলাকা ভেসে যায় -----
    সুরের মূর্ছনায় ।

  • @piyalbanerjee9557
    @piyalbanerjee9557 2 года назад +8

    I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Akhil babur maximum gan amar babar lekha. Prae sab gani super hit. Ekhane kothao tar nam ba tar ganer kotha bola hoyni.

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад +1

      আচ্ছা।
      বুঝলাম।

    • @nirmalnirmal6571
      @nirmalnirmal6571 2 года назад +1

      এখনকার ছেলেমেয়েরা হয়তো শোনেনি, " পিয়ালশাখার ফাঁকে" অথবা " মায়ামৃগ সম" । মনোমুগ্ধকর !

    • @khetrahalder2497
      @khetrahalder2497 5 месяцев назад

      আমি সমর্থন জানাচ্ছি। প্রত্যেকটি গানে শিল্পীর নামের সাথে গীতিকারের নাম ও সুরকারের নাম থাকা উচিৎ।।

    • @unccom-jd9xw
      @unccom-jd9xw 2 месяца назад

      আমি বাংলাদেশের একজন গান পাগল। পুলক বন্দোপাধ্যায় মানেই হচ্ছে, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া কিছু প্রতিভা, যা যুগ যুগ ধরে মানুষের মাঝে অমর হয়ে থাকবে। আপনি পুলক বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুনে খুব ভাল লাগল। যদি আপনাকে একটু দেখতে পারতাম। কিছু মনে না করলে, আপনার সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম আমাকে জানালে খুশি হতাম। কলকাতা গেলে দেখা করা যাবে, এক সঙ্গে বসে চা খাওয়া যাবে।

  • @Adi.futbol13627
    @Adi.futbol13627 2 месяца назад

    Great singer. Allways live muy Hearts.

  • @tapasghorai6374
    @tapasghorai6374 2 года назад +2

    তোমাকে অনেক ভালোবাসি।🙏

  • @mrinalkundu5678
    @mrinalkundu5678 Год назад +1

    আপনার প্রচেষ্টা সাধুবাদ জানাই 🙏 গীতিকার গৌরিপ্রসন্ন , পুলক বন্দ্যোপাধ্যায় এর সম্পর্কে ভিডিও বানাতে অনুরোধ করছি।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Год назад

      Channel visit korun video ache
      Arr r o anek ei rokom artist der biography royeche dekhun please

  • @snag434
    @snag434 Год назад +2

    সুরের জগতে এক জাদুকরি নাম অখিল বন্ধু ঘোষ তার প্রাপ্য সম্মানটুকু পায়নি অখিলবন্ধু সুর গানের গলা গানের ভাষা মানুষের মনে গেঁথে আছে অসাধারণ শিল্পী শিল্পী জগতে অফুরন্ত গানের ভান্ডার মানুষ হিসাবে চাওয়া-পাওয়া সে রকম কিছু ছিল না তার যোগ্যতম প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি প্রকৃত শিল্পী যারা হয় তাদের এইসব প্রয়োজন হয় না প্রকৃত তারা গান কেই ভালোবাসে

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Год назад

      Thanks

    • @debarshibagchi6991
      @debarshibagchi6991 Год назад

      Eisob faltu kotha bangali bolte khub valo base

    • @khetrahalder2497
      @khetrahalder2497 5 месяцев назад

      একথা অনস্বীকার্য যে তিনি ভয়ংকর রকমের মানসিক যন্ত্রণা নিয়ে পৃথিবী ত্যাগ করেছেন। সেই সময় আমি খুব কাছাকাছি ছিলাম।। সোস্যাল মিডিয়ায় সব কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ।।

  • @swapankar2190
    @swapankar2190 2 года назад +4

    An old singer with excellent voice tone . He will be appreciated all times to all old son lovers . We often listen to his old songs .

  • @asokbhattacharyya6451
    @asokbhattacharyya6451 2 года назад +1

    A nice presentation.

  • @farjanajahan3222
    @farjanajahan3222 Год назад

    Shilpir proti. Onak onak shordha .tar gaan onak shudor. Ridhoy. Kara . Apon .thanks .

  • @user-cp8fb6ot4
    @user-cp8fb6ot4 Год назад +1

    ধন্যবাদ ❤❤❤

  • @syedmujiburrahman7785
    @syedmujiburrahman7785 Год назад +1

    My best favorite singer. Other two SD Burman and RD Burman.

  • @somnathchakraborty1499
    @somnathchakraborty1499 2 года назад +4

    He was great singer but always been neglected. I tribute him.

  • @Tirthanath-chatterjee
    @Tirthanath-chatterjee Год назад +2

    ❤❤❤☺☺☺☺

  • @somrikmitra4379
    @somrikmitra4379 Год назад

    উনি ভবানীপুরে আমাদের বাড়ি ভাড়া থাকতেন। ভিডিওটি খুব ভালো লাগলো ।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Год назад +1

      আচ্ছা

    • @Get-Agar
      @Get-Agar 7 месяцев назад

      টার্ফ রোডের বাড়ি? এখনো আছে? কে থাকে?

    • @somrikmitra4379
      @somrikmitra4379 7 месяцев назад

      @@Get-Agar না এখন ওখানে অন্য বাড়ি হয়ে গেছে। অন্য লোক থাকেন এখন।

  • @subratamukhopadhyay6697
    @subratamukhopadhyay6697 2 года назад +1

    Great

  • @tapanmukherjee8200
    @tapanmukherjee8200 2 года назад +2

    অনেক শ্রদ্ধা আর প্রণাম

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      ধন্যবাদ

    • @tapanmukherjee8200
      @tapanmukherjee8200 2 года назад +1

      ওনাকে খুব কাছে থেকে মেলামেশা করার সুযোগ আমার হয়েছে।।।খুব সাধারণ জীবন যাপন করতেন।।।গান আর প্রাণ খোলা হাসি ছিল ওনার চরিত্রে।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      @@tapanmukherjee8200 Thank you

  • @noormahammad3180
    @noormahammad3180 8 месяцев назад

    অখিল বন্ধু ঘোষ আমার প্রিয় শিল্পী।

  • @kamaleshkumarchanda4011
    @kamaleshkumarchanda4011 Год назад

    কি বলে অবহেলিত ৫৫বছর থেকে গান শুনছি এবং গাই এত সুন্দর

  • @shaikhmd.abdullah1149
    @shaikhmd.abdullah1149 Год назад

    ভালো 💐💐💐

  • @bishnubratasarkar6724
    @bishnubratasarkar6724 6 месяцев назад +1

    প্রচার বিমুখ কথাটা বললে শিল্পী কে অসম্মান করা হয়।। আসলে শিল্পী কে সযত্নে লোক সম্মুখে আসতে দেয়া হয় নি। খোঁজ নিলে জানা যাবে, শিল্পীদের রাজনীতির শিকার ছিলেন তিনি।।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  6 месяцев назад

      হা তাও ঠিক

    • @khetrahalder2497
      @khetrahalder2497 5 месяцев назад

      আমি আপনার মূল্যায়ন কে অস্বীকার করতে পারছি না।।

  • @nikunjalalkundu2642
    @nikunjalalkundu2642 2 года назад +4

    সে সময় কলের গাণ ছাড়া গাণ শোনার জন্য মুখিয়ে থাকতে হয়তো আকাশ বাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার এর জন্য যাদের গাণ আজও মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে ইনি ও তাদেরই একজন ।

  • @debamitabhatta7822
    @debamitabhatta7822 2 года назад

    My one of the best songitogyo akhil bandhu Ghosh

  • @kalidaskabiraj4007
    @kalidaskabiraj4007 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @mitali4026
    @mitali4026 2 года назад

    Pronam janai amar 🙏

  • @bishnubratasarkar6724
    @bishnubratasarkar6724 6 месяцев назад

    দাদা, আপনার কাছে অনুরোধ করছি। তোমার ভুবনে ফুলের মেলা আমি সাহারায়, গানটি কি রাগে ওপর জানালে খুশি হবো।

  • @MonjurMorshed-m5i
    @MonjurMorshed-m5i 3 месяца назад

  • @rathinsengupta7242
    @rathinsengupta7242 Год назад +1

    কয়েক জন সংগীত শিল্পীর নাম উল্লেখ করছি। এদের সম্পর্কে কোন তথ্য কোথাও খুঁজে পাচ্ছি না। এদের সম্পর্কে একটু আলোচনা করবেন দয়া করে: সাবিত্রী ঘোষ, ইলা বসু, রবীন মজুমদার, বেচু দত্ত, ধীরেন্দ্র নাথ দাস, ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Год назад

      Rabin majumdaar ke niye video korbo
      Khub taratari ela basu r bapare information pachhi na

  • @sanchitachatterjee3149
    @sanchitachatterjee3149 Год назад +2

    একটি তথ্য সম্ভবত ভূল হয়েছে। উনি তারাপদ চক্রবর্তীর কাছে আট বছর তালিম নিয়েছেন, তার মধ্যে পাঁচ বছর হবিষ্যি করেছিলেন

  • @babaisarkar205
    @babaisarkar205 2 года назад +1

    দাদা দয়া করে uplod 🙏🙏🙏🙏🙏🙏

  • @suchetachatterjee8555
    @suchetachatterjee8555 2 года назад +1

    Amar didi onar student chilo uni. Turf. road a thak ten he is very good man all we r respect him

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 Год назад +1

    এই কিংবদন্তি শিল্পী তেমন ভাবে প্রচারের আলোক পেলেন না।
    এই অমর শিল্পীকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি।

  • @barunbasu9073
    @barunbasu9073 2 года назад

    Khub sundar uposthapona. Amaar priyo shilpi. Sab rakamer Gan e tar abadh bichoron. Adhunik, Nazrulgeeti . Aponbhola , prachar bimukh, antorikata purna , sada matha byabohar. Emon shilpi biral. Shastriya Sangeet e adharita onar gaanguli bhola Jayna. Ei nirahankar manus ti jogya samadar panni. Ulte abohela peyechen.
    Bishista gitikar Pulak Bandyopadhyay er putro Piyal Babu je comment korechhen , seta sathik bhabei koechhen. Apni ei bishoyti pore video te jukto korle video ti purnata pabe.

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 Год назад +1

    উনি ছিলেন গুরুর গুরু, এনারা নিভৃতে শিষ্য তৈরি করেন।

  • @sumitabhattacharyya4907
    @sumitabhattacharyya4907 Год назад

    😊

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 2 года назад

    so good

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 Год назад

    Pronam Akhil Bandhu Ghosh

  • @faisaltanvir3423
    @faisaltanvir3423 Год назад

    গায়োগদের গায়ক

  • @babaisarkar205
    @babaisarkar205 2 года назад +2

    Dada বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র্ বাবুর জীবনের গল্প ও তার মহিষাসুরমর্দিনীর গল্প দয়াকরে বলুন।🙏🙏🙏🙏🙏

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      আমার চ‍্যানেলে রয়েছে দেখে নিন।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      ruclips.net/video/3LmfL71zhpc/видео.html
      এই লিঙ্ক এ দেখুন।

  • @debabrataghosh4066
    @debabrataghosh4066 Год назад

    A nonagenarian who has been with music basically classical but also Bengali songs since 1944 I agree that ABG didn’t get recognition due to him. I think it’s mostly his aloofness from the commercial music world was the reason.
    In 48-49 our club held a function in Sisir Kumar Library Hall at Baghbazar. We booked him for just 20!Rs plus taxi fare. I went to his Sankharitola house In bhowanipur to escort him. It looked like a bombed house but he was unfazed offered tea and after tea came out with me.
    A very simple man.
    In my observation with his classical training and inclination he was not made out for adhunic.

  • @chittaranjanmondal6943
    @chittaranjanmondal6943 Год назад

    🙏

  • @bhaskarsen6124
    @bhaskarsen6124 2 года назад +2

    it's a tragedy that such inimitable singers are denied their due privileges and honour. if there is a God He wouldn't have meant this to be so that such a savant of liliting musical vibrations would have denied a full bloom in a career which was dipped in darkness and abominable negligence for which the music directors the film directors and producers and many lead actors of the time were responsible ..
    Hari Aum Taat saat
    .rest in peace great Soul

  • @sandipacharya5393
    @sandipacharya5393 2 года назад +2

    কেবল নিজের বকবকই শোনান হল l
    শিল্পীর কন্ঠের গান শোনালে এই ভিডিও সার্থক হত l

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      শিল্পী র অনেক গান রয়েছে ইউটিউব এ

    • @mottakinurrahmanwasek4096
      @mottakinurrahmanwasek4096 Год назад

      তার গান তো ছোটবেলা থেকেই শুনে আসছি। এই তথ্যগুলো কোনোদিন শুনিনি, তিনি শোনালেন। জানলাম।ধন্যবাদ তাকে। একথা গুলো কে বকবক মনে হলো কেনো আপনার কাছে? অশিক্ষিত

  • @mrigankasinha1454
    @mrigankasinha1454 2 года назад

    দুটো গান অল্প অল্প শোনালে ভালো হতো ভাই।পুরোটা দেখার ধৈর্য থাকলোনা তাড়াতাড়ি অন্য চ্যানেলে ওনার গান টিউন করলাম।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      এটা কেমন কথা হলো।
      এমন একজন মানুষের জীবনী পুরো টা শুনতেই পারতেন।

  • @kuntalraymandal6622
    @kuntalraymandal6622 Год назад

    Very sad

  • @chandansengupta2462
    @chandansengupta2462 2 года назад

    Chira swaranio Mohan Shilpi.

  • @kstaladhi8449
    @kstaladhi8449 2 года назад

    Ki comment Debo. Benche theke kichui dite amra parini.R ekhon bara bara kotha boli. Etai amader sabalata na durbalata ajo bujte parini. Tobuo pranamya guni k janai amamar akripan sashradhya pronam.

  • @sailenhira5872
    @sailenhira5872 Год назад

    Hey Bangali Ami moriley
    Somadhi Porey amar dio Moth ! E chhara kichhu bolar nei !

  • @babaisarkar205
    @babaisarkar205 2 года назад

    Ami tolly gunge a thaki

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      Achha..khub bhalo

    • @babaisarkar205
      @babaisarkar205 2 года назад

      @@amiavijitbolchi apni?????

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      @@babaisarkar205 Bardhaman

    • @babaisarkar205
      @babaisarkar205 2 года назад

      Aj sotti bolchi apni oneak valo video uplod korcheen
      Karon amra sotti ai sob manushder bishoy besi kichu jani na ar amader jana uchit anader bepare karon ami mone kori anara legend
      Tai anader golpo sunte khub valo lage dada

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      @@babaisarkar205 Thank you so much

  • @suranjanadhikari7342
    @suranjanadhikari7342 2 года назад

    ঘোষ না হয়ে ব্যানার্জী,চ্যাটার্জী, চক্রবর্তী, ভট্টাচার্য হলে হয়তো এই গুনী শিল্পী এতোটা অবহেলার স্বীকার হতেন না!!

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  2 года назад

      আচ্ছা

    • @subhankarmitra5922
      @subhankarmitra5922 2 года назад

      শিরুল কাসট হলে হয়তো সরকারি কোটার সাহাযঅ্যা পেতেন।

    • @Sadah775
      @Sadah775 Год назад

      গায়ে জ্বালা লাগলেও কথা 100% সত্য